|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
মেয়েটার বয়স আর কতই বা হবে- ১৩ বা ১৪, বড় জোর ১৫ বছর। বেশিও হতে পারে- ১৭, ১৮, ১৯। গাঁয়ের কোন মেয়ে কখন জন্ম নিল, কীভাবে বড় হয়ে গেলো, তারপর একদিন বিয়ে- এখন কি আর এসবের খোঁজ রাখা সাজে! সেই যে একটা সময় ছিল- তরুণ কালে, বাড়ন্ত যৌবনে। ভাবতে ভাবতে মহব্বত মিয়া পড়ন্ত সূর্যের দিকে তাকায়, ডান হাত উঠিয়ে চোখে ছায়া দেয়। দিন পড়ে যাচ্ছে। 
‘ও চাচা, কী করো?’
মহব্বত মিয়া সম্বিৎ ফিরে পায়। ‘পেয়ারা খাইবা?’ বলেই হনুফা সদ্য গাছ থেকে পাড়া একটা টসটসে পেয়ারা মহব্বত মিয়ার হাতে তুলে দেয়। মহব্বত মিয়া পেয়ারা হাতে নিয়ে ফুঁ দিয়ে পরিষ্কার করে, তারপর দাঁত বসিয়ে ঘচসঘচ করে পেয়ারা খেতে থাকে। 
‘খুব মিডা না?’ বলে হনুফা খুব মিষ্টি করে হাসে।
‘হ। জব্বর মিডা রে!’
‘তয় নেও, আরো একটা খাও।’ বলেই আরেকটা পেয়ারা মহব্বত মিয়ার হাতে গুঁজে দেয় সে। মহব্বত মিয়া পেয়ারা নেয়ার সময় এক ঝলক হনুফার বুকের দিকে তাকায়। হলুদ রঙের শাড়ির নীচে লাল ব্লাউজের ‘ভি’ থেকে খুব ধীরে ধীরে সে আরো গভীরে ঢুকে পড়ে। আস্তে আস্তে নেমে আসে নাভি বরাবর। কী সুন্দর একটা গর্ত! 
‘ছিঃ। ঐবাবে তাকাই আছাও ক্যা?’ একটা ঝামটা দিয়ে হনুফা চলে যেতে থাকে। মহব্বত মিয়ার ধ্যান ভঙ্গ হয়। যেতে যেতে হনুফার কোমর দুলছিল। কোমরের দু পাশে ধবল মাংসল চামড়ার দিকে একধ্যানে তাকিয়ে থাকে মহব্বত মিয়া। যতবার হনুফাকে দেখেছে, ততবারই পেটিকোটের দাগ বরাবর সরু কোমরের সাদা অংশটুকু মাখনের মত লোভনীয় হয়ে উঠেছে। তার শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে, হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।
....
‘হনুফা। ও হনুফা।’ রাত গভীর হলে হনুফার খুপরির দরজায় আস্তে ঠেলা দিয়ে ফিস ফিস করে ডাকতে থাকে মহব্বত মিয়া। 
‘কে?’ হনুফা জবাব দেয়। হনুফা কি রাতে ঘুমায় না? নাকি অল্প শব্দেই ওর ঘুম ভেঙে যায়?
‘আমি। আমি মহব্বত মিয়া। ঝাপটা একটু খোল।’ মহব্বত মিয়া নিচু স্বরে বলে।
হনুফা ঝাপ খুলে দেয়। ‘এত রাইত্রে আবার কী অইল তোমার?’
‘তোরে একটু দ্যাকপার মন চাইল। ভিতরে আহি?’
হনুফা খিল খিল করে হেসে ওঠে। ‘ভিতরে আইফা? আহো।’
ঘরে ঢুকে মহব্বত মিয়া হনুফার কাছ ঘেঁষে শোয়। আস্তে আস্তে তার বুকের আঁচল সরিয়ে ব্লাউজের বোতাম খোলে। ঝুঁকে পড়ে স্তনের বোঁটায় ঠোঁট রাখতেই অলৌকিক ঘটনাটা ঘটে গেলো। ‘ওয়াআ ওয়াআ’ স্নিগ্ধ কান্নায় হনুফার ঘর ভরে যেতে থাকে। 
পরদিন সকালবেলা গাঁয়ের মানুষ দেখলো, মা-হারা আধা-পাগলা হনুফা একটা সদ্যোজাত শিশু কোলে করে ঘুরে বেড়াচ্ছে। লোকজন অবাক হয়ে বলছে, ‘ও হনু, তর তো বিয়া অয় নাই, বাচ্চা পাইলি কই?’ হনুফা সুন্দর করে হাসে আর বলে, ‘আল্লায় দিছে।’
ঐ রাতের পর গ্রামবাসীরা আর কোনোদিনই মহব্বত মিয়াকে দেখতে পায় নি।
২৪ জুলাই ২০১৪
 ৬৮ টি
    	৬৮ টি    	 +২/-০
    	+২/-০  ২৪ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৩
২৪ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  ধন্যবাদ বিদ্রোহী ভৃগু প্রথম কমেন্টের জন্য। গল্প পিয়ারার মতই মিডা জেনে সুখ পাচ্ছি 
ভালো থাকবেন।
২|  ২৪ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৩
২৪ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৩
অপ্সরা বলেছেন: ভেবেছিলাম ইলিশ পোলাও এর মত একটা গল্প ভাইয়া। এত ছোট দেখে অবাক হলাম প্রথমে শেষে বিদ্রোহী ভাইয়ার কমেন্ট পড়ে হাসতে হাসতে মরলাম।  
 
  ২৪ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৭
২৪ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   কিছু সিরিয়াস গল্প মাথায় গুঁতাগুঁতি করছে। সময় পাচ্ছি না। পেলে আরও কিছু ইলিশ পোলাও খাওয়ানো যেত 
যাক গে, কিছুটা হাসির খোরাক জোগাতে পেরে ভালো লাগছে 
ধন্যবাদ আপু।
৩|  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:০৩
২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:০৩
অপূর্ণ রায়হান বলেছেন: মিডা গল্পের শেষে আইসা একটা আছার খাইলাম !  যাই হোক কেমন আছেন ?
  যাই হোক কেমন আছেন ? 
  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:১১
২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এহহেরে, আছাড় খেয়ে পা-টা ভাঙে নি তো!
যাই হোক, ভালো আছি। আপনাকে দেখে ভালো লাগছে। আশা করি রেগুলার হবেন।
ভালো থাকুন।
৪|  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:০৪
২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:০৪
সুমন কর বলেছেন: ব্লগার বিদ্রোহী ভাইয়ের মতোই বলতে হচ্ছে, একদিনেই.................
উপস্থাপন রসালো হয়েছে।  
  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:১২
২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উপস্থাপনা রসালো হয়েছে জেনে ভালো লাগছে। ধন্যবাদ সুমন কর।
৫|  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:১০
২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:১০
এহসান সাবির বলেছেন: মহব্বত মিয়াই কি ছোট হয়ে গেল??
  
   
   
   
 
  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:৩৫
২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  ভেরি ইন্টেলিজেন্ট  গল্পের শিরোনাম ‘শাস্তি’, ট্যাগ খেয়াল করলে ক্লু পেতে কষ্ট হয় না।
  গল্পের শিরোনাম ‘শাস্তি’, ট্যাগ খেয়াল করলে ক্লু পেতে কষ্ট হয় না।
অভিনন্দন এবং ধন্যবাদ এহসান সাবির ভাই।
৬|  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:৩০
২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:৩০
টুম্পা মনি বলেছেন: হুম!!! কঠিন গল্প। ভালা লাগা জানবেন। শুভেচ্ছা রইল।
  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:৩৯
২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কঠিন গল্পে আপনার ভালো লাগায় খুব খুশি হলাম আপু। ধন্যবাদ। আপনার জন্যও শুভেচ্ছা।
৭|  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:৫২
২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:৫২
সুকান্ত কুমার সাহা বলেছেন: তবে কি কর্তিতটাকেই পাগলী বাচ্চা বলে ভ্রম করছে? নাকি আমারই ভ্রম হইলো ! 
তয় গল্পটা ভাল হইছে !!! 
  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:৫৮
২৪ শে জুলাই, ২০১৪  রাত ৮:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  না না। অন্যভাবে ভাবুন। শিরোনাম দেখুন- ‘শাস্তি’। ট্যাগ দেখুন- অতিপ্রাকৃতিক।
অবশ্য, গল্পটা হয়তো কোনো ক্যাটাগরিতেই ফেলা যাবে না।
ধন্যবাদ সুকান্ত কুমার সাহা। শুভেচ্ছা।
৮|  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ১১:২১
২৪ শে জুলাই, ২০১৪  রাত ১১:২১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: লেখকরা ধীরে হলেও সাহসী হয়ে উঠছেন। এটা একটা শুভ লক্ষণ। সাহিত্য জগতে ভাঙচুর শুরু হতে বেশি দেরি নাই। ভাঙচুর না হলে পুরানো কিছুর রূপ-কাঠামোর বদল হয় না।
কিন্তু আমি ধন্দে আছি যে, আগের রাতে মহব্বত মিয়া এলো পরদিন হনুফা বাচ্চা নিয়ে বের হলো। এই কনসেপ্টটার ব্যবহার দেখেছিলাম ব্রাত্য রাইসুর একটা গল্পে।
আগের দিন তারা সিদ্ধান্ত নেয় বাচ্চা পয়দা করবে। পরদিন তারা বাচ্চার অধিকারী হয়ে যায়।
  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১২:২১
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   জুলিয়ান ভাই, গঠনমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
এটা একটা অতিপ্রাকৃতিক কিংবা অবাস্তব গল্প। কিংবা অতিপ্রাকৃতিক সায়েন্স ফিকশনও বলতে পারেন। অথবা এ গল্পের কোনো জেনারই নেই।
মহব্বত মিয়া একজন নারীলোভী পুরুষ। কিন্তু সুন্দরী, আধা-পাগলা মেয়েটার দিকে তার চোখ পড়ে। মেয়েটা যে আসলে কে বা কী তা শুধু অনুভবে বা কল্পনায় ভেবে নেয়া যেতে পারে। 
মহব্বত মিয়া যখন হনুফার শরীরে হাত বাড়ালো, সাথে সাথে সে হনুফার সদ্যোজাত শিশুতে পরিণত হয়ে গেলো। একটা জলজ্যান্ত, পরিণত পুরুষের এভাবে শিশুতে পরিণত হওয়াটাই তার শাস্তি। শুধু তাই নয়, যে রমণীর দিকে সে অসৎ উদ্দেশ্য হাত বাড়িয়েছিল, সে-ই তার জন্মদাত্রী জননীতে পরিণত হলো।
ব্রাত্য রাইসুর গল্পটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই।
এ গল্পটা হলো এই। 
আবারও ধন্যবাদ প্রিয় জুলিয়ান ভাই, সাথে থাকার জন্য।
৯|  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ১১:২৭
২৪ শে জুলাই, ২০১৪  রাত ১১:২৭
মুদ্দাকির বলেছেন: একরাতে কেমনে?? নাকি গল্পই বুঝি নাই ??   
   
   
 
  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১২:২৭
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১২:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   হাহাহাহাহাহাহা, উপরে বলে দিয়েছি  জুলিয়ান ভাইয়ের কমেন্টের উত্তর দেখুন
 জুলিয়ান ভাইয়ের কমেন্টের উত্তর দেখুন 
ধন্যবাদ মুদ্দাকির ভাই।
১০|  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ১১:৫০
২৪ শে জুলাই, ২০১৪  রাত ১১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন: 
প্রযুক্তি আজ কোথায় এসে দাঁড়িয়েছে !!! 
ভাই সেইরকম মজা পাইছি গল্প পড়ে।  
  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১২:২৯
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গল্প পড়ে সেইরকম মজা পাওয়ায় আনন্দিত হলাম প্রিয় ব্লগার। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
১১|  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১:১৫
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১:১৫
শান্তির দেবদূত বলেছেন: চমৎকার একটা গল্পকনিকা। প্রথমে বেশ সাদামাটা মনে হচ্ছিল, শেষের পরিনতিটাও কনফিউজিং ছিল; কিন্তু ৮ নং কমেন্টের রিপ্লাই পড়ে ক্লিয়ার হয়ে গেছে। দারুন ও অভিনব আইডিয়া।
আমি সব সময়ই চাই ব্যাতিক্রমি প্লট, অভিনব আইডিয়া নিয়ে লিখতে ও পড়তে। ইনফেক্ট, যখন কোন সাইন্স ফিকশনের আইডিয়া আমার মাথায় আসে সেটার মূল থিম ইংরেজিতে ও বাংলায় গুগলে সার্চ দেই যদি কাছাকাছি কোন প্লট পাই তাহলে সেটা নিয়ে আর লেখি না। সেই হিসাবে আপনার এই ছোট কিন্তু তিব্র গল্পকনিকাটি উতরে গেছে। 
অনেক অনেক ভাল লাগল প্রিয় লেখক, শুভেচ্ছা রইল।
  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১:৩৬
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   আপনার কমেন্টে আমার বাঁধ ভেঙে গেলো, এতটা আনন্দিত।
গল্পে কিছুটা ডিটেইলস যোগ করতে হলো। কাহিনি সহজে ধরা পড়ছিল না। ক্লারিটির কথা ভেবেই এটুকু ডিটেইলস শেষ পর্যন্ত জুড়ে দিলাম।
ঘরে ঢুকে মহব্বত মিয়া হনুফার কাছ ঘেঁষে শোয়। আস্তে আস্তে তার বুকের আঁচল সরিয়ে ব্লাউজের বোতাম খোলে। ঝুঁকে পড়ে স্তনের বোঁটায় ঠোঁট রাখতেই অলৌকিক ঘটনাটা ঘটে গেলো। ‘ওয়াআ ওয়াআ’ স্নিগ্ধ কান্নায় হনুফার ঘর ভরে যেতে থাকে। 
অনেক ভালো থাকুন প্রিয় সাইফুল ভাই।
১২|  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ২:৫০
২৫ শে জুলাই, ২০১৪  রাত ২:৫০
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: শিরোনামের সাথে মিল রেখে গল্পের প্লটটা অসাধারন লিখেছেন । আপনার এই ধরনের গল্পগুলো অনেক ব্যাতিক্রমী । ভাবনার খোড়াক যোগায় । ছোট অথচ সাবলীল, সহজ কিন্তু সাধারন নয় । 
ভালোলাগা রইলো ।  
  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১০:৫৮
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১০:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রশংসা শুনতে ভালো লাগা হলো একটা সহজাত ব্যাপার। কিন্তু আপনার কমেন্ট থেকে আমি প্রচুর উদ্দীপনা পাচ্ছি। কৃতজ্ঞতা জানবেন।
১৩|  ২৫ শে জুলাই, ২০১৪  ভোর ৪:১০
২৫ শে জুলাই, ২০১৪  ভোর ৪:১০
সচেতনহ্যাপী বলেছেন: মনে যে রহস্যের জন্ম ছিল ৮নম্বর মন্তব্যের জবাবে সেটা ভাঙ্গলো।।ধন্যবাদ।
  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:০৯
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সচেতনহ্যাপী। শুভেচ্ছা।
১৪|  ২৫ শে জুলাই, ২০১৪  সকাল ৯:২৫
২৫ শে জুলাই, ২০১৪  সকাল ৯:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:  ভালো লিখেছেন। গল্পে অতিপ্রাকৃত রঙ উপভোগ্য। 
 ধন্যবাদ, লেখক।  
  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:১১
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ধন্যবাদ আশরাফুল ইসলাম ভাই। শুভেচ্ছা জানবেন।
১৫|  ২৫ শে জুলাই, ২০১৪  সকাল ৯:৩৯
২৫ শে জুলাই, ২০১৪  সকাল ৯:৩৯
রাবেয়া রব্বানি বলেছেন:   
  
ম্যাজিক আছে ফেমিনিজম ও কিছুটা।
  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:১২
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ম্যাজিক আছে শুনে খুশি হলাম। ফেমিনিজম কীভাবে আছে তা বুঝতে পারছি না আপু। যাই হোক, পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৬|  ২৫ শে জুলাই, ২০১৪  সকাল ১০:৩১
২৫ শে জুলাই, ২০১৪  সকাল ১০:৩১
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই , 
বিদ্রোহী ভৃগু  আর এহসান সাবির এর মন্তব্য দুটোকে মিলিয়ে গল্পের নামকরন এর শানে নযুল সম্পর্কে যে কথা বলতে চেয়েছিলুম, আপনি জুলিয়ান সিদ্দিকীর মন্তব্যের উত্তরে ঠিক সেই কথাটিই বলে ফেলেছেন । 
আমার আর বাড়তি কিছু বলার রইলো না । 
ঈদের শুভেচ্ছা রইলো ........
  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:১৪
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। খুব আনন্দিত হলাম।
শুভেচ্ছা জানবেন।
১৭|  ২৫ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:৩৩
২৫ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:৩৩
ফ্রাস্ট্রেটেড বলেছেন: কন্সেপ্টটা বেশ। উপস্থাপনাটা একটু হালকা মনে হচ্ছে, ফান টাইপ। আরেকটু ডিপ হলে ভালো হত। 
তবে এই শাস্তি মহাব্বত্ মিয়া ডিজার্ভ করে বলে মনে হচ্ছে না, হনুফার কাজকর্মেও তো একটা কিন্তু আছে। 
আমি শকড।  
 
  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:১৮
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  একটু ফান টাইপ হয়ে গেছে নাকি? দেখি, আস্তে আস্তে এডিট করে যদি কিছুটা ডেপ্থ আনা যায়।
ধন্যবাদ ফ্রাস্টেটেড। ভালো থাকবেন।
১৮|  ২৫ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:০২
২৫ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:০২
চির-বিস্ময় বলেছেন: কন্সেপ্টটা চমৎকার , কিন্তু ক্লোজিং টা খুব তাড়াতাড়ি করে ফেলেছেন। অারেকটু রস দিতে পারতেন Otherwise গল্পটা পুরাই মিঠা .......
  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:১৯
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ‘গল্পকণিকা’- অর্থাৎ খুব ছোটো, কণিকা সাইজের গল্প। আরও ডিটেইলস দিলে সাইজ হয়ে যেত বড়, ছোটোগল্প। এজন্য বেশি বিস্তৃত করা হয় নি।
এনি ওয়ে, পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৯|  ২৫ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৪
২৫ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: পরে যে দুয়েকটি লাইন যোগ করেছেন.. তাতে এখন পূর্ণতা এসেছে বটে  
 
আমার কমেন্স বরং ফিকে হয়ে গেল  
 
অতিপ্রাকৃতই বটে! মন্দ নয়। সব এলঅকায় কিছু এরম পাগলী ছেড়ে দিলে মন্দ হতো না  
   
   
 
  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:২৬
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
 সবার কাছেই কৃতজ্ঞ। গল্পটা যখন পাঠকের কাছে পৌঁছতে ব্যর্থ হচ্ছিল, তখন আমাকে আরেকটু ডিটেইলস যোগ করতে হয়েছে। গল্পে এখন পূর্ণতা এসেছে জেনে ভালো লাগছে।
কিন্তু সব এলাকায় হনুফাদের ছেড়ে দেয়া অনুচিত  সব এলাকার মহব্বত মিয়ারা চিরদিনের জন্য উধাও হয়ে যেতে থাকবে
 সব এলাকার মহব্বত মিয়ারা চিরদিনের জন্য উধাও হয়ে যেতে থাকবে 
ধন্যবাদ ভৃগু।
২০|  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:০২
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:০২
অণুজীব বলেছেন: valo laglo.
  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:২৭
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অণুজীব। অনেকদিন পর দেখছি আপনাকে। আশা করি ভালো আছেন।
২১|  ২৬ শে জুলাই, ২০১৪  দুপুর ১:৫১
২৬ শে জুলাই, ২০১৪  দুপুর ১:৫১
মৃদুল শ্রাবন বলেছেন: গল্পে কি বলতে চেয়েছেন বা গল্পের কাহিনীর থেকে বড় সে ব্যাপারটা এখানে প্রাধ্যন্য পেয়েছে সেটা হল বাংলা ব্লগে গল্পের একটা টার্নিং। যে জিনিসটা, সে স্বাদটা এই ব্লগীয় সাহিত্য জগতে মিস করি সবসময় সেটা আপনি প্রকাশ করার সাহস দেখিয়েছেন। 
যখন থেকে পড়াশোনার অভ্যাস তৈরি হয় তখন থেকেই জানি সাহিত্যে বা কাব্যে অশ্লীলতা বলে কোন শব্দ নেই। কিন্তু বাংলা ব্লগে এই মতাদর্শের প্রকাশ হতে দেখি না বললেই চলে। প্রিন্টিং মিড়িয়ায় লেখকের জবাবদিহীতার কোন প্রশ্ন থাকে না কিন্তু ব্লগীয় সাহিত্যে লেখক এটি এড়িয়ে যেতে পারেন না। তাই আমরা যারা ব্লগে লেখালেখি করি তারা চাইলেও অনেকসময় হাত খুলে লিখতে পারিনা। 
আপনার শব্দ চয়ণ, ভাষার গাথুনি গল্পের অশ্লীলতাকে জয় করে সুন্দর পরিচ্ছন্ন সাহিত্যের রুপ দিয়েছে। যেটা বাংলা সাহিত্যের একটা অপরিহার্য অঙ্গ।     
  ০৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪৭
০৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   আপনার কমেন্ট পড়ে অভিভূত হলাম। আশা করি অন্যান্য পাঠকরাও আপনার মন্তব্যটি পড়ে চমৎকৃত হবেন। খুব সুন্দরভাবে একটা জিনিসের অবতারণা করেছেন- গল্পের একটা টার্নিং পয়েন্ট। এটা বাস্তবিকই কোনো টার্নিং পয়েন্ট কিনা জানি না, তবে, আমি এভাবে লিখে খুব আনন্দ পাচ্ছি, এবং আমার জন্য এটা নিঃসন্দেহে একটা টার্নিং পয়েন্ট। আমার বেশকিছু বড় গল্পকেও খুব অল্প কথায় নিয়ে আসার জন্য চেষ্টা করছি। 
শেষের প্যারায় যা বললেন তাতে সত্যিই আমি খুব সম্মানিত বোধ করছি।
আপনাকে অনেক ধন্যবাদ মৃদুল শ্রাবণ।
ইদ মোবারক।
২২|  ২৬ শে জুলাই, ২০১৪  দুপুর ২:২৫
২৬ শে জুলাই, ২০১৪  দুপুর ২:২৫
মামুন রশিদ বলেছেন: মাই গড! 
অবাক করা গল্প । খুবই শক্তিশালী । ট্যুইস্টে যাদু বাস্তবতা, একটুও অবিশ্বাস্য মনে হয়নি ।
  ০৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪৯
০৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   আপনার কমেন্ট আমাকে অনেক আনন্দ দিল প্রিয় মামুন ভাই। ধন্যবাদ জানবেন।
ইদ মোবারক।
২৩|  ২৬ শে জুলাই, ২০১৪  দুপুর ২:৪৬
২৬ শে জুলাই, ২০১৪  দুপুর ২:৪৬
জাফরুল মবীন বলেছেন: +++ (মন্তব্য করার পদ্ধতিটা ব্লগার লিরিকসের কাছ থেকে শেখা।জানেনতো বোবার কোন শত্রু নাই   
   )
 )
  ০৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৬
০৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   ধন্যবাদ জাফরুল মবীন ভাই। ইদ কেমন কাটলো?
ইদ মোবারক।
২৪|  ২৬ শে জুলাই, ২০১৪  বিকাল ৫:১৩
২৬ শে জুলাই, ২০১৪  বিকাল ৫:১৩
মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার টুইস্ট। অনেক ভালো লেগেছে। তবে আমার মনে হচ্ছে মহব্বত মিয়া শাস্তি পায় নাই বরং বোনাস হিসেবে আরেকটা একটা জীবন পেলো। পৃথিবীতে বেঁচে থাকতে কে না চায়!! যদি না বেঁচে থাকাটা দূর্বিষহ হয়ে ওঠে।
অবশ্য তাকে বেঁচে থাকতে হবে হনুফাকে "মা জননী" মেনে যার প্রতি সে কামনার দৃষ্টি দিয়েছিল, সেই অর্থে অবশ্যই শাস্তি সাথে প্রায়শ্চিত্ত যোগও ঘটেছে।
ইদের অগ্রিম শুভেচ্ছা রইল ভাইয়া। ইদ মুবারক 
  ০৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৫:০২
০৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৫:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  আপনিও তো গল্পের আরেকটা দিক তুলে ধরলেন। সে ক্ষেত্রে গল্পের নাম ‘পুরস্কার’ও হতে পারে  একটা ভাঙা জীবন ঝেড়ে ফেলে একটা নতুন জীবন নিয়ে নিল
 একটা ভাঙা জীবন ঝেড়ে ফেলে একটা নতুন জীবন নিয়ে নিল 
আপনাকেও ইদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ইদ ভালো কেটেছে।
২৫|  ২৭ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:১৭
২৭ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:১৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: অদ্ভুত সুন্দর একটা গল্প। যেখানে চিন্তা কাজে পরিণত হয় মুহূর্তে!
চমৎকার। 
  ০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৩
০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রোফেসর সাহেব। ভালো থাকবেন।
২৬|  ২৮ শে জুলাই, ২০১৪  রাত ১:৪৩
২৮ শে জুলাই, ২০১৪  রাত ১:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন: সেই লেভেলের শাস্তি!
  ০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৪
০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অভি ভাই। ইদ মোবারক।
২৭|  ২৮ শে জুলাই, ২০১৪  রাত ৮:৩০
২৮ শে জুলাই, ২০১৪  রাত ৮:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক +
  ০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৪
০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদ মোবারক।
২৮|  ৩১ শে জুলাই, ২০১৪  সকাল ৯:৩২
৩১ শে জুলাই, ২০১৪  সকাল ৯:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Laptop er charger nosto hoie geche. khub somossay achi. 6 ba 7 tarikher age charger pawa jabe na. comment er reply na dite parar jonyo dukkhito.
  ০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৫
০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখন শান্তি, তাই না?
২৯|  ৩১ শে জুলাই, ২০১৪  সকাল ৯:৫০
৩১ শে জুলাই, ২০১৪  সকাল ৯:৫০
সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন সুুপ্রিয় সোনবীজ ভা্ই। আপনার সুদীর্ঘ ও সফল জীবন কামনা করছি ।
  ০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৬
০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
৩০|  ৩১ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:৫৪
৩১ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:৫৪
মহামহোপাধ্যায় বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া 
  ০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪২
০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায়।
৩১|  ৩১ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:৫৪
৩১ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:৫৪
মহামহোপাধ্যায় বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া 
৩২|  ০৪ ঠা আগস্ট, ২০১৪  বিকাল ৪:২৯
০৪ ঠা আগস্ট, ২০১৪  বিকাল ৪:২৯
মাহমুদ০০৭ বলেছেন:  হাহহ , আমি ত হাস্তে হাসতে শেষ   
   
  
 সিরাম একটা গল্প , রসকষে পরিপূর্ণ !  
 
 আহ ! মাইনুদ্দিন ভাই যে  কই   
   .....
 .....
 অনেক ভাল লাগল । 
 এক্টাই কথা - ছাই ভাই কি জয় !!   
   
 
  ০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪৪
০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  হাহাহাহাহাহাহা- ছাই ভাই কি জয়!!! মাঈনউদ্দিন ভাই তো ট্যুরে আছেন  তাঁকে মিস করছি।
 তাঁকে মিস করছি।
ধন্যবাদ মাহমুদ ভাই। ভালো থাকবেন।
৩৩|  ০৪ ঠা আগস্ট, ২০১৪  বিকাল ৪:৩১
০৪ ঠা আগস্ট, ২০১৪  বিকাল ৪:৩১
মাহমুদ০০৭ বলেছেন:  হাহহ , আমি ত হাস্তে হাসতে শেষ   
   
  
 সিরাম একটা গল্প , রসকষে পরিপূর্ণ !  
 
 আহ ! মাইনুদ্দিন ভাই যে  কই   
   .....
 .....
 অনেক ভাল লাগল । 
 এক্টাই কথা - ছাই ভাই কি জয় !!   
   
 
৩৪|  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ৮:২৩
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ৮:২৩
জাহাঙ্গীর.আলম বলেছেন: 
পড়েছিলাম প্রথম দিন ৷ প্রথম পাঠটিই অনেক ভাল ছিল ৷
এতো ডিটেইলস না দিলেও হতো ৷ সলতে লেখকের বাকিটা পাঠকের চিন্তায় ৷ 
  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:৩১
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  প্রথম পাঠের সাথে শুধু নীচের বিবরণটুকু যোগ করা হয়েছেঃ
ঘরে ঢুকে মহব্বত মিয়া হনুফার কাছ ঘেঁষে শোয়। আস্তে আস্তে তার বুকের আঁচল সরিয়ে ব্লাউজের বোতাম খোলে। ঝুঁকে পড়ে স্তনের বোঁটায় ঠোঁট রাখতেই অলৌকিক ঘটনাটা ঘটে গেলো। ‘ওয়াআ ওয়াআ’ স্নিগ্ধ কান্নায় হনুফার ঘর ভরে যেতে থাকে। 
পাঠকে পাঠোদ্ধার-সমস্যার কথাটা চিন্তা করেই এই বিববরণটুকু যোগ করতে হয়েছে। বেশিরভাগ পাঠকের কাছেই গল্পটি কেবল ‘রসালো’ মনে হওয়াতে এ কাজটি আমি করেছি। 
কিছু বাড়তি ডিটেইলস থাক। গল্পের সাইজ তো আর ৫ পাতা না যে পড়তে খুব বেশি সময় লাগবে 
ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাই। 
৩৫|  ০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১:৫৭
০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১:৫৭
অঘটনঘটনপটীয়সী বলেছেন: চমৎকার গল্প। সবার এমন শাস্তি হওয়া দরকার।   
 
  ০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ২:১০
০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ২:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৪০
২৪ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: পরদিন সকাল বেলা !!!!!!!!!!!!!!গাঁয়ের মানুষ দেখলো!!...................
 ডরাইছি
 ডরাইছি   
   
   মাত্র একদিনেই.. বাচ্চা কোলে???
 মাত্র একদিনেই.. বাচ্চা কোলে???


ইডা ক ইলেন ভাই
কিছুদিন বলতে চাইছিলেন কি?
গপ্প পিয়ারার মতোই মিডা! কিন্তুক.. খালি একদিনে সব আউলাইয়া দিল