নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তুমি না হয় রহিতে কাছে - সন্ধ্যা মুখোপাধ্যায় ও লতা মুঙ্গেসকারের হিরন্ময় গানগুলো

২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

সতর্কতা

এ পোস্টটি ভিন্ন একটি ট্যাবে ওপেন করে ৫ মিনিটের মতো অপেক্ষা করুন; এ সময়ে সবগুলো গান লোড হয়ে গেলে পোস্ট দেখতে কোনোরূপ বিড়ম্বনা পোহাতে হবে না।

স্কুলজীবনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত দিনে অ্যাথলেটিক্সের পাশাপাশি আর যে জিনিসটা অনেক আকর্ষণীয় ছিল তা হলো মাইকের গান। এ গানের প্রায় পুরোটা জুড়েই থাকতো মন-উতলা-করা ভারতীয় বাংলা গান। জগন্ময় মিত্রে ‘চিঠি’ সিরিজের ‘তুমি আজ কতদূরে’ গানটি যখন বাজানো হতো, তখন সবাই তন্ময় হয়ে এ গানটি শুনতো। সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘চন্দন পালঙ্কে শুয়ে’, ‘আমি তার ছলনায় ভুলবো না’, ‘খোলা আকাশ কি অত ভালো লাগতো’, লতা মুঙ্গেসকারের ‘প্রেম একবারই এসেছিল জীবনে’, ‘ও শিমুল ও পলাশ’, ‘আকাশ প্রদীপ জ্বলে’, ‘নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা’, প্রতিমা মুখোপাধ্যায়ের ‘আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি’, ‘একটা গান লিখো আমার জন্য’, ইত্যাদি গানগুলো যখন মাইকে বাজানো হতো, আমাদের মন আবেগে উতলা হয়ে উঠতো। পরবর্তী সময়ে যখন ভারতীয় বাংলা ছায়াছবি দেখা শুরু করি, উত্তম-সুচিত্রা যেমন বুকের সবটুকু জুড়ে গেঁথে গেলো, তেমনি এতোকাল মাইকে বাজানো গানগুলো ছায়াছবিতে দেখতে পেয়ে অবাক, বিস্মিত ও মুগ্ধ হতাম।

আমার পুরোনো দিনের গানগুলো ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগছে। এ গানগুলো যে আমাদের সবারই অতি ভালো লাগা গান, তা বলাই বাহুল্য।

এ পোস্টে আমি সন্ধ্যা মুখোপাধ্যায় ও লতা মুঙ্গেসকারের বিখ্যাত গানগুলো বেছে নিয়েছি; সবগুলো গানই ছায়াছবির গান নয়; আধুনিক গানগুলোর কোনো ভালো ভিডিও ইউটিউবে খুঁজে পাওয়া যায় নি, তবে কেবল ‘লিসনিং প্লেজার’-এর জন্য এগুলো এখানে যুক্ত করা হলো।

এ পোস্টে বাড়তি আকর্ষণ হিসাবে পাচ্ছেন দুটি রবীন্দ্র সঙ্গীত- সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্ঠে ‘আমি বিষ করেছি পান’ এবং লতা মুঙ্গেসকার ও হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘তুমি রবে নীরবে’। সন্ধ্যার কণ্ঠে গীত গানটিতে সামান্য ভেরিয়েশন আছে, যা আমার কাছে অদ্ভুত সুন্দর লেগেছে। অন্যদিকে, রবীন্দ্র সঙ্গীতের যতো গান ছায়াছবিতে গীত হয়েছে, এবং আমি যতোগুলো ছায়াছবির ভিডিও দেখেছি, তার মধ্যে এর চেয়ে সেরা রোমান্টিক ভিডিও আমি আর একটিও দেখি নি। অপরূপা রূপবতী নায়িকা সন্ধ্যা রায় ও বিশ্বজিতের অভিনয় আমি যতোবার দেখি, হারিয়ে যাই।

সন্ধ্যা মুখোপাধ্যায়


তুমি না হয় রহিতে কাছে
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে
আরো কিছু কথা না হয় বলিতে মোরে
এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভরে
সন্ধ্যা মুখোপাধ্যায়
পথে হলো দেরি ১৯৫৭
সুচিত্রা সেন/উত্তম কুমার




এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার
এ তিথি শুধু গো যেন দখিন হাওয়ার
সন্ধ্যা
পথে হলো দেরি ১৯৫৭
সুচিত্রা সেন/উত্তম কুমার




আমি তোমারে ভালোবেসেছি
চিরসাথি হয়ে এসেছি
সন্ধ্যা
নতুন জীবন ১৯৬৬
সন্ধ্যা রায়
লিরিকঃ পুলক বন্দ্যেপাধ্যায়
মিউজিকঃ রাজেন সরকার




এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়
এ গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়
সন্ধ্যা
দেয়া নেয়া ১৯৬৩
তনুজা/উত্তম কুমার




গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়
হৃদয় ভরাতে চায়
সন্ধ্যা
অগ্নি পরীক্ষা ১৯৫৪
সুচিত্রা সেন/উত্তম কুমার




কেন এ হৃদয় চঞ্চল হলো
কে যেন ডাকে বারে বারে বলো কেন?
সন্ধ্যা
নায়িকা সংবাদ ১৯৬৭
অঞ্জনা ভৌমিক/উত্তম কুমার




কে তুমি আমারে ডাকো অলখে লুকায়ে থাকো
ফিরে ফিরে যাই দেখিতে না পাই
সন্ধ্যা
অগ্নি পরীক্ষা ১৯৫৪
সুচিত্রা সেন/উত্তম কুমার




মধু মালতী ডাকে আয়
সন্ধ্যা
হারজিৎ ১৯৫৭
অনিতা গুহ/উত্তম কুমার




এই পথ যদি শেষ না হয়
তবে কেমন হবে তুমি বলো তো
সন্ধ্যা/হেমন্ত
সপ্তপদী ১৯৬১
সুচিত্রা সেন/উত্তম কুমার



১০
আমি যে জলসাঘরে
সন্ধ্যা
অ্যান্টনি ফিরিঙ্গি ১৯৬৭
তনুজা/উত্তম কুমার




১১
আমি জেনেশুনে বিষ করেছি পান (রবীন্দ্র সঙ্গীত)
সন্ধ্যা
নবরাগ ১৯৭১
সুচিত্রা সেন/উত্তম কুমার



১২
চন্দন পালঙ্কে শুয়ে একা একা কী হবে
জীবনে তোমায় যদি পেলাম না
শ্বেত পাথরের রাজপ্রাসাদে থেকে আর কী হবে
জীবনে তোমায় যদি পেলাম না

নহবত শানাই বাজাক
মনিহার কণ্ঠ সাজাক
আজ ফুলে-ছাওয়া চতুর্দোলা যাক বা না যাক
আগুনের ফুলকিঝরা আতশবাজির উৎসবে কী হবে
জীবনে তোমায় যদি পেলাম না
চন্দন পালঙ্কে শুয়ে একা একা কী হবে
জীবনে তোমায় যদি পেলাম না

শুনি যেই জয়ধ্বনি চারিধারে
কাঁদে এই শূন্য হিয়া হাহাকারে

মধুরাত স্বপ্ন ঝরাক
আতরের গন্ধ ভরাক
আজ আমার বরণডালা হাজার দিকে আলো ছড়াক
সোনার এই মুকুট পরে অভিষেকের গৌরবে কী হবে
জীবনে তোমায় যদি পেলাম না

চন্দন পালঙ্কে শুয়ে একা একা কী হবে
জীবনে তোমায় যদি পেলাম না
সন্ধ্যা
গীতিকারঃ শ্যামল গুপ্ত (সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী)



১৩
ঐ গানটা গেয়েছেন তানজিলা রোশ্‌দ লাবণ্য নাম্নী এক বাংলাদেশি শিল্পী
ভেরিয়েশনটা আমার ভালো লেগেছে।



১৪
আমি তার ছলনায় ভুলবো না
কাজ নেই আর আমার ভালোবেসে
সন্ধ্যা



১৫
মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদমতলীতে
আমি পথের মাঝে পথ হারালেম ব্রজে চলিতে
কোন মহাজন পারে বলিতে
সন্ধ্যা
গীতিকারঃ তারাশঙ্কর বন্দোপাধ্যায়
সঙ্গীতঃ সুধীন দাশগুপ্ত
রচনাঃ ১৯৫৯



১৬
ঝরা পাতা ঝড়কে ডাকে
বলে তুমি নাও আমাকে
আমায় কেন একটিবারও ডাকলে না
সন্ধ্যা
গীতিকারঃ শ্যামল গুপ্ত



১৭
মায়াবতী মেঘে এলো তন্দ্রা
সন্ধ্যা



১৮
হয়তো কিছুই নাহি পাবো
তবুও তোমায় আমি দূর থেকে ভালোবেসে যাবো
সন্ধ্যা
কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
সুরঃ শ্যামল মিত্র



১৯
আর ডেকো না সেই মধু নামে



২০
ঘুম ঘুম চাঁদ




লতা মুঙ্গেসকার


না মন লাগে না
এ জীবনে কিছু জ্বালা ভালো লাগে না
এ নদীর দুই কিনারে দুই তরণি
যতই নামাই নোঙর বাঁধা কাছে ডেকে তাই পারি নি
তুমিও ওপার থেকে গান শোনো নি
না মন লাগে না

না মন লাগে না
না মন লাগে না
চুপি চুপি চেয়ে থাকা ভালো লাগে না
না

আমি যে শ্রান্ত আজি শক্তি উধাও
কী হবে আর মিছিমিছি বেয়ে বেয়ে এই মিছে নাও
তুমিও ওপার থেকে নাও যদি নাও
না মন লাগে না
এ জীবনে কিছু জ্বালা ভালো লাগে না

লতা

হিন্দি ছবি ‘আনন্দ্‌’-এ গীত। এ ছবির দৃশ্যে বাংলা ভার্সন ডাবিংকৃত




যদিও রজনি পোহালো তবুও
দিবস কেন যে এলো না এলো না
সজল মেঘের পরাণ ভরিয়া
বরিষণ কেন হলো না
লোকে মোরে কলঙ্কিনী নাম দিয়ে
বোঝে না তো কত জ্বালা মন নিয়ে
বলে বলুক লোকে মানি না মানি না
কলঙ্ক আমার ভালো লাগে
পিরিতি আগুন জীবন সঁপিয়া
জ্বলে যাওয়া আজও হলো না হলো না
যদিও রজনি পোহালো তবু
দিবস কেন এলো না
এমন পথ চলা ভালো লাগে না
আমার অঙ্গ দোলে তরঙ্গে তরঙ্গে
কেউ না বাঁধে যদি পথ হারাবে নদী
ভালো লাগে না লাগে না
ভালোবেসে মরি যদি সেও ভালো
ঘর বেঁধে যদি মরি আরো মরি
এসো এসো হে বন্ধু জ্বলিতে জ্বলিতে
মরণ আমার ভালো লাগে
কপালের লিখা সিঁদুরে ঢাকিয়া
পথ চলা আজও হলো না হলো না
যদিও রজনি পোহালো তবুও
দিবস কেন যে এলো না এলো না
লতা
বাঘিনী ১৯৬৮
সন্ধ্যা রায়/সৌমিত্র




আর যেন নেই কোনো ভাবনা
যদি আজ অকারণ কোথাও হারায় মন
জানি আমি খুঁজে তারে আর পাবো না
ভ্রমরের বেণুসুর তুলবে
সেই সুরে মন আমার ভুলবে
কহিবে ফাগুন যেন আমারে
আমি তোমার ভুবন ছেড়ে কভু যাবো না
জানি না সে তো আমি জানি না
ওগো কোন সুদূরে আমার বলাকারা ডাক দিয়ে যায় যে উড়ে
কত কথা প্রাণে যেন জাগলো
আপনারে কতো ভালো লাগলো
আঁখিতে স্বপন আছে জড়ানো
আমি এ আবেশ কভু ফেলে যেতে চাবো না

লতা
দীপ জ্বেলে যাই ১৯৫৯
সুচিত্রা সেন/নমিতা সিনহা/বসন্ত চৌধুরী




নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায়।
লতা মুঙ্গেসকার
মনিহার




নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায়।
হেমন্ত মুখোপাধ্যায়
মনিহার




না যেও না
রজনি এখনো বাকি আরো কিছু দিতে বাকি
বলে রাতজাগা পাখি
লতা
হিন্দি ছবিতে গীত (পরখ) ১৯৬০। এখানে মূল হিন্দি ছবিতে গীত ভিডিওটিও আছে।




যারে যারে উড়ে যারে পাখি
লতা
হিন্দি ছবি ‘মায়া’তে গীত (এটি বাংলা ভার্সন) ১৯৬১
মালা সিনহা/দেবানন্দ




একবার বিদায় দে মা ঘুরে আসি
লতা
সুভাষ চন্দ্র 1966




যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে
কেন বলো কাঁদালে আমায়
আমার এ মন বুঝি মন নয়
লতা
অদ্বিতীয়া



১০
ও বাঁশি কেন গায় , আমারে কাদায়, কী গেছে হারায়ে,
স্মরণেরও বেদনায় কেন মনে এনে দেয় আ আ আ আ বাঁশি কেন গায়
ও বাঁশি... কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে
হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে
সে গেলো কোথায়, আমি বা কোথায়, যদি না জানা
বাঁশি কেন গায় আমারে কাদায় কী গেছে হারায়ে
স্মরণেরও বেদনায় কেন মনে এনে দেয়
লতা
একটি হিন্দি ছবি 'পরখ'-এর 'ইয়ে বাঁশি কিউ গায়'-এর বাংলা ভার্সন।



১১
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাবো আমি তোমার সাথে
এই অঙ্গীকার রাখি তোমার কাছে কিছু সময় রেখো তোমার হাতে
লতা
ছবি ‘শঙ্খবেলা’



১২
বৃষ্টি বৃষ্টি এই কোন অপরূপ সৃষ্টি
এতো মিষ্টি মিষ্টি আমার হারিয়ে গেছে দৃষ্টি
লতা
সোনার খাঁচা ১৯৭৩
অপর্ণা সেন



১৩
আমি তটিনীসম তোমার এ সাগরে মিশে যাই
লতা
অ্যান্টনি ফিরিঙ্গি ১৯৬৭
তনুজা/উত্তম কুমার



১৪
আশার শ্রাবণ মানে না তো মন
ঝরোঝরো ঝরোঝরো ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে
লতা
মনিহার




১৫
কেন কিছু কথা বলো না
শুধু চোখে চোখ রেখে
যা কিছু চাওয়ার আমার
নিলে সবি চেয়ে
লতা



১৬
প্রেম একবারই এসেছিল নীরবে



১৭
রঙ্গিলা বাঁশিতে কে ডাকে
লতা



১৮
তুমি রবে নীরবে (রবীন্দ্র সঙ্গীত)
লতা/হেমন্ত
কুহেলী ১৯৭১
সন্ধ্যা রায়/বিশ্বজিৎ




১৯
ওরে মন পাখি
অনিন্দিতা
লতা




২০
ঐ গাছের পাতা রোদের ঝিকিমিকি




২১
বধুয়া কেন গেল প্রবাসে
মনিহার




২২
কে যেন গো ডেকেছে আমাকে





আরো দেখুনঃ


স্বর্ণযুগের বাংলাদেশি ছায়াছবির গান; একটি তালিকা যা আপনাকে আজ থেকে ৩০-৪০ বছর আগে নিয়ে যাবে


গান, ভিডিও ও ছবির উপর আমার পোস্টগুলো একত্র করলাম

মন্তব্য ৭৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

মহামহোপাধ্যায় বলেছেন: আচ্ছা সব স্কুলের স্যার ম্যা'মদের কি এই গানগুলোই পছন্দ ?? আমার দিব্যি মনে আছে উপরের গানগুলো বাসায় আগে বাবাকে শুনতে দেখেছি কিন্তু ক্লাস থ্রি না ফোরে থাকতে "আমি তার ছলনায় ভুলবো না
কাজ নেই আর আমার ভালোবেসে"
এই গানটা শুনেছিলাম প্রথম শুনেছিলাম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, অভিভাবকদের "পিলো পাসিং" খেলার সময়।

পুরানা কথা মনে পইড়া গেল :)

পোস্ট প্রিয়তে।

২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এগুলো চিরসবুজ গান। এসব গান কখনো পুরোনো হয় না, শুধু পুরোনো হয় সময়, যা কেবল অতীতের গর্ভে ডুবে যেতে থাকে। আমি ১৯৮৫ সন পর্যন্ত দেখেছি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার দিন এ গানগুলো বাজানো হয়। তবে কিছু জনপ্রিয় হিন্দি গানও বাজানো হতো। ‘ক্যায় সে বাণী’ গান শুনি ১৯৮৪ সনের দিকে। এর আগেপরে ছিল ‘কোরবাণী।’ তবে লতা মুঙ্গেসকরের কালজয়ী হিন্দি গানগুলোও খুব শুনতাম মাইকে।

তবে কালের বিবর্তনে গানের বিবর্তন যেমন ঘটেছে, তেমনি মানুষের পছন্দের তালিকায়ও পরিবর্তন ঘটেছে নীরবে। স্কুলে মেয়েদের চেয়ার সিটিং কমপিটিশনে এখনো হিন্দি গান হয়, তবে লেটেস্ট গানগুলোই হয়।

ধন্যবাদ প্রিয় ব্লগার।

২| ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: নিজের লেখা গানটির ভিডিও অ্যাড করতে পারো।

২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ;) ;) ;)

আমাকে এতো হাসিয়ো না। ওটি যে লিখেছি তাইতো কতো! সুর সৃষ্টির চেষ্টা করেছি কিছুদিন, আবেগে কেটে গেলে মনে হয়েছে ‘রাবিশ।’ তাই ওসব ভুলে যাও ;)

৩| ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: সুন্দর সিলেকশন।
অনেক শুভকামনা রইলো।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তোমাকে ধন্যবাদ এবং তোমার জন্যও শুভ কামনা রইল।

৪| ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার সব গান ! ৫ মিনিট লাগেনি , আজকে নেট ভালো আচরণ করছে ! বুকমার্কড করে রাখলাম !

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অভি ভাই। আমার এখানে অবশ্য বেশির ভাগ সময়েই নেট খারাপ আচরণ করে ;)

শুভ কামনা।

৫| ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

শ্যামল জাহির বলেছেন: প্রিয় গান গুলি একত্রে পেয়ে ভালই হলো। প্রিয়তে রেখে সময় সুযোগে শোনা যাবে। এমন গানের কদর কখনোই হারা্নোর মত নয়।
চমৎকার সিলেকশন-এ ধন্যবাদ সোনাবীজ ভাই।

ব্লগপাতায় কামরুন নাহার আপুর প্রথম মন্তব্যে জানতে পারলাম- আপনার নিজের লেখা গান আছে। সে গানটির অ্যাড আবেদন রইলো।


২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিকই বলেছেন- এমন গানের কদর কখনোই হারানোর মতো নয়।

ব্লগপাতায় কামরুন নাহার আপু আমাকে বিব্রত করেছেন আর কী ;) গান লিখবার অপচেষ্টা করেছিলাম একবার, যা ফেইসবুকে শেয়ারও করেছিলাম। ওটা গান না হয়ে হয়েছে কবিতা ;)

ধন্যবাদ শ্যামল জাহির ভাই।

৬| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

ধূর্ত উঁই বলেছেন: সবগুলো পছন্দের গান। দারুণ কালেকশন।সরাসরি প্রিয়তে। ওধরণের গান এখন আর হয় না। সৃজনশীলতা মাধুর্য অসাধারণ সৃষ্টি ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে বোধ হয়। আমার অন্তত তাই মনে হয়।ভাল লেগেছে কবি। :)

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সাথে একমত। কোনো একটা কাজের পেছনে এখন আগের মতো সময় দেয়া হয় না বলে মনে হয়। এর কারণ হলো বহুমাত্রিক চাহিদা, এবং সব কাজ অতি দ্রুত সম্পন্ন করার তাগিদ। এ ছাড়া বহুমাত্রিক বিনোদন ব্যবস্থাও এর জন্য দায়ী হতে পারে। তবে যাঁরা দরদ ও শ্রম দুটোই ব্যয় করেন শিল্পের পেছনে, তাঁদের কর্ম অবশ্যই ভালো হচ্ছে।

ধন্যবাদ ধূর্ত উঁই।

৭| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এবার পেলাম সঙ্গীত-রসিক সোনাবীজ ভাইকে।
আপনার সাথে আমার এতো মিল দেখে বিস্মিত হই...
মাইকের গানের জন্যই তো ক্রীড়াদিবস অথবা গ্রাম পর্যায়ের ফুটবল প্রতিযোগিতাগুলো এতো রঙ্গীন হয়ে আছে এখনও স্মৃতিতে!

আমার প্রিয় গানগুলো প্রায় সবগুলোই এক সাথে পেলাম


চন্দন পালঙ্ক শুয়ে একা একা কী হবে....
অথবা,
প্রেম একবার এসেছিলো নিরবে...
ইত্যাদি গানগুলো আমার গুণগুণের সঙ্গী হয়েছিলো অনেক দিন
এখনও...

রেখে দিলাম প্রিয়’তে।
শুভেচ্ছা অনেক...

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুজনের মধ্যে এতো মিল দেখে সত্যিই খুব ভালো লাগছে প্রিয় মাঈনউদ্দিন ভাই। আরেকটা জিনিস এখানে উল্লেখ করা হয় নি- আগের দিনে গ্রামের বিয়ে উৎসবে প্রধান আকর্ষণ ছিল মাইকের গান। মাইকের গানে সবচেয়ে বেশি বাজতো আব্দুল আলিম, ফেরদৌসী রহমান, আর ভারতীয় শিল্পীদের মধ্যে সন্ধ্যা, লতা, প্রতিমা, মান্না দে, জগন্ময়, সতীনাথ, শ্যামল, হেমন্ত প্রমুখের গান। রাতভর গান বাজতো, ঘুমের ঘোরে সে গান শুনতে শুনতে অন্য এক জগতে ডুবে থাকতাম।

আপনার প্রিয় গান গুলো এখানে পেয়েছেন জেনে ভালো লাগলো মাঈনউদ্দিন ভাই।

ভালো থাকুন।

৮| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

এম মশিউর বলেছেন: প্রিয়তে রাখলাম। পরে একটা একটা করে ডাউনলোড দেবো।

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডাউনলোড করার বোধ হয় দরকার নেই। নেট স্পিড ভালো থাকলে অনলাইনেই শুনতে পারেন।

ধন্যবাদ মশিউর ভাই।

৯| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২২

সায়েম মুন বলেছেন: ক্লাসিক সং। আপনার হাতে অঢেল অবসর সময় আছে দেখা যায়। #:-S
এই গানগুলো লাইফে অনেক শুনেছি। এখন আর তেমন শোনা হয় না। দিনকে দিন পছন্দও পরিবর্তন হয় বোধয়। 8-|

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় কবি।

১০| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

কয়েস সামী বলেছেন: প্রিয়তে নেয়ার মতো পোস্ট দেয়ার এতো আইডিয়া কোথায় যে পান! খুব ভাল লাগলো প্রিয়!

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় গল্পকারের মনের মতো পোস্ট দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ এবং শুভ কামনা।

১১| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

মামুন রশিদ বলেছেন: প্রিয় সব গানের ডালি খুলে দিয়েছেন সোনাবীজ ভাই । কোনটা রেখে কোনটার কথা বলি!

অসম্ভব চমৎকার পোস্টে ভালোলাগা++

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মামুন ভাই। শুভেচ্ছা।

১২| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: এতো দেখি মেগাপোস্ট

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সত্যিই মেগা পোস্ট ;)

ধন্যবাদ মাসুম ভাই।

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪২

অদ্বিতীয়া আমি বলেছেন: অসাধারন একটা পোস্ট । সেই ছোট বেলা থেকে শুনে আসছি , এই গান গুলোর আবেদন কখনো ফুরাবে না । সন্ধ্যা , লতা প্রিয়দের মধ্যে প্রিয় । পোস্ট টা এখন প্রিয়তে নিয়ে যাচ্ছি , পরে আবার এসে শুনবো ।

অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার পোস্ট দেয়ার জন্য ।

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ গানগুলোর আবেদন সত্যিই কোনোদিন ফুরাবে না।

অনেক ধন্যবাদ অদ্বিতীয়া আমি। শুভেচ্ছা।

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:২০

বোকামন বলেছেন:





প্রিয় সব গানে চমৎকার একটা পোস্ট
বহুবার শুনেছি এবং সতেজতা আজও বিদ্যমান ...।


শুভকামনা ধুলোবালি-ছাই অথবা সোনা-বীজের জন্য ...

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সম্মানিত ব্লগার প্রিয় বোকামন। শুভেচ্ছা।

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৪

অস্পিসাস প্রেইস বলেছেন: থ্যাঙ্কস ব্রাদার। দারুন উপকার করলেন।

আর এটা আপনার জন্য



২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ অস্পিসাস প্রেইস। আর চমৎকার এ সংযোজনীর জন্য আরো একবার ধন্যবাদ।

শুভেচ্ছা।

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার কাছ থেকে অনেক গান পাওয়ার বিষয়টি আলাউদ্দিন ভাইকে বলছিলাম কয়দিন আগে। 'গুরু তোরে কি ধন দিল' এই অসাধারণ গানটা আপনার কল্যানে এখন নিয়মিতই শান্তি দেয়।

আজ আরেকটি চমৎকার পোস্ট পেয়ে গেলাম।
সন্ধ্যা মুখোপাধ্যায়কে জানার জন্য এটা দূর্দান্ত এক পোস্ট হয়ে গেছে। লতা মুঙ্গেশকারের কিছু গান ও শোনা যাবে।

শুভকামনা।

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সন্ধ্যা মুখোপাধ্যায় আর সুচিত্রা সেন যেন একে অপরের জন্য পৃথিবীতে জন্মেছেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের অতুলনীয় কণ্ঠসুধা আর সুচিত্রা সেনের অপরূপ মাধুর্য- এ দুই-এর মিলনে সৃষ্টি হয়েছে ভারতীয় ছায়াছবির সেকালের অমর সঙ্গীতগুলো। এ গান স্বর্গীয়।

‘গুরু তোরে কী ধন দিল’ গানটা সত্যিই অনন্যসাধারণ এক গান। কোনো এক জায়গায় জানতে পারলাম এটা নাকি লালনগীতি, কিন্তু নিশ্চিত হতে পারছি না। লালনের গানের কমন বৈশিষ্ট্য হলো গানের শেষে লালন বা সিরাজ সাঁইয়ের নাম অবশ্যই থাকবে, কিন্তু এ গানটাতে তা নেই। কিন্তু এটি যে আমার প্রিয় গান তা কীভাবে জানলেন?

ভালো থাকুন আশরাফুল ভাই।

১৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ খলিল ভাই অসাধারণ পোষ্টের জন্য। প্লাস ও প্রিয়তে।

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আমিনুর রহমান ভাই। শুভ কামনা।

১৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

বৃতি বলেছেন: ওল্ড ইজ গোল্ড । চমৎকার পোস্ট ।

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওল্ড ইজ গোল্ড। একমত আপু। ধন্যবাদ কমেন্টের জন্য।

১৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

লাবনী আক্তার বলেছেন: সন্ধ্যা আমার প্রিয় শিল্পিদের একজন। সন্ধার প্রায় সবগুলো গান আমার খুব প্রিয়।

অনেক ধন্যবাদ। প্রিয়েতে নিলাম।

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপু।

২০| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

শাবা বলেছেন: চমৎকার কালেকশন। সব গানই আমার প্রিয় গান। এ গানগুলো কালজয়ী। আপনার এ মন্তব্য যথার্থ : এগুলো চিরসবুজ গান। এসব গান কখনো পুরোনো হয় না, শুধু পুরোনো হয় সময়, যা কেবল অতীতের গর্ভে ডুবে যেতে থাকে।

আমার ব্লগে আমন্ত্রণ।

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। আপনার ব্লগ ঘুরে এসেছি।

ধন্যবাদ শামীমুল বারী ভাই। ভালো থাকুন।

২১| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

বশর সিদ্দিকী বলেছেন: অসাধারন। প্রত্যেকটা গান কাজে লাগবে। কোন রেখে যে কোনটা সুনব বুঝতে পারছি না। সব গুলাই আস্তে আস্তে শুনব।

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বশর সিদ্দিকী ভাই।

২২| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

গোর্কি বলেছেন:
হায়! হায়!! করেছেন কী!!!
ছোটবেলায় মাইকের প্রচলন বিশেষভাবে মফস্বল শহরগুলোতে পরিলক্ষিত হত। স্কুলে আসা-যাওয়ার পথে, বিকেল বেলা জেলা শহরের টাউন হল ময়দানে বসে বাদাম চিবুতে চিবুতে মাইক থেকে ভেসে আসা এই গানগুলো! আহা, ফেলে আসা দিনগুলো!! প্রায় সব গানগুলোই প্রতিনিয়ত শোনা হয় এবং বলা যায় ঠোটস্ত।

খুব প্রিয় সব গানগুলো নিয়ে দুর্দান্ত পোস্টে কইষ্যা +++++++

চমৎকার পোস্টটির জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন।

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বাল্যকালের সাথেও আমার মিল খুঁজে পেলাম। অনেক ভালো লাগছে।

ধন্যবাদ ম্যাক্সিম গোর্কি।

২৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

সুমন কর বলেছেন: কষ্টসাধ্য পোস্ট। ভাল হয়েছে। তবে কেন জানি, আমার ফিমেল গায়িকাদের গান তেমন ভাল লাগে না। ভিন্নতা পাই না। এটা শুধু আমার কাছে। কিন্তু আপনি যে গানগুলো দিয়েছে তার প্রত্যেকটা আমার বাবার খুব প্রিয় এবং উনি শুনতেন বলে আমারও শোনা হয়েছিল।

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার ব্যাপারটা ঠিক ওরকম না। যে গানগুলো আমার ভালো লাগে তার জরিপ করলে হয়তো দেখা যাবে যে ৬০% গানই ফিমেইলদের গাওয়া। আমি দেখেছি, অনেক ক্ষেত্রেই ফিমেইলরা গলার সূক্ষ্ম কারুকাজ বা মাধুর্য যেভাব ফুটিয়ে তুলতে পারেন, পুরুষকণ্ঠে সেটা হয় না। ‘নিঝুম সন্ধ্যায়’ গানটি খেয়াল করে শুনুন। হেমন্ত’র চেয়ে লতার কন্ঠে ওটা বেশি মিষ্ট। অবশ্য এটা একেক জনের কাছে একেক রকম হতে পারে তাও মানি।

ধন্যবাদ সুমন কর।

২৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
পোষ্টটি প্রিয়র তালিকাই সংযুক্ত হল :)

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শোভন ভাই।

২৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

সোমহেপি বলেছেন: অনেক ভালো পোস্ট সোনা ভাই।

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইমন ভাই।

২৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:




সোজা প্রিয়তে ++++++

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার কাণ্ডারি।

২৭| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১২

সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ এ পোস্টটি সংগ্রহে রাখলাম।
+++++++++++

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

২৮| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫২

মোঃ ইসহাক খান বলেছেন: কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা, এবং কৃতজ্ঞতা। সত্যিই, জবাব হয় না। পুরনো, কিন্তু হিরন্ময়।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার।

২৯| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১০

এহসান সাবির বলেছেন: প্রিয়তে।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এহসান ভাই।

৩০| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০২

আহসান জামান বলেছেন:
অদ্ভূত পোষ্ট ...

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি।

৩১| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০২

নীহারিক০০১ বলেছেন: উফ! অসাধারন!অসাধারন! কি ভীষণ ভালো লাগছে সব িপ্রয় গুলো একসাথে :) :) :) :) :) :)

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নীহারিক০০১। আমার ব্লগে স্বাগতম।

৩২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

রাবেয়া রব্বানি বলেছেন: সৎ ভাবে বলতে আমার সুরগুলো অসাধারণ লাগে না তবে কি একটা যেন আছে যা নষ্টালজিক করে দেয়। শুনতে ভালোই লাগে । ধন্যবাদ ধুলাবালি ছাই ভাই।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, আপনার হয়তো বাংলা গানের সাথে পরিচয় খুব কম। পোস্টে উল্লিখিত অধিকাংশ গানের সুরকার প্রখ্যাত সলিল চৌধুরি। তাঁর সুর অদ্বিতীয়।

তবে শুনতে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

শুভেচ্ছা।

৩৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: এই পোস্ট প্রিয়তে না নিলে পাপ !

কিছু গান আগে শুনেছি । দুজনেই প্রিয় খুব । আমার এমন গানই ভাল লাগে ।
হাইব্বা চোরা কিংবা এখন কার যারা ম্যাড়ম্যারা আছে এদের না ।

ভাল থাকবেন ভাই ।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই। কেমন আছেন?

৩৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

জুন বলেছেন: ছাই ভাই প্রতিটি গান অসম্ভব প্রিয়। কি সুর, কি কথা, কি গায়কী । এমন পুলক বন্দোপাধ্যায় আর গোরীপ্রসন্ন মনে হয় না আরেকবার জন্ম নেবে ।
সন্ধ্যার ঝড়া পাতা আর লতার যারে উড়ে যারে পাখী এই সাথে শ্যামলের যা যারে যা পাখী , আর কিছু নেই যা ... সত্যি অসাধারণ।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এসব গানে নস্টালজিক হয়ে যাই। সত্যিই এঁদের তুলনা এঁরাই; এঁদের মতো কুশলী ভবিষ্যতে কবে জন্ম নেবেন, কে জানে?

ধন্যবাদ আপু।

৩৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১

বাজেকাম বলেছেন: পোস্টটি প্রিয়তে নিয়েছেন ২১জন। ভালো লাগলো ৮ জনের। ব্যাপারটা অদ্ভুত।
যাই হোক আপনার কষ্ট সার্থক। সামুতে আজে বাজে পোস্টের কারণে ব্লগেই আসি না অনেকদিন। আপনাকে ধন্যবাদ এ পোস্টের জন্য।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকে লাইক করেছেন, কিন্তু ফেভারিট করেন নি, আবার অনেকে ফেভারিট করেছেন যদিও কিন্তু ‘লাইক‘ বাটনে ক্লিক করেন নি- ব্যাপারটা এরকম।

ধন্যবাদ আপনাকে।

৩৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৯

শ্রাবণ জল বলেছেন: ধুলো ভাই, কিছু গান কি মিস করে গেছেন ইচ্ছে করে?

লতার- বলছি তোমার কানে কানে, আকাশ প্রদীপ জালে, কি লিখি তোমায়, বুঝবে না কেউ, আমি যে কে তোমার, গাছের পাতায় রোদের ঝিকিমিকি, কত যে কথা ছিল কত যে ছিল গান...

সন্ধ্যার- জানিনা ফুরাবে কবে, আমি তার ছলনায়, এ শুধু গানের দিন, খোলা আকাশ কি এত ভাল লাগত, ওগো মোর গীতিময়, ঝরাপাতা ঝড় কে ডাকে, কাগজের এই নৌকো আমার যদি ময়ূরপঙ্খী হয়ে যেত...

এই গান গুলোও আপনার লিস্টে থাকবে ভেবেছিলাম।

শুভ কামনা।

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি এ পোস্টে এ দু শিল্পীর গাওয়া চিরসবুজ গানগুলো, যেগুলো ছায়াছবিতে গীত হয়েছিল, সেগুলো সিলেক্ট করেছি। কিন্তু সবগুলো গানই ছবির গান না হওয়ায় অনেক গান বাদ পড়ে গেছে, যেহেতু সেগুলোর মানসম্মত ভিডিও পাওয়া যায় নি। আপনার উল্লেখ করা গানগুলোও খুবই জনপ্রিয়, আমার ভালো লাগা গান। এর মধ্যে সন্ধ্যার কিছু গান অলরেডি এ পোস্টে আছে, আপনি খেয়াল করলেও ওগুলো খুঁজে পাবেন।

ধন্যবাদ আপু।

৩৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৫

হালি্ বলেছেন: +++++++++++++++++++++++++++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ হালি্‌।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.