নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

দূরভাষিণী

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫





[কলেজে পড়ার সময় কোনো এক সাপ্তাহিক পত্রিকায়, খুব সম্ভবত ‘বিচিত্রা’য় একটা চমৎকার গল্প পড়েছিলাম- ‘দূরভাষিণী’। একটা ছেলের সাথে একটা মেয়ের কীভাবে যেন টেলিফোনে যোগাযোগ হয়। তাদের মধ্যে নিরন্তর ফোনালাপ চলে। এক সময়ে তারা হৃদয়গতভাবে পরস্পরের খুব কাছে চলে আসে। ছেলেটা একদিন মেয়েটার সাথে শহরের কোনো এক জায়গায় গিয়ে দেখা করতে চায়। মেয়েটা রাজি হয় না। শেষমেষ একদিন মেয়েটি জানায় তার পক্ষে কোনোদিন ছেলেটির সাথে দেখা করা সম্ভব হবে না। সে অন্ধ।



গল্পটি হয় রাবেয়া খাতুন, অথবা সেলিনা খাতুনের লেখা। আমার মনে নেই।



চমৎকার গল্পটার ভাষা ও ভাব আমার মনে গেঁথে আছে আজও। এবং আশ্চর্যজনকভাবে, আমার জীবনেও একটা মেয়ের সাথে প্রায় অনুরূপ একটা ঘটনা ঘটে গিয়েছিল।]





দূরভাষিণী, আপনি বলেছিলেন অন্য সবার চেয়ে আমি নাকি ‘অন্যরকম’।

আমি বহুবার আপনার কাছে জানতে চেয়েছিলাম সেই ‘অন্যরকম’ বৈশিষ্ট্যের কথা।

আপনি টেলিফোনের প্রান্তে হাসিতে গলে পড়ে

বারংবার একই কথার ফুলঝুরি ছড়ালেন - ‘আপনি বড্ড অন্যরকম’।



আমি জানি না দূরভাষিণী, কী আপনার সত্যিকারের নাম, যে-নামে

আপনাকে ডেকে ডেকে প্রাণান্ত হতে কেবলই সাধ হয়। যে মেয়ে তার নাম বলে না

অথবা গোপন করে তাকে সবাই ‘অনামিকা’ ডাকে,

আমি ডাকি ‘দূরভাষিণী’।

আমি বলেছিলাম, অনামিকা, আপনি কি রাবেয়া খাতুনের ‘দূরভাষিণী’ পড়েছেন,

সেই অদ্ভুত মিষ্টি কণ্ঠস্বরের করুণ মেয়েটির বেদনার কাহিনি কি আপনার জানা আছে?

অবশ্য রাবেয়া খাতুন না হয়ে সেলিনা হোসেন বা অন্য যে কেউ-ই হতে পারেন

সেই কাহিনির জননী।

সেলিনা হোসেন কিংবা রাবেয়া খাতুন কিংবা অন্য কেউ - ‘দূরভাষিণী’

আপনি পড়েন নি - নরম করে জানিয়েছিলেন।

আমি বলেছিলাম, ‘অনামিকা’ বড্ড সাধারণ মেয়েদের নাম,

আপনার নামটি বরং ‘দূরভাষিণী‘ই থাক।



দূরভাষিণী, আমি জানি না কিংবা হয়তো সুনিশ্চিত জানি, আপনিই সেই দূরভাষিণী

সারাটা ক্ষণ আপনার প্রতীক্ষায় কান পেতে থাকি,

প্রতিদিন টেলিফোনে কত কথা হয়-

টিএসসি কিংবা পাবলিক লাইব্রেরি, জাতীয় যাদুঘরে কবিতাসন্ধ্যা, বাংলা একাডেমিতে বইমেলায় যাবার কথা বললেই আলসেমিতে আপনার অবশ কণ্ঠস্বর -

আপনি কি সেই দূরভাষিণী, করুণ সুমিষ্টকণ্ঠী দুঃখিনী বালিকাটি নন?



দূরভাষিণী, আপনি জানেন না আপনার কণ্ঠস্বরে কী অপূর্ব মাদকতা আছে, যা অবিরাম

আমার কানে বাজে

প্রতিধ্বনির মতো সেই কণ্ঠস্বর অবিরাম কানে বাজে,

হাঁটতে চলতে কানে বাজে;

খেতে বসি, তখনো কানে বাজে;

বেসিনের সামনে যাই, দাঁত ব্রাশ করি, আয়নায় চেহারা দেখি,

সেই কণ্ঠস্বর কানে বাজে; যখন গোসল করি, তখনো কানে বাজে,

শুতে যাই, ঘুমের ঘোরে আপনার কণ্ঠস্বর শুনে চমকে জেগে উঠি,

কানের কাছে সেই কণ্ঠস্বর - অবিরাম বেজে চলে।



দূরভাষিণী, আমি জানি, আপনার দেখা কোনোদিনই পাবার নয়, আপনিই

রাবেয়া খাতুনের ‘দূরভাষিণী।’

একদিন হঠাৎ ফোন করে দেখবো ও-প্রান্তে আপনি নেই, অন্য কণ্ঠস্বর,

আমি তৎক্ষণাৎ ক্র্যাডল চেপে লাইন কেটে দেবো,

তার পরদিন আবার ফোন করবো, সেদিনও আপনি নেই,

এরপর প্রতিদিন - প্রতিদিন অস্থির ফোন করা হবে, আপনি নেই;

ক্লান্ত একদিন থেমে যাবো হয়তোবা, দিনের পর দিন এভাবেই ব্যর্থ বিষণ্ণ সময় চলে যাবে,

মাসের পর মাস, বছরের পর বছর,

যুগ পেরিয়ে যাবে- একদিন আপনার ফোন নম্বরটিও কীভাবে ভুল হয়ে যাবে, কিংবা বদলে যাবে, কিংবা বদলে যাবেন আপনি নিজেই।





সেই বুকফাটা সময়ের বেদনায় কেবলই আমার অন্তর বিদীর্ণ হয়।









**২০০০

মন্তব্য ৬৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০২

নিলু বলেছেন: লিখে যান

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দোয়া করবেন। ধন্যবাদ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

সুমন কর বলেছেন: রাবেয়া খাতুন, অথবা সেলিনা খাতুনের দূরভাষিণী পড়া হয়নি। অাপনার লেখা থেকে ধারনা করে নিলাম।

অনামিকা, অথবা দূরভাষিণীর সাথে কথোপকথন ভালো লেগেছে।

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। গল্পটার সত্যিকার লেখকের নাম জানার জন্য মন খুব আনচান করছে। জানতে পারছি না।

ভালো থাকবেন।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: ‘দূরভাষিণী’ গল্পটি পড়ি নাই। আপনার বক্তব্যে বুঝতে পাড়লাম গল্পের মেয়েটা অন্ধ ছিল। তাই সে ছেলেটার সাথে কোন দিন দেখা করতে পারবে না বলেছে। তবে গল্পের শেষ পরিণতি জানি না। জানি না বলে এও জানা হল না মেয়েটা অন্ধ জেনেও ছেলেটার মনে কী প্রশ্ন জেগেছিল বা ছেলেটা কি তারপরও মেয়েটার কণ্ঠস্বর শুনতে আগ্রহী ছিল অথবা ভালোবেসে গিয়েছিল?
প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে আপনার কবিতার ‘দূরভাষিণী’র সাথে একটা তুলনামূলক আলোচনা সহজ হতো। অন্তত ভালোবাসার দৃষ্টিকোণ থেকে। তারপরও আপনার কবিতার ছেলেটার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করা উচিৎ না। কারণ সে ‘দূরভাষিণী’ গল্পের মেয়েটার শারীরিক প্রতিবন্ধকতার কথা জানতো। এতে এটাই প্রতীয়মান হয় ছেলেটা মেয়েটাকে আসলেই ভালোবাসতো। গভীর ভালোবাসা। প্রতিবন্ধী হলেও তার প্রতি কোন করুণা করে নয়। সত্যিকার অর্থেই।
গল্পচ্ছলে কবিতা কিছুটা কথোপকথন টাইপের, অনেক ভালো হয়েছে এবং ভালো লেগেছে। সাবলীল ভাষায় ভালোবাসার গভীর অনুভূতির বহিঃপ্রকাশ।

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বিশ্লেষণী ক্ষমতায় মুগ্ধ হলাম। মেয়েটা অন্ধ, এ খবর দেয়ার মাধ্যমেই গল্পটা শেষ হয়ে যায়। এরপর কী হতে পারতো তা পাঠকের মনে ছেড়ে দিয়েছেন লেখক।

এ কবিতার কথকের ব্যাপারে যা বললেন, তাতেও একমত। কিন্তু এখানেও অনেক রহস্য লুকিয়ে আছে, যা কথক বা পাঠক কেবল অনুমান করেই নিতে পারেন।

ধন্যবাদ বিদ্রোহী বাঙালি চমৎকার কমেন্টের জন্য।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
"সেই বুকফাটা সময়ের বেদনায় কেবলই আমার অন্তর বিদীর্ণ হয়।"
অসম্ভব ভালো লাগা রইল।
সময়ের দেওয়া বেদনার তীব্রতা মনে হয় সব থেকে বেশি।
তাই হৃদয় চূর্ণ হবার প্রবনতাও বেশি থাকে।

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সময়ের দেওয়া বেদনার তীব্রতা মনে হয় সব থেকে বেশি।
তাই হৃদয় চূর্ণ হবার প্রবণতাও বেশি থাকে।


সুন্দর বলেছেন। ]

অনেক ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
‘দূরভাষিণী’দের কণ্ঠস্বর অপূর্ব মাদকতাময়ই হয়ে থাকে।

লেখায় ভালোলাগা রইল সোনাবীজ, ভালো আছেন তো ?

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহা। ভালো বলেছেন।

ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা। ভালো থাকবেন।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩

কলমের কালি শেষ বলেছেন: কবিতার আবেশে গল্পটা অনেক মনকড়া লেগেছে । কথপোকথনগুলোতে যেন এক গভীর ভালবাসা লুকিয়ে আছে নিভৃতে ।

আপনার সাথে এইরকম একটা ঘটনা ঘটেছে ! ওয়াও !! এখনো ফোন করে যাচ্ছেন নাকি !!... ;) ;) ;) :P :P

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কলমের কালি সুন্দর কমেন্টের জন্য।

এখনো ফোন করে যাচ্ছি কিনা? কোন উত্তরে আপনি খুশি বা বেজার হবেন?

;) ;) ;)


ভালো থাকবেন কবি।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৯

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ৩য় ভাললাগা। :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অঘটনঘটনপটিয়সী আপু। ভালো থাকবেন।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০০

পার্থ তালুকদার বলেছেন: দূরভাষিণী কিংবা অনামিকা, সবার জন্যই ভালবাসা অটুট থাকুক।

শুভেচ্ছা ।

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পার্থ তালুকদার ভাই। শুভেচ্ছা।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





‘আপনি বড্ড অন্যরকম’ যদি হৃদয়ের ভাষা হয়
তবে এর সামাজিক অর্থ কী হতে পারে, কবি?

আমি আপনাকে ভালোবেসে ফেলেছি....?
নাকি, আপনাকে কেন আমার এতে ভালো লাগে?



লেখায় আন্তরিক ভালোলাগা জানাই, সোনাবীজ ভাই :)
(অনেক দিন বাদে পেলাম)

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এর অর্থ আরও হতে পারেঃ আপনি এতো ভালো কেন? আপনাকে খুব ভালো লাগে। ;) ;)

অনেক ধন্যবাদ প্রিয় মাঈনউদ্দিন ভাই। ভালো থাকবেন।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

জুন বলেছেন: অনেক ভালোলাগলো দুরভাষিনীকে ছাই ভাই ।

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ভালো লাগলো আপনাকে লগিন অবস্থায় দেখতে পেয়ে। কীভাবে সমস্যা দূর হলো?

ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

মহান অতন্দ্র বলেছেন: আহা! । চমৎকার গল্প । ভাল লাগা রইল ।

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মহান অতন্দ্র। ভালো থাকবেন।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯

হামিদ আহসান বলেছেন: এমন করে লিখেছেন একেবারে ভেতরে স্পর্শ করে.....................+++++++

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ হামিদ আহসান ভাই। শুভেচ্ছা জানবেন।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

চমৎকার গল্প++++

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়। শুভেচ্ছা।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

আবু শাকিল বলেছেন: চমৎকার ভাল লাগার লেখা।
আপনি আসলেই অন্য রকম লেখেন :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আবু শাকিল ভাই। শুভেচ্ছা জানবেন।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

কলমের কালি শেষ বলেছেন: নাহ থাক, ফোন না করাই ভালো । ঘরে কিন্তু একজন আছে ! জানলে কিন্তু সেই করে ছাড়বেনে !! আপাতত উনাকেই ফোন দিয়ে যান.... ;) ;)

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা। দারুণ মজা নিলেন দেখি, আবারও থ্রেটও দিলেন ;)

ঠিক আছে, আপনি যা বললেন তার বাইরে যাওয়ার সাধ্য আমার আসলেই নেই ;)

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

শায়মা বলেছেন: দূরভাষিনী লেখা হয়েছিলো সেই ফোন আমলে.......
এখন লেখা হলে হত ফেসবুকবাসিনী।

তবুও বুঝা যাচ্ছে খুবই কষ্টের কোনো গল্প হবে সেটা।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে ছেলেটার সাথে মেয়েটার পরিচয় হয়। কিছুদিন তাদের মধ্যে খুব অন্তরঙ্গ আলাপ হয়, আবার হয়তো দীর্ঘ বিরতি আসে। বিরতির পর হঠাৎ হঠাৎ দু-একটা টুকরো কথা হয়। এরপর হয়তো কয়েক বছর যোগাযোগ থাকে না। আবার কয়েক বছর পর কয়েক বছরের জন্য কথাবার্তা হয়। মনে হয় এদের মধ্যে অন্তরঙ্গতা সৃষ্টি হয়েছে, আবার মনে হয় মেয়েটা ছেলেটার প্রতি বিরক্ত। শেষ পর্যন্ত ছেলেটা মেয়েটার বাড়ি আসে। একদম ঘরের দরজায় দাঁড়ায়। ওপারে মেয়েটা।

আমার একটা উপন্যাস আছে, ‘আই-ফ্রেন্ড’। ইন্টারনেট ফ্রেন্ড। মেয়েটাকে উদ্দেশ্য করে ছেলেটা একটা কবিতা লেখে, কিন্তু তাকে কোনোদিন কবিতাটা শোনানো যায় নি। ওদের মধ্যে মুখোমুখি দেখাও হয় না কোনোদিন।

ধন্যবাদ আপু।

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




আপনি তো আপনার মতো করে বলে দিয়েছেন,
আমরা কি আমাদের মতো করেই বুঝে নেব ?

দুরভাষিনীর দুরের মানুষটির জন্যে সমবেদনা রইলো ।

শুভেচ্ছান্তে ।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি ঠিকই আপনার মতো করেই বুঝে নিয়েছেন, তাই দূরভাষিনীর দূরের মানুষটার মর্মবেদনাও বুঝতে পেরেছেন ;)

আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা থাকলো প্রিয় আহমেদ জী এস ভাই।

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

পড়ে কেমন কষ্ট লাগছে...

... (মাধ্যমটা না হয় নাই বললাম) একজনের সাথে কথা হতো...আমাদের মধ্যেও "আপনি" সম্বোধন ছিল । খুব সাদামাটা কথা হতো...তারপর একদিন সে হারিয়ে গেল...এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারিনি...অথচ বছর পেরিয়ে গেছে সেই কবেই !

৪র্থ ভালো লাগা ।।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

খুব সাদামাটা কথা হতো...তারপর একদিন সে হারিয়ে গেল...এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারিনি...অথচ বছর পেরিয়ে গেছে সেই কবেই!

কী কাকতালীয় ঘটনা! করুণ! আপনার শোকসন্তপ্ত হৃদয়য়ের দ্রুত কষ্টমোচন কামনা করছি। আমিন।

২০| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

শাহ আজিজ বলেছেন: দূরভাষিণী নামের গল্পটি খুজে পাওয়া খুব কঠিন হবে। কারন লেখকদের বইয়ের নাম খুজলে পাওয়া যায় কিন্তু ভেতরের গল্প নয়। নরেন্দ্রনাথ মিত্র দূরভাষিণী নামে একটি গল্পের বই লিখেছিলেন কিন্তু তা আমাদের দেশে বিচিত্রায় ছাপা প্রায় অসম্ভব। অনন্যা পত্রিকায় যোগাযোগ করুন , ওদের কাছে তথ্য আছে আশা করি।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ শাহ আজিজ ভাই। নরেন্দ্র মিত্রের বইয়ের তালিকা থেকে ‘দূরভাষুনী’ গল্প খুঁজবার চেষ্টা করলাম। হদিশ পাওয়া গেলো না কিছুতেই। দেখি, অনন্যায় যোগাযোগ করা যায় কিনা।

আবারো ধন্যবাদ। শুভেচ্ছা।

২১| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার , ভালো লাগলো খুব।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা।

২২| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮

তুষার কাব্য বলেছেন: চমৎকার গল্প । ভালো লাগা রইল।

ভালো থাকুন অনেক...

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য। আপনিও ভালো থাকুন। শুভেচ্ছা।

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

মনিরা সুলতানা বলেছেন: সেই সময়গুলো বড্ড অদ্ভুত ছিল
অচেনা কে শব্দের মায়াজালে চিনে নেয়া ...

ভাল লাগা +++++++++

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর একটা কথা বলেছেন আপু। খুব ভালো লাগলো।

পড়ার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা।

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

মৃদুল শ্রাবন বলেছেন: সেই বুকফাটা সময়ের বেদনায় কেবলই আমার অন্তর বিদীর্ণ হয়।


অনেক আগে পড়া কিছু গল্প এখনো এমনি করে আমার মনের ভেতরে জেগে আছে। মনে পড়লেই যেন কারো কারো অপেক্ষায় বুকটা বিদীর্ণ হয়ে যায়।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: করুণ রসের গল্পগুলো মনে হয় মনে খুব দাগ কাটে, তাই এগুলোকে ভোলা যায় না।

ধন্যবাদ মৃদুল শ্রাবণ ভাই। ভালো থাকবেন।

২৫| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০

আমি তুমি আমরা বলেছেন: চমতকার লেখা। প্রায় বছর চারেক আগে কোন এক দূরভাষিনীর সাথে কিছুদিন কথা হয়েছিল।আপনার লেখা পড়ে ঘটনাটা হঠাত মনে পড়ল।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার জন্যও থাকলো অসীম সমবেদনা ;) সেই সাথে শুভ কামনা, যাতে দূরভাষিনী নিকটভাষিনী হয়ে হাতে ধরা দেন ;)

অনেক ধন্যবাদ আতুআ ভাই। ভালো থাকবেন।

আপনার কৌতুকভাণ্ডার কোথায় গেলো? ;) ;)

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭

আমি অথবা অন্য কেউ বলেছেন: সমসাময়িক সবার এমন একজন দুরভাষিনী আছে। এজন্য নিজের সাথে মেলানো যায়, কেমন যেন একটা কস্ট দিয়ে যায়। ভালোলাগা রইলো।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা জেনে খুব ভালো লাগছে যে অনেকের জীবনেই এরকম দু-একজন দূরভাষিনী রয়েছেন ;) তাহলে গল্প বা কবিতাটা বাস্তবসম্মত হয়েছে বলা যায় ;)

ধন্যবাদ আমি অথবা অন্য কেউ। শুভ কামনা।

২৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯

এহসান সাবির বলেছেন: সেই কণ্ঠস্বর কানে বাজে; যখন গোসল করি, তখনো কানে বাজে,
শুতে যাই, ঘুমের ঘোরে আপনার কণ্ঠস্বর শুনে চমকে জেগে উঠি,
কানের কাছে সেই কণ্ঠস্বর - অবিরাম বেজে চলে।




ভালো লাগা।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

সেই কণ্ঠস্বর কানে বাজে; যখন গোসল করি, তখনো কানে বাজে,
শুতে যাই, ঘুমের ঘোরে আপনার কণ্ঠস্বর শুনে চমকে জেগে উঠি,
কানের কাছে সেই কণ্ঠস্বর - অবিরাম বেজে চলে।



অনেক ধন্যবাদ এহসান সাবির ভাই। শুভেচ্ছা।

২৮| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

ডি মুন বলেছেন:
দু;খ জাগানিয়া ঘটনা।

আন্তরিক লেখনীতে মনকে স্পর্শ করলেন প্রিয় সোনাবীজ ভাই।
খুব ভালো লাগল।

+++

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টে ভালো লাগলো মামুনুর রহমান ভাই। সত্যিই দুঃখজাগানিয়া ঘটনা। আপনার জীবনটা খালি সুখুজাগানিয়া কাহিনিতে ভরে উঠুক, এই কামনা ;)

ভালো থাকবেন।

২৯| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

ভুল উচ্ছাস বলেছেন: বাহ! দারুন লিখেছেন আপনি। :)

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভুল উচ্ছাস। শুভেচ্ছা।

৩০| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৬

স্বদেশ হাসনাইন বলেছেন: দূর শব্দের মধ্যে আপন হবার আকাংখ্যা থাকে, আর সেই ভাষার মাধুর্য যখন কাছে আসছে - গল্প তৈরি হবে। যদি না থাকে দৃষ্টি, অথবা কোন এক অপূর্ণতা আরো বাড়তি কষ্ট বাড়ায়। রহস্যটা শেষ হবার আগেই সম্পর্কের সবখানি মারমেইডের মত ঝাঁপ দিয়ে সমুদ্রের ফেনা হয়ে যাবে - মানতে না চাইলেও অসহনীয় সব সত্যই গ্রহাণুর মত ঘোরা ফেরা করে।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বরাবরের মতোই অসাধারণ মন্তব্য পেলাম স্বদেশ হাসনাইন ভাই। ধন্যবাদ। ভালো থাকবেন।

৩১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: দূরে থেকে ভালবাস বিলোয় বোধ হয় । সে এক যন্ত্রণাদায়ক ভালবাসা ।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সে এক যন্ত্রণাদায়ক ভালোবাসা। ঠিক বলেছেন প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। ধন্যবাদ। ভালো থাকবেন।

৩২| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: সুন্দর কষ্ট।
শুভকামনা।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর কষ্ট- একটা অসাধারণ কথা বলেছ। বলার আগে খুব ভেবেছ তা মনে করছি না। জিনিয়াসরা ক্যাজুয়ালি যা বলেন তাও খুব অনন্য।

শুভেচ্ছা।

৩৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৫

ফকির মজুমদার বলেছেন: সত্য ঘটনা অবলম্বনে একটি ছোটগল্প পোষ্ট করেছি। গল্পটি পড়ার আমন্ত্রণ রইলো। লিঙ্কঃ Click This Link

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ। আশা থাকলো পড়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.