নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
সব সংকেতের মানে বোঝো তুমি
বোঝো তুমি সব কবিতার ভাষা;
পাহাড়ের বুক খুঁড়ে বের করো
পাথরের বুকে কোন্ জিজ্ঞাসা।
যদি তুমি সত্যিই একদা ভালোবেসেছিলে- ঝাঁকে ঝাঁকে কবিতারা উড়ে এসে সে প্রেমের সাক্ষ্য দেয় যদি, যদি তোমার অপ্রতিভ ঠোঁটজোড়া কেঁপে ওঠে সমূলক বিস্রুতির দাহে, সে লজ্জা আমার। অনসূয়া মেয়ে, প্রেমের শর্তে হৃদয় বিকিয়েছিলে।
মন এক দুর্বোধ্যতম কবিতা, প্রেম তার নিভৃত পথচারী।
যে-কথার আজও ধরতে পারি নি মানে,
তুমি তা পড়ো স্বচ্ছ জলের মতো;
যা কিছু লিখেছি তোমার প্রেমের নামে
একটিও যদি সত্যি-কবিতা হতো!
যেদিন তুমি কবিতা পড়ো না, আমি পিপাসায় মরে যাই। ক্ষুধার্ত অক্ষরগুলো তোমার স্পর্শের অপেক্ষায় থেকে থেকে শুকিয়ে কাঠ হয়। আমি মরে যাই।
তুমি ভয় পেয়ো না, মেয়ে; যে কবিতার অর্থ মুহূর্তেই ধরে ফেলা যায়, তা ছিঁড়ে ফেলেছি। আর জানো তো, যে-কবিতার কোনো মানে থাকে না, কিংবা যা তুমি বোঝো না- তাকেই বলে শ্রেষ্ঠ কবিতা। ভূরি ভূরি শ্রেষ্ঠ কবিতা লিখেছেন আমাদের হিরন্ময় প্রেমিকেরা, একজন অ-কবি প্রেমহীন চলে গেলে কী ক্ষতি পৃথিবীর?
তুমি বোঝো না এমন কোনো কবিতা নেই। আমি আজও কোনো কবিতা লিখি নি।
২১ অক্টোবর ২০১৩
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাহতাব ভাই।
২| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: " আর জানো তো, যে-কবিতার কোনো মানে থাকে না, কিংবা যা তুমি বোঝো না- তাকেই বলে শ্রেষ্ঠ কবিতা। ভূরি ভূরি শ্রেষ্ঠ কবিতা লিখেছেন আমাদের হিরন্ময় প্রেমিকেরা, একজন অ-কবি প্রেমহীন চলে গেলে কী ক্ষতি পৃথিবীর? "
Nice.....
+++++
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
এরিস বলেছেন: কিংবা যা তুমি বোঝো না- তাকেই বলে শ্রেষ্ঠ কবিতা।
মনে হয় এজন্যেই বুঝিনি!!
তুমি বোঝো না এমন কোনো কবিতা নেই।
হুম। আজো তাই শ্রেষ্ঠ কবিতাটি লেখা হয়নি!!!
ভাললাগা জানবেন।
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্টের সারাংশ তুলে ধরলেন দেখি! ব্রিলিয়ান্ট!
এতোদিন কোথায় ছিলেন? যতদূর মনে করতে পারি পরীক্ষার জন্য ব্লগ থেকে দূরে গিয়েছিলেন। যে কারণেই হোক, প্রত্যাবর্তনে খুশি হলাম। আশা করি এক্সাম ভালো হয়েছে, এবং এখন নিয়মিত ব্লগে দেখবো
এরিসের জন্য শুভ কামনা।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩
তওসীফ সাদাত বলেছেন: ভালো লেগেছে।
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তওসীফ সাদাত রাতুল ভাই
৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৫
সোনালী ডানার চিল বলেছেন:
যেদিন তুমি কবিতা পড়ো না, আমি পিপাসায় মরে যাই।
সব কবির ভাবনায় এমন!!
চমৎকার প্রকাশ। খুব অনায়স ভঙ্গিতে দারুন কবিতা পড়া হল।
শুভকামনা রইল।।
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
যেদিন তুমি কবিতা পড়ো না, আমি পিপাসায় মরে যাই।
এটাই বুক জুড়ে নিজ্ঝুম তোলপাড়। আকুলতা ধরতে পেরেছেন দেখে খুব আপ্লুত বোধ করছি। ধন্যবাদ কবি। ভালো থাকুন।
৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬
মামুন রশিদ বলেছেন: একজন অ-কবি প্রেমহীন চলে গেলে কী ক্ষতি পৃথিবীর?
খুব সুন্দর লিখেছেন সোনাবীজ ভাই ।
++
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তাই তো, একজন অ-কবি প্রেমহীন চলে গেলে কী ক্ষতি পৃথিবীর? ভূরি ভূরি শ্রেষ্ঠ কবিতা লিখবার জন্য আমাদের হিরন্ময় প্রেমিকেরা দিনের পর দিন নিজেকে বিলিয়ে দিচ্ছেন!
এ অংশটা লিখবার সময় বার বার মনে হচ্ছিল, এমন কিছু কথা কোনো এক জ্বালাময়ী কবি অনেক আগেই বলেছিলেন। কিন্তু লাইনগুলো খুঁজে পাচ্ছিলাম না। এখন আপনার কমেন্টের রিপ্লাই লিখবার সময় সেটি হুট করেই মনে পড়ে গেলো।
***
কী যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?
হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু!
বন্ধু! তোমরা দিলে না ক’ দাম,
রাজ-সরকার রেখেছেন নাম!
যাহা কিছু লিখি অমূল্য বলে অ-মূল্যে নেন! আর কিছু
শুনেছ কি, হুঁ হুঁ, ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু?
বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ-জ্বালা এই বুকে!
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।
রক্ত ঝরাতে পারি না তো একা,
তাই লিখে যাই এ রক্ত-লেখা,
বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু, বড় দুখে!
অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছো সুখে!
পরোয়া করি না, বাঁচি বা না-বাঁচি যুগের হুজুগ কেটে গেলে,
মাথায় উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে।
প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!
- আমার কৈফিয়ত, নজরুল
***
ধন্যবাদ মামুন ভাই। ভালো থাকুন।
৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৫
সপন সআথই বলেছেন: চমৎকার দারুন লিখেছেন
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভাই।
আমার মনে হয়, আপনার নিকনেইমটি স্বপ্নসাথি বা স্বপ্নসাথী করতে চেয়েছিলেন। মডারেটর বরাবর আবেদন করে ঠিক করে নিতে পারেন।
আর যদি ইচ্ছে করেই এটা রেখে থাকেন, তাহলে কোনো কথা নেই সপন ভাই।
শুভ কামনা।
৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা নিয়ে মুগ্ধকরা কবিতা।
অদ্ভূত ভালোলাগা কাজ করলো এই কবিতায়।
ধন্যবাদ কবি, এই কবিতার জন্য।
শুভকামনা ও।
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আশরাফুল ভাই। আপনার নিয়মিত উপস্থিতি আমার বড় প্রাপ্তি।
শুভ কামনা।
৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১
নেক্সাস বলেছেন: যদি তুমি সত্যিই একদা ভালোবেসেছিলে- ঝাঁকে ঝাঁকে কবিতারা উড়ে এসে সে প্রেমের সাক্ষ্য দেয় যদি, যদি তোমার অপ্রতিভ ঠোঁটজোড়া কেঁপে ওঠে সমূলক বিস্রুতির দাহে, সে লজ্জা আমার। অনসূয়া মেয়ে, প্রেমের শর্তে হৃদয় বিকিয়েছিলে
স্যালুট বস
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি নেক্সাস।
‘বস’ সম্বোধনে এতো লজ্জা পেলুম যে লুকোবার জায়গা পাচ্ছি না
১০| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
রাবেয়া রব্বানি বলেছেন: সব কবি সব প্রেমিকের ভাষা হয়েছে কবিতাটি
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ কমপ্লিমেন্ট! ধন্যবাদ আপু।
১১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
ভারসাম্য বলেছেন: একজন অ-কবি প্রেমহীন চলে গেলে কোন ক্ষতি নেই।
একজন প্রেমিক কবি হয়ে গেলে ক্ষতি অনেক।
একজন কবির প্রেমে কেউ না পড়লে তার কাব্য অর্থহীন।
যদিও ব্যর্থ প্রেমিকই কবিতায় সবচে সফল, নিজে পায় না সে কবিতার ফল।
কবিরা আর প্রেমহারা না হোক। কবির প্রেমে পড়ে কবিতার মৃত্যুঘন্টা বাজাক কোন সফল প্রেমিকা।
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের ১ম তিন লাইনে তো যুগান্তকারী সমীকরণ জুড়ে দিলেন অভি ভাই মাঝখানের কথাটিই সঠিক। কিন্তু আপনার লাস্ট লাইনের কামনা পূর্ণ হলে দুনিয়া ছেয়ে যাবে প্রেমিকায়, সেই সাথে বাজতে থাকবে কবিতার মৃত্যুঘণ্টা
যাই হোক, আপনি যা চান, তাই যেন হয়
শুভ কামনা।
১২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮
শাপলা নেফারতিথী বলেছেন: মন এক দুর্বোধ্যতম কবিতা !!
আসলেই তো!
অনেক ভালো লাগা রইলো কবিতায়..
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভ কামনা শাপলা নেফারতিথী।
১৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯
বৃতি বলেছেন: কবির অতৃপ্তি চিরকালীন । চমৎকার লাগলো ।
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবির অতৃপ্তি চিরকালীন- একমত আপু। এই অতৃপ্তির দহন থেকেই নবতর সৃষ্টির উন্মেষ দেখা যায়।
আমার বেলায় আরেকটা ব্যাপার ঘটে। অনেক পরিশ্রম করে একটা লেখা লিখবার পর প্রাণ ভরে যায়- তখন মনে হয় এটাই আমার সেরা সৃষ্টি। যেমন এই মুহূর্তে আমার এ লেখাটাকেই সেরা লেখা মনে হচ্ছে। বিড়ম্বনা হলো, যতই দিন যায়, পুরোনো লেখাগুলো পড়ি, সেই-প্রাণ-ভরে যাওয়া লেখাগুলোকেই আবার মনে হতে থাকে- এ দেখি কিছুই হয় নি। এটাও একটা অতৃপ্তি।
ভালো থাকুন আপু।
১৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২
এহসান সাবির বলেছেন: যেদিন তুমি কবিতা পড়ো না, আমি পিপাসায় মরে যাই। ক্ষুধার্ত অক্ষরগুলো তোমার স্পর্শের অপেক্ষায় থেকে থেকে শুকিয়ে কাঠ হয়। আমি মরে যাই.......
দারুন..
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এহসান ভাই। আমার প্রিয় লাইনগুলো- উদ্ধৃত হতে দেখলেই আরেকবার পড়ে নিই। ভালো লাগে।
শুভ কামনা।
১৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার তো।
বিশেষ করে শেষের ক'টি লাইন।
অনেক ভালোলাগা।
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ইসহাক ভাই। শুভেচ্ছা।
১৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: যে-কথার আজও ধরতে পারি নি মানে,
তুমি তা পড়ো স্বচ্ছ জলের মতো;
যা কিছু লিখেছি তোমার প্রেমের নামে
একটিও যদি সত্যি-কবিতা হতো!
সহমত সুপ্রিয় কবি
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। কেমন আছেন?
১৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মন এক দুর্বোধ্যতম কবিতা, প্রেম তার নিভৃত পথচারী।
দারুণ
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ব্লগার কাণ্ডারি। শুভ কামনা।
১৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এই লাইন গুলো পড়তে বেশি ভালো লেগেছে ভাইয়া
যেদিন তুমি কবিতা পড়ো না, আমি পিপাসায় মরে যাই। ক্ষুধার্ত অক্ষরগুলো তোমার স্পর্শের অপেক্ষায় থেকে থেকে শুকিয়ে কাঠ হয়। আমি মরে যাই।
তুমি ভয় পেয়ো না, মেয়ে; যে কবিতার অর্থ মুহূর্তেই ধরে ফেলা যায়, তা ছিঁড়ে ফেলেছি। আর জানো তো, যে-কবিতার কোনো মানে থাকে না, কিংবা যা তুমি বোঝো না- তাকেই বলে শ্রেষ্ঠ কবিতা। ভূরি ভূরি শ্রেষ্ঠ কবিতা লিখেছেন আমাদের হিরন্ময় প্রেমিকেরা, একজন অ-কবি প্রেমহীন চলে গেলে কী ক্ষতি পৃথিবীর?
তুমি বোঝো না এমন কোনো কবিতা নেই। আমি আজও কোনো কবিতা লিখি নি।
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভূরি ভূরি শ্রেষ্ঠ কবিতা লিখেছেন আমাদের হিরন্ময় প্রেমিকেরা, একজন অ-কবি প্রেমহীন চলে গেলে কী ক্ষতি পৃথিবীর?
তুমি বোঝো না এমন কোনো কবিতা নেই। আমি আজও কোনো কবিতা লিখি নি।
অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন।
১৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭
বোকামন বলেছেন:
মন এক দুর্বোধ্যতম কবিতা, প্রেম তার নিভৃত পথচারী।
এই লাইন/স্তবকটি বেশ ভালো লাগলো ।
তবে পুরো কবিতাটি পাঠে স্বাদ পাইনি ...
শুভকামনা, কবিতা লিখুন ।।
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সম্মানিত ব্লগার প্রিয় বোকামন। শুভেচ্ছা।
২০| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১
সপন সআথই বলেছেন: sopno vongo likhte giyechilam, keyboard er byabohar ta jantam na, ota j pore change kora jayna setao jantam na. admin ke mail korechi, kono reply paini.
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অ্যাডমিনকে আবার লিখতে পারেন। সমস্যা ‘প্রোফাইল কারেকশন’ দেখান। নামটা যেহেতু চেঞ্জ করছেন, এটা নির্ঝরের স্বপ্নভঙ্গ করতে পারেন, অথবা স্বপ্নভঙ্গ।
ভালো থাকুন।
২১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
সুপান্থ সুরাহী বলেছেন:
এইখানে 'মন এক দুর্বোধ্যতম কবিতা, প্রেম তার নিভৃত পথচারী।' এইটুকোকেই খলিল ভাইয়ের কবিতা মনে হয়েছে...
আর জানো তো, যে-কবিতার কোনো মানে থাকে না, কিংবা যা তুমি বোঝো না- তাকেই বলে শ্রেষ্ঠ কবিতা।
এই কথাটা ভাল লাগে নি!
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি সুপান্থ সুরাহী। ভালো থাকুন।
২২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২১
আদনান শাহ্িরয়ার বলেছেন: প্রতিটা লাইনই চমৎকার লেগেছে । কোট করার মতো লাইন অনেক । শুভেচ্ছা ।
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আদনান শাহরিয়ার ভাই। শুভেচ্ছা আপনাকেও।
২৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: যেদিন তুমি কবিতা পড়ো না, আমি পিপাসায় মরে যাই। ক্ষুধার্ত অক্ষরগুলো তোমার স্পর্শের অপেক্ষায় থেকে থেকে শুকিয়ে কাঠ হয়। আমি মরে যাই।
অনেক সুন্দর
মে বি কবিতার নায়িকাকে উদ্দেশ্য করে কথা গুলো বলা??
শুভ কামনা
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথা ঠিক। কবিতার নায়িকা, কিংবা কবির নায়িকাও হতে পারেন তিনি
অনেক ধন্যবাদ রাসেল ভাই। ভালো থাকুন।
২৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০০
এম মশিউর বলেছেন: পদ্য ও গদ্য কবিতা মিলিয়ে লেখেছেন। আলাদা এক স্বাদ পেলাম।
আচ্ছা, স্বাক্ষর ও সাক্ষর কোনটা সঠিক?
আমার জানা মতে দুটো বানানই ঠিক। তবে স্বাক্ষরতা বানানটি ভুল। এটা হবে সাক্ষরতা।
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিকই বলেছেন, স্বাক্ষর ও সাক্ষর দুটো শব্দই ঠিক। দুটোই সংস্কৃত শব্দ। স্ব+অক্ষর=স্বাক্ষর; স+অক্ষর=সাক্ষর। ‘স্বাক্ষর’ হলো নিজের অক্ষর, বা সই বা দস্তখত। আমরা চিঠিপত্রে বা দলিলদস্তাবেজে স্বাক্ষর করে থাকি। আর ‘সাক্ষর’ হলো অক্ষরযুক্ত, অক্ষরজ্ঞান সম্পন্ন। ‘নিরক্ষর’ হলো এর বিপরীত শব্দ।
আমরা ‘সাক্ষরতা দিবস’ পালন করে থাকি। কিন্তু কোনো ‘স্বাক্ষরতা দিবস’ আছে কিনা তা আমার জানা নেই।
গদ্য ও পদ্যর মিশ্রণ- ঠিক জায়গাটা ধরেছেন বলে খুব ভালো লাগছে। তবে এভাবে লেখা পোস্ট এটাই প্রথম নয়, আরো লিখেছি এর আগে। অবশ্য কেবল আমিই যে লিখছি তাও নয়, অনেকেই লিখেন।
ধন্যবাদ মশিউর ভাই। ভালো থাকুন।
২৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩
কয়েস সামী বলেছেন: বরাবরের মতো মুগ্ধ পাঠ!
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ গল্পের জাদুকর। শুভেচ্ছা।
২৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
শাহেদ খান বলেছেন: ভাবনাগুলোর সুন্দর প্রকাশ। সেই 'তুমি' যাতে না বুঝে, তার ব্যবস্থাও করে রাখলেন দেখছি। শেষটায় কেমন গোলকধাঁধাঁ তৈরি হল:
যা তুমি বোঝো না- তাকেই বলে শ্রেষ্ঠ কবিতা। ভূরি ভূরি শ্রেষ্ঠ কবিতা লিখেছেন আমাদের হিরন্ময় প্রেমিকেরা
-- অর্থাৎ 'তুমি' মেয়েটা বুঝতে পারেনা এমন ভুরি ভুরি কবিতা আছে (হিরন্ময় প্রেমিকদের লেখা)। তারপর আবার বললেন,
তুমি বোঝো না এমন কোনো কবিতা নেই।
'তুমি'কে ভাল বিপদে ফেললেন !
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ অসাধারণ বিশ্লেষণ প্রিয় শাহেদ ভাই। আমি সত্যিই মুগ্ধ। অনেক ভালো লাগলো।
প্রেমিকারা তো চিরকাল প্রেমিকগণের হৃৎপিণ্ড ঝাঁঝরা করে থাকে- আমার প্রেমিকা না হয় একটু ধাঁধাতেই থাকুন- কিন্তু তিনি বোঝেন না এমন কোনো কবিতা আদতেই নেই। আর তিনি কবিতা বুঝে ফেললে সত্যিই সেটা আর কবিতা থাকে না। কবিতা বুঝে ফেলার বস্তু নয়
গতকাল বাসায় গৃহিণীর ‘আধুনিক শিন্নি’ খেলাম সকাল ও রাত দু বেলা আমার শিন্নি সংক্রান্ত পোস্ট নিয়ে আলোচনার প্রেক্ষিতে বার বার শিন্নি উঠে আসছিল তার আগের রাতে সকালে দেখি গরুর মাংস যোগে রান্না করা খিঁচুড়ি শিন্নি টেবিলে উপস্থাপিত হয়েছে হাভাতের মতো খেলাম বাসার এ-টু যেড সবাই
ভালো থাকুন প্রিয় শাহেদ ভাই।
২৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: প্রেমিকাকূল কবিতার মানে বুঝতে চায়না শ্রদ্ধেয় সোনাবীজ ভাই , চোখ বুঝে থাকে - প্রকৃতির বিধান মনে হয় !
অসাধারণ লেগেছে আপনার এই কবিতা !
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ প্রেমিকাদের বরং আরেকটা বৈশিষ্ট্য উন্মোচিত হলো প্রিয় অভি ভাই। তাঁরা চোখ বুজে থাকেন প্রকৃতির বিধান মতে
কবিতার ব্যাপারে বা কবিদের ব্যাপারে প্রেমিকাদের মনোভাব কেমন তা অবশ্য আরো খতিয়ে দেখা যায়
অনেক ধন্যবাদ অভি ভাই। ভালো থাকুন।
২৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
সুস্মিতা শ্যামা বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগছে আপু। এর আগে কোনোদিন এসেছেন কিনা মনে পড়ে না, যদিও ফেইসবুকে মাঝে মাঝে আপনাকে দেখা যায়
আপনি খুব ভালো লিখেন কিন্তু ব্লগে আপনার অনুপস্থিতি উদ্বেগজনক
ভালো থাকুন।
২৯| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:২০
সাদরিল বলেছেন: তুমি বোঝো না এমন কোনো কবিতা নেই
আমি এই কবিতাটি বুঝি নাই
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একি! শেষ পর্যন্ত স্বয়ং আপনিও আমাকে ধাঁধায় ফেলে দিলেন?
ধন্যবাদ সাদরিল ভাই।
৩০| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫১
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: সুন্দর সাবলীল প্রকাশ।
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তোমাকে বেশ কিছুদিন পর ব্লগে দেখছি। আশা করি ব্যস্ত আছো
ভালো থেকো।
৩১| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
মন এক দুর্বোধ্যতম কবিতা, প্রেম তার নিভৃত পথচারী।
যে-কথার আজও ধরতে পারি নি মানে,
তুমি তা পড়ো স্বচ্ছ জলের মতো;
যা কিছু লিখেছি তোমার প্রেমের নামে
একটিও যদি সত্যি-কবিতা হতো!
সম্ভব সুন্দর!!!
ভাল লাগা জানবেন কবি।
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন। শুভ কামনা।
৩২| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “যে-কথার আজও ধরতে পারি নি মানে,
তুমি তা পড়ো স্বচ্ছ জলের মতো;
যা কিছু লিখেছি তোমার প্রেমের নামে
একটিও যদি সত্যি-কবিতা হতো!”
হুম, আপনি আজও কবিতা লিখেছেন, এবং এজন্য ধন্যবাদ
প্রেমের নামে নদীর পানে চেয়ে থাকাও একটি দৃশ্যমান কবিতা!
-এটা এই অধমের দাবি!
শুভেচ্ছা, সোনাবীজ ভাই
লেখাটি আগেই পড়েছি - মন্তব্য দিলাম একটু সমঝে
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হুম, আমি আজও কবিতা লিখেছি- আপনার এই স্বীকৃতি আমাকে খুব আনন্দিত করলো কিন্তু যার জন্য কবিতা, সে যদি বলতো!!!!
প্রেমের নামে নদীর পানে চেয়ে থাকাও একটি দৃশ্যমান কবিতা! বাহ্! অসাধারণ বলেছেন মাঈনউদ্দিন ভাই। ইউনিক।
আপনার জন্যও শুভেচ্ছা থাকলো প্রিয় মাঈনউদ্দিন ভাই।
৩৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫২
অপর্ণা মম্ময় বলেছেন: আহ পেম, আহা ভালুবাসা !!! দুনিয়া পেমময়!!!
ভাইয়া শুরুর চার লাইন খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট অউরি লেখাটাই সুন্দর। রোম্যান্টিক লেখা লিখতে ইচ্ছে হয় এমন লেখা দেখলে।
আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। শুভকামনা রইলো
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হায়, দুনিয়া প্রেমময় তাদের কাছে, যাদের হারানোর কোনো বেদনা নেই তারা ‘অপ্রাপ্তির’ যন্ত্রণাকে রোমান্টিসিজ্ম মনে করেন
শুরুর ৪ লাইন ভালো লেগেছে জেনে খুব খুশি লাগছে আপু। আপনার রোমান্টিক লেখা পড়বার জন্য খুব পিপাসার্ত বোধ করছি
কিছুটা ঠাণ্ডাজ্বর ছাড়া আপাতত খুব সুস্থই আছি আপু।
ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য। ভালো থাকুন আপু।
৩৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
ডট কম ০০৯ বলেছেন: পাথরের বুকে কোন্ জিজ্ঞাসা?
সুন্দর প্রশ্ন। লেখা ভাল হইছে।
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাথরের বুকে কোন্ জিজ্ঞাসা?
ধন্যবাদ ডট কম ভাই
৩৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪
অচিন্ত্য বলেছেন:
খুব সুন্দর !
গদ্য-পদ্য মিলে মিশে একাকার ! ফর্ম নিয়ে আপনার এ নিরীক্ষা সত্যিই চমৎকার।
'সমূলক বিস্রুতির দাহে' শব্দ-বন্ধখানা খুব সুন্দর লেগেছে। দুঃখের কথা আমি 'বিস্রুতি' শব্দের অর্থ জানি না। সমূলক শব্দখানা খুব মনে ধরেছে।
ভাল থাকুন
লিখতে থাকুন
শব্দরা থাক বাতাসে, কাগজে, মগজে
এখানে এবং ওখানে
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার চমৎকার কমেন্টের জন্য একগুচ্ছ প্লাস নিন। খুব আনন্দিত বোধ করছি।
মূল শব্দটা ‘বিস্রুত’, যার অর্থ স্খলিত, পতিত, ভ্রষ্ট, বিচ্যুত। এ শব্দের বিশেষ্য হলো ‘বিস্রুতি’, যার অর্থ বিস্রুত হওয়া।
অনেক ভালো থাকুন অচিন্ত্য দা।
৩৬| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
মাহমুদ০০৭ বলেছেন:
তুমি ভয় পেয়ো না, মেয়ে; যে কবিতার অর্থ মুহূর্তেই ধরে ফেলা যায়, তা ছিঁড়ে ফেলেছি। আর জানো তো, যে-কবিতার কোনো মানে থাকে না, কিংবা যা তুমি বোঝো না- তাকেই বলে শ্রেষ্ঠ কবিতা। ভূরি ভূরি শ্রেষ্ঠ কবিতা লিখেছেন আমাদের হিরন্ময় প্রেমিকেরা, একজন অ-কবি প্রেমহীন চলে গেলে কী ক্ষতি পৃথিবীর?
তুমি বোঝো না এমন কোনো কবিতা নেই। আমি আজও কোনো কবিতা লিখি নি।
মাইনকা চিপায় পড়ছে '' তুমি ''
কই গেলরে জালালুদ্দিন রুমি
কবিতায় ভাল লাগা ।
ভাল থাকবেন প্রিয় সোনাবিজ ভাই ।
শুভেচ্ছা রইল ।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ মাইনকা চিপায় পড়ছে '' তুমি '' পড়ে একচোট হেসে নিলাম
আপনার উপস্থিতিতে অনেক ভালো লাগছে। আপনার ব্লগ ঘুরে দেখলাম এখনও ‘ইলিশ’ গল্পটাই আপনার শেষ পোস্ট পরের গল্প কবে?
ভালো থাকবেন মাহমুদ ভাই।
৩৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪০
শান্তির দেবদূত বলেছেন: প্রিয় কবি,আজ একটা কনফেশন করি, আমি প্রতিদিনই ভাবি আপনার ব্লগে সারা দিন কাটাব, কম করে হলেও ৮/১০টা পোষ্ট সাবাড় করে দেব; কিন্তু কেন যেন আর হয়ে উঠে না। এটা মোটেও হেলা নয়, বরং প্রিয়জনের প্রতি বিশ্বাস। নতুন পুরান অনেকের ব্লগ ঘুরতে ঘুরতে প্রতিদিনই হারিয়ে যায় ব্লগের বিশাল সমুদ্রে। আপনাকে কাছের জন মনে করে ভাবি, আরে উনি তো চোখের সামনেই আছেন, বরং যারা চোখের আড়ালে চলে যাবে তাদেরটা পড়ে ফেলা দরকার! যাক কালকে না হয় আপনাকে নিয়ে বসব। পরের দিন সেই একই ঘটনার রিপিটেশন! ধুর! এখন ভাবছি এভাবে হবে না, ধর তক্তা মার পেরেক স্টাইলে আগাতে হবে। হা হা হা।
এবার কবিতার ব্যাপারে আসি; প্রেম টেমের কবিতা কেন যেন আমার ভাল লাগে না, আমি দ্রোহে আসক্ত, কিন্তু অবাক হয়ে খেয়াল করলাম এই কবিতাটা পড়ে বেশ তৃপ্তি পেয়েছি! আসলেই অনেক ভাল লেগেছে, কারন হতে পারে শুরুটা ছিল ভয়ংকর রকমের সুন্দর, তারপর মুগ্ধতা কাটতে কাটতেই পড়ে গেছি বাকিটা। ভাল লাগার আরেকটা কারন হল, এটা প্রেম-বিরহের কবিতা মনে হয়নি, মনে হয়েছে তীব্র অভিমান যেন আছড়ে পড়ছে!
আপনার অন্য পোষ্টগুলো একে একে পড়ে ফেলতে হবে খুব জলদি। ভাল থাকুন, স্বস্থিতে থাকুন প্রিয় কবি। শুভকামনা।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় গল্পকার, আপনার ‘কনফেশন’ পড়ে অতি আপ্লুত ও সম্মানিত বোধ করছি, সেই সঙ্গে অনেক লজ্জিত ও বিব্রত বোধও করছি। আপনার মতো একজন হাই-ক্লাস রাইটার নিভৃতে আমার ব্লগে এসে পোস্ট পড়বেন, এটা আমার জন্য চমকে ওঠার মতো একটা সংবাদ। আপনার ঔদার্য ও মাহাত্ম্যে আমি অভিভূত।
এরপর এ পোস্টের ব্যাপারে যা বললেন, তাও আমাকে খুব আনন্দ দিল। অভিমান ব্যাপারটা আমার জন্মগত- এটা আমি নিজেই টের পাই এখন। এতোটা অভিমানী হলে যে খুব আঘাতও পেতে হয়, তার প্রমাণ আমি নিজে। কিন্তু অভিমান আমার সম্পদ, আমি তাকে সযত্নে লালন করি।
অনেক ভালো থাকুন প্রিয় মঁসিয়ে সাইফুল ভাই
৩৮| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
অ্যানোনিমাস বলেছেন: ভালোলাগা রইলো সোনাবীজ ভাই
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ চয়ন ভাই। শুভেচ্ছা।
৩৯| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০
রাইসুল সাগর বলেছেন: অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম। শুভকামনা জানিবেন নিরন্তর।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাইসুল সাগর ভাই। আপনার জন্যও শুভ কামনা।
৪০| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
বটবৃক্ষ~ বলেছেন: তুমি ভয় পেয়ো না, মেয়ে; যে কবিতার অর্থ মুহূর্তেই ধরে ফেলা যায়, তা ছিঁড়ে ফেলেছি। আর জানো তো, যে-কবিতার কোনো মানে থাকে না, কিংবা যা তুমি বোঝো না- তাকেই বলে শ্রেষ্ঠ কবিতা
তুমি বোঝো না এমন কোনো কবিতা নেই। আমি আজও কোনো কবিতা লিখি নি।
খুব খুব বেশি অসাধারণ!!!! লাস্ট পার্ট টা কয়েকবার পড়লাম!!!!!
মুগ্ধ হলাম সত্যিই ভাইয়া!!!
ভালো লাগা জানবেন!
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও খুব খুব মুগ্ধ হলাম কমেন্টে। অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার বটবৃক্ষ। শুভ কামনা।
৪১| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সায়েম মুন বলেছেন: অন্যরকম মুগ্ধতা রইলো।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি সায়েম মুন। একটা দীর্ঘ বিরতির পর মনে হয় ব্লগে দেখছি কবিকে।
শুভেচ্ছা জানবেন।
৪২| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪
আহসান জামান বলেছেন:
মুগ্ধপাঠ।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি। শুভ কামনা।
৪৩| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আহ্ সোনা ভাই।
আমার সব শব্দ আপনি মেরে দিয়েছেন। এর জন্যই বলি আমি লিখতে পারি না কেন!
যেদিন তুমি কবিতা পড়ো না, আমি পিপাসায় মরে যাই। ক্ষুধার্ত অক্ষরগুলো তোমার স্পর্শের অপেক্ষায় থেকে থেকে শুকিয়ে কাঠ হয়। আমি মরে যাই।
মুগ্ধতা সোনাভাই।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহ্ আলাউদ্দিন ভাই, এমন কমেন্টে যে গলে যাই। অনেক আনন্দ লাগে যে!!!
বিনীত ধন্যবাদ প্রিয় কবি। শুভ কামনা।
৪৪| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
শায়মা বলেছেন: সুন্দর!!!
সব সময়!!!!!!!!!
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। আপনি ‘সুন্দর’ বললে মানতেই হবে সুন্দর লিখেছি- আত্মবিশ্বাস বেড়ে যায় খুব। শুভ কামনা।
৪৫| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০২
রহস্যময়ী কন্যা বলেছেন: মন এক দুর্বোধ্যতম কবিতা, প্রেম তার নিভৃত পথচারী।
এতো ভালো লেগেছে প্রতিটি লাইন, অনেক বেশি সুন্দর
প্রিয়তে নিলাম ভাইয়া
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু আপনার চমৎকার ও আন্তরিকতাপূর্ণ কমেন্টের জন্য। শুভ কামনা।
৪৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
অদৃশ্য বলেছেন:
''তুমি বোঝো না এমন কোনো কবিতা নেই। আমি আজও কোনো কবিতা
লিখি নি''
_______ অপুর্ব এবং মুগ্ধপাঠ
শুভকামনা কবি...
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুকবি অদৃশ্য’র প্রতি অনেক ধন্যবাদ ও শুভকামনা থাকলো সোনাবীজের পক্ষ থেকে।
৪৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০২
জুন বলেছেন: ছাই ভাই আপনি ব্লগে অনেক বিষয় নিয়ে অনেক কিছুই লিখেছেন।তবে এ লেখাটি পড়ে আমি মুগ্ধ ।
আপনি এখানে প্রেম আর কবিতাকে মিশিয়ে ভেঙ্গেচুরে বের করে এনেছেন এক অপুর্ব সুরভিত নির্যাস, নিয়ে গেছেন এক অন্যরকম উচ্চতায়।
যে-কথার আজও ধরতে পারি নি মানে,
তুমি তা পড়ো স্বচ্ছ জলের মতো;
যা কিছু লিখেছি তোমার প্রেমের নামে
একটিও যদি সত্যি-কবিতা হতো!
সত্যি অসাধারন , আপনার প্রমিত বানান আমি নেইনি বটে কিন্ত এটা থাক আমার কাছে ।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাংঘাতিক বিশ্লেষণ আপু। আমি অভিভূত ও মুগ্ধ। এটি আপনার কাছে থাকবে জেনে বিশেষ সম্মানিত বোধ করছি প্রিয় দেশি আপু।
ভালো থাকবেন।
৪৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
মশিকুর বলেছেন:
কেউ আপনার সব কবিতা বুঝে ফেলে। বোধকরি আপনার চোখের ভাষা, মনের ভাষাও বুঝে ফেলে। এমন 'কবি হত্যাকারী' থাকলে জীবনের সব কবিতাই বিসর্জন দেয়া যায়। কিন্তু আমরা কবি হত্যাকারী না, সে যোগ্যতা আমাদের নেই।
"যেদিন তুমি কবিতা পড়ো না, আমি পিপাসায় মরে যাই।" - বোধকরি যেদিন সে কবিতা পড়েন সেদিনও আপনি মরে যান, লজ্জায় মরে যান। তবে প্রচেষ্টা অব্যাহত থাকুক। অন্তত ভাবীর জন্য আমরাতো কিছু অসাধারন কবিতা পাই।
"একজন অ-কবি প্রেমহীন চলে গেলে কোন ক্ষতি নেই।" - এই লাইনটা কবিতার সাথে পরস্পর বিরোধী লাগলো। অ-কবি প্রেমহীন চলে যাওয়ার তো প্রশ্নই উঠে না!!!
ভারসাম্য ভাইয়ের লাস্ট সমীকরণটা এরকম হলেই বোধহয় যুক্তিযুক্ত হয়- "একজন কবির প্রেমে কেউ না পড়লে তার কাব্যই সবচেয়ে সার্থক।"
চুরি কবিতায় সুন্দরীদের মুখোস উম্মোচন করেছিলেন। এবার প্রকৃত প্রেমিকার বৈশিষ্ট্য উম্মোচিত হল।
'চুরির' মতই 'স্বাক্ষর' অসম্ভব ভাল লাগলো। ভাল থাকবেন প্রিয় কবি।
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এমন লাইন ধরে ধরে বিশ্লেষণ!! সত্যিই এক অসাধারণ কমেন্ট। আমি মুগ্ধ হলাম।
কবিতাটিতে মান-অভিমান ও তীর্যক বাক্যের সন্নিবেশ রয়েছে, কোথাও বা গোপন ক্ষোভ। কাজেই কোনো কোনো জায়গায় কবিতার বক্তব্য আপাত পরস্পরবিরোধী মনে হতে পারে। কিংবা যদি বা দৈবাৎ পরস্পর-বিরোধী কিছু পাওয়া যায়ই, তাহলে নিজেকে ‘অ-কবি’ বলার স্বপক্ষে কিছুটা প্রমাণ পাওয়া যায় বৈকি
কমেন্টের প্রতিটা কথাই খুব ভালো লাগলো। আমি সত্যিই আভিভূত।
অনেক ধন্যবাদ এবং শুভ কামনা।
৪৯| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
সুস্মিতা শ্যামা বলেছেন: ব্লগে আমার আসলেই খুব কম আসা হয়। তবে তার মানে এই না যে, আমি আপনার ব্লগে ওই দিনই প্রথম এসেছিলাম। এর আগেও এসেছি তবে মোবাইলে দেখি বলে মন্তব্য করা হয় না সবসময়।
আসলে ব্লগে এতই কম লেখা দিই যে নিজেরো লজ্জা লাগে। কিন্তু কী করব! মাথায় লেখা না আসলে বেচারা কীবোর্ডকে অযথা কষ্ট দিয়ে লাভ কী বলুন?
উদ্বেগটুকুর জন্য ধন্যবাদ। আমার পাঠকসংখ্যা খুব বেশি না হলেও যে কজন আছেন তারা বেশ আন্তরিক। এবং এই আন্তরিকতটুকুর জন্যই আমি ব্লগটা এখনো পুরোপুরি ছাড়তে পারি নি।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেটুকু সময় পান, ব্লগে আসবেন এ প্রত্যাশা থাকলো আপু।
৫০| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১২
মনিরা সুলতানা বলেছেন: যেদিন তুমি কবিতা পড়ো না, আমি পিপাসায় মরে যাই। ক্ষুধার্ত অক্ষরগুলো তোমার স্পর্শের অপেক্ষায় থেকে থেকে শুকিয়ে কাঠ হয়। আমি মরে যাই। .........
আহা তৃষ্ণার্ত কবি ...।
কবিতায় মুগ্ধতা
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহ্ অনেক অনেক ধন্যবাদ আপু। অনেক ধন্যবাদ।
৫১| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০
বৃষ্টিধারা বলেছেন: সবাই সব বলে ফেলেছে ।
আমি কি বল্ব ? :'(
০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বৃষ্টিধারা
৫২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: চমৎকার লাগলো।
অনেক ভালো থাকবেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ চন্দ্ররথা রাজশ্রী। ভালো থাকবেন।
৫৩| ১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩১
মিরোরডডল বলেছেন:
ধুলোটা মাঝে মাঝে কোথায় চলে যায় !
বার বার কি গিয়ে ধরে নিয়ে আসবো ?
নাহ !
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
মাহতাব সমুদ্র বলেছেন: ভালোই লিখেছেন