|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
২০০৮ সালের আগস্টে ব্লগে রেজিস্ট্রেশন করার পর ২০১২ সালে সবচেয়ে বেশিসংখ্যক ব্লগারের সাথে আমার ভাব বিনিময়, অর্থাৎ কমেন্ট আদান-প্রদান হয়েছে। ব্লগার শায়মা, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম দূর্জয়, আলাউদ্দিন আহমেদ সরকার, প্লিওসিন অথবা গ্লসিয়ার, ফারাহ দিবা জামান, সায়েম মুন, মনোয়ারা মণি, নীলঞ্জন, রেজওয়ানা, রেজওয়ান মাহবুব তানিম, মাহী ফ্লোরা, ভারসাম্য, ডেভিড, অপূর্ন, স্বদেশ হাসনাইন, আবুশিথি, জুন, মেহবুবা, ফারজুল আরেফিন, সোমহেপি, আজমান আন্দালিব, মেঘনা পাড়ের ছেলে, প্রমুখ কয়েকজন ব্লগারকে নিয়মিত আমার ব্লগে পেয়েছি। কয়েকজন ব্লগার খুব কম এসেছেন আমার ব্লগে, কিন্তু তাঁদের কমেন্টে দারুণ উৎসাহ বোধ করেছি, যেমন বাঘ মামা, মহামহোপাধ্যায়, গানচিল, নস্টালজিক, ম্যাভেরিক, দূর্যোধন, জীবনানন্দদাশের ছায়া, আরজুপনি, ইনকগনিটো, সিরাজ সাঁই, আমিভূত, (যাঁর নাম প্রথমে পড়েছিলাম 'অভিভূত'), প্রমুখ। বছরের প্রথম দিকে ব্লগার হানিফ রাশেদীনকে খুব দেখতে পেতাম; এই তুখোড় কবিকে দেখি না অনেকদিন। তাঁর জন্য শুভ কামনা সব সময়।
আজকের লিস্ট অনুযায়ী আমার 'অনুসারিত' ব্লগারের সংখ্যা ২৬৫। অবসরে থাকলে তাঁদের সবার ব্লগই ভিজিট করার চেষ্টা করি। তবে, যাঁদের লেখা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যাঁদের লেখা সবচেয়ে বেশি পড়া হয়েছে, এবং যাঁরা আমার ব্লগে সবচেয়ে বেশি প্রবেশ করেছেন, তাঁদের নামগুলো নিম্নরূপ:
মনোয়ারা মণি  
ডেভিড  
ভারসাম্য  
স্বদেশ হাসনাইন  
মাহজাবিন জুন  
আবুশিথি  
আমিভূত  
ম্যাভেরিক  
হানিফ রাশেদীন  
প্লিওসিন অথবা গ্লসিয়ার  
ফারজুল আরেফিন  
সোমহেপি  
শহীদুল ইসলাম  
মহামহোপাধ্যায়  
নস্টালজিক  
গানচিল  
ইনকগনিটো  
আশরাফুল ইসলাম দূর্জয়  
শায়মা হক  
আলাউদ্দিন আহমেদ সরকার  
মাহী ফ্লোরা  
অপর্ণা মম্ময়  
রেজওয়ান মাহবুব তানিম  
সোনালী ডানার চিল  
সালমাহ্যাপী  
সাবরিনা সিরাজী তিতির  
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা  
শাহেদ খান  
ইমরান মাঝি  
রোমান সৈনিক  
নিমা  
মাহমুদা সোনিয়া  
সুপান্থ সুরাহী  
তিথির অনুভূতি  
নিশাচর ভবঘুরে  
জীবনানন্দদাশের ছায়া  
আরজুপনি  
মাহবুবুল আজাদ  
সায়েদা সোহেলী  
হিবিজিবি  
ইশতিয়াক আহমেদ চয়ন  
শ্রাবণ জল  
মেহবুবা  
লেখোয়াড়  
রেজোওয়ানা  
জেমস বন্ড  
আজমান আন্দালিব  
শোশমিতা  
ত্রিশোনকু  
টুকিঝা  
উম্মে মারিয়াম  
নক্ষত্রচারী  
সায়েম মুন  
অপূর্ন  
রঙ তুলি ক্যানভাস  
ফারাহ দিবা জামান  
দূর্যোধন  
ডট কম ০০৯  
নোমান নমি  
মি. মাক্স  
মুনসী১৬১২  
চেয়ারম্যান সাহেব  
নীলঞ্জন  
অনাহূত  
অন্য কথা  
কাল্পনিক ভালোবাসা  
হাসি  
আবু সালেহ  
রাতুল শাহ  
সান্তনু আহমেদ  
মেহেরুন  
একজন আরমান  
ফ্রাস্টেটেড  
ফাহাদ চৌধুরী  
স্বপনবাজ  
সিরাজ সাঁই  
ভিয়েনাস  
কয়েস সামী  
তানিয়া হাসান খান  
তুষার আহাসান  
মুশাসি  
গ্রাম্যবালিকা  
মাস্টার  
পাকাচুল  
নেক্সাস  
একটু স্বপ্ন  
কামরুল হাসান শাহি  
শ।মসীর  
কবির চৌধুরী  
নীরব ০০৯  
রু আদে  
আমি তানভীর  
সাইফুল হাসনাত সিপাত  
নষ্ট কবি  
ছাইরাছ হেলাল  
মতিউর রহমান সাগর  
নাঈম আহমেদ আকাশ  
খেয়াঘাট  
মামুনুর রহমান খাঁন  
ঘুমকাতুর  
কাকঁন  
বর্ণচোরা  
সপ্নভূক  
হনলুলু  
বিদ্রোহী ভৃগু  
নেফেরতিতি  
মেমনন  
লুৎফুল কাদের  
জুল ভার্ন  
ঈষাম  
শিশিরের শব্দ  
বৃষ্টিধারা  
দি ফ্লাইং ডাচম্যান  
নীল-দর্পণ  
অন্যমনস্ক শরৎ  
আ-কার শুদ্ধকৃত জালিস মাহমুদ  
ফারিয়া  
শিশিরের বিন্দু  
সকাল রয়/অরুদ্ধ সকাল  
চাটিকিয়াং রুমান  
দুঃখ বিলাসি  
মোসতাকিম রাহী  
বেঈমান আমি  
জটিল  
রাহি  
ভদ্র ছেলে, যদিও নাম নিয়েছেন 'অভদ্র'  
নাজনীন১  
অক্টোপাস পল  
দীপান্বিতা  
ঘুমন্ত আমি  
বড় বিলাই  
দুর্জয়  
বিকারগ্রস্থ মস্তিষ্ক  
বাংলাদেশী পোলা  
জাতির নানা হইয়া যিনি জন্মগ্রহণ করিয়াছেন  
শিপু ভাই  
তন্ময় ফেরদৌস  
আহসান জামান  
ইসরা০০৭  
আকাশী কন্যা  
মেঘরোদ্দুর  
বাঘ মামা  
হ্যামেলিন এর বাঁশিওয়ালা  
রাইসুল সাগর  
আমি তুমি আমরা  
তুষার কাব্য  
আশীর্বাদ করি আমি অঞ্জলি রায়  
চাঙ্কু  
অপরাজিতার কথা  
আহমাদ জাদীদ  
এ.টি.এম.মোস্তফা কামাল  
ভিয়েনাস  
লিন্কিন পার্ক  
নুর ফয়জুর রেজা  
রক্তভীতু ভ্যাম্পায়ার  
মেঘনা পাড়ের ছেলে  
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে  
অন্তরন্তর  
ফালতু বালক  
রোকেয়া ইসলাম  
বিদ্রোহী ভাস্কর  
মামুন৬৫৩  
আমি বাঁধনহারা  
জয়তি বন্দোপাধ্যায়  
ফয়সাল হুদা  
লাইলী আরজুমান খানম লায়লা  
এবং ব্রুটাস  
ওই চোরা  
নীলফরিং  
এবার আসল কথায় আসি
এটি মূলত হিটখেকো পোস্ট কীজন্য এতো হিট খেতে চাই? উদ্দেশ্য খুব মহৎ
 কীজন্য এতো হিট খেতে চাই? উদ্দেশ্য খুব মহৎ সবুজ অঙ্গন বইমেলা সংখ্যার জন্য লেখা আহ্বান করা হয়েছিল বেশ কয়েকদিন আগে। আপনাদের লেখার সম্ভারে সুসজ্জিত একটি সবুজ অঙ্গন সংখ্যা দেখবার তীব্র ইচ্ছে মনের ভিতর দিনরাত আগুন জ্বালছে। অনেকেই লেখা জমা দিয়েছেন; যাঁরা এখনও জমা দেনি নি, তাঁদের জন্য, কেবল তাঁদের সৌজন্যে ২৮ জানুয়ারিতে ম্যাগাজিন প্রেসে যাবে। প্রেসে পাঠানোর আগ পর্যন্ত পাওয়া লেখাগুলো সংযোজনের চেষ্টা থাকবে।
 সবুজ অঙ্গন বইমেলা সংখ্যার জন্য লেখা আহ্বান করা হয়েছিল বেশ কয়েকদিন আগে। আপনাদের লেখার সম্ভারে সুসজ্জিত একটি সবুজ অঙ্গন সংখ্যা দেখবার তীব্র ইচ্ছে মনের ভিতর দিনরাত আগুন জ্বালছে। অনেকেই লেখা জমা দিয়েছেন; যাঁরা এখনও জমা দেনি নি, তাঁদের জন্য, কেবল তাঁদের সৌজন্যে ২৮ জানুয়ারিতে ম্যাগাজিন প্রেসে যাবে। প্রেসে পাঠানোর আগ পর্যন্ত পাওয়া লেখাগুলো সংযোজনের চেষ্টা থাকবে।
সবুজ অঙ্গনে লেখা জমা দেবার নিয়মগুলো আরেকবার একঝলক দেখে নিন
কী কী পাঠাবেন? সাহিত্য বলতে যা বোঝেন, তার সবই পাঠানো যাবে। তবে একজনে দয়া করে কেবল এক শ্রেণির লেখাই পাঠাবেন; অর্থাৎ, একজন লেখক কেবল গল্প, অথবা কেবল কবিতা, বা ছড়া, বা প্রবন্ধ পাঠাবেন।
বানানরীতি। বাংলা একাডেমী প্রমিত বানানরীতি অনুসরণ করা হয় সবুজ অঙ্গনে। যাঁদের এ ব্যাপারে সম্যক ধারনা নেই তাঁরা দয়া করে এ লিংকটি পড়তে পারেন : বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম 
আপনারা আমাদের এডিটিঙের কাজটি সহজ করে দিতে পারেন শুদ্ধ বানানে লিখে। আরও সহজ করে দিতে পারেন নিচের উপায়ে লেখাগুলো লিখে ও সাজিয়ে: 
দয়া করে কোনো পিডিএফ ফরম্যাটে কিছু পাঠাবেন না। লেখা পাঠাবেন ইউনিকোড ফন্টে (সোলায়মানলিপি), ফন্ট সাইজ-১২। শিরোনাম ছাড়া কিছু বোল্ড করবেন না। টেক্সট ইটালিক বা আন্ডারলাইন করবেন না। দাড়ি, কমা, সেমিকোলনের পর এক স্পেস দেবেন।  দাড়ি, কমা, সেমিকোলনের আগে কোনো স্পেস দেবেন না দয়া করে।
লেখা পাঠাবেন ই-মেইলে এ্যাটাচ করে। ইমেইল: [email protected]
পুনশ্চ: লেখা পাঠাবার শেষ তারিখ: ২৮ জানুয়ারিতে ম্যাগাজিন প্রেসে যাবে। প্রেসে পাঠানোর আগ পর্যন্ত পাওয়া লেখাগুলো সংযোজনের চেষ্টা থাকবে। 
সবুজ অঙ্গনের প্রচ্ছদ। শৌখিন প্রচ্ছদ শিল্পী ভাইয়েরা এ ব্যাপারে এগিয়ে আসলে কৃতজ্ঞ থাকবো।
সবুজ অঙ্গনের মোড়ক উন্মোচন
সবুজ অঙ্গনের মোড়ক উন্মোচন হবে ৮ অথবা ৯ ফেব্রুয়ারি ২০১৩। সবুজ অঙ্গনের লেখকরাই এর মোড়ক উন্মোচন করবেন আপনাদের উপস্থিতি কামনা করছি।
 আপনাদের উপস্থিতি কামনা করছি।
শুভ নববর্ষ।
পরিশিষ্ট:
১।  সবুজ অঙ্গন ১৭শ সংখ্যাসহ অন্যান্য সংখ্যার সামান্য বিবরণ  
২। একটি উপকারী পোস্ট : নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন  
 
  
 ১২৪ টি
    	১২৪ টি    	 +১৫/-০
    	+১৫/-০  ০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:০০
০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাপি নিউ ইয়ার। আপনার নামটা তো সর্বাগ্রেই নেয়া হয়েছে, খেয়াল করুন  সংশোধনী দিয়েছি
 সংশোধনী দিয়েছি 
বাকি কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।
২|  ০১ লা জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৫২
০১ লা জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৫২
লিন্কিন পার্ক বলেছেন: 
 যাক আমার নামও দেখি আছে  :#> 
হ্যাপি নিউ ইয়ার   
 
  ০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:০০
০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ লিনকিন পার্ক।
৩|  ০১ লা জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৫৭
০১ লা জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৫৭
সায়েম মুন বলেছেন: আচ্ছা একবার হিট দিয়ে গেলাম। সময় করে আরো দিয়ে যাবো। হ্যাপী নিউ ইয়ার প্রিয় কবি ও ব্লগার 
  ০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:০১
০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ হিট খাওয়ার জন্য হাঁ করে বসে থাকলাম 
৪|  ০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:০২
০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:০২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
আপনি শুধু ভালো লিখেন ই না, অনেক পড়েন ও ব্লগে। 
  
 
ভালোলাগা তালিকায় নিজের নাম দেখতে পেলাম  
 
হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছর শুভ হোক।
  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৫
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আশরাফুল ভাই এমন কমপ্লিমেন্টের জন্য। ভালো থাকুন সব সময়।
৫|  ০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:০৫
০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:০৫
শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!
এই কথা নিশ্চয় জীবনেও তুমি আর ভুলবেনা!!!!!!!! 
 
সত্যিই কিন্তু বলেছি যা সব বলেছি উপরে! মানে হিংসা টিংসা আর কৃতজ্ঞতা আর মনে রাখার কথা । কেউ আমাকে জিগাসা করলেই আমি শোনাই সেই কবিতা ছাপার ইতিহাস। যদিও তখন কাউকেই আমি সে নিকটা বলিনি । আসলে সেটাকেও যে কবিতা বলা হয় তাই তো জানতাম না । সেসব ছিলো খেলাধুলা টাইপ ছন্দ মিলানো আর জানোই তো সে কাজে আমি মহা পারদর্শী। 
 
যাইহোক ভাইয়া তোমার অনুপ্রেরণা আমার মতই অনেককেই নিজের লেখার উপর একটু হলেও আস্থা যুগিয়েছে এমনি আমার বিশ্বাস!
  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৯
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না, আর কি ভুলতে পারি? 
সবুজ অঙ্গনের কথা যেভাবে কৃতজ্ঞতার সাথে মনে রাখছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আশা করি আগামীতেও সবুজ অঙ্গনের সাথে থাকবেন। শুভ কামনা।
৬|  ০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৪
০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৪
সোমহেপি বলেছেন: হেপি নিউ ইয়ার  
খলিল ভাই
  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৯
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইমন ভাই। ভালো থাকুন।
৭|  ০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৫
০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৫
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১০
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মুনসী ভাই।
৮|  ০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৯
০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: আমার নামের শেষে সাহেব জুড়ে দেওয়াতে চেয়ারম্যানের পদাধিকার বলে আপনারে অতি উত্তম চরিত্রের অধিকারী মর্মে এক খানা চারিত্রিক সনদ দিলাম   
 
নতুন বছরটি সুন্দর কাটুক।আর আপনার সুন্দর সুন্দর লেখাগুলোর অপেক্ষায় রইলাম।
  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১২
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অতি উত্তম চরিত্রের অধিকারী হিসাবে প্রত্যয়ন করার জন্য অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আপনার জীবন সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়ে উঠুক।
 আপনার জীবন সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়ে উঠুক। 
৯|  ০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১০
০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১০
মেহেরুন বলেছেন:  ইয়াহু!!!!!! আমার নাম আছে  
 
নতুন বছরের শুভেচ্ছা নেবেন ভাইয়া  
 
  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১২
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকুন।
১০|  ০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৩
০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৩
ডট কম ০০৯ বলেছেন: আমি আছি আপনার সাথে
ডানে বামে পূর্বে পশ্চিমে
  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৩
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ডট কম ভাই। অনেক শুভ কামনা।
১১|  ০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৭
০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৭
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: ইংরেজি নতুন বর্ষে সারাদিন প্রিয় গান শোনা তারপরে অন্য কথা 
অনেক ভালো থাকার শুভ প্রার্থনা...  
  
 
“ও আকাশ প্রদীপ জ্বেলো না” 
http://www.youtube.com/watch?v=CtWaltHUBD
“আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়...” http://www.youtube.com/watch?v=nqybQnhiRG0
  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৪
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক প্রিয় গানের লিংক দিয়েছেন। আজ এমনিতেই একটু ব্যস্ত ছিলাম। গানও শোনা হয় নি  লিংক দেয়ার জন্য ধন্যবাদ। শুভ কামনা থাকলো।
 লিংক দেয়ার জন্য ধন্যবাদ। শুভ কামনা থাকলো।
১২|  ০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৪
০১ লা জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৪
ভিয়েনাস বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা এবং সবুজ অংগনের জন্য শুভ কামনা  
 
  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৪
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ভিয়েনাস।
১৩|  ০১ লা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৭
০১ লা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের । ভালো থাকবেন ভাইয়া !
  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৫
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনিও ভাকুন আপু। শুভ কামনা।
১৪|  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৯
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৯
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: শুভেচ্ছা দাদা  
 
  ০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০০
০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নাহোল ভাই।
১৫|  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:৫৭
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ৮:৫৭
মহামহোপাধ্যায় বলেছেন: প্রচন্ড দুঃসাহস নিয়ে উঁকি দিয়েছিলাম ভাইয়া আপনার ভালো লাগা তালিকায়। নিজের নাম দেখতে চাওয়া যে কত্ত বড় ধৃষ্টতা তাও মানি। কিন্তু আপনি আমায় হতাশ করেননি। বরং সস্নেহে ছোট ভাইটিকে ঠাই দিয়েছেন নিজের ভালো লাগা তালিকায়। আপনারা আছেন বলেই অনুপ্রেরণা পাই। অনেক অনেক ভালো থাকবেন ভাইয়া। নতুন বছরে আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
  ০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০২
০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মন্তব্যে খুবই আপ্লুত হলাম আমিও। ধন্যবাদ মহামহোপাধ্যায়।
১৬|  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৬
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৬
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
ভালো থাকুন সব সময়।   
 
  ০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৩
০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ ফারজুল ভাই। ভালো থাকুন।
১৭|  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ১০:১২
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ১০:১২
নুর ফ্য়জুর রেজা বলেছেন:  আমার নাম দেখে কিছুটা লজ্জাই পেলাম।  :!>  :#>  :#> 
  নতুন বছরের শুভেচ্ছা রইল।  
  ০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টে আমারও লজ্জা হচ্ছে কিন্তু  ভালো থাকুন  রেজা ভাই।
  ভালো থাকুন  রেজা ভাই।
১৮|  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ১০:২৮
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ১০:২৮
মামুন রশিদ বলেছেন: আপনাকে বেশ কিছুদিন হলো ব্লগে কম পাচ্ছি । ভালো থাকবেন সব সময় । অনেক অনেক শুভ কামনা ।
  ০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৬
০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথা ঠিক। তবে চেষ্টা করছি খুব নিয়মিত হতে। ভালো থাকুন মামুন ভাই।
১৯|  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৫
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
আমার নাম দেখি আছে!!!!!!!   মাথা ঘুরে পড়ে যাওয়ার ইমো হবে।
 মাথা ঘুরে পড়ে যাওয়ার ইমো হবে। 
আশা করি ভাল আছেন। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।
বাঘ মামাকে অনেক মিস করি। 
  ০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৭
০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আর হাসাবেন না দয়া করে 
আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আশা করি আপনিও ভালো আছেন। শুভ কামনা আপু।
২০|  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৮
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৮
রাতুল_শাহ বলেছেন: নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল
  ০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৮
০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার গ্রিটিংসের জন্য অনেক ধন্যবাদ রাতুল ভাই। ভালো থাকুন।
২১|  ০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫৯
০১ লা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫৯
নক্ষত্রচারী বলেছেন: সংখ্যা তো দেখি কম নয় ! 
শুভকামনা   ।
 ।
  ০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৭
০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ  
  
  
 
শুভ কামনা আপনার জন্যও।
২২|  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪৬
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪৬
ভারসাম্য বলেছেন: বছরের মাঝামাঝি একটু অ্যাকটিভ ছিলাম। আবার প্রায় গুটিয়ে গিয়েছি। তবে আপনাদের মত কিছু গুণী লেখক/ব্লগারগণের সুদৃষ্টির আওতায় আসতে পারাকে আমার জীবনের অসাধারণ একটা প্রাপ্তি বলতেই হবে।
সবুজ অঙ্গনের জন্য আবারও শুভকামনা রইলো। ভাল থাকুন।
  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৪৫
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আপনাকে অনেকদিন ধরে পাচ্ছিলাম না। যাঁদের ভালোবাসা পেতে ইচ্ছে করে তাঁদের অনুপস্থিতি খুব কষ্ট দেয়।
আশা করি নিয়মিত সাথে থাকবেন। শুভ কামনা।
২৩|  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১২:৫০
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১২:৫০
লোনলিফাইটার বলেছেন: আমার নিক আছে  
 
  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৪৬
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  আমি জানি
 আমি জানি  শুভ কামনা থাকলো।
 শুভ কামনা থাকলো।
২৪|  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ২:৩১
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ২:৩১
নস্টালজিক বলেছেন: হ্যাপী নিউ ইয়ার, খলিল ভাই!
আপনার জন্য শুভকামনা, 
শুভকামনা সবুজ অঙ্গন-এর জন্যও!
  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৪৭
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নস্টালজিক ভাই। ভালো থাকুন। ভালো থাকুন।
২৫|  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ২:৪২
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ২:৪২
*কুনোব্যাঙ* বলেছেন: শুভ নববর্ষ। সবুজ অঙ্গনের জন্য শুভ কামন।
  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৪৮
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ *কুনোব্যাঙ*। শুভ কামনা।
২৬|  ০২ রা জানুয়ারি, ২০১৩  সকাল ৯:৪০
০২ রা জানুয়ারি, ২০১৩  সকাল ৯:৪০
অপূর্ণ রায়হান বলেছেন: আমার নামও আছে দেখি  
 
হ্যাপি নিউ ইয়ার   
   
   
   
   
 
  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৪৯
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি থাকবেন না তাতো ভাবতেই পারি না  অনেক ভালোবাসা ও শুভ কামনা অপূর্ন ভাই।
 অনেক ভালোবাসা ও শুভ কামনা অপূর্ন ভাই।
২৭|  ০২ রা জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৭
০২ রা জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৭
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: প্রিয় গানদের লিঙ্ক দু’টি পছন্দ হয়েছে জেনে খুশী হলাম। 
নির্ধারিত সময়ের নির্ধারিত প্রোগ্রাম রি-অরগানাইজ করার প্রচেষ্টা অবশ্যই থাকবে। 
এক ব্যাগেজ না খুলতেই আরেক ব্যাগ গোছানোর কাজ চলছে অবিরত।
“সবুজ অঙ্গন” মোড়ক উন্মোচনের অগ্রিম অভিনন্দন আর শুভেচ্ছা রইলো।  
 
  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫১
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আকাশে বাড়িঘর বানিয়ে নিলেই পারেন  মাঝে মাঝে মাটিতে বেড়াতে আসলেন
 মাঝে মাঝে মাটিতে বেড়াতে আসলেন 
২৮|  ০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
নেক্সাস বলেছেন: সোনাবীজ সবসময় আমার ভাল লাগা একজন ব্লগার। আমি সুযোগ পেলেই সোনাবীজের বাড়িতে বেড়াতে যাই। কিন্তু কোনদিন সোনাবীজ কে আমার বাড়ীতে পাওয়া যায়নি। সে যাক সবুজ অঙ্গনে লিখা দেওয়ার খুব ইচ্ছা। কিন্তু সময় আর নানা ঝামেলায় সেটা হয়ে উঠছেনা।
তবুও সবুজ অঙ্গনের সাফল্য কামনা করছি।
  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫৪
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোথাও ভুল হয়ে থাকবে হয়তো। আপনি আমার অনুসারিত ব্লগার। আপনার সাথে কমেন্ট চালাচালির কথা মনে পড়ে। যাই হোক, দুঃখ প্রকাশ করছি। নিয়মিত দেখাসাক্ষাৎ হবে আগামীতে। শুভ কামনা।
২৯|  ০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৭
০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৭
শহিদুল ইসলাম বলেছেন: শুভেচ্ছা সোনাবীজ ভাই
নতুন বছরের শুভেচ্ছা 
  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫৫
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শহীদুল ইসলাম ভাই। শুভ কামনা থাকলো আপনার জন্যও।
৩০|  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৩
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৩
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
নতুন বছরের শুভেচ্ছা কবি।
সবুজ অঙ্গনের জন্য শুভকামনা।
  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫৬
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন ভাই। ভালো থাকুন সব সময়।
৩১|  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৩
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৩
মাক্স বলেছেন: আপনার ও সবুজ অঙ্গনের জন্য অনেক অনেক শুভকামনা কবি।
আমি জানতাম লিস্টে আমার নাম থাকবেই তাই আর লিস্ট দেখিই নাই।






ভালো থাকবেন ভাইয়া। 
নতুন বছরের শুভেচ্ছা।
  ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫৭
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার আত্মবিশ্বাস বন্ধুত্বকে গভীরতর করলো। খুব ভালো লাগলো এমন কমেন্টে। শুভ কামনা মি. মাক্স।
৩২|  ০৩ রা জানুয়ারি, ২০১৩  রাত ২:৫৪
০৩ রা জানুয়ারি, ২০১৩  রাত ২:৫৪
স্বপনবাজ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!
  ১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৩৭
১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
৩৩|  ০৩ রা জানুয়ারি, ২০১৩  রাত ২:৫৭
০৩ রা জানুয়ারি, ২০১৩  রাত ২:৫৭
শিপন মোল্লা বলেছেন: এতো বড় মাপের একজন ব্লগারের পোস্টে নিজের নাম দেখে আসলে গর্বিত ও খুব সম্মানিতো ফিল করছি। কি ভাষা দিয়ে যে আপনার প্রতি কৃতজ্ঞ যানাই তা এখানে লিখে বুঝাতে পারবো না। কিন্ত আপনি যা পোস্টে লিখেছেন তার যোগ্য আমি নই তা আমার উপর যায়না। এখানে আপনি দোহারের মানুষ হিসাবে পক্ষপাতিত্ব করেছেন তার তীব্র প্রতীবাদ জানাচ্ছি।
  ১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৩৯
১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দোহারের মানুষের প্রতি স্বজনপ্রীতি দেখাতে পারা আমার জন্য অনেক গর্ব ও আনন্দের  ভালো থাকুন আবুশিথি ভাই।
 ভালো থাকুন আবুশিথি ভাই।
৩৪|  ০৩ রা জানুয়ারি, ২০১৩  সকাল ৮:০১
০৩ রা জানুয়ারি, ২০১৩  সকাল ৮:০১
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন: 
৯ / ১২ / ২০১২  থেকে ব্লগে অনিয়মিত হয়ে গিয়েছিলাম একটা বিশেষ  কারণে----
হারিয়ে যাবার ইচ্ছেটা ই তীব্র ছিল ---তাই চাইনি কেউ মনে রাখুক , হঠাত মনে
হলো  ব্লগটা দেখে যাই -- তবু ও কেউ  কেউ মনে রেখেছে দেখে  অভিভূত হয়েছি ---
নববর্ষের  অনেক অনেক শুভেচ্ছা বড় ভাইয়া ---পরিবার পরিজন নিয়ে ভালো
থাকা হোক বাকি জীবন -----সাথে কৃতজ্ঞতা জানবেন
  ১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪০
১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চাইলেই হারিয়ে যাওয়া যায় না, বুঝলেন তো আপু? 
 অনেক অনেক শুভ কামনা থাকলো।
 অনেক অনেক শুভ কামনা থাকলো।
৩৫|  ০৩ রা জানুয়ারি, ২০১৩  সকাল ১০:০৪
০৩ রা জানুয়ারি, ২০১৩  সকাল ১০:০৪
জুন বলেছেন: শুধু দেশী ভাই বলেই যে আপনার ব্লগে আসি তা কিন্ত নয় ছাই ভাই। আপনার লেখাই আমাকে টেনে আনে আপনার ব্লগে। তালিকায় আমার নাম দেখে খুব ভালোলাগলো। তবে সত্যি বলতে কি আশ্চর্য্য আমি হইনি। কারন এ বছর আমি আপনার প্রায় সবগুলো পোষ্টই পড়েছি যা ছিল এক কথায় অসাধারণ   
 
শুভকামনা সকালের 
  ১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪১
১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ এবং মহৎ ও বিনয়মাখানো কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ দেশি আপু 
৩৬|  ০৩ রা জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০৮
০৩ রা জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০৮
ফারাহ দিবা জামান বলেছেন: অনেকদিন পর,
খুব বেশিদিন কি?
আপনার ব্লগে এসে পোস্তটা পড়েই মন ভালো হয়ে গেলো।
নিজের নাম দেখলে কে না খুশি হয়,
আমি তো খুব সাধারণ মানুষ,
আমিই বা বাদ যাবো কেন।
যাই হোক, সবুজ অঙ্গনের প্রতি ভালবাসা ও শুভকামনা থাকলো।
ভালো থাকবেন খলিল ভাই।
  ১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪৪
১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি খুব সাধারণ মানুষ নন আপু, খুব অসাধারণ এবং মহৎ। অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা থাকলো।
৩৭|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৩  সকাল ১০:২৭
০৪ ঠা জানুয়ারি, ২০১৩  সকাল ১০:২৭
সোহাগ সকাল বলেছেন: প্রিয় কবি। 
সবুজ অঙ্গনের প্রত্যাশায় রইলাম। 
  ১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪৫
১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সোহাগ ভাই। শুভেচ্ছা থাকলো।
৩৮|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১২
০৪ ঠা জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১২
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: মাটিতেই বাস করতে চাই 
মাঝে মাঝে আকাশে বেড়াতে গেলেই চলবে। 
অবশ্য বুদ্ধিটা আগে দিলে ভাবা যেতো।   
 
আজ লন্ডন যাচ্ছি ট্রেনে আগামীকাল ফিরবো। 
আশা করি লেখালেখি ভালো চলছে। 
শুভকামনা নিরন্তর।  
  ১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪৬
১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই যে বুদ্ধিটা দিলাম, এমন বুদ্ধি আর কেউ দেবে না তা লিখেই দিলাম  শুভ কামনা।
 শুভ কামনা।
৩৯|  ০৫ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৫৯
০৫ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৫৯
গ্রহণ কালের অথিতী বলেছেন: আমিও হাজির
  ১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪৬
১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাজিরা দেয়ার জন্য অনেক ধন্যবাদ এবং শুভ কামনা।
৪০|  ০৬ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:০৪
০৬ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:০৪
ডেভিড বলেছেন: হিট দিতে আসলাম   
   
 
গত জুন থেকে মাত্র তিনবার লগড ইন হতে পেরেসি (মেজাজ খ্রাপ কইরা খাতা বালিশ নিয়া বাড়িত গেছিগা  
   ) আজ আবার ঢুকতে পেরেছি
 ) আজ আবার ঢুকতে পেরেছি  ...অফলাইনে অবশ্য কুটি মিয়াকে নিয়মিতই খুজেছি
 ...অফলাইনে অবশ্য কুটি মিয়াকে নিয়মিতই খুজেছি
সবুজ পত্রের সাফল্য কামনা করছি (এ বছর থেকে ভাল একটা লেখার আপ্রাণ চেষ্টা করবো যাতে ২০১৪ এর সবুজ পত্রে লেখা পাঠাতে পারি)
ভাল থাকুন সবসবময়
  ১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪৮
১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আগামী বছর? না, ২০১৩-তেই লেখাটা পাঠিয়ে দিন 
লহইন করতে কী সমস্যা ছিল? খুব কম দেখেছি আপনাকে, সত্যিই। 
৪১|  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২৮
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২৮
antaramitu বলেছেন: অভিনন্দন ভাইয়া 
  ১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৫০
১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরে, ফেবুতে আপনাকে মনে মনে খুঁজেছিলাম। যাক, ব্লগে দেখা হলো। লেখা পাঠিয়ে দিন আপু।
৪২|  ১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৭
১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৭
মেহেরুন বলেছেন:  হায়!হায়!!! এখানে দেখি আমার নাম আছে  
 
দারুন লাগলো দেখে  অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
 অনেক অনেক ধন্যবাদ ভাইয়া  
 
পোস্ট এ ভালো লাগা এবং অনেক শুভকামনা। 
আমার ব্লগ এ দাওয়াত রইলো। চলে আসবেন সময় করে  
 
  ১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৫১
১১ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু, সারা বছর সাথে থাকবার জন্য। শুভ কামনা।
৪৩|  ১১ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫৭
১১ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫৭
রোকেয়া ইসলাম  বলেছেন: সত্যি সুন্দর একটা পোষ্ট ।
খুব ভালো লাগলো আপনার ভালো লাগা ব্লগার তালিকায় নিজের নামটা দেখে।
ভালো থাকুন।
আপনার সবুজ অঙ্গনের জন্য অনেক অনেক শুভকামনা ।   
  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৩
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। শুভ কামনা থাকলো।
৪৪|  ১৩ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১০
১৩ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১০
সালমাহ্যাপী বলেছেন: এখানে আমার নাম দেখবো ভাবিনি ।
থ্যাঙ্কস ভাইয়া।
ভালো আছেন তো??? 
  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪২
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভালো আছি আপু। আপনি? আপনার নাম এখানে যুক্ত করতে পেরেছি বলে খুব ভালো লাগছে আপু। শুভ কামনা।
৪৫|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ২:২৫
১৪ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ২:২৫
antaramitu বলেছেন: বইটি হাতে পাবার অপেক্ষায় রইলাম খলিল ভাইয়া....
  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪০
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক আছে লেখা পাঠান আপু।
 লেখা পাঠান আপু।
৪৬|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৫১
১৪ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৫১
শায়মা বলেছেন: 
  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩৮
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  
৪৭|  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:০৪
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:০৪
ফ্রাস্ট্রেটেড বলেছেন: ফেব্রুয়ারীতে একটু জানিয়ে দিয়েন তো, কোন প্রকাশনী, কত নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে। 
খুব ব্যস্ত ছিলাম জানুইয়ারী ১৫ পর্যন্ত। আর, এরই মধ্যে ঘটে গেল। হয়তোবা একটা লেখা আমিও পাঠাতাম। 
যাই হোক, সবুজ অঙ্গনের জন্য শুভকামনা। অপেক্ষায় রইলাম
  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩৭
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখা পাঠান 
৪৮|  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫৬
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫৬
মেহবুবা বলেছেন: পারেন বটে , এতসব করবার সময় বের করেন কিভাবে ?
দেখলাম নিজের নামটা এবং লজ্জিত হলাম ।
ব্লগের পরিবেশটা নানা কারনে কেমন হয়ে গেছে । কিছু একটা ভেবে সময় বের করে বসতেই দেখা যায় এখানে নানা অপ্রত্যাশিত পোষ্ট , সব ভাবাবেগ কেড়ে নেয় । ভুলে যাই কি ভেবে নিয়ে বসেছিলাম ।
লেখা দেবার ইচ্ছে হচ্ছে কিন্তু ভেবে পাচ্ছি না সময় শেষ দেখছি ।
শুভকামনা রইল সব শুভ উদ্যোগে ।
  ২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:২৩
২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এডিটিঙের কাজ চলছে আপু। লেখা পাঠাতে চাইলে খুব দ্রুত এবং ছোট সাইজের লেখা পাঠাতে পারেন। তবে অবস্থা এমন যে এখন পাওয়া লেখাগুলোর ব্যাপারে নির্বাচিত হবার নিশ্চয়তা দেয়া যাচ্ছে না
৪৯|  ১৭ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:১৬
১৭ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:১৬
ফ্রাস্ট্রেটেড বলেছেন: ঐ ইয়ে ধরা খেয়ে গেলাম মনে হচ্ছে...
 না খলিল ভাই, এইবার সত্যিই পারছি না, সক্কালে উঠে ঝিনাইদহ যেতে হবে, তিন চারদিন তো অফ যাবেই। তারপর এসেও, আসলে এত তাড়াহুড়ার মাঝে না থাকাই ভাল।
  ২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:২৪
২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক আছে, ছেড়ে দিলাম  

৫০|  ১৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১২
১৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১২
সায়েম মুন বলেছেন: একটা লেখা পাঠিয়েছি। পেয়েছেন কিনা জানি না। 
  ২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:২৬
২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পেয়েছি। ধন্যবাদ।
৫১|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৮
১৮ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৮
নীলফরিং বলেছেন: 
কৃতজ্ঞতা। প্রিয়তে নিলাম, ভ্রাতা।
  ২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:২৯
২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পেয়েছি। ধন্যবাদ। আপনি বোধহয় ৩টি মেইল থেকে মেইল করেছেন। প্রাপ্তি স্বীকার করেছি।
৫২|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৩
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৩
নীলঞ্জন বলেছেন: পাঠিয়ে দিলাম একটা লেখা।
  ২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩০
২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পেয়েছি নীলঞ্জন ভাই। ধন্যবাদ।
৫৩|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩৩
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩৩
তুষার আহাসান বলেছেন: আমার নাম সবাই ভুলেযায়,আপনি মনে রেখেছেন,তাতে আমি গর্বিত।
+ সহ পোস্ট প্রিয়তে।
লেখা পাঠাব।
  ২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪১
২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখা পেয়েছি তুষার ভাই। ধন্যবাদ।
৫৪|  ২০ শে জানুয়ারি, ২০১৩  রাত ১২:২৪
২০ শে জানুয়ারি, ২০১৩  রাত ১২:২৪
hasin82 বলেছেন: আমার নাম নেই কেন?  হা হা হা।
  হা হা হা।
নাম থাকলেই অস্বাভাবিক লাগতো।
যাই হোক, আমি কি লেখা পাঠাতে পারবো?
  ২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫১
২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার নাম না থাকার দরুণ নিজের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। আশা করি ভবিষ্যতে আমাদের নিয়মিত ইন্টারএকশন হবে। শুভ কামনা।
৫৫|  ২০ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:২৪
২০ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:২৪
শাহেদ খান বলেছেন: আমি প্রায় মাসদুয়েক পর ব্লগে এসে এসব দেখছি !
কেমন আছেন?
আপনি আমার লেখা পড়েছেন, কোনওটা কি পাঠানোর মত? আমি চির-দ্বিধাগ্রস্থ !
  ২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৪
২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  আমি ভালো আছি শাহেদ ভাই। আশা করি আপনিও ভালো আছেন।
আপনি জলদি কবিতা পাঠান প্লিজ। অপেক্ষায় থাকলাম। 
৫৬|  ২২ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫৮
২২ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫৮
hasin82 বলেছেন: আমি কি লেখা পাঠাতে পারবো?
একসাথে কয়টা পাঠানো যাবে?
প্লিজ জানাবেন।
  ২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৩
২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাঠান। মেহবুবা আপুর মন্তব্যে কী লিখেছি ওটুকু মনে রাখতে অনুরোধ করছি 
গত রাতে যেসব কবিতা এডিট করলাম।  
৫৭|  ২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৯
২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৯
ডট কম ০০৯ বলেছেন: আমি আছি থাকব সবুজ অঙ্গনের পাশে সব সময়।
  ০৮ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫১
০৮ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।
৫৮|  ২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫০
২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫০
শিপু ভাই বলেছেন: 
আমিতো গল্প, কবিতা কিছুই লিখতে পারি না!!! 
যারা পারে তাদের জন্য শুভকামনা!!!
নবীন সাহিত্যিকদের উতসাহিত করার দারুন একটি প্রচেষ্টা!!!
+++++++++++++
শুভকামনা আপনার জন্যও ভাই!!!
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৪
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রায় এক বছর পরে ধন্যবাদ দেয়া ছাড়া আর কিছু বলার নাই শিপু ভাই 
৫৯|  ২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪০
২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪০
শাহেদ খান বলেছেন: আমি সত্যি বুঝতে পারছি না, কী পাঠাবো।
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৪
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
৬০|  ২৩ শে জানুয়ারি, ২০১৩  ভোর ৪:০৭
২৩ শে জানুয়ারি, ২০১৩  ভোর ৪:০৭
বিদ্রোহী ভাস্কর বলেছেন: চেষ্টা থাকবে লেখা পাঠানোর। ভালো উদ্যোগ নিয়েছেন।
এই লিস্টে আমার নাম দেয়াটা একটু বাড়াবাড়ি হল মনে হচ্ছে।
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৫
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
৬১|  ৩১ শে জুলাই, ২০১৩  রাত ১০:৪০
৩১ শে জুলাই, ২০১৩  রাত ১০:৪০
মেহবুবা বলেছেন: জন্মদিনে অনেক শুভেচ্ছা অনেক দিন  সব ভাল নিয়ে বেঁচে থাকবেন ।
কাকতলীয় হোক  চড়ুইতলীয় হোক , সবচেয়ে ভাল লাগছে আজ ব্লগে বসতে পেরেছি আর তাই জন্মদিনে উপস্থিত হতে পারলাম ।
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৬
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।
৬২|  ১৪ ই জুন, ২০২০  বিকাল ৩:২৬
১৪ ই জুন, ২০২০  বিকাল ৩:২৬
বিজন রয় বলেছেন: কি এক কারণে এই পোস্টি প্রিয়তে নিলাম।
  ১৪ ই জুন, ২০২০  বিকাল ৪:২৪
১৪ ই জুন, ২০২০  বিকাল ৪:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কারণ যাই হোক, প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ বিজন রয় দা।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৪২
০১ লা জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৪২
শায়মা বলেছেন: ভাইয়া আমার নাম সবার আগে তুমি না দিলে কেমন যেন হিংসা হিংসা ফিল করি। জানোই তো তোমাকে আমি কত্ত গুরু মানি যদিও তোমার মত কবিতা লিখতে গেলে আমার সাতবার জন্মাতে হবে। যাইহোক আগে ভাগেই নিজের নাম দেখে একটু একটু খুশী হলাম। 
 

আর শুধু গুরু মানাই না নিজের লেখা কবিতা ছাপার অক্ষরে বই এর ভেতর দেখার প্রথম অভিজ্ঞতাটা তুমিই আমাকে দিয়েছিলে সে কথা আমৃত্যু কি করে ভুলবো ভাইয়ামনি?
যাইহোক অনেক অনেক ভালো থেকো। অনেক অনেক শুভকামনা তোমার জন্য আর তোমার ফ্যামিলীর সবার জন্য। সবাইকে নিয়ে আরও আরও একটা নতুন সাফল্যমন্ডিত বছর কাটাও তুমি।