নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

টাকা-পয়সা, সোনা-চাঁদি কিছুই চাই না, আমার বইটিতে শুধু আপনাদের একটা অমূল্য অটোগ্রাফ চাই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৯







আমার তৃতীয় কবিতার বই 'অসম্পর্কের ঋণ' আগামী ১৩ ফেব্রুয়ারি তারিখে বইমেলায় আসবে। অনাড়ম্ভরভাবে বইটির মোড়ক উন্মোচন করা হবে। সময় বিকেল ৩:৩০ মিনিট।



এই বইটির মোড়ক উন্মোচন করবেন সামহোয়্যারইনব্লগের প্রিয় ব্লগারগণ এবং ফেইসবুকের ফ্রেন্ডলিস্টে থাকা আমার প্রিয় বন্ধুগণ, যাঁদের নেতৃত্বে থাকবেনঃ



জুলিয়ান সিদ্দিকী

এ.টি.এম. মোস্তফা কামাল

আমার দেশি আপু মাহজাবীন জুন

আমিনুর রহমান জেসন

মামুন রশিদ

মাঈনুদ্দিন মইনুল

আরজু পনি



আমার অতি প্রিয় দুজন অনুজ লেখক রয়েছেন, যাঁরা আমার প্রথম বই প্রকাশের সময় থেকে আমাকে অনুপ্রেরণা দিয়ে আসছিলেন। পান্থ বিহোস, যিনি আমার 'সবুজ অঙ্গন' সাহিত্য পত্রিকা সম্পাদনা করে থাকেন। মাসউদ আহমাদ, যিনি সবুজ অঙ্গন-এর একজন নিয়মিত লেখক। আমি এ দুজনের উপস্থিতি কামনা করছি।



ব্লগার শায়মা হক- যিনি একমাত্র ব্লগার, ব্লগে আসার আগেই আমার কোনো একটি বই পড়েছিলেন। সম্ভব হলে তাঁর উপস্থিতি চাই-ই চাই। ব্লগ অ ফেইসবুকে আমার লেখায় তাঁর অনুপ্রেরণা অপরিসীম। তাঁর প্রতি কৃতজ্ঞতা।



মাহমুদ রহমান, আরমান ভাই.কম, আশরাফুল ইসলাম, আহমেদ আলাউদ্দিন, মহামহোপাধ্যায়, মল্লিক রাজু
সহ কয়েকজন প্রিয় ব্লগার অনেক আগে থেকে আমার সাথে দেখা করার জন্য ইচ্ছে পোষণ করছিলেন। তাঁদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।



আমার প্রিয় দেশি ভাই শিপন মোল্লাকে (আবু সিথি) মিস করবো। তিনি বিদেশ থেকে আসতে পারছেন না বলে খারাপ লাগছে। তবে দোহারের অন্য বন্ধুদের উপস্থিতি কামনা করছি, বিশেষ করে পারভেজ রবিন, এবং হাফ-দেশি আপু লৌহ জঙ্গয়ের মনিরা সুলতানা ;)



এবং আমার প্রাণপ্রিয় ক্লাসমেট কবি ইমরান আহমেদ, আবদুল করিম, মাসুদ আহমেদ, শুভ রহমান-এর উপস্থিতি অনেক আনন্দ দিবে।



দুজন ব্লগার অনেক আগে থেকেই বিভিন্নভাবে বইয়ের তথ্য নিয়ে প্রচার/বিজ্ঞাপনে ব্যস্ত ছিলেন। তাঁদের কাছে ঋণী। তাঁরা উপস্থিত না থাকলে সবকিছু পানসে হয়ে যাবেঃ



সুমন কর

আরজু পনি




যাঁর কাছে কৃতজ্ঞতাঃ ব্লগার কাল্পনিক ভালোবাসা (জাদিদ), যিনি এ বইটিসহ অনলাইন ভার্সন কবিতা সংকলনের সবগুলো কভার পেইজ করে দিয়েছেন। সেই সাথে ব্লগার সকাল রয়/অরুদ্ধ সকাল।





আর যিনি না থাকলে বইটি আলোর মুখই দেখত নাঃ কবি-প্রকাশক-ব্লগার নীলসাধু ভাই ;)



এ বইটিতে যেসব কবিতা রয়েছে, তার বেশিরভাগই সামহোয়্যারইনব্লগে প্রকাশিত হয়েছে; পাশাপাশি অধুনাবন্ধ প্রথম আলো, আমার ব্লগ, আমরা বন্ধু, চতুর্মাত্রিক, ফেইসবুক এবং অনলাইন জগতের খুব সম্ভবত প্রথম কবিতা সাইট 'মুক্তমঞ্চ' ওয়েব পোর্টালে। আমি জানা আপু, ফকির ইলিয়াস ভাইসহ সবার কাছে, বিষেশ করে জোকারুল বর্ধন-এর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাঁদের উপস্থিতি আমাকে অনেক আনন্দিত করবে।







এরপর আপনাদের যা করতে হবে:



দয়া করে বইমেলার লিটল ম্যাগ চত্বরে ৪১ নং স্টলে যাবেন, (মেঘ ফুল, একরঙ্গা এক ঘুড়ি), আপনাদের জন্য এক কপি 'অসম্পর্কের ঋণ' থাকবে। ওটি হাতে নিবেন। ভিতরের পাতায় যে-কোনো স্থানে আপনার একটা মূল্যবান অটোগ্রাফ রাখবেন। এটা আমার জন্য একটা অমূল্য সম্পদ বটে, যা আমার কাছে রক্ষিত থাকবে।















আলাদা একজন



তোমার নামটি আলাদাভাবে উল্লেখ করা প্রয়োজন এজন্য যে, ফেইসবুকে তুমিই আমার লেখার নিয়মিত পাঠক ছিলে। অনেক কবিতার জন্ম হয়েছে তোমার কমেন্ট থেকে। মাঝে মাঝে আমার লেখাকে সম্প্রসারিত করেছ। আমি যা নই, তুমি আমাকে তাই করেছ। তোমার ব্লগে ঢুকলেই দেখি কেবল আমার পোস্টগুলোই তুমি প্রিয় তালিকায় রেখেছ।



আমাকে বিলেতের একটা গিফট দেয়ার জন্য আমার আড়িয়াল বিলের পশ্চিম পাড়ে দোহারের গ্রামে গিয়েছ।



শ্রদ্ধা আর ভালোবাসা নাও, আর নীচে কিছু একটা বলে যাও।







ফেইসবুক ইভেন্ট

মন্তব্য ৫৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

হাসান ইমতি বলেছেন: শুভেচ্ছা নিরন্তর ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ হাসান ইমতি। শুভেচ্ছা অাপনাকেও।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আশা করি প্রিয়কবির বইয়ের মোড়ক উন্মুচনে কবির কাঙ্খিত সবাই উপস্থিত থেকে কবিকে ধন্য করবেন । আর শুভকামনা থাকলো ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই, আপনি কোথায়? বিদেশে, নাকি দেশেই? আপনার উপস্থিতি কামনা করছি।

ধন্যবাদ কাছে থাকার জন্য।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০১

কোজাগরী চাঁদ বলেছেন: আমিও অটোগ্রাফ দিতে চাই। :D

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিজেকে ভাগ্যবান মনে করব। আশা করি উপস্থিত থাকবেন। ধন্যবাদ।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



পোস্ট পড়ে আনন্দিত, উচ্ছ্বসিত এবং কৌতূহলী হয়েছি, সোনাবীজ ভাই।

তার মধ্যে অন্যতম হলো: কে সেই রমনী যে “বিলেতের একটা গিফট দেয়ার জন্য আমার আড়িয়াল বিলের পশ্চিম পাড়ে দোহারের গ্রামে” গিয়েছিলেন? তারে দেখিবার মুন্চায় ;) B-)



অটোগ্রাফ দিতে পারি বা না পারি অন্তত সোনাবীজের সাথে একটি ফটোগ্রাফের জন্য সেদিন গিয়ে উপস্থিত হতে পারি.... এ আমার ঊন-ওয়াদা! B-)

পূর্ণ ওয়াদা দিলে বিবিছাবের প্রতি অসম্মান হবে :P

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিবিছাবের প্রতি আপনার আনুগত্যে যারপরনাই মুগ্ধ হলেম। আনুগত্য নয় তো, এ সেই নিখাঁদ ভালোবাসা।

আপনার সাথে ফটোগ্রাফের লোভ সংবরণ করতে পারছি না। অধৈর্য্য হয়ে পড়ছি।

অনেক ভালো থাকবেন প্রিয় ব্লগার।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





ফেইসবুকের ‘আওয়াজ দিয়ে যাই ’ পৃষ্ঠায় অন্তুর্ভুক্ত হইলো..... :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাঈনুদ্দিন ভাই, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯

আবু শাকিল বলেছেন: এত গুলা উজ্জল তারকা বইয়ের মোড়ক উন্মোচন করবেন । সেই সাথে প্রিয় ব্লগার এবং লেখকের অটোগ্রাফ মিছ করতে চাই না। আইতাছি ভাই -

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার আসার কথা শুনে আমারও খুব ভাল লাগছে প্রিয় শাকিল ভাই। শুভেচ্ছা।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: আমিও এমন একটা বই চাই সবার অটোগ্রাফওয়ালা।:)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেই বইটাতে আমিও অটগ্রাফ দিতে চাই ;)

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩

মৃদুল শ্রাবন বলেছেন: একজন ব্লগার হিসেবে অনান্য ব্লগারদের প্রতি যে ভালবাসার সম্পর্ক দেখিয়েছেন তা অনন্য। যারা বই বের করছেন তারা নিজে অটোগ্রাফ দেবার কথা চিন্তা করেন কিন্তু সহ ব্লগারদের কাছ থেকে নিজের বইয়ে অটোগ্রাফ নেবার কথা এই প্রথম শুনলাম।

শুভকামনা আপনাকে ও অসম্পর্কের ঋণ কে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পজিটিভ মাইন্ড সবকিছুতেই ভালো কিছু খুঁজে পায়। ব্যাপারটা বেসিক্যালি সবার স্মৃতি নিজের কাছে ধরে রাখার একটা ইচ্ছে থেকেই তৈরি হয়েছিল। কয়েকজন প্রিয় ব্লগার, বিশেষ করে মাহমুদ রহমান, আরমান ভাই.কম, দুর্জয় ভাই, আহমেদ আলাউদ্দিন ভাই, শায়মা আপু, প্রমুখ যখন আমার অটগ্রাফ সমেত বইয়ের কথা বলছিলেন, তখনই ঘট করে মগজে ঢুকে পড়ে এই আইডিয়াটা। এমন অটগ্রাফসমেত আমার একটা বই সারাজীবনে একটা অমূল্য সম্পদের মতো আমার কাছে গচ্ছিত থাকবে।

ধন্যবাদ শ্রাবণ ভাই সুন্দর কিছু আবিষ্কারের জন্য।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩০

শাহ আজিজ বলেছেন: শুভেচ্ছা নিরন্তর !!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় শাহ আজিজ ভাই।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

মহামহোপাধ্যায় বলেছেন: অসম্পর্কের ঋণের জন্য রইল অনেক অনেক শুভ কামনা :)


আপনার কপিতে আমার মূল্যবান অটোগ্রাফ না হয় দিলাম, কিন্তু আমার কপিতে আপনার অমূল্য অটোগ্রাফ পাব তো ??

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'একটি অরিহ গন্ধ' আমার অতি আদরের একটা কবিতা, যেটি আপনার কোনো এক পোস্টে কমেন্ট করতে গিয়ে লেখা হয়ে গিয়েছিল। কিন্তু অতি লজ্জা ও দুঃখের সাথে বলছি যে, কবিতাটিতে আপনার ঋণ স্বীকার করা হয় নি। এটিতে অপর্ণা মম্ময়েরও অবদান রয়েছে। কিন্তু তার নামও লেখা হয় নি। আমি খুব অন্তর্জ্বালায় ভুগছি।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০১

বিদ্রোহী বাঙালি বলেছেন: ফেবুতে ইতিমধ্যেই আপনার এই পোস্ট পড়েছিলাম। আবারও পড়ে গেলাম। আবারও আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গেলাম। নিরন্তর শুভ কামনা রইলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আতিকুল ভাই। আপনার বইটা ইনশাল্লাহ কাল বুকপোস্ট করা হবে। বুকপোস্টে একটু বাড়তি ঝামেলা আছে বলেই সময় নিতে হলো।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২০

কলমের কালি শেষ বলেছেন: লেখক যখন পাঠকের অটোগ্রাফ চায় বিষয়টার ভেতর থেকে একটা মিষ্টি সম্পর্ক বেরিয়ে আসে । সত্যিই পাঠকের মনে অনেক সুখানুভূতি এনে দেয় যখন তার প্রিয় লেখক তার কাছ থেকে অটোগ্রাফ আবদার করে ।

অনেক অনেক শুভ কামনা লেখক এবং পাঠকের মধ্যের সুসম্পর্কের জন্য । :) :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপনার আন্তরিক মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

আরজু পনি বলেছেন:

:D

শিরোনামটা দারুণ !
আমাকে যে সম্মান দেখিয়েছেন তার জন্যে কৃতজ্ঞতা ।

পোস্টে ১৩ তারিখে অথবা ১২ তারিখে এই পোস্টের লিঙ্কটা আপডেট করে দিব ভাবছি।

অনেক শুভকামনা রইল ।।

আলাদা একজন কে আমি জানি B-)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু। সহব্লগারদের বইয়ের প্রচারণার জন্য আপনার আন্তরিকতা ও অবদান পাহাড় সমান। ঋণী থাকলাম।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১

অন্তরন্তর বলেছেন: খলিল ভাই আমার জন্য একটা বই রাখবেন। অবশ্যই আপনার অটোগ্রাফ থাকবে। আমি যেভাবেই হউক কালেকশন করবো/করাবো।
শুভেচ্ছা রইল। ভাল থাকুন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ অন্তরন্তর ভাই। ভালো থাকবেন।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

আমি তুমি আমরা বলেছেন: আপনার বইটির জন্য শুভকামনা রইল :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আতুআ ভাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আতুআ ভাই।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: বইয়ের নাম, প্রচ্ছদ সবকিছু মিলিয়ে চমৎকার হয়েছে।
‘বসন্ত বরণ’ এর দিনটি বই এর মোড়ক উন্মোচনের দিন
নিঃসন্দেহে আমার/আমাদের জন্য এটি বাড়তি পাওয়া।
সশরীরে উপস্থিত থাকতে পারলে খুব আনন্দ হতো তবে
অশরীরী উপস্থিতির লোভ অবশ্যই সামলানো যাবে না।
একটি বিখ্যাত বই লেখার সেই আজন্ম আশা তোমার পূর্ণ হোক।
ভালোবাসা আর শুভ প্রার্থনা নিরন্তর। ভালো থেকো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা বিখ্যাত বই? আর হাসাইও না :)


তোমার দূরাগত শুভেচ্ছা আমার জন্য বিরাট প্রাপ্তি। অজস্র ধন্যবাদ তোমাকে।

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৫

সুমন কর বলেছেন: ফেবুতেই যা বলার বলে এসেছি এবং থাকব না বলে খুব খারাপ লাগছে। তবুও দেখা যাক কি হয় !!!!





অ.ট.: ব্লগপাতায় কামরুন নাহার ব্লগ ঘুরে অাসলাম এবং যা দেখার তাই দেখলাম :P উনি কি............................................

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় সুমন ভাই। ভালো থাকবেন।

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩

রঙ তুলি ক্যানভাস বলেছেন: অভিনন্দন ভাইয়া।
আজকেই মোড়ক উন্মোচন হল!!নিশ্চয়ি ভাল হয়েছে ,ব্যতিক্রম চাওয়া আপনার!
শুভকামনা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। অনেক দিন পর পর আপনাকে দেখছি। নিয়মিত হলে ভালো লাগত।

শুভেচ্ছা।

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





একদম বিবিসহ সমগ্র পরিবার নিয়ে হাজির হয়েছিলাম। আপনার বন্ধুদের সঙ্গে কথা হলো, ভালো লেগেছে। তারা অনেক আন্তরিক ছিলেন। সমগ্র অনুষ্ঠানের দেখভাল করেছেন আমাদের প্রিয়বন্ধু কবি নীলসাধু। আপনার একজন সুহৃদও ছিলেন সহায়তায়। ছিলেন কাল্পনিক ভালোবাসা। ছিলেন আরও অনেক কবি ও লেখক.....


অটোগ্রাফ দিয়েছি, ফটোগ্রাফও হয়েছে.... তাতে লেখক নেই।


শুভেচ্ছা রইলো........... ‌'অসম্পর্কের ঋণ' -এর জন্য :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাদের সবার কাছে আমি ঋণী হতে পেরে ভালো লাগছে। অনেক ঋণী খুব গর্বের হতে পারে। এটি সেরকম। ধন্যবাদ প্রিয় মইনুল ভাই।

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০২

এহসান সাবির বলেছেন: শুভ কামনা ভাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই।

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

মহামহোপাধ্যায় বলেছেন: ভাইয়া একটা দারুণ ব্যাপার শেয়ার করি আপনার সাথে। পহেলা ফাগুন বিকেলে বইমেলায় "মেঘ ফুল, একরঙ্গা এক ঘুড়ি"র স্টলের সামনে আপনার বই "অসম্পর্কের ঋণ" হাতে নিয়ে বইটা খুলেছি কেবল এবং প্রথম যাত্রায় ৬৩ পৃষ্ঠায় বইটা খুলে আমাকে হতবাক করে বেরিয়ে আছে "একটি ঘ্রাণ"। এটাকে কি বলবেন কাকতালীয় ?? এই কবিতার সাথে যে আমারও খানিকটা স্মৃতি জড়িয়ে আছে। তখন আমার ব্লগিং এর প্রথম বছর চলছিল। বেশ নস্টালজিক হয়ে পড়েছিলাম কবিতাটা দেখে। থাকতে না পেরে রাতেই ফেবুতে শেয়ার দিলাম :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার আসলে একটা ভুল হয়ে গেছে। আমার অনেক কবিতা সৃষ্টি হয়েছে অনেকের ব্লগে কমেন্ট করতে যেয়ে। প্রতি কবিতার নীচে তারিখ লেখাসহ সেইসব ব্লগারদের ঋণের কথা লেখা থাকে। কিন্তু অন্যায়বশত এ কবিতার নীচে আপনার কথাটা লেখা ছিল না। মূল কবিতার নীচের অংশ সৃষ্টি হয়েছিল অপর্ণা মম্ময়ের প্রণোদনা থেকে। আমি অপরাধ বোধে ভুগছি আপনাদের দুজনের নাম লিখতে ভুলে যাওয়ার জন্য।

আমার নিজের লেখা কবিতাগুলোর মধ্যে এটি খুব প্রিয় একটা কবিতা।

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

মহামহোপাধ্যায় বলেছেন: ভাইয়া, আপনি মোটেও বিব্রত বা চিন্তিত হবেন না। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। বরং আমি এটা জেনে ভীষণ খুশি যে বিষয়টা আপনার মনে আছে এবং এই কবিতাটা আপনার "অতি আদরের একটি কবিতা"।


অনেক শুভেচ্ছা রইল ভাইয়া :)

০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪

অন্তরন্তর বলেছেন: খলিল ভাই আজ বই মেলায় গিয়েছিলাম অনেক দিন পর। ভাল লেগেছে বই মেলা কিন্তু আগের সেই আমেজ বা উৎফুল্লতা পেলাম না। বইটা সংগ্রহ করলাম এবং ইংল্যান্ড নিয়ে যাব ইনশাল্লাহ। বেশ সুন্দর একটা কবিতার বই। কিছু কবিতা পড়লাম। বারবার পড়ার মত বই। আপনাকে পেলে খুবই ভাল লাগত কিন্তু ছেলেটা বলল সেই আপনাকে এখন পর্যন্ত দেখেনি। আমি হাসলাম এবং আপনার কাছে সালাম পৌঁছাতে বললাম। ভাল থাকুন সর্বদা।

০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা। নীল সাধু ভাইয়ের সাথেও আমার এখনো দেখা হয় নি। তাঁর স্টলের ছেলেটার সাথে আর কীভাবে হবে? অবশ্য বইমেলায় গেলে অনেকের সাথেই দেখা হতো।

বইটি কিনেছেন জেনে ভালো লাগছে। অনেক ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরা ফেইসবুকে কানেক্টেড নেই। প্লিজ রিকোয়েস্ট পাঠান।

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

শায়মা বলেছেন: অন্তর অন্তর ভাইয়া দেখলে তো খলিলভাইয়া কেনো আমার যোগ্য ভাই , তাকেও কেউ দেখেনি। :P


০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা

২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

বলাকা মন বলেছেন: শুভকামনা

০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বলাকা মন।

২৬| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:৪৬

নীলনীলপরী বলেছেন: আপনার বই এ অটোগ্রাফ রেখে আসছি।

০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই দীর্ঘ ব্লগজীবনে আপনার সাথে মনে হয় এই প্রথম ব্লগে দেখা হলো। আমার বইতে আপনার অটোগ্রাফ আছে জেনে আপ্লুত বোধ করছি। ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরা মনে হয় ফেইসবুকে কানেক্টেড নেই। প্লিজ রিকোয়েস্ট পাঠান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.