নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমার স্ত্রীকে হতে হবে

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬

আমার মায়ের আটপৌরে শাড়ির ভাঁজে সারাবেলা জড়িয়ে থাকতো নিটোল দুঃখেরা
মমতাময়ী কুক্কুটীর মতো পাখনায় ঢেকে রাখতেন এক দঙ্গল দুষ্টু অথচ নিঃস্ব ছানাদের-
দুর্মর দুঃখের ভেতরও ছানাগুলো অপরিমেয় সুখে হাবুডুবু খেত দিনভর
সুনিবিড় রহস্যে সন্তান-অন্তপ্রাণ জননী যুগপৎ স্বামী-অন্তপ্রাণ রমণী ছিলেন
এখনো চোখ বুজলেই ভেসে ওঠে আমার দুঃখময়ী মায়ের মুখ-
তাঁর লাল টুকটুকে ঠোঁটে ঝুলে আছে অমরাবতীর হাসি- সেখানে একটুও দুঃখ নেই,
ছিল না কোনোদিন, সতত-দুঃখের ভেতর থেকেই ঝরে পড়ে অবিরাম সুখ।

আমার মাকে যেমন দেখেছি, আজীবন স্ত্রীর ভেতর খুঁজেছি আমার জননীর ছায়া।

আমার স্ত্রীকে আমার সন্তানের মা হতে হবে, তাদের অন্তরঙ্গ বন্ধুনি হতে হবে
সে তাদের তিনবেলা খাবার বেড়ে দিবে, তাদের সার্বক্ষণিক গৃহশিক্ষিকা হবে, কীভাবে
সজ্জন হয়ে বেড়ে উঠতে হয় সেরূপে তাদের শিষ্টাচার শেখাবে।
আমার স্ত্রীর আঁচলে বাঁধা থাকবে সিন্দুকের চাবি, যার ঝনাৎ শব্দে মধুরতম সুখেরা
হয়ে উঠবে দীপ্ত বাঙ্ময়।

আমার স্ত্রীকে আমার প্রেমিকা হতে হবে, গলন্ত রোদে কিংবা নরম জোছনায়
হাত ধরে পায়ে পায়ে হাঁটবে, অনিচ্ছায় বাহুস্পর্শে বিদ্যুৎপৃষ্ট করে দেবে আমাকে;
চিকন বৃষ্টিতে ভিজে ভিজে রিকশায় সারা শহর-
অকস্মাৎ তুলে দিয়ে হুড
বুকের মধ্যে আলগোছে আমার মাথা টেনে নিয়ে বলবে, ‘এই দেখ্‌, এখানে
কেঁপে কেঁপে কার নাম বাজে!’ আমরাও ডেটিঙে যাবো, ঘর ছেড়ে
অচেনা অরণ্যে যাবো হারিয়ে; বিপুল জনসমক্ষে পিঠের উপর সন্তর্পণে
ছুঁইয়ে দেবে ঠোঁট, অতঃপর আকর্ণ লজ্জায় চোখ নামিয়ে নেবে।

আমার স্ত্রীকে ভালোবাসতে হবে নজরুল আর সম্রাট করিমের গান-
রাতের মাদকতায় গুনগুন করে গাইবে- ‘তুমি ঘুমঘোরে এলে মনোহর’, অথবা
‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি।’
আমার স্ত্রীকে কবিতা ভালোবাসতে হবে। সোনাবীজের কবিতা না পড়ুক, পড়ুক সে
শামসুর রাহমান, হেলাল হাফিজ কিংবা নীল লোহিতের হৃদয়ছেঁড়া কবিতাগুলো।
সে বিলকুল না পড়ুক কবিতা, কবিতার প্রেমিকারা যেরূপে সবটুকু বিলিয়ে দেয়
তেমনি সে আমাকে উজাড় করে সবটুকু দেবে, অথচ কিছুই দেবে না।
নতুন রূপে দেখা দিতে হঠাৎ হঠাৎ সে হারিয়ে যাবে
তারপর যতবার সামনে দাঁড়াবে, ততবার উন্মোচিত হবে নতুন বইয়ের মোড়ক।
আমার প্রেমিকাকেই আমার স্ত্রী হতে হবে।

আমার স্ত্রীকে হতে হবে আমার মায়ের মতো।

৫ অক্টোবর ২০১৩


***


এ লেখাটি আমি এক অনুজ কবির কবিতা থেকে প্রভাবিত হয়ে লিখেছি। তাঁর নাম মর্জিনা মতিন কবিতা। মর্জিন মতিন কবিতার কাব্যাণুগ্রন্থ আজ, কাল ও পরশুর কবিতার অন্তর্গত আমার প্রেমিককে হতে হবে-এর অনুরূপে একটা প্যারোডি লিখে বসি অলওয়েজ ড্রিমের বিয়ের বিজ্ঞাপনে (২৫ নম্বর কমেন্ট) ;) পরে মনে হয়, প্যারোডি নয়, এটা তো জীবনের একটা সুগভীর অনুষঙ্গ, ব্যাপারটা সিরিয়াসলি ভাবাই ভালো ;)

মন্তব্য ১৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার দারুন সব লেখার একটি।
আপনি এমন যে, প্রতিটি লেখায় ভিন্নতা থাকে, মুগ্ধ হবার উপকরন থাকে। আর এই টাইপ লেখাগুলো জীবনকে খুব বেশি ছুঁয়ে যায় বলে একটু বেশিই সুন্দর।।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আবারও নিজের তীব্র ইচ্ছেটাকে ততোধিক কাঠিন্যে প্রতিহত করেছি। কমেন্টের শুরুতে আপনাকে পেয়ে ভালো লাগছে। এ কবিতাটি বিশেষভাবে আপনি এবং আলাউদ্দিন ভাইয়ের কথা মনে করে লেখা। বরাবরই অনেক আগের লেখা পোস্ট করি বলে আপনাদের ভর্তসনায় (মধুর) আমি কাতর হই ;) আপনাদেরকে সমুচিত জবাব দেয়ার জন্য এই পোস্ট ;) ৫ অক্টোবরে লেখা ;) কেমন? ;) ;)


লেখার ব্যাপারে যা যা বললেন তাতে নতজানু হয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি।

ধন্যবাদ আশরাফুল ভাই।

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
স্ত্রী বা প্রেমিকাকে যে রবীন্দ্রানুরাগী ও হতে হবে।
হতে হবে দ্বিজেন্দ্র আর রজনীর গানের সমঝদার।
গুনগুন করে গাইতে হবে 'আমি আকৃতি অধম বলে কম করে মোরে কিছু দাওনি'

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমার স্ত্রীকে কলাবরিষ্ঠা হতে হবে ;)

মানুষ হলো বৈচিত্রপিয়াসী। সৎ গুণাবলিতে বৈচিত্র মাধুর্যের মাত্রা বাড়িয়ে দেয় বহুগুণ। আমি সযত্নে রবীন্দ্রানুরাগের কথা এড়িয়ে গেছি। মুগ্ধ হবার ক্ষেত্রগুলো কিন্তু কম নয়। জীবনানন্দ, রবীন্দ্রনাথকে ভালোবাসেন না, এমন কলাবতী মানবী খুঁজে পাওয়া ভার। যে মানবীর কণ্ঠে গীত হয় ‘আমি তার নূপুরের ছন্দ‘, কিংবা ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম‘, এমন মানবীর সংখ্যা নিতান্তই অপ্রতুল, আমার ধারণা। একবার মুক্তমঞ্চে শাশ্বত শীর্ষক আমার নিচের কবিতাটা পোস্ট করা হলে পাঠকের ভেতর থেকে যে কথাটা উঠে আসে তা হলো- কেবল রবীন্দ্রনাথেই বুঁদ হয়ে পড়ে থাকাটা হলো গতানুগতিকতার নামান্তর। তা থেকে মাঝেমধ্যে বেরিয়ে আসা উচিত।

আবারও আসবার জন্য ধন্যবাদ আশরাফুল ভাই।

***

শাশ্বত

পূর্ণিমার খলখলে জোছনায় শানবাঁধানো পুকুরের ঘাটে
একদিন একটা পারিবারিক জলসা বসবে।
সেখানে এ বাড়ির সবাই থাকবে :
ছেলে-বুড়ো, বউ-ঝিরা, সবাই।

সেই আসরে কেউ নাচবে, হয়তো এ বাড়ির সবচেয়ে আদুরে,
সবচেয়ে চঞ্চলা, ফুটফুটে, কনিষ্ঠা মেয়েটি।
কোনো এক বউ কণ্ঠের সবটুকু মধু ঢেলে গাইবে রবীন্দ্র সংগীত।
একদল পুরুষ দরাজ গলায় গাইবে কোরাস, জারিগান,
সুরের মূর্ছনায় ভারী হয়ে উঠবে আকাশ-বাতাস-তরুলতা : চারিদিক।

জনৈকা দাদিমা তাঁর গল্পের ঝাঁপি খুলে বসবেন :
এক যে ছিল বিরাট বড় দৈত্য, ইয়া লম্বা হাত-
বিশাল তার দন্তরাজি- খুনমাখা লকলকে জিহ্বা,
প্রকাণ্ড তার মুখ, এক লহমায় গিলে খায় চন্দ্র-সূর্য-পৃথিবী
সেই যে ছিল মস্ত দানব এক
ভয়ে বিষম খেয়ে শিশুরা আরো শক্ত করে মায়েদের ধরবে জড়িয়ে।

এলোমেলো সমাহারে আরো কতো না আয়োজন থাকবে।
আসর শেষ হলে সবাই যখন উঠি উঠি- কেউ একজন হঠাৎ
ভাববে, কী যেন এখনো বাকি রয়ে গেলো,
তারপর দ্রুত পায়ে ছুটবে ঘরমুখে, রুদ্ধশ্বাসে ফিরবে
হাতে চেপে বহু-প্রাচীন একটি বই- যার মলাট খসে গেছে,
উঁই আর পিঁপড়ায় বিদীর্ণ করেছে যার প্রতিটি পাতা।
বইটির ধুলো ঝেড়ে ধীরে ধীরে পৃষ্ঠা উলটাবে সে-
ক্ষত-বিক্ষত অক্ষরেরা মৃত বিকলাঙ্গ,
তবু সে প্রতিটি শব্দোদ্ধারের জন্য অতিশয় ব্যস্ত হবে।
অসীম উৎসাহে খুঁজবে ইতিহাস :
এক যে ছিলেন কবি, সেই বহুদিন আগে,
তিনি ছিলেন
আমাদেরই পিতা-পিতামহ, প্রোপিতা, প্রোপিতামহ...

তারপর অস্ফুট স্বরে সে শুরু করবে পাঠ :

পূর্ণিমার খলখলে জোছনায় শানবাঁধানো পুকুরের ঘাটে
একদিন একটা পারিবারিক জলসা বসবে,
সেখানে এ বাড়ির সবাই থাকবে :
ছেলে-বুড়ো, বউ-ঝিরা, সবাই..

• ২০০০

৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,

খুব সুন্দর একটি অনুভবের কথা লিখেছেন -
" আমার স্ত্রীকে হতে হবে আমার মায়ের মতো।"

যদিও কবিতা তবুও বলি , কবিতার কথাগুলো সত্যি হয়ে উঠুক .....

শুভেচ্ছান্তে ।


০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই, আন্তরিক শুভেচ্ছার জন্য। ভালো থাকুন।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি।
সহমত। সুন্দর পোস্ট ।++++++++

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি সেলিম ভাই।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১১

বোকামন বলেছেন:

আমার স্ত্রীকে আমার সন্তানের মা হতে হবে, তাদের অন্তরঙ্গ বন্ধুনি হতে হবে
সে তাদের তিনবেলা খাবার বেড়ে দিবে, তাদের সার্বক্ষণিক গৃহশিক্ষিকা হবে, কীভাবে
সজ্জন হয়ে বেড়ে উঠতে হয় সেরূপে তাদের শিষ্টাচার শেখাবে।


-বেশ আপন মনে হল কথাগুলো
ভালোলাগা জানাই ....

“হতে হবে”
এভাবে বললে ভালো লাগে কী !!
ভেবে দেখবেন প্রিয় কবি এবং গুণী লেখক ...

“+”

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সম্মানিত ব্লগার প্রিয় বোকামন,

সুদৃশ্য প্লাস চিহ্নের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ‘হতে হবে’ দ্বারা আমি Required qualifications বুঝিয়েছি। ‘আমার স্ত্রীকে আমার সন্তানের মা হতে হবে’- এটা হলো তার জন্য আবশ্যিক শর্ত, এরপর সে কী কী করবে তারও একটা সম্ভাব্য তালিকা সাজেস্ট করা হয়েছে। তেমনিভাবে অন্য শর্তগুলোর উল্লেখ হয়েছে। আমি জানি না আমাকে বোঝাতে পারলাম কিনা।

আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বোকামনকে।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫

বশর সিদ্দিকী বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: ‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি।
সহমত

অ:ঠ: ভাই আপনে ছবিটারে এত বড় বানাইলেন কেমতে সেইটার মাজেজা কনসেন দেহি।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবিটা এতো বড় হওয়ার পেছনের ইতিহাস আমারও অজানারে ভাই ;) আমিও এরকম দেখে তাজ্জব বনে গেছি ;)

পোস্ট পড়ার জন্য বিনীত ধন্যবাদ।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬

ইকরাম উল হক বলেছেন:

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সচিত্র সুবিশাল ‘সুপার লাইক’-এর জন্য বিরাট ধন্যবাদ নিন ছড়াকার ইকরাম উল হক।

৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮

লেখোয়াড় বলেছেন:
আপনার স্ত্রীকে আমাদের শ্রদ্ধেয়া ভাবী হতে হবে।

অচেনা একটি মেয়েকে প্রেমিকা হতে হবে।
সে প্রেমিকাকে হাতে হবে স্ত্রীর মতো।
আর সেই স্ত্রীকে হতে হবে মায়ের মতো?

ব্লগে অনেকেই আমাকে বলে আমি নাকি কঠিন শব্দের কবিতা লিখি।
আর আপনি যে তালগোল পাকানো কবিতা লেখেন, যা হৃদয়ের এফোঁড় ওফোঁড় দুফোঁড় দিয়েই যাতায়াত করে।

কবিতায় সত্যি কথা বলার জন্য ১০০%।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আপনার স্ত্রীকে আমাদের শ্রদ্ধেয়া ভাবী হতে হবে।

অচেনা একটি মেয়েকে প্রেমিকা হতে হবে।
সে প্রেমিকাকে হাতে হবে স্ত্রীর মতো।
আর সেই স্ত্রীকে হতে হবে মায়ের মতো?


ভালো লিখেছেন প্রিয় কবি লেখোয়াড়। ফেইসবুকে এ কবিতাটা পোস্ট করা হলে ব্লগার মনোয়ারা মণি লেখেনঃ

আমার মনে হয় ছেলেরা তাঁদের স্ত্রীর মাঝে নিজের মাকে খুঁজে পেতে চান
আর মেয়েরা স্বামীর মাঝে তাঁদের বাবাকে...
এটাই হয়তো প্রকৃতির নিয়ম।
ভাগ্য সুপ্রসন্ন হলে মিলে যায় তা না হলে রয়ে যায় আজীবন তৃষ্ণা...
চমৎকার লেখা। স্বপ্ন সাকার হোক।
রোদেলা সকালের শুভেচ্ছা।


তাঁর কমেন্টে আমার মতামত ছিলঃ

তোমার কথা ঠিক। এটা একটা আদর্শ পরিবারের কথা- যেখানে মা-বাবাকে নিয়ে সন্তানদের মধুর সময় কাটে। একটা মেয়ে তার বাবাকে যেমন দেখে, সে তার স্বামীকেও ওরকম ব্যক্তিত্ববান, মার্জিত ও বন্ধুবৎসল হিসাবে পেতে চায়। সুগৃহিণী মাকে দেখে ছেলেদের মনে অমন ভাবনার উদয় হওয়া স্বাভাবিক।

আপনার শেষ লাইনটা প্রশ্নবোধক হওয়ায় কিছুটা ব্যাখ্যা দেয়ার চেষ্টা করলাম ;)

ব্লগে অনেকেই আমাকে বলে আমি নাকি কঠিন শব্দের কবিতা লিখি।
আমার প্রশ্ন হলো, এতো কঠিন শব্দ আপনি কোথায় পান? একটু রহস্যটা খুলে বলবেন কি? অভিধান ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে যাই, কঠিন শব্দেরা কোনাকাঞ্চিতে ঘাপটি মেরে লুকিয়ে থাকে ;) এজন্য যা লিখি একেবারে স্বচ্ছ কাঁচের মতো ফরসা, আর সরল পানির মতোই তরল আর নিঃস্বাদ ;)

আর আপনি যে তালগোল পাকানো কবিতা লেখেন, যা হৃদয়ের এফোঁড় ওফোঁড় দুফোঁড় দিয়েই যাতায়াত করে। কতোখানি মহান আর উদার হলে এভাবে বলা যায় তা ভেবে বিস্মিত হচ্ছি।

বিনীত ধন্যবাদ প্রিয় কবি লেখোয়াড়।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চুন্দর!!!!!!!!!!!!!!!!!

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বর্ষণ সাহেব ;) আমার স্ত্রীর এক ভাতিজা আপনার কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। স্কুল শাখায় মোঃ শাহজাহান মিয়া নামক দুর্দান্ত ইংলিশ টিচার আমার হাইস্কুল জীবনের ক্লাসমেট ;) বাস্তব জীবনেও আপনি পরিচিত গণ্ডির মধ্যেই আছেন দেখে পুলকিত বোধ করছি ;)

ভালো থাকুন।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

সর্বদাসত্য বলেছেন: কবি, শুধু আপনার কবিতার প্রশংসা করার জন্যই লগ ইন করলাম । কিন্তু লগ ইন করে প্রশংসা বাক্যগুলো হারিয়ে গেল নিমিশে, কারন প্রতিটি শব্দ মনে আসছে আর মনে হচ্ছে যে, এতে এই কবির প্রশংসা । তাই সহজ ভাষায় 'অসাধারন'

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুরুতেই আমার ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার প্রোফাইল থেকে জানা যায় ব্লগে আপনার বয়স ৩ বছর ৬ মাস- বেশ দীর্ঘ সময়, এবং সে অনুযায়ী কোয়াইট সিনিয়র আপনি ;) কিন্তু এতোদিনেও আমাদের দেখা না হওয়ায় লজ্জিত বোধ করছি।

আপনার উচ্ছ্বাসপূর্ণ কমেন্ট আমাকে যারপরনাই আবেগাপ্লুত করলো। এর প্রতিদান কেবল ধন্যবাদ জানিয়েই শেষ করা যায় না- জানাচ্ছি সশ্রদ্ধ কৃতজ্ঞতা।

ভালো থাকুন।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯

কয়েস সামী বলেছেন: একটার পর একটা অমূল্য সৃষ্টি করে চলেছেন অবিরত। হ্যাটস অব টু ইউ।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এরকম কমেন্ট পড়ে মনে হয় জীবনটা সার্থক, এরপর চাওয়ার আর কিছু বাকি থাকে না।

আপনার মাহাত্ম্যের প্রতি অশেষ শ্রদ্ধা থাকলো। ধন্যবাদ গল্পের জাদুকর।

১২| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১২

কয়েস সামী বলেছেন: অফ টপিক: ছবির মানুষটা কে রে ভাই? আমাদের ভাবী বুঝি?

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অন্তত এটা নিশ্চিত করে বলতে পারি- ছবির মানুষটা কারো না কারো ভাবী, এবং অবশ্যই তিনি কোনো এক ভদ্রলোকের সুগৃহিণী। এর বেশি বলা গুরুর নিষেধ ;)

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:





সেলিম আনোয়ার বলেছেন: ‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি।


লেখায় ++++++++++ রইল।

ঈদের শুভেচ্ছা জানবেন।

১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখায় এতোগুলো প্লাসের জন্য ধন্যবাদ। ইদের শুভেচ্ছা আপনাকেও।


***

কেন পিরিতি বাড়াই্লারে বন্ধু ছেড়ে যাইবা যদি- শুনুন হাবিব ওয়াহিদের কণ্ঠে।

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

অস্পিসাস প্রেইস বলেছেন:

এরকম গুনবতী পূর্ণ-রমণী জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার। জানিনা ভাগ্যে কি আছে।

শুভ কামনা...........................







১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঈর্ষণীয় ভাগ্যের অধিকারী হোন- এই প্রার্থনা থাকলো।


***

মোর ঘুমঘোরে এলে মনোহর- অনুরাধার কণ্ঠে এই গানটি আপনার জন্য। গানটি শুনতে হবে চোখ বন্ধ করে ;)

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার স্ত্রীকে হতে হবে আমার মায়ের মতো।

১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অভি ভাই। মর্জিনা মতিন কবিতার কবিতা থেকে উৎসারিত কবিতাটি (যা প্যারোডি লিখছি বলে ভেবেছিলাম) দেখুনঃ

আমার স্ত্রীকে আমার প্রেমিকা হতে হবে
আমার স্ত্রীকে হতে হবে একজন সাধারণ মানবী
দ্বিপদিনী, দ্বিহস্তিনী, অন্যদের স্ত্রী যেমন হয়
শ্যামলা, লম্বা, অবিন্যস্ত চুল, বাঁকানো গ্রীবা।
তুখোড় স্মার্ট, ফ্যাশনেবল না হলেও চলবে।
অধিকারী হতে হবে শিল্পিত একজোড়া চোখের
সেই চোখে জৌলুস অপেক্ষা
সুন্দরকে দেখবার তৃষ্ণা থাকবে অশেষ।
পারফিউমের বদলে আমাকে গিফ্‌ট করবে
কবিতার বই।
ডেটিং-এর পরিবর্তে টেলিফোনে চলবে
বলা ও না বলার বিলাসী খেলা।
আমার প্রতি মনোযোগী নয় শুধু, উদাসীও হবে-
ঘৃণা করবে খুনির মতো
সম্মান করবে মানুষের মতো
ভালোবাসবে স্বার্থহীনের মতো।
হঠাৎ হঠাৎ সে আসবে জলোচ্ছ্বাসের মতো
স্বপ্ন থেকে উঠে আসা ঘুমন্ত রমণী হয়ে
বাঁধভাঙ্গা কষ্টের দরজা খুলে ধরে
অনুযোগী পুরুষ আমি
চেয়ে থাকবো, চেয়ে থাকবো
পৃথিবীর শ্রেষ্ঠতম প্রেমিকার চোখে।

আমার স্ত্রীকে আমার প্রেমিকা হতে হবে, একটু অন্যরকম
হতে হবে প্রেমের ঊর্ধ্বে উঠে যাবার ক্ষমতাশীলা।

১৬| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

ঘাসফুল বলেছেন: এক কথায় প্রকাশ করলাম- অসাধারন...

১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় ঘাসফুল।

১৭| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬

ড. জেকিল বলেছেন: আমার স্ত্রী কে হতে হবে পাগলী :P আমার জন্য পাগলী :D

১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃহাঃহাঃ এর চেয়ে বড় চাওয়া আর কী হতে পারে? আর এটা পাওয়া হয়ে গেলে আর কিছুই চাওয়ার থাকে না।

মর্জিনা মতিন কবিতা লিখেছেনঃ

আমার প্রেমিককে হতে হবে
সাধারণ মানুষ
দ্বিপদী, দ্বিহস্তী, অন্যদের প্রেমিক যেমন হয়
শ্যামলা, লম্বা, অবিন্যস্ত চুল, লোমশ বুক।
হ্যান্ডসাম, ফ্যাশনেবল না হলেও চলবে।
অধিকারী হতে হবে শিল্পিত একজোড়া চোখের
সেই চোখে সুন্দরী অপেক্ষা
সুন্দরকে দেখবার তৃষ্ণা থাকবে অশেষ।
পারফিউমের বদলে আমাকে গিফ্‌ট করবে
কবিতার বই।
ডেটিং-এর পরিবর্তে টেলিফোনে চলবে
বলা ও না বলার বিলাসী খেলা।
আমার প্রতি মনোযোগী নয় শুধু, উদাসীও হবেন
ঘৃণা করবে খুনির মতো
সম্মান করবে মানুষের মতো
ভালোবাসবে স্বার্থহীনের মতো।
হঠাৎ হঠাৎ সে আসবে জলোচ্ছ্বাসের মতো
স্বপ্ন থেকে উঠে আসা ঘুমন্ত পুরুষ হয়ে
বাঁধভাঙ্গা কষ্টের দরজা খুলে ধরে
অনুযোগী নারী আমি
চেয়ে থাকবো, চেয়ে থাকবো
পৃথিবীর শ্রেষ্ঠতম প্রেমিকের চোখে।

আমার প্রেমিককে একটু অন্যরকম হতে হবে
হতে হবে প্রেমের ঊর্ধ্বে উঠে যাবার ক্ষমতাশীল।

১৮| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৮

রাইসুল নয়ন বলেছেন:

আমার আরও অনেক কিছু বোঝার আছে!!
আমি কত কম বুঝি তা এতদিনে বুঝেছেন আশা করি!!!

বুঝি আর না বুঝি একটা জ্ঞানী জ্ঞানী ভাব নেয়া উচিৎ কিন্তু, খালি কলসি বাজে বেশী প্রবাদ টা মনে পড়াতেই নিভে গেলাম!!!

এমন কোন কঠিন কিছু না,এক-দেড়শ বার পড়লে ঠিকই বুঝবো!!!

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ রাইসুল ভাই, আপনি লোকটা খুবই মজার, কমেন্ট এবং ফেইসুবক স্টেটাস থেকে এখন মোটামুটি নিশ্চিত আমি ;) আমিই বরং ঐ কাজটা করে অভ্যস্ত, না বুঝেও জ্ঞানী জ্ঞানী ভাব ধারণ করা ;)


ভালো থাকুন ;)

১৯| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৯

নিরুদ্দেশ বলেছেন: অসম্ভব রকম ভালো লাগল কবিতা। আমরা এরকম অর্ধাঙ্গিনীরই প্রত্যাশী বোধয়।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নিরুদ্দেশ। এবং শুভ কামনা।

২০| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৭

পরোবাশি২০১৩ বলেছেন: " আমার স্ত্রীকে হতে হবে আমার মায়ের মতো।" Big mistake. Two persons can never be same. Good writing!

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুজন নারী কখনো এক হতে পারে না, এটা ঠিক। স্ত্রীরা যদি স্বভাবগতভাবেই মায়ের গুণাবলি সম্পন্ন হতো, তাহলে কিন্তু আমার মগজে এ ধারণার সূত্রপাত হতো না। আদতে কনসেপ্টটা যে আমার মস্তিষ্কপ্রসূত, তা কিন্তু নয়। উপরেও এক জায়গায় উল্লেখ করেছি, ছেলেরা চায় তার স্ত্রী যেন মায়ের মধ্যে যে সৎ গুণগুলো আছে সেরকম গুণসম্পন্ন হয়, তদ্রুপ মেয়েরাও মনে মনে খোঁজে তার স্বামীটি যেন বাবার মতো ব্যক্তিত্বসশীল, বুদ্ধিমত্তা সমৃদ্ধ হয়। এই চাওয়ার মধ্যে কোনো ভুল থাকবে কেন? ;)

যাই হোক, কমেন্টের জন্য ধন্যবাদ পরবাসী ;)

২১| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৪

মামুন রশিদ বলেছেন: আমার স্ত্রীকে আমার প্রেমিকা হতে হবে, গলন্ত রোদে কিংবা নরম জোছনায়
হাত ধরে পায়ে পায়ে হাঁটবে, অনিচ্ছায় বাহুস্পর্শে বিদ্যুৎপৃষ্ট করে দেবে আমাকে;


আশা করি স্ত্রী তে আপনি সব কিছুই খুঁজে পেয়েছেন । পরম ভালোবাসায়, পরম নির্ভরতায় কাটুক সারাটি জীবন ।

শুভ কামনা ।

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আশা করি স্ত্রী তে আপনি সব কিছুই খুঁজে পেয়েছেন। পরম ভালোবাসায়, পরম নির্ভরতায় কাটুক সারাটি জীবন।
খুব সুন্দর কথা মামুন ভাই। একই কথা আপনাকেও উপহার দিচ্ছি প্রিয় মামুন ভাই। ভালো থাকুন সব সময়।

২২| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৬

মাহবু১৫৪ বলেছেন: সেইরাম হয়েছে জনাব

+++++++

ভাল লাগা অনেক অনেক

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাত সাতটি প্লাসের জন্য বিশাল একটা ধন্যবাদ মাহবু১৫৪। শুভেচ্ছা।

২৩| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৮

শিনজন বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শিনজন। শুভেচ্ছা।

২৪| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৩

তুহিন সরকার বলেছেন: অসাধারণ....................
আপনাদের জন্য শুভকামনা রইল।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ তুহিন সরকার। আপনাদের জন্যও শুভ কামনা থাকলো।

২৫| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৬

ভিটামিন সি বলেছেন: আপনার কবিতাকে আমার ঈর্ষা লাগছে কেন?

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঈর্ষার কারণ ঐটা হয়ে থাকলে এ আপনার বিনয়। আর যদি এ কারণ অন্যটা হয়ে থাকে, তাহলেও আমি আপ্লুত এবং গর্বিত ;) আপনার জন্য শুভ কামনা।

২৬| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ কবিতা!!!!!!!!!!!!!!

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপু। শুভেচ্ছা।

২৭| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

এম মশিউর বলেছেন: মনের মত স্ত্রী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।


আচ্ছা, চিনি না, জানি না, এমন একটা মেয়েকে কিভাবে প্রেমের প্রস্তাব দেওয়া যায়? ______এই কথাটি ভেবেই আজ পর্যন্ত কাউকে প্রেমের প্রস্তাব দিতে পারলাম না। :(


আমারো তো ইচ্ছে করে প্রেম করতে, ডেটিং করতে, রিকশার হুড ফেলে সবাইকে দেখিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে!


স্যরি, আবেগে বলে ফেলেছি! অসাধারন কবিতা পড়ে ভালো লেগেছে। ;)

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মনের মত স্ত্রী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। একমত না হয়ে উপায় নেই ;)

আচ্ছা, চিনি না, জানি না, এমন একটা মেয়েকে কীভাবে প্রেমের প্রস্তাব দেওয়া যায়? এর আগে আমার মনে হয় এটা সুরাহা করে নেয়া ভালো যে প্রেম হতে পারে কার সাথে? ;) যাকে দেখে ভালো লাগলো, যার হৃদয় থেকে একঝাঁক স্নিগ্ধ আলো আর সুরভি এসে আমাকে করে দিল মোহগ্রস্ত ও অভিপ্লুত- তার সাথে প্রেম একটা অবশ্যম্ভাবী ঘটনা ;) শাশ্বত প্রেমে কোনো প্রস্তাবনা নেই, স্বর্গ থেকে তার উন্মেষ ঘটে। সেখানে আরাধ্য মানবী অপরিচিতা কেউ নয়। হৃদয় থেকে হৃদয়-তরঙ্গে অপর হৃদয়ে ভালোবাসার ডাক পৌঁছে যায়। সেখানে কোনো লজ্জা বা দ্বিধার কোনো অস্তিত্ব বা উপস্থিতি থাকে না। তবে, লাভ এ্যাট ফার্স্ট সাইটে প্রেম ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রেই একতরফা বা একপক্ষীয় হয়ে থাকে বলে আমার ধারণা। শুরুতেই কাউকে ভালোবাসার প্রস্তাব দেয়া বুদ্ধিমানের কাজ নয়, বাপু ;) সবুরে মেওয়া ফলে ;)

একটা মনের সাথে যখন আরেকটা মন বাঁধা পড়ে যায়, তখন ‘তোমাকে কি ভালোবাসতে পারি’ প্রশ্ন একান্ত অবান্তর হয়ে পড়ে। যাকে চিনি না, জানি না, তাকে এ ধরনের প্রস্তাব না দেয়া স্বাস্থ্যের জন্য বড় উপকারী ;)

শুভ কামনা এবং অনেক ধন্যবাদ।

২৮| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৩

নেক্সাস বলেছেন: যাাহ চাই তাহা ভূল করে চাই।

জীবনের সব চাওয়াগুলো পূর্নতা পায় কি?

কবি আপনার কাছে প্রশ্ন?

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জীবনের সব চাওয়া যদি পূর্ণতা পেত তাহলে রবিকাকা এতো আক্ষেপ নিয়ে বলতেন না, ‘আমি যাহা চাই তাহা ভুল করে চাই।’ ;) কয়েক বছর আগে একবার শুনেছিলাম জাপানের একদঙ্গল পাগলা যুবক আত্মহত্যা করার জন্য জোটবদ্ধ হয়েছিল- কারণ, পৃথিবীর কাছে তাদের চাইবার আর কিছু অবশিষ্ট ছিল না, অর্থাৎ জীবনের সব সাধ-আহ্লাদ তাদের পূর্ণ হয়ে গিয়েছিল, বেঁচে থাকাটা তাদের জন্য যন্ত্রণাদায়ক মনে হচ্ছিল। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হওয়াই স্বাভাবিক, অথবা ওরা ছিল মিসগাইডেড বা ইল-মটিভেটেড। জীবনে চাওয়ার কোনো অন্ত নেই, কিছু কিছু চাওয়া পূর্ণ হবে, কিছু রয়ে যাবে অতৃপ্তিময়, কিছু বা ভুলভাবে কপালে ঘটে যাবে। আপনার প্রশ্নের উত্তরে আমার ক্ষুদ্র জ্ঞানে এর বেশি কিছু ধরে নি ;)

শুভ কামনা নেক্সাস।

২৯| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১

অস্পিসাস প্রেইস বলেছেন: @ comment 27:


মশিউর, আপনার মত আমারো একই সমস্যা :)

চিনি না, জানি না, এমন একটা মেয়েকে কিভাবে প্রেমের প্রস্তাব দেওয়া যায়? :#>

এই কথাটি ভেবেই আজ পর্যন্ত কাউকে প্রেমের প্রস্তাব দিতে পারলাম না। :(

আর যারা এগিয়ে এসে প্রস্তাব দিত তাদের কেউ মনে আঁচর কাটা মানুষ ছিলনা :(

জীবনে অসম্ভব মমতাময়ী কিছু মেয়েবন্ধু পেয়েছি, কিন্তু গার্লফ্রেন্ড পেলাম না

:(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই কেন যে কলিজায় বল্লম চালায়, অসাধারন কবিতা বানায় :(( :(( :(( :((

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
প্রিয় অস্পিসাস প্রেইস, আমারও একটা প্রশ্ন আছে- চিনেন না, জানেন না, এমন একটা মেয়েকে খামোখা প্রেমের প্রস্তাবই বা দিতে যাবেন কোন্‌ দুঃখে? ;) ;)

লাস্ট লাইনে এসে এ কী বললেন? এহেন মহানুভবতার জন্য সকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি।

শুভ কামনা।

৩০| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫

সোহানী বলেছেন: গার্লফ্রেন্ড পাওয়া যায় কিন্তু স্ত্রী পাওয়া যায় না কারন আপনারা ছেলেরা গার্লফ্রেন্ড বউ হবার সাথে সাথে রাতারাতি তার ভিতর হাজারটা রুপ চান..... মায়ের মত রুপ, নানী/দাদীর মত ধৈর্যের রুপ, বোনের মত চঙ্চলা রুপ, বান্ধবীর মত প্রেমময়ী রুপ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজেদের রুপ বদলাবার কথা চিন্তা ও করেন না। গার্লফ্রেন্ড বদলিয়ে বউ হবে কিন্তু নিজে বদলিয়ে স্বামী হতে পারবেন না।....... হাহাহাহা

তারপরও দারুন লিখেছেন ++++++++++++

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ‘তারপরও দারুণ লিখেছেন’ লেখা দেখে ধরে প্রাণ ফিরে পেলাম ;) কমেন্ট পড়তে পড়তে ভয়ে অস্থির ;)

আচ্ছা, এ লেখাটার সূত্রপাত এক নারীর কবিতা থেকে- তিনি তাঁর প্রেমিককে কী রূপে দেখতে চান তার একটা বিশদ রূপরেখা দাঁড় করিয়েছেন তিনি। আপনি যে অপবাদ দিলেন- ‘আপনারা ছেলেরা গার্লফ্রেন্ড বউ হবার সাথে সাথে রাতারাতি তার ভিতর হাজারটা রুপ চান....’ - এ অপবাদটা কোনো নারীও সমভাবে প্রাপ্য কিনা সেটা জানতে চাইছিলাম আর কী ;) গার্লফ্রেন্ড বদলিয়ে বউ হবে কিন্তু নিজে বদলিয়ে স্বামী হতে পারবেন না।... ;) ;) প্রেমিক বদলে স্বামী হওয়া যায়, কিন্তু সেই স্বামী-প্রবর যেন প্রেমিকই থেকে যান- এটা কি নারীরা চান না? হাহাহাহাহাহা

যাক, আমার ব্লগে আসতে না আসতেই ভালো একটা বিতণ্ডা বেঁধে গেলো দেখি- কিন্তু খুবই মধুর ;) ব্লগে স্বাগতম ;)

ভালো থাকুন।

৩১| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাহতাব সমুদ্র। শুভেচ্ছা।

৩২| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২

নক্ষত্রচারী বলেছেন: 'একজন আদর্শ স্ত্রী'
পাওয়া যায়না ফ্রী ;)
আপ্নাকেই করতে হবে তৈরি!

শুভকামনা অনেক ।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

একজন আদর্শ স্ত্রী'
পাওয়া যায় না ফ্রী ;)
আপ্নাকেই করতে হবে তৈরি!


বাহ, তিন লাইনের রম্যে এক অসাধারণ দর্শন প্রচার করলেন দেখি!!!! খুব ভালো লাগলো।

শুভ কামনা।

৩৩| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯

ধুেলামাখা পথ বলেছেন: সাধারন কথামালায় তৈরী অসাধারন ভাব প্রকাশের কবিতা। "++++....+"

সামুর নারী কবিদের কাছ থেকে এরকম একটি কবিতা চাই "আমার স্বামীকে হতে হবে"....
তাহলে এই কবির কবিতাটি সার্থক হবে। প্রতাশায় থাকলাম....

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগে সুস্বাগতম ধুলোমাখা পথ। কমেন্টের জন্য ধন্যবাদ। আচ্ছা, নামের বানানটা কি এমনই করতে চেয়েছিলেন, নাকি ভুলে এরকম হয়ে গেছে? নাম সংশোধনের জন্য এ্যাডমিনকে রিকোয়েস্ট করতে পারেন।

মূল কবিতাটা একজন নারী কবিই লিখেছিলেন। তিনি স্বামী না লিখে লিখেছেন ‘প্রেমিক’। বস্তুত কবি তাঁর স্বামীকে প্রেমিক রূপেই দেখতে চেয়েছেন, আর সেই প্রেমিকের বৈশিষ্ট্য কী হওয়া চাই, কবিতা সেটা নিয়েই। আচ্ছা, প্রেমিককে স্বামী দ্বারা প্রতিস্থাপন করলে কেমন হয় দেখা যাক ;)


আমার স্বামীকে হতে হবে
সাধারণ মানুষ
দ্বিপদী, দ্বিহস্তী, অন্যদের স্বামী যেমন হয়
শ্যামলা, লম্বা, অবিন্যস্ত চুল, লোমশ বুক।
হ্যান্ডসাম, ফ্যাশনেবল না হলেও চলবে।
অধিকারী হতে হবে শিল্পিত একজোড়া চোখের
সেই চোখে সুন্দরী অপেক্ষা
সুন্দরকে দেখবার তৃষ্ণা থাকবে অশেষ।
পারফিউমের বদলে আমাকে গিফ্‌ট করবে
কবিতার বই।
ডেটিং-এর পরিবর্তে টেলিফোনে চলবে
বলা ও না বলার বিলাসী খেলা।
আমার প্রতি মনোযোগী নয় শুধু, উদাসীও হবে-
ঘৃণা করবে খুনির মতো
সম্মান করবে মানুষের মতো
ভালোবাসবে স্বার্থহীনের মতো।
হঠাৎ হঠাৎ সে আসবে জলোচ্ছ্বাসের মতো
স্বপ্ন থেকে উঠে আসা ঘুমন্ত পুরুষ হয়ে
বাঁধভাঙ্গা কষ্টের দরজা খুলে ধরে
অনুযোগী নারী আমি
চেয়ে থাকবো, চেয়ে থাকবো
পৃথিবীর শ্রেষ্ঠতম প্রেমিকের চোখে।

আমার স্বামীকে একটু অন্যরকম হতে হবে-
হতে হবে একজন শ্রেষ্ঠ প্রেমিক,
হতে হবে প্রেমের ঊর্ধ্বে উঠে যাবার ক্ষমতাশীল।

৩৪| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬

এহসান সাবির বলেছেন: আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,

খুব সুন্দর একটি অনুভবের কথা লিখেছেন -
" আমার স্ত্রীকে হতে হবে আমার মায়ের মতো।"


ভালো লাগা..

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ এহসা সাবির। শুভ কামনা।

৩৫| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৯

শ্রাবণধারা বলেছেন: আমার স্ত্রীকে এই হইতে হইবে সেই হইতে হইবে, আর আমি যেমন আছি তেমনি থাকবো।

মা মা - ই, তার কোন বিকল্প নাই। বউকে মার মত হতে হবে এটা আশা করা নিখাদ বেকুবি চিন্তা।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: থাক, আমার স্ত্রীকে কোনো কিছুই হতে হবে না, সে যেমন আছে তেমন থাকলেই হবে, আমিও আমার মতোই ;) হলো তো? ;) ;)

বেকুবি চিন্তাভাবনা কেন যে মাথায় আসে!!!!!!!!!!!!!!!

শুভ কামনা।

৩৬| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৯

শান্তির দেবদূত বলেছেন: "অনিচ্ছায় বাহুস্পর্শে বিদ্যুৎপৃষ্ট করে দেবে আমাকে;" -- ওয়াও! এই লাইনটা বুকের মধ্যে খচ করে বিধলো!
জটিল হইছে কিন্তু কবিতটা।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাইনটা ভালো লাগলো জেনে খুব খুশি হলাম প্রিয় লেখক শান্তির দেবদূত। অনেক ধন্যবাদ এবং শুভ কামনা।

৩৭| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: লেখোয়াড় বলেছেন:
আপনার স্ত্রীকে আমাদের শ্রদ্ধেয়া ভাবী হতে হবে।

অচেনা একটি মেয়েকে প্রেমিকা হতে হবে।
সে প্রেমিকাকে হাতে হবে স্ত্রীর মতো।
আর সেই স্ত্রীকে হতে হবে মায়ের মতো?


উপরে লেখোয়াড় ভাইয়ের মন্তব্য থেকে ধার নিতে হল! আপনার অসাধারন লেখায় উনি চমৎকার একটা মন্তব্য করেছেন!

আমারও তো এইরকম একটা কিছু লিখতে ইচ্ছে করতেসে আপনার লেখা পড়ে!

অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম সোনাবীজ ভাই!

আমাদের ভাবীকে হতে হবে রাধুনী - অমৃতে স্বাদের,
সময়ে অসময়ে যখনই যাব জ্বালাতে,
রেঁধে দেবে সযতনে যা খেতে চায় মন আমাদের!
!:#P !:#P

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমাদের ভাবীকে হতে হবে রাঁধুনি - অমৃত স্বাদের,
সময়ে অসময়ে যখনই যাব জ্বালাতে,
রেঁধে দেবে সযতনে যা খেতে চায় মন আমাদের
! !:#P !:#P

লেখোয়াড়ের কমেন্টের মতো আপনারটাও খুব জ্বালাময়ী ;) যেরকম লিখবার ইচ্ছে ছিল, তার চেয়েও তুখোড় কিছু লিখে ফেললেন যে ;) আরও দুর্দান্ত কিছু অচিরেই লিখে ফেলবেন এমন প্রত্যাশা থাকলো।

ধন্যবাদ ইফতি ভাই। শুভ কামনা।

৩৮| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

কুহক' বলেছেন: এতসব মন্তব্যের ভীড়ে কি বলবো বা বলা উটিৎ... মনে নাই।

সোহানী বলেছেন: গার্লফ্রেন্ড পাওয়া যায় কিন্তু স্ত্রী পাওয়া যায় না কারন আপনারা ছেলেরা গার্লফ্রেন্ড বউ হবার সাথে সাথে রাতারাতি তার ভিতর হাজারটা রুপ চান..... মায়ের মত রুপ, নানী/দাদীর মত ধৈর্যের রুপ, বোনের মত চঙ্চলা রুপ, বান্ধবীর মত প্রেমময়ী রুপ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজেদের রুপ বদলাবার কথা চিন্তা ও করেন না। গার্লফ্রেন্ড বদলিয়ে বউ হবে কিন্তু নিজে বদলিয়ে স্বামী হতে পারবেন না।....... হাহাহাহা
---কি বলবো গুছিয়ে রেখেছিলাম। এই মন্তব্য ঝামেলা করে ফেললো। সব ভুলে গেলাম।

তবু ভালো লাগা রেখে গেলাম।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ম্যাডাম সোহানী সব আশা তছনছ করে দিলেন যে!!!! ;) ;) ফলে যা বলতে চেয়েছিলেন সবই ভুলে গেলেন ;) ;)

তবু ভালো লাগা রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ।

৩৯| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: লেখোয়াড় কবি ভাইয়ের সাথে আমার কিছু কথার মিল থাকলেও বলছি না কারণ ৎঁৎঁৎঁ ভাই বলেছেন।
ছবিটি খুব সুন্দর সাথে লেখা আর গানগুলিও।
অনেক অনেক শুভকামনা সোনাবীজ; ।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রেম-ভালোবাসা-বিয়ে যাদের সাথে হয়, তারা কি সবাই আমাদের একান্নবতী পরিবারের মানুষ? এটা হয়, তবে এ সংখ্যা নগণ্য। যার সাথে হৃদ্যতা সৃষ্টি হয়, শুরুতে সে অচেনাই থাকে। ধীরে ধীরে দূরত্ব কমে আসে, ভালো লাগা, ভালোবাসা, প্রেম এবং হয়তো পরিশেষে বিয়ে ;) অর্থাৎ যখন প্রেম সংঘটিত হয়ে গেছে, তখন আর কেউ অচেনা থাকে না- তাকে দেখে মনে হয় হাজার বছর রয়েছে পরিচয় ;) কল্পনার মানসীকে যেভাবে চাই, তাকে সেরূপেই দেখতে সাধ হয়। কিন্তু ছেলে জীবনের শুরু থেকে যার সাহচার্য সবচেয়ে বেশি পায়, সে হলো তার মা। তার মায়ের মতো আদর্শ রমণী পৃথিবীতে আর কেউ নেই- ঠিক অনুরূপ আদর্শ রমণী যেন তার ঘরের স্ত্রীও হয়, আমার মনে এটা যে কোনো পুরুষেরই একান্ত কামনা।

আমার যা যা তোমার ভালো লাগে, তার প্রকাশ আমাকে আনন্দ দেয়। তুমি ভালো থাকো। শুভ কামনা।

৪০| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বন্ধুনি শব্দের সার্থক ব্যবহার দেখলাম। পড়লাম ''গলন্ত রোদ'' অসাধারণ উপমা।

কুক্কুটী শব্দটা দেখলে আমার এই লাইনটা মনে পড়ে--- কুক্কুটী আমাদের আশ্রিত ভালোবাসা!

এতোজন কবির নাম ব্যবহার করলে অথচ আমার নামটা নেই! :( :P

আমার কমেন্টের রিপ্লাইতে কিন্তু কবিতা চাই। :)

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ তাইতো, খুব লজ্জার কথা, এতো কবির নাম করলাম কিন্তু আপনার নাম মনে এলো না!!! কোথাকার কোন্‌ আলাউদ্দিন ভাইয়ের কথা মনে পড়লো, কিন্তু কবি আহমেদ আলাউদ্দিনের কথা বেমালুম ভুলে যাওয়ায় নিজের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি ;)

কবিতা হবে আপনার কমেন্টের রিপ্লাইয়ে, কিন্তু লেটেস্ট কবিতা অলরেডি ফেইসবুকে দেখেছেন ;) অনেক আগে লেখা কয়েক টুকরো নিচে ছড়িয়ে দিলাম ;)

***

তোর কথা



একটা চুমু দিই, ঘাড়ে?
দে, কিন্তু কেউ যেন না দেখে।

আমি ঘাড়ের এক বিঘত নিচে
প্রকাণ্ড এক কামড় দিলাম
তুই কুঁকড়ে উঠলি
তোর চোখে পানি, টলটলে

কয়েকটি দাঁতফোটা লালচিহ্ন
তোর পিঠে, পটের চাঁদ কিংবা সূর্য।



এবার এসে
তুই চুমু খাবি না পাখি
আরও জোরে, খুব জোরে
আরেকটা কামড় দিবি
পিঠের সেই দাগটায়
তারপর
তুই ফিরে যাবি
আমি একটা দগদগে ক্ষতের
ব্যথা নিয়ে বহুদিন কাঁদবো

তোকে ভেবে।



ভীষণ বাঁধা দিই
তবু চাই, ক্যাবের ভেতর
বাসে
সিএনজিতে, রিকশায়
লিফটে
রেস্টুরেন্টে
অন্ধকারে
একটু একা হলে
কিংবা হাজার ভিড়ে
যখন তখন
অবশ্যই
গোপনে
খুব সাবধানে
হাত রাখবি বুকে।

৪১| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমরা সবাই হতে চাই, হওয়াতে চাই। হতে দেই খুব কম। সেটা দোষ না গুণ সন্দেহ থাকলেও, মোটেই মারাত্মক গুণ বা দারুণ ভুল নয়- সেটা নিশ্চিত!

কবিতায় মুগ্ধতা রইল, প্রিয় সোনাবীজ। শুভেচ্ছা।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন প্রোফেসর সাহেব। সেটা দোষ না গুণ সন্দেহ থাকলেও, মোটেই মারাত্মক গুণ বা দারুণ ভুল নয়- সেটা নিশ্চিত! একমত।

অনেক ধন্যবাদ এবং শুভ কামনা থাকলো প্রিয় লেখক।

৪২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

আশমএরশাদ বলেছেন: সুন্দর কথা মালার ভেতরে স্বার্থবাদীতা প্রকট। আমার দাবী মেনে নাও মানতে হবে টাইপের। এখানে স্ত্রীর তার নিজস্বতার কথাটি কই!! সে তার স্বভাবজাত হোক চাপিয়ে দেয়া বা আরোপিত না হোক।
বাট রাইটিং ভেরী গুড়

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে-কোনো চাওয়াই কোনো না কোনোভাবে স্বার্থবাদিতার পর্যায়ে পড়ে ;) নিঃস্বার্থ মানুষ কোনোদিন কিছু চায় না। আমি ওরকম নিঃস্বার্থ মহামানব নই। মানবিক দোষ ও গুণ সম্পন্ন একজন সাধারণ মানুষ মাত্র। আমার মধ্যে অনেক চাওয়ার সমাহার থাকবে। তেমনি আমার স্ত্রী কী রূপ হবে একটা চাওয়া মাত্র। আপনার সন্তান কেমন হলে আপনার ভালো লাগবে? আপনার বাবা, ভাই-বোন, কিংবা আপনার খুব কাছের একজন মানুষ কী রূপ হলে আপনার অনেক ভালো লাগবে বা মনোবাঞ্ছা পূর্ণ হবে, তা নিশ্চয়ই ভেবেছেন। স্ত্রী কেমন হবে তা নিয়েই বোধ হয় পুরুষ মানুষ সবচেয়ে বেশি ভাবে, তেমনি মেয়েরা ভাবে তার ভবিষ্যত স্বামীর ব্যাপারে। এই চাওয়াটা সব সময়ই নিজের আনুকূল্যের সহায়ক হয়ে থাকে। আমি যা চাই, স্ত্রীর ভেতর স্বভাবগতভাবেই যেন এই গুণের সমষ্টি বিদ্যমান থাকে, এ পোস্টের মর্মার্থ সেটাই।

ধন্যবাদ আশমএরশাদ। শুভ কামনা।

৪৩| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটা ভালো হইছে তয় কিছু জায়গায় কিছুটা একপেশে হয়ে গেছে।

-------------------------

যেমন -

সে তাদের তিনবেলা খাবার বেড়ে দিবে -

আমার স্ত্রীকে ভালোবাসতে হবে নজরুল আর সম্রাট করিমের গান-

আমার স্ত্রীকে কবিতা ভালোবাসতে হবে -


১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখাটা আসলেই একপেশে হয়েছে মাসুম ভাই। এ ঘাটতি পূরণ করার একটা পথ ছিল, স্ত্রীর প্রতি আমার আচরণ কেমন হবে, বা সংসারে আমার ভূমিকা কী রকম হবে তার যদি কিছু আলোকপাত থাকতো। কিন্তু এ প্রসঙ্গে ভিন্ন কবিতা সৃষ্টিরও সুযোগ আছে ;) হয়তো এরকম লিখতাম- আমি সন্তানদের ইশকুলে নিয়ে যাচ্ছি, গোসল করিয়ে দিচ্ছি, ওদের নিয়ে মাঠে খেলাধূলা করছি, বাসায় পড়াচ্ছি, ইত্যাদি। স্ত্রীকে গীটার বাজিয়ে শোনাচ্ছি, গান গেয়ে শোনাচ্ছি, তাকে অন্তরঙ্গ দুপুর উপহার দিচ্ছি, তাকে দিচ্ছি সম্পূর্ণ স্বাধীনতা এ সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য- সে যা যা চায়, সবই হয়ে যায়- আমার সমগ্র সত্তা তার হাতের মুঠোয়। কবিতার পরিধি তাহলে বক্তব্যকে অতিক্রম করে অন্যদিকে মোড় নিত। তবে এ নিয়ে যে এর আগে লিখি নি তা নয়, লেখা হয়েছে।

ধন্যবাদ মাসুম আহমদ ভাই। ভালো থাকুন।

৪৪| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

শিপু ভাই বলেছেন:
এই আশ পূরণ হয় না সবার!!! :(

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবার না হোক, শিপু ভাইয়ের যেন এ আশা পূরণ হয়- প্রার্থনা থাকলো।

শুভ কামনা।

৪৫| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫

এম মশিউর বলেছেন: প্রিয় সোনাবীজ ভাই,
আপনাকে প্রশ্ন করে অনেক কিছু শেখা যায়। এরপর এসে বারে বারে বিরক্ত করে যাবো। :)

আচ্ছা, সবাই দেখি অপরিচিতদেরই প্রেমের প্রস্তাব দিয়ে বসে। প্রস্তাব দেওয়ার পরেই না তারা পরিচিত হয়! ভাবের সৃষ্টি হয়! ;)

বর্তমানের প্রেমগুলো আর স্বর্গ থেকে আসে না। এগুলোসব মেকি; লোক দেখানো! :P

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ ভালোই বলেছেন।

অপরিচিতদেরকে প্রস্তাব দেয়ার আগে সতর্ক হওয়া খুব জরুরি ;) প্রতিক্রিয়া ভয়ানক হতে পারে ;) আর জনে জনে প্রস্তাব বিতরণ করাও কিন্তু খুব ভালো কথা নয় ;) সবগুলো প্রস্তাব গৃহীত হয়ে গেলে তখন কিন্তু টানাটানি শুরু হয়ে যাবে, সে এক ভয়াবহ পরিস্থিতি- শুধু কল্পনাই করা যাচ্ছে, সমাধান নেই ;)

প্রেম চিরকালই স্বর্গীয়। তবে লুলুমি স্বর্গীয় নয় কিন্তু ;)

আবারও ধন্যবাদ মশিউর ভাই।

৪৬| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০১

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: অনেক ভালো লাগলো,শুভ কামনা! ঃ)ঃ)ঃ)

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ রক্তভীতু ভ্যাম্পায়ার। আপনার জন্যও শুভ কামনা।

৪৭| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

মোঃ ইসহাক খান বলেছেন: অল্প কথা, কিন্তু সুন্দর শব্দচয়ন। ভালোলাগা জানবেন।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ইসহাক ভাই। শুভেচ্ছা জানবেন।

৪৮| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

হারকিউলিস বলেছেন: ৯০ বা ৮০ দশকের চিন্তা কৈরা লাভ নাই। জাইগ্যা জাইগ্যা স্বপ্ন দেখা যাইবো মাগার এরাম বউ আর এই যুগে পাওয়া যাইবো না।
=p~ =p~

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহা খুব মজার কথা বলেছেন হারকিউলিস ;) জেগে জেগে স্বপ্ন দেখে অন্তত কল্পনার রোমান্সটুকু তো পাওয়া যাবে!! ;)

ধন্যবাদ।

৪৯| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

ভাইটামিন বদি বলেছেন: আমার মতোন এক অকাব্যিক (!) কাষ্ঠং শুষ্কং টাইপ বান্দাও আপনার কবিতায় ভয়াবহ রকম মুগ্ধ :):):)
মনে পড়ে কেমন বউ চাই এর জবাবে কবে যেন একবার বলছিলাম - 'বউ হতে হবে এমন যাতে বাইর থেকে রেগে মেগে বাসায় এসে বউ এর হাসিমাখা মুখ দেখেই যেন মনে হয় এইমাত্র টলটলে পানির গভীর কোন পুকুর থেকে ডুব দিয়ে উঠলাম'।

১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
'বউ হতে হবে এমন যাতে বাইর থেকে রেগে মেগে বাসায় এসে বউ এর হাসিমাখা মুখ দেখেই যেন মনে হয় এইমাত্র টলটলে পানির গভীর কোন পুকুর থেকে ডুব দিয়ে উঠলাম'। বদি ভাই, ভয়াবহ কবিতাটা দেখি আপনিই বলে ফেললেন!!!! চমৎকার বলেছিলেন কিন্তু। সবার মনেই বোধ হয় এমন একটা ‘বউ’ বাস করে ;)

ধন্যবাদ বদি ভাই>

৫০| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৬

সায়েম মুন বলেছেন: স্ত্রী কারো মত হতে যাবে কেন। সে নিজের মতই হলে তো হলো। :P
কবিতা সোন্দর হৈছে। যেরুপ সোন্দর প্রেয়সীরা। #:-S

১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্ত্রীর নিজের মতো হওয়াটা কেমন, একটু বুঝিয়ে বলুন দেখি প্রিয় কবি ;)

৫১| ১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

বোকামন বলেছেন:
‘হতে হবে’ দ্বারা আমি Required qualifications বুঝিয়েছি

বোকামন সে বড় বোকা আর মূর্খ
বুঝে কম কম ...

আমি বলতে চেয়েছিলুম “শর্ত কেন জুড়ে দেওয়া”

অবশ্য হতেই পারে ভালোবাসার অধিকার ! হা হা :-)

ভালো থা্কা হোকা ।।

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় বোকামনকে আরেকবার পেয়ে খুব আহ্লাদিত বোধ করছি।

আসলে ব্যাপারটা ‘শর্ত জুড়ে দেয়া’ নয়। এটা একটা কল্পনা মাত্র। এ কল্পনায় বাস্তবভিত্তিক চিন্তার সাথে রোমান্টিসিজমের মিশ্রণ রয়েছে। একটা ছেলে বিয়ের আগে নিশ্চয়ই কল্পনা করে তার হবু স্ত্রী কেমন হবে, তেমনি একটা মেয়েও এমনভাবে ভাবে। এ কবিতাটা এমন ভাবনা থেকেই উৎসারিত।

আরেকবার ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বোকামনকে। শুভ কামনা।

৫২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩

রাইসুল নয়ন বলেছেন:








হাসেন,হাসতে থাকেন!!!
মনে সুখ থাকলে চৈত্র মাসেও শীত লাগে(পরিমাণমত), আর না থাকলে মাঘ মাসেও শরীর ঘামে :)


আজকে পূর্ববর্তী মন্তব্যের উত্তর পড়তে এসে লেখাটাও পড়লাম আবার।।

ভাবী আপনার মনের মত তা লেখা পড়ে ধরে নিয়েছি।।

কিন্তু ভাই আমাদের কি হবে??
এমন রমণী কই পাবো?

সে স্টার জলসা,প্লাস,জি বাংলা,৯এক্স এম(এই কয়টার নাম জানি)
এগুলা কখন দেখবে?
আজকালকার জামানার(মেক্সিমাম) রমণীরা ফাঁদ বোঝে ঘুঘু চেনে না।।

তারপরও অতি উৎসাহী হয়ে জাদুঘরে খোঁজ নিয়ে জানলাম লেখায় বর্ণিত রমণী যারা আছে তাগো সবাইরে বড় ভাই'রা বিয়া কইরালাইছে :( :(
এখন সংগ্রহে যা আছে সব চুলে রং করা হাই ডুড,হ্যালো টাইপের জিন্স টি শার্ট পড়া রমণী,আস-সালামু আলাইকুম বোঝেনা :( :(



পৃথিবীর সকল প্রাণী সুখী হোক,শান্তি লাভ করুক।।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ আপনার কমেন্ট সত্যিই নির্ভেজাল আনন্দদায়ক ও চরম মজার। আপনি নিজেও লোকটা খুব মজার তা বোঝা যায়। এমন লোক আমার খুব প্রিয়। কিন্তু আফসোস, আমার শালীরা আর কয়েক বছর পর নানি হতে যাচ্ছে ;)

সময়ের সাথে সাথে মন ও মেজাজ এবং চাহিদা বদলায়; আবার সমসাময়িক কালেও জনে জনে পছন্দাপছন্দ ভিন্নতর হয়;) কেউ কেউ হয়তো এরকম লিখবেনঃ


আমার স্ত্রীর গায়ের রঙ দুধে-আলতা সাদা, চুলের রঙ মেহেদি-লাল হতে হবে
টাইট-ফিট জিন্‌স আর টপস পরে
সে আমার বুকের উপর দিয়ে চিকন হাই-হিলে হাঁটবে
তার মগজে গিজগিজ করবে স্টার-জলসা অথবা স্টার-প্লাসের সিরিয়ালের কাহিনি
রাতে বিছানায় শুয়ে এসব গল্পে আমাকে সে মাতোয়ারা করে দেবে


;) ;) ;)


ভালো থাকুন নয়ন ভাই।

৫৩| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

খেয়া ঘাট বলেছেন: আমার স্ত্রীকে হতে হবে আমার মায়ের মতো।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ খেয়া ঘাট।

৫৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৩

ডট কম ০০৯ বলেছেন: সব খালি ভাবী ই হবে আপ্নে কি হইবেন সেইটা বলেন? B-)

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি কী হলে তিনার ভালো লাগবে এটা তিনি বললেই কি ভালো হয় না? ;) ;)

৫৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৩

গোর্কি বলেছেন:
মানুষের একটা বিশেষ দিক আছে যেখানে নিজস্ব বিষয়বুদ্ধি নিয়ে সে আপন সিদ্ধি খোঁজে। ছেলেবেলা থেকেই সনাতনী ব্যাপারগুলো দেখে আসছি তাই এগুলো আমার কাছে অভাবনীয় নয়। যা অভাবনীয় নয় তা নিয়ে ভাবনা করি না। পরিবার সমেত ঈদ কাটুক অনাবিল আনন্দে।

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ম্যাক্সিম গোর্কি মূল্যবান মন্তব্যের জন্য। আপনাদের সময়ও খুব আনন্দে কাটুক। শুভ কামনা।

৫৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১

ইনকগনিটো বলেছেন: আপনার পোস্ট টা নোটিশ আকারে টাঙাবো ভাবতেসি B-) B-) B-)


কবিতাটা চমৎকার হইছে।

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ খুব মজার কথা বললেন কবি ;) ‘চমৎকার’ কমেন্টের জন্য অনেক ধন্যবাদ এবং শুভ কামনা।

৫৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৭

রাইসুল নয়ন বলেছেন:

হাসতেই আছি,হাসতেই আছি,!!

আপনার কথাই ঠিক কবি,সময় বদলাবে!!!

তখন হয়তো এই আইটেমের খোঁজ জাদুঘর কমিটি চিড়িয়াখানা কমিটির কাছে হস্তান্তর করবে :) :)


তার মগজে গিজগিজ করবে স্টার-জলসা অথবা স্টার-প্লাসের সিরিয়ালের কাহিনি
রাতে বিছানায় শুয়ে এসব গল্পে আমাকে সে মাতোয়ারা করে দেবে-

মাতোয়ারা হয়ে আবেগি আমি তাহাকে উপুড় করিয়া
হুপ্পুর হাপ্পুর কিল মাড়িয়া নিদ্রা দেবের চরনে যাবো।।



:) :) :)


আপনিও ভালো থাকুন শ্রদ্ধেয় কবি।

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ আপনার ২ লাইন সাংঘাতিক হয়েছে কিন্তু =p~ =p~ =p~ =p~ =p~ =p~

এবার নিন নতুন আরও ৪ লাইন, তবে ভিন্নতর ;)



কবিতা ও নারী

কবিতারা লাবণ্যময়ী নারী
অথবা নারীরা দুর্বোধ্য কবিতার মতো
এদের বোঝা যায় খুব সামান্য
পুরোটাই রহস্যাবৃত ভাবের অন্তর্গত

৫৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫

রাইসুল নয়ন বলেছেন:









কবিতারা বিধাতার দয়াস্নাত যন্ত্রণা
অথবা যন্ত্রণারা জন্মে কবিতা হয়ে
এদের অসামান্য মূল্যায়ণ অসম্ভব
পুরোটাই ভ্রম কিংবা সরল জ্যোৎস্না



(বিরক্ত হইয়েন না ভাই,জানেনইতো আমি কত কম জানি)

আমার লেখার মান নিম্নমানের জেনেই আমি লিখি কারণ আকাশ ভেদের ইচ্ছা তো সবারই হয় পাতাল ভেদে কজন রাজি?

কিছু লিখলেই যদি কবিতার মত করে পড়া যায় লিখতে ক্ষতি কি?
কবিতা সন্তানের মত।।
তাই বলবনা ওসব(যা আমি লিখি)পাঠের অযোগ্য।।


হয়তো কখনও "সামুতে এ যাবৎ পোস্টকৃত নিম্নমানের কবিতা সমূহ" শিরোনামে কোন শ্রদ্ধেয় ব্লগার পোস্ট দেবে যার সব কবিতাই আমার!!


আপনাকে বহুত জ্বালাইলাম ভাই,ভালো থাকবেন।।





আমার বন্ধু মুশফিক গতকাল রাতে ফোনে বার্তা পাঠাইছে-

ওরা সমালোচনা করে,
আমার কবিতায় নারীর শরীর দেখা যায় বলে।
বলি,যেদিন কবির চোখ নারীর শরীর খুজবেনা,
সেদিন আর কবিতা সৃষ্টি হবেনা।

১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হয়তো কখনও "সামুতে এ যাবৎ পোস্টকৃত নিম্নমানের কবিতা সমূহ" শিরোনামে কোন শ্রদ্ধেয় ব্লগার পোস্ট দেবে যার সব কবিতাই আমার!! না না না - এভাবে বলবেন না, কষ্ট লাগে। যাকে ভালো লাগে, তার সবকিছুই ভালো লাগে। যেদিন আমাকে আপনার ভালো লাগবে না, সেদিন আমার কিছুই ভালো লাগবে না। তেমনি অপরের বেলায় আমার মনোভাবও এমন হওয়া স্বাভাবিক।

আপনার বন্ধু মুশফিক তো চমৎকার বার্তা পাঠিয়েছেন, কবিতা হয়ে গেছে ;)

আপনার কবিতাটাও দারুণ হয়েছে।

শুভেচ্ছা থাকলো।

৫৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৯

রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর অনেক
++++++

১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী কন্যা। ইদের শুভেচ্ছা থাকলো।

৬০| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১১

রাইসুল নয়ন বলেছেন:



আপনারটা দেখে দেখে লিখেছি,
দারুণ হলে সে দ্বায়ভার আপনার,কবি!

আরও লিখবো এক দোস্ত ফোন দিয়া ডাকে :(

খবরের বাকী অংশ সংবাদের পরে!!!



বিরক্ত হইয়েন না :)

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমারটা দেখে লিখে আপনি বাংলা একাডেমী পুরস্কার পেলে আপনার চেয়ে আমি বেশি খুশি হবো ;) আপনার হাতে সোনা ফলুক- কামনা।

৬১| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২

শাহেদ খান বলেছেন: দারুণ !

প্যারোডি না, চমৎকার একটা সতন্ত্র কবিতাই হয়েছে এটি। যে লেখায় অনেকের ইচ্ছেগুলো এমনভাবে প্রকাশিত থাকে - সেটা তো কবিতা হিসেবে অবশ্যই উত্তীর্ণ !

মানুষের 'চাওয়া'গুলো হল মানসিকতার প্রতিফলন, আর 'পাওয়া' হল বাস্তবতা'র। গভীর মমতায় এঁকেছেন অনেকের মানসিকতার প্রতিবিম্ব'টা।

শুভেচ্ছা, খলিল ভাই। সবসময়ের জন্য।

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
যে লেখায় অনেকের ইচ্ছেগুলো এমনভাবে প্রকাশিত থাকে - সেটা তো কবিতা হিসেবে অবশ্যই উত্তীর্ণ!

মানুষের 'চাওয়া'গুলো হল মানসিকতার প্রতিফলন, আর 'পাওয়া' হল বাস্তবতা'র। গভীর মমতায় এঁকেছেন অনেকের মানসিকতার প্রতিবিম্ব'টা।


এমন তাৎপর্য কথায় বুক ভরে যায়। অনেক ধন্যবাদ প্রিয় কবি। ভালো থাকুন।

৬২| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১

রাইসুল নয়ন বলেছেন:





আমীন।।

আপনার হাতে যা ফলতেছে তা আমার দৃষ্টিতে রত্ন।।

ভালো থাকুন কবি।।

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
;) ;) ;)


ধন্যবাদ রাইসুল নয়ন ভাই। আশা করি ইদ ভালো কেটেছে। শুভেচ্ছা।

৬৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৭

ভিয়েনাস বলেছেন: এক ভাবী এতো জন কেমন করে হবে ভাইজান ??

নিজের চাওয়াগুলো সুন্দরভাবে বর্ননা করেছেন। আশা করছি পেয়েও গেছে । আমাদের ভাবী ঠিক হয়তো এই কবিতার মতোই :)

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমাদের ভাবী ঠিক হয়তো এই কবিতার মতোই। চমৎকার এ্যাসেসমেন্টের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।


শুভেচ্ছা।

৬৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

তাসজিদ বলেছেন: মায়ের সাথে স্ত্রীকে তুলনা না করাই ভাল।

আপনার মা আপনার জন্য যে sacrifice করবে আপনার স্ত্রী আপনার সন্তানের জন্য সেরকম sacrifice করবে তা আশা না করাই ভাল।

কারণ প্রত্যেক মানুষ ভিন্ন, ভিন্ন তাদের চিন্তা ভাবনা ।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আপনার মা আপনার জন্য যে sacrifice করবে আপনার স্ত্রী আপনার সন্তানের জন্য সেরকম sacrifice করবে তা আশা না করাই ভাল।
কথাটা মনে হয় ঠিক বলেন নি। যে-কোনো সন্তানের জন্য যে-কোনো মায়ের স্যাক্রিফাইস একই রকম। এটা সার্বজনীন। তবে, আমার জন্য আমার মা যা করেছেন, আমার স্ত্রী সেরকম করবে তা আশা করা ভুল।

কিন্তু লক্ষ করুন, এখানে সংসারের প্রতি স্ত্রীর কিছু ভূমিকার কথা বলা হয়েছে, আবার কিছু রোমান্টিক ফ্যান্টাসির কথাও বলা হয়েছে। আপনার কমেন্টের লাস্ট লাইনটাই যদি ধরি, তাহলে বলতে পারেন, স্ত্রীকে নিয়ে আমার ভাবনাটা এরকম। আমার মা যেভাবে একটা সংসারকে অটুট বন্ধনে গড়ে নিয়েছিলেন, আমার স্ত্রীও আমার সংসারটা যেন সেভাবে গড়ে তোলে- এটাই বোঝাতে চেয়েছি।

ধন্যবাদ তাসজিদ ভাই। ভালো থাকুন।

৬৫| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৩

কয়েস সামী বলেছেন: আমি সম্প্রতি আমাদের শহর থেকে ছোট্ট একটা পত্রিকা সম্পাদনা শুরু করেছি। এ কবিতাটা আমার খুব পছন্দের একটা কবিতা। এটা আমার পত্রিকায় ছাপতে চাই। আপনার অনুমতি পাব কি?

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা তো আমার জন্য অনেক গৌরবের। সানন্দে সম্মত হলাম ;)

লেখকের নাম হবে- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ;)

আর দয়া করে পোস্টের ছবিটা ছাপাবেন না ;)


পত্রিকার জন্য অনেক শুভ কামনা থাকলো।

৬৬| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ কবি। পত্রিকা প্রকাশিত হবার পর পাঠিয়ে দেব আপনার ঠিকানায়।

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার।

৬৭| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৭:১০

অন্ধকার ছায়াপথ বলেছেন: আমারটা পুরাই পাগলী....

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনিই তাকে পাগলি বানাইছেন :)

৬৮| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১২

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।অনেক ভাল লাগল ভাইয়া।

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।

৬৯| ০৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৫৩

খায়রুল আহসান বলেছেন: তাঁর লাল টুকটুকে ঠোঁটে ঝুলে আছে অমরাবতীর হাসি- সেখানে একটুও দুঃখ নেই,
ছিল না কোনোদিন, সতত-দুঃখের ভেতর থেকেই ঝরে পড়ে অবিরাম সুখ
- খুব ভাল লেগেছে কবিতার এ দুটো চরণ।
আমরাও ডেটিঙে যাবো --- এবং এর পরের কথাগুলোও দারুণ হয়েছে!

০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ স্যার। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.