নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

অনেক দিন পরঃ দুটি কবিতা

২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২০


বাঁচার জন্য প্রেম চাই

আমায় তুমি প্রেম দাও

এই জীবনে প্রেম না পেলে
পাহাড় থেকে গড়িয়ে পড়ে
নদীর জলে ডুবে মরাই ভালো।

বাঁচার জন্য প্রেম চাই

আহারনিদ্রা- এসব ছেড়ে
দুইটি জীবন যেতেই পারে বয়ে।
প্রেম না পেলে সেই জীবনের অর্থ থাকে?

এই জীবনে প্রেম আসে নি
জীবনটা এক মরা গাছের মতো।
এক জীবনের আয়ু কত ক্ষুদ্র দেখো-
প্রেমের জন্য হাহাকারে পার হয়ে যায়
কোথাও তবু প্রেম মেলে না।
কে কতদিন বাঁচবে তা কেউ জানে?
আমার জীবন বন্দি এখন
তোমার প্রেমের কাছে।
আমায় তুমি প্রেম দেবে তো?

সামনে মাসে পূজোর ছুটি হলে
চলো আমরা ঘুরে আসি
আগলা বাজার সিদ্ধী পীরের ওরস,
এবং
ইছামতি, পদ্মা নদী এবং
আড়িয়ালে ডাহুক এবং পানকৌড়ির মেলা।

আমায় তখন প্রেম দেবে না,
প্রেমের দেবী জলকুমারী তিলোত্তমা মেয়ে?

২৪ অক্টোবার ২০১৬



উৎসর্গঃ যে আমাকে ভালোবাসে নি




একটা বৃহৎ জীবনের নেশা

এমন সময়ে তুমি আসবে, যখন বসন্ত অঘোরে লাল-নীল-হলদু ছড়াবে;
তখন নবীন কিশলয়ের মতো গজিয়ে উঠবে প্রেম। পৃথিবীর চোখ
তৃষ্ণায় ছানাবড়া হবে, মানুষে মানুষে অদ্ভুত সম্মিলন।

কখনো কখনো এত বেশি ভালো লাগে, মনে হয়
বড় স্বল্পায়ু এ জীবন। হায়, এ জীবন অফুরন্ত হলো না কেন? কেন এ জীবন ক্ষুদ্রকাল পর
শেষ হয়ে যাবে? কেন চলে যেতে হবে অন্তহীন অন্যজীবনে? আমার শৈশবের
মায়ের দোল, কৈশোরের আড়িয়াল বিল, অজস্র মানুষের প্রিয়মুখ- এসব পেছনে
রেখে, হায়, আমি কীভাবে কাটাবো সেই অনন্ত মহাকাল?

সুদূর ওপারে তোমার বাস! কতকাল পর আসবে, চোখভরা ক্ষুধা ও আকুতি!
আমার জন্য কত কী উপহার নিয়ে আসবে তুমি!
আমি তো কিছুই চাই না। আমি চাই বছরের বার মাস বসন্ত আর প্রেমের অসুখ।
আমি আর কিছুই চাই না। তোমার হৃৎপিণ্ডে হাত রেখে, এই সুন্দর পৃথিবীর
অপূর্ব নীলিমায় চোখ রেখে একটা বৃহৎ জীবন বেঁচে থাকতে চাই।

২১ অক্টোবর ২০১৬

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,



নবীন কিশলয়ের মতোই গজিয়ে উঠেছে প্রেম। প্রথমটা জলকুমারী তিলোত্তমা মেয়ের জন্যে আর শেষেরটা সহস্র বছর পার করে আসা জীবনের জন্যে ।

অনেকদিন পরে দেখে ভালো লাগলো । নতুন করে আবাহন করি ।
শুভ কামনায় ।

২| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: প্রেম ভালোবাসার বোতলেই তো জীবননামক পানীয় জমা থাকে !

কবিতার সরল চরণগুলোয় সুন্দর অর্থ বহন করে । ভালো লেগেছে ।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: আগে বলুন, কেমন আছেন?

কবিতা ভালো লাগল।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেকদিন পর। কবিতা বেশ লেগেছে।

৫| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮

সোহাগ সকাল বলেছেন: নিয়মিত লিখবেন অাশা করি

৬| ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ দারুন প্রেম নৈবদ্য!

নিশ্চয়ই প্রেম দেবে-এমন আহবানে কে না বলতে পারে ;)

অপূর্ব নীলিমায় চোখ রেখে একটা বৃহৎ জীবন বেঁচে থাকতে চাই।-অনন্য

++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.