নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সবুজ অঙ্গন বইমেলা সংখ্যার লেখকসূচি ও পিডিএফ কপি

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯



সূচি

সবুজ অঙ্গন প্রথম সংখ্যার সম্পাদকীয় : প্রথম সংখ্যার ইতিবৃত্ত/৭

কবিতা
সাযযাদ কাদির/১০; শামীম আজাদ/১৩; মুজিব মেহদী/১৬; মজনু শাহ/১৮; সুব্রত অগাষ্টিন গোমেজ/১৯; মুক্তি মণ্ডল/২০; সেলিনা শিরীন শিকদার/২১

গল্প
জুলিয়ান সিদ্দিকী/২৪ : ভুল বৃত্ত
অরণ্য/৩০ : তুমি, আমি ও বায়োস্কোপ
হামিম কামাল/৩৩ : মন্দাকিনী
মামুন ম. আজিজ/৩৬ : একবার ঈর্ষা হইলো
অপর্ণা মম্ময়/৩৯ : একটি সবুজ প্রজাপতি এবং অসময়ের শ্রাবণধারা

কবিতা
শাকিলা তুবা/৫৪; আদিত্য অন্তর/৫৬; মাহী ফ্লোরা/৫৭; ইমন তোফাজ্জল/৬১; নীলঞ্জন চৌধুরী/৬৪; আহমেদ আলাউদ্দিন/৬৫; আশরাফুল ইসলাম দূর্জয়/৬৭; আহসান জামান/৬৯; অপূর্ব সাহা/৭০; বাবুল হোসেইন/৭১; শৈবাল কায়েস/৭৩; শেখর সিরাজ/৭৫

গল্প
সায়েম মুন /৭৬ : কাকতাড়ুয়া
কয়েস সামী/৮২ : বাজি!
মাসউদ আহমাদ/৮৯ : সহশিল্পী
শিপন মোল্লা/৯৪ : আমার জীবনের নতুন সুখ
মাহজাবীন জুন/৯৬ : দৃশ্যান্তর
সুস্মিতা শ্যামা/১০২ : ম্যাজিক ডায়েরি

কবিতা
ইমরান আহমেদ/১১৪; রেজা রহমান/১১৫; রবিউল মানিক/১১৮; কামরুল বসির/১১৯; নির্ঝর নৈঃশব্দ্য/১২০; মৃন্ময় মীযান/১২১; অনিকেত রৌদ্দুর/১২২; ফারাহ দিবা জামান/১২৩; এম আমির হোসেন/১২৪; ফারহানা তন্দ্রালোক/১২৫; সাইফ হাসনাত/১২৬; মামুনূর রহমান খাঁন/১২৭; সৈয়দ আরমানুল হক/১২৮; আব্দুল্লাহ্ জামিল/১২৯; শায়মা হক/১৩০

সাহিত্য সমালোচনা
রেজওয়ান তানিম/১৩১ : হেলাল হাফিজের ‘একটি পতাকা পেলে’ : পরিমিতির শৈল্পিক বয়ান
হাসিনুল ইসলাম/১৩৪ : ছোটোগল্পের সমাপ্তি: পাঠকের প্রতি হুমায়ূন আহমেদের অবিচার

কবিতা
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই/১৩৮





সবুজ অঙ্গন বইমেলা (১৮শ) সংখ্যার পিডিএফ কপি



পরিশিষ্ট :

সবুজ অঙ্গন ১৭শ সংখ্যার পিডিএফ কপি

১৬শ সংখ্যার লেখক - সামহোয়্যারইন ব্লগে বিস্তারিত বিবরণ এবং পিডিএফ কপি

১৫শ সংখ্যার লেখক - সামহোয়্যারইন ব্লগে বিস্তারিত বিবরণ এবং ১৫শ সংখ্যার পিডিএফ কপি

ব্লগীয় কবিতা সংকলন ২০১০ - সামহোয়্যারইন ব্লগে বিস্তারিত বিবরণ এবং পিডিএফ কপি

সবুজ অঙ্গন আন্তর্জালিক কবিতাগুচ্ছ-২০০৯ - সামহোয়্যারইন ব্লগে বিস্তারিত বিবরণ এবং পিডিএফ কপি

পিডিএফ কপি - সবুজ অঙ্গন অণু-উপন্যাস সংকলন-২০০৬ : ১২ জন নবীন লেখকলেখিকার ১২টি অণু-উপন্যাস একত্রে

পিডিএফ কপি - সবুজ অঙ্গন ৯ম সংখ্যা এপ্রিল ২০০৫; সাদাকালো ও পাতলা কভার

পিডিএফ কপি - সবুজ অঙ্গন সাহিত্য সংকলন ২০০৫; ২০ জন নবীন লেখকলেখিকার ২০টি অণুগ্রন্থ একত্রে

পিডিএফ কপি - সবুজ অঙ্গন প্রথম সংখ্যা বইমেলা ২০০৩

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনো লেখক বইমেলা থেকে ম্যাগাজিন সংগ্রহ করে না থাকলে সৌজন্য কপির জন্য [email protected] ই-মেইলে ঠিকানা পাঠাতে পারেন (বাংলাদেশের অভ্যন্তরে)।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেসব লেখক একুশে বইমেলা থেকে ম্যাগাজিন সংগ্রহ করতে পারেন নি, তাঁরা সৌজন্য কপির জন্য [email protected] ই-মেইলে ঠিকানা পাঠাতে পারেন (বাংলাদেশের অভ্যন্তরে) :)

২| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগল

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি।

৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার কবিতা পোস্ট কই?

সংখ্যা ভালো লেগেছে।
আমার তিনটা কবিতার মধ্যের টি শিরোনাম কবিতায় মিশে গেছে, বোল্ড হয় নাই :)

প্রমীলা শীর্ষক কবিতাগুলো পেয়ে খুব খুশি হয়েছি।
চার টা কপি নিলাম :)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সর্বশেষ পাঠানো কবিতা সংযোজন করতে যেয়েই এই বিপত্তি ঘটলো :( তবে পিডিএফ কপিতে ঠিক করে দেয়া হয়েছে। দেখি, এরপর কাউকে কোনো কপি দেয়ার সময় ঐ অংশটুকু বোল্ড করে প্রিন্ট করে কেটে ম্যানুয়ালি এঁটে দিব :)

সংখ্যা ভালো লেগেছে জেনে খুশি হলাম।

প্রমীলার কথার জন্য ধন্যবাদ :)

৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০

মহামহোপাধ্যায় বলেছেন: ডাউনলোড দিলাম।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ। আপনার ঠিকানাটা সম্ভব হলে মেইল করুন। সৌজন্য কপি আপনাকে পাঠাতে খুব ইচ্ছে করছে, অবশ্য যদি পড়ার সময় থেকে থাকে হাতে :)

৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি। একটা সংগ্রহ করেছি।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবি। পত্রিকা কেমন হলো? :)

৬| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩

নীলফরিং বলেছেন: সবার প্রতি রইল শুভ কামনা।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোন্‌ নাম থেকে কোন্‌ কবিতা নিই, এ নিয়ে পড়ে গেলাম ভীষণ দ্বন্দ্বে। অবশেষে, আমার অনেক ভালো লাগা সেই কবিতাটিই নিলাম।

তুমি বললে – মিথ্যে যা সব হজম করে,
থকথকে সব কষ্টগুলান গিলে খাবো,
প্রেমিক হবার স্বপ্নগুলান নদীর জলে ভাসিয়ে দেবো,
চকচকে সব স্বপ্ন-সাধে তালা দিয়ে,
ছাউনি ছাওয়া মাটির ঘরে ছেঁড়া কাঁথায় সুখ লুকাবো,
তোমার আলোর ঝলক আশায় - দিন-রাত্রি তোমার নামই জপে যাবো,
কামের ঘরেও তালা দেবো; সকল ব্যথার শপথ নেবো,
তবুও আমি মানুষ হবো, সুখের নায়ের মাঝি হবো।



শুভ কামনা আপনার জন্যও।

৭| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কষ্ট সাধ্য কাজটা করার জন্য আন্তরিক ধন্যবাদ।
এক কপি সংগ্রহ করেছি।
সোনাভাই, অনেকদিন আপনার নতুন কবিতা দেন না। নতুন কবিতা চাই।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সারাদিন তো কবিতার ভেতরই আছি, কবিতার মতো, অথবা দগদগে এক কবিতা নিজেই। জীবনের সাথে খেলছি।

৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৩

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: অল দা বেস্ট! :) :) :) :)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ :) :) ;)

৯| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০

মুনসী১৬১২ বলেছেন: খলিল ভাই বই কই কিনতে পাোয়া যাবে...........

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবুজ অঙ্গনের বিগত ১০ বছরে কোনোদিন সবুজ অঙ্গন বিক্রি করা হয় নি :) সবই চলে গেছে সৌজন্য সংখ্যার উপর দিয়ে :) তাহলে লাভ? কোনো লাভও হয় নি, কেননা, সবুজ অঙ্গনই বোধ হয় এ দেশের একমাত্র সাহিত্যপত্রিকা যেখানে টাকার বিনিময়ে কোনো বিজ্ঞাপন অদ্যাবধি ছাপা হয় নি:) তাহলে চলে কীভাবে? যে-কটা টাকা দিয়ে স্ত্রীকে কিছু দামী গহনা কিনে দিতে পারতাম তা এ সবুজ অঙ্গনের পেছনেই অকাতরে ঢেলে দিয়েছি, এই আর কী :) বিনিময়ে স্ত্রীর রক্তচক্ষু যে দেখি নি/না তা নয় কিন্তু :(

তবে বইমেলার স্টল থেকে সবুজ অঙ্গন কিনে নিতে হয়, সেখানে কোনো সৌজন্য সংখ্যা বিতরণের নিয়ম নেই :( তবে ঐ টাকা কোনোদিন সবুজ অঙ্গনের ফান্ডে ফিরিয়ে আনা হয় নি, ভবিষ্যতের কথা অবশ্য জানা নেই।

দেখুন, কোন্‌ কথায় কী কথা বলে ফেললাম :) যাই হোক, দয়া করে আপনার ঠিকানাটা আমার মেইল বরাবর পাঠিয়ে দেবেন :)

ভালো থাকুন মুনসী সাহেব :)

১০| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫

আমি তুমি আমরা বলেছেন: সবার প্রতি রইল শুভ কামনা।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আতুয়া ভাই :)

১১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

শাহেদ খান বলেছেন: বইমেলা শেষ, এখন এই বই কোথায় কিনতে পাবো?

অনেক শুভকামনা !

কেমন আছেন আপনি, কবি? :)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শাহেদ ভাই, বইমেলা শেষ হলেও সবুজ অঙ্গনের বইমেলা সংখ্যা এখনো শেষ হয় নি :) দয়া করে আমার ই-মেইলে আপনার ঠিকানা পাঠান, সবুজ অঙ্গন সময়মতো পৌঁছে যাবে :)

আমি খুব বেশি ভালো নেই শাহেদ ভাই। অনেক ব্যস্ত। তার উপর ছোটো ছেলে গত বৃহস্পতিবার থেকে চিকেন পক্সে ভুগছে।

আজ রাত সাড়ে বারোটায় অফিস থেকে এসেই শুয়ে পড়েছিলাম। মিনিট ১৫ পর হঠাৎ করে, একেবারে অকারণে উঠে বসলাম ল্যাপটপের পাশে। হায়, অনেকদিন ধরে আমি রাত জেগে ব্লগিং করি না :( সময় হয় না যেমন, তেমনি ভালোও লাগে না :( এ নিয়ে ব্লগের উপরে একটা স্ট্যাটাসও বসিয়ে রেখেছি প্রায় মাস তিনেক হতে চললো :) ... এখন কী করবো জানি না... শুয়ে না পড়লে নিশ্চয়ই এখন ব্লগ চষে বেড়ানোর ইচ্ছে আছে :)

আপনি কেমন আছেন শাহেদ ভাই?

১২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

মহামহোপাধ্যায় বলেছেন: আমি খুবই দুঃখিত ভাইয়া। আপনার উত্তর টা দেখা হয়ে উঠেনি। আমি মেইল করে দিয়েছি। আশা করি ভালো আছেন। অনেক শুভ কামনা রইল :) :)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, আপনার ঠিকানা পাওয়া গেছে। সময়মতো জিনিস পৌঁছে যাবে :) ভালো থাকুন সব সময়।

১৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭

শাহেদ খান বলেছেন: আমি অনেক ভাল আছি, যদিও ব্লগে অনিয়মিত !

আপনার আর পরিবারের সবার সুস্থতা কামনা করছি। ভাল থাকবেন।

আমি যাদের লেখা নিয়মিত পড়তাম, তারা অনেকেই দেখি অনিয়মিত হয়ে যাচ্ছেন ব্লগে। তবু আশা রাখি, হয়তো আবার ব্লগে আগের মত একসাথে সরব হয়ে উঠব সবাই গল্প-কবিতায়।

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ কামনা থাকলো শাহেদ ভাই।

১৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬

কয়েস সামী বলেছেন: কই থাকেন। প্রমীলা ভাল লাগসে!

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাওয়ার ভেতর থাকি :) হাওয়ার শরীরে :)
প্রমীলা ভালো লাগছে জেনে প্রীত বোধ করছি :)

১৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১

মুনসী১৬১২ বলেছেন: ওকে

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২১

মহামহোপাধ্যায় বলেছেন: খানিক আগে বইয়ের প্যাকেট হাতে পেলাম। পড়ব, আপাতত নতুন বইয়ের ঘ্রাণ নিচ্ছি। বহুদিন নতুন বইয়ের ঘ্রাণ পাই না। খুব ভালো লাগছে ভাইয়া। কতোটা, বলে বোঝাতে পারবনা !! আপাতত মাথায় আর কিছু আসছেনা ।

আপনার প্রতি রইল অনেক কৃতজ্ঞতা ও শুভকামনা। ভালো থাকবেন।

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বই পেয়েছেন জেনে খুবই ভালো লাগছে। সবুজ অঙ্গনের মতামত জানতে পারলে খুশি হবো:) ভালো থাকুন।

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সোনাভাই, অনেকদিন আপনার কবিতা পড়ি না। নতুন কবিতা চাই।

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নতুন-পুরাতন একটা পোস্ট করলাম সেদিন :) শুভেচ্ছা থাকলো।

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

আমিনুর রহমান বলেছেন:

শুভ নববর্ষ !

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ নববর্ষ।

১৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪

সোনালী ডানার চিল বলেছেন:
আমার এক বন্ধু বেশ কষ্ট করে লন্ডনে এক কপি পাঠিয়েছে।
খুব সুন্দর সব লেখা আর সম্পাদনাও চমৎকার..............

সবুজ অঙ্গনের সাথে সংশিষ্ট সবাইকে ধন্যবাদ।

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবুজ অঙ্গন অনেকদিন পর লন্ডনে যেতে পেরেছে জেনে খুব ভালো লাগলো। কমপ্লিমেন্টের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

২০| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

শ্রাবণ জল বলেছেন: ভাইয়া,
নয়ন ভাইয়ের Click This Link এই লেখাটা একটু দেখবেন সময় করে। উনি জানতে চান এটা সনেট হয়েছে কি না। আপনার কথা মনে পড়ল আমার। আপনি ছাড়া এত নিয়ম কানুন ব্লগে আর কেউ জানে বলে আমার জানা নেই।

ভাল থাকবেন।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐখানে যেয়ে যে আমি বিরাট কমেন্ট করে এসেছিলাম, আজ ওটা দেখে আমি নিজেই ফেইন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু, আপনি কি ব্লগে নেই এখন?

২১| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

নেক্সাস বলেছেন: বাহ সুন্দর পত্রিকা

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই।

২২| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

কয়েস সামী বলেছেন: আরো প্রমীলা চাই।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

২৩| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৮

মিরোরডডল বলেছেন:



জানলাম , কমেন্ট করার কিছু নেই আমার পক্ষ থেকে ।
এগুলো একটু বুঝি কম ।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হঠাৎ এখানে কেন, কীভাবে?

২৪| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৪

মিরোরডডল বলেছেন:


সে এক রহস্য আছে ধুলো, বলা যাবেনা :)

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু রহস্য আনরিভিল্‌ডই থেকে যাক সুলু

২৫| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৯

মিরোরডডল বলেছেন:

সুলু???

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হোয়াট?

২৬| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:২১

মিরোরডডল বলেছেন:


আমাকে সুলু কেনো ডাকলো ধুলো ???

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কখন?

২৭| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৯

মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: কিছু রহস্য আনরিভিল্‌ডই থেকে যাক সুলু

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহ সুলু? সমস্যা কী? কী-বোর্ডে এস আর ডি পাশাপাশি, এটা কি ফুলু জানে না?

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্লিপ অব বাটন। A S D F G H J K L এই লাইনে লেটারগুলু। ডুলুরি কি বুঝেছে?

২৮| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৫

মিরোরডডল বলেছেন:
হুম ধুলো বুঝেছি , কিন্তু যেটা বুঝিনি সেটা বোঝার জন্য আমি এখনও একটু এক্সপ্লোর করছি ধুলোর পোষ্টগুলো ।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও আচ্ছা। কিছু কি বোঝা গেছে?

২৯| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:০০

মিরোরডডল বলেছেন:

ধুলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.