নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ভার্চুয়াল প্রেম

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০



ভার্চুয়াল নারীরা মমতাময়ী হয় বাস্তবের চেয়ে খুব বেশি
পাষাণবৃক্ষেও তারা ফুল ফোটাতে পারে
আমরা অতিশয় বিগলিত তাহাদের প্রেমে, ঘরের নারীকেও ফেলে
ভার্চুয়াল নারীরা কখনো-সখনো অদৃশ্যে সমস্ত কলকাঠি নাড়ে

জৈবপ্রেমে হাঁপিয়ে উঠেছে সময়। অর্ধেকটা জীবন
চলে গেছে মন পেতে, ঘর বুনতে বাকিটা
কোনো কোনো নিকটতমও ঘোরতম শত্রু হতে পারে
প্রাণের সহোদর, কিংবা যেমন ঘরের নারীরা

ঘরের নারীরা মায়াবতী হয় গৃহপ্রবেশের কিছুকাল আগে
তারপর কিছুকাল প্রেমবতীও থাকে তারা
তারপর ভালোবাসা ভাগ হয় সংসার-সন্ততিতে
তারপর ঘরের ভিতরে হয়ে যাই ঘরছাড়া।

ঘরের নারীদের প্রেম নয়, ক্লান্তিহীন বিতণ্ডাই যেন ব্রত
ভার্চুয়াল প্রেমিকারা চিরকাল মায়াবতী, স্বর্গের অপ্সরার মতো।

২৮ সেপ্টেম্বর ২০০৯



ছবিঃ কাল্পনিক_ভালোবাসা

মন্তব্য ৭৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৮

এহসান সাবির বলেছেন: প্রথম ভালো লাগা :)

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেই প্রথম ধন্যবাদটা দিলাম প্রিয় এহসান ভাই ;)

২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~

কবিতায় বেশ মজা পেলুম । তবে লেখার সালটায় কবিতাটার থিম যুতসই ছিল । কিন্তু এখনের সময় কবিতাটা ওল্ড ফ্যাশন হয়ে গেছে ! তবে ওল্ড ইজ গোল্ড ! ;)

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতায় মজা পেয়েছেন জেনে আমিও খুব মজা পেলুম ;) কিন্তু আজকের সময়ে এটা যে ওল্ড ফ্যাশন হয়ে গেছে তা আমার জানা ছিল না ;) এক্ষেত্রে লেটেস্ট ফ্যাশনটা কী?

অনেক ধন্যবাদ কলমের কালি।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার কবিতা। দারুণ ভালো লাগলো ভাইয়া।


ভালো থাকুন। শুভকামনা রইল ভাইয়া :)

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মহামহোপাধ্যায়। আপনার জন্যও অনেক শুভ কামনা থাকলো।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

মাহমুদ০০৭ বলেছেন: ভার্চুয়াল প্রেমিকারা চিরকাল মায়াবতী, স্বর্গের অপ্সরার মতো।

এভাবে সব ভলে দিলে ক্যাম্নে হবে ?;)
ভাল থাকুন প্রিয় ছাই ভাই /
অনেক অনেক শুভকামনা রইল ।

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিকই বলেছেন, সবকিছু এভাবে খোলসা করে দেয়া ঠিক না ;)

আপনিও ভালো থাকুন প্রিয় মাহমুদ ভাই। শুভেচ্ছা।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া...... :P

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :) :D B-)

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮

শায়মা বলেছেন: ভার্চুয়াল প্রেমিকারা চিরকাল মায়াবতী, স্বর্গের অপ্সরার মতো।


এই লাইন পড়ে হাসছি.......... বাট কাল যে এক পাগলের উপর রেগে গিয়ে তোমাকে গিয়ে বলছিলাম মনে আছে!!!!!!!!!!

সেসব মনে করে আবার যেন কোনোদিন কবিতা লিখোনা........

ভারচুয়াল নারীদের মাথায় মাঝে মাঝে ছিটগ্রস্ত কিছু সমস্যা দেখা দেয়

তখন তাহারা পাগলি ছাগলি হয়ে হাতে কাছে যা পায় তাই ছুড়ে মারে!!!!!!!!!!!

হাহাহাহাহা :P

২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তোমার মাথায় ছিট পড়েছে
তোমার মাথায় ঘুণপোকা
তোমার মতো ভার্চুলিনি
নাকবোঁচা হয়, খুব বোকা

:) :D B-)

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো ভাইয়া

২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অভি ভাই। শুভেচ্ছা।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪০

শ্রমজীবি বলেছেন: ভারচুয়াল নারীদের মাথায় মাঝে মাঝে ছিটগ্রস্ত কিছু সমস্যা দেখা দেয়

তখন তাহারা পাগলি ছাগলি হয়ে হাতে কাছে যা পায় তাই ছুড়ে মারে!!!!!!!!!!!

;) ;) ;)

২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২৭

লিমন আজাদ বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম... :)

২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ লিমন আজাদ ভাই। শুভেচ্ছা।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৪

নীল লোহীত বলেছেন: ভালো লাগলো

শুভকামনা রেখে গেলাম।

২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নীল লোহীত। কিছু মনে না করলেন একটা পরামর্শ দিই। আপনার নামটা নীল লোহিত বা নীললোহিত হলে ভালো দেখায়। কর্তৃপক্ষের কাছে নাম সংশোধনের জন্য ইমেইল পাঠিয়ে এটা করা যায়।

শুভেচ্ছা।

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১২

বিদ্রোহী বাঙালি বলেছেন: নিষিদ্ধ জিনিস বা ব্যাপার বা সম্পর্কের প্রতি মানুষের কৌতূহল, আগ্রহ বা আকর্ষণ যাই বলি না, সেটা বরাবরই বেশী থাকে। আর নারী ঘটিত হলেতো আরও বেড়ে যায়। গন্ধব খাওয়ার পরিণতি কী হতে পারে জেনেও আদম (আঃ) এক সময় সেটা ভুলে যায় হাওয়ার (রাঃ) কারণে। তাহলে বুঝেন ঠ্যালা! সোজা কথা মানুষের সহজাত একটা স্বভাব হল সহজ লভ্য জিনিস যত দামীই হোক না কেন, সেটার কদর দিতে জানে না। কিন্তু দুষ্প্রাপ্য যেকোনো জিনিস দামে সস্তায় হলেও সেটা অনেক কদর পায়। ভার্চুয়াল প্রেমের কদর এই কারণেই বেশীরে ভাই। যদি এই প্রেম মিলনাত্মক হয়, তবে বেশী দিন সময় নেয় না চুপসে যেতে। ব্যতিক্রম সব ক্ষেত্রেই থাকে। তাই এখানেও যে থাকবে না, সেটা কিন্তু বলছি না।
কবিতা পড়ে বেশ মজা পেলাম। বিষয়বস্তুর ভিন্নতা ভিন্ন স্বাদ এনে দিল। ভালো লাগলো।

২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা। আপনার বিশদ কমেন্টটি খুব প্রাণবন্ত ও মজাদার হয়েছে।

ভার্চুয়াল প্রেমের কদর এই কারণেই বেশীরে ভাই। যদি এই প্রেম মিলনাত্মক হয়, তবে বেশী দিন সময় নেয় না চুপসে যেতে।
বুঝলেন কীভাবে, সেটা ভাবছি :) :D B-)

অনেক অনেক ধন্যবাদ প্রিয় বিদ্রোহী বাঙালী।

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৬

বেলায়েত মাছুম বলেছেন: তারপর

তারপর

তারপর

তারপর ঘরের ভিতরে হয়ে যাই ঘরছাড়া।

২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বেলায়েত মাছুম।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা!
কবিতার সত্য শব্দ বাক্যে সপ্তম ভাল লাগা।
ভার্চুয়াল নারীরা বড়ই প্রেমময়।
প্রেম তাদের কথা, দৃষ্টি, শরীর দিয়ে চুঁইয়ে চুঁইয়ে পড়ে।

কিন্তু তবুও পুরোটা জীবনে সাথে থাকা সম্ভাব্য মোটা চর্বিযুক্ত গৃহবধূর ভালোবাসটা প্রাপ্য বৈকি।।

২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মন্তব্যেও খুব মজা পেলুম ;) অনেক ধন্যবাদ রাজপুত্র।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬

ইমিনা বলেছেন: ভার্চুয়াল প্রেমিকারা চিরকাল মায়াবতী, স্বর্গের অপ্সরার মতো।

..................
লাইনটির সত্যতা নিয়ে ভাবছি না। ভাবছি এতো সুন্দর করে কিভাবে মনের কথাটা প্রকাশ করতে পারলেন। কবিতা ভালো লেগেছে।

শুভকামনা রইলো ভাইয়া।।

২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এতো সুন্দর করে কীভাবে যে মনের কথাটা প্রকাশ করে ফেললাম, তা ভেবে তো এখন আমি অবাক না হয়ে পারছি না ;)

যাক, সত্যাসত্য বাদ দিয়ে কবিতা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলুম আপু। ভালো থাকুন। ধন্যবাদ ও শুভ কামনা।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





//ঘরের নারীরা মায়াবতী হয় গৃহপ্রবেশের কিছুকাল আগে
তারপর কিছুকাল প্রেমবতীও থাকে তারা
তারপর ভালোবাসা ভাগ হয় সংসার-সন্ততিতে
তারপর ঘরের ভিতরে হয়ে যাই ঘরছাড়া।//


অতঃপর?

২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তারপর আর কী? সেটা তো আমরা সবাই জানি ;)

ধন্যবাদ প্রিয় মাঈনউদ্দিন ভাই।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

আবু শাকিল বলেছেন: "ঘরের নারীরা মায়াবতী হয় গৃহপ্রবেশের কিছুকাল আগে
তারপর কিছুকাল প্রেমবতীও থাকে তারা
তারপর ভালোবাসা ভাগ হয় সংসার-সন্ততিতে
তারপর ঘরের ভিতরে হয়ে যাই ঘরছাড়া"

দারুন লিখেছেন।
++

২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় আবু শাকিল ভাই। শুভেচ্ছা।

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ঘরের নারীরা মায়াবতী হয় গৃহপ্রবেশের কিছুকাল আগে
তারপর কিছুকাল প্রেমবতীও থাকে তারা
তারপর ভালোবাসা ভাগ হয় সংসার-সন্ততিতে
তারপর ঘরের ভিতরে হয়ে যাই ঘরছাড়া।

দারুন লিখেছেন।
++

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়। শুভেচ্ছা।

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৪

সুফিয়া বলেছেন: আমার মনে হয় নারী মাত্রেরই একটা মমতাময়ী রূপ আছে, যে রূপ দিয়ে তারা যে কোন পাষাণবৃক্ষে ফুল ফোটাবার ক্ষমতা রাখে।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
:) :) :)

ধন্যবাদ আপু। শুভেচ্ছা।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০

আরজু পনি বলেছেন:

ঘরের নারীরা মায়াবতী হয় গৃহপ্রবেশের কিছুকাল আগে
তারপর কিছুকাল প্রেমবতীও থাকে তারা
তারপর ভালোবাসা ভাগ হয় সংসার-সন্ততিতে
তারপর ঘরের ভিতরে হয়ে যাই ঘরছাড়া
...হাহাহাহা
এই অংশটাতে মজা পেলাম বেশি ।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা মজার অংশ আপনাকে উপহার দিতে পেরেছি বলে নিজেকে কৃতার্থ মনে করছি আরজু পনি আপু ;) শুভেচ্ছা।





একটা বিরাট হাসির ঘটনা ঘটে গেছে ইতোমধ্যে। পনি কথাটাে বোল্ড করতে যেয়ে দেখি মনি লিখে ফেলেছি ;) বড় বাঁচা বেঁচে গেলাম আবারও ;)

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

আমি স্বর্নলতা বলেছেন:

ভার্চুয়াল প্রেমিকরা কেমন হয়, একটু বলবেন প্লিজ?


কবিতায় ভালোলাগা রইল।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতায় ভালো লাগার জন্য ধন্যবাদ। ভার্চুয়াল প্রেমিকরা আবার কেমন হবে! নীচে দেখুন ও পড়ুন ;)

***

চুরি

কেউ কোনোদিন কোনো সুন্দরীকে ‘না’ বলতে পেরেছেন?
ঠাঁয় দাঁড়িয়ে তীর্থের যুবকেরা।

সুন্দরীরা বড় আনমনা, আত্মভোলা হোন, তাঁরা চাটুকারিতা ভালোবাসেন;
তাঁরা আদেশ করতে খুব বেশি ভালোবাসেন। তাঁরা কবিতা পড়েন না,
কবিতা ভালোবাসেন না, তাঁরা কবিতা লিখতেও জানেন না;

তুমি হাসলেই, কথা বললেই, তাকালেই, এমনকি ঔদাসীন্যে এড়িয়ে গেলেও
অবিরাম ঝরে পড়ে থোকা থোকা কবিতার রেণু।

তোমার অসংখ্য গুণগ্রাহীর ভিড়ে, হে মহতী, অনন্যসাধারণা,
আমি বড্ড অপ্রতুল একজনা;
তোমার সান্নিধ্যের স্বাদ অপার্থিব অমৃতের মতো জনে জনে ভাগ হয়–
আমার কপালেও জোটে ক্ষুদ্র এককণা।
এতে শুধু তৃষ্ণা বাড়ে, জ্বালা বাড়ে, হু-হু করে লালসা বাড়ে
আমাকে কুরে কুরে খায় দুর্মর যন্ত্রণা।

কোনো কোনো মানুষ খাওয়ার জন্যই দীর্ঘ জীবন চায়,
যদিও বাঁচবার জন্যই মানুষকে করতে হয় খাদ্যগ্রহণ;
তোমাকে পাবার সাধনায় আমি অমরত্ব চাই
তোমার হৃৎপিণ্ডে হাত রেখে চাই নিশ্চিন্ত মৃত্যুবরণ।


হে সুন্দরী, অজস্র প্রেমিকের আরাধ্য রমণী, তোমাকে কোনোদিনই
একান্তে পাবো না, এ কথা জানি, তাই সর্বগ্রাসী ইচ্ছেরা ক্রমশ সোচ্চার,
রক্তে রক্তে নীরব তোলপাড়
তাই প্রতিদিন চুরি করে পত্রিকায়, ব্লগে ও ফেইসবুকে
তোমার ফটোগ্রাফ ছেপে যাই
তোমার কথাগুলো সামান্য সাজিয়ে নিজের নামে চালিয়ে দিই কবিতা হিসেবে
আর রসখোর বন্ধুদের অসামান্য বাহবা কুড়াই
এই যে প্রেমের নামে প্রতিদিন তোমাকে ধ্বংস ও ব্ল্যাকমেইল করি
আমি জানি, তুমি এর একতিলও খবর রাখো না
কে তোমাকে ভালোবাসে জানো না, জানো না কার মনে বাস করে
সুগোপন ক্রূর বাসনা

তোমার প্রাণহীণ ছবির ভেতর প্রাণ ঢেলে
তোমাকে ফালি ফালি করে কাটি প্রমত্ত ঘোরে
জানো তো, সাবধানে মার নেই, তাই সতত সাবধানে থেকো
একদিন নিরুদ্দেশে সহসা তীব্র উড়াল দেবো স্বয়ং তোমাকেই চুরি করে।

১৮ সেপ্টেম্বর ২০১১ রাত ১২:৩৭

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯

কলমের কালি শেষ বলেছেন: এখন মনে হচ্ছে কবিতার রিভার্স ভার্সনটা লেটেষ্ট হবে । ;) :D

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাহলে রিভার্স ভার্সনটা আপনিই ঝটপট তৈরি করে ফেলুন। দেখতে মন চাইছে ;)

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮

শায়মা বলেছেন: তোমার মাথায় ছিট পড়েছে
তোমার মাথায় ঘুণপোকা
তোমার মতো ভার্চুলিনি
নাকবোঁচা হয়, খুব বোকা




ছিট তো আমার আগেই ছিলো, ঘুনপোকারাও কিলবিলে
রাগের ভুতও মাথায় ছিলো একলা এবং দলবলে
কিন্তু আমি ভারচুলিনি মোটেই আমি নই বোকা
নইলে কি আর চোখখে তোমার দিতাম পারতে এই ধোকা?

বোকার মত ভাবছো নিজেই ভারচুলিনির নাক বোচা
আবার যদি এমন বলো তোমার চোখে দেই খোঁচা
যায়না দেখা ভারচুলিনি, দেয়না দেখা এই লোকে
এই কারণেই বোকারা সব আঙ্গুর ফলকে টক বলে !!!!!!!!!!!!!!!


:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তোমার বড় বুদ্ধি বটে
নাকটা বোঁচা নয়তো মোটেও
কেবল তোমার কানের লতি
লাল হয়ে যায় রাগের চোটে ;)

এমনতরো দস্যি মেয়ে
দেখতে যদি পাই
অমনি সবাই রে রে রে রে
একদৌড়ে পালাই ;)

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর করে কি করে লিখলেন -- ভাবছি আর ভাবছি

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, এমন কমপ্লিমেন্টে বিগলিত হয়ে গেলুম ;)


ধন্যবাদ। এবং শুভেচ্ছা।

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৫

অন্ধবিন্দু বলেছেন:
হা-য়-রে কবিরা কি সব কবিতা লিখে !
আফসোস !

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হায় রে, খালি আফসোস আর আফসোস ;) ;)

শুভেচ্ছা প্রিয় অন্ধবিন্দু।

২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০০

সকাল রয় বলেছেন:
নারী বিষয়টা ঠিক বুঝে উঠতে পারিনা
সে কখনো মহামায়া কখনো কায়া কখনো কাপালীনি

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহ আপনাকে নারীকে বুঝে উঠবার তৌফিক দান করুন। আমিন।

২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

=p~ =p~

আমিও নজর রাখছি ;)

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাহলে তো খুব আতঙ্কে থাকবো পনিমণি :) আপু =p~

২৭| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৬

সায়েম মুন বলেছেন: মজা পেলুম কবি। অনেক আগেকার এবং আগেও পড়েছিলুম বোধয়। =p~

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি মজা পেয়েছেন জেনে আনন্দিত হলুম প্রিয় কবি। শুভেচ্ছা জানবেন।

আগেও পড়েছিলেন ;)

২৮| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১০

শায়মা বলেছেন:


তোমার বড় বুদ্ধি বটে
নাকটা বোঁচা নয়তো মোটেও
কেবল তোমার কানের লতি
লাল হয়ে যায় রাগের চোটে ;)

এমনতরো দস্যি মেয়ে
দেখতে যদি পাই
অমনি সবাই রে রে রে রে
একদৌড়ে পালাই




শুধু কি আর কানের লতি
বিষম আমি রাগি যদি
চোখ কান নাক
নাল নীল রঙ নানান বরণ ধরে
(সে রাগ দেখে)
ভুতের ছানা ঘাটের মরাও
ভীমরী খেয়ে মরে

তবু

সবাই পালাক, দূর হয়ে যাক
তোমার তো ভয় নাই
তুমি আমার এই জগতের
চোখের মনি ভাই।

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হাহাহাহাহাহাহাহা

ডুরাইছি

২৯| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:





ভারচুলিনির প্রেমের টানে,
ফানুস ওড়ে_মিলন গানে।
বাস্তবতার কাছে গেলেই ফাঁকি,
তবু যে তার আশায় আশায় থাকি!
:) :-*

+++

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লিখেছেন। শুভেচ্ছা।

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

শায়মা বলেছেন:


স্বপ্নচারী স্বপ্ন দেখে
চোখের পাতায় আবির মাখে
রঙ্গিন ফানুস ওড়ায় আশায়
আকাশে পানে নিত্য ভাসায়


ফানুস ফুরোয় স্বপ্ন হারায়
স্বপ্নচারীর চোখের তারায়
দুঃখে তাহার পরান কাঁদে
তবু
স্বপ্নচারী আশার ফাঁদে ............. :P


০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

দুঃখে তাহার পরান কাঁদে
তবু
স্বপ্নচারী আশার ফাঁদে ............. :P

৩১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩০

তুষার কাব্য বলেছেন: চমৎকার লাগলো।

এগারতম ভাললাগা জানিয়ে গেলাম। :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য। ভালো থাকবেন।

৩২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৭

আকিব আরিয়ান বলেছেন: সময় উপযোগী দেখে বেহুদাই ফেবুতে শেয়ার মারলাম, ভাল্লাগছে বেশ কথাগুলা, অনেকেই এমন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমত শেয়ার মারার জন্য ধন্যবাদ দিলাম। আর, অনেকেই এমন বলেই এমন কবিতা লিখতে সাধ হয়েছিল :)

৩৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২১

ডার্ক ম্যান বলেছেন: এমন করে কবে লিখতে পারবো।
বরাবরের মত ভাল লাগলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আর লজ্জা দিয়েন না সৈকত ভাই। ধন্যবাদ। ভালো থাকবেন।

৩৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৬

দর্পণ বলেছেন: ভারচুলীদের পাল্লায় পড়ে নরজীবন আঁধার হয়, কবিজীবন হয় উজ্বল।

দারুন কবিতা সোনাভাইজান।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা অনবদ্য কথা শোনালেন! ধন্যবাদ দর্পণ।

৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

রাবেয়া রব্বানি বলেছেন: মারাত্মক লিখছেন। ভার্চুয়াল নারীরা অশরীরী

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। অাশা করি ভালো অাছেন।

৩৬| ২৭ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৫

নাসির ভাই বলেছেন: খুব চমৎকার হয়েছে। আপনাদের লেখা পড়ি আর বিমুগ্ধ হই। শুভেচ্ছা রইলো ভাইয়া

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ নাছির ভাই। শুভেচ্ছা অাপনাকেও।

৩৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতা ও কমেন্টে প্রতিকবিতা দুটোই দারুন প্রাণবন্ত হয়েছে।
বিদ্রোহী বাঙালির সঙ্গে একমত।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ রেজওয়ানা অাপু। শুভেচ্ছা।

৩৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩২

মনিরা সুলতানা বলেছেন: ঘরের নারীদের প্রেম নয়, ক্লান্তিহীন বিতণ্ডাই যেন ব্রত

এই লাইনে তেব্র ধিক্কার X(

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
:( :( :( :( :( :( :( :( :( :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.