|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমি প্রায় মাস দেড়েক দুই ধরে ব্যস্ততার জন্য ফেইসবুক ও ব্লগে খুব অনিয়মিত। আমার পোস্টে যে কটা কমেন্ট পড়ে, সেগুলোর জবাব দিতে গিয়ে হয়রান হয়ে যাই, অথবা মজা না পেয়ে ব্লগে ছেড়ে চলে যাই। হঠাৎ হঠাৎ দু-একটা পোস্টে কমেন্ট করে ফেললে দেখি তাঁরাও সময় মতো জবাব দিচ্ছেন না। যাঁরা ব্লগে নিয়মিত লিখতেন, ‘অনুসারিত‘ তালিকায় তাঁদের লেখা বা নাম নাই বললেই চলে।
ব্লগার আহমেদে আলাউদ্দিন ও আশরাফুল ইসলাম দূর্জয় খুব নিয়মিত লেখেন ব্লগে। ‘অনুসারিত’ তালিকায় অনেক পেছনে যেয়েও তাঁদের লেখা পাওয়া গেলো না। তবে ব্লগার সোনালী ডানার চিল ও সেলিম আনোয়ারের কবিতা দেখেছি।
আমার মত অনেকেই মনে হয় খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন, অথবা আলস্যে ভুগছেন, অথবা ব্লগিংয়ে আর মজাই পাচ্ছেন না।
ও হ্যাঁ, আরমান ভাইয়ের (ডট কম ০০৯) ‘সুখী মেয়ে’ শীর্ষক কবিতাটাও দেখেছি 
কী করা যায়?
*****
এটা আসলে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ফেইসবুকে পোস্ট করা স্টেটাসের পরিমার্জিত রূপ  এতে কয়েকজনে মত বিনিময় করেছিলেন; কিছু মতামত নিচে তুলে দেয়া হলো
 এতে কয়েকজনে মত বিনিময় করেছিলেন; কিছু মতামত নিচে তুলে দেয়া হলো 
***
আশরাফুল ইসলাম দূর্জয়: ব্যক্তিগত আকাল যাচ্ছে ভাই। এই আকাল শেষ হলে নিশ্চয়ই ব্লগ কিংবা নিজের অ আ লেখালেখিতে থাকবো। আর আকাল দীর্ঘায়িত হলে হারিয়ে যাবো আপনাদের থেকে।
কিন্তু আপনার অনুপস্থিতি মানা যায় না। এবার আমি জানতাম, আপনার বই হচ্ছে। বই না হওয়া শোনাটা মানা গেলো না।
সেলিম আনোয়ার: ভাই দেশের বাইরে যাওয়ার ব্যস্ততায় আছি। সময় দিতে পারছি না।
দেশি আপু: আমার ব্লগে তো দেখিই না দেশি ভাইকে 
সোনাবীজ অথবা ধুলোবালিছাই: আমি ৩ ফেব্রুয়ারি পর্যন্ত গিয়ে অনাহূত’র একটা পোস্ট দেখলাম, কিন্তু জুন আপু’র কোনো গল্প বা কবিতা পোস্ট দেখলাম না  তাহলে আরও পেছনে যেতে হবে- দেশি আপুর জন্য 
দেশি আপু: কী বলেন! ৬ই জানুয়ারি কবিতা, তারপর দুই পর্বের ছবি ব্লগ মহেশখালি নিয়ে তারপর ২৪ জানুয়ারি অসাধারণ এক গল্প, আপনে থাকেন কই দেশি ভাই? 
সেলিম ভাই: জুন আপু অনিয়মিত আগের চেয়ে।
দেশি আপু: জুন আপুর পতন ঘটেছে কিচেনে   
সেলিম ভাই: কী ধরনের পতন হলো জুন আপু?
সোনাবীজ অথবা ধুলোবালিছাই: গত নভেম্বরে আমার পোস্টের সংখ্যা ছিল ৪টি। সাধারণত প্রতি মাসে ৪/৫/৬টি পোস্ট আমি পাবলিশ করে থাকি। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে ডিসেম্বরে ১টা আর জানুয়ারিতে ১টা পোস্ট দিয়ে ব্লগে আমার উপস্থিতি বজায় রেখেছিলাম মাত্র  সেজন্য অন্যদের পোস্টেও গত দু মাসে আমার ভিজিট হয়েছে খুব কম। তা না হলে দেশি জাপুর পোস্ট মিস হয়- তা ছিল অসম্ভব
 সেজন্য অন্যদের পোস্টেও গত দু মাসে আমার ভিজিট হয়েছে খুব কম। তা না হলে দেশি জাপুর পোস্ট মিস হয়- তা ছিল অসম্ভব 
দেশি আপু: ব্লগে আর আগের মত মজা পাই না কেন জানি  তারপরও অনেক দিন আপনাকে সামুতে অন লাইন দেখেছি বাট আমার পোষ্টে জান্নাই দেশি ভাই
 তারপরও অনেক দিন আপনাকে সামুতে অন লাইন দেখেছি বাট আমার পোষ্টে জান্নাই দেশি ভাই  সোনাবীজ অথবা ধুলোবালিছাই @
 সোনাবীজ অথবা ধুলোবালিছাই @
দেশি আপু: একদম পাপোসে পা পিছলে সোজা পপাত ধরনীতল 
সোনাবীজ অথবা ধুলোবালিছাই: আমি এখনও সামুতে অনলাইন আছি আপু, কিন্তু গত ২ মাসে আমি কটা পোস্টে কমেন্ট করেছি আমার পোস্টের ডান পাশে দেখলেই বুঝতে পারবেন  ওটার জন্য সবার কাছেই আমার লজ্জা ভারী হয়ে গেছে।
 ওটার জন্য সবার কাছেই আমার লজ্জা ভারী হয়ে গেছে।
হয় কী, ব্লগে লগিন করে অফিস/বাসা থেকে আমি হাওয়া 
ব্লগার বটবৃক্ষ: অথবা আলস্যে ভুগছেন, ঠিক!!
দেশি আপু: ওকে এক চোখ বন্ধ তো, তাই এই অবস্থা ছাই ভাই। আমার স্টেটাসের ছবি দেখেন ছাই ভাই।
আহমেদ আলাউদ্দিন: ফেবুতে কিছু সময়ের জন্য বসা হলেও সময় স্বলপতার কারণে কিংবা লিখতে না পারার কারণে ব্লগে যাওয়া হয় না। তবে ইচ্ছে আছে রেগুলার হওয়ার, বাট তার আগে একটু স্থির হয়ে নিই।
মোজাম হক: দৈনিক ইত্তেফাকের মতো ভাগ্যবরণ হতে যাচ্ছে।
মশিউর রহমান: পরীক্ষার জন্য ব্যস্ত আছি। তবুও মাঝে মাঝে সামুতে যাই। 
নেতা ভাই: সামু ব্লগে আমার বিচরণ পাঁচ বছরের বেশি। সেই হিসাবে একজন প্রাচীন ব্লগার বলা যাইতে পারে। সোনাবীজ ভাই, মোজাম ভাই আমরা ব্লগে কিন্তু একে অপরের যথেষ্ঠ পরিচিত - যদিও ফেবুতে সেই পরিচয় নাই। সবকিছুর একটা সীমা আছে। স্বাধীন মত প্রকাশ করতে গেলে যদি দলবাঁধা কুত্তার মত কয়েকটি গ্রুপ নিয়মিত কামড়াতে আসে আর সামু কর্তৃপক্ষ অত্যন্ত অন্যায় ও পক্ষপাতিত্বমূলকভাবে সেটাকে লালন পালন করতে থাকে তাহলে পয়সা দিয়ে মেগাবাইট কিনে ওইখানে মুত্তেও যাওয়ার আর কথা না। এই অভিশাপ বহু ব্লগার বহুবার দিয়েছে সামুর বিপক্ষে। পরে বুঝলাম ব্লাগারদের জন্য নয় বরং এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে বিক্রি হয়ে গেছে সামু। অথচ রাতের পর রাত আর দিনের পর দিন জেগে জেগে সমৃদ্ধ করেছি সামুকে। সামুর উত্থানে কর্তৃপক্ষের কোন হাত বা তেমন অবদান ছিল না, মূলত ব্লগারদের হাত ধরেই সামুর উত্থান। আর এই ব্লগারদের যখন ধরে রাখা সম্ভব হলো না, সামুর পতন তো ঘটবেই..... মোজাম হক ভাই ও সোনাবীজ ভাই!
****
ভাবছি, বইমেলায় কবে যাওয়া যায়। 
৫ ফেব্রুয়ারি।
প্রতিক্রিয়াগুলো নিম্নরূপ ছিল 
-আশরাফুল ইসলাম দূর্জয়: আপনার বই'র কী হলো?
-আবদুল করিম: আজই নয় কেন? এখন-তখন ভাবতে ভাবতে এখনও না তখনও না।
-সোনাবীজ অথবা ধুলোবালিছাই: দেখি, ২০১৫ বা ১৬ নাগাদ কিছু করা যায় কিনা। যা লিখেছি, মনে হয় সব ছাইভস্ম, অর্থহীন। এজন্য বই বের করার তাগিদও হারিয়ে ফেলি। @ আশরাফুল ইসলাম দূর্জয়
তুই যখন ঢাকায় ছিলি, আমিও তখন ঢাকায়। ঢাকা বইমেলা, একুশে বইমেলা- তুই, জাহিদ, ইমরান- কত ঘুরেছি। এখন আলসেমিতে ভুগছি। আবদুল করিম@
-আরমান ভাই/ডট কম ০০৯: কবে আসবেন পোষ্ট দিয়ে জানায়েন।
-আবদুল করিম: পিছনের রাস্তায় চোখ মেলে দেখি পদচিহ্ন ছাড়া কিছুই দেখতে পাই না।
-রাতুল: গেলেই যাওয়া হবে!!
-দেশি আপু: গাঁথিছ ছন্দ দীর্ঘহ্বস্ব - মাথা ও মুণ্ডু ছাইভস্ম, মিলিবে কি তাহে হস্তী-অশ্ব, না মিলে শস্যকণা; অন্ন জোটে না, কথা জোটে মেলা, নিশিদিন ধরে একি ছেলেখেলা - ভারতীরে ছাড়ি ধরো এই বেলা লক্ষ্মীর উপাসনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুরস্কার’ কবিতা 
 
****
বই আর ম্যাগাজিন ছাপতে ছাপতে ফতুর হয়ে গেছি  তাই ‘সবুজ অঙ্গন’ এবার বের হলো না
 তাই ‘সবুজ অঙ্গন’ এবার বের হলো না  যদি কেউ ‘সবুজ অঙ্গন’ নামক ‘ক্ষুদ্র’ লিটল ম্যাগটার কথা শুনে থাকেন, আর এটাকে ছুঁয়ে বা না ছুঁয়ে এর ফ্যান হয়ে থাকেন, দয়া করে মনে কোনো কষ্ট রাখবেন না
 যদি কেউ ‘সবুজ অঙ্গন’ নামক ‘ক্ষুদ্র’ লিটল ম্যাগটার কথা শুনে থাকেন, আর এটাকে ছুঁয়ে বা না ছুঁয়ে এর ফ্যান হয়ে থাকেন, দয়া করে মনে কোনো কষ্ট রাখবেন না 
------
আরমান ভাই:   
   
   
   
   
   
দেশি আপু: 
রাতুল: !!!
আহমেদ আলাউদ্দিন: লেখা আহ্বান করছেন না দেখে বুঝতে পারছিলাম। তাও এখন বের হবে না জেনে কষ্ট পেলাম।
আশরাফুল ইসলাম দূর্জয়: গত কয়েকদিন আগে আরমান ভাইয়ের সাথে সবুজ অঙ্গন নিয়ে কথা হচ্ছিল।
এনিওয়ে, আপনার একক বই'র খবর বলেন।
শাহেদ খান: ২০১০-এ ‘সবুজ অঙ্গন’ নামে একটা বইয়ের মাধ্যমে বাংলা ব্লগের সাথে আমার পরিচয়। এর আগে ব্লগের কথা জানতাম না সেভাবে। বইটার এডিটর ছিলেন ফারিহান মাহমুদ।
মনোয়ারা মণি: আমাদের অতো দয়া নাই। ‘সবুজ অঙ্গন’ প্রকাশিত হবে, এটা আমাদের দাবি, পাঠকের অধিকার... 
ইনবক্সে মেসেজ দিলে এখনো কি জানাতে হয়? সোনাবীজ@
দেশি আপু: লোকে নাকি ভালোবাসতে বাসতে ফতুর হয়.... আপনি না হয় ম্যাগাজিন ছেপেই ফতুর হলেন দেশী ভাই, ক্ষতি কি  সোনাবীজ অথবা ধুলোবালিছাই @
 সোনাবীজ অথবা ধুলোবালিছাই @
সোনালী ডানার চিল: আহ!!
মনোয়ারা মণি: প্রতি বইমেলায় ‘সবুজ অঙ্গন’ নিয়মিত প্রকাশ হবে, এমন একটি স্থায়ী পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তাব করছি...
মহামহোপাধ্যায়: ভাইয়া, জাতি দেখি ব্যাপক খারাপ। আপনাকে কোন দয়া দেখাতে চায় না  এখন কোন দলে যে যোগ দেব এই কোন্দলে ভুগছি
 এখন কোন দলে যে যোগ দেব এই কোন্দলে ভুগছি 
***
লোভনীয় ফুল। বুকভরা অপার্থিব গন্ধ। ক্রমশ শাণিত হয় ধাঁধানো শরীর। মথিত হওয়ার চেয়ে তীব্র কোনো বাসনা নেই, নেই অন্য কোনো সুখ।
অনাঘ্রাত কস্তুরি জানে কি জীবনের মানে! গভীর মননে মেরিলিন মনরো।
সমগ্র সংগ্রামের মূলে যা তুমি চাও 
সে আমার শরীরের ঘ্রাণ।
--২৪ জানুয়ারি
***
সামহোয়্যারিন ব্লগে একটা নতুন পোস্ট দিতে যাচ্ছি। কিন্তু কী বিষয়ে দিব- তা স্থির করতে পারছি না।
৮ ফেব্রুয়ারি দুপুর 
-আহমেদ আলাউদ্দিনঃ দিয়ে দেন একটা। আমরা বিষয় ঠিক করে নিব।
-ইনকগনিটো: এটা নিয়েই একটা পোস্ট দেন।
-সোনাবীজ অথবা ধুলোবালিছাই: হা হা হা। খুব মজার কথা বললেন আলাউদ্দিন ভাই। 
-আহমেদ আলাউদ্দিনঃ আপনি আসবেন প্রচার করে দিসি। এখন ডেট ফিক্সড হলেই হয়। 
-সোনাবীজ অথবা ধুলোবালিছাই: মজার মজার কমেন্ট শুরু হলো দেখি  ইনকগনিটো @
 ইনকগনিটো @
ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি 
-সায়েম মুন: ফেব্রুয়ারি মাস আপনাকে ব্লগে ডাকছে। আমি অবশ্য না ডাকতেই আজ ব্লগে আসলাম। 
-শুভ রহমান: ভাষার মাস, একটা কিছু লিখে ফেলো। 
****
বিরাট উপকারী পোস্ট
নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন  
 ৬৬ টি
    	৬৬ টি    	 +২/-০
    	+২/-০  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৩৭
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই আইডিয়াটা ইনকগনিটো’র কমেন্ট থেকে নেয়া 
আশা করি ভালো আছেন প্রোফেসর সাহবে।
২|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৩:২৬
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৩:২৬
তওসীফ সাদাত বলেছেন:   
 
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৯
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
৩|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৩:৪৭
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৩:৪৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:   
   কিছু বলার নাই
 কিছু বলার নাই 
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০১
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  
 
৪|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৩:৫১
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৩:৫১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট +       
 
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০১
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
৫|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৩:৫৫
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৩:৫৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:  
 
আপনি নিয়মিত না কেন?
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০২
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যস্ততা/ব্লগিঙে মজা না পাওয়াই মূল কারণ, আশরাফুল ভাই।
৬|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৩৯
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৩৯
সাইফ সাইমুম বলেছেন: সকল বাংলা ব্লগেই খরা চলছে। গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে, পাড়ায়-মহল্লায় মানুষকে জিজ্ঞেস করুন ব্লগার মানে কী? সবাই বলবে ব্লগার মানেই 'নাস্তিক'। সো কে যায় ব্লগিং করে নিজেকে 'নাস্তিক' প্রমাণ করতে!
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০৬
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার ধারণা- বাংলাদেশের ১% মানুষও ব্লগ কী জিনিস তা জানেন না। একটা সার্ভে করে দেখতে পারেন। তবে, কেউ কেউ হয়তো ব্লগারগণকে ‘নাস্তিক’ মনে করেন।
৭|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫১
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫১
সুমন কর বলেছেন: আপনি নিজেই বেশ কিছুদিন নিয়মিত ছিলেন না, তাই এমন মনে হচ্ছে। 
পোস্ট ভাল লাগল, অনেক কিছু জানা গেল।
ভালো থাকবেন। 
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:১৪
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৮ ফেব্রুয়ারিতে এ পর্যন্ত নির্বাচিত পোস্টের সংখ্যা মাত্র ২টি। এ থেকে যা বোঝা যায়ঃ
ক)  ভালো লেখার আকাল পড়ছে।
অথবা,
খ)  ভালো লেখা হয়তো আছে, কিন্তু যাঁরা নির্বাচক তাঁরা নেই 
গড়পড়তা, ব্লগে মন্দা চলছে- এটা আমার ধারণা।
ভালো থাকুন।
৮|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:১২
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:১২
একজন ঘূণপোকা বলেছেন: প্রোফেসর শঙ্কু বলেছেন: বাহ, পোস্ট দেওয়া নিয়ে পোস্ট দেওয়া!
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:১৬
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
ধন্যবাদ নিন 
৯|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫২
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫২
সায়েম মুন বলেছেন: শেষ পর্যন্ত পোস্টটা দিয়েই দিলেন। শুরু যখন করেছেন এবার ধূমধাম আরও কয়েকটা দিয়ে দ্যান। সবুজ অঙ্গনরে মিসাবো। এই একটা মাত্র সাময়িকী যা আমার লেখার মাহাত্ম্য বুঝতে পেরেছে। আর কোন সাময়িকী বুঝলো না।    
   
 
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪৭
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, ধুমধাম করে আরো কিছু পোস্ট নয়, স্টেটাস দিলাম ফেইসবুকে 
‘সবুজ অঙ্গন’ সাহেবের জন্য দোয়া করবেন 
১০|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:০৬
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:০৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন:   আমি পোস্ট দেয়ার আইডিয়া পাইয়া গেসি এখন।
    আমি পোস্ট দেয়ার আইডিয়া পাইয়া গেসি এখন। 
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪৮
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আচ্ছা, আচ্ছা, তাহলে তো আমার ভাত মারা গেলো দেখি 
১১|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:২০
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:২০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাই সারা দেশে মন্দা চলতাছে।
তাই ব্লগেও............
কিছু মনে কইরেন না। সুদিন আসবে নিশ্চয়ই।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪৯
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না ভাই, কিছু মনে করি নি- আমিও আশায় বুক বাঁধছি- আসিতেছে শুভদিন 
১২|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১:১৯
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১:১৯
শামীম সুজায়েত বলেছেন: বোধ হয় একটু ধিম তালে চলছে সামু নিজেও। ব্লগাররাও দেশ ও রাজনীতির বিষয়ে ইদানিং আলোচনায় যাচ্ছে না। গল্প, কবিতা, প্রবন্ধ বা মজার অভিজ্ঞতা নিয়েও হাজির হওয়ার সংখ্যা হ্রাস পাচ্ছে। 
এটি বোধ হয় সব ব্লগেই।
ভাল থাকবেন।
  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:৫৬
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শাসু ভাই।
১৩|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১:২৪
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন:   
   
   
   
 
  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:৫৭
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  
  
  
 
১৪|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১:৩৬
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১:৩৬
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
আসলে আমি নাই কিনা তাই ব্লগ ফাঁকা ফাঁকা লাগছে   এখন আপনি ফিরছেন আমিও হয়তো ফিরবো। আর ব্লগে না আসার কারনে বলতে পারছি না ব্লগে ভালো পোষ্ট কেমন আসে।
 এখন আপনি ফিরছেন আমিও হয়তো ফিরবো। আর ব্লগে না আসার কারনে বলতে পারছি না ব্লগে ভালো পোষ্ট কেমন আসে। 
আপনি নিয়মিত হোন, অন্তত আপনার পোষ্টের জন্য হলেও আমর মতোরা নিয়মিত হবে। 
আপনার সাথে যে ইনবক্সে কথা হইসে তা বেমালুম ভুলে গেলেও সেসব কথা কিন্তু প্রকাশ কইরেন না। পরে ভাবী আমারে বকা দিবো 
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১২:২৯
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটাই ঠিক- নিজে না থাকলে সবই ফাঁকা মনে হয় 
নিয়মিত হচ্ছি 
এই নিন, পিঠা  এগুলোর প্রস্তুতকারিণী আপনার ভাবী
 এগুলোর প্রস্তুতকারিণী আপনার ভাবী 
১৫|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৩:১১
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৩:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: 
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:২৬
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার ভাই।
১৬|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ৭:১২
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ৭:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শুভেচ্ছা জানিয়ে গেলাম...সোনাবীজ ভাই... 
আমার নিজের 'আকাল' তো বারো মাসের...
আমি লেখক বা কবি কোনটাই নই... পাঠক-লেখক নামেও কোন ক্যাটেগরি নেই। 
আপনারা নিয়মিত হলেই তো ল্যাটা চুকে যায় 
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:২৮
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বিশ্লেষণমূলক ফিচার পোস্টগুলো খুব চিন্তাশীল ও বুদ্ধিদীপ্ত হয়ে থাকে। কবিতা অনুবাদে আপনার দক্ষতা বিস্ময়কর। আমি অনিয়মিত থাকার কারণে এগুলো মিস করছি প্রিয় মাঈনুদ্দিন ভাই।
ভালো থাকুন।
১৭|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ৮:৩৯
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ৮:৩৯
ডট কম ০০৯ বলেছেন: ফারিহান ভাই,
আপ্নারে নিয়া আর পারা গেল না। যেখানেই হাত দেন সোনা ফলে।
ঘটনা কি?
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৩৪
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহহাহাহা- সোনার ক্ষেতে সোনার বীজ বুনেছি- গোল আলুকে সোনা ধরে গুনেছি 
ঘটনা হলো এই, আরমান ভাই 
১৮|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ১০:১৩
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ১০:১৩
মেহেরুন বলেছেন:   
   
   
 
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৩৪
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  
   
  
১৯|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:১১
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:১১
মামুন রশিদ বলেছেন: সামুতে প্রতি ছয় মাসে এমনিতে বিরাট পরিবর্তন আসে । কিছু নিয়মিত ব্লগার অনিয়মিত হয়ে পড়েন আর নতুন কিছু যোগ দেন । কিন্তু এবার পরিবর্তনটা অন্যরকম ঠেকছে, নিয়মিত অনেক ব্লগার অনিয়মিত হয়েছেন । নতুন ব্লগারও অনেক এসেছেন, তারাও কেন জানি নিয়মিত হতে পারছেন না । তাই খালি হওয়া জায়গাটা খালিই থেকে যাচ্ছে ।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৩৮
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সাথে পুরোপুরি একমত মামুন ভাই। জোয়ার-ভাটা- ভাটা-জোয়ার- 
প্রকৃতির নিয়ম অনুযায়ী কোনো শূন্যস্থানই শূন্য পড়ে থাকে না- চলে যাওয়া/হারিয়ে যাওয়া পুরোনোদের শূন্য জায়গা প্রাণোচ্ছল নতুনের দ্বারা ভরে উঠুক- এই কামনা।
ভালো থাকুন।
২০|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪০
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪০
রাইসুল নয়ন বলেছেন: 
একটি জ্ঞানগর্ভ কমেন্ট-
মুক্ত গদ্য ভালো হইছে  
   
   
   
 
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪৩
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা সত্যিই মুক্ত গদ্য 
২১|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৪৩
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৪৩
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
এত অনিয়মিত হলে কিভাবে চলবে বলুন তো. ?
আপনাদের ছাড়া সামু রঙ হারাবে নিশ্চয় !
ভালো থাকুন । 
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪৪
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী। ভালো থাকুন।
২২|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ২:৩৯
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ২:৩৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: নিয়মিত চাই আপনাদের সবার লেখা ।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪৪
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।
২৩|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ১০:৩৭
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ১০:৩৭
আদনান শাহ্িরয়ার বলেছেন:  মজা পেলাম পোস্টে । কিন্তু অনিয়মিত হওয়া মেনে নেওয়া গেলো না । প্রতিবাদ !   
 
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪৫
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মজা পেয়েছেন জেনে খুব মজা লাগলো। চেষ্টা করবো সব সময় এরকম আনন্দ দিতে 
২৪|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১:৫০
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১:৫০
ক্লান্ত তীর্থ বলেছেন: লেখার মান আসলে নিচে নেমে যাচ্ছে,আমার মত ছাইপাশ লিখে রাখলে মানুষ পড়ার আগ্রহ হারিয়ে তো ফেলবেই!
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪৭
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখার মান নিচে নেমে যাচ্ছে- আমি অবশ্য এ কথার সাথে একমত নই। ভালো লেখা নিশ্চয়ই আসছে, প্রচুর- কিন্তু সে হারে পাঠক যে নেই তা পোস্টগুলোর উপরে চোখ বুলালেই কিছুটা বোঝা যায়।
ধন্যবাদ ক্লান্ত তীর্থ।
২৫|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৫৬
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৫৬
মামুন রশিদ বলেছেন: লেখার মান নিয়ে আমার কোন কথা নেই । তবে পাঠক খরা নিয়ে আপনার অবজারভেশন সত্যি । সামুতে ভয়াবহ পাঠক খরা চলছে । যাদের ব্লগিয় ইন্টারেকশন ভাল তারা কিছু পাঠক পেলেও বেশিরভাগের জন্যই এটা হতাশার । আর বিশেষ করে নতুন ব্লগারদের কেন জানি পোস্ট দেয়ার প্রতিই আগ্রহ বেশি পোস্ট পড়ার চেয়ে । অথচ ব্লগার হতে গেলে লেখক স্বত্বার পাশাপাশি পাঠক স্বত্ত্বারও প্রয়োজন ।
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪০
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আপনার অবজারবেশনের সাথেও আমি একমত। ভালো থাকুন।
২৬|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:২৪
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:২৪
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
এই পিঠায় হবে না। এইগুলা খাওয়া যায় না। পিঠা দেখতে এবং খাইতে দুটোই চাই। 
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪১
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঊকে উকে উকে  সেই পিঠাই হবে নে
 সেই পিঠাই হবে নে 
২৭|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪  দুপুর ১২:৩৯
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪  দুপুর ১২:৩৯
মোঃ ইসহাক খান বলেছেন: অন্যরকম পোস্ট এবং আলোচনা। শুভেচ্ছা রইলো। 
শেষের লিংকটি অনেকের কাজে আসবে। নতুন বই বের করতে গিয়ে একজন লেখক বহুবিধ অভিজ্ঞতার সম্মুখীন হন। 
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪৩
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই।
আপনার বইয়ের জন্য শুভ কামনা থাকলো।
২৮|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:২৩
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:২৩
গোর্কি বলেছেন: 
সময়ের আবর্তে সব ঠিক হয়ে যাবে - এই কামনাই করি। খুব ভালো থাকা হোক। শুভ ব্লগিং।  
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪৪
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ম্যাক্সিম গোর্কি। আপনিও ভালো থাকুন।
২৯|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:০২
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:০২
জুন বলেছেন: মামুন রশিদের সাথে একমত ছাই ভাই ।
  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৩:৫২
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৩:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।
৩০|  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:৪০
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:৪০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
ক্যামন আছেন সোনাবীজ ভাই, 
গতকাল একটা পোষ্ট দিয়েছি ।
ভুলগুলো ধরিয়ে দেবেন আশা করছি ! 
 
ভালো থাকুন । 
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ১১:৪৮
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ১১:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, পোস্ট পড়েছি। ভালো লিখেছেন। শুভ কামনা।
৩১|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১২:০১
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১২:০১
অপ্রচলিত বলেছেন: মামুন রশিদ বলেছেন: লেখার মান নিয়ে আমার কোন কথা নেই । তবে পাঠক খরা নিয়ে আপনার অবজারভেশন সত্যি । সামুতে ভয়াবহ পাঠক খরা চলছে । যাদের ব্লগিয় ইন্টারেকশন ভাল তারা কিছু পাঠক পেলেও বেশিরভাগের জন্যই এটা হতাশার । আর বিশেষ করে নতুন ব্লগারদের কেন জানি পোস্ট দেয়ার প্রতিই আগ্রহ বেশি পোস্ট পড়ার চেয়ে । অথচ ব্লগার হতে গেলে লেখক স্বত্বার পাশাপাশি পাঠক স্বত্ত্বারও প্রয়োজন । 
মামুন রশিদ যথার্থই বলেছেন, পূর্ণ সহমত। 
সামুর একাল সেকাল নিয়ে ব্যতিক্রমীধর্মী আলোচনা ভালো লাগলো। সুন্দর গুছিয়ে লিখেছেন। তবে স্বীকার করতেই হবে পুরোটা পড়ার ধৈর্য ছিল না, বাদ দিয়ে দিয়ে পড়েছি। 
আপনার মনকাড়া নামটি সত্যিই চমৎকার। 
ভালো থাকবেন সদা সর্বদা। 
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৩৮
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরোটা পড়েন নি তা কোনো ব্যাপার না- যেটুকু পড়েছেন তার কিছু অংশ আপনার ভালো লেগেছে সেটাতেই আমি অনেক খুশি।
অনেক ধন্যবাদ অপ্রচলিত।
৩২|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:১৩
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:১৩
এরিস বলেছেন:  সহমত। 
কেননা ইদানিং আমি নিজেও এরকম কাজে জড়িয়ে যাচ্ছি। লিমিটেড নেট নিয়ে আসতে পারি না। ব্লগে আসলে অন্য ডাটার অভাবে অন্য কাজ ভাটা পড়ে থাকে। আর সার্ভার এতো ভীষণ রকমের স্লো যে একটা লেখা পড়তে যতটা না সময় লাগে, তার চেয়ে ঢের বেশি সময় লাগে পেজ লোড হতে আর মন্তব্য পোস্ট করতে। 
পড়াশোনার কাজেও কিছুটা ব্যস্ত হয়ে গেছি, পয়সা কামাই করতে করতেও ব্যস্ত। তবে পড়তে ইচ্ছে করে, আসি মাঝে মাঝে। আজ দুপুরের পর থেকে টানা কিছু লেখা পড়েছি। 
মোবাইল ঠেকে সরাসরি কারো ব্লগে যাওয়া যায় না, এটা একটা বিরাট সমস্যা। অনুসারিত ব্লগ ও দেখা যায় না। এই সমস্যাটার সমাধান হলে কাজের ফাঁকে ফাঁকে হলেও অন্তত কিছু লেখা পড়া যেত। 
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪২
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহমতের জন্য অনেক বেশি ধন্যবাদ। ব্লগ ভাটা পড়ার যে কারণগুলো বললেন, তার সাথে আমার মত অভিন্ন।
পড়াশোনার দিকেই আপনার মনোযোগ বেশি থাক, আমার পক্ষ থেকে প্রত্যাশা এটা। ------- আমার ছেলে এইচএসসি দেবে এবার নটরডেম কলেজ থেকে- পড়তেই চায় না- কিন্তু গান গিটার মুভি ইন্টারনেটে তাঁর একদম ক্লান্তি নেই 
এরিসের জন্য অনেক অনেক শুভ কামনা। 
৩৩|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:৫৫
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:৫৫
রাসেলহাসান বলেছেন: অন্যরকম পোষ্ট!!  
 
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৩৯
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাসেল হাসান।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৩:১৪
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৩:১৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: বাহ, পোস্ট দেওয়া নিয়ে পোস্ট দেওয়া!