নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কবিতার মতো মেয়েটি

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৩







কবিতার মতো মেয়েটি সুচারু ছন্দে আনমনে হাঁটে

দু চোখে দূরের বাসনা, চুলের কিশলয়ে গন্ধকুসুম, প্রগাঢ় আঁধারে হাসনাহেনার ঘ্রাণ; কপোলে একফোঁটা তিল, তেমনি একফোঁটা লালটিপ কপালে



কবিতার মতো মেয়েটি নিজ্‌ঝুম বনের মতো; কখনোবা দরজায় হেলান দিয়ে দিগন্তে মেলে ধরে দৃষ্টি; দু চোখে দূরের বাসনা, কবিতার মতো দুর্জ্ঞেয়। ডানগালে হেলে পড়ে দু-এক গোছা চুল, কখনোবা পেলব বাতাসে নাচে; তার হাতে মেহেদির আলপনা, কবিতার মতো কারুকার্যে ভরা।











কবিতার মতো মেয়েটি কমনীয় ফুলের মতো; গোধূলির লজ্জার মতো স্নিগ্ধ হাসে, নাম তার সুস্মিতা; তার কণ্ঠে ঝরে পড়ে কবিতা ও কাকলি; সে বড্ড কবিতা ভালোবাসে, অপর্ণা মৃণ্ময়ীর মতো। নিক্কণে সন্ধ্যা নামে; চুড়ির শব্দে ঘুম ভেঙে নেচে ওঠে ভোরের দোয়েল।



কবিতার মতো মেয়েটি শাশ্বত বাঙালিনী, শাড়ি পরে, লতানো গ্রীবায় কবিতার ঘ্রাণ। বারান্দার ছায়ায় কেদারায় গা এলিয়ে অলক্ষ্যে হারিয়ে যায়; গাছের শাখায় দোলনায় দোল খায়; চোখে তার স্বপ্নের ভিড়











কবিতার মতো মেয়েটি বই পড়ে, গান গায়, নৃত্য করে। কখনোবা কবিতা লেখে, মিহিসুরে কবিতা পড়ে। তার কণ্ঠে ঝরে পড়ে মধু এবং মাধুরী;



কবিতার মতো মেয়েটি বনলতা, নীরা কিংবা লাবণ্য’র মতো। শবনম শায়মা, অথবা অদিতি আফ্রোদিতি। অরিহ অলকার মতো। নদীর মতো অবিরাম স্রোতোস্বিনী। অনসূয়া অরুন্ধতী। সজীব স্নেহের মতো নরম ও নিষ্কাম, নীলকণ্ঠ প্রেমের মতো নিবিড় কামিনী।











কবিতার মতো মেয়েটি সিঁথির মতো শুভ্র ও সুন্দর, গাংপাড় ধরে কাশবনে হাঁটে। কবিতার মতো মেয়েটি বরুণার মতো, সারিকার মতো, অহনার মতো, প্রমীলার মতো,

যারা কেবলি হারিয়ে যেতে ভালোবাসে;



কবিতার মতো মেয়েটি দুর্বোধ্য কবিতার মতো একখণ্ড অনাঘ্রাত সুখ।



১ জানুয়ারি ২০১৫













উৎসর্গ



যারা কথা রাখে নি, এবং যারা রেখেছে

জন্মের আগে কিংবা পরে, কবিতার সবটুকু জুড়েই থেকেছে













বিশেষ কৃতজ্ঞতা এবং ক্ষমাপ্রার্থী



জেনে, কিংবা না জেনে যাঁরা কবিতা হয়ে গেলেন।





মন্তব্য ৯০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৯

সুমন কর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

যারা কথা রাখে নি, এবং যারা রেখেছে
জন্মের আগে কিংবা পরে, কবিতার সবটুকু জুড়েই থেকেছে


চমৎকার সব লাইন।

শেষের ছবিটির মানুষকে চিনি।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

২০১৪-তে আমার নতুন কবিতার সংখ্যা খুব কম। ডিসেম্বর মাসে পোস্টও দিয়েছি মাত্র একটা, তাও পুরাতন লেখা। সন্ধ্যায় এক গানের অনুষ্ঠানে ছিলাম, কবিতার ভাবনাটা এলো গান শুনতে শুনতে, যদিও গানের কোনো প্রভাবে না। নারীকে প্রায়ই আমি ‘কবিতার মতো’ মনে করি, এমনকি কোনো কোনো লেখায় এ ফ্রেজটা ব্যবহারও করেছি। কিন্তু একটা মেয়েকে কবিতার মতো কেন মনে করি? এ কথার অর্থই বা কী? নিজের ভিতরে এসবের সন্ধান করতে যেয়েই দেখি কবিতা এবং নারীতে আসলে কোনো পার্থক্য নেই- নারীমাত্রই কবিতা, কিংবা কবিতামাত্রই নারীর মতো। কিংবা, আরাধ্য নারীকে যেরূপে দেখতে চাই, তাই হয়তো কবিতার মূর্ত প্রকাশ।

পেলব স্নেহে ভরা মায়াময় চোখ, বিশুদ্ধ কচুরিফুলের মতো শুভ্র তার মন ও অবয়ব, সকল পাপ ও পঙ্কিলতার উর্ধ্বে সেই নারী, অনাঘ্রাত কুসুমের মতো সজীব এবং পবিত্র, যাকে কখনো ছুঁয়ে দেয়া যায় না, কেবল নিবিড় চোখে তার ঐশ্বর্য অবলোকন করতে হয়- এমন একটি মেয়েকেই মনে হয় ‘কবিতার মতো মেয়ে’ বলে আমার মন ভেবে থাকে।

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর + । কবিতা ও কবিতার মেয়ে ।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি সেলিম আনোয়ার ভাই। শুভ নববর্ষ।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৫

ডি মুন বলেছেন: কবিতার মতো মেয়েটি বনলতা, নীরা কিংবা লাবণ্য’র মতো।


কেননা সে মেঠোপথে আনমনে হাঁটে

তার ডানগালে হেলে পড়ে দু-এক গোছা চুল, কখনোবা পেলব বাতাসে নাচে

এবং সে মেয়েটি বই পড়ে, গান গায়, নৃত্য করে। কখনোবা কবিতা লেখে, মিহিসুরে কবিতা পড়ে।


আর তাই তো কবিতার মতো মেয়েকেই ভালোবাসা যায়, তাকে নিয়ে কবিতা লেখা যায়।


দুর্দান্ত কবিতা। ++
ভালো লাগল কবিতার মত মেয়েকে।


শুভকামনা রইলো প্রিয় সোনাবীজ ভাই
ভালো কাটুক আগামী।

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুঁটিয়ে খুঁটিয়ে চরণ বেছে বেছে কমেন্ট করার আপনার এই বৈশিষ্ট্যটি আমার কাছে খুব ভালো লাগে। আপনার এ ধরনের কমেন্টের যে উচ্ছ্বাসপূর্ণ জবাব হতে পারে তা কখনো দিতে পারি না, আশা করি আমার এ অপারগতা মার্জনা করবেন।

ধন্যবাদ কবি ডি মুন। নববর্ষের শুভেচ্ছা জানবেন।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতা এবং নারী আসলেই মনে হয় সমার্থক। কবিতা বুঝতে হলে উপলব্ধি করতে হয়, নারীকেও তাই। কবিতা এবং নারী দুটোই সহজ সরল অথচ দুর্ভেদ্য। ভালো লিখেছেন ভাই কিন্তু কবিতার মতোই ছবির নারীদের চিনা বা বুঝার উপায় নাই। :(

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


কবিতা বুঝতে হলে উপলব্ধি করতে হয়, নারীকেও তাই। কবিতা এবং নারী দুটোই সহজ সরল অথচ দুর্ভেদ্য।


চমৎকার বলেছেন। মুগ্ধ হলাম।


কবিতার মতোই ছবির নারীদের চিনা বা বুঝার উপায় নাই।

আপনার এ কথা দ্বারাও প্রমাণিত হয় যে, নারীমাত্রই কবিতা ;) কারণ, নারীরাও কবিতার মতোই দুর্বোধ্য, কিংবা চেনা বা বোঝা যায় না ;)

তবে, এ কবিতায় যেসকল মেয়ে ‘কবিতা’ হয়েছেন, তাদের কেউ কেউ আমাদের ব্লগজগতের সেরা সেলিব্রেটি ;) এবার বেরিয়ে পড়ুন খুঁজতে, তাঁরা কারা!


ধন্যবাদ বিদ্রোহী বাঙালী। ভালো থাকবে। শুভ নববর্ষ ২০১৫।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫২

আমিনুর রহমান বলেছেন:



কবিতার মধ্যে মেয়েটা বেজায় সুন্দরী :P

কবিতায় ভালো লাগা !

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

কবিতার মধ্যে মেয়েটা বেজায় সুন্দরী
;)

হয়তো নিজের অজান্তেই একটা অসাধারণ দ্ব্যর্থবোধশক কথা বলে ফেলেছেন প্রিয় আমিনুর ভাই।

হ্যাঁ, কবিতার মাঝখানে যে মেয়েটার ছবি ব্যবহার করা হয়েছে, তিনি কবিতার মতোই কমনীয়, শুভ্র ও সুন্দরী।

কবিতার মধ্যে যে ‘কবিতার মতো মেয়েটিকে’ বিধৃত করা হয়েছে, সেও অনন্যসুন্দরী এক নারী। কবিতার মতো মেয়েরা এমন সুন্দরীই হয়ে থাকে, কিংবা এমন মেয়েরাই কবিতার মতো।

ধন্যবাদ আমিনুর ভাই। শুভ নববর্ষ।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১৪

প্রবাসী পাঠক বলেছেন: কবিতায় চতুর্থ ভালো লাগা।


ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর ছবি ও কথা । হ্যাপি নিউ ইয়ার

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২২

অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা ভ্রাতা ++++++ মুগ্ধ পাঠ!

উৎসর্গ ভাবায় 8-|

কবিতার মতো মেয়েরা সেইরকম ছ্যাকাও দ্যায় :((


ভালো থাকবেন অনেক অনেক, শুভ নববর্ষ !:#P

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উৎসর্গটা নিয়ে আমিও খুব তৃপ্তি বোধ করছি। আপনার ‘মুগ্ধপাঠ’ও আমার জন্য অতীব আনন্দময়।

কবিতার মতো মেয়েরা কেন যে এভাবে ছ্যাঁকা দেন, সে প্রশ্নের উত্তর একমাত্র বিধাতাই জানেন ;)

ভালো থাকবেন আপনিও। ধন্যবাদ রায়হান ভাই। শুভ নববর্ষ।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৯

মৃদুল শ্রাবন বলেছেন: নতুন বছরের শুরুতেই ঘুম থেকে উঠে দারুন কিছু পড়লাম। সারা বছর আপনার কাছ থেকে চমৎকার সব পোষ্ট / কবিতা পাবো মনে হচ্ছে।

শুভ ইংরেজি নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘুম থেকে উঠেই আমার লেখাটা পড়েছেন জেনে খুব ভালো লাগলো মৃদুল শ্রাবণ ভাই। আপনার যেমন মনে হচ্ছে, বাস্তবে অমনটা হলে আমার খুবই ভালো লাগবে ;)

ধন্যবাদ মৃদুল শ্রাবণ ভাই। ভালো থাকবেন। শুভ নববর্ষ।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনেক অপেক্ষার পর নতুন বছরের উপহারটি পেলাম....

হ্যাপি নিউ ইয়ার, সোনাবীজ ভাই :)

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নতুন উপহারটি বছরের শুরুতেই আপনাদের মন-কমলে পৌঁছুতে পেরে খুব ভালো লাগছে প্রিয় মাঈনউদ্দিন ভাই ;)

আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ নববর্ষ।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:



কবিতার মতো মেয়েগুলোতো ভীষণ সুন্দরী :P

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার মতো মেয়েগুলো আসলেই অদ্ভুত সুন্দরী।

ধন্যবাদ কাণ্ডারি ভাই। ভালো থাকবেন। শুভ নববর্ষ।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯

দর্পণ বলেছেন: তোমরা কোন কাননে ফুল, কোন গগনের তারা, তোমাদের কোথায় দেখেছি,যেন কোন স্বপনের পারা......................... (ছবি মডেলদের) :)


দাদা ভাই আপনার কথা মালা অনেক সুন্দর হয়েছে

ভালো থাকবেন

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ব্লগে নিয়মিত হতে দেখে ভালো লাগছে। খুব ভালো লেখেন আপনি।

আমার কথামালা অনেক সুন্দর হয়েছে জেনে ভালো লাগলো।

ভালো থাকবেন আপনিও। শুভ নববর্ষ।

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

ডার্ক ম্যান বলেছেন: ভালো লেগেছে বস। এমন কবিতা আরো চাই

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ মিস্টার ডার্ক ম্যান। ভালো থাকবেন। শুভ নববর্ষ।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭

ইছামতির তী্রে বলেছেন: খুব ভাল লাগল।

শুভ ইংরেজি নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইছামতির তীরে। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭

মামুন রশিদ বলেছেন: কবিদের এজন্য হিংসে হয় খুব । তারা কত অবলীলায় কামিনী কন্কনাদের ভাসিয়ে দিতে পারে স্তুতির মালায় ।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহা মামুন ভাই, হাসি থামছে না। হাহাহাহাহাহাহাহাহা।


আপনার পাঠের জন্য পুরোনো দুটো কবিতা দিলাম।

**

অভীষ্ট

লোভনীয় ফুল। বুকভরা অপার্থিব গন্ধ। ক্রমশ শাণিত হয় ধাঁধানো শরীর। মথিত হওয়ার চেয়ে তীব্র কোনো বাসনা নেই, নেই অন্য কোনো সুখ।

অনাঘ্রাত কস্তুরি জানে কি জীবনের মানে? গভীর মননে মেরিলিন মনরো।

সমগ্র সংগ্রামের মূলে যা তুমি চাও
সে আমার শরীরের ঘ্রাণ।

২৯ জানুয়ারি ২০১৪


**

সম্প্রদান কারক


আলেয়া আপুর পা ছুঁয়ে যেদিন বললে, ‘আমাকে তোমার সঙ্গিনী করো, দিদি’, আপু হাসলেন। তারপর তোমার চোখে কালোফ্রেম চশমা, লালপেড়ে সাদা শাড়ি পরনে, বুকের কাছে বই- একদিন আলেয়া আপুকে ছাড়িয়ে হয়ে উঠলে ‘বেগম রোকেয়া’।

তোমার ছুঁচো প্রেমিক সরদার মাখন সাত খোপ কবুতর খেয়ে বৈষ্ণব হয়েছে, বিয়ে করেছে বেপারি বাড়ির নায়লাকে। তারা গাড়ি চড়ে, এরোপ্লেনে দেশ-বিদেশে ঘোরে।

ক্লাসের সুন্দরী মেয়েরা সুদর্শন বর পেয়ে উড়ে যায় সীমান্ত পেরিয়ে। আমাদের অলাস্যময়ী দরিদ্র বুবুদের কানাখুড়াও যখন জোটে না, তাঁরা চিরকেলে শিক্ষিকা-ব্রতেই অবশেষে যৌবন সম্প্রদান করেন।

৭ নভেম্বর ২০১২


**

নারীদের, বিশেষ করে সুন্দরীদের সুখ ও তৃপ্তি ঘটে প্রধানত তাঁদের রূপ এবং রূপের প্রশংসায়। যাঁরা এর বিরোধিতা করেন, তাঁরা হলেন সেই ঐশ্বর্যবঞ্চিতদের দলে।

ভালো থাকবেন।

শুভ নববর্ষ।

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

নেক্সাস বলেছেন: খুব সুন্দর লিখলেন কবিতা নারীদের জন্য।

আমাদের জন্যও কিছু লিখেন ভাই :D :D :D

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব সুন্দর লিখেছি জেনে ভালো লাগছে।


আমার বা আপনার জন্য লিখবার আসলে কেউ নেই। তাই তো আমাদের এতো হাহাহাকার!!!!!

ধন্যবাদ নেক্সাস। শুভ নববর্ষ।

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬

শায়মা বলেছেন: প্রথমে নতুন বছরের এই অপরূপা উপহারের জন্য তোমাকে অনেক অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি। অনেক অনেক ভালো থেকো সারাটাবছর এমনি করে সুন্দর ভাবনা চিন্তা মনন ও মানষিকতায়।


আর ডিমুনভাইয়া

ডি মুন বলেছেন: কবিতার মতো মেয়েটি বনলতা, নীরা কিংবা লাবণ্য’র মতো।


কেননা সে মেঠোপথে আনমনে হাঁটে

তার ডানগালে হেলে পড়ে দু-এক গোছা চুল, কখনোবা পেলব বাতাসে নাচে

এবং সে মেয়েটি বই পড়ে, গান গায়, নৃত্য করে। কখনোবা কবিতা লেখে, মিহিসুরে কবিতা পড়ে।


আর তাই তো কবিতার মতো মেয়েকেই ভালোবাসা যায়, তাকে নিয়ে কবিতা লেখা যায়।


দুর্দান্ত কবিতা। ++
ভালো লাগল কবিতার মত মেয়েকে।


কবিতার এই মেয়েকে ভালো লাগার জন্য অনেক অনেক থ্যাংকস পিচ্চুভাইয়ামনি!!!!!!!!!

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিস্তৃত কমেন্টের (ডি মুনের উদ্ধৃতিসহ) জন্য অনেক ধন্যবাদ আপু।

আপনি কি জানেন, এ কবিতার মেয়েটি কে বা কারা?

;) ;)

***

অনেক আগে লেখা, ২০০৫-এর দিকেঃ


কবিতার মতো কমনীয় তুমি, কোমল হৃদয় তোমার,
হৃদয় তোমার আবেগে পূর্ণ বহু সুখ ও বেদনার।
তোমার আঁখিতে দেখবো তৃষ্ণা, বিস্মিত উচ্ছ্বাস,
তোমার আঁখিতে দেখবো অশ্রু-বর্ষিত উল্লাস।
কত দিন-রাত বিরহিনী বঁধু ছিলে প্রতীক্ষা করে
তোমাকে ভীষণ চমকে একদা আসবো তোমার ঘরে।
ঠিক-ঠিক দেখে নিও,
তোমাকে ভীষণ চমকে দিতেই আসবো পরাণ প্রিয়।

**

ভালো থাকবেন আপু। শুভ নববর্ষ।

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

তুষার কাব্য বলেছেন: কবিতার মতো মেয়েটি সিঁথির মতো সুন্দর, গাংপাড় ধরে কাশবনে হাঁটে। কবিতার মতো মেয়েটি বরুণার মতো, সারিকার মতো, অহনার মতো, প্রমীলার মতো, যারা কেবলি হারিয়ে যেতে ভালোবাসে ...

কবিতার মত মেয়েগুলি এত সুন্দর কেন :P ....বড্ড বেরসিক...ধরা দিতে চায়না... ;)

অনেক ভালোলাগা কবিতায়...

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাংশ উদ্ধৃত করার জন্য অনেক ধন্যবাদ তুষার কাব্য।

কবিতার মতো মেয়েগুলো আসলে কবিতার জীবন্ত মূর্তি। ‘কবিতা’ বলতেই মনের ভিতরে একটা কমনীয় ছবি ও শিল্পের বোধ জেগে ওঠে। ‘কবিতার মতো মেয়েটি’ আমার কাছে ব্যাপক মননশীলতার একটা ভাব ফুটিয়ে তোলে। এটার ব্যাখ্যা দুরূহ, মনে হয়, যা কিছুই লিখি না কেন, কিছতেই মনে হয় মনের ভাব পুরোপুরি পরিস্ফুট হয় না।

ভালো থাকুন।

শুভ নববর্ষ।

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬

মহানাজমুল বলেছেন: চমৎকার

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মহানাজমুল। শুভ নববর্ষ।

২০| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৫

অন্ধবিন্দু বলেছেন:
ওহে সোনাবীজ,
ইরাম কবিতা দিলে মন্তব্য করতাম কিরাম করে !

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহা। মন্তব্যে দারুণ উজ্জীবিত হলাম। খুব মজা পেয়েছি।

ধন্যবাদ। ভালো থাকবেন।

শুভ নববর্ষ।

২১| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১

অন্য কথা বলেছেন: সুন্দর ও চমৎকার

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অন্য কথা। অনেক দিন পর দেখা। কেমন আছেন?

ভালো থাকবেন। শুভ নববর্ষ।

২২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২১

বিদ্রোহী বাঙালি বলেছেন: সামুর নর ব্লগারদেরই ঠিক মতো কাউকেউ চিনি না। নারীব্লগারদের চিনবো কীভাবে? :(

যেহেতু তাঁরা সেলিব্রেটি, তাই চেনা দরকার, নাইলে সেলিব্রেটিদের প্রেস্টিজ পাংকচার হইয়া যাইব। যদি কোন ক্লু দিতে পাড়তেন, তাইলে তাঁদের প্রেস্টিজ পাংকচারের হাত থেকে বাঁচানোর একটা ট্রাই লইতাম। :)

শুভ ইংরেজি নববর্ষ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই।

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুনরাগমনের ধন্যবাদ ;) ব্লগে আমিও এখন আগের চেয়ে অনেক অনিয়মিত। তাই আমিও অনেক ব্লগারের সাথে পরিচিত হতে পারি নি ;)


আপনার জন্যও নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন।

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫০

ইমতিয়াজ ১৩ বলেছেন: নবম ভাল লাগা আর কবিতার মেয়েটির জন্য ... ... ...

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ১৩। শুভ নববর্ষ।

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৫

শায়মা বলেছেন: আপনি কি জানেন, এ কবিতার মেয়েটি কে বা কারা?

;) ;)

***

অনেক আগে লেখা, ২০০৫-এর দিকেঃ


কবিতার মতো কমনীয় তুমি, কোমল হৃদয় তোমার,
হৃদয় তোমার আবেগে পূর্ণ বহু সুখ ও বেদনার।
তোমার আঁখিতে দেখবো তৃষ্ণা, বিস্মিত উচ্ছ্বাস,
তোমার আঁখিতে দেখবো অশ্রু-বর্ষিত উল্লাস।
কত দিন-রাত বিরহিনী বঁধু ছিলে প্রতীক্ষা করে
তোমাকে ভীষণ চমকে একদা আসবো তোমার ঘরে।
ঠিক-ঠিক দেখে নিও,
তোমাকে ভীষণ চমকে দিতেই আসবো পরাণ প্রিয়।



জানি

এই কবিতার মেয়ের নাম "অহনা"

খুবই সুন্দর নাম।




অহনা তোমাকে পাত্তা দিতোনা তাইনা ভাইয়া????

একদম রুবি রায় এর মত!!!!!!!!!!!! :P

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো বলেছেন ;) ;) ;)

অহনার পাত্তা পাওয়ার জন্য আমাকে আর কতটি কবিতা লিখতে হবে? ;)


ধন্যবাদ আপু।

২৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

কলমের কালি শেষ বলেছেন: আহা... !!... চমৎকার প্রেমময় কবিতা !!..... ;)

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কলমের কালি। শুভ নববর্ষ।

২৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: কবিতার মতো মেয়েটি বরুণার মতো, সারিকার মতো, অহনার মতো, প্রমীলার মতো, যারা কেবলি হারিয়ে যেতে ভালোবাসে;


কবিতায় ভাল লাগা রইল

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রফেসর। শুভ নববর্ষ।

২৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

মামুন রশিদ বলেছেন: মেরিলিন মনরো যদি আপনার এই কবিতা পড়তো, তাহলে সে বুঝতো প্রাচ্যের কবিদের কেন পৃথিবীর সেরা প্রেমিক বলা হয় !!

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা। ভালো বলেছেন মামুন ভাই ;)

***


সুন্দরীদের কবিতা

সুন্দরীরা কবিতা পড়েন না, কবিতা ভালোবাসেন না,
তাঁরা কবিতা লিখতেও জানেন না;

তুমি বললে, ‘শুধু পড়েনই না, সুন্দরীরা লেখেনও অনবদ্য।’

যেদিন সুন্দরীরাও কবিতা লিখবেন, সেদিন গোলাপ ঝরে যাবে সুন্দরীদের দুঃখে। রাজপথের পিচগলা বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়বে সমগ্র নগরে। হায়, কী এমন দুঃখ পুণ্যবতী ললনাগণের, তাঁদেরও সোনার পালঙ্কে শুয়ে কবিতা লিখতে হলো?

সুন্দরী, প্রিয় উর্বশিনী, তোমরা কবিতা লিখো না; তোমাদের পাষাণ হৃদয়ে দুঃখ দেবে এমন সাধ্য কি বিধাতারও ছিল?

২৯ নভেম্বর ২০১২

২৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

জাফরুল মবীন বলেছেন: নতুন বছরের প্রথম দিনেই অন্যন্য কাব্য প্রতিভার স্বাদ পেলাম।

প্রথম ছবিটি দেখে কবিতা লেখার একটা ভাব প্রায় চলেই আসছিলো :)

নতুন বছরে আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

HAPPY NEW YEAR :)

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আনিলাম
অপরিচিতার নাম
ধরণিতে
পরিচিত জনতার সরণিতে ;)








কবিতা লিখে ফেলুন ;)


আরও দেখুন নীচে ;)



২৯| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০৩

মনিরা সুলতানা বলেছেন: দারুন ............

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপা। আপনাকে অনেকদিন পর দেখলাম। আশা করি ভালো আছেন।

শুভ নববর্ষ।

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


নতুন বছরের অনেক অনেক অনেক শুভেচ্ছা সুপ্রিয় সোনাবীজ ভাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কাণ্ডারি ভাই। ভালো থাকবেন।

৩১| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪

স্বদেশ হাসনাইন বলেছেন: সুপ্রাচীন ও কার্যকরী মেটাফোর - কবিতার মত...
কবিতা যেমন কখনো দু:সময়ের বন্ধু হয়ে বাঁচায়, সামনে এগিয়ে দেয়,
আবার মলাটবদ্ধ বন্দুক হয়ে খালি পাতায় জুড়ে অল্প কিছু মুদ্রিত করে পয়সা ছিনতাই করে,
এই কবিতা পেতেই কপর্দকহীন হয়, বাউল হয়, ভোরপাখির শব্দে আশা নিয়ে ঘুম ভাবে, অপচিত ঘড়ির কাঁটা
তবু কবিতার জন্য সব ভালবাসা,
আদিম জলের তরঙ্গ,
অথবা সুস্বচ্ছ মিনারেল বোতলে ভরা জীবন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাসনাইন ভাই, কতদিন পর আপনার সাথে দেখা তা মনে নেই। নিশ্চয়ই খুব ব্যস্ত সময় যাচ্ছে আপনার!

বরাবরের মতোই আপনার কমেন্টে কবিতার সারমর্ম, কিংবা আরেকটা কবিতার প্লট উঠে আসলো। আপনার কবিতা-ভাবনা পাঠককে খুব ভাবায়।

অনেক ধন্যবাদ এতদিন পর দেখা দেয়ার জন্য।

ভালো থাকবেন। শুভ নববর্ষ।

৩২| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৭

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ১০ম প্লাস। :)

হ্যাপি নিউ ইয়ার ভাইয়া।

একটা প্রশ্ন ছিল, ইয়ে, মানে, ছবির কবিতারা আসলে কারা?

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১০ম প্লাস এবং নিও ইয়ার গ্রিটিঙসের জন্য ধন্যবাদ আপু। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।

ইয়ে মানে, ছবির কবিতারা আসলে কবিতাকন্যাগণের ছবি।


কবিতার মতো মেয়েটি বনলতা, নীরা কিংবা লাবণ্য’র মতো। শবনম শায়মা, অথবা অদিতি আফ্রোদিতি। অরিহ অলকার মতো। নদীর মতো অবিরাম স্রোতোস্বিনী। অনসূয়া অরুন্ধতী। সজীব স্নেহের মতো নরম ও নিষ্কাম, নীলকণ্ঠ প্রেমের মতো নিবিড় কামিনী।

৩৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

আমি তুমি আমরা বলেছেন: একাদশ ভাললাগা :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আতুআ। শুভ নববর্ষ।

৩৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫

আবু শাকিল বলেছেন: নতুন বছরে সোনা ভাইয়ের কাছ থেকে নতুন কিছু পেলাম ।

ছবির আপু গুলা অনেক সুন্দরী ঠিক সোনা ভাইয়ের কবিতার মত :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় শাকিল ভাই। লাস্ট লাইনে বিরাট কমপ্লিমেন্ট পেয়ে ভালো লাগছে- বিশেষ করে কবিতার মেয়েটির জন্য ;)


ভালো থাকবেন। শুভ নববর্ষ।

৩৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
যারা কেবলি হারিয়ে যেতে ভালোবাসে; ++

আপনার কবিতার স্বতন্ত্র স্বাদে মুগ্ধ হই!

সহমত @ অপূর্ণ রায়হান,

অনেক ভালো কাটুক নতুন বছর!

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় স্বপ্নচারী গ্রানমা।

অপূর্ণ রায়হানের জন্য সমবেদনা ও সমর্থন থাকলো ;)


ভালো থাকবেন। শুব নববর্ষ।

৩৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২১

বৃতি বলেছেন: ভালো লাগলো "কবিতার মতো মেয়েটি"কে। নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার মতো মেয়েটিকে আপনার ভালো লাগলো জেনে আমারও অনেক ভালো লাগলো আপু। নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও। ধন্যবাদ।

৩৭| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২২

তাহসিনুল ইসলাম বলেছেন: মিষ্টি কবিতা। অনেক ভালো লাগলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তাহসিনুল ইসলাম। ভালো থাকবেন। শুভ নববর্ষ।

৩৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: কবিতার মত মেয়েরা কেবল হারিয়ে যায় , পালিয়ে যায় ।
খেলায় , ভাসায় , ডোবায় যে নারীরা
যাবার সময় ফেলে যায়না খড়খুটো টাও। ;)


হাহা , নতুন বছরের শুভেচ্ছা প্রিয় ছাই ভাই । বরাবরের মত মুগ্ধ হলাম ।
আনন্দ পেলাম।

আপনার ব্লগে এলে সবসময় অন্যরকম একটা অনুভূতি হয় ।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


কবিতার মত মেয়েরা কেবল হারিয়ে যায়, পালিয়ে যায়।
খেলায়, ভাসায়, ডোবায় যে নারীরা
যাবার সময় ফেলে যায় না খড়খুটোটাও।
;)


হাহাহাহাাহাহা :) মেয়েদের কোনো দিক তুলে ধরতে বাদ রাখেন নি দেখি ;)

আপনি মুগ্ধ হলেন জেনে খুব ভালো লাগলো। কৃতজ্ঞতা।

নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও। ভালো থাকবেন।

৩৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

নুসরাতসুলতানা বলেছেন: ছোট বেলায় শুধু গানই শুনা হত। এরপর দেখলাম মিউজিক ভিডিও র সময়। গান শুনার সাথে সাথে নাকি দেখতেও হয় ! এখন কি কবিতার সাথে ছবিও দিতে হয় ?? তবে কবিতা অনেক সুন্দর হয়েছে , ++++++++++++

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এইতো, চমৎকার আইডিয়া দিলেন!!!! ভাবছি, এরকম একটা কবিতার বই বের করলে কেমন হয়- কবিতা একপাশে, অন্যপাশে কবিতার অবজেক্ট ;)

ধন্যবাদ আপু। দেখলাম অনেকদিন পর। ভালো থাকবেন।

৪০| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪

এহসান সাবির বলেছেন: উৎসর্গ

যারা কথা রাখে নি, এবং যারা রেখেছে
জন্মের আগে কিংবা পরে, কবিতার সবটুকু জুড়েই থেকেছে



বিশেষ কৃতজ্ঞতা এবং ক্ষমাপ্রার্থী
জেনে, কিংবা না জেনে যাঁরা কবিতা হয়ে গেলেন।







আমরা যারা পড়লাম তাদের ধন্যবাদ কই?

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনারা যাঁরা পড়লেন তাঁদের কাছে আমি ঋণী। অনেক অনেক ঋণী।

ধন্যবাদ প্রিয় এহসান ভাই।

৪১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪

এসএম হিমেল বলেছেন: কবিতার মতো মহিলাটি বললে বোধকরি বেমানান লাগতো। ঠিক আছে। হা... হা...

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহা। ভালো বলেছেন। ধন্যবাদ।

৪২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার , কবিতাও আর কবিতার মতো মেয়েরাও ।

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। ভালো লাগলো আপনার মতামত জানতে পেরে।

শুভ নববর্ষ।

৪৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮

মনিরা সুলতানা বলেছেন: ভাল আছি ভাইয়া ...
কবিতার মত মেয়েদের ভালবাসা যায় , কবিতার মত মেয়েদের নিয়ে কবিতা লেখা যায় , মুগ্ধ হওয়া যায় , জীবনের অসম্ভব সময়গুলোতে সব কিছুই সম্ভব মনে হয় কবিতারমত মেয়েদের ভালোবাসায় ............।

একজন কবিতার মত মেয়ে হয়ে উঠতে পারা আর কবিতার মত মেয়ে তে থাকা ততটাই বাস্তবে কঠোর , কঠিন ...

শুভ কামনা ভাইয়া :)

২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কবিতার মত মেয়েদের ভালবাসা যায় , কবিতার মত মেয়েদের নিয়ে কবিতা লেখা যায় , মুগ্ধ হওয়া যায় , জীবনের অসম্ভব সময়গুলোতে সব কিছুই সম্ভব মনে হয় কবিতারমত মেয়েদের ভালোবাসায় ............।

একজন কবিতার মত মেয়ে হয়ে উঠতে পারা আর কবিতার মত মেয়ে তে থাকা ততটাই বাস্তবে কঠোর , কঠিন ...


চমৎকার বলেছেন আপু।

ধন্যবাদ।

৪৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা আর নারী আমার চিন্তায় চুম্বকের বিপরীত দুই মেরু।
দূরত্ব যেমন বেশি অাকর্ষণও তেমন প্রচন্ড।
কবিতায় মুগ্ধতা।

তবে কবিতার মুগ্ধতা ছাড়িয়ে গেছে অন্য এক কথায়।
শায়মা আপুর মন্তব্যের উত্তরে আপনি বলেছেনঃ

অহনার পাত্তা পাওয়ার জন্য আমাকে আর কতটি কবিতা লিখতে হবে?

এই বাক্যটাই কি কোন এক কবিতার প্রারম্ভ থে পারে না?

২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তবে কবিতার মুগ্ধতা ছাড়িয়ে গেছে অন্য এক কথায়।
শায়মা আপুর মন্তব্যের উত্তরে আপনি বলেছেনঃ

অহনার পাত্তা পাওয়ার জন্য আমাকে আর কতটি কবিতা লিখতে হবে?


হাহাহাহাহা। অনেক ভালো একটা কথা বলে ফেলেছি দেখছি ;) এতো করে যেহেতু বলছেন, দেখি, কোনো একটা কবিতার ১ম লাইন বানানো যায় কিনা এটা দিয়ে ;)

কবিতায় মুগ্ধতার জন্য সবিশেষ ধন্যবাদ।

ভালো থাকবেন।

৪৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: যারা কথা রাখে নি, এবং যারা রেখেছে
জন্মের আগে কিংবা পরে, কবিতার সবটুকু জুড়েই থেকেছে

অসাধারন...মিষ্টি কবিতা...কবিতার মতো মেয়েটিকে সবসময় ভালোবাসা যায়...কাছাকাছি থাকতে ইচ্ছে হয়...

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর আপনার কমেন্টটি আমার চোখে পড়ল। দুঃখিত। ধন্যবাদ পাঠের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.