নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তিনি জ্ঞানী, কিন্তু বুদ্ধিমান নন
তিনি খুব ভালো লেখেন, অতি চটুল ব্যক্তিত্বের অধিকারী
আমি তাঁর ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতেই তাঁর টনক নড়ে
এখন তিনি প্রোবেশনারি পিরিয়ডে থাকবেন কিছুদিন। সত্যিকারে ভালো মানুষ হলে তিনি অচিরেই নিজেকে শুধরে নেবেন।
আরেকজনের গল্প বলি।
তিনি ভালো লেখেন না, সাদাসিধে ব্যক্তিত্ব ধারণ করেন। তাঁর বুদ্ধিমাত্রা সাধারণ।
তিনি মঞ্জুভাষী, অত্যধিক জনপ্রিয়।
তাঁর কিছু পিকিউলিয়রিটি আছে।
উদাহরণ দিই। আমি বা আমরা কয়েকজন বিখ্যাত কেউ নই- জনসমক্ষে আমাদের প্রশংসায় তিনি পঞ্চমুখ হবেন। আর আপনি বা আপনারা, যাঁরা প্রকৃত ও প্রাজ্ঞ সাধক- আপনাদের মনীষাদীপ্ত আলোচনায় তিনি নিজেকে স্বনামে আড়াল করবেন, আর আপনাদের বক্ষ্যমাণ বিষয়গুলো চুরি করে অন্যত্র বিধৃত করবেন, এবং রেফারেন্স পয়েন্টে সন্তর্পণে আপনাদের নামগুলো উহ্য রেখে যদুমধুরামশ্যামদের ফিরিস্তি টাঙাবেন। কিছু ঘিলুহীন লোক তাঁর এহেন কাজে মেধার বিচ্ছূরণ দেখবেন।
আমি আপনাকে দেখি- আপনার বাহির থেকে অন্দর।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আহসান ভাই।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২২
সায়েম মুন বলেছেন: চমৎকার বিশ্লেষণ!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি সায়েম মুন।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৫
জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
হাহা ! ইহাই মানব চরিত্র !
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জোবায়ের ভাই।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩
শান্তির দেবদূত বলেছেন: বাপরে! ব্যাপক খনন করেছেন দেখছি! হা হা হা
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহা ঠিক তাই
ধন্যবাদ সাইফুল ভাই।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
অরুদ্ধ সকাল বলেছেন:
পিকিউলিয়র ____
হুম
দারুন
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি সকাল রয়।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
সুমন কর বলেছেন: মারাত্মক বিশ্লেষণ করেছেন। ভাল লাগল।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মারাত্মক বিশ্লেষণ !!!
ধন্যবাদ সুমন ভাই।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: বুদ্ধিদীপ্ত বক্তব্য। ভাল হয়েছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম ভাই।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭
উদাস কিশোর বলেছেন: চমত্কার লিখেছেন ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৭
বেলা শেষে বলেছেন: Brother, pure & solid, good & beautiful.
Salam & Respect from me...
...happy writing..
...sweet life...
Up to next time.
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বৈচিত্র্যপূর্ণ কমেন্ট ভালো লাগছে প্রিয় ব্লগার বেলা শেষে। ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কোপে জোর আছে। খণ্ডিত না হইলেও ক্ষত হবে নির্ঘাত।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহহাহাহাহা খুব ভালো বলেছেন জুলিয়ান ভাই কোপে সর্বোচ্চ শক্তি প্রয়োগের চেষ্টা ছিল, তবে তা খণ্ডিত করার জন্য নয়- খননের জন্য খননের উদ্দেশ্য যে ক্ষত, তা বলাই বাহুল্য
অনেকদিন ধরে আমাদের মোলাকাত হয় না। আশা করি এখন থেকে হবে প্রিয় জুলিয়ান ভাই।
আপনার বইসমূহের কী খবর?
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২২
নোমান নমি বলেছেন: হাহা হা কবিতায় বাঁশ প্রদান। ভালো লেগেছে খুব
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নোমান ভাই, সপ্তাহ তিনেক আগের কথা। আমার বসের অফিসে। আমি একটা বিষয় তাঁর সাথে শেয়ার করছিলাম। তিনি তখন তাঁর পিসিতে একটা ভিডিও ক্লিপ দেখালেন। খুব টাচি। এখানেই শেষ নয়। গত পরশু একটা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে ওটা ভিডিও প্রজেক্টরে দেখানো হলো (আমার বস ঐ স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি)। হলভর্তি মানুষ মুগ্ধতায় উচ্ছ্বসিত হয়ে পড়েন।
চমৎকার ভিডিওটির গল্পকার ও চিত্রনাট্যকার হলেন কাসাফাদ্দৌজা নোমান। ইউটিউবে ওটি পেলাম। সবার জন্যে এখানে শেয়ার করলাম।
অভিনন্দন ও শুভেচ্ছা, নোমান ভাই।
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার বিশ্লেষণ!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই। ভালো থাকবেন।
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চরিত্র খনন
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক জায়গাতেই চোখ পড়েছে আপনার, প্রিয় মাঈনউদ্দিন ভাই এ পোস্ট দ্বারা কারো চরিত্র হননের চেষ্টা করা হয় নি- কেবল বাইরে থেকে উঁকি দিয়ে চরিত্রের ভেতরটা দেখবার সামান্য প্রয়াস নেয়া হয়েছে
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কোপে জোর আছে। খণ্ডিত না হইলেও ক্ষত হবে নির্ঘাত। // ... ক্ষত না হলেও ব্যথা পাবে গ্যারান্টি....!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহা
তবে, কেউ ব্যথা পান- এটা চাই না
ভালো থাকবেন মাঈনউদ্দিন ভাই।
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১১
মামুন রশিদ বলেছেন: খনন দৃশ্যত রক্তপাতহীন, কিন্তু তারা ধুঁকবে হৃদয়ের রক্তক্ষরণে!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ! সুন্দর এক ছত্র কবিতা লিখে ফেললেন দেখি, মামুন ভাই!!!
ধন্যবাদ মামুন ভাই। ভালো থাকুন।
১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৬
ডট কম ০০৯ বলেছেন: কারে যে খনন করিলেন সে কি জানে!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইহা এমন এক বিষয়- যে কেহ পাঠ করিবামাত্র ভাবিতে বাধ্য থাকিবেন যে ইহা তাঁহাকেই বলা হইয়াছে প্রকৃত প্রস্তাবে মানব-চরিত্র এমনই, ফলে সকলেই সমরূপে নিজেকে লইয়া সন্দিহান হইয়া পড়িবেন বলিয়া আশঙ্কা হইতেছে
১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০
জুন বলেছেন: কার উদ্দেশ্যে লিখেছেন চিন্তে পার্লাম্না দেশি ভাই :#> তবে আমি নই এইটা কনফার্ম :!>
+
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
বলেন কি দেশি আপু, উদ্দেশ্যকে চিনতে পারলেন না? আরমান ভাইয়ের কমেন্টের জবাবে যা লিখলাম, ব্যাপারটা ঐভাবেও দেখতে পারেন এমনকি, নিষ্ঠুর শোনালেও সত্য এই যে, আমার ক্যারেক্টারও হয়তো এই কথাগুলোকে কোয়ালিফাই করে ফেলে কোথায় পালাবো? পালাবার পথ নাই
ভালো থাকবেন আপু।
১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫
রাইসুল নয়ন বলেছেন:
ভাল লাগলো বিষয়টা,
যদিও ইহা ভাবনায় ফেলে দেয় , এটা পড়লে যে কেউ চিন্তায় পড়ে যাবে,।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ইহা ভাবনায় ফেলে দেয়, এটা পড়লে যে কেউ চিন্তায় পড়ে যাবে।
হাঃহাঃহাঃ খুব ভালো বলেছেন নয়ন ভাই অনেক মজার কথা বলেছেন
চাকরিক্ষেত্রে কিছু ঘটনা খুব কমন। বস যাকে পছন্দ করেন তাঁর ছাইভস্মও তাঁর কাছে অনেক ভালো লাগে। যাঁকে দেখতে নারি, তাঁর চলনটাই বাঁকা কোনো সেমিনার সিম্পোজিয়ামেও অনেক সময় এমনটা দেখা যায়। অনেক জ্ঞানগর্ভ বক্তব্য বা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচকগণের দৃষ্টি কাড়তে ব্যর্থ হয়; আবার, কোনো এক আলোচককে একটা লিফ্ট দেয়ার জন্য তাঁর অতি সাধারণ একটা পয়েন্টকেও যুগান্তকারী পয়েন্ট হিসাবে হাইলাইট করে আলোচনার ঝড় সৃষ্টি করতে দেখা যায়।
ব্লগেও কি এরকম কোনো নজির দেখতে পাওয়া যায়?
১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯
অরুদ্ধ সকাল বলেছেন:
কতিপয় কবিদের (পন্ডিত) নিয়ে আমার সাময়িক কথা ও প্রলাপ রহিয়াছে। আর এ জন্যি কতিপয় কবির চক্ষুশূল হইয়াছি তাহাতে বিচলিত হই নাই। তাহার পর আমি অপেক্ষায় যদি তাহারা নরোম স্বচ্ছ হইয়া মেধার বিকাশ ঘটায়।
কতিপয় শব্দখানা শুধু উহাদের জন্যি তুলে রাখিলেম।
ভ্রাতা আমি অরুদ্ধ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি এই আশাবাদ ব্যক্তি করিতেছি যে, অচিরেই ‘কতিপয়’ কবি তাঁহাদের ভুল বুঝিতে পারিবেন, আপনাকে আর চক্ষুশূল হইয়া বাঁচিয়া থাকিতে হইবে না।
ধন্যবাদ ভ্রাতঃ।
২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
নীল ভোমরা বলেছেন: হাই থট!....গভীর ও চমৎকার বিশ্লেষণ! শুভকামনা!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হাই থট! সত্যিই আমাকে চিন্তায় ফেলে দিলেন ভাই
দেখবেন, মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই কোনো কোনো মানুষের ভাগ্যে আকাশচুম্বী যশোখ্যাতি জুটে যায়- তাঁরা ভাগ্যবান আবার অনেকে যা প্রাপ্য, পেয়ে যান তার চেয়ে অনেক বেশি। এর উলটোটাও ঘটে- যতোখানি প্রাপ্তি জুটবার কথা ছিল, পেয়েছেন অনেক কম।
ধন্যবাদ। ভালো থাকুন।
২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব গভীর পর্যবেক্ষন! উপযুক্ত মানুষগুলো লেখাটি পড়ে কিছুটা নিজেকে চিনুক- সেটাই শাস্তি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ মজার ও বুদ্ধিদীপ্ত কমেন্ট, মোজাদ্দিদ ভাই
শুভেচ্ছা।
২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৫
আফ্রি আয়েশা বলেছেন:
মানব চরিত্র খনন !
ভালো লাগলো
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো জেনে খুশি লাগছে ধন্যবাদ।
২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫
আদনান শাহ্িরয়ার বলেছেন: খনন করিয়া গভীর গর্ত করিয়া ফেলিয়াছেন দেখা যায় । গর্তে না পরিবার আপ্রান চেষ্টা করিতেছি ।
ভাল্লাগসে !
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ নিজের গর্তে নিজেই পড়িলাম কিনা, সর্বদাই মনে এই ভয় সক্রিয় থাকে
ভাল্লাগছে জেনে আমোদিত হলুম ধন্যবাদ নিন।
২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭
নোমান নমি বলেছেন: ভাই আপনার কমেন্টস পড়ে এক ধরণের ভালো লাগা কাজ করলো। অনুভূতিটা বুঝাতে পারবো না। ভেবেছিলাম শর্টফিল্মটা হয়ত অনলাইনের অল্প কিছু মানুষ দেখবে। ভাবিনি এতদূর!
ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা জানানোর জন্য। ভালো থাকবেন ভাই।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ভালোলাগা আমাকেও আপ্লুত করলো নোমান ভাই। ভালো থাকুন।
২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০২
নোমান নমি বলেছেন: একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। অফটপিক তাও বলছি। শর্টফিল্মটি এই ব্লগেরই এক ব্লগার বিএম ইমন এর বানানো
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বি, এম, ইমনের প্রতিও শুভেচ্ছা থাকলো।
২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১
রাইসুল নয়ন বলেছেন:
কঠিন প্রশ্ন করলেন, বড় ভাই !!
ব্লগে এতো জ্ঞানী গুনি থাকতে এই প্রশ্ন আমারে কেন
বাচ্চা একটা ছেলেরে সহস্র মণ ওজনের প্রশ্ন করে চিন্তায় ফেলে দিলেন
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে জ্ঞানী মনে করে এ প্রশ্ন করেছি এ্যালা জবাব দিন
২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন:
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর দেখছি আপনাকে। কেমন আছেন?
শুভেচ্ছা জানবেন।
২৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
আমি সাদমান সাদিক বলেছেন: সুন্দর পর্যবেক্ষণ
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনি সাদমান সাদিক ভাই
২৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৮
বৃতি বলেছেন: নাম না বললে রিলেট করবো কিভাবে? আপনার সাথে একমত বা দ্বিমত কিভাবে পোষণ করবো?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই সিরিয়াস কোশ্চেন বিরাট সমস্যায় ফেলে দিলেন দেখি সত্যিই, নাম না বললে রিলেট করা ডিফিকাল্ট
কিন্তু এটা কোনো এক নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য না করেও কি ভাবা যায় না? কিছু কমন বা আনকমন ফেনোমেনা হিসাবে ভাবলেই সুবিধা হতে পারে।
ভালো থাকুন আপু।
৩০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪১
নীরব 009 বলেছেন: সবার যেন এমনই তীব্র চোখ থাকে। লেখায় ভাল লাগা
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নীরব ০০৯। শুভ কামনা।
৩১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮
মোঃ ইসহাক খান বলেছেন: কথাগুলো ব্লান্ট ইন্সট্রুমেন্টের আঘাতের মত!
০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইসাহাক ভাই।
৩২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
এহসান সাবির বলেছেন: বিশ্লেষণ ভালো লেগেছে ভাই......!!
০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই।
৩৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:০২
রাইসুল নয়ন বলেছেন:
জ্ঞানী যখন কইলেন বড় ভাই তখন বলি, এ ধরণের প্রশ্নের উত্তর হ্যা হয়ে জন্মায়, আমি যদি "না" ও বলি তবেও তো শর্তমতে উত্তর হ্যা ।।
আমি যদি ভুল কিছু বলে থাকি তবে সুত্র - গাধাকে যত পেটাও গাধা কি ঘোড়া হয়
০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ আর হাসাইয়েন না রাইসুল ভাই
৩৪| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ৯:০৬
সায়েদা সোহেলী বলেছেন: জুলিয়ান সিদ্দিকী বলেছেন , , , , , , ., যথার্থই বলেছেন
আপনি পারেন ও ভাই !!!!
মন্তব্য করবো না হাসবো বুঝে উঠিনা
০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিশ্চয়ই এতক্ষণে বুঝে উঠেছেন- হাসবেন, নাকি মন্তব্য করবেন!
যাই হোক, যথার্থ কাজটির জন্য ধন্যবাদ আপু
৩৫| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ৯:১৩
দি সুফি বলেছেন: ফজরের পর থেকেই মাথাটা হ্যাং হয়ে আছে। আপনার পোষ্ট পড়ে বাকিটুকুও গেছে! ঘুম থেকে উঠে আরেকবার পড়ে দেখব, যদি কিছু মাথায় ঢুকে!
০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বলেন কি মমিন, মাথা হ্যাং হয়ে গেছে!!!!! আশা করি এতক্ষণ হ্যাং ছুটে গেছে
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১১
আহসান জামান বলেছেন:
বাহ্! চমৎকার পড়তে, ভাবতে ... ভালো থাকবেন কবি।