|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
ক্ষণজন্মা
১
মুঠি খোলো, অন্ধকারে একঝাঁক নরম অক্ষর;
পালকেরা ঝরে পড়ে।
লিখো নি; যাকে তুমি আজন্ম চেয়েছো, নীরবে
ভুলে গেছো তার নাম ও গন্ধ; সব কিছু
২
স্মৃতির নাম বিলাসী কুসুম, গন্ধবিধুর ঘুম আর ঘুম। 
২৯ শে মার্চ ২০০৯/২৮ মে ২০১৩
যার জন্য প্রযোজ্য তিনি জানেন
To Whom It May Concern
তোমার অনেক বয়স হয়েছে, খুড়িয়ে খুড়িয়ে হাঁটো
উত্তর মেরু, আটলান্টিকে, আকাশে বেঁধেছ ঘর
হঠাৎ হঠাৎ সাত সমুদ্র তের নদী পার হয়ে
আমার উঠোনে দরাজ চরণে দাঁড়াও স্মিত হেসে
গোপন নারীরা প্রেম দিয়েছিল, সুনিপুণ সম্ভোগে
কেউ দিয়েছিল বিষম বেদনা, নিঠুর ব্যেধের ঘা-য়ে
সকলেই তারা স্বার্থের টানে ফিরেছে নিজের ঘরে
দুধের মাছিরা উড়ে চলে যায় শুকনো পাত্র ফেলে
তোমার দু চোখে ফুলকির মতো আগুনের ফুল ফোটে
আমি পুড়ে যাই পলকে তোমার দু বাহুর পরিণাহে
পুড়ে যেতে যেতে বিপুল বোধনে হঠাৎ চমকে দেখি-
থরে থরে শুধু প্রেম আর প্রেম, শুধু তুমি নেই, বুড়ি
 ৯০ টি
    	৯০ টি    	 +২৩/-০
    	+২৩/-০  ০৬ ই জুন, ২০১৩  রাত ৮:০২
০৬ ই জুন, ২০১৩  রাত ৮:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কাল্পনিক ভাই। আশা করি খুব ভালো ছিলেন/আছেন।
শুভেচ্ছা জানবেন।
২|  ০৬ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২৬
০৬ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২৬
নোমান নমি বলেছেন: বাহ! চমৎকার। আপনার কবিতা বরাবরই ভালো। আজকের গুলা একটু বেশী ভাল্লাগছে।
  ০৬ ই জুন, ২০১৩  রাত ৮:০৪
০৬ ই জুন, ২০১৩  রাত ৮:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নোমান নমি ভাই। আপনার অনবদ্য কবিতা আর গল্পগুলো আমার পড়া হয় না অনেকদিন হলো। অনলাইনে আনাগোনা অনেক কমে যাওয়ার কারণে এটা হচ্ছে।
ভালো থাকুন সব সময়।
৩|  ০৬ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৩১
০৬ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৩১
মায়াবী ছায়া বলেছেন: সুন্দর কবিতা ।
বেশ ভালোলাগা...
ভালো থাকুন ।।
  ০৬ ই জুন, ২০১৩  রাত ৮:০৫
০৬ ই জুন, ২০১৩  রাত ৮:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া। আমার ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা নিন। ভালো থাকুন।
৪|  ০৬ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৩
০৬ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৩
সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।
বড়-সড় কবিতা দেন না ক্যান ইদানিং?
  ০৬ ই জুন, ২০১৩  রাত ৮:০৬
০৬ ই জুন, ২০১৩  রাত ৮:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সোহাগ ভাই। কেমন আছেন?
৫|  ০৬ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৭
০৬ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৭
মামুন রশিদ বলেছেন: স্মৃতির নাম বিলাসী কুসুম, গন্ধবিধুর ঘুম আর ঘুম। 
মাত্র এক লাইনে একটি সম্পুর্ন কবিতা । সবগুলোই সুন্দর ।
  ০৬ ই জুন, ২০১৩  রাত ৮:১২
০৬ ই জুন, ২০১৩  রাত ৮:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ। বিশেষ লাইনটি আমারও প্রিয়। তার নমুনা দেখুন এখানে   
৬|  ০৬ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৮
০৬ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৮
আমিভূত বলেছেন: স্মৃতির নাম বিলাসী কুসুম, গন্ধবিধুর ঘুম আর ঘুম।  
  ০৬ ই জুন, ২০১৩  রাত ৮:১২
০৬ ই জুন, ২০১৩  রাত ৮:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কেমন আছেন আপু?
৭|  ০৬ ই জুন, ২০১৩  রাত ৮:০৭
০৬ ই জুন, ২০১৩  রাত ৮:০৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
লিখো নি; যাকে তুমি আজন্ম চেয়েছো, নীরবে
ভুলে গেছো তার নাম ও গন্ধ; সব কিছু  
 
কেমন আছেন?
  ০৬ ই জুন, ২০১৩  রাত ৮:১৪
০৬ ই জুন, ২০১৩  রাত ৮:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভালো আছি। আপনি কেমন আছেন আপু?
৮|  ০৬ ই জুন, ২০১৩  রাত ৮:১৬
০৬ ই জুন, ২০১৩  রাত ৮:১৬
অপর্ণা মম্ময় বলেছেন: আপনার কবিতা সব সময়ই ভালো লাগে ভাইয়া । অথচ আপনার ব্লগের টাইটেলে এইসব কি লিখে রাখছেন - লেখালেখি ছেড়ে দিবেন ! এর মানে কি ?
স্মৃতির নাম বিলাসী কুসুম, গন্ধবিধুর ঘুম আর ঘুম। 
--- চমৎকার একটা লাইন !! মুগ্ধতা !
নিঠুর ব্যেধের ঘা-য়ে >  ব্যেধের মানে কি জানি না । জানাবেন দয়া করে ।
আমাদের সাথেই থাকুন। লেখালেখির সাথেই থাকুন। অনেক শুভকামনা আপনার জন্য ।  
  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৩০
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, আমি এখন একটা নেশা বা ঘোরের মধ্যে আছি। গত প্রায় ৭/৮ মাস ধরে সময়ের অভাবে ভুগছি। ৪৮ ঘণ্টায় এক দিন হলে ভালো হতো ..... একটা ব্যাপক প্রজেক্টে হাত দিয়েছি, অবশ্য ব্যক্তিগত নয়, অফিশিয়াল। কাজটা আমার মজ্জাগত হয়ে গেছে- ওটা না করে সুখ পাই না- শুধু ঘুমটুকু বাসায়
 ..... একটা ব্যাপক প্রজেক্টে হাত দিয়েছি, অবশ্য ব্যক্তিগত নয়, অফিশিয়াল। কাজটা আমার মজ্জাগত হয়ে গেছে- ওটা না করে সুখ পাই না- শুধু ঘুমটুকু বাসায় বাকিটা কাজের কারখানায়
 বাকিটা কাজের কারখানায়  মাঝে মাঝে অবশ্য একটু-আধটু ‘পার’ খেলতে যাই
 মাঝে মাঝে অবশ্য একটু-আধটু ‘পার’ খেলতে যাই 
ওটা ব্যেধ নয়, ব্যাধ  আপনার চোখের বড় পাওয়ার আপু
 আপনার চোখের বড় পাওয়ার আপু 
লেখালেখির মধ্যে নেই তা ঠিক না। প্রতিদিন গড়পড়তা আমাকে ৩০০ পৃষ্ঠা পড়তে/লিখতে হচ্ছে  ওটা এক অদ্ভুত জগত !!
 ওটা এক অদ্ভুত জগত !!
ভালো থাকুন। শুভেচ্ছা।
৯|  ০৬ ই জুন, ২০১৩  রাত ৮:২১
০৬ ই জুন, ২০১৩  রাত ৮:২১
বোকামন বলেছেন: 
সম্মানিত লেখক,
খুব সুন্দর এবং পড়তে বেশ ভালো লাগলো !
পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। 
আপনার প্রোফাইলের এই লাইনটি আমি নিজেও বিশ্বাস করি :-) 
আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।
  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৩৩
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঊদ্ধৃত কথাটি আপনি বিশ্বাস করেন জেনে খুব ভালো লাগছে বোকামন ভাই। সত্যি, এর চেয়ে কোনো সুখ বা শান্তি হয় না।
শুভেচ্ছা।
১০|  ০৬ ই জুন, ২০১৩  রাত ৮:৩৮
০৬ ই জুন, ২০১৩  রাত ৮:৩৮
মামুন রশিদ বলেছেন: পড়েছি । সাথে রিকুও দিয়েছি 
  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৩৫
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। রিকু‘র জন্য অনেক বেশি ধন্যবাদ। এ্যাকসেপ্টেড 
ভালো থাকুন মামুন ভাই।
১১|  ০৬ ই জুন, ২০১৩  রাত ৯:১৩
০৬ ই জুন, ২০১৩  রাত ৯:১৩
আরজু পনি  বলেছেন: 
লিখো নি; যাকে তুমি আজন্ম চেয়েছো, নীরবে
ভুলে গেছো তার নাম ও গন্ধ; সব কিছু
প্লাস রেখে গেলাম ।
  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৩৬
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্লাস রেখে যাওয়ার জন্য ধন্যবাদ আপু। শুভেচ্ছা।
১২|  ০৬ ই জুন, ২০১৩  রাত ৯:২৫
০৬ ই জুন, ২০১৩  রাত ৯:২৫
~মাইনাচ~ বলেছেন: shundor kobita
  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৩৯
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ~মাইনাচ~। মাঝে মাঝেই ইচ্ছে করে আপনাকে জিজ্ঞাসা করি, প্রোপিকের বাবুটা আপনার কন্যা কিনা। খুব সুইট।
শুভেচ্ছা। 
১৩|  ০৬ ই জুন, ২০১৩  রাত ৯:৩৯
০৬ ই জুন, ২০১৩  রাত ৯:৩৯
সায়েম মুন বলেছেন: অনেক ভাল লাগলো কবি।
  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৪০
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন কবি সায়েম মুন। শীঘ্রই নিয়মিত হবো অনলাইনে- বেশ কয়েক মাস ধরে এটা ভাবছিলাম 
ভালো থাকুন।
১৪|  ০৬ ই জুন, ২০১৩  রাত ৯:৫৩
০৬ ই জুন, ২০১৩  রাত ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতায় ভাললাগা রেখে গেলাম।
  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৪১
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। শুভেচ্ছা।
১৫|  ০৬ ই জুন, ২০১৩  রাত ৯:৫৪
০৬ ই জুন, ২০১৩  রাত ৯:৫৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগা জানিয়ে যাওয়াটা আবশ্যক মনে করলাম।
  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৪৩
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর শঙ্কু সাহেব। ব্লগে স্বাগতম। আশা করি নিয়মিত যোগাযোগ হবে।
শুভেচ্ছা।
১৬|  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:২৭
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:২৭
শাহেদ খান বলেছেন: অনেকদিন পর ! এবং এসেই দারুণ পোস্ট করে বসলেন !
ভাল লাগা জানবেন অনেক।
  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৪৬
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমেই নিজের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি শাহেদ ভাই, আগের পোস্টে আপনার কমেন্ট এখনো একনলেজ করি নি বলে। শীঘ্রই করবো। সময়টা মাঝে মাঝে ছুঁতে পারি না।
হ্যাঁ, না- মানে খুব ‘অনেকদিন পর’ও না। মাঝে মাঝে উঁকি দিই, এটা মনে রাখবেন কিন্তু।
ভালো থাকুন।
আচ্ছা, আপনি কি একটা গান শুনেছেন- ‘ও মাইয়া তোর নাম কী?’
১৭|  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৩৪
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৩৪
তন্দ্রা বিলাস বলেছেন: ১২ তম ভাল লাগা। চমৎকার!
  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৪৭
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তন্দ্রা বিলাস। শুভেচ্ছা।
১৮|  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৩৯
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৩৯
নীরব 009 বলেছেন: আপনার কবিতা অনেক ভাল লাগে। মাঝে মাঝে পড়ে যাই, অফ লাইনে কিন্তু আজকেরটা তেমন ভাল লাগেনি। তবে প্রথমটা বেশি সুন্দর।  
 
আন লাকি ভাললাগা রইলো  
 
  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৪৯
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার কবিতা আপনার ভালো লাগে, এটা আমর জন্য অত্যন্ত আনন্দদায়ক। আজকেরটা তেমন ভালো লাগে নি, সেজন্য দুঃখিত। ভবিষ্যতে যাতে ভালো লিখতে পারি সেজন্য অধিক আন্তরিক থাকবো। দোয়া করবেন।
শুভেচ্ছা।
১৯|  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৪৯
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৪৯
অপর্ণা মম্ময় বলেছেন: যদিও কাজ শেষ করার পর রিফ্রেশমেন্টের জগত হচ্ছে লেখালেখি আমাদের মত মানুষদের জন্য যাদের শখ বলে থাকি প্রধান কাজের পর ।
ফেবুতে মাঝে মাঝে ছিটেফোঁটা লেখা আপনার দেখি । আপনার অফিশিয়াল কাজ সুন্দর ভাবে শেষ হোক এবং ব্লগে , লেখালেখিতে ফিরে আসুন এই কামনাই করি । 
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১২:২৬
০৭ ই জুন, ২০১৩  রাত ১২:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। এখন বাসায় যাচ্ছি, ঘুমোতে  সিঁথানে কিছুক্ষণ লেপু দেখবো চোখ বুঝবার আগ পর্যন্ত
 সিঁথানে কিছুক্ষণ লেপু দেখবো চোখ বুঝবার আগ পর্যন্ত 
ভালো থাকুন।
২০|  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৫১
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:৫১
ভারসাম্য বলেছেন: ১
ধরেই আছি আজও তার হাত
হাত গলে সে চলে গেছে  কবে!
তবু ধরে আছি তার নাম গন্ধ সব।
মুঠো করে ধরে আছি তার স্মৃতিময় নরম পালক!
২
স্মৃতির পেয়ালায় ক্যাফেইন স্বাদ, চুমুকে চুমুকে পার নির্ঘুম রাত।
৩
একদিন বুড়ো হব সব
থরে থরে প্রেম
রাখছে কে যে জমা করে!
জমিয়ে রাখছে প্রেম
একদিন বুড়ো হব বলে?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১:১৭
০৭ ই জুন, ২০১৩  রাত ১:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা একটা অদ্ভুত কাণ্ড করে ফেললেন অভি ভাই। আমার পোস্টের ‘মর্মার্থ কবিতা’ লিখে ফেললনে, যেমনটি এর আগেও করেছেন। শুধু তাই নয়, মূল পোস্টকে ছাপিয়ে এখন আপনার কবিতাই উজ্জ্বল হয়ে উঠছে। স্বদেশ হাসনাইন এটা করতেন খুব বেশি। তাঁর কমেন্টের ঔজ্জ্বল্যে আমার পোস্ট ম্লান হয়ে যেতো; তাঁকে স্মরণ করছি। আহমেদ আলাউদ্দিন সরকার, নিলঞ্জন- এঁরাও এভাবে লিখেছেন। আশরাফুল ভাইয়ের কথা অবশ্য মনে পড়ছে না, লিখেছেন কিনা।
শায়মা বুবুর কথা অবশ্য ভিন্নতর। তিনি ছড়ার হাট বসান আমার পোস্টে  
   আমি তা মাগনা কিনে খাই
 আমি তা মাগনা কিনে খাই 
****
সোনাবুড়ির আঁচল টেনে হাঁটি
সোনাবুড়ির মায়াঞ্জনা ছায়া
সোনাবুড়ির স্নেহস্পর্শ সুধা
সোনাবুড়ির কুন্তলে সুখনদী
সারাবেলার কাজের ভেতর বহে
সোনাবুড়ির সঞ্জীবনী ধারা 
আমার পিঠের জমিনখানি জুড়ে
সোনাবুড়ির চোখের তারা জ্বলে।
-সোনাবুড়ির কথা, মার্চ ২০০৭
২১|  ০৬ ই জুন, ২০১৩  রাত ১১:২৮
০৬ ই জুন, ২০১৩  রাত ১১:২৮
শাহেদ খান বলেছেন: মনে পড়ছে না। কার গান বলেন তো?
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১:২৩
০৭ ই জুন, ২০১৩  রাত ১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার একটা গান। গানটা প্রথম শুনেছিলাম/দেখেছিলাম ‘ফাল্গুনি মিউজিক চ্যানেলে’ ২০০৬/২০০৮-এ। খুব মজার। গানটা অনেক খুঁজবার পর ইউটিউবে পেয়েছি 
২২|  ০৬ ই জুন, ২০১৩  রাত ১১:২৯
০৬ ই জুন, ২০১৩  রাত ১১:২৯
শাহেদ খান বলেছেন: শিল্পী সাহেদের গান না তো?
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১:২৫
০৭ ই জুন, ২০১৩  রাত ১:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শাহেদ আর লুবনা। আপনার সৌজন্যে 
২৩|  ০৬ ই জুন, ২০১৩  রাত ১১:৩৭
০৬ ই জুন, ২০১৩  রাত ১১:৩৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
আজ সন্ধ্যা থেকেই আপনার কবিতা মনে ঘুরপাক খাচ্ছিলো।
'তোমার প্রেমিকের নাম বলো প্রমীলা' 
  
 
এই পোস্ট ও খুব ভালো লেগেছে বরাবরের মত।
ছোট্ট ভাবনায় ছুঁয়ে যায়।
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১:৩৯
০৭ ই জুন, ২০১৩  রাত ১:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আর আমারে কাঁদাইয়েন না প্রিয় আশরাফুল ভাই 
বেকুব প্রেমিকদের এমন দশাই হয়। ভাবে, তার প্রেমিকা একান্তই তার। প্রেমিকার মনে কার নাম লেখা আছে, তা যদি জানতো, কচুগাছ থেকে লাফ দিয়ে মরতো 
*** টুকে রাখি***
তোমরা জানো না, কখন কবিতা হয়ে ওঠো;
অবশ্য আমারও অনেক অজানা থেকে যায়, কীভাবে তোমাদের পায়ের ছাপ
থোকা থোকা ফুল হয়ে হেসে ওঠে, কীভাবে নীরবে
আমার চারপাশে কবিতার বীজ বুনে যাও, মনোরম বৃক্ষের মতো
তারপর কবিতা হয়ে ওঠো। 
২৪|  ০৭ ই জুন, ২০১৩  রাত ১২:০৮
০৭ ই জুন, ২০১৩  রাত ১২:০৮
রেজোওয়ানা বলেছেন: যার জন্য প্রযোজ্য তিনি জানেন"......এটা সেদিন ফেইসবুকে পড়েছিলাম আপনার টাইমলাইনে! 
আমার ভাল লেগছে এটা বেশি! 
  ০৭ ই জুন, ২০১৩  দুপুর ২:০১
০৭ ই জুন, ২০১৩  দুপুর ২:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু পড়ার জন্য। লেখা দুটো খুবই 'সাম্প্রতিক'। ব্লগে নিয়মিতভাবে 'অনিয়মিত' হয়ে গেছি। সংরক্ষণের জন্যই এখানে পোস্ট করলুম 
ভালো থাকুন।
২৫|  ০৭ ই জুন, ২০১৩  রাত ১২:১১
০৭ ই জুন, ২০১৩  রাত ১২:১১
একজন আরমান বলেছেন: 
তোমার অনেক বয়স হয়েছে, খুড়িয়ে খুড়িয়ে হাঁটো
উত্তর মেরু, আটলান্টিকে, আকাশে বেঁধেছ ঘর
হঠাৎ হঠাৎ সাত সমুদ্র তের নদী পার হয়ে
আমার উঠোনে দরাজ চরণে দাঁড়াও স্মিত হেসে
ভালো লাগলো
  ০৭ ই জুন, ২০১৩  দুপুর ২:০৪
০৭ ই জুন, ২০১৩  দুপুর ২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আরমান ভাই। কেমন আছেন? যদ্দূর মনে করছি, কিছুদিন আগে আমাদের দলভুক্ত হয়েছেন  নতুন অতিথির প্রতি শুভেচ্ছা থাকলো
 নতুন অতিথির প্রতি শুভেচ্ছা থাকলো  আর আমার 'মনে করা' ভুল হয়ে থাকলে ব্যাপারটা এড়িয়ে যান যান প্লিজ
 আর আমার 'মনে করা' ভুল হয়ে থাকলে ব্যাপারটা এড়িয়ে যান যান প্লিজ 
ভালো থাকুন।
২৬|  ০৭ ই জুন, ২০১৩  রাত ১২:৫৪
০৭ ই জুন, ২০১৩  রাত ১২:৫৪
১৯৭১স্বাধীনতা বলেছেন: পুড়ে যেতে যেতে বিপুল বোধনে হঠাৎ চমকে দেখি-
থরে থরে শুধু প্রেম আর প্রেম, শুধু তুমি নেই, বুড়ি --------বেশ লাগ্লো
মাঝের এক লাইনের টাও ------স্মৃতির নাম বিলাসী কুসুম, গন্ধবিধুর ঘুম আর ঘুম। 
পেলাস------এক গেলাশ
 
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১১:০৮
০৭ ই জুন, ২০১৩  রাত ১১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এক গেলাশ পেলাসের জন্য অনেক ধন্যবাদ।
২৭|  ০৭ ই জুন, ২০১৩  রাত ১:২৪
০৭ ই জুন, ২০১৩  রাত ১:২৪
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: কবিতা লেখা ছাইড়েন না পিলিজ লাগে।
প্লাস লন 
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১১:১১
০৭ ই জুন, ২০১৩  রাত ১১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  
   
   
  
ঠিক আছে, ছাড়বো না। ধন্যবাদ স্বপ্নবাজ।
২৮|  ০৭ ই জুন, ২০১৩  রাত ১:৩৩
০৭ ই জুন, ২০১৩  রাত ১:৩৩
শ্রাবণ জল বলেছেন: অনেক দিন পর, ভাই।
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১১:১৫
০৭ ই জুন, ২০১৩  রাত ১১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি আপু, বেশ কিছুদিন পরই তো! ভালো আছেন তো?
২৯|  ০৭ ই জুন, ২০১৩  রাত ১:৪৬
০৭ ই জুন, ২০১৩  রাত ১:৪৬
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর ।
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১১:১৫
০৭ ই জুন, ২০১৩  রাত ১১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি।
৩০|  ০৭ ই জুন, ২০১৩  রাত ১:৪৯
০৭ ই জুন, ২০১৩  রাত ১:৪৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
ঢাকায় মেসে অল্প কয়টা কবিতার বই আছে, এখানে সবুজ অঙ্গন চলতি সংখ্যাটা ছিলো। এক বড় ভাই ও বন্ধু এলেন, ওনাকে কবিতাটা পড়ে শোনালাম। ওনার খুব ভালো এক বান্ধবী যার সাথে আর যোগাযোগ নেই, তা জানতাম। ঠিক এ কারনেই এটা শোনানো। মানুষের সম্পর্কের অদ্ভুব রকম প্রকারভেদ থাকে, আমরা ঠিক কতটাই বা জানি!
শুধু পড়িয়ে শোনানোর ফল টা বলি, ওই ম্যাগাজিন উনাকে দিয়ে দিতে হলো। 
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১১:২৫
০৭ ই জুন, ২০১৩  রাত ১১:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফলাফলটা আপনার জন্য বেদনাদায়ক, ম্যাগাজিনটা হারাতে হলো  সবুজ অঙ্গনের জন্য সুখকর, আরও একজন নতুন পাঠক পাওয়া গেলো
 সবুজ অঙ্গনের জন্য সুখকর, আরও একজন নতুন পাঠক পাওয়া গেলো 
****
তোমার প্রেমিকের নাম বলো, প্রমীলা, যার সাথে 
প্রতিদিন গোপনে দেখা করো, অবলীলায় যে তোমার হাত ধরে
মনুষ্যভিড়ে; অথবা চিলের মতো ছো মেরে কেড়ে নেয় তোমার হৃৎপিণ্ড, 
যার ধ্যানে একদিনও চোখ খুলে দেখলে না
তোমার পাদপদ্মে আত্মাহুতি দিয়ে গেলো ঘোরের সন্ন্যাসী
আমাকে তার নাম বলো, প্রমীলা, সেই মহান পুরুষের বিরাট ছায়ায়
একবার নিজেকে দেখি।
৩১|  ০৭ ই জুন, ২০১৩  সকাল ১০:৩৩
০৭ ই জুন, ২০১৩  সকাল ১০:৩৩
সোহাগ সকাল বলেছেন: ভালই আছি। আপনাকে পুনরায় নিয়মিত দেখতে চাই।
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১১:২৭
০৭ ই জুন, ২০১৩  রাত ১১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দোয়া করবেন সোহাগ ভাই। ধন্যবাদ।
৩২|  ০৭ ই জুন, ২০১৩  সকাল ১১:০৮
০৭ ই জুন, ২০১৩  সকাল ১১:০৮
অপূর্ণ রায়হান বলেছেন: ক্লাসিক ++++ ১৭ তম ভালোলাগা  
 
কেমন ছিলেন ভ্রাতা ? 
ভালো থাকবেন সবসময়  
 
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১১:২৮
০৭ ই জুন, ২০১৩  রাত ১১:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো ছিলাম/আছি ভ্রাতা। আপনার কী খবর?
ধন্যবাদ। ভালো থাকুন আপনিও।
৩৩|  ০৭ ই জুন, ২০১৩  দুপুর ১:০০
০৭ ই জুন, ২০১৩  দুপুর ১:০০
বটবৃক্ষ~ বলেছেন: তোমার দু চোখে ফুলকির মতো আগুনের ফুল ফোটে
আমি পুড়ে যাই পলকে তোমার দু বাহুর পরিণাহে
পুড়ে যেতে যেতে বিপুল বোধনে হঠাৎ চমকে দেখি-
থরে থরে শুধু প্রেম আর প্রেম, শুধু তুমি নেই, বুড়ি  
বাহ!! খুব ভালো লাগলো!!+++++
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১১:২৯
০৭ ই জুন, ২০১৩  রাত ১১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ। ভালো থাকুন।
৩৪|  ০৭ ই জুন, ২০১৩  দুপুর ১:০২
০৭ ই জুন, ২০১৩  দুপুর ১:০২
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
আশাকরি ব্যস্ততাকে পাশকাটিয়ে কবিতা লেখার জন্য ঠিকই সময় বের করে নিতে পারবেন।
শুভকামনা সোনাভাই।
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১১:৩৩
০৭ ই জুন, ২০১৩  রাত ১১:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি আলাউদ্দিন ভাই। দোয়া করবেন।
ভালো থাকুন।
৩৫|  ০৭ ই জুন, ২০১৩  দুপুর ২:১৬
০৭ ই জুন, ২০১৩  দুপুর ২:১৬
শায়মা বলেছেন: ভাইয়া 
তোমার কবিতা সব সময়ই সুন্দর!!!!
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১১:৩৫
০৭ ই জুন, ২০১৩  রাত ১১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভালো আছেন তো?
৩৬|  ০৭ ই জুন, ২০১৩  বিকাল ৩:২০
০৭ ই জুন, ২০১৩  বিকাল ৩:২০
কয়েস সামী বলেছেন: শেষেরটাতো অসাধারন! ইদনিং খুব কম লেখা হয় বুঝি?
  ০৭ ই জুন, ২০১৩  রাত ১১:৩৬
০৭ ই জুন, ২০১৩  রাত ১১:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাহিত্য থেকে কিছুটা দূরে, এই আর কী!
ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকুন।
৩৭|  ০৭ ই জুন, ২০১৩  রাত ১১:১২
০৭ ই জুন, ২০১৩  রাত ১১:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: তোমার অনেক বয়স হয়েছে, খুড়িয়ে খুড়িয়ে হাঁটো
উত্তর মেরু, আটলান্টিকে, আকাশে বেঁধেছ ঘর
হঠাৎ হঠাৎ সাত সমুদ্র তের নদী পার হয়ে
আমার উঠোনে দরাজ চরণে দাঁড়াও স্মিত হেসে ++++++++++ 
  ০৮ ই জুন, ২০১৩  রাত ১১:২০
০৮ ই জুন, ২০১৩  রাত ১১:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এতোগুলো প্লাস পেয়ে খুব আহ্লাদিত বোধ করছি। ধন্যবাদ স্বপ্নবাজ অভি।
৩৮|  ০৭ ই জুন, ২০১৩  রাত ১১:৪১
০৭ ই জুন, ২০১৩  রাত ১১:৪১
সুপান্থ সুরাহী বলেছেন: 
খলিল ভাই...
বরবরের মতই আপ্নার কবিতা...
পাঠের সুখ আছে...
  ০৮ ই জুন, ২০১৩  রাত ১১:২৩
০৮ ই জুন, ২০১৩  রাত ১১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুপান্থ ভাই। ভালো লাগলো আপনাকে দেখে। কেমন আছেন?
৩৯|  ০৮ ই জুন, ২০১৩  রাত ১২:১২
০৮ ই জুন, ২০১৩  রাত ১২:১২
একজন আরমান বলেছেন: 
আছি আলহামদুলিল্লাহ্
আপনার মাথা গেছে নাকি?
মক্কা বহুদুরে ভাই। আরো মিনিমাম ৪/৫ বছর !   
   
   
   
 
  ০৮ ই জুন, ২০১৩  রাত ১১:২৪
০৮ ই জুন, ২০১৩  রাত ১১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাথা মনে হয় আমার গেছেই  আপনার চাকরিটা কি হয়েছে আরমান ভাই?
 আপনার চাকরিটা কি হয়েছে আরমান ভাই?
৪০|  ০৮ ই জুন, ২০১৩  বিকাল ৩:১২
০৮ ই জুন, ২০১৩  বিকাল ৩:১২
নস্টালজিক বলেছেন: ক্ষণজন্মা সুন্দর!
শুভেচ্ছা খলিল ভাই!
ভালো থাকুন নিরন্তর!
  ০৮ ই জুন, ২০১৩  রাত ১১:৩৩
০৮ ই জুন, ২০১৩  রাত ১১:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নস্টালজিক ভাই। আশা করি ভালো আছেন। 
শুভেচ্ছা আপানকেও।
৪১|  ০৯ ই জুন, ২০১৩  রাত ১:৪৮
০৯ ই জুন, ২০১৩  রাত ১:৪৮
একজন আরমান বলেছেন: 
আর চাকরি...
ইন্টারভিউ আর এপ্লাই করেই যাচ্ছি।   
   
   
 
  ১২ ই জুন, ২০১৩  রাত ১১:৩১
১২ ই জুন, ২০১৩  রাত ১১:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিশ্চয়ই আপনার চাকরিটা হয়ে যাবে। আপনার শ্রম ও ধৈর্য্যের একটা ভালো ফল পাবেন- এ কামনা থাকলো।
৪২|  ০৯ ই জুন, ২০১৩  রাত ৯:০৪
০৯ ই জুন, ২০১৩  রাত ৯:০৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনের লেখার প্রতি আমার আলাদা একটা ভালবাসা সব সময়ই থাকে। কমেন্ট করি না তাতে হইছে কি?
  ১২ ই জুন, ২০১৩  রাত ১১:৩৫
১২ ই জুন, ২০১৩  রাত ১১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ঋণী করলেন আমাকে জুলিয়ান ভাই। আপনিও আমার একজন খুব প্রিয় ব্লগার, যাঁর গল্পগুলো অসাধারণ।
অনেক শুভেচ্ছা থাকলো।
৪৩|  ১০ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:০৮
১০ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:০৮
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: নাইওর থেকে কাহার এ ফিরলাম। 
কবিতা লেখা থেকে অবসর নিয়েছি, 
পড়া থেকেও প্রায়...
‘লিখো নি’ স্পেস অর্থ কি দু’টি শব্দ? 
 
সুন্দর প্রকাশ। 
শুভকামনা নিরন্তর। 
  ১২ ই জুন, ২০১৩  রাত ১১:৫৫
১২ ই জুন, ২০১৩  রাত ১১:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা লেখা থেকে অবসর নিয়েছ? ভালো। মাসিক পেনশন কত টাকা পাও? আমাকে কিছু ভাগ দিও।
পড়া থেকেও কবে নিতে যাচ্ছ? 
‘সুন্দর প্রকাশ‘-এর জন্য ধন্যবাদ 
এবার ‘নি‘-এর কথাঃ
নাই, নেই, না, নি এই নঞর্থক অব্যয় পদগুলি শব্দের শেষে যুক্ত না হয়ে পৃথক থাকবে। যেমন : বলে নাই, যাই নি, পাব না, তার মা নাই, আমার ভয় নেই।
তবে শব্দের পূর্বে নঞর্থক উপসর্গরূপে না উত্তরপদের সঙ্গে যুক্ত থাকবে। যেমন : নারাজ, নাবালক, নাহক।
ধারা ৩.০৪ দেখো এই লিংকে   
৪৪|  ১৩ ই জুন, ২০১৩  দুপুর ২:৫৪
১৩ ই জুন, ২০১৩  দুপুর ২:৫৪
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: কবিতা শুনতে লন্ডন যাচ্ছি শনিবার ফিরবো। 
উদাহরণ সহ বুঝিয়ে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। 
  ২২ শে জুন, ২০১৩  রাত ১০:৪৭
২২ শে জুন, ২০১৩  রাত ১০:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা শুনতে লন্ডনে! দারুণ খবর তো! কবিতা শোনা সার্থক হোক। শুভ কামনা।
৪৫|  ২৬ শে জুন, ২০১৩  দুপুর ২:২৮
২৬ শে জুন, ২০১৩  দুপুর ২:২৮
~মাইনাচ~ বলেছেন: না, ফেবুতে পাওয়া   
 
  ০৬ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:৫৫
০৬ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহা, কতদিন পর উত্তর দিচ্ছি !!!
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১৯
০৬ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তোমার দু চোখে ফুলকির মতো আগুনের ফুল ফোটে
আমি পুড়ে যাই পলকে তোমার দু বাহুর পরিণাহে
পুড়ে যেতে যেতে বিপুল বোধনে হঠাৎ চমকে দেখি-
থরে থরে শুধু প্রেম আর প্রেম, শুধু তুমি নেই, বুড়ি
- চমৎকার লাগল!!