নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আমাদের জাতির কপালে শনি আছে

২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:১১



একাত্তরে যারা স্বাধীনতার বিরোধীতা করেছে তারা বলেছে স্বাধীনতা টিকিয়ে রাখা সম্ভব না, সুতরাং ভারতের অধীন হওয়ার চেয়ে পাকিস্তানের অধীন থাকা ভালো। তারা মনে করেছে অধীকাংশ নাগরিক তাদের দলে। কারণ সাতচল্লিশে অধীকাংশ নাগরিক পাকিস্তান ভূক্তির পক্ষে ভোট দিয়েছে। আওয়ামী লীগ বলেছে পাকিস্তান ভূক্তির পর আমাদের দেশ বৈষম্যের শিকার হয়েছে। সেজন্য অধীকাংশ নাগরিক পাকিস্তান ভূক্তির ভোট প্রত্যাহার করেছে, সুতরাং বৈষম্য মুক্তির জন্য স্বাধীনতা চাই। দেশের একাংশ রক্ষায় পাকিস্তান আমাদেরকে একাত্তরে আক্রমণ করে।ভারত তখন আমাদের পক্ষে যুদ্ধ করে। তখন আমাদের দেশ তিন পক্ষ হয়। একপক্ষ পাকিস্তানের পক্ষে স্বাধীনতার বিপক্ষে থাকে। সাতচল্লিশে যারা ভারত ভূক্তির পক্ষে ভোট দিয়েছে তারা ভারত ভুক্তির পক্ষে থাকে। একপক্ষ স্বাধীনতার পক্ষে যায়। ভারত ভূক্তির পক্ষের লোক আওয়ামী পক্ষে যায়। পাকিস্তান পক্ষের লোক জামায়াত পক্ষে যায়। স্বাধীনতার পক্ষের লোক নতুন দল বিএনপি গঠন করে।তবে তারা পাকিস্তান পক্ষকে সাথে নেয়। নিজ কাজের পক্ষে তাদের বিস্তর যুক্তি। ভারত পক্ষের লোক নিজপক্ষে টানার বিষয়ে আওয়ামী লীগের বিস্তর যুক্তি। পাকিস্তান পক্ষের মুখেতো যুক্তির খই ফুটে।ভারত মিত্রতা, ভারত শত্রুতা, পাকিস্তান মিত্রতা, পাকিস্তান শত্রুতা, স্বাধীনতা-এ পাঁচ পদে আমরা পঞ্চমুখী কচুতে পরিণত হয়েছি। তাতে আমাদের সবার শুধু চুলকায়। আমার নীতি ভারত শত্রুতাও নয়, তাদের প্রভুত্বও নয়।আর দেশের উপকার হয় মত মিত্রতাও পাকিস্তানের সাথে বজায় রাখা। এপক্ষে কত পারসেন্ট লোক আছে সেটা অবশ্য আমার জানা নাই।সব কিছু যোগ-বিয়োগ করে আমি আপাতত বিএনপি পক্ষে।জামায়াত এখানে আবার ধর্মকে টেনে এনে লাভবান হতে চায়। কোরআন অনুযায়ী আমি বলছি তাদের ধর্মীয় ইচ্ছা পূরণ হতে একতৃতীয়াংশ নাগরিকের ধর্মীয় অনুশাসন মানতে হবে। তাহলে তারা অবশিষ্ট দুই তৃতীয়াংশের একাংশ ঝাঁকিয়ে পক্ষে নিয়ে সংখ্যাগরিষ্ঠ হয়ে ক্ষমতা লাভের আশা করতে পারবে। কিন্তু তাদের আশায় গুড়েবালি হতে পারে ভারত।এখন বিবিধ জটিল হিসাবে জাতির মাথা নষ্ট। আর মাথা নষ্ট জাতির কপালে শনি থাকে। ভারতের পেটে থাকা আমাদের দেশ কখন তাদের পেটে হজম হয় সেই আশংকা আমাদের অনেকের। এর থেকে আত্মরক্ষায় আমাদের জাতীয় ঐক্য অতীব জরুরী। কিন্তু সেটা সহজ নয়। সেইজন্য আমি অগ্নিকুন্ডে বসে কবিতা লিখি অথবা ইহকাল ছেড়ে পরকালের কথা বলি।সেইটা নিয়াও বিস্তর অশান্তি। দেশের বাইরের লোকেরা বিভিন্ন পক্ষের পক্ষ নিয়ে তাদেরকে উসকিয়ে একটা মহাযুদ্ধ পাকাতে চায়। এরা হলো দুষ্টলোক। আমি এদের কারো পক্ষে নই। যারা ইসলাম নিয়ে উত্তেজিত তাদেরকে বলি ফয়জরের নামাজে ১৭% লোক হাজির কর তারপর ইসলামের কথা বল। তার আগে ইসলামের কথা বলে মূলত কোন লাভ নাই। কিন্তু এখানে কেউ কারো কথা শুনে না। সবাই সবার কথা সবাইকে শুনায়। পঞ্চপক্ষের পঞ্চ কথায় কান ঝালাপালা।আওয়ামী বিরোধী পক্ষ তাদেরকে মসনদ থেকে নামিয়ে নিজেরা বিভিন্ন পক্ষে বিভক্ত হয়ে মসনদ দখলে তৎপর, এদিকে আওয়ামী লীগ হারানো মসনদে ফিরে আসতে মরিয়া। বিবিধ পক্ষ আবার গালাগালিও করে। সব মিলিয়ে শান্তি উদাও। চাচা একদা বলেছেন, শান্তি ভারত গিয়ে চিন্তা রেখে গেছে। মানে গ্রামের শান্তি বর্ধন চিরস্থায়ী ভারত চলে গেছেন।আমি মনে করি শান্তিরা যেন ভারত না যায় তার একটা ব্যবস্থা থাকা দরকার। তবে এ দেশে আপনি যে কথাই বলেন না কেন আপনি দেখবেন এর পক্ষে-বিপক্ষে তর্ক শুরু হয়ে গেছে।এর পর আপনি নিরপেক্ষ হলেও দোষের মধ্যেই থাকবেন। এ পক্ষে গেলে চার পক্ষ আপনাকে দোষী করবে। এ এক বিরাট শনি।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আত্মরক্ষায় আমাদের জাতীয় ঐক্য অতীব জরুরী।
.......................................................................................
একবার সুযোগ হারালে বারেবারে আসে না ।
আমরা অভাগা জাতি, তাই ৫৪ বৎসরে এসেও
ঘুরপাক খাচ্ছি ।
আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে, মানবতা হারায়ে গেছে
আমরা আজ পথভ্রষ্ট !!!

২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: জাতীয় স্বার্থের চেয়ে আমাদের দলীয় স্বার্থ বড় হয়ে আছে। আমরা ঐক্যের যোগ্য না হয়ে গৃহযুদ্ধের যোগ্য হয়ে বসে আছি।

২| ২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৩

আলামিন১০৪ বলেছেন: এ দেশে চিল শকুনের উপদ্রব বেড়ে গেছে, আসল ইতিহাসের চর্চা হওয়অ জরুরী। রাজনিতিক উদ্দেশ্যে সবাই ৭১ এে সত্যিকার ইতিহাস নিয়ে লুকোচুরি করে।
৭১ নিহতদের সত্যিকার পরিসংখ্যান দিলে একদল আওয়অমী হায়েনা ঝাপিয়ে পড়ে আবার পাকিরা একেবারে নিস্পাপ দাবী করে অথচ এদের দুইজনই মিথ্যাবাদী। সত্য কি করে প্রচার পাবে??? ব্রিটিশদের শতবর্ষব্যাপী নিপীড়নের কথা সবাই ভুলে গেলেও পাকিদের বর্বরতা কেউ ভুলতে পারে না, এ তো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পাকিরা বারবার ক্ষমা প্রার্থনা করলেও ব্রিটিশ কি কোস সময় ক্ষমা চেয়েছে?

২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: সদিচ্ছা থাকলে একাত্তরের নিহতে প্রকৃত পরিসংখ্যান তৈরী করা সম্ভব। আমাদের গ্রামে শুথুমাত্র একজন নিহত হয়েছেন। যুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধাগণের অনেকেই ডাকাতি করতেন। অথচ তাঁদের প্রতি আমাদের কত শ্রদ্ধা।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী, একটানা না লিখে প্যারা প্যারা করে লিখুন। তাতে যে লেখাটা পড়বে আরাম পাবে। বিরক্ত হবে না।


শুধু একটা কথা শুনুন- ভারত আমাদের বন্ধু।

২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের থেকে আমরা বন্ধুত্বই আশা করি। তাদের প্রভুত্ব আমাদের কাম্য নয়।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫১

কিরকুট বলেছেন: জাতি হিসাবে আমরা ভাব ধরি আমরা বিশাল মাপের কোন কিছু করে ফেলেছি । আসলে আমরা খুবি অসভ্য ও নিম্ন রুচির জাতি । আমাদের আত্মসম্মান শূন্যের কোঠায় । বিদেশে আমাদের বিন্দুমাত্র মর্যাদা নাই (আমাদের খুদ্র মান সম্পন্ন আচরনের কারনে) খোদ ভারতীয় মুসলমানরা এই দেশের মুসলিমদের কনভার্টেড মুসলিম বলে তামাশা করে ।

২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের অনেকের কথা কাজে আমাদেরকে বিব্রতবোধ করতে হয়।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৯

আলামিন১০৪ বলেছেন: কিরকুট নিজেকে মুসলিম দাবী কর? আয়েশা (রাঃ) কে বিয়ের বিষয়ে তামাশা কর?

২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিরকুট তো কোন মুসলমানী নাম নয়।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৬

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: কিরকুট তো কোন মুসলমানী নাম নয়।


ওরে বাবা, নামের ও হিন্দু মুসলিম আছে। কিরকুটু অর্থ হলো টূম্ব স্টোন মানে স্মৃতি ফলক।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্মৃতি ফলকের কোন ধর্ম নাই। আপনার অবস্থাও কি সেরকম?

৭| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ কিরকুট আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন মোসলমাদের নিয়ে আপনার চিন্তা করতে হবেনা।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: হক কথা।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: ভারতকে আপনারা এত ভয় করেন কেন??

২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার পাশে একটা দৈত্য থাকলে আপনার ভয় থাকবে, মাথা বিগড়ে দৈত্যটা কখন কি করে বলা যায় কি?

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৮

কিরকুট বলেছেন: সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ কিরকুট আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন মোসলমাদের নিয়ে আপনার চিন্তা করতে হবেনা।

প্রথমত আমি কোন ধর্মের এটা আপনি ঠিক করার কে?

দ্বিতীয়ত আমি কি নিয়ে থাকবো এটা ঠিক করার আপনি কে ?

মুসলিম জাতির অতি ক্ষুদ্র একটা অংশ আপনি ধুলিকনাসম , তো পুরা মুসলিম জাতি আপনার একা ব্যক্তিগত সম্পদ না যে আপনি ঠিক করবেন কে কি করবে অথবা করবে না । চরকয়া যেহেতু আমার আমি ঠিক করবো তাতে তেল দিবো কি দেব না ।

২৪ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: জবাব পছন্দ হইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.