|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

এখনো কবিতা লেখা হয়, প্রেমিকার নিকনেম খোঁজা হয়, কিংবা গোপন কোনো নাম
যে মেয়ে ক্রূর চোখে নিষ্ঠুর হাসি ছড়িয়ে হারিয়ে গিয়েছে করুণ কৈশোরে, তাকে নিয়ে সারাবেলা সঘন বেদনা বোনা হয়
এখনো চড়ুইভাতি, শীতের সন্ধ্যায় খেজুরের রস, এখনো ছোলা আর কলাই পুড়িয়ে ছাইমাখা কালো মুখে দুষ্টু দস্যু। এখনো গোল্লাছুট, সাপলুডু, জম্পেস তাস খেলা রাজাভাইদের কাচারি ঘরে। এখনো পয়লা বৈশাখে বেনামি খেতাবে ঝড়।
অদ্ভুত অজান্তে ‘জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো‘ আমরা ক'জন গেয়ে উঠি। তোর গান, তোর কবিতা, তুমুল অট্টহাস্যময় উচ্ছল তোকে অকস্মাৎ খুঁজতে গিয়ে তোকে আর কোথাও পাই না।
আমাদের সুন্দর শৈশবে এখনো গ্রামের চাষীরা ধানের কিশলয়ে সোনামুখো চুমু খায়; 
গোধূলির কোলাহলে বাড়ি ফেরে, কোরাস কণ্ঠে হেমন্তের গান গায়।
আমাদের আনন্দ ছিল, বৈশাখে দল বেঁধে পদ্মাপাড়ে যাওয়া
বিকেলের হলুদ রোদে শুয়ে পড়ে শমশেরীর কবিতাপাঠ, রসজ্ঞ আলোচনা।
আমরা একযোগে খুঁজতাম প্রেম- কবি নজরুল, বেগম আয়েশা, 
এবং অবশ্যই আমাদের প্রিয় নিকেতনে
আমাদের নিস্কলুষ আকাঙ্ক্ষায় ঈপ্সিত তরুণীরা মরীচিকা ছিল
আমাদের কচি কচি যুবকেরা স্কুলের সড়কে, বিস্তৃত মাঠে
এখনো তীব্র উল্লাস করে, অশান্ত ছোটাছুটি করে, দৌড়ায়,
মেয়েদের চুল ছুঁয়ে বুঁদ হয় ঘ্রাণে।
এখনো চোখে ভাসে - আমাদের বান্ধবীরা স্কুলের শেষ দিনে
ওড়নায় অশ্রু মোছে, সকরুণ হাত নেড়ে জানাচ্ছে বিদায়।
এসব উদীয়মান যৌবনের ভেতর, হর্ষমুখর সকল আড্ডায়
অতিশয় প্রাণবন্ত ছিলি তুই
তোর কণ্ঠে সতীনাথ, জগন্ময়, তোর কণ্ঠে উঠে আসতো আব্দুল জব্বার
আমরা তোর ভক্ত, বিমুগ্ধ শ্রোতা
চোখ বুজলেই বর্ণিল কৈশোর, হাস্যোজ্জ্বল তুই
অটুট ইচ্ছেয় হাত বাড়াই, আর বার বার আজও তোকে ছুঁই!
ফুটনোট:
প্রথম কয়েক স্তবক আজকে লেখা হয়ে থাকলেও এটি আসলে পুরোনো লেখা।
ছবির ছেলেটির নাম জাহিদ। সে ০৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে আর্জেন্টিনায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়।  
জাহিদের ফেইসবুক, যা থেকে আর কোনোদিন জাহিদের কোনো স্ট্যাটাস পাওয়া যাবে না  
  
 ৫৪ টি
    	৫৪ টি    	 +১১/-০
    	+১১/-০  ১৯ শে এপ্রিল, ২০১৩  সকাল ১০:০৩
১৯ শে এপ্রিল, ২০১৩  সকাল ১০:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ।
২|  ১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ২:৩৩
১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ২:৩৩
রাতুল_শাহ বলেছেন: দোয়া করি আল্লাহ যেন তার আত্নাকে শান্তিতে রাখেন।
  ১৯ শে এপ্রিল, ২০১৩  সকাল ১০:০৩
১৯ শে এপ্রিল, ২০১৩  সকাল ১০:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাতুল ভাই।
৩|  ১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ২:৩৪
১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ২:৩৪
 আমিনুর রহমান বলেছেন: 
অদ্ভুত অজান্তে ‘জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো‘ আমরা ক‘জন গেয়ে উঠি। তোর গান, তোর কবিতা, তোর উচ্ছল হাসিভরা প্রাণবন্ত তোকে অকস্মাৎ খুঁজতে গিয়ে তোকে আর কোথাও পাই না।
আল্লাহ্ উনাকে বেহেশত নসীব করুন ।
  ১৯ শে এপ্রিল, ২০১৩  সকাল ১০:০৩
১৯ শে এপ্রিল, ২০১৩  সকাল ১০:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই।
৪|  ১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ৩:০০
১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ৩:০০
ফ্রাস্ট্রেটেড বলেছেন: সুন্দর লাগলো বস। অনেক সুন্দর। 
এইসব মৃত্যু, এইসব আবেগ...
এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। লেখালেখি ছেড়ে দিচ্ছি। 
আনি আপনার ফেরার জন্য ঘ্যানঘ্যান করবো না খলিল ভাই, আমি আপনাকে অভিনন্দন জানালাম।
আসলেই, পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা বেশি আনন্দের।
  ১৯ শে এপ্রিল, ২০১৩  সকাল ১০:০৫
১৯ শে এপ্রিল, ২০১৩  সকাল ১০:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ফ্রাস্টেটেড ভাই অভিনন্দিত করবার জন্য। ভালো থাকুন সব সময়।
৫|  ১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ৩:৫৫
১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ৩:৫৫
শিপন মোল্লা বলেছেন: ভাই আপনার লিখার মাঝে নিজের কৈশোর ছেলেবেলা আর অতি পরিচিত এলাকার ধোলবালির গন্ধ পাই। আর আপনি সেই কিনা ফেসবুক আর ব্লগ ছেরেদিলেন।
  ১৯ শে এপ্রিল, ২০১৩  সকাল ১০:১০
১৯ শে এপ্রিল, ২০১৩  সকাল ১০:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কেমন আছেন শিপন ভাই?
*
কবিতা লিখতে বসে দেখি কবিতা লিখতে ভুলে গেছি 
**
তোমাকে যখন ভেবেছিলাম, তোমার চোখে ছিল সুনসান হিমাচল, প্রশান্ত জলের মতো ঘুম, হাঁসের পেখমে ভেসে থাকা থোকা থোকা নিজ্ঝুম ওম। তোমাকে যখন ভেবেছিলাম, নরম শিশিরের গায়ে ঘাসের চুম্বনের মতো তোমার শীতল জমিনে বাতাসের নিঃশব্দ চুম্বনগুলো অনায়াস ছুঁয়ে ছিল। তোমাকে ভেবেছিলাম, তোমার শরীরের ঘ্রাণ হাসনাহেনার অন্ধকার বাগানে অবিরাম আছড়ে পড়ছিল।
কোনো বৃক্ষ কি কোনোদিন তোমাকে বলে নি, তোমার শরীরেও ঘ্রাণ জেগে ওঠে, আষাঢ়ের তীব্র বাদলে নদী-বিল-সমুদ্রে ভেসে যায় তোমার সুরভি!
এতোটা নির্বিকার কী করে হয় হাসনাহেনারা? এতোটা নিথর কী করে হয় টগরের পাঁপড়িগুলো?
মালতিকন্যা শোনো, একদা একটা মাছরাঙা ছিল। পাখিটার গায়ে থেকে একটা পালক খুলে সযত্নে তুলে রেখেছিলে গোপন বইয়ের ভাঁজে। মালতিকন্যা, একবার ঘুম থেকে ওঠো, এমনও ঘটে যেতে পারে- সহসাই তোমার চোখ খুলে গেছে- সুনিটোল পালকের চোখে।
৬|  ১৯ শে এপ্রিল, ২০১৩  সকাল ১০:৩৫
১৯ শে এপ্রিল, ২০১৩  সকাল ১০:৩৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
অতিব সুন্দর লেখায় শেষ টায় মন খারাপ।
জাহিদ ভাইয়ার বেহেশত নসিব হোক।
নিয়মিত হোন।
  ২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:০৩
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আশরাফুল ভাই। জি, চেষ্টা করছি 
৭|  ১৯ শে এপ্রিল, ২০১৩  সকাল ১০:৩৬
১৯ শে এপ্রিল, ২০১৩  সকাল ১০:৩৬
সায়েম মুন বলেছেন: এত দিন কোথায় ছিলেন কবি? কবিতায় অনেক ভাললাগা। আমার শৈশবটা বেশ মূখর ছিল। আপনার কবিতার মত। তাই ভাললাগাটাও অনেক বেশী। ফুটনোটে মন খারাপ হয়ে যায়।
  ২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:০৫
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এতোদিন হাওয়ায় হাওয়ায় উড়ছিলাম  নামলাম এবার
 নামলাম এবার 
জাহিদের কথা খুব মনে পড়ে। আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম।
ভালো থাকুন কবি।
৮|  ১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ৯:২০
১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ৯:২০
সোহাগ সকাল বলেছেন: ভাই! আপনার কবিতাদের প্রত্যাশায় আমার ঘুম হয়না!  
 
অনেক শুভ কামনা পনার জন্য।  
 
আরও বেশি বেশি কবিতা চাই। 
  ২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:০৬
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সোহাগ সকাল ভাই। জাহিদের ব্যাপারে ফুটনোটের লিংকগুলোতে বর্ণনা আছে। ও আমাদের ক্লাসমেট ছিল। ওর বাড়ি সুতারপাড়া।
৯|  ১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ৯:২৩
১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ৯:২৩
নুসরাতসুলতানা বলেছেন: চোখ বুজলেই বর্নিল কৈশোর----সত্যিই তাই।চমৎকার কবিতা।
  ২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:০৭
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নূসরাত সুলতানা। ভালো থাকুন।
১০|  ১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ১০:২৯
১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ১০:২৯
সোমহেপি বলেছেন: সবুজ অঙ্গনের কোন একটা সংখ্যা উনাকে উৎসর্গ করা হয়েছিলো।অনেক কষ্টময়।
লেখালেখি ছেড়ে দিচ্ছেন নাকি?
কেমন আছেন?
  ২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:০৯
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১৭শ সংখ্যাটি জাহিদকে উৎসর্গ করা হয়েছিল। সত্যিই খুব কষ্টময়।
লেখালেখি ছেড়ে দিতে পারলে খুব মজা হতো 
ভালো আছি ইমন ভাই। আপনি কেমন আছেন?
১১|  ২০ শে এপ্রিল, ২০১৩  দুপুর ১:৪৮
২০ শে এপ্রিল, ২০১৩  দুপুর ১:৪৮
আমিভূত বলেছেন: আল্লাহ্ উনার আত্নার শান্তি দিন ।
ভালো আছেন আশা করছি ।
শুভ কামনা । 
  ২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:১০
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আছি আপু। সবুজ অঙ্গনের বইমেলা সংখ্যা কি পেয়েছেন? না পেয়ে থাকলে ই-মেইলে ঠিকানা পাঠান।
১২|  ২০ শে এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৩০
২০ শে এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৩০
নক্ষত্রচারী বলেছেন: জাহিদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি । 
কবিতায় ভালো লাগা রইল । 
  ২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:১১
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নক্ষত্রচারী। কেমন আছেন?
১৩|  ২০ শে এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৫
২০ শে এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৫
shfikul বলেছেন: +++
  ২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:১২
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্লাসের জন্য। ভালো থাকুন।
১৪|  ২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১২:১৪
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১২:১৪
ভারসাম্য বলেছেন: তোমাকে যখন ভেবেছিলাম, তোমার চোখে ছিল সুনসান হিমাচল, প্রশান্ত জলের মতো ঘুম, হাঁসের পেখমে ভেসে থাকা থোকা থোকা নিজ্ঝুম ওম।
লেখাতো দূর, কবিতা পড়াই ভুলে যেতে চাই। উপরের মত লিখতে থাকলে ভোলা সহজ নয়। তবে নিজে কবিতা লিখতে চাওয়ার মত খেদ মিটে যায় পুরোপুরি। 
পরের অংশে অবশ্য মনটা কিছুটা খুঁতখুঁত শুরু করেছিল। তাও মিটে গেছে এখানটায় এসে, 
এতোটা নির্বিকার কী করে হয় হাসনাহেনারা? এতোটা নিথর কী করে হয় টগরের পাঁপড়িগুলো?
শেষটাও অসাধারণ। ফলাফল, আপনার এফবি/ইমেল আইডি  জানা না থাকার অভাববোধ করছি।
জাহিদের আত্মার প্রশান্তি কামনা করছি। প্রশান্তিময় হোক সবাই, সবকিছু।
  ২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:২৯
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মালতিকন্যাকে যতোদিন বলেছি- তোমাকে ভাবি, খুব ভাবতে ভাবতে খুন হয়ে যাই- তার কোনো আবেগ লক্ষ্য করি নি। মেয়েরা কি পাথর? 
সবকিছু ভুলে যেতে পারলে খুব সুখ হতো।
'ভারসাম্য' লিখে ফেবুতে সার্চ দিলাম। কী পাওয়া গেলো জানেন? থাক বলবো না, আপনিই বরং ট্রাই করে দেখুন 
এরপর অপনার নাম লিখে সার্চ দিলাম। কোন্ নামে আপনাকে ফেবুতে পাব তা জানা নেই। শেষ চেষ্টা হিসাবে দয়া করে আমার নাম লিখে ফেবুতে সার্চ দিন 
ভালো থাকুন।
১৫|  ২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১২:৩৪
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১২:৩৪
সুপান্থ সুরাহী বলেছেন: 
জাহিদকে নিয়ে আপনার আরো একটা পোস্ট পড়েছিলাম ...
কবিতা ভাল লাগছে...
ধন্যবাদ...
কেমন আছেন?
  ২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:৩০
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আরও পোস্ট আছে। এ পোস্টের নিচেই তার লিংক দেয়া আছে।
ভালো আছি। আপনি কেমন আছেন?
১৬|  ২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:০৮
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:০৮
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: মনটা খারাপ হইয়ে গেলো!   
   
   
 
  ২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:৩১
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মন খারাপ আমারও 
১৭|  ২১ শে এপ্রিল, ২০১৩  ভোর ৬:৩৫
২১ শে এপ্রিল, ২০১৩  ভোর ৬:৩৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
আপনি লেখালেখি ছাড়তে পারবেন না!!!
কবিতা পড়ে আমার খুব মন খারাপ হয়েছে  কেমন আছেন?
 কেমন আছেন?
  ২২ শে এপ্রিল, ২০১৩  দুপুর ২:৫৪
২২ শে এপ্রিল, ২০১৩  দুপুর ২:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আছি আপু। আপনি কেমন আছেন? শুভেচ্ছা থাকলো।
১৮|  ২১ শে এপ্রিল, ২০১৩  ভোর ৬:৫৪
২১ শে এপ্রিল, ২০১৩  ভোর ৬:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: সবাই চলে যায়। তারপরও কিছু মৃত্যু মেনে নিতে কষ্ট হয়।
  ২২ শে এপ্রিল, ২০১৩  দুপুর ২:৫৬
২২ শে এপ্রিল, ২০১৩  দুপুর ২:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জাহিদের মৃত্যুতে খুব কষ্ট পেয়েছি। এখনো অবিশ্বাস্য মনে হয়।
ভালো থাকুন।
১৯|  ২১ শে এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৩৩
২১ শে এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৩৩
মাক্স বলেছেন: অনেক দিন পরে আপনার লিখা পড়লাম। ভালো লাগলো!
  ২২ শে এপ্রিল, ২০১৩  দুপুর ২:৫৭
২২ শে এপ্রিল, ২০১৩  দুপুর ২:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি, অনেকদিন পরই। চেষ্টা করি ফিরবার। ... কিছুক্ষণ পর আর ভালো লাগে না  তারপরও চেষ্টা করে যাই।
 তারপরও চেষ্টা করে যাই।
ভালো থাকুন মি. মাক্স।
২০|  ২১ শে এপ্রিল, ২০১৩  দুপুর ১:২০
২১ শে এপ্রিল, ২০১৩  দুপুর ১:২০
নস্টালজিক বলেছেন: লেখার শেষে এসে টাচড হলাম!
জাহিদের জন্য প্রার্থণা করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন বেহেশত নসীব করুন!
শুভেচ্ছা, খলিল ভাই!
ভালো থাকুন নিরন্তর!
  ২২ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৩:০১
২২ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৩:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জাহিদের জন্য প্রার্থনা। 
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ নস্টালজিক ভাই। আপনার জন্যও শুভেচ্ছা থাকলো।
২১|  ২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১০:১২
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১০:১২
মাসুম আহমদ ১৪ বলেছেন: উনার আত্নার শান্তি কামনা করছি
  ২২ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৩:০২
২২ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৩:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই।
২২|  ২৪ শে এপ্রিল, ২০১৩  রাত ১১:২৮
২৪ শে এপ্রিল, ২০১৩  রাত ১১:২৮
নিঝুম আখতার বলেছেন: আনন্দ আর বেদনার মাঝেই মানুষের জীবন- নৌকা ভেসে বেড়ায় প্রত্যাশার তীরের খোঁজে। সেখানে থাকে অনেক স্বপ্ন আর স্বপ্ন বাস্তবায়নের উপকরন। এ কারণেই এক একটি জীবন কখনও কখনও একাঙ্কিকা আবার কখনও কখনও পরিপূর্ণ নাটকে পরিণতি লাভ করে। সময়ের পরিক্রমায় বদলে যায় বাস্তবতা। আর বাস্তবতাকে অস্বীকার করে জীবন পরিপূর্ণ অবয়ব পায় না। তবে এই বাস্তবকে ধরার চেষ্টার মধ্যেও মানুষের মনে বাস করা স্বপ্ন তাকে নেশাগ্রস্তের মতো ব্যাপৃত করে অসাধ্যকে সাধ্য করার সাধনায়। 
তারপর জীবন চলে জীবনের নিয়মে.........।
  ১৮ ই মে, ২০১৩  দুপুর ১২:২৫
১৮ ই মে, ২০১৩  দুপুর ১২:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, এভাবেই জীবন চলে জীবনের নিয়মে। ভালো থাকুন। শুভেচছা।
২৩|  ২৯ শে এপ্রিল, ২০১৩  ভোর ৬:৪১
২৯ শে এপ্রিল, ২০১৩  ভোর ৬:৪১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পড়ে ধন্য হলাম.. জাহিদ ভাই ভালো থাকুক ওপারের দেশে... শুভকামনা কবি..
  ১৮ ই মে, ২০১৩  দুপুর ১২:২৬
১৮ ই মে, ২০১৩  দুপুর ১২:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি। আপনার জন্যও অজস্র শুভ কামনা।
২৪|  ০১ লা মে, ২০১৩  বিকাল ৫:০৩
০১ লা মে, ২০১৩  বিকাল ৫:০৩
মনিরা সুলতানা বলেছেন:  আমাদের সবাই কে একদিন চলে যেতে হয় , কিন্তু কিছু কিছু চলে যাওয়া মেনে নিতে কষ্ট হয় ... 
আল্লাহ উনার বেহেশত নসিব করুন... 
শৈশব মন ছুয়ে গেল ...।
  ১৮ ই মে, ২০১৩  দুপুর ১২:২৬
১৮ ই মে, ২০১৩  দুপুর ১২:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা। ভালো থাকুন।
২৫|  ০৭ ই মে, ২০১৩  রাত ১:২৪
০৭ ই মে, ২০১৩  রাত ১:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন: 
চোখ বুজলেই বর্ণিল কৈশোর, হাস্যোজ্জ্বল তুই
অটুট ইচ্ছেয় হাত বাড়াই, আর বার বার আজও তোকে ছুঁই! 
সুন্দর!!
১১তম ভালোলাগা। 
ভাই একটু একটু লেখালেখি করেন অন্তত। 
  ১৮ ই মে, ২০১৩  দুপুর ১২:২৯
১৮ ই মে, ২০১৩  দুপুর ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শোভন ভাই। শুভেচ্ছা থাকলো।
লেখালেখি করছি তো, যতটুকু সাধ্য আছে।
২৬|  ১১ ই মে, ২০১৩  দুপুর ১২:২৬
১১ ই মে, ২০১৩  দুপুর ১২:২৬
সোমহেপি বলেছেন: আতঙ্কে আছি.....
  ১৮ ই মে, ২০১৩  দুপুর ১২:৩৮
১৮ ই মে, ২০১৩  দুপুর ১২:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিত্য তাড়া করে দুরন্ত এক ষাঁড়, অলঙ্ঘ্য আতঙ্ক যার নাম;
কেমন আছেন?
২৭|  ১৪ ই জুলাই, ২০১৩  দুপুর ২:৫৬
১৪ ই জুলাই, ২০১৩  দুপুর ২:৫৬
রোমেন রুমি বলেছেন: নস্টালজিয়া !
ভীষণ ভাল লাগা ।
  ০১ লা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:০৭
০১ লা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রুমি ভাই।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ২:০৬
১৯ শে এপ্রিল, ২০১৩  রাত ২:০৬
স্বপনবাজ বলেছেন: আল্লাহ উনার আত্বাকে শান্তি দিক !