নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
হয়তো আর বলা হবে না, ভালোবাসি, ভালোবাসি,
সবাক কণ্ঠকে নির্বাক করে দেবে সামান্য কাগজের ফাঁসি।
অন্যের আবেগহীন হাত ধরে
গুয়ানতানামো বন্দরে
ভেড়াবো আমার বহু পথ ঘুরে আসা পরিশ্রান্ত তরী
সারা পৃথিবীর সঙ্গে হবে চেনা-সম্পর্কের ছাড়াছাড়ি।
তখন পেছন থেকে ডেকে
কপালে লাল স্বস্তিক এঁকে
বলো না যেন, ফিরে এসো উজানে,
ম্যাপলে আগুন লেগেছে নিউইয়র্কের উদ্যানে।
বড় বেশি দেরিতে এসেছিল তোমার হিরন্ময় ডাক
আমার ফেরার পথে এখন পাহারা দিচ্ছে চিল-শকুনের ঝাঁক।
আমাকে না হয় নির্বাসনে
সহবাসী হতে দাও শ্বাপদ প্রাণীর সনে।
নরম গালিচাপাতা হোয়াইট হাউস আমার নয়,
প্রার্থনা করো, এ ভীষণ জীবনে হোক
আমার নরম নগ্ন পায়ের ক্ষত-বিক্ষত যাত্রার জয়।
ব্যাখ্যা :
সামান্য কাগজের ফাঁসি : বিয়ের রেজিস্ট্রেশনের কাগজ, যা এখানে ফাঁসির দড়ির সাথে কল্পনা করা হয়েছে।
গুয়ানতানামোর বন্দর : দক্ষিণপূর্ব কিউবার অন্তর্ভুক্ত গুয়ানতানামো প্রদেশে বন্দরটি অবস্থিত। কিউবার অংশ হওয়া সত্ত্বেও আমেরিকা বন্দরটি জোরপূর্বক দখল করে আছে। আফগানিস্তানের বন্দিদের এই কারাগারে রাখা হয়েছিল। রূপক অর্থে সংসার নামক কারাগার।
পরিশ্রান্ত তরী : রূপক অর্থে জীবন
স্বস্তিক : শুভ লক্ষ্মণযুক্ত চিহ্ন
শ্বাপদ প্রাণী : রূপক অর্থে স্বামী
হোয়াইট হাউস : এখানে সুখসমৃদ্ধির প্রতীক
***এ কবিতায় কবি বিদায়ী প্রেমিকের কাছে তাঁর আসন্ন অসুখী, ভালোবাসাহীন বৈবাহিক জীবনের ইঙ্গিত করছেন।
©somewhere in net ltd.