নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

গল্পকণিকা-৩

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৯

আত্মাভিমান



একটা কর্পোরেট অফিসে কাজ করে সে। ছোট্ট খুপরির মতো ব্লকে তার ডেস্ক। চমৎকার ফরমাল ড্রেসের উপর টাই পরলে তাকে সত্যিকার স্মার্ট ও সুদর্শন মনে হয়। কিন্তু তরুণিরা তার দিকে কালেভদ্রে তাকায়। পাশের ডেস্কে সুন্দরিদের সাথে পুরুষ সহকর্মিদের নানারকম হাসিঠাট্টা, রঙ-তামাশার হুল্লোড় শোনা যায়।



এসব কান খাড়া করে, কখনোবা অনিচ্ছাসত্ত্বেও সে শোনে, আর আফসোসে তার বুক ফেটে যায়।



কিন্তু কি তার দোষ? কিংবা ত্রুটি? সে নিবিড়ভাবে নিজের ভিতর খুঁজতে থাকে।



একদিন তরুণিরা দেখলো, দেয়ালের গায়ে লাল রঙের একটা অদ্ভুত স্টিকার ঝুলছে, তাতে লেখা রয়েছে : ‘অনুপম হাসান। বিবাহিত।’



২৩ জুলাই ২০১৪







একটা রহস্যগল্প



ইনবক্সে ব্লগার সোমহেপি ওরফে কবি ইমন তোফাজ্জল ভাই আমাকে মেসেজ করেছেন : সোনাভাই, আপনার মোবাইল নাম্বার লাগবে, জরুরি।



আমি মেসেজ পাওয়া মাত্রই মোবাইল নাম্বার পাঠিয়ে দিলাম, এবং ব্যাপারটা যেহেতু জরুরি, তিনি আমাকে ফোন করবেন সে আশায় বসে না থেকে নিজেই তার মোবাইলে কল দিলাম। তার মোবাইল নাম্বার আমার কাছে আছে। আমার নাম্বারও তাঁর কাছে ছিল, কিন্তু পথে ছিনতাইকারির কবলে পড়ে ওটা খুইয়েছেন, এমনকি, হয়তো ছুরিকাহতও হয়ে থাকবেন। এটা ‘ইমারজেন্সি কল’ না হয়ে যায় না।



আমি ইমন ভাইয়ের নাম্বারে জরুরি কল দিলাম। খুব ঠাণ্ডা গলায় ইমন ভাই কল রিসিভ করলেন এবং আমি কে তা জানতে চাইলেন। ইমন ভাইয়ের সাথে ৪-৫ মাস পর পর মোবাইলে কথা হয়। আমার কণ্ঠ তাঁর অপরিচিত নয়। একটু অবাক ও মনক্ষুণ্ণ হলাম। যেভাবে ‘জরুরি’ বার্তা দিয়েছিলেন, তাঁর কণ্ঠে তার লেশমাত্র নেই।



আমি পরিচয় না দিয়ে বললাম, আপনাকেই বরং বলতে হবে আমি কে? ইমন ভাই বললেন, ‘খলিল ভাইয়ার কণ্ঠের মতো লাগে।’ আমি খুশি হলাম- ইমন ভাই তাহলে আমার কণ্ঠ ভোলেন নি। কৌতুক করে বললাম, ‘আপনার কন্ঠ তো দেখি ইমন ভাইয়ের কন্ঠের মতো লাগে।’ এরপর আমরা দুজন হাসতে থাকলাম।



তারপর আমরা পরস্পরের কুশলাদি জানতে শুরু করি। ইমন ভাই বললেন, ‘প্রায় ৫-৭ বছর পর আমাদের কথা হচ্ছে।’ আমি অবাক হয়ে বললাম, ‘নাহ, মাত্র ৫-৭ মাস আগেই তো আমাদের কথা হলো!’ তিনি বললেন, ‘না, আরো বেশি, অনেক অনেক বেশি।’ তারপর আমাকে ঢাকায় যেতে বললেন। পাবলিক লাইব্রেরিতে তাঁরা ৬ প্রকাশনি মিলে বিশেষ বইমেলার আয়োজন করছেন। আমি অবাক হলাম- ইমন ভাইয়ের যে প্রকাশনি আছে, এটা তিনি কোনোদিনই আমাকে বলেন নি। আমি জানতামই না। তিনি বললেন, ‘কেন, আমার মুক্তদেশ নামে প্রকাশনি আছে, ভুলে গেছেন? ইত্যাদি, আমির প্রকাশনি থেকে আপনি কত বই বের করেছেন, আমাদের প্রগাঢ় বন্ধুত্ব ছিল, মনে নাই? তবে আমি এখন আর ওদের সাথে নাই।’ মুহূর্তে আমার ভুল ধরে ফেলি। কিন্তু গলার স্বর স্বাভাবিক রেখে, যেন এতক্ষণ ইমন ভাইয়ের সাথেই কথা বলছিলাম, এভাবেই বলতে থাকি, ‘ইমন ভাই, কি যে বলেন না! এগুলো কি আমাকে মনে করিয়ে দিতে হবে? আমার সবকিছু মনে আছে।’



কিন্তু যার সাথে এতো রসালো ও অন্তরঙ্গ আলাপন হলো, তিনি ইমন তোফাজ্জল ভাই ছিলেন না, যদিও কথোপকথনের সব তথ্য-উপাত্ত সঠিক, এবং যদিও কন্ঠটা কোনো জিন বা ফেরেশতার নয়।

তাহলে রহস্যটা কি?



৩ জুন ২০১৪







মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৩

লেখোয়াড় বলেছেন:
এখন পড়ার সময় নেই।
বুঝছেন তো.............??

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :) :)


হ্যাঁ, এটা বুঝতে পেরেছি যে এখন আপনার সময় নাই, বুঝেছেন? :)


কোথায় থাকেন?

২| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০১

স্বপ্নছোঁয়া বলেছেন: আপনার গল্পকণিকা ব্যাপারটা আমার বেসম্ভব ভালো লাগছে :#) তিনটা পর্বই পড়লাম।
নিজের ও লিখবার মন চায় :P (বেয়াদবি নিবেন না)

২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার গল্পকণিকা আপনার খুব ভালো লেগেছে জেনে খুব উৎসাহিত হচ্ছি। তিনটা পর্বই পড়ে ফেলায় ধন্যবাদ জানাচ্ছি। লিখে ফেলুন গল্পকণিকা। আমারও পড়তে মন চাইছে।

ভালো থাকবেন।

৩| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অনুপম হাসানের চিরকুটটা অসাধারন হইছে । ভাবছি কোন একদিন অ্যাপ্লাই করে ফেলবো ।

এটা বোধ হয় জাস্ট একটা কো-ইনসিডেন্স । পৃথিবীতে ব্যাখ্যাতিত অনেক ঘটনাই তো ঘটে । একবার এক আননোন নাম্বার থেকে ফোন এলে আমি রিসিভ করে কথা বলি । ওপাশ থেকে একটা মেয়ে কন্ঠ কিছুক্ষণ বাদে বললো, আপনি কি অমুক ? । ঘটনাচক্রে আমি অমুকই ছিলাম । আই মিন , নামটা ঠিক ছিল । বললাম ,জি । সে বললো, না এটা হতে পারেনা । আপনি ফান করছেন । আমি যত তারে বুঝাই যে আমার নাম সত্যিই সেটা । সে ভয় পেয়ে লাইন কেটে দেয় ।
নাম্বারটা আননোনই ছিল । আর সেও আমাকে চিনতোনা ।

ভালো লেগেছে সোনা ভাই ।
:) :-0

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনুপম হাসানের চিরকুট অসাধারণ হয়েছে জানতে পেরে ভালো লাগছে।

আপনার অনুমান ঠিক, এটা জাস্ট একটা কো-ইনসিডেন্স। তবে, আপনার অভিজ্ঞতাটা খুব মজার। কিন্তু তা থেকে কোনো গল্পের জন্ম না হওয়ায় ব্যথাই পেলাম :(


ধন্যবাদ পার্সিয়াস।

৪| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৭

চড়ুই বলেছেন: ২ নাম্বার টা ভালো ছিল যদিও রহস্য মনে হলনা অনেক সময় এরকম হয়।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ চড়ুই।

৫| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৩

চড়ুই বলেছেন: ২ নাম্বার টা ভালো ছিল যদিও রহস্য মনে হয়নি তবে গল্পকণিকা-২ বেশী ভালো লেগেছে।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবারও ধন্যবাদ।

৬| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৭

জাফরুল মবীন বলেছেন: ++

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ++ এর জন্য ধন্যবাদ জাফরুল মবীন ভাই।

৭| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৬

হানিফ রাশেদীন বলেছেন: সোমহেপি-প্রসঙ্গটা বেশ ভালো লাগলো।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ হানিফ রাশেদীন। আপনাকে দেখে ভালো লাগছে। আশা করি রেগুলার হবেন।

৮| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: এই গল্পকণিকা সিরিজ আমার প্রিয় পোস্টগুলোর একটা। আপনার মাথায় কতশত আইডিয়া ঘোরে পড়ে সেটা বোঝা যায়।

আরও ঘনঘন লেখা চাই।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গল্পকণিকা সিরিজ আপনার প্রিয় পোস্টগুলোর একটা জেনে খুব গর্ব ও আনন্দ হচ্ছে। আপনি একজন প্রাজ্ঞ গল্পকার- আপনি নিজেও জানেন গল্পকারের মাথায় প্লটগুলো মাছির মত ভন ভন করে। কত প্লট অকালে মারা যায়। যতগুলো ধরে রাখা সম্ভব, ধরে রাখি।

ধন্যবাদ প্রোফেসর সাহেব। ভালো থাকবেন।

৯| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:১২

মুদ্‌দাকির বলেছেন: ভালো লাগল +++

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মুদ্‌দাকির ভাই।

১০| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৬

পার্থ তালুকদার বলেছেন: খুব ভাল লেগেছে...।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পার্থ তালুকদার ভাই। ভালো থাকবেন।

১১| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা জানিয়ে গেলাম ভাই ++++++

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।

১২| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫০

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা , বিবাহিত! মজা পেলাম।

দ্বিতীয়টার রহস্য বের করতে পারলাম না, মনে হয় সম্পূর্ণ ব্যাপারটাই কাকতালীয়।

এমন কিছু আজগুবি মোবাইল কলের বিব্রত অভিজ্ঞতা আমারও আছে, ৩/৪ বছর আগের কথা; ছুটিতে দেশে; প্রায় প্রতিদিন রাত ৩/৪ টার দিকে এক ছেলে ফোন দিয়ে জিজ্ঞেস করে, "ভাই আপনি কি সাকিব খান?" প্রথম প্রথম ভদ্র ব্যবহার করে ফোন কেটে দিতাম, কিন্তু তারপর প্রতি প্রায় রাতেই ঘটতে থাকলে ব্যাপারটা চরম বিরক্তিকর পর্যায়ে চলে যায়। তো একদিন বিরক্ত হয়ে বললাম, "না, আমি সাকিব খান না; আমি তোমার আব্বু, তুমি আমার হারিয়ে যাওয়া সোনামানিক; আস তোমার আব্বুর কাছে আস, বাছা"। ব্যাস, তারপর থেকে ফোন বন্ধ। পরে অবশ্য নিজের কাছে খারাপ লেগেছে, আহারে! বেচারাকে এভাবে না বললেও পারতাম!

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মজার জিনিসে মজা পেয়েছেন জেনে আমিও মজা পেলাম, সাইফুল ভাই।

দ্বিতীয়টা আসলে ফান করেই ‘রহস্যগল্প’ বলা হয়েছে। ব্যাপারটা কাকতালীয়। এবার রহস্যটা আমি খুলে বলছি। যার সাথে মোবাইলে কথা হচ্ছিল, তাঁর নাম জাবেদ ইমন মজুমদার। বাংলাবাজারে ‘মুক্তদেশ’ নামে তাঁর একটা প্রকাশনি আছে। আমার মোবাইলে Imon (জাবেদ ইমন মজুমদারের সংক্ষিপ্ত নাম) এবং Imon Tofazzol নামে দুটি নাম্বার পাশাপাশি সেইভ করা আছে। ইমন তোফাজ্জল ভাইকে ফোন করতে যেয়ে তাড়াহুড়োর কারণে ইমন মজুমদারকে ফোন করে বসি। ঘটনা এটুকুই। কিন্তু এ ঘটনায় আমি বাস্তবিকই খুব মজা পেয়েছিলাম, যদিও লেখায় সেই মজাটা ফুটিয়ে তুলতে পারি নি।

অনেক ধন্যবাদ প্রিয় সাইফুল ভাই, নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমারও এখন ছেলেটার জন্য মায়া হচ্ছে।

ভালো থাকুন।

১৩| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮

মামুন রশিদ বলেছেন: বেচারা বিবাহিত !!


ইমন জুবায়ের ভাইয়ের সাথে আলাপ হয় নি তো !

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা, খুব ভালো বলেছেন ;) বিবাহিতকে এটা জিজ্ঞাসা করতে হবে ;)

ধন্যবাদ মামুন ভাই।

১৪| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আত্মাভিমান খুব ভালা পাইছি!

আপনার বাস্তব রহস্য গপে মজা পাইছি। এরকম কিছু ঘটনা আমাদের জীবনে থাকে যার হিসাব মিলানো যায় না!

আমি তো এতদিন ব্লগার সামহেপি কে মেয়ে মনে করতাম :D

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগার সোমহেপি আর সালহ্যাপী- দুটি আলাদা নিক এবং আলাদা সত্তা ;)

বাস্তব রহস্যগল্পে মজা পেয়েছন জেনে ভালো লাগলো।

ধন্যবাদ মাসুম ভাই।

১৫| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: প্রথমটা পড়ে বেশ মজা পেলাম। :) :)

দ্বিতীয়টা তো কঠিন রহস্য। ;) ;) :P

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ আপু, দ্বিতীয়টা ‘কঠিন’ রহস্যই।

ধন্যবাদ।

১৬| ১৩ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৭

জুন বলেছেন: প্রথম কনিকা টি মজার হলেও একটা করুন রস লুকিয়ে আছে । এমন এক ঘরে হয়ে থাকাটা বেশ কষ্টের ছাই ভাই ।
+

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সঠিক জায়গায় হিট করেছেন আপু। ছেলেটা মূলত ইন্ট্রভার্ট। আবার তার ইগোও খুব কঠিন :) ফলে মনের কষ্ট দমন করার জন্য এই কৌশল অবলম্বন করতে হয়।

ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.