নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

For Explosions : আমি রোজেলাকে ‘পোক’ করেছিলাম

১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৬





ভাইয়া, আপনি আজও আমাকে ‘পোক’ করেছেন! এ নিয়ে পাঁচবার। ভেরি ইন্টারেস্টিং। মেয়েদের ‘পোক’ করতে খুব মজা, তাই না? অবশ্য আমার প্রোফাইলে আপনি যা খুঁজছেন, তা নেই। আপনাকে হতাশই হতে হবে প্রতিবার। আমি কোনো ব্যক্তিগত ছবি ফেইসবুকে আপলোড করি না। তবে, আপনি যেমন সুন্দরী মেয়েদের খুব পছন্দ করেন, তেমনি আমিও ছেলেদের খুব ভালোবাসি। স্ট্রং পার্সোনালিটি সম্পন্ন স্মার্ট ছেলেরা আমার পছন্দ। আপনাকেও আমি ‘পোক’ করেছি, আপনি যতবার, ঠিক ততবার। আপনার প্রোফাইলেও কোনো ছবি নেই। ব্যাপার কী? উম? আপনার চেহারা-সুরত কি খুবই খারাপ? যাঁরা দেখতে বিশ্রী তাঁরা ফেইসবুকে নিজের ছবি আপলোড করেন না।



... এবার বলুন, আমার ছবি দেখার সাধ কি আপনার আরও হবে? হয়তো হবে, কিন্তু আপনি সেই সুযোগটা হারাতে যাচ্ছেন। আপনাকে আমি ‘আনফ্রেন্ড’ করছি।











আমার আন্দাজ এটাই ছিল যে আপনি দেখতে সুন্দরী নন। সুন্দরীরা যত ভাবে সম্ভব, ছবি তোলেন আর হোমপেইজে আপলোড করেন। আপনাকে কোনোদিন দেখা যায় না। অথচ আপনাকে যখন পড়ি, মনে হয় এক অনন্য পৃথিবীর রূপকুমারী আপনি। আপনার লেখা থেকে আপনাকে দেখার লোভ হয়েছিল। মানুষের ভিতরটাই আসল, কিন্তু তা বলে তার বাইরের রূপটা ফেলনা নয়। বাহ্যিক চাকচিক্যের প্রতি মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি। যার বাইরের দিকটা যত বেশি সুন্দর, তার ভিতরের দিকটাও তত সুন্দর; যার ভিতর সুন্দর, তার বাইরের দিকটাও সুন্দর। বাইরের আলোটা হলো ভিতরের প্রতিফলন। যাঁরা বলেন মানুষের ভিতরটাই আসল, বাইরেরটা মেকি- তাঁরা বাইরের সুন্দর উপভোগ করার সুযোগ না পেয়ে এ কথা বলেন। আঙ্গুর ফল কখনোই টক নয়।



... আমাকে ‘আনফ্রেন্ড’ করে আমাকে বাঁচিয়েছেন, বেঁচেছেন আপনি নিজেও। যার মন কালো, তার গায়ের রং কালো। গায়ের রং যার কালো, সে দেখতে সুন্দরী নয়। আমি সুন্দরের আরাধনা করি। এক অলোকরাজ্যের মানুষের ঘ্রাণ আমাকে নিত্য পাগল করে। আমি সুন্দরের পূজারি।



মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ২:১৭

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক মজা পেলাম লেখাটা পড়ে B-) B-) B-)

২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মজা পেয়েছেন জেনে ভালো লাগলো ;) কেমন আছেন?

২| ১৮ ই জুন, ২০১৪ রাত ৯:৩০

একজন ঘূণপোকা বলেছেন:
দারুন উত্তর =p~ =p~

২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :) :) :)


ধন্যবাদ ঘূণপোকা।

৩| ১৯ শে জুন, ২০১৪ রাত ১১:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা! গল্পের নায়ক আমাদের পুরুষ সমাজকে এবারের মতো একজন নারীর অপমান থেকে বাঁচালেন। ;) B-)

//যার বাইরের দিকটা যত বেশি সুন্দর, তার ভিতরের দিকটাও তত সুন্দর; যার ভিতর সুন্দর, তার বাইরের দিকটাও সুন্দর।// এই সমীকরণটা পুরোপুরি মানতে পারি নি। তবে আংশিকভাবে সত্য।

২০ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গল্পের নায়ক বড় বাঁচা বেঁচে গেছে ;)

বাইরের দিক আর ভিতরের দিকের ব্যাপারে আসি এবার। Face is the reflection of mind. মানুষের চেহারায় তার মন ভেসে ওঠে।

আচ্ছা, শুধু সাদা-কালো রঙের মধ্যে সীমিত না থেকে ব্যাপারটাকে রূপক হিসাবে কি দেখা যেতে পারে? সাদা হলো নির্মলতা, নির্ভেজালত্ব, অ-কুটিলতার প্রতীক। কালো হলো কুটিলতা বা কুপ্রবৃত্তির রূপক। কারো মুখ বা চেহারা ফরসা হোক বা শ্যামলা হোক, তার মুখ দেখেই বোঝা যায় তিনি সরল, নাকি কুটিল স্বভাবের লোক। চেহারার সারল্য মানুষের নির্মল অন্তরাত্মার পরিচায়ক, এবং ভাইস-ভার্সা।

কখনো কখনো কুটিল লোকেরাও সারল্য প্রকাশ করে থাকে। কুটিলতা গোপন করার দক্ষতা তাদের আয়ত্তে আছে বলে এটা সম্ভব। তবে এটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য।

আমার আরেকটা পোস্টের কথা মনে পড়লো ;) অণুবীক্ষণ ;)

রহস্য ঘুচে গেলে আর কোনো মাধুর্য নেই ;)

ভালো থাকুন প্রিয় মাঈনউদ্দিন ভাই।



৪| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: =p~ =p~ পড়ে আনন্দ পেলাম।

আনফ্রেন্ড করা ব্লক করা এক ধরণের হীনমন্যতা। অনলাইনে একটা মানুষ আরেকটা মানুষের কি এমন ক্ষতি করতে পারবে।

২০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়ে আনন্দ পেয়েছেন জেনে ভালো লাগলো প্রিয় কবি সেলিমা আনোয়ার ভাই। ভালো থাকবেন।

৫| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
যাঁরা বলেন মানুষের ভিতরটাই আসল, বাইরেরটা মেকি- তাঁরা বাইরের সুন্দর উপভোগ করার সুযোগ না পেয়ে এ কথা বলেন। আঙ্গুর ফল কখনোই টক নয়।


যার মন কালো, তার গায়ের রং কালো। গায়ের রং যার কালো,
সে দেখতে সুন্দরী নয়। আমি সুন্দরের পূজারি।


প্রিয় সোনাবীজ, সুন্দরের পূজারি আমারা সবাই !
হয়তো খুব সাধারণ মানের মানুষ বলে । অতিমানব
কিংবা মহামানবেরাও যুগে-যুগে সুন্দরের পুজা করেছে ।

কিন্তু মানবতার দাবি এটা নয় নিশ্চয়ই !

সাদা-কালো নিয়ে এই অতিরঞ্জন কাওকে আঘাতও দিতে পারে !
অ্যারও অ্যান্ড দ্যা সং গল্পটির কথা মনে পরছে ! ভালো থাকুন ।

অনেক দিন কথা হয় না আপনার সাথে,কেমন যাচ্ছে দিনকাল ?

২০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুবিস্তৃত মন্তব্য এবং মূল্যবান কথা নিঃসন্দেহে।


মহামানবেরাও যুগে-যুগে সুন্দরের পুজা করেছে। কিন্তু মানবতার দাবি এটা নয় নিশ্চয়ই!


আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। সেই মানুষের মনের কী রূপ, তাই যদি না জানা না যায়, সে কোনোদিন মনের মানুষ হয়তো হবে না।

পৃথিবীর সব মানুষ, মহামানবই সুন্দরের পূজারি। সুন্দরের ডেফিনিশন একেক মানুষের কাছে একেক রকম হলেও চিরন্তন ‘সুন্দর’-এর রূপ হলো একই- সুন্দর। কী সেই ‘সুন্দর’? এ প্রশ্নের উত্তরের মধ্যেই সব প্রশ্নের সমাধান নিহিত রয়েছে।

ভালো থাকুন স্বপ্নচারী।

৬| ২১ শে জুন, ২০১৪ রাত ১২:৫৯

মহামহোপাধ্যায় বলেছেন: এমনিতেই ভালোই আছি ভাইয়া। তবে নানাবিধ ব্যস্ততার কারনে ব্লগে একদমই নিয়মিত হতে পারি না, এ ব্যাপারটা মনে খুব পীড়া দেয়।

আশা করি আপনি অনেক ভালো আছেন :)

২১ শে জুন, ২০১৪ সকাল ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আছেন জেনে ভালো লাগলো। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

৭| ২১ শে জুন, ২০১৪ সকাল ১১:২২

মামুন রশিদ বলেছেন: আমি সুন্দরের পূজারী । আসলে সবাই । কেউ হয়ত বেশি সাহসী, প্রকাশে সংকোচ বা দ্বিধা নেই ।



গুড জব ভায়া ;)

২১ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আমি সুন্দরের পূজারী। আসলে সবাই। কেউ হয়ত বেশি সাহসী, প্রকাশে সংকোচ বা দ্বিধা নেই।

ধন্যবাদ মামুন ভাই, সাহসী কমেন্টের জন্য।

মানুষ ভেদে ‘সুন্দর’-এর সংজ্ঞা ভিন্ন ভিন্ন হয়। কিন্তু সংজ্ঞা যাই হোক না কেন- আমরা ‘সুন্দর’-কেই খুঁজি। কী সেই ‘সুন্দর’-এর রূপ?

আমি সুন্দরের আরাধনা করি। এক অলোকরাজ্যের মানুষের ঘ্রাণ আমাকে নিত্য পাগল করে। আমি সুন্দরের পূজারি।

যে-জন সুন্দর চিনলো না, অন্ধ সে-জন। অন্ধেরা জানে না ‘সুন্দর’-এর কী রং।

ভালো থাকবেন প্রিয় মামুন ভাই।

৮| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আনফ্রেন্ড করেছি অনেক।
গালিবাজ, রক্তারক্তির ছবি যারা ছড়ায় তাদের রাখতে পারিনি।
অনেক তামিল সুন্দরীকেও আনফ্রেন্ড করেছি :)

২৭ শে জুন, ২০১৪ রাত ৯:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

অনেক তামিল সুন্দরীকেও আনফ্রেন্ড করেছি :)

আপনার এই নিষ্ঠুরতা মেনে নেয়া যায় না। শত হলেও তাঁরা সুন্দরী :) সুন্দরীদের সব ছলনাই শিল্প বা কলা, তা মেনে নিলে ব্যাপারটা উপভোগ্য হয় :)

৯| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:২৮

আহসানের ব্লগ বলেছেন: যার বাইরের দিকটা যত বেশি সুন্দর, তার ভিতরের দিকটাও তত সুন্দর; যার ভিতর সুন্দর, তার বাইরের দিকটাও সুন্দরবাইরের আলোটা হলো ভিতরের প্রতিফলন !

১৩ ই জুলাই, ২০১৪ রাত ৮:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আহসান ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.