নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

একজন অদৃষ্ট পুরুষ

২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০১

সে কবিতা লিখতো, আমিই তার প্রথম পাঠক ও শ্রোতা। কবিতা পড়তে পড়তে মনে হতো, কবিতার মানুষটাও নির্ঘাত আমিই।

সে নিমগ্ন ছিল এক মনস্বী পুরুষে। তার কথা এতো বেশি পাড়তো যে, লোকটার সবগুলো ক্ষুদ্রাতিক্ষুদ্র বৈশিষ্ট্য, খুনসুটি আমার মুখস্থ হয়ে গেলো। এবং আশ্চর্য কথা কী জানেন, সেই মানুষটা আর আমার মধ্যে আচরণ বা বৈশিষ্ট্যগত কোনো তফাতই ছিল না। অর্থাৎ, আমিই সেই কবিতার পুরুষ।

গভীর আবেগে সে যখন কবিতা পড়তো, প্রতিটা উপমা উচ্চারণের সময় সে যখন সূক্ষ্ম ভুরু ও সরু চোখ নাচিয়ে আমার দিকে তাকাতো, সুনিশ্চিত মনে হতো- এই মহান ও ভাগ্যবান পুরুষটি আমি ছাড়া আর কেউ হতে পারে না।

আমার হৃৎপিণ্ড ছিঁড়ে একদিন কথাটা বেরিয়ে গেলো, ‘বল পাখি, লোকটা কি আমি নই?’ আমার অপরাধ ছিল এটাই। তারপর আর কোনোদিন সে আমাকে কবিতা সাধে নি।

তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে বহুকাল হলো। এখনও তার কবিতা গোগ্রাসে পড়ি। এখনও তার প্রতিটা শব্দ ও অক্ষরে আগের মতোই বিপুল আকুতি। আকুল হয়ে তার কবিতায় আজও আমি সেই অদৃষ্ট পুরুষের পরিচয় খুঁজি।

২৪ নভেম্বর ২০১৪

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন:
বল পাখি, লোকটা কি আমি নই?

হায়!

ভালো লাগা রইলো সোনাবীজ ভাই!

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইফতি ভাই। ভালো থাকবেন।

২| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

 বলেছেন: ভালো লাগলো :)

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সজীব ভাই। ভালো থাকবেন।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

কলমের কালি শেষ বলেছেন: হুম চিন্তার বিষয় । অনুভূতিটা ভালো লাগলো ।তাহলে আমিও প্রশ্ন করলে চলে যাবে ! না আমি প্রশ্ন করবো না আমি শুধু কবিতা শুনতে চাই । ;) ;)

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রশ্ন করলেই চলে যাবে, ব্যাপারটা মনে হয় সেরকম না। আর চলে যাওয়াটাই যে না-ভালোবাসা, তাও মনে করি না। অপ্রকাশিত ভালোবাসায় মাধুর্য অনেক বেশি থাকে- কারো কারো কাছে এটাই পছন্দের।

ধন্যবাদ কলেমর কালি।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩

মামুন রশিদ বলেছেন: ভালোলাগা রইলো সোনাবীজ ভাই ।

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয় মামুন রশিদ ভাই।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন কবি।

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা ।

শুভকামনা :)

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান ভ্রাতা। শুভেচ্ছা।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

আলম দীপ্র বলেছেন: বাহ ! বেশ লাগল !

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৮

সেতু আশরাফুল হক বলেছেন: অসাধারণ। আমি অনেকক্ষণ আপ্লুত হয়ে রইলাম।

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আশরাফুল ভাই।

আমি নিশ্চিত নই, তবু মনে হচ্ছে আপনার নিকনেইমের ‘সতু’ নামটা ‘সেতু’ হবে। এই অনাকাঙ্ক্ষিত ভুলটি সংশোধনের জন্য মডারেটরের কাছে এ্যাপ্লাই করতে পারেন।

ভালো থাকবেন।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

আবু শাকিল বলেছেন: সোনা ভাই সালাম জানবেন :)

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সালাম আন্তরিকভাবে গৃহীত হলো আবু শাকিল ভাই। ভালো থাকবেন।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: এবার বুঝলাম কম, কিন্তু পড়ে অারাম পেলাম। পরে অাবার পড়তে হবে।

শুভ রাত্রি।

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুমন ভাই, এ পোস্টের গভীর কোনো অর্থ নেই। লেখাটা পড়ে যদি কোনো বেদনার সঞ্চার হয়, লেখার গভীরতা শুধু সেটুকুতেই।

একটা মেয়ের সাথে আমার খুব ভাব। কিন্তু এই ভাব বা ভালোবাসা আপাতত একপক্ষীয়। সেও যে আমাকে ভালোবাসে, বা আমাকে প্রেমিক হিসাবে মনে মনে বেছে নিয়েছে, এটা অজ্ঞেয়। তার কবিতা যখন পড়ি, বা সে যখন নিবিষ্ট মনে আমাকে কবিতা পাঠ করে শোনায়, তখন মনে হয়, যাকে উদ্দেশ্য করে এসব কবিতা লেখা হয়েছে, সে আমি ছাড়া আর কেউ নয়। কিন্তু এটা কখনো তাকে মুখ ফুটে জিজ্ঞাসা করা হয় নি। জিজ্ঞাসা করা যায় না।

কিন্তু একদিন মুখ ফসকে যখন কথাটা বেরিয়ে গেলো, বিপত্তিটা ঘটলো সেদিনই। এর পর থেকে তার সাথে আর কোনো সম্পর্কই থাকলো না, কোনো যোগাযোগও না।

এখনও তার কবিতা পড়ি। এখনও তার কবিতায় একজন পুরুষ দিব্যি বিদ্যমান। আমি জানি না কে সেই মহান পুরুষ। আমি আকুল হয়ে সেই পুরুষের পরিচয় খুঁজছি আজও।

এই হলো ঘটনা। আশা করি ব্যাপারটা এখন স্বচ্ছ জলের মতো পরিষ্কার হলো।

ধন্যবাদ। ভালো থাকবেন।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৪

সোহেল মাহমুদ বলেছেন: ভালা লাগা রইল।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সোহেল মাহমুদ ভাই।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: বেচারা ! কেউ তাকে কেন বলে দেয়নি, যে সুখ ছোঁয়া যায়না , সেটা ছুঁতে গেলেই নাই হয়ে যায় !!

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


সুখ ছোঁয়া যায় না, সেটা ছুঁতে গেলেই নাই হয়ে যায়!!

সুন্দর বলেছেন অভি ভাই। ধন্যবাদ জানবেন।

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

অন্ধবিন্দু বলেছেন:
গল্পটা বেশ বললেন তো !

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অন্ধবিন্দু। শুভেচ্ছা।

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: দারুণ লাগলো আপনার ভাবনা । ভালোলাগা নেবেন । :)

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পার্সিয়াস রিবর্ন। শুভেচ্ছা।

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২১

মৃদুল শ্রাবন বলেছেন: এখনও তার প্রতিটা শব্দ ও অক্ষরে আগের মতোই বিপুল আকুতি। আকুল হয়ে তার কবিতায় আজও আমি সেই অদৃষ্ট পুরুষের পরিচয় খুঁজি।

আপনি কেন ধরে নিলেন যে সেই অদৃষ্ট পুরুষটি আপনিই নন???
কবিরা তো এমনই হয় নাকি? সে কেন তার কবিতার রহস্য আপনার কাছে উন্মোচিত করবে?? আমি শিওর সে আপনাকে নিয়ে লিখতো, এবং এখনো লিখে।


গভীর ভাললাগা কাব্যগল্প সোনাবীজ ভাই।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার প্রশ্ন এবং উত্তর খুব ভালো লাগলো মৃদুল শ্রাবণ ভাই। আশাব্যঞ্জক ;)

ধন্যবাদ এবং শুভেচ্ছা।

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬

তুষার কাব্য বলেছেন: দারুন লাগলো...ভালোলাগা রাশি রাশি..

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য। শুভেচ্ছা।

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

এহসান সাবির বলেছেন: ইশ!!

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হায় :|

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১১

মাহমুদ০০৭ বলেছেন: অসাধারণ ! বিষন্নতা য় ছেয়ে গেছে মন । গভীর একটা ট্র্যাজেডি ।
আমার হৃৎপিণ্ড ছিঁড়ে একদিন কথাটা বেরিয়ে গেলো, ‘বল পাখি, লোকটা কি আমি নই?’ আমার অপরাধ ছিল এটাই। তারপর আর কোনোদিন সে আমাকে কবিতা সাধে নি।

তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে বহুকাল হলো। এখনও তার কবিতা গোগ্রাসে পড়ি। এখনও তার প্রতিটা শব্দ ও অক্ষরে আগের মতোই বিপুল আকুতি। আকুল হয়ে তার কবিতায় আজও আমি সেই অদৃষ্ট পুরুষের পরিচয় খুঁজি।

আপনি সবসময়েই অসাধারণ লেখেন ।

ভাল থাকবেন প্রিয় ছাই ভাই ।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমপ্লিমেন্টগুলো আমি হৃদয়ে বাঁধাই করে রাখলাম। কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

ভালো থাকবেন মাহমুদ ভাই।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ২:১৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হায়রে.............!

ভালো লাগলো ..........শুভকামনা...

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু তুহিন। ভালো থাকবেন।

২০| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১১

পরিবেশ বন্ধু বলেছেন: লেখনির স্রোতদ্বারা মন ছুঁয়ে গেল

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.