![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত ভয় কেন?
আমি তো এমন কিছুই
বলিনা,
দেখানা,
লিখিনা,
চাহুনিতে নেইও তেমন কিছু।
মানায় না তো
ওকথা,
ওরকমটা,
আমার সাথে।
আমি দেখি, অন্তর থেকে দেখি,
চাই হৃদয়ের আরো গভীরে,
আপন হতেও আপন করে,
কেবলই নিজের করে।
ভয় নেই,
কোন ভয় নেই।
এ হাতে বিশ্রীতি হবে না কিছু,
ঘোলাটে হবে না স্বচ্ছ কাগজ।
প্রস্থান করার কিছু নেই,
ভয় ও আমি বহু ব্যবধান,
তোমাতে আমায় তা দেখবে না কিছুই।।
©somewhere in net ltd.