|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
মাঝে মাঝে সংসার থেকে ছুটি নিতে হবে
সন্ততির কোলাহল-মধুর সান্নিধ্য ছেড়ে বেরিয়ে পড়তে হবে
বর্তমানের খোলস ছিঁড়ে উদ্দাম অষ্টাদশে ফিরে যেতে হবে
সবুজ পেয়ারাগাছে যে যুবতী এ-ডাল ও-ডাল ছুটে বেড়াচ্ছে, লাল রঙের
ওড়না পেঁচিয়ে কোমরে, সোনালি চরণে রুপোর পায়েল, 
চিকন আগডালে ঝুঁলে পড়ে তুলে আনছে পক্ব পেয়ারা, মুখভর্তি রস-
কারণে অথবা অকারণে হেসে গড়িয়ে পড়ে বান্ধবীদের গায়;
সে তখন বালিকা- চপলাচপল হেঁটে যায় রাস্তায়
স্কুল অথবা কলেজে- 
একটি যুবক প্রতিদিন চৌমাথায় দাঁড়িয়ে থাকে, যে-পথে যুবতী হেঁটে যায়
একটি যুবক প্রতিদিন চুপিচুপি পিছু নেয়, যে-পথে যুবতী এঁকেবেঁকে চলে
একটি যুবক মিছেই খুব ভীরু ছিল, একদিন সাহসী হয়ে ওঠে, তির ছোঁড়ে
শরাহত বালিকা কতো না উদগ্রীব ছিল ঘায়েল হবার জন্যেই- আহা, 
নিমেষেই কুপোকাত।
একদিন মেয়েটির কাছে ফিরে যেতে হবে- 
চলো, কিছুদিন ছুটি নিই। 
গেরস্থালির হাড়মাংস ঝেড়েঝুড়ে নিপাট নির্জনে যাবো।
আঠার অথবা বিশ- টগবগে, দুর্ধ্বর্ষ দিন
আমাদের মাঝখানে বিলকুল কিছু নেই, আমরা দুজন যাবতীয় জঞ্জালহীন।
সদ্য প্রেমে পড়া যুগলের মতো একদিন ছুটে যাবো শালবন বিহার, যমুনার চর,
আনন্দ রাজার দিঘি, ধনবাড়ির পুরোনো জমিদার বাড়ি। 
একদিন ভোরে রিভার ভিউ’র ভেজা বালুতে খালি পায়ে হাঁটবো। বেড়ালের লোমের
মতো শাদা ও নরম থোকা থোকা কাশফুল, স্নিগ্ধ মনোরম- তোমার গাল ছুঁয়ে দেবো, 
আর চোরা চোখে চারদিক পরখ করে বার বার ‘অসভ্য’ হবো।
টিএসসি চত্বরে আর নয়, একুশে বইমেলা আরেক জীবনে। সিনেপ্লেক্স বড্ড যান্ত্রিক। 
আজকাল সেভাবে সিনেমা দেখে না কেউ। আমরা পালিয়ে 
সিনেমা দেখবার লোভে খুঁজতে যাবো ‘জয়পাড়া সিনেমা’ হল, যার দালানের গায়ে 
একদা কে যেন লিখেছিল ‘খ’ যোগ ‘ল’।  
মাঝে মাঝে ছুটি নিতে হবে, ভুলে যেতে হবে আমাদের বয়স বেড়েছে
প্রতি ৫ মিনিটে মিস্ড কল না পেলে বাঘিনীর মতো হিংস্র হয়ে উঠবে
ডেটিং প্লেসে পৌঁছবো না, কিংবা পৌঁছবো ঠিক ঠিক একবেলা দেরি করে
আর তুমি ভয়ানক ফণা তুলে বিড়ায় বসে ফুঁসতে থাকবে
গভীর ভিড়ের মধ্যেও মওকা খুঁজবো, রিকশাতে হুড ফেলে দেবো, 
একটু অন্ধকার পেলেই যত্তসব ‘অসভ্যতা’- তুমি সবেগে
হাত ফিরিয়ে দাও- অথচ মনে মনে জোর করো!
আমরা লঞ্চের রেলিঙে বসে ঝালমুড়ি খাবো- বান্দুরা-কলাকোপা-ইছামতির ঢেউ
আমরা ভুলে যাবো মর্ত্য অথবা অমরাবতীর কথা- তোমার অমৃতের চেয়ে
আর কিছু আরাধনা নেই
ভাটিমাইন চূড়ায় যেদিন হেলিকপ্টার নামলো, মাটিতে পা ফেলে ২০ গজ দূরে
এক ভিক্ষু’কে দেখি- ভিক্ষু নয় সে, সন্ন্যাসী। সন্ন্যাসী নয় সে, মহান প্রেমিক।
কী গভীর তার ধ্যান! তার ক্ষুদ্র একটা ছাপরাঘর ছিল। ছিমছাম অন্ধকার। 
দিন যায়, রাত আর কুয়াশা, এবং মেঘ উড়ে আসে ছাপরাঘরে। 
থির সন্ন্যাসী জেগে থাকে ধ্যানের ভিতর- পিঁপড়া, মশা, সরীসৃপ দংশন-
বেজায় নস্যি।
সংসার পেছনে পড়ে থাক, সন্তানেরা একদিন ওদিকটা সামলাক- 
ওদেরও ছুটি চাই, শাসন-বারণ থেকে বিস্তর স্বাধীনতা চাই। 
ওরা নিজেরাই একদিন নিজেদের মা অথবা বাবা হয়ে উঠুক। 
দেখা যাক- লাবিবের গোসল হলো কিনা, ইশকুলের হোমটাস্ক কে করে দিল; 
ঐশীর টিফিন কে বানালো, আর সাইফকে কে দিল ঘুম থেকে জাগিয়ে।
আমরা একদিন ছুটি নিয়ে হাইকিঙে যাবো, ১৮০৩ ফুট আপ-হিল বেয়ে
ভাটিমাইন চূড়ায় উঠবো- বিস্তৃত কালাপাহাড় পুরোটাই দখলে;
ভিক্ষুকে দিয়ে ছুটি
ক্ষুদ্র ছাপরাঘরে গড়বো আমাদের জন্য অন্য একটি পৃথিবী।
জীবনে সজীবতা আনে ছুটি, ছুটিতে ভীষণ চাঙ্গা হয়ে উঠি- 
এজন্য একদিন ছুটি নিতে হবে, ভাবনাহীন নির্ভেজাল ছুটি।
চলো, ছুটি নিই আজই।
*২৩ জানুয়ারি ২০১২
ভাটিমাইন চূড়া
পার্বত্য চট্টগ্রামের সুদীর্ঘ কালাপাহাড় রেঞ্জে আমার জানামতে সর্বোচ্চ চূড়ার নাম ভাটিমাইন, যার উচ্চতা ১৮১৮/১৮০৩/২১০০ ফুট- সঠিক মনে নেই। এটি আমার একটি প্রিয় জায়গা, স্বপ্নের মতো। কবুতরের মতো ডিগবাজি খেতে খেতে এ চূড়াটিকে উপর থেকে দেখলে এক অদ্ভুত সুন্দর ঢেউখেলা সবুজ চোখের সামনে উদ্ভাসিত হয়। অবর্ণনীয়। ধ্যানমগ্ন ভিক্ষু’র কথা আমি আজও ভুলতে পারি না। অমন সবুজ চূড়ায়, নির্জনতার অনুপম সুখ ও স্বাদ পাওয়া যায়। 
ভাটিমাইনের পথ অতিশয় দুর্গম। প্রিকেরিয়াস। সকাল ৬টায় পাদদেশ থেকে ক্লাইম্বিং শুরু করলে দুপুর ২-৩টায় পৌঁছা যাবে ভিক্ষুর ছাপরায়। আমি অবশ্য ভার্টিক্যাল ল্যান্ডিং করেছিলাম।
***
ব্লগবন্ধুদের প্রতি ঈদোত্তর শুভেচ্ছা থাকলো। 
 ৮০ টি
    	৮০ টি    	 +২১/-০
    	+২১/-০  ১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:২৮
১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই ছুটিটাকে কাজে লাগান
রাতদিন ঘুমিয়ে 
২|  ১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:৪৪
১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:৪৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতায় মনোযোগ অষ্টাদশী কচি-কাঁচাদের আবেগ পেরিয়ে শেষে ভিক্ষুর দোরে এসে থামল! শেষের ভ্রমণ বাদ দিলে পুরোই স্মৃতি বিজড়িত কথকতা, আর কবিতায় এই ভ্রমণ যুক্ত হয়ে 'চলো, ছুটি নিই আজই!' কনসেপ্টকে পূর্ণতা দিল। 
ভাল লাগল। ঈদোত্তর শুভেচ্ছা।    
  ১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:৪৯
১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আজ ছুটি শেষ হয়ে গেলো  ‘ছুটি’ কবিতাটা আরও আগে পোস্ট করলে যৌক্তিকতা খুঁজে পাওয়া যেত
 ‘ছুটি’ কবিতাটা আরও আগে পোস্ট করলে যৌক্তিকতা খুঁজে পাওয়া যেত  
 
***
মাঝে মাঝে সংসার থেকে ছুটি নিতে হবে
সন্ততির কোলাহল-মধুর সান্নিধ্য ছেড়ে বেরিয়ে পড়তে হবে
বর্তমানের খোলস ছিঁড়ে উদ্দাম অষ্টাদশে ফিরে যেতে হবে
...........
চলো, ছুটি নিই আজই।
****
কবিতা ভালো লাগলো জেনে ভালো লাগলো প্রোফেসর সাহেব। আপনার নতুন গল্পের আশায় আছি।
পাঠে ধন্যবাদ। ভালো থাকুন।
৩|  ১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:৪৬
১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:৪৬
কয়েস সামী বলেছেন: office e bosei porlam. Apnar kobita amar eto vallage ken?
  ১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:৫৫
১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আজ ছুটির দিনে আপনি অফিসে?   
    দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করছি।
  দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করছি।
এই ছুটির দিনে অফিসে বসে আছেন বলেই ‘ছুটি‘ শীর্ষক লেখাটা এতো ভালো লাগলো।
কমেন্টে আপ্লুত না হয়ে পারলাম না কয়েস ভাই। ধন্যবাদ এবং শুভেচ্ছা।
৪|  ১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:৩৫
১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:৩৫
ভিয়েনাস বলেছেন: জীবনে সজীবতা আনে ছুটি, ছুটিতে ভীষণ চাঙ্গা হয়ে উঠি- 
এজন্য একদিন ছুটি নিতে হবে, ভাবনাহীন নির্ভেজাল ছুটি। 
এতোদিন ছুটি খেয়েও মন চাংগা হলোনা । নির্ভেজাল ছুটি কবে পাব। আজ ছুটি শেষ   
 
  ১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:৫৭
১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ না ভাই, এতোদিন ছুটি খেয়েও মন চাঙ্গা হলো না  যাঁরা চাকরি করেন তাঁরা বোঝেন ছুটির মমত্ব
 যাঁরা চাকরি করেন তাঁরা বোঝেন ছুটির মমত্ব  
 
প্রত্যেকটা উইক এন্ড আপনার জন্য নির্ভেজাল আনন্দময় হোক, এ কামনা করছি।
৫|  ১১ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:১৯
১১ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। খুব ভাল লেগেছে।ছুটি নিতে হবে। ছুটি বড্ড প্রয়োজন। পোস্টে +++
  ১১ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৩
১১ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। শীঘ্র ছুটি নিন 
শুভ কামনা।
৬|  ১১ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৪
১১ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৪
টুম্পা মনি বলেছেন: জীবনে সজীবতা আনে ছুটি, ছুটিতে ভীষণ চাঙ্গা হয়ে উঠি- 
এজন্য একদিন ছুটি নিতে হবে, ভাবনাহীন নির্ভেজাল ছুটি। 
ভালো লাগল। 
ঈদের শুভেচ্ছা। 
  ১১ ই আগস্ট, ২০১৩  রাত ৮:২৯
১১ ই আগস্ট, ২০১৩  রাত ৮:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ টুম্পা মণি 
টুম্পা মণিকেও শুভেচ্ছা।
৭|  ১১ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:০০
১১ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:০০
সায়েম মুন বলেছেন: কালকে থেকে ছুটি ছুটে যাবে। আপনার বিশাল আয়োজন দেখে হিংসিত হলাম।  
 
  ১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:০২
১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কালকে থেকে ছুটি ছুটে যাবে!!!!!!!!!!! খুব আফসোস হচ্ছে কবির জন্য  
   
  
আমার অবশ্য কোনো ছুটি নেই, কিন্তু ছুটির যে খুব দরকার সে-কথাটাই বলতে চেয়েছি। এটা তাহলে কোন্ ছুটি?
মাঝে মাঝে সংসার থেকে ছুটি নিতে হবে
সন্ততির কোলাহল-মধুর সান্নিধ্য ছেড়ে বেরিয়ে পড়তে হবে
বর্তমানের খোলস ছিঁড়ে উদ্দাম অষ্টাদশে ফিরে যেতে হবে
শুভেচ্ছা থাকলো কবি।
৮|  ১১ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৪১
১১ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৪১
অলওয়েজ ড্রিম বলেছেন: চলো, কিছুদিন ছুটি নিই। 
গেরস্থালির হাড়মাংস ঝেড়েঝুড়ে নিপাট নির্জনে যাবো।
আঠার অথবা বিশ- টগবগে, দুর্ধ্বর্ষ দিন
আমাদের মাঝখানে বিলকুল কিছু নেই, আমরা দুজন যাবতীয় জঞ্জালহীন।
 
ভাল লেগেছে। 
কিন্তু ভাই আমার তো সারাক্ষণ ছুটি। তাই এমন ছুটি ভাল্লাগে না আর। 
  ১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:০৯
১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সারাক্ষণই ছুটি!!!!  
   
   ছুটির এই একঘেঁয়েমি থেকে বেরিয়ে আসতে হবে
 ছুটির এই একঘেঁয়েমি থেকে বেরিয়ে আসতে হবে  ছুটি সেটাই
 ছুটি সেটাই 
আপনার এই সারাক্ষণ ছুটিটা আপাতত কাজে লাগান লুডু বা হা-ডু-ডু খেলে  ব্লগ বা ফেইসবুকিং থেকে বেরিয়ে আসুন, কিছুদিন ছুটিতে থাকুন অন্য জগতে
  ব্লগ বা ফেইসবুকিং থেকে বেরিয়ে আসুন, কিছুদিন ছুটিতে থাকুন অন্য জগতে  অলওয়েজ ড্রিম ফর আ ডিফরেন্ট ওয়ার্ল্ড
 অলওয়েজ ড্রিম ফর আ ডিফরেন্ট ওয়ার্ল্ড  
   হাহাহাহাহাহাহহা
 হাহাহাহাহাহাহহা
শুভ কামনা। 
৯|  ১১ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৮
১১ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৮
মোঃ ইসহাক খান বলেছেন: দারুণ। পাঠককে খুব দ্রুত আর সুন্দর একটা সফর করিয়ে দিলেন। ভালোলাগা কবিতায়।
  ১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:১১
১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাহলে এটাকে একটা প্যাকেজ ট্যুর বলা যেতে পারে, কী বলেন?   
   
কবিতা ভালো লাগলো জেনে খুশি হচ্ছি।
ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য। শুভেচ্ছা।
১০|  ১১ ই আগস্ট, ২০১৩  রাত ৮:১০
১১ ই আগস্ট, ২০১৩  রাত ৮:১০
তন্দ্রা বিলাস বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। খুব ভাল লেগেছে।ছুটি নিতে হবে। ছুটি বড্ড প্রয়োজন। পোস্টে +++
  ১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:১৯
১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তন্দ্রা বিলাস। শীঘ্র ছুটি নিন 
শুভ কামনা। 
১১|  ১১ ই আগস্ট, ২০১৩  রাত ৮:৪৬
১১ ই আগস্ট, ২০১৩  রাত ৮:৪৬
মামুন রশিদ বলেছেন: আসলেই একটা ছুটি দরকার । সংসার, অফিস, বন্ধু-বান্ধব, সামাজিক মিডিয়া সব কিছু থেকে । নিজের সাথে থাকা হয় না কতটা কাল.. 
আপনাকেও ঈদোত্তর শুভেচ্ছা কবি ।
  ১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৩৮
১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মূল পয়েন্টে হিট করে বসলেন দেখি!!!
ধন্যবাদ মামুন ভাই সুন্দর মন্তব্যের জন্য।
শুভ কামনা।
১২|  ১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:২২
১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:২২
মুনসী১৬১২ বলেছেন: সেইরাম
  ১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৪৩
১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
খুব ব্যস্ত নাকি, কবি?
১৩|  ১১ ই আগস্ট, ২০১৩  রাত ১০:৩৬
১১ ই আগস্ট, ২০১৩  রাত ১০:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। পারিবারিক ভাবে অনেক ছুটি নিয়েছি, কিন্তু শুধু নিজের জন্য অনেকদিন কোন ছুটি নেয়া হচ্ছে না। দেখি কবে সেই ইচ্ছে পূর্ন হয়। কবিতা শেষে যে পাহাড়ের কথা বলেছেন, খুব ইচ্ছে করে মেঘে ঢাকা সেই পাহাড়ের চুড়োতে বেয়ে ঊঠতে। কিছুটা সময় একান্ত নিজের করে কাটাতে।
আর লেখা নিয়ে কি বলব বলেন ভাই, আপনি তো দূর্দান্ত শব্দের প্রতিশব্দ হয়ে যাচ্ছেন। ভালো থাকা হোক।
  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ১২:০৭
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১২:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাটিমাইন চুড়া ভ্রমণের ইচ্ছেটাকে সাধুবাদ জানাচ্ছি কাল্পনিক ভাই। পর্বতারোহণের স্বাদ কিছুটা হলেও তো পাবেন 
ফাস্ট মুভিং ব্যস্ত জীবনে নিজের জন্য অবসর কোথায়? অবকাশবিহীন জীবন খুবই নিঃস্ব, যেখানে একদণ্ড দাঁড়াবার ফুরসত নেই, নৃত্যরত সুন্দরীর চরণে অপরূপ মুদ্রা শিল্প হয়ে ওঠে, তা দেখবার সময় হয় না, একটা ফড়িং অথবা প্রজাপতি কি অপূর্ব কারুকাজখচিত পাখায় নিজেকে মেলে ধরে- আমরা সেই সৌন্দর্য কখনো উপভোগ করি না, কারণ, আমাদের সময় নেই।
ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য। সাথে নিচের কবিতাটা 
***
Leisure
What is this life if, full of care,
We have no time to stand and stare.
No time to stand beneath the boughs
And stare as long as sheep or cows.
No time to see, when woods we pass,
Where squirrels hide their nuts in grass.
No time to see, in broad daylight,
Streams full of stars, like skies at night.
No time to turn at Beauty's glance,
And watch her feet, how they can dance.
No time to wait till her mouth can
Enrich that smile her eyes began.
A poor life this is if, full of care,
We have no time to stand and stare.
-William Henry Davies
১৪|  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ১২:০৪
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১২:০৪
নুসরাতসুলতানা বলেছেন: ঈদের ছুটি এনজয় করছি । এসময় অন্যরকম এক ছুটি নিয়ে আপনার এ কবিতাটি অসম্ভব ভাল লাগলো।++++++ রইল।
                    ধন্যবাদ গ্রহন করলাম। ঐ পোষ্টে আপনার কমেন্টগুলো ছিল যুক্তিনির্ভর। তর্ক হবে এমন। উইথ ডিউ রেসপেক্ট ডিসএগ্রি করি -- এমনই ত বলতে হয় , তাইনা ?? তবে যিনি এত যুক্তিনির্ভর তিনি গান না শোনার সিদ্ধান্ত নিতে পারেননা।আমরা ত অনেক অনেক খারাপ মানুষের গান শুনি ,লেখা পড়ি। হয়তো আগের মত স্পর্শ করবেনা -- সেটা ভিন্ন বিষয়। 
                   আপনার  অসফল  গল্পটি বুঝিনি।মাথা মোটা বলে , নাকি ধৈর্য নিয়ে পড়িনি --- কোনটা ???ভাল থাকবেন।
  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ১২:৩৭
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১২:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশা করি ঈদের ছুটি দারুণ উপভোগ করছেন। আর এমন সময়ে আমার কবিতাটি যে আপনার অসম্ভব ভালো লাগলো তা আমাকে প্রচুর আনন্দ দিল। এতোগুলো প্লাসের জন্য অজস্র ধন্যবাদ।
এবং আবারও ধন্যবাদ অপর পোস্টে দেয়া আমার মন্তব্যের উপর আপনার প্রশংসার জন্য। ভালো লাগলো। আপনার কথায় যুক্তি আছে। কিন্তু নিজের আবেগ অনেক সময় সকল যুক্তিকে পাশ কাটিয়ে যেতে পারে। এ ব্যাপারটা তেমনি। আমার কাছে বাংলা গানের সংগ্রহ সুবিপুল। যেখানে যাঁর গান পাই, তাই সংগ্রহে নিয়ে নিই। মিতা হকের নতুন বাঙালিত-তত্ত্ব এবং ঘোমটা-প্রসঙ্গ ব্লগ ও ফেইসবুকে ঝড় তুলেছে। শিল্পীর পক্ষ থেকে কোনো ক্ষমাপ্রার্থনা বা দুঃখপ্রকাশের খবর কোনোদিন পাব বলে মনে হয় না, বরং জানা যাচ্ছে তাঁর পক্ষে অনেকেই সাফাই গাইছেন বড় গলায়। আমাদের প্রতিবাদ তো তাহলে কোনোভাবেই মূল্যায়িতই হলো না। এই অবস্থায় অন্তত নিজেকে সান্ত্বনা দেয়ার জন্য হলেও তাঁর গান বয়কট করা সমীচীন মনে করেছি। শিল্পীর কোনো পজিটিভ প্রতিক্রিয়া জানা গেলে এ সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে।
অসফল গল্পটি দেখা যাচ্ছে ক্রমান্বয়ে বহুমাত্রিক হয়ে উঠলো  ঐ পোস্টের নিচের দিকে দেখবেন গল্পের ব্যাকগ্রাউন্ড লিখে দেয়া হয়েছে, তবে দুজনের কমেন্টে দু রকম করে। এর অর্থ হলো, কেউ কেউ নিজের কল্পনামতো অন্য উপায়েও ব্যাকগ্রাউন্ড রচনা করে নিতে পারেন। সমরবিদ্যার কোনো সুনির্দিষ্ট সমাধান থাকে না, এটি শেষ পর্যন্ত সেরকম হয়ে গেছে। যাই হোক, অত কষ্ট করে গল্পটি আরেকবার পড়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না
 ঐ পোস্টের নিচের দিকে দেখবেন গল্পের ব্যাকগ্রাউন্ড লিখে দেয়া হয়েছে, তবে দুজনের কমেন্টে দু রকম করে। এর অর্থ হলো, কেউ কেউ নিজের কল্পনামতো অন্য উপায়েও ব্যাকগ্রাউন্ড রচনা করে নিতে পারেন। সমরবিদ্যার কোনো সুনির্দিষ্ট সমাধান থাকে না, এটি শেষ পর্যন্ত সেরকম হয়ে গেছে। যাই হোক, অত কষ্ট করে গল্পটি আরেকবার পড়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না 
সুন্দর কমেন্টে আপনার জন্যও প্লাস থাকলো 
ধন্যবাদ আবারও এবং শুভ কামনা। 
১৫|  ১২ ই আগস্ট, ২০১৩  সকাল ৯:১০
১২ ই আগস্ট, ২০১৩  সকাল ৯:১০
কান্ডারি অথর্ব বলেছেন: 
আমরা একদিন ছুটি নিয়ে হাইকিঙে যাবো, ১৮০৩ ফুট আপ-হিল বেয়ে
ভাটিমাইন চূড়ায় উঠবো- বিস্তৃত কালাপাহাড় পুরোটাই দখলে;
ভিক্ষুকে দিয়ে ছুটি
ক্ষুদ্র ছাপরাঘরে গড়বো আমাদের জন্য অন্য একটি পৃথিবী।
দুর্দান্ত কবিতা +++++ 
  ১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ১:৫১
১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাণ্ডারী আপনার ‘দুর্দান্ত কবিতা +++++‘ এর জন্য। অনেক ভালো থাকুন।
১৬|  ১২ ই আগস্ট, ২০১৩  সকাল ৯:৫৫
১২ ই আগস্ট, ২০১৩  সকাল ৯:৫৫
আমিভূত বলেছেন: আমিতো ছুটি পেলামই না  
 
:'(
  ১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:১১
১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
আপনি ছুটিও পেলেন না!!!! আফসোস আফসোস  
    
  
আশা করি আপনি একদিন এত্ত ছুটি পাবেন যে, তা থেকে কিছু ছুটি আমাদেরকে ভাগও দিতে পারবেন  
  
এবার আপনার জন্য নিচের নিবেদনটুকু  
  
***
যার যাহা আছে তার থাক্ তাই,
কারো অধিকারে যেতে নাহি চাই
শান্তিতে যদি থাকিবারে পাই
         একটি নিভৃত কোণে।
শুধু বাঁশিখানি হাতে দাও তুলি,
বাজাই বসিয়া প্রাণমন খুলি,
পুষ্পের মতো সংগীতগুলি
         ফুটাই আকাশভালে—
অন্তর হতে আহরি বচন
আনন্দলোক করি বিরচন,
গীতরসধারা করি সিঞ্চন
        সংসার-ধূলিজালে।
অতি দুর্গম সৃষ্টিশিখরে
অসীম কালের মহাকন্দরে
সতত বিশ্বনির্ঝর ঝরে
         ঝর্ঝর সংগীতে।
স্বরতরঙ্গ যত গ্রহতারা
ছুটিছে শূন্যে উদ্দেশহারা—
সেথা হতে টানি লব গীতধারা
         ছোটো এই বাঁশরিতে।
ধরণীর শ্যাম করপুটখানি
ভরি দিব আমি সেই গীত আনি,
বাতাসে মিশায়ে দিব এক বাণী
         মধুর-অর্থ-ভরা।
নবীন আষাঢ়ে রচি নব মায়া
এঁকে দিয়ে যাব ঘনতর ছায়া,
করে দিয়ে যাব বসন্তকায়া
         বাসন্তীবাস-পরা।
ধরণীর তলে গগনের গায়
সাগরের জলে, অরণ্য-ছায়
আরেকটুখানি নবীন আভায়
         রঙিন করিয়া দিব।
সংসার-মাঝে দু-একটি সুর
রেখে দিয়ে যাব করিয়া মধুর,
দু-একটি কাঁটা করি দিব দূর—
         তার পরে ছুটি নিব।
- পুরস্কার, ভানুসিংহ
১৭|  ১২ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:০০
১২ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:০০
অন্য কথা বলেছেন: এজন্য একদিন ছুটি নিতে হবে, ভাবনাহীন নির্ভেজাল ছুটি।
- বিয়ার আগো বাপের হোডেলো এরাম ছুডি ব্যাপুক কাডাইছি। এহনের হোডেলোর মালিকান বড়ুই করা। ছুডি নাই   
 
  ১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:১৬
১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ আপনার ছুটি নাই তাতে কী? আপনার পুত্র যাতে তার বাবার মতো বিয়ার আগে তামাম ছুটি কাটিয়ে নিতে পারে, সেই সুবন্দোবস্ত করে দিতে একচুল কার্পণ্য করবেন না আশা করি 
ধন্যবাদ অন্য কথা, অনেকদিন পর দেখা হলো। আশা করি ভালো ছিলেন। শুভ কামনা।
১৮|  ১২ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:৩৩
১২ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:৩৩
মেহেরুন বলেছেন:  ১৩ তম ভালো লাগা রইলো ভাইয়া। চমৎকার লাগলো। +++++
ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। 
  ১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:১৮
১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু। কবিতা চমৎকার লাগলো জেনে খুব খুশি লাগছে।
শুভেচ্ছা থাকলো।
১৯|  ১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ১২:৪৬
১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ১২:৪৬
একজন আরমান বলেছেন: 
ছুটি বেশি ভালো লেগেছে।
চলো, ছুটি নিই আজই।  
 
  ১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:১৯
১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কত দিনের ছুটি কাটালেন? চাকরি জীবনের প্রথম ছুটি!!!! 
ধন্যবাদ আরমান ভাই। ভালো থাকবেন।
২০|  ১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:০১
১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:০১
বোকামন বলেছেন: 
মাঝে মাঝে সংসার থেকে ছুটি নিতে হবে 
ছুটি নিয়ে যাবো কোথায় ! তামাম দুনিয়াইতো আমার সংসার ....।
পৃথিবীর কোন এক চূড়ার অক্সিজেন তালুবন্দি করে উপলব্ধি করেছিলাম।।
  ১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:৩৪
১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
তামাম দুনিয়াইতো আমার সংসার ....। হুম, ব্যাপারটা সঠিক। তবে, শুধু কি বড় ছেলের ঘরে বেড়ালেই হবে? অন্যান্য ছেলেদের ঘরে, মেয়েদের বাড়িতে বেড়াতে হবে না?   
  
সব বেড়ানোর শেষে একটা নির্জন মাঠের মাঝখানে ঘাসের উপর হাত-পা ছড়িয়ে চিৎ হয়ে শুয়ে পড়ুন, আয়েশ করে চোখ বুজুন, তারপর নীরবে কথা বলুন, কেবল নিজের সাথে 
ধন্যবাদ বোকামন পাঠ ও মন্তব্যের জন্য। ভালো থাকুন। 
২১|  ১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:০৮
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:০৮
একজন আরমান বলেছেন: 
মোট ছয় দিন। তবে আসতে যেতেই দুদিন শেষ। তবুও খারাপ না। নতুন অভিজ্ঞতা।  
 
  ১৩ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:২৩
১৩ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৬ দিন ছুটির ২ দিনই খেয়ে ফেললো জার্নি !!!!  
   ঢাকা শহর থেকে অনেক দূরে নাকি?  নাকি যাচ্ছেন বরিশালে
  ঢাকা শহর থেকে অনেক দূরে নাকি?  নাকি যাচ্ছেন বরিশালে  
  
ছুটির মজা বোঝেন কেবল চাকরিজীবীরা  
 
ছুটি শেষে ঈদোত্তর কর্মদিবস নবোদ্যমে শুরু করেছেন নিশ্চয়ই; প্রথম দু-একটা দিন ছুটির নস্টালজিয়া, প্রিয়জনকে ফেলে আসার বিরহ (!), ঝিমুনিতেও কাটবে হয়তো  এটাও আরেক আনন্দ
 এটাও আরেক আনন্দ 
ভালো থাকুন আরমান ভাই।
২২|  ১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:১৪
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:১৪
বোকামন বলেছেন: 
প্রিয় লেখক,
মন্তব্যে ‘লিখতে’ ভুলে গিয়েছিলুম- আপনার কবিতাটি খুব ভালো লেগেছে।।
মাঝে মাঝে ছুটি নিতে হবে, ...... তোমার অমৃতের চেয়ে
আর কিছু আরাধনা নেই 
....সংগ্রহে রেখে দিলুম  :-)
ভালো থাকুন অনেক।।
  ১৩ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:২৭
১৩ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় বোকামন, পুনর্বার এসে ‘লিখে’ আপনার ভালো লাগার কথা জানানোর জন্য ধন্যবাদ। উদ্ধৃত অংশটি আমার নিজের কাছেও খুব ভালো লাগে-
মাঝে মাঝে ছুটি নিতে হবে, ...... তোমার অমৃতের চেয়ে
আর কিছু আরাধনা নেই 
ভালো থাকুন। শুভেচ্ছা।
২৩|  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ৮:১১
১২ ই আগস্ট, ২০১৩  রাত ৮:১১
অপর্ণা মম্ময় বলেছেন: আমার এবার ঈদের ছুটি ১০ দিন !!! 
" চলো, কিছুদিন ছুটি নিই।  " --- এই লাইনটা খুব মনে ধরল ! অনেক ছোটাছুটির পর একটু ছুটির পরশ অনেক প্রশান্তি দেয়। কবিতায় প্লাস । 
  ১৩ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:৩৩
১৩ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১০ দিন তো বিরাট লম্বা ছুটি  এমন ছুটি যাঁর কপালে জোটে, তাঁর সাথে কপাল বদলাতে হয় দেখি
 এমন ছুটি যাঁর কপালে জোটে, তাঁর সাথে কপাল বদলাতে হয় দেখি  অনেক ছোটাছুটির পর একটু ছুটির পরশ অনেক প্রশান্তি দেয়। খুব খাঁটি কথা বলেছেন।
 অনেক ছোটাছুটির পর একটু ছুটির পরশ অনেক প্রশান্তি দেয়। খুব খাঁটি কথা বলেছেন।
মাঝে মাঝে সংসার থেকে ছুটি নিতে হবে
সন্ততির কোলাহল-মধুর সান্নিধ্য ছেড়ে বেরিয়ে পড়তে হবে
বর্তমানের খোলস ছিঁড়ে উদ্দাম অষ্টাদশে ফিরে যেতে হবে
ভালো থাকুন আপু। শুভেচ্ছা।
২৪|  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৩৬
১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৩৬
রেজোওয়ানা বলেছেন: এখন এসব করতে গেলে হাড় মটমট করবে 
  ১৩ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:৪৪
১৩ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
সবুজ পেয়ারাগাছে যে যুবতী এ-ডাল ও-ডাল ছুটে বেড়াচ্ছে, লাল রঙের
ওড়না পেঁচিয়ে কোমরে, সোনালি চরণে রুপোর পায়েল,
চিকন আগডালে ঝুঁলে পড়ে তুলে আনছে পক্ব পেয়ারা, মুখভর্তি রস-
কারণে অথবা অকারণে হেসে গড়িয়ে পড়ে বান্ধবীদের গায়;
আমার বাসায় এমন একজন আছেন, যিনি এখনো শাখা-মৃগিনীর সবটুকু বৈশিষ্ট্য ধরে রেখেছেন  পেয়ারা, জাম্বুরা, জামগাছ তার কাছে নস্যি
 পেয়ারা, জাম্বুরা, জামগাছ তার কাছে নস্যি  তাঁদের বাড়িতে এক সুবিশাল ‘তেঁতুলগাছ’ আছে
 তাঁদের বাড়িতে এক সুবিশাল ‘তেঁতুলগাছ’ আছে  তিনি বলেন, আমরা কোনোদিন গাছের তলায় ঝরে পড়া তেঁতুল খাই নি, লবণ-মরিচসহ সব বান্ধবী একসাথে গাছে চড়তাম, মগডালে বসে তেঁতুল পেড়ে খেতাম
 তিনি বলেন, আমরা কোনোদিন গাছের তলায় ঝরে পড়া তেঁতুল খাই নি, লবণ-মরিচসহ সব বান্ধবী একসাথে গাছে চড়তাম, মগডালে বসে তেঁতুল পেড়ে খেতাম  গাছের তেঁতুলের মজাই আলাদা
 গাছের তেঁতুলের মজাই আলাদা 
তাই বলি, এখন যৌবন যার গাছে উঠবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার গাছ থেকে পড়ে তার হাত-পা ভাঙবার শ্রেষ্ঠ সময়  
  
শুভেচ্ছা নিন আপু।
২৫|  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ২:৪৪
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ২:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার! দেরীতে পড়লাম! আপনার জন্য ও ঈদোত্তর শুভেচ্ছা!!
  ১৩ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:৪৮
১৩ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অভি ভাই। দেরিতে নয়, সময়মতোই পড়েছেন। পোস্ট পড়ার আবার ‘আগে-পরে’ সময় কী?
ভালো থাকুন।
২৬|  ১৩ ই আগস্ট, ২০১৩  দুপুর ১২:১৪
১৩ ই আগস্ট, ২০১৩  দুপুর ১২:১৪
অনাহূত বলেছেন: কি পড়লাম!
পুরোটা জুড়ে মুগ্ধতা। কি সুন্দর প্রেমের গল্প অবলীলায় বলে গেছেন এই কবিতায়। অনেক প্রিয় একটা কবিতা হয়ে গেলো। প্রিয়তে। দারুণ লিখেছেন খলিল ভাই। মনেহচ্ছিল, এ কবির নিজস্ব অতীত।
  ১৩ ই আগস্ট, ২০১৩  দুপুর ১:৫১
১৩ ই আগস্ট, ২০১৩  দুপুর ১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহ্, আপনার মন্তব্য পড়ে মনটা হঠাৎ করে ভালো হয়ে গেলো। এতক্ষণ মেজাজ সপ্তমে ছিল  
 
মনে হচ্ছিল, এ কবির নিজস্ব অতীত।   
   বর্তমানের খোলস ছিঁড়ে উদ্দাম অষ্টাদশে ফিরে গিয়ে দেখুন, কী উন্মাতাল দিন ছিল সে-সময়ে। মাঝে মাঝে সেখানে যাওয়া যায় না! একদিন সংসারের সবকিছু ভুলে গিয়ে বুড়ো আর বুড়ি হঠাৎ যৌবনের তুফানে ফিরে গেলো। সন্ততিদের জন্য দুশ্চিন্তা একটা বড় অন্তরায় হয়ে উঠতে পারে এ অভিসারে। ভুলে যান, তারাও এখন অস্থির তারুণ্যে টগবগিয়ে ফুটছে, তারা জানে তাদের গন্তব্য কোথায়। তারা নিজেরাই এখন নিজের জন্য সবচেয়ে বড় অভিভাবক।
 বর্তমানের খোলস ছিঁড়ে উদ্দাম অষ্টাদশে ফিরে গিয়ে দেখুন, কী উন্মাতাল দিন ছিল সে-সময়ে। মাঝে মাঝে সেখানে যাওয়া যায় না! একদিন সংসারের সবকিছু ভুলে গিয়ে বুড়ো আর বুড়ি হঠাৎ যৌবনের তুফানে ফিরে গেলো। সন্ততিদের জন্য দুশ্চিন্তা একটা বড় অন্তরায় হয়ে উঠতে পারে এ অভিসারে। ভুলে যান, তারাও এখন অস্থির তারুণ্যে টগবগিয়ে ফুটছে, তারা জানে তাদের গন্তব্য কোথায়। তারা নিজেরাই এখন নিজের জন্য সবচেয়ে বড় অভিভাবক।
নিজেকে নতুন করে পেতে হলে সংসারের সমস্ত ঝামেলাকে পাশ কাটিয়ে মাঝে মাঝে ছুটি নিতে হবে। সেই ছুটি জীবনে সজীবতা দিবে, আবারও সময় চাঙ্গা হয়ে উঠবে।
ভালো থাকুন অনাহুত। শুভেচ্ছা।
২৭|  ১৩ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:৪৪
১৩ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:৪৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভয়াবহ। 
ছুটি কবিতাটা অনেকদিন মনে থাকবে,আবার এই পোস্টে আনবে।  
  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ৮:০৪
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ৮:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এক শক্তিধর কবির এমন কমেন্টে আপ্লুত না হয়ে উপায় নেই। অনেক ধন্যবাদ নাহোল ভাই। শুভেচ্ছা।
২৮|  ১৩ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৬
১৩ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৬
সায়েদা সোহেলী বলেছেন:   আর ছুটি! ! 
গেরস্ত র কি আর গেরস্থালির হাড়মাংস ছেড়ে ছুটির অবকাশ থাকে! ! 
সে বাসনাই যে  বিলাসিতা  ।ভাটিমাইন যান আর হিমালয়ের চূড়ায় ,গেরস্থালি র মায়ার ভার সাথে নিয়েই উঠতে হবে খলিল ভাই ,ছাড়াছারি নাই ।এ এক আজন্ম অদৃশ্য মাকড়শা জাল ,, ,,, , , ,
 ।ভাটিমাইন যান আর হিমালয়ের চূড়ায় ,গেরস্থালি র মায়ার ভার সাথে নিয়েই উঠতে হবে খলিল ভাই ,ছাড়াছারি নাই ।এ এক আজন্ম অদৃশ্য মাকড়শা জাল ,, ,,, , , , 
 যান আর কেউ আপনাদের ছুটি না দিলেও আমি দিয়ে দিলাম ,, ল কে লইয়া খ এর লুকিয়ে ছিনেমা দেখার দুটি টিকিট স্পন্সর করিতেও পারি যদি উত্তম সুচিত্রার কোন শো কোথাও চলে   
   
  
 কবিতায় প্লাস 
ঈদ মোবারক 
  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১১:০৬
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১১:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ খুব মজার কমেন্ট  
  কেবলই হাসছি আর হাসছি
 কেবলই হাসছি আর হাসছি   
   
   
   
   
   
   
   
   
   
   
 
দুটি টিকিট স্পন্সড় করবেন এ কথা শুনে তো এখন লাফাতে ইচ্ছে করছে  
 
যারা আমার আগের গল্পটা পড়েছেন তারা এখানে ‘ল‘ অক্ষরটা দেখে নতুন করে রহস্য উদঘাটনের জন্য তৎপর হতে পারেন, যদিও আদতে কোনো রহস্য নেই  
  
কবিতায় প্লাসের জন্য ধন্যবাদ। টিকিট পাওয়ার পর আরেকবার  
 
শুভ কামনা আপু।
২৯|  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ৮:০৩
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ৮:০৩
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আহ ছুটি । কি মধুর দুটি শব্দ ।
  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১১:০৮
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহ ছুটি - হ্যাঁ, এখানে তো দুটি শব্দই  
   শুধু ‘ছুটি‘ বললে একটা শব্দ হতো
 শুধু ‘ছুটি‘ বললে একটা শব্দ হতো 
ধন্যবাদ।
৩০|  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১১:১৫
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১১:১৫
ফালতু বালক বলেছেন: ছুটি..............বড়ই লোভনীয় শব্দ  
 
কবিতাটা দারুন হইছে, সোনাবীজ ভাই।
  ১৪ ই আগস্ট, ২০১৩  দুপুর ১২:২১
১৪ ই আগস্ট, ২০১৩  দুপুর ১২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটা দারুণ হয়েছে জেনে খুশি হচ্ছি সুবোধ বালক। ধন্যবাদ পড়ার জন্য।
৩১|  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১১:২৬
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১১:২৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
ঈদ শুভেচ্ছা।
বিলম্বে উইশের মতই উৎসব আনন্দ দীর্ঘ হোক। 
  ১৪ ই আগস্ট, ২০১৩  দুপুর ১২:২৩
১৪ ই আগস্ট, ২০১৩  দুপুর ১২:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উইশ করার জন্য অনেক ধন্যবাদ আশরাফুল ভাই। ভালো থাকুন।
৩২|  ১৭ ই আগস্ট, ২০১৩  দুপুর ১২:৫০
১৭ ই আগস্ট, ২০১৩  দুপুর ১২:৫০
রোমেন রুমি বলেছেন: সদ্য প্রেমে পড়া যুগলের মতো একদিন ছুটে যাবো শালবন বিহার, যমুনার চর,
আনন্দ রাজার দিঘি, ধনবাড়ির পুরোনো জমিদার বাড়ি। 
একদিন ভোরে রিভার ভিউ’র ভেজা বালুতে খালি পায়ে হাঁটবো। বেড়ালের লোমের
মতো শাদা ও নরম থোকা থোকা কাশফুল, স্নিগ্ধ মনোরম- তোমার গাল ছুঁয়ে দেবো, 
আর চোরা চোখে চারদিক পরখ করে বার বার ‘অসভ্য’ হবো
মাঝে মাঝে ছুটি নিতে হবে, ভুলে যেতে হবে আমাদের বয়স বেড়েছে
প্রতি ৫ মিনিটে মিস্ড কল না পেলে বাঘিনীর মতো হিংস্র হয়ে উঠবে
ডেটিং প্লেসে পৌঁছবো না, কিংবা পৌঁছবো ঠিক ঠিক একবেলা দেরি করে
আর তুমি ভয়ানক ফণা তুলে বিড়ায় বসে ফুঁসতে থাকবে
গভীর ভিড়ের মধ্যেও মওকা খুঁজবো, রিকশাতে হুড ফেলে দেবো, 
একটু অন্ধকার পেলেই যত্তসব ‘অসভ্যতা’- তুমি সবেগে
হাত ফিরিয়ে দাও- অথচ মনে মনে জোর করো!
আমরা লঞ্চের রেলিঙে বসে ঝালমুড়ি খাবো- বান্দুরা-কলাকোপা-ইছামতির ঢেউ
আমরা ভুলে যাবো মর্ত্য অথবা অমরাবতীর কথা- তোমার অমৃতের চেয়ে
আর কিছু আরাধনা নেই
 
মুগ্ধতা ! 
  ১৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৪:৩৯
১৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৪:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে-কোনো উদ্ধৃতিই নতুন ব্যঞ্জনা সৃষ্টি করে। ভালো লাগে। 
অনেক ধন্যবাদ রোমেন রুমি ভাই।
৩৩|  ১৮ ই আগস্ট, ২০১৩  ভোর ৪:৩৫
১৮ ই আগস্ট, ২০১৩  ভোর ৪:৩৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মাঝে মাঝে ছুটি নিতে হবে, ভুলে যেতে হবে আমাদের বয়স বেড়েছ.......। যথার্থ বলেছেন। জীবন যেন শুধু চাওয়া পাওয়ায় যান্ত্রিকতায় না থেমে থাকে। শুভকামনা।
  ১৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৪:৪৯
১৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৪:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা।
৩৪|  ১৮ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:৩৪
১৮ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:৩৪
অদৃশ্য বলেছেন: 
কবি
খুব ভালো লাগলো আমাকে... মনের ইচ্ছেগুলো যেন দানা বাধতে শুরু করেছে... 
খুব ইচ্ছে করছে কোথাও যেতে...কোন এক সময়ে যেতে...
কালাপাহাড় নামটিতে মনে পড়ে গেলো... কুলাউড়ার রাঙিছড়া চা বাগান থেকে গাছপাহাড়ের ফাঁক গলে এক বিশাল পাহাড় দেখা যায়... যা কিনা দূর থেকে কিছুটা নীলাভ... স্থানীয় লোকেরা একে কালাপাহাড় বলে থাকে
আমরা ক'জন সেই পাহাড়ের পাদদেশে যাবার জন্য যাত্রা করি কিন্তু সকাল থেকে বিকেল অবধি পাহাড়, ছরা ও বনের মধ্য দিয়ে হাটার পরো দেখি সেই পাহাড় ততোটাই দূরে... বাধ্য হয়ে ফিরে এসেছিলাম...
আসলে আমাদের আরম্ভ থেকে ওই পাহাড় ছিলো কমপক্ষে দু'দিনের পথ... কিন্তু সঠিক তথ্য আমাদের কেউ দিয়েছিলোনা... তবুও সেই ভ্রমণটা ছিলো সত্যই অসাধারণ... শুধুই অসাধারণ
শুভকামনা... 
  ১৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৫:০৪
১৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৫:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
কবি,
আপনার কমেন্টে বাড়তি কিছু থাকবেই, যা আরেকটা আকর্ষণ সৃষ্টি করে। আপনার কালাপাহাড় দেখার অভিজ্ঞতার বর্ণনা তেমনি মূল্যবান প্রাপ্তি। ভ্রমণটা কিন্তু বিপদাপন্ন হতে পারতো। আমরা একবার পথ হারিয়ে ফেলেছিলাম পাহাড়ি রাস্তায়। কালাপাহাড় রেঞ্জের এক চূড়ায় দাড়িয়ে পাশের আরেক চূড়ায় যাব বলে রওনা হলাম সকাল ১০টায়। পাহাড়ের অলিগলির ভেতর দিয়ে যাচ্ছি তো যাচ্ছিই, কিন্তু পথ শেষ হয় না। অনেক কষ্টে সন্ধ্যার পর সেই চূড়ায় গিয়ে পৌঁছতে সক্ষম হয়েছিলাম।
কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
৩৫|  ১৯ শে আগস্ট, ২০১৩  দুপুর ১২:৩০
১৯ শে আগস্ট, ২০১৩  দুপুর ১২:৩০
নাজনীন১ বলেছেন: সেই যে কবে এক ভয়ংকর ছুটি নিলাম, কিছুতেই ফুরাচ্ছে না সেই ছুটি! 
  ১৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৫:০৮
১৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৫:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চাকরি থেকে অবসর নিলেন নাকি?   
   কবে?
 কবে?
অনেকদিন পর আপনাকে দেখলাম আপু। আশা করি ভালো ছিলেন/আছেন।
শুভ কামনা।
৩৬|  ২৬ শে আগস্ট, ২০১৩  সকাল ১০:০৯
২৬ শে আগস্ট, ২০১৩  সকাল ১০:০৯
আরজু পনি  বলেছেন: 
গতকাল সমুদ্রকন্যার এক কবিতা পড়ে আজকে আপনার এই লেখা পড়ে আমার বড্ড পদ্য লিখতে মন চাইছে !
কিন্তু মন চাইলেই তো হবে না ...মনের ভেতর ভাব, কথা আসতে হবে...আমার তো আসে না 
আপনাকে আগামী ঈদের অগ্রীম শুভেচ্ছা  
------------
আর ফেবুর সেই বিতর্কিত স্ট্যাটাস দেখার পর থেকে পাহারায় রাখছি আপনাকে ....   
 
  ৩১ শে আগস্ট, ২০১৩  রাত ১১:৫৪
৩১ শে আগস্ট, ২০১৩  রাত ১১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ২০১৫‘র ইদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপু 
আচ্ছা, পদ্য লেখা তো খুব সহজ কাজ; লিখে ফেলুন। আপনার পদ্য পড়ার জন্য অধীর অপেক্ষায় থাকলাম।
--------------------------------
পাহারাকাল শেষ 
৩৭|  ০২ রা সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৭:৩৯
০২ রা সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৭:৩৯
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: ভার্টিক্যাল ল্যান্ডিং করেছিলেন কিভাবে ?
  ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৫৮
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যদি ব্যাপারটা ধরে থাকেন, তবে ঘটেছে ওভাবেই  ধন্যবাদ।
 ধন্যবাদ।
৩৮|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৩০
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৩০
ডট কম ০০৯ বলেছেন: ছুটি নিতে চাইলেও ছুটি পাইনে।
  ১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ১২:৫৩
১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ১২:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  
  
৩৯|  ১৭ ই নভেম্বর, ২০১৩  সকাল ১১:২৩
১৭ ই নভেম্বর, ২০১৩  সকাল ১১:২৩
মহামহোপাধ্যায় বলেছেন: ইস !! কিভাবে যে পারেন ভাইয়া আপনি?? ইদানিং প্রায়ই ঈর্ষা হয় আপনাকে, আমি কেন পারিনা !! এত্তো চমৎকার করে লিখেছেন, মনে হল নিজের চোখেই দেখলাম পুরোটা !! আর ছুটি নিতে চাওয়ার যে আকুতি !! খুব ভালো লেগেছে।
প্লাস দিয়ে প্রিয়তে নিয়ে গেলাম 
  ২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ১১:৪১
২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ১১:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।
৪০|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ২:১২
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ২:১২
জোবায়েদ-অর-রশিদ বলেছেন:  
আপনার একটি ‘লিখা’ পড়ার ইচ্ছায়, আপনার ব্লগ বাড়িতে আসা। কিছুক্ষণ খুঁজে এই লিখাটিতে চোখ পড়লো ! লিখাটি বেশ ভালো লাগলো। 
মাঝে মাঝে ছুটি নিতে হবে। কিন্তু এই সাংসারিক সজীবতা থেকে ছুটি নেওয়ার কী প্রয়োজন ! ক্ষুদ্র ছাপরাঘরে আভিমুখ্যই থাকুক...
আপনি ভালো লিখেন। সুলেখক !
সুন্দর থাকুন। সুন্দর লিখুন। শুভ কামনা।
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ১০:৪২
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ১০:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এই পুরোনো লেখাটি পড়ার জন্য। ভালো থাকুন জোবায়ের ভাই।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:২৩
১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:২৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমার বিশাল ব্যাপক বিকট ছুটি চলছে