নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুমি আমাকে বোঝো না মূলত দুটি কারণে:
এক. সবটুকুই বুঝবে এ ভাষায় বলার ক্ষমতা আমার নেই
দুই. তোমারও একটা সীমাবদ্ধতা রয়েছে বৈকি
কাকের ভাষা স্বয়ং কাকই বোঝে না- কারণ, সে ভাষা দুর্বোধ্য
অথচ কোকিলের গানে কাকের মনও নেচে ওঠে
মিষ্টতা বা মাধুর্য একটা সর্বজনীন ভাষার নাম
সব কথার মানে খোঁজো না। কিছু কথা বলার জন্য বলি,
মুখ ফস্কেও কখনও বা;
সব কথাতেই কিছু না কিছু শেখা যায়- চাই শুধু অটল অন্বেষা
প্লবঙ্গকে মাথায় তোলো না - তার প্রজ্ঞাস্তর ঋষভতুল্য
নির্বোধকে জ্ঞানীর চেয়েও উচ্চাসনে বসায় মূর্খেরা
মূর্খেরা মূর্খতার অর্থ জানে না
প্রশংসা আর তৈলমর্দনের মধ্যে পার্থক্য বুঝতে শেখো
আর তৈলমর্দন যদি করতেই হয়, যিনি মর্দনযোগ্য তাঁকেই করো
অন্যথায় অচিরেই নিজেকে খুব হাস্যকর করে তুলবে
নির্বীজ রাসভেরও জিজীবিষা তীব্র হয়েছে
ঋতম্ভর শব্দভুকেরা বিশংসায় তূষ্ণীম্ভূত
আমি আমার মতো করে বলে দিয়েছি
তুমি তোমার মতো করেই বুঝে নাও
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আশরাফুল ইসলাম ভাই
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
প্লবঙ্গকে মাথায় তোলো না - তার প্রজ্ঞাস্তর ঋষভতুল্য
নির্বোধকে জ্ঞানীর চেয়েও উচ্চাসনে বসায় মূর্খেরা
মূর্খেরা মূর্খতার অর্থ জানে না
দুর্দান্ত +++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাণ্ডারি শুভ কামনা।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: আমি আমার মতো করে বলে দিয়েছি
তুমি তোমার মতো করেই বুঝে নাও
পরিস্কার ! নাইলে মুড়ি খাও !
ভালো লেগেছে ভাইয়া !
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পরিষ্কার! নাইলে মুড়ি খাও! ভালো একটা কথা শিখলাম তো এতোদিন তো কাজ না থাকলে খইয়ের ধান বাছতাম আজ থেকে তাহলে ওটাও করা যাবে নে
ধন্যবাদ অভি ভাই।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার!!!
++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন। শুভেচ্ছা।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭
রাইসুল নয়ন বলেছেন: মূর্খেরা মূর্খতার অর্থ জানে না
প্রশংসা আর তৈলমর্দনের মধ্যে পার্থক্য বুঝতে শেখো
রাইসুল নয়ন এর জ্ঞান বেড়েছে,সে শ্রদ্ধেয় ধুলোবালিছাই সাহেবের কবিতার কিয়দাংশের খানিকটা বুঝেছে!!!
প্রশংসা বিধাতাও ভালোবাসে,আর তেল আমাদের দেশে নেই,আমদানি করতে হয়,ব্যবহারে যত্নবান হওয়াই ভাল।।
ভালো থাকুন ভাইয়া।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হা: হা: হা: আপনার জ্ঞান অবশ্যই ধুলোবালিছাইয়ের চেয়ে অনেক গুণ বেশি কবিতার কিয়দংশ হবে কেন, পুরোটাই বুঝেছেন, আর কবিতা বোঝা যায় না- অমন কবিতা লিখবার সাধ্য আমার কস্মিনকালেও হবে না মনে রাখবেন, দুর্বোধ্য কবিতাই শ্রেষ্ঠ কবিতা
মাঝখানের লাইন কটা পড়ে এখনও হাসছি
আপনিও ভালো থাকুন রাইসুল ভাই।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩০
বোকামন বলেছেন:
গ ভী র !
মান-অভিমানের ভাষায় নির্ভেজাল ক্ষিপ্ত ভাব ...
প্রিয় কবির জন্য শুভকামনা রইলো :-)
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় বোকামন,
প্রতিটা কবিতার পেছনেই দহন ও দংশন থাকে। থাকে মান-অভিমান- বাকবিতণ্ডা। থাকে সুখ অথবা অসুখ। এ লেখাটাও অমনি ভাব থেকে উৎসারিত, আপনি তা সঠিকভাবেই নির্দেশ করেছেন।
প্রিয় বোকামনের জন্যও আমার তরফ থেকে অনেক শুভ কামনা।
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭
আমিনুর রহমান বলেছেন:
অসাধারণ ও অনন্য। ভালো লাগা রইল।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমিনুর ভাই। শুভ কামনা।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১০
মামুন রশিদ বলেছেন: মূর্খেরা মূর্খতার অর্থ জানে না
সত্য উচ্চারণে ধন্যবাদ কবি । কবিতা ভাল লেগেছে সোনাবীজ ভাই
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মূর্খেরা মূর্খতার অর্থ জানে না
অনেক ধন্যবাদ মামুন রশিদ ভাই। ভালো থাকুন।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
সুমন কর বলেছেন: ভালো লাগল।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন কর। শুভেচ্ছা।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১
এহসান সাবির বলেছেন: দারুন কবিতা পড়লাম।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এহসান সাবির। শুভেচ্ছা।
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
রুপ।ই বলেছেন: মজার তো .....শব্দ টা কি জিজীবিষা না জিবমীষা ?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, আরেকটা শব্দ পাওয়া গেলো তাহলে- জিবমীষা। এ শব্দটার অর্থ জানতে খুব ইচ্ছে করছে। প্লিজ জানাবেন। এ লেখার শব্দটা 'জিজীবিষা', যার অর্থ বাঁচবার বাসনা।
ধন্যবাদ রুপ।ই।
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
সকাল রয় বলেছেন:
দুর্দান্ত
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি সকাল রয়। কেমন আছেন?
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আমি আমার মতো করে বলে দিয়েছি
তুমি তোমার মতো করেই বুঝে নাও।
আমিও।
২য়+
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হা: হা: হা: আমি আমার মতো করেই বুঝে নিলাম
ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকুন।
১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
সায়েম মুন বলেছেন: নির্বীজ রাসভেরও জিজীবিষা তীব্র হয়েছে
ঋতম্ভর শব্দভুকেরা বিশংসায় তূষ্ণীম্ভূত
----এ দুটো লাইন তো ভজঘট পাকায় দিলো!
তবে কবিতা বেশ লেগেছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ ভালোই বলেছেন সায়েম ভাই
ধন্যবাদ কবি। ভালো থাকুন।
১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক কিছুই পার্থক্য করতে শিখলাম। তার মধ্যে কাক ও কোকিলের ভাষাগত পার্থক্যে সবচেয়ে মজা পেলাম।
তিন নম্বর লাইক
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা মামুলি পার্থক্যটা অবশ্য আমরা সহজেই ধরতে পারি না
মজা পেয়েছেন জেনে ভালো লাগলো মাঈনউদ্দিন ভাই। শুভ কামনা।
১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
সোনালী ডানার চিল বলেছেন:
শুধুই কবিতা নয়, কবিতারও অধিক কিছু...........
এরকম অনুভূতি নিয়ে আরো একবার পড়ছি!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
শুধুই কবিতা নয়, কবিতারও অধিক কিছু........... এমন উদার ও মহৎ কমেন্ট এ পোস্টের জন্য বিরাট প্রাপ্তি। অনেক ধন্যবাদ এবং শুভ কামনা সোনালী ডানার চিল।
১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া!!
রাগ রাগ কবিতা!!!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এতো হাসলে তো মরে যাবো নে
রাগ বা ক্ষোভও আবেগের অংশ। কবিতার অপর নাম আবেগ। আবেগের অপর নাম কবিতাই
শুভেচ্ছা।
১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবিতায় কবিতায় উপদেশ দিলেন মনে হলো !
ভালো লাগছে ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতায় কবিতায় উপদেশ- হাহাহা- কথাটা মন্দ বলেন নি তবে উপদেশটা কাকে দেয়া হলো সেটাই ভাববার বিষয় কখনো কখনো নিজের সাথেও কথা বলা যায়, নিজেকেও সাবধান করা যায়। অথবা, হতে পারে কোনো আরাধ্য নারীকে বলছি এ কথাগুলো। আর আমার যদি কোনো শিষ্য থাকতো, তাঁরা ভাবতেন এগুলো তাঁদের উদ্দেশে কিন্তু আমি পীর নই
ভালো লেগেছে জেনে খুশি হলাম মাননীয় মন্ত্রী মহোদয়। অনেক ধন্যবাদ।
১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
একজন আরমান বলেছেন:
প্লবঙ্গ, প্রজ্ঞাস্তর আর ঋষভতুল্য এর সমার্থক অর্থ বলেন কয়েকটা। আমি মূর্খ, তাই অর্থ বুঝতে অপারগ।
বাকি লাইনগুলি পড়ে মনে হয়েছে কঠিন কিছু কথা সহজ করে প্রিয়তমাকে বলা হয়েছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ ভালোই বললেন আরমান ভাই
সদাশয় শাখামৃগকে ভালোবেসে প্লবঙ্গ ডেকেছি আর ‘ষাঁড়কে’ ‘আবাল’ না ডেকে সম্মানার্থে ‘ঋষভ’ সম্বোধন করলাম প্রজ্ঞাস্তর শব্দটা আসলে ‘প্রজ্ঞা-স্তর’, মাঝখানে একটা হাইফেনের অভাবে অর্থ-বিভ্রাট ঘটেছে
বাকি কথাগুলো ঠিকই বলেছেন।
গ্রামের মোড়ল একদিন কী করলো, একটা গবেট ধরনের লোককে কয়েক জন শিক্ষিত ছেলের সামনে তার বুদ্ধিমত্তার প্রশংসায় মুখে খই ফোটালেন। আপনি যদি সেই শিক্ষিত ও ভদ্রোচিত যুবকের একজন হয়ে থাকেন, আপনার কেমন লাগবে? ক্লাসের মিস কী করলো, ক্লাসের অন্যতম দুর্বল ছাত্রের হোম ওয়ার্কের খাতাটা সবাইকে দেখিয়ে বললো, দেখো দেখো- ফারিহান কতো সুন্দর লিখেছে! ছেলেরা অবাক হয়ে দেখলো, ফারিহানের খাতা ভর্তি কাকের ঠ্যাং আর বকের ঠ্যাঙে ভর্তি এ কাজগুলোকে ‘উৎসাহ’ প্রদান বলা যায় না। তাহলে গাঁয়ের শিক্ষিত ও ভ্দ্র ছেলেগুলো, এবং ক্লাসের মেধাবী ছাত্রগুলো তাদের ব্যাপারে কোনো ‘প্রশংসা’ না পেয়ে উৎসাহ হারিয়ে ফেলবে। আর গবেটরাও অতি আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলে সামগ্রিক মান উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
ভালোদেরকে উৎসাহিত করতে হবে প্রাপ্য প্রশংসা দিয়ে। যারা মাঝারি সারিতে আছে, তাদেরকেও উৎসাহিত করতে হবে। যারা পেছনে পড়ে আছে তাদেরকে উৎসাহিত করার সাথে সাথে তাদের ভুলগুলোও ধরিয়ে দিতে হবে।
আরমান ভাই, এবার বলুন, চাকরির খবর কী? টাঙ্গাইলে কবে আসা হচ্ছে?
ধন্যবাদ এবং শুভ কামনা।
২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জিজীবিষা, তূষ্ণীম্ভূত এই শব্দ দুইটার মানে জানি না। ব্লগের দুইজন কবিকে আমি তেল দিতে চাই, কারন এই দুইজন থেকে সবচে বেশি শিখছি।
আমি আমার মতো করে বলে দিয়েছি
তুমি তোমার মতো করেই বুঝে নাও
ভালো থাকবেন সোনাভাই।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি তেল দিতে চাই। কয়েক ড্রাম ভর্তি করে রেডি হলাম। চলুন, কাকে দেয়া যায় দেখি
জিজীবিষা শব্দের অর্থ হলো বেঁচে থাকবার সাধ। রবিকাকা থেকে শুরু করে নিঃস্ব ধুলোবালিছাইয়েরও এ সাধখানি ছিল ও আছে তূষ্ণীম্ভূট শব্দের অর্থ নির্বাক, কিন্তু এখানে হতবাক হয়ে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে।
ধন্যবাদ আলাউদ্দিন ভাই। ভালো থাকুন।
২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সোনাভাই, নিজেকে ধুলোবালি বলেন আর ছাই আমরা তো জানি আপনি কী।
আচ্ছা, আসছে শীতে আসছি। শীতে তেল ব্যাপারটা খারাপ হবে না।
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মহৎ লোকেরা সবাইকে নিজেদের মতোই মহৎ ভাবেন। আপনার মাহাত্ম্যের প্রতি অজস্র শ্রদ্ধা থাকলো আলাউদ্দিন ভাই।
শীতে আসুন। গৃহিণীকে পিঠার চাল ভিজাতে বললুম
ভালো থাকুন।
২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০
শাহেদ খান বলেছেন: "প্রশংসা আর তৈলমর্দনের মধ্যে পার্থক্য বুঝতে শেখো"
ঝাঁঝালো ভাষায়, উদাহরণে-উপমায় যেন একটা সতর্কতা-বিজ্ঞপ্তি দিয়ে গেলেন !
তবে স্পষ্ট করে বলা কথাগুলো ভাল লাগল। সবার মানসিকতায় পরিচ্ছন্নতা একান্ত কাম্য।
শুভকামনা, কবি।
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ঝাঁঝালো ভাষায়, উদাহরণে-উপমায় যেন একটা সতর্কতা-বিজ্ঞপ্তি দিয়ে গেলেন! দারুণ একটা কথা বললেন শাহেদ ভাই। কিন্তু কেউ যদি এটাকে ‘সতর্কীকরণ’ হিসাবে ধরে নিয়ে আমার উপর হামলে পড়ে, আমি তো মরে যাবো
সবার মানসিকতায় পরিচ্ছন্নতা একান্ত কাম্য। শতভাগ এবং শতবার সহমত।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
২৩| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:২১
একজন আরমান বলেছেন:
আপনার কমেন্ট আর পড়ে আবার কবিতাটা আবার পড়লাম। এখন মনে হচ্ছে কাউকে খোঁচা দিয়ে লিখেছেন কবিতাটা। আর তাকে অনেক ছোটও করেছেন !
কাহিনী মাথার উপরে দিয়া গেলো। অফিসের কাজের চাপে ব্লগে অনিয়মিত হয়ে পড়েছি কিছুদিন ধরে। মনে হচ্ছে কারো সাথে গণ্ডগোল হয়েছে !
চলেছে জীবন বরাবর। অফিস ছুটিই তো পাই না। আপনি ঢাকা আসলে কল দিয়েন। দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ্
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
খোঁচা???? হায় হায়, এটা কী শোনাচ্ছেন আরমান ভাই? সত্যিই কি খোঁচার মতো শোনাচ্ছে, নাকি আমাকে একটুখানি খোঁচা দিলেন? যাই হোক, খোঁচা যদি হয়েই থাকে, ধরে নিন খোঁচাটা আমার নিজের প্রতিই নিক্ষেপ করেছি হলো তো? যাই, এবার সোনাবীজের মুণ্ডুপাত করে আসি
ঢাকা যেয়ে সরাসরি আপনার অফিসে ঢুকে পড়বো নে তদ্দিন ভালো থাকুন
২৪| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৩৯
মাহমুদ০০৭ বলেছেন: আমি আমার মতো করে বলে দিয়েছি
তুমি তোমার মতো করেই বুঝে নাও
ফাইনাল কথা আসলে এটাই আর এটার উপর কথাও চলে না ।
ভাল থাকুন সুস্থ থাকুন সোনাবিজ ভাই ।
শুভকামনা নিরন্তর ।
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
জি, ওটাই আসল কথা মাহমুদ ভাই। এই পোস্টের জন্য তো এখন ভয়ে আছি- কে আবার কীভাবে এটা বুঝে নেন
আপনিও সুস্থ থাকুন মাহমুদ ভাই। শুভ কামনা।
২৫| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৪০
তওসীফ সাদাত বলেছেন: সব কথাতেই কিছু না কিছু শেখা যায়- চাই শুধু অটল অন্বেষা !!
কথা সত্য !!
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তওসীফ সাদাত। ব্লগে স্বাগতম। শুভ কামনা।
২৬| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার মানে তো আপনার কবিতারই প্রতিশব্দ!
মন্তব্য গুলো পড়ে কিছু প্রশ্নের জবাব পেয়ে গেলাম। অনেক ভালো লাগল ভাই।
আশা করি আপনার পরিবারের সবাই সুস্থ আছে।
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাদিদ ভাই। পরিবারের সবাই এখন আল্লাহর রহমতে সুস্থ। কিছুদিন আগে বড় ছেলে ডেঙ্গু-আক্রান্ত হয়েছিল। এখন ভালো আছে।
ভালো থাকুন জাদিদ ভাই।
২৭| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৮
ডট কম ০০৯ বলেছেন: নির্বীজ রাসভেরও জিজীবিষা তীব্র হয়েছে
ঋতম্ভর শব্দভুকেরা বিশংসায় তূষ্ণীম্ভূ
ভাইঙ্গা বলেন এই দুই লাইন বুঝি নাই।
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাইঙ্গা বলার কী আছে? ভাইঙ্গাই বলা হয়েছে এর চেয়ে বেশি ভাঙতে গেলে তো আবার সবটুকু রস শুকিয়ে যাবে ১৯ নম্বর কমেন্টে আরমান ভাইকে যা বলেছি, এ দু লাইনের ভাঙ্গা অংশ ওরকম হতে পারে
আশা করি ভালো আছেন। অনেক দিন পর, অনিয়মিতভাবে হলেও ব্লগে আপনাকে দেখতে পাচ্ছি। ভালো লক্ষণ
ভালো থাকুন তাহলে, সবসময়।
২৮| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩
মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো ভাইয়া। ছোটবেলায় পড়া উপদেশ গুলোর কথা মন পড়ে গেলো।
এক. সবটুকুই বুঝবে এ ভাষায় বলার ক্ষমতা আমার নেই
দুই. তোমারও একটা সীমাবদ্ধতা রয়েছে বৈকি
এই কথাগুলোও ভালো লাগলো খুব।
ইংরেজি ভোকাবিউলারির বাংলা প্রতিশব্দ মনে হয় শব্দভাণ্ডার, ও বস্তুটা ইংরেজিতে আমার নেই এটা জানতাম বাংলায় অবস্থাও যে তথৈবচ এটাও জানা হল
ভালো থাকবেন ভাইয়া। ফেবুতে দেখলাম আপনার ছেলে অসুস্থ, তার সুস্থতা কামনা করছি। শুভকামনা রইল।
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মাঝে মাঝে নিজের মুখোমুখি হতে হয়; নিজেকে নিজের কাছেই জবাবদিহি করতে হয়- যতোসব ভুলভ্রান্তি আর অনিয়মের খতিয়ান দিতে। এ ছাড়া শুদ্ধ হবো কীভাবে? ভাবনাগুলো কখনোবা জট পাকিয়ে যায়- নিজেকেই বুঝতে পারি না, কী চাই বা কোথায় আমার সুখ লুকিয়ে রয়েছে।
শব্দভাণ্ডার আমারও খুব সীমিত রে ভাই
ছেলে ডেঙ্গুতে পড়েছিল। এখন সুস্থ।
ধন্যবাদ মহামহোপাধ্যায়।
২৯| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১১
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: সাতটি ভাব এক শিরোনামে।
নামের মতোই সরল রেখায় আবেষ্টিত।
‘নির্বীজ রাসভেরও জিজীবিষা তীব্র হয়েছে
ঋতম্ভর শব্দভুকেরা বিশংসায় তূষ্ণীম্ভূত’
অনেক ভালো লাগা রইলো।
শুভকামনা নিরন্তর সোনাবীজ।
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমত তোমাকে অভিনন্দন জানাচ্ছি ব্লগে পুনরাগমন উপলক্ষে দ্বিতীয়ত, খুব সময় নিয়ে কম্পোজ করা লাইন দুটো উদ্ধৃত করেছো - সেজন্য। তোআকে গূঢ় রহস্য ফাঁস করে দিই- এ দুটো লাইন লিখতে গিয়ে আমাকে অনেক কাটাছেঁড়া করতে হয়েছে। প্রথমাবস্থায় এর প্রথম লাইনটা এরকম ছিলঃ
অজঙ্গম কচ্ছপের তীব্র হয় জিগীষা
কিন্তু এ উপমাটি পজিটিভ অর্থ প্রকাশ করে, কারণ প্রচলিত নীতিগল্পে কচ্ছপই জয়লাভ করে, অতএব তার জিগীষা আকাশচুম্বী হওয়াই স্বাভাবিক। কিন্তু আমার দ্বিতীয় লাইনটাকে হাইলাইট করার জন্য প্রথম লাইনটা নেগেটিভ করার প্রয়োজন হয়ে পড়ে গর্দভ-মস্তিষ্করা সমাজে নির্বোধ হিসাবে চিহ্নিত হয়ে থাকে। বীজ হলো সম্ভাবনার প্রতীক, যা থেকে চারাগাছ ও অবশেষে মহীরুহের সৃষ্টি হয়। ‘নির্বীজ’, অর্থাৎ সম্ভাবনা নেই এমন, অর্থাৎ যার মগজ নেই বা বুদ্ধি নেই এমন বাকি অংশের ব্যাপারে উপরে বেশ বলা হয়ে গেছে
তুমিই আমাকে ধরিয়ে দিলে এখানে ৭টি থিম রয়েছে। তুমি অঙ্কে খুব ভালো তো! আমি অবশ্য এতোখানি সূক্ষ্মভাবে গুনতে পারলাম না, অঙ্কে কাঁচা হয়ে গেছি যে
তোমার মন্তব্য মানে বাড়তি কিছু পাওয়া।
তোমাকে অনেক ধন্যবাদ মহিয়সী।
৩০| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৩
ডট কম ০০৯ বলেছেন: ১৯ কমেন্টে তো আবার আউলাইয়া ফেলছেন কে আরমান ভাই কে একজন আরমান।
আপ্নে তো ভাই বিসাল মজার লোক হে।
দাড়ান দেখা হোক।আপ্নারে লাইনে আইনা ফেলব।
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফেইসবুকে আরমান ভাই আর একজন আরমান আমার কাছে রহস্যের আধার মোবাইলে যোগাযোগ হলো কোন্ আরমান ভাইয়ের সাথে তা যদি নিজে ধরা না দেন তাহলে আমার মাথা আর কোনোদিনই ‘আউলা’ থেকে ‘ভাবতি’ হবার সুযোগ দেখি না ঘটনা এখানেই শেষ নয়, আমি আপনাকে গুলিয়ে ফেলছি দ্য ফ্লাইং ডাচম্যানের সাথে কেন যে এরকম হচ্ছে, তা জানার জন্য ‘ডাক্তারের’ শরণাপন্ন হওয়া ছাড়া গতি দেখি না
দাঁড়ান, দেখা হোক। আপনার ডাক্তারিতে যদি সোজা কিছুটা হতে পারি
৩১| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৪
অদৃশ্য বলেছেন:
কবি
অত্যন্ত চমৎকার লিখা... কিছু শব্দের সাথে ধাক্কা খেয়ে পল্টি খাবার যোগাড় হলেও শেষমেশ আপনিই আবার হাত বাড়িয়ে বাঁচিয়ে দিলেন... শব্দার্থ জেনে নিয়ে পূনরায় পাঠের পর তৃপ্তির মাত্রা বাড়লো...
পুরনো মন্তব্যের জবাবে খুশি হয়েছি... শুনলাম আপনার ছেলে নাকি অসুস্থ, আশাকরছি ভালো আছে এখন...
শুভকামনা...
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
পুনরায় পাঠের পর তৃপ্তির মাত্রা বাড়লো... খুব ভালো লাগলো জেনে এ ব্যাপারটা, যা আমার জন্যও খুব তৃপ্তিদায়ক এবং স্বস্তিকর।
পুরোনো মন্তব্যে খুশি হয়েছেন- এটা আমার আরেক প্রাপ্তি। ভালো লাগছে।
ছেলে এখন আল্লাহর রহমতে সুস্থ। ওর ডেঙ্গু জ্বর হয়েছিল। ৯ দিন হাসপাতালে ভর্তি ছিল। এখন সুস্থ। বাসায় আছে। দোয়া করবেন ছেলের জন্য।
পোস্ট পড়া ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় অদৃশ্য। ভালো থাকুন।
৩২| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪২
লাবনী আক্তার বলেছেন: প্রশংসা আর তৈলমর্দনের মধ্যে পার্থক্য বুঝতে শেখো
আর তৈলমর্দন যদি করতেই হয়, যিনি মর্দনযোগ্য তাঁকেই করো
অন্যথায় অচিরেই নিজেকে খুব হাস্যকর করে তুলবে
চমৎকার লিখেছেন।
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ লাবনী আক্তার। শুভ কামনা।
৩৩| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১০
নেক্সাস বলেছেন: রশংসা আর তৈলমর্দনের মধ্যে পার্থক্য বুঝতে শেখো
আর তৈলমর্দন যদি করতেই হয়, যিনি মর্দনযোগ্য তাঁকেই করো
অন্যথায় অচিরেই নিজেকে খুব হাস্যকর করে তুলব...
চরম সত্য।
অনেক সুন্দর কবিতায় মুগ্ধতার ছোঁয়া
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নেক্সাস। আশা করি এখন পূর্ণ সুস্থ আছেন। শুভেচ্ছা থাকলো।
৩৪| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৪
শ্যামল জাহির বলেছেন: প্লবঙ্গকে মাথায় তোলো না - তার প্রজ্ঞাস্তর ঋষভতুল্য
নির্বোধকে জ্ঞানীর চেয়েও উচ্চাসনে বসায় মূর্খেরা
মূর্খেরা মূর্খতার অর্থ জানে না
প্রশংসা আর তৈলমর্দনের মধ্যে পার্থক্য বুঝতে শেখো
আর তৈলমর্দন যদি করতেই হয়, যিনি মর্দনযোগ্য তাঁকেই করো
অন্যথায় অচিরেই নিজেকে খুব হাস্যকর করে তুলবে
চমৎকার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই!
শুভ কামনা আপনার জন্য।
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ শ্যামল জহির। আপনার জন্যও শুভ কামনা থাকলো।
৩৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১
লেখোয়াড় বলেছেন:
গতকাল এখানে মন্তব্য করেছিলাম, কোথায় গেল সেটা?
খুব অবাক ব্যাপার তো!
নাকি, নেট সমস্যায় প্রকাশিত হয়নি।
আপনি কি দেখেছিলেন সোনাবীজ?
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার আগের কমেন্টটা পাই নি নিশ্চয়ই ব্লগের বাঘ সেটাকে হজম করে দিয়েছে এরকম হওয়াটা তো এখন স্বাভাবিকের চেয়েও বেশি স্বাভাবিক ঘটনা
আশা করি ভালো আছেন।
ভালো কথা, আপনার লাস্ট পোস্টে কমেন্ট ডিস্যাবল করে রেখেছেন কেন?
৩৬| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:১২
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন:
সাত সংখ্যাটি এখানে লাকী নাম্বার সংবাদও বহন করতে পারে
অতএব অংকে কাঁচা ভেবে মন খারাপ না করাই ভালো
লেখায় আমি কোথাও নেগেটিভ খুঁজে পাই নি
উদ্ধৃত লাইন দু’টিকে যদি শব্দ কবিতা হিসাবে দেখা যায় তাতে
‘নির্বীজ’ শব্দটিকে জীবাণুমুক্তও বলা যেতে পারে
তোমাকেও অশেষ ধন্যবাদ মহাশয়।
০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি সারাজীবন অংকে ভালো বলে ‘অহঙ্কার’ করেছি আর তুমি কিনা সেই অহঙ্কার চূর্ণবিচুর্ণ করে দিচ্ছিলে!!! যাক বাঁচা গেলো, যোগ অঙ্কে ভুল করি নি তাহলে
শব্দকবিতার ধারণাটা আমার উষর মস্তিষ্ক থেকেই নির্গত হয়েছিল- কাজেই উদ্ধৃত লাইন দুটিকে শব্দকবিতা বলতে গেলে আমার নিজের দ্বারাই শব্দকবিতার সংজ্ঞা অর্থহীন হয়ে যাবার উপক্রম হয় এ লাইন দুটো কিন্তু সার্থক ও সাবলীল বাক্য, যা সরাসরি অর্থ প্রকাশ করে, এবং এর শব্দগুলো বিক্ষিপ্তভাবে প্রক্ষিপ্ত হয় নি আবার, ‘নির্বীজ’ শব্দটিকে জীবাণুমুক্ত ভাবলে এর ২য় লাইনটি দুর্বল হয়ে যায়, অর্থাৎ যে উদ্দেশ্যে এ লাইন দুটি লেখা হয়েছিল তার আর সিদ্ধি হয় না।
যাই হোক, তুমি যতবার আসো, ততবারই তোমাকে নতুন রূপে পাই। এজন্যই কি এতোকাল পর পর দেখা দাও?
৩৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৫
ভিয়েনাস বলেছেন: প্রশংসা আর তৈলমর্দনের মধ্যে পার্থক্য বুঝতে শেখো
আর তৈলমর্দন যদি করতেই হয়, যিনি মর্দনযোগ্য তাঁকেই করো
অন্যথায় অচিরেই নিজেকে খুব হাস্যকর করে তুলবে .....চরম খাঁটি কথা বলেছেন ভাইজান। আমাদের এখন তৈলের পরিমান এতো বেশি হয়ে গেছে যে কোন পাত্রে তৈল মারছি হুস পাচ্ছি না
লেখা ভালো লাগা রেখে গেলাম
০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব মজার এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন ভিয়েনাস- আমাদের এখন তৈলের পরিমান এতো বেশি হয়ে গেছে যে কোন পাত্রে তৈল মারছি হুস পাচ্ছি না
লেখা ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ এবং শুভ কামনা।
৩৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০
লেখোয়াড় বলেছেন:
কই নাতো, লাস্ট পোস্টে তো কমেন্টস ডিস্যাবল করে রাখিনি!
তাহলে?
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ‘মায়ারেখা’র কথা বলছিলাম ওটার কমেন্ট অফ কেন?
৩৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২
ইনকগনিটো বলেছেন: জ্ঞানী কবিতা।
কার উপরে খেপ্সিলেন?
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জ্ঞানী কবিতা নিজেকে জ্ঞানী জ্ঞানী মনে হচ্ছে দেখি তাহলে ভালোই তো
খেপা কবিতা মনে হচ্ছে নাকি? কিন্তু কার উপর খেপবো? আচ্ছা, আপনার উপরই তাহলে খেপেছি এতো ভালো কবিতা লিখেন, আপনার উপর না খেপে উপায় আছে? মাথাটা একটু বাড়িয়ে দিন, একটু মাথামাথি করি, যাতে আপনার ছিটেফোঁটা একটু পাই
৪০| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:১২
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আমিও যে সারাজীবন অংকে ভালো বলে দাবি করতাম
দাবি ছেড়ে দিয়ে দেখি মহাসুখে আছি
‘কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!’
সব ঠিকই আছে ওই যে শেষ কথা...
‘আমি আমার মতো করে বলে দিয়েছি
তুমি তোমার মতো করেই বুঝে নাও’
‘তুমি যতবার আসো, ততবারই তোমাকে নতুন রূপে পাই।
এজন্যই কি এতোকাল পর পর দেখা দাও?’
তোমার এই কবিতা তো আগে পড়ি নাই
খুব সুন্দর আরো সুন্দর লেখো এই শুভকামনা।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরে তাই তো, এটা যে কবিতা হয়ে গেছে তাও ধরিয়ে দিলে তুমি কিন্তু এ কবিতার স্বত্বাধিকারী আমি নই
তোমাকে নতুন রূপে পাবার বাসনায় হঠাৎ হঠাৎ হারিয়ে যাই। দেখা দেবে বলে তুমিও অদৃশ্য হয়ে যাও। তুমি আমার অন্তরালবাসিনী নও, তুমি আমার চিরকালের; ক্ষণকালের লীলার স্রোতে তুমি নিমগ্ন থাকো। আমি তোমাকে যখন খুঁজে ফিরি তখন ভয়ে ভয়ে মন কাঁপে– আমার মনে তখন উথালপাথাল প্রেম লাগে। তোমার শেষ নেই, তাই শূন্য সেজে নিজেকে বিনাশ করো- আমার বিরহের কান্না হাসি ও আনন্দকে ধুয়ে-মুছে ম্লান করে দেয়, হে আমার ভালোবাসার নিধি।
এবার আর ভাবতে হবে না
৪১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: এই কবিতাটিও সুন্দর।
‘আমি ধূমকেতু হবো’ শিরোনামে একটা লেখা নিয়ে হোম ওয়ার্ক করছি।
সদা আনন্দে থেকো।
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তুমি ধূমকেতু হতে চাও কেন- আগে কারণ দর্শাও এমনিতেই তোমার নাগাল পাই না, ধূমকেতু হলে তো ছায়াও দেখবো না
ঠিক আছে- ধূমকেতুর কবিতা শীঘ্র দেখাও।
৪২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৩
আদ্রিজা বলেছেন: চমৎকার!!!
০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।
৪৩| ২৩ শে মে, ২০২১ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
লিংক ধরে আসলমা, মোটামুটি গার্বেজ
২৩ শে মে, ২০২১ বিকাল ৫:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত পুরোনো পোস্টে এসে কমেন্ট করার জন্য ধন্যবাদ নিন প্রিয় চাঁদগাজী ভাই। আপনার চোখের সমস্যা কি যায় নি এখনো? যাই হোক, দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
৪৪| ২৩ শে মে, ২০২১ বিকাল ৫:৩০
জটিল ভাই বলেছেন:
লিখার সুনাম করার জন্য কোনো বিশেষণ পাচ্ছি না!
সত্যিই এ এক অপূর্ব সৃষ্টি এবং শিক্ষা।
কমেন্টগুলোও জ্ঞাণের ঝুরি।
তবে আপনার ছেলের বিষয়টাতে এসে ধাক্কা খেলম
আশা করি এখন অনেক ভালো আছে।
সুন্দর উপহারের জন্য অসংখ্য শুভ কামণা.......
২৩ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেই এই লিংকটি দিয়েছিলাম, আপনি এসেছেন, এটা আমাকে আনন্দ দিল। যতই দিন যাচ্ছে, এ কবিতাটার প্রাসঙ্গিকতা ততই বৃদ্ধি পাচ্ছে, অথচ লেখার সময় এতটা আশা করি নাই।
ছেলের যে আসলে কী হয়েছিল তা আমি নিজেই ভুলে গিয়েছিলাম। তা জানার জন্য উপরে আবার পোস্টগুলো পড়লাম। ছেলে তখন নটরডেম কলেজে পড়ে, ঢাকায় থাকে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। আল্লাহর রহমতে কোনো জটিলতা ছাড়াই সে অল্প সময়ে সুস্থ হয়ে ওঠে। এখন আল্লাহর রহমতে সে ভালো আছে। অতি শীঘ্রই তার বিয়ে হবে। দোয়া করবেন।
আপনাকেও অনেক ধন্যবাদ এ পোস্টটি পড়ার জন্য। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রশংসা আর তৈলমর্দনের মধ্যে পার্থক্য বুঝতে শেখো
আর তৈলমর্দন যদি করতেই হয়, যিনি মর্দনযোগ্য তাঁকেই করো
অন্যথায় অচিরেই নিজেকে খুব হাস্যকর করে তুলবে
সত্য।