| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
একটি মেয়ে
একটি সুন্দরী মেয়ে, অনন্য শুভ্রের মতো হাসে, সামনে ঘুরে বেড়ায়, থির বসে থাকে মুখোমুখি; শিশিরের দানার মতো সর্বাঙ্গে ঝরে পড়ে পবিত্র লাবণ্য।
সে হাসে
সে হাসে
সে হাসে
তার দেহের সুবাসে ছেয়ে যায় অমরাবতীর বন।
সে আমার কেউ নয়- প্রেমিকা, কিংবা সোহেলি। অথচ সে আমার ঘরে বাস করে। অনেক অনেক দূরে তার ছায়া।
সে হাসে
সে হাসে
সে হাসে
অন্য কোনো মোহ নয়, চুম্বন কিংবা সঙ্গমের। তাকে যেন চোখ ভরে দেখি, বুক ভরে দেখি, মন ভরে দেখি, অনন্য শুভ্রের মতো আমার চারপাশে ঘোরে, শিশিরের দানার মতো গায়ে মেখে পবিত্র লাবণ্য তাকে যেন আজীবন ঘর জুড়ে দেখি।
মেয়েরা ফুলের মতো
মেয়েরা ফুলের মতো। গোলাপ, জবা, শিমুল ও কৃষ্ণচূড়ার মতো রাঙা, স্নিগ্ধ। রজনিগন্ধা ও হাসনাহেনার মতো পেলব গন্ধে ভরপুর। সেদিন টিভিতে একটি মেয়ে হাসছিল। অন্যদিন অন্য চ্যানেলে অন্য একটি মেয়ে। সেও হাসছিল। পথে যেতে যেতে একটি মেয়েকে রিকশায় বসে হাসতে দেখেছিলাম, বাতাসে তার চুল আর ওড়না উড়ছিল, হাসির ফোয়ারায় আনন্দ ঝরে পড়ছিল।
একদিন এক নাটকের মেয়েকে স্বপ্নে দেখেছিলাম। সামনে দাঁড়িয়ে পড়ে সে হাসছিল। কী আন্তরিক, কী নির্মল ছিল সেই হাসি। সে-হাসি আজও আমি ভুলতে পারি না।
স্কুলের মেয়েরা যখন রাস্তায় হেঁটে যায়, ওরা হাসে- কলকাকলিতে চারপাশ ভরে যায়।
একটি মেয়ে যখন হাসে, হাসতেই থাকে, নির্মল কাশবনে শাদা শাদা পালকের মতো হাসির রঙেরা পাখি হয়ে ওড়ে।
আমার ভালো লাগে- একটি মেয়ে, যেমন আমার ছোটোবোন, আমার ভাগিনি, ভাতিজি, আমার মেয়ে, যখন প্রাণ খুলে হাসে, আমার ভালো লাগে। আমার ভালো লাগে। আমি একধ্যানে ওদের চোখের দিকে তাকিয়ে থাকি, ওদের হাসির গভীরে আমি হারিয়ে যাই। আমার ভালো লাগে। আমার ভালো লাগে। মেয়েদের হাসি আমার ভালো লাগে। ওরা ফুলের মতো। মেয়েরা নিসর্গের ফুল।
২|
০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লেগেছে। প্রথমটি ফেসবুকে পড়েছিলাম ।
০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।
৩|
০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৪২
সুমাইয়া আলো বলেছেন: ভাল লাগা জানাই গেলাম ![]()
০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ।
৪|
০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩২
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ভালো লাগলো লেখাটা।
০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বাঙ্গাল অ্যানোনিমাস।
৫|
০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:২৫
আকিব আরিয়ান বলেছেন: মেয়েরা যততুকু না মন থেকে হাসে, তার চেয়ে বেশি নাকি তাদের মাংসপেশীর ব্যবহার থাকে??
০২ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা সায়েন্টিফিক কারণ হতে পারে।
ধন্যবাদ আপনাকে।
৬|
০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫২
ডি মুন বলেছেন: মেয়েরা ফুলের মতো। গোলাপ, জবা, শিমুল ও কৃষ্ণচূড়ার মতো রাঙা, স্নিগ্ধ। রজনিগন্ধা ও হাসনাহেনার মতো পেলব গন্ধে ভরপুর।
ঠিকই বলেছেন সোনাবীজ ভাই।
তবে ইদানিং তো খালি ধুতরা ফুলের ছড়াছড়ি দেখি। গোলাপ, জবা, শিমুল, কৃষ্ণচূড়া তেমন দেখাই যায় না।
সব ইতিহাস হয়ে গেছে।
শুভেচ্ছা জানবেন সোনাবীজ ভাই ।
০২ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তবে ইদানিং তো খালি ধুতরা ফুলের ছড়াছড়ি দেখি। গোলাপ, জবা, শিমুল, কৃষ্ণচূড়া তেমন দেখাই যায় না।
ধতুরা ফুল থেকে যতটা দূরে থাকা যায়, ততই মঙ্গল।
আমাদের মেয়েদের কথা বলছিলাম। ওরা নির্বিষ প্রজাপতির মতো। আমার কন্যা, ভাতিজি, ভগিনী, ভাগ্নির কথা বলছিলাম। ফুটফুটে বালিকারা রাস্তায়, পার্কে, প্রতিবেশী বারান্দায় হাঁটে, পায়চারি করে- ওরা যে-কেউ; ওরা অন্য কারো কন্যা, ভগিনী, ভাতিজি। যখন সবাইকে একই সমতলে নিয়ে আসতে পারবো, তখন সবাইকে জবা আর বকুলের মতো শুভ্র মনে হবে। মনের ভিতরকার সকল কলুষ দূর হয়ে যাবে। ইভ-টিজিঙের দুর্বিষহ যন্ত্রণা থেকে আমাদের মেয়েরা রক্ষা পাবে।
ভালো থাকুন প্রিয় ডি মুন।
৭|
০২ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
অবাধ্য সৈনিক বলেছেন: অন্য রকম একটা স্বাদ পেলাম ! বলতে পারেন পুরো কবিটাটুকু যেন আমি হৃদয়ের একেবারে গভীরতা দিয়ে উপলব্ধি করলাম । আরও ভাল করে বলতে হয় আপনায় লেখায় অন্য রকম একটা কিছু ছিল যা আমার মন কে নাড়া দিলো প্রবল ভাবে । কত বার কলম নিয়ে এই রকম কিছু লিখতে চেয়েছি কিন্তু শব্দ গুলো যেন কিছুতেই ধরা দেয় নি আমার কাছে । কিন্তু আপনার কলমে যা উঠে এসেছি অতি দক্ষতার সাথে !
শুভকামনা রইলো !
:#>
০২ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ লেখায় একটা মেসেজ রয়েছে, আমার দৃঢ় বিশ্বাস, আপনি সেটা কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন। এবং সেজন্যই এতে আপনি অন্যরকম একটা স্বাদ পেয়েছেন।
আপনি নিশ্চয়ই এর চেয়ে অনেক ভালো কিছু লিখতে সক্ষম। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো অবাধ্য সৈনিক।
৮|
০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:২১
চড়ুই বলেছেন: ভালো লাগলো।
০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ চড়ূই, দ্য ব্রেভ মাদার ![]()
৯|
০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:২৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবির অনুভূতিতে একাত্মতা জানাই ![]()
০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় মাঈনউদ্দিন ভাই।
১০|
০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৩৬
চড়ুই বলেছেন: দ্য ব্রেভ মাদার
০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার প্রোফাইল পিকচারটার কথা বলছিলাম। ‘ব্রেভ’ এনিমেটেড ছবির মেরিডার ছবি এটা ![]()
১১|
০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৫৫
চড়ুই বলেছেন: হা হা মিসআন্ডারস্ট্যান্ডিং
০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
১২|
০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:২৩
দৃষ্টিসীমানা বলেছেন: এই নির্মল ভাল লাগা শুধু ভাল মানুষদের মনেই দেখা যায় ।অনেক শুভ কামনা আপনার জন্য ।
০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ কমপ্লিমেন্ট। বিনীত ধন্যবাদ, দৃষ্টিসীমানা।
১৩|
০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:২৩
দৃষ্টিসীমানা বলেছেন: এই নির্মল ভাল লাগা শুধু ভাল মানুষদের মনেই দেখা যায় ।অনেক শুভ কামনা আপনার জন্য ।
১৪|
০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:৫৬
সকাল রয় বলেছেন:
ভালো লিখেছেন তবে মেয়েরা কি আসলেই ফুলের মতো কি-না তা জানা হয়নি
০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশা করি অতি শীঘ্রই মেয়েদের সম্পর্কে জানতে পারেন।
ধন্যবাদ কবি সকাল রয়।
১৫|
০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:০০
আহসানের ব্লগ বলেছেন: Banglish e comment korar jonno sorry bole nicchi agei. :-)
darun likhechen .
০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আহসানের ব্লগিং। ভালো থাকবেন।
১৬|
০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:৫৬
মামুন রশিদ বলেছেন: মেয়েদের হাসি আমার ভালো লাগে। ওরা ফুলের মতো। মেয়েরা নিসর্গের ফুল।
সহজ স্বীকারোক্তিতে একরাশ ভালোলাগা । সুন্দর হাসি দেখে কত খুন হয়েছি, আরো হতে চাই । কিন্তু আপনার মত অকপটে বলতে পারিনা ![]()
০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সুন্দর হাসি দেখে কত খুন হয়েছি, আরো হতে চাই। আপনার মনোবাঞ্ছা পূর্ণ হোক।
ধন্যবাদ প্রিয় মামুন ভাই। ভালো থাকবেন।
১৭|
০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৫৭
মিনুল বলেছেন: ভালো লাগলো ভাই। সহজেই মন কেড়ে নিল লেখাটি।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিনুল ভাই।
১৮|
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:০৩
জুন বলেছেন: ভালোলাগলো
+
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। কেমন আছেন?
১৯|
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:১১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেকদিন পর ব্লগে ফেরাটা খারাপ না।
দুটো দূর্দান্ত কবিতা পড়া গেলো।
থিম এক হলেও বর্ণণ শৈলী স্বতন্ত্র।
০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ব্লগে মোটামুটি সচলই ছিলাম, কিন্তু নিজের কবিতা থেকে বেশ দূরে ছিলাম ![]()
উৎসাহব্যঞ্জক কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আশরাফুল ভাই।
২০|
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:১৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
আপনার এক শিরোনামে দুটো কবিতা পড়ে প্রশান্তির স্নিগ্ধতায় ভরে গেল মন ৷
সবার দৃষ্টিভঙ্গি কবির মতই হয়ে উঠুক ও সম্পর্কগুলোতে আরো হৃদ্যতা ছড়িয়ে যাক ৷
০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার কমেন্ট, সুন্দর ও স্নিগ্ধ, আমারও মন ভরে গেলো।
বিনীত ধন্যবাদ।
২১|
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৩:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সহজ সরল স্বীকারোক্তি ভাল লাগল। আসলেই মেয়েরা ফুলের মতো।
০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাণ্ডারি ভাই।
২২|
০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১০:৫২
সুমন কর বলেছেন: এত হাসি, এত ফুল কোথায় পেলেন কবি !! আপনার লেখা অনুযায়ী আজ আমার কাছে মোটামুটি লাগল।
০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত হাসি, এত ফুল, কোথায় যে পাই, তা এক রহস্য বটে ![]()
আরও ভালো কিছু লিখবার চেষ্টা অব্যাহত থাকবে।
ধন্যবাদ সুমন ভাই।
২৩|
০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১১:১০
রাতুল_শাহ বলেছেন: ভালো লাগলো।
মেয়েদের হাসি ভাল লাগে, কিন্তু টিটকারী স্টাইলে হাসলে ভালো লাগে না।
০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: টিটকারি হাসি? হাহাহাহাহা ভালো বলেছেন ![]()
ধন্যবাদ রাতুল ভাই। শুভেচ্ছা।
২৪|
০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: চমৎকার লেখা । একজন নারীর সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হলো তাদের 'হাসি' । হাসিতে হাসিতে লেখা থাকে আহত শিকারের নাম । হা হা হা ..........
ভালো লাগা রইলো ভাই ।
০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু কিছু হাসি আছে যা পবিত্র কুসুমের মতো। স্বর্ণালু চাঁদের মতো। কলমিফুলের মতো নরম মাধুর্য মাখা। মায়ের হাসি। মেয়ের হাসি। বোনের হাসি। শিশুদের হাসি। এ হাসি আমাদের ঘর ও মনকে স্বর্গীয় আনন্দে ভরে তোলে।
কিছু কিছু হাসি ভোলা যায় না, ভিতরে দাগ কেটে থাকে। প্রথম যৌবনে যে মেয়েটি বাঁকা চোখে হেসেছিল, কিংবা গাঢ় চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে মৃদু ওষ্ঠে হেসেছিল, তা ভোলা যায় না।
২৫|
০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৭
আমি ইহতিব বলেছেন: মেয়ে হিসেবে সম্মানিত বোধ করি। আপনার এই কবিতা সেই বোধ আরো বাড়িয়ে দিলো।
০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লাগলো আপু আপনার কমেন্ট পেয়ে। আমার ঘরে কলেজ-পড়ুয়া মেয়ে, বোনের মেয়েরা কলেজে পড়ে, কাজিনরা স্কুল-কলেজে পড়ে। যে-কোনো মেয়ের একটা বিপদের কথা শুনলে মনে হয়, ঐ মেয়েটা আমার মেয়ে বা বোন হতে পারতো।
আফটার অল, মেয়েদের প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকা আমাদের জন্য খুব জরুরি, যা ক্রমশ হারিয়ে যাচ্ছে।
ভালো থাকুন আপু।
২৬|
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:২২
পরিবেশ বন্ধু বলেছেন: মেয়েরা নিসর্গের ফুল।
ভাললাগল ++
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু। শুভেচ্ছা।
২৭|
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:২৬
এহসান সাবির বলেছেন: মেয়েরা ফুলের মতো। গোলাপ, জবা, শিমুল ও কৃষ্ণচূড়ার মতো রাঙা, স্নিগ্ধ। রজনিগন্ধা ও হাসনাহেনার মতো পেলব গন্ধে ভরপুর..............
কখনও কখনও মেয়েরা মা'য়ের মত হয়ে যায়....
হোক না সে আমার প্রেমিকা অথবা আমার বোন....
০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রবীন্দ্রনাথের ‘পোস্টমাস্টার’ গল্পে আছেঃ ‘বালিকা রতন আর বালিকা রহিল না। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল।’
‘মাতৃত্ব’ই মেয়েদের চিরন্তন রূপ। এজন্য আপনার কথার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই।
ধন্যবাদ এহসান সাবির ভাই।
২৮|
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:৪১
অপর্ণা মম্ময় বলেছেন: আপনার অন্য লেখার সাথে তুলনায় এ লেখা গভির দাগের না। কিন্তু এ রকম ছুটির সকালে পড়তে ভালো লাগলো।
মেয়েরা ফুলের মত।ওদের হাসি ফুলের মত।
০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, লেখাটা হালকা মেজাজের হয়ে গেছে, এখন বুঝতে পারছি। কিন্তু পড়তে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
ধন্যবাদ। ভালো থাকবেন।
২৯|
০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:২৩
আরুশা বলেছেন: মেয়েদের নিয়ে বিশাল গবেসনা ভাইয়া
০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তা বলতে পারেন ![]()
৩০|
০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমার ছোটোবোন, আমার ভাগিনি, ভাতিজি, আমার মেয়ে, যখন প্রাণ খুলে হাসে, আমার ভালো লাগে
সবাই যেখানে প্রেয়সীর হাসি নিয়ে বলে, লিখে, সেখানে আপনার এই ব্যতিক্রম কথা গুলো ভাল লাগলো।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১০:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোর পয়েন্টে ঠিকই আপনার চোখ পড়েছে। অভিনন্দন আপনাকে।
ধন্যবাদ।
৩১|
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:০৭
আরজু পনি বলেছেন:
অপাপবিদ্ধ, নির্মল, নিষ্পাপ একটা লেখা।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার মূল্যায়ন। মুগ্ধ হলাম আপু।
৩২|
০৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: তখনও পুরোপুরি যুবক হইয়া উঠিনাই। সচিবালয়ের পেছন দিকে রাস্তাটার পাশে পার হবো অপেক্ষমান। এমন সময় হয়তো রহিমা আদর্শ বালিকা ইশকুল ছুটি হইল। অনেক মেয়ে- কিশোরী। নানা রকম হাসিতে উদ্ভাসিত একএক জন। আমি কই তাদের কারো হাসির চেহারার আকৃতি বা বয়সের প্রেমে পড়বো, তা না করে আমার ভেতরে একটা হাহাকার উঠল- আহা আমি কন্যার বাপ হইলেও হয়তো সে অমন উজ্জ্বলতায় ভরে রাখতো আমার বুক।
আপনার এই লেখাটা আমাকে সে কথা বার মনে করিয়ে দিল। এখনও কোনো রাগী মুখের কিশোরী দেখলে মনে হয় আমার কন্যাও হয়তো দেখতে এমন হইতো।
ভালো থাকেন অনেক অনেক।
০৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এখনও কোনো রাগী মুখের কিশোরী দেখলে মনে হয় আমার কন্যাও হয়তো দেখতে এমন হইতো।
আপনার কমেন্ট পড়ার পর ১দিন সময় নিলাম উত্তর দেবার জন্য। আপনার ভাবনার সাথে আমার ভাবনার অনেক মিল দেখে আমি বিস্মিত ও আনন্দিত। উদ্ধৃত লাইনটার কথা বলি। আমিও চেয়েছি, আমার মেয়ে হবে প্রচণ্ড বুদ্ধিমতি, এবং রাগী। তার দাপটে বাড়ির সব মানুষ থরথর করে কাঁপবে, এমনকি আমিও। কিন্তু সেই মেয়েটি আবার সবচেয়ে বেশি ভালোবাসবে আমাকেই। তার সকল আবদার ও আশ্রয়ের কেন্দ্রবিন্দু আমিই।
আল্লাহর রহমতে আমার মেয়েটি খুব লক্ষ্মী, মেধাবী এবং মিষ্টভাষী। তার জন্য আমার গর্বের শেষ নেই।
অনেক ধন্যবাদ প্রিয় জুলিয়ান ভাই, নিজের ভাবনাগুলো শেয়ার করার জন্য।
৩৩|
১০ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৪
সায়েম মুন বলেছেন: মেয়েরা হাসতে জানে। পুরুষরা সেরকমভাবে পারে না। ভাল লাগলো পাদটীকা এবং মূল কবিতা। ![]()
১০ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবি সায়েম মুন কি ডুমুরের ফুল হয়ে গেলেন? যাই হোক, আপনার দেখা পেয়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন। শুভ কামনা।
৩৪|
১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৩
সায়েম মুন বলেছেন: না কবি ডুমুরের ফুল হইনি। এইতো ব্লগের আশেপাশেই আছি।
১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জেনে ভালো লাগলো কবি।
৩৫|
১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অন্য কোনো মোহ নয়, চুম্বন কিংবা সঙ্গমের। তাকে যেন
চোখ ভরে দেখি, বুক ভরে দেখি, মন ভরে দেখি, !
মেয়েরা ফুলের মতো,
মেয়েরা মূলের মতো,
মেয়েরা আগুনের মতো,
মেয়েরা ফাগুনের মতো,
মেয়েরা ময়লার মতো পুতিময়,
মেয়েরা হীরকের মতো দ্যুতিময় !
ভালোলাগা, ভালো থাকুন ।
১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অসাধারণ।
তবে, ‘মেয়েরা ময়লার মতো’ উপমাটি বেমানান লাগলো। আপনার ব্যবহৃত সব উপমাই মেয়েদের একটা পজিটিভ বৈশিষ্ট্য প্রকাশ করে এটি ছাড়া।
শুভকামনা স্বপ্নচারী গ্রানমা।
৩৬|
১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৭
বর্নীল অরন্য বলেছেন: মেয়েরা হাসলে তাদের কি খুবই চমৎকার লাগে???? আমি না ঠিক জানি না৷কখনও কোন মেয়ের দিকে অতক্ষন তাকাই নি ৷ভয় পাই ৷কেন ভয় পাই? ??? জানি না ৷
১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মেয়েদের দিকে তাকানোয় কোনো ভয় নেই। তাকানোর মধ্যে কোনো খাদ না থাকলেই হয়।
ধন্যবাদ বর্নীল অরন্য।
এবং আমার ব্লগে স্বাগতম।
৩৭|
২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রথম কবিতাটা এমন কোমল আর পেলব যা কেবল অনুভবের।
শুভেচ্ছা প্রিয় কবি।
২১ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার নিজের কবিতাটি সম্পর্কে আমি যা ভাবছিলাম কিন্তু প্রকাশ করার ভাষা পাচ্ছিলাম না, মাত্র দুটি শব্দে তা আমাকে বুঝিয়ে দিলেন! মুগ্ধ হলাম আলাউদ্দিন ভাই।
প্রতিটি লেখার পরই লেখকের মধ্যে একটা আত্মসন্তুষ্টি কাজ করে। এ ব্যাপারটি আমার মধ্যে প্রবল। লেখাটি ভালো হলে আমার আনন্দে উড়তে ইচ্ছে করে। এখানে কবিতা হলো দুটো, কিন্তু ২য়টি হলো ১ম কবিতাটির ভাব সম্প্রসারণ। কিন্তু আলাদা ভাবেও তারা পূর্ণাঙ্গ।
এগুলো লিখে আমি খুব তৃপ্তি পেয়েছি।
অনেক কথা বলে ফেললাম।
ভালো থাকুন আলাউদ্দিন ভাই।
৩৮|
২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০১
অপূর্ণ রায়হান বলেছেন: সে হাসে
সে হাসে
সে হাসে
তার দেহের সুবাসে ছেয়ে যায় অমরাবতীর বন।++++++
বরাবরের মতই সুন্দর ভ্রাতা
কেমন ছিলেন ?
২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো ভালোই ছিলাম। কোনো এক পোস্টে আপনার কমেন্ট দেখে আপনার ব্লগ দেখতে গেলাম। গিয়ে দেখি লাস্ট পোস্ট দিয়েছিলেন গত বছরের জুলাইয়ে
ব্যাপার কী? কী নিয়ে ব্যস্ত ছিলেন/আছেন?
যাই হোক, আপনাকে দেখে ভালো লাগছে। আশা করি রেগুলার হবেন।
ধন্যবাদ কমেন্টের জন্য। শুভ কামনা।
৩৯|
২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০১
অপূর্ণ রায়হান বলেছেন: কাজবাজ নিয়ে ব্যস্ত থাকি ভ্রাতা । রেগুলার হতে ইচ্চাহ করে , তবে আগের মত সময় করতে পারছি না
আপনার জন্যও শুভকামনা রইলো ভ্রাতা ![]()
২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশা করি শত ব্যস্ততার মধ্যেও ব্লগে কিছুটা সময় দিবেন।
শুভেচ্ছা।
৪০|
০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৮
ডট কম ০০৯ বলেছেন: একটি মেয়ে যখন হাসে, হাসতেই থাকে, নির্মল কাশবনে শাদা শাদা পালকের মতো হাসির রঙেরা পাখি হয়ে ওড়ে।
রোমান্টিক লাইন। মাথায় তুলে রাখলাম কোন না কোন দিন কাজে লাগবে।
০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আরমান ভাই। ইদের শুভেচ্ছা থাকলো।
৪১|
২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০১
খোরশেদ খোকন বলেছেন: "ওদের হাসির গভীরে আমি হারিয়ে যাই।" ভাল লাগলো। শুভেচছা...
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফুটবল জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব, এবং আমাদের ব্লগ ও ফেইসবুক। এমন দিনে কবিতা হয় না। কবিতা শুষ্ক কাঠ। কিন্তু আজ ও কাল ফুটবল বিশ্বে ছুটি। এই ছুটির সময়টা কীভাবে কাটাবো তা ভেবে পাই না।
নতুন কবিতা শেষ কবে লিখেছিলাম মনে নেই। ছুটির ফাঁকে কবিতার সাথে একটু কথা বলা যাক। এই হলো সেরকম কিছু মামুলি কথাবার্তা।