|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এত গান, এত সুর নিয়ে আচানক নেমে এলে
সদর দরজায়; আমার তখন বুভুক্ষু হৃদয়; হৃদয়ভর্তি 
কলকল নদী। সুরেয় সুধায় প্রমত্ত রাত নাচে;
আমরা ভুলে যেতে থাকি ভুলের ভুবন; তখন হরষে
বিপুল চমকে সুরভিরা ফুলপরী; তখন আমরা
প্রকৃতই প্রেমে পড়ি।
তখন নিমিষে রক্তস্রোতে উথলে ওঠে সুর। 
উথলে ওঠে অতীত আঁধার, ঢেউয়ের সমুদ্দুর;
মুহূর্তে চোখের সামনে রূপবান আর তাজেলের দ্বৈরথ, 
হয়তবা জানো না, এমন একটি
সঘন বর্ষা জীবনেও আর  আসবে না। 
ভালোবাসা এক অন্ধ আবেগ; আমাকে ছিনিয়ে নিয়ে যায়
দূর ভুবনের সোনালি জঠরে, যেখানে হারিয়ে ফেলেছি 
অজর কুসুমের অমূল্য সুঘ্রাণ- কাঁচবন্দি প্রাণের মতো আজো 
সে ঘ্রাণ প্রতিটা নিশীথে মুক্তির নেশায় কাঁদে আর বিদীর্ণ করে 
কাঁচের দেয়াল। 
হে আমার সুরের দেবী, আমাকে প্রেম দাও। 
হে আমার ঈশ্বরিনী, আমাকে সুর দাও। 
আমাকে সুর দাও, গান দাও। কী ভীষণ ক্ষুধা; অসহ্য 
আমার যন্ত্রণা। তোমাকে নিঃশেষে 
সবটুকু চাই, আজ এই বিশুদ্ধ সঙ্গীতে। 
কাল ভোরে কার বাহুতে তোমার ঘুম ভাঙবে, 
কে তোমার হৃদয় ছিঁড়ে রক্তাক্ত করবে, তা তুমি জানো না। 
জানি না আমিও।
হয়তবা আমিও জলের গভীরে মহাকাল লুকিয়ে
অন্য একটি সূর্য ফোটাবো। হয়তবা 
এই সুর, এই গান, উন্মাতাল ক্ষুধা ও জ্বালা 
সহসা নিভে যাবে কোনো এক নিগূঢ় ফুৎকারে!
কাল রাতে হয়তবা আসবে না তুমি। 
কাল রাতে গানে গানে ঘুমাবো না, জানি। 
কাল রাতে মৈথুনের সব রং ফিকে হয়ে যাবে।
কাল রাত ডুবে যাবে নিস্তব্ধ অন্ধকারে, হয়তবা। 
প্রেমিকারা কবিতার মতো। চলে গেলে ফিরে না তারা।
গান আর সুর; সুর আর গান- আমার হিরন্ময় প্রেমিকারা।
সুরের হৃদয় ফুঁড়ে উথলে ওঠে প্রেম; আমি ডুবে যাই। 
আমি ফিরে যাই ফেলে আসা অনন্যার কাছে,
যে আমাকে চিরকাল কাঙাল করেছে, সৃষ্টি করেছে ক্ষুধা ও তৃষ্ণা; 
অদ্যাবধি যে আমায় নিরবধি হত্যা করে, নিবিড় অলক্ষ্যে
নিপাতনে কুরে কুরে খায়।
২৭ নভেম্বর ২০১৬
 ৩৫ টি
    	৩৫ টি    	 +৮/-০
    	+৮/-০  ২৮ শে নভেম্বর, ২০১৬  সকাল ১০:৪১
২৮ শে নভেম্বর, ২০১৬  সকাল ১০:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহী। শুভ সকাল।
২|  ২৮ শে নভেম্বর, ২০১৬  সকাল ১১:১৮
২৮ শে নভেম্বর, ২০১৬  সকাল ১১:১৮
ধ্রুবক আলো বলেছেন: কে তোমার হৃদয় ছিঁড়ে রক্তাক্ত করবে, তা তুমি জানো না। 
জানি না আমিও।
+++ 
বাহ! খুব সুন্দর লিখছেন.,,, অভিনন্দন
  ২৮ শে নভেম্বর, ২০১৬  সকাল ১১:১৯
২৮ শে নভেম্বর, ২০১৬  সকাল ১১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ধ্রুবক। শুভেচ্ছা।
৩|  ২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:০৪
২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:০৪
এডওয়ার্ড মায়া বলেছেন: অনেকদিন পর ব্লগে আসলেন।
আশা করি সুস্থ আছেন.
  ২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:২২
২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, অনেক দিন পর। দোয়া করবেন।
শুভেচ্ছা।
৪|  ২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:০৫
২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: কেন যেন শেষের স্তবকটা বেশি ভাল লেগেছে । পুরো কবিতায় প্রেমের তৃষ্ণায় ভরা চাওয়া !
কবিতা ভাল লেগেছে ।
  ২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:২৩
২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা স্তবক যে একটু বেশি ভালো লেগেছে, তা জেনে আপ্লুত।
ধন্যবাদ আপু।
৫|  ২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:৫৭
২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:৫৭
খায়রুল আহসান বলেছেন: প্রেমিকারা কবিতার মতো। চলে গেলে ফিরে না তারা।
গান আর সুর; সুর আর গান- আমার হিরন্ময় প্রেমিকারা -- খুবই চমৎকার করে বলেছেন এ কথাগুলো।
কবিতার স্নিগ্ধতায় মুগ্ধ হ'লাম।
  ২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:১৯
২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্যার। সম্ভব হলে আমাকে ফেইসবুকে এ্যাড করে নিবেন। Khalil Mahmud OR Md. Khalilur Rahman.
৬|  ২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৪২
২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন: 
=======================================
সুরের হৃদয় ফুঁড়ে উথলে ওঠে প্রেম; আমি ডুবে যাই। 
আমি ফিরে যাই ফেলে আসা অনন্যার কাছে,
যে আমাকে চিরকাল কাঙাল করেছে, সৃষ্টি করেছে ক্ষুধা ও তৃষ্ণা; 
অদ্যাবধি যে আমায় নিরবধি হত্যা করে, নিবিড় অলক্ষ্যে
নিপাতনে কুরে কুরে খায়।
=======================================
  অনেক অনেক ভালোললাগা খলিল ভাই। 
  ২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৫২
২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাই। শুভেচ্ছা।
৭|  ২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৪৯
২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৪৯
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ভালোলাগা! 
শুভ কামনা আপনার জন্য 
  ২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৫৩
২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
৮|  ২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৫৫
২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৫৫
ঋতো আহমেদ বলেছেন: সুরের হৃদয় ফুঁড়ে উথলে ওঠে প্রেম; আমি ডুবে যাই .. ভাল লাগল খুব। শুভ কামনা
  ২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ২:১৬
২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ২:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঋতো আহমেদ। শুভেচ্ছা।
৯|  ২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৫৫
২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৫৫
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: বা: বা : বেশ লাগলো।
  ২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ২:১৭
২৮ শে নভেম্বর, ২০১৬  দুপুর ২:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বাবুরাম। শুভেচ্ছা।
১০|  ২৮ শে নভেম্বর, ২০১৬  রাত ৮:৪২
২৮ শে নভেম্বর, ২০১৬  রাত ৮:৪২
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:৫৪
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ বুবু। আজকাল তোমাকে খুব কম দেখি কেন?
১১|  ২৮ শে নভেম্বর, ২০১৬  রাত ৯:০৬
২৮ শে নভেম্বর, ২০১৬  রাত ৯:০৬
উল্টা দূরবীন বলেছেন: অনেক অনেক ভালোলাগা।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:৫৬
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ উলটা দূরবীন। শুভেচ্ছা।
১২|  ২৮ শে নভেম্বর, ২০১৬  রাত ১০:৪৩
২৮ শে নভেম্বর, ২০১৬  রাত ১০:৪৩
কবীর বলেছেন: 
ভালো লাগলো।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:০২
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবীর ভাই। শুভেচ্ছা।
১৩|  ২৯ শে নভেম্বর, ২০১৬  রাত ১:২৭
২৯ শে নভেম্বর, ২০১৬  রাত ১:২৭
জেন রসি বলেছেন: আমি ফিরে যাই 
বিমূর্ত সময়ের কাছে
নতজানু  স্বপ্নের রথে!
কেমন আছেন? শুভকামনা রইলো। 
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৯
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভালো আছি ভাই আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন?
ধন্যবাদ ও শুভকামনা।
১৪|  ২৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ৮:৫৯
২৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ৮:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার কথামালায় মুগ্ধতা রইলো ।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:৪২
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ রূপক বিধৌত সাধু। শুভেচ্ছা।
১৫|  ২৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ১০:৩৪
২৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ১০:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: 
প্রেম পিয়াসু মনের তীব্রতর ভাব কবিতার ছত্রেছত্রে!
ভাল লেগেছে!
১৬|  ২৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ১০:৩৪
২৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ১০:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: 
প্রেম পিয়াসু মনের তীব্রতর ভাব কবিতার ছত্রেছত্রে!
ভাল লেগেছে!
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:২৬
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর কমেন্ট এবং যথোপযুক্ত। অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা। শুভেচ্ছা।
১৭|  ২৯ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:১৭
২৯ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রেমিকারা কবিতার মতো। চলে গেলে ফিরে না তারা। এই লাইনটাই একটা কবিতা, অসাধারণ লাগল পুরোটাই ।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:১৯
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ গিয়াস ভাই, আমার একটা প্রিয় লাইন উদ্ধৃত করার জন্য। শুভেচ্ছা।
১৮|  ০১ লা ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:০৫
০১ লা ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:০৫
অগ্নি সারথি বলেছেন: চমতকার হয়েছে ভ্রাতা!
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:১৬
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৬  সকাল ১০:৩৭
২৮ শে নভেম্বর, ২০১৬  সকাল ১০:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
সকাল টা সুগ্ধতায় ভরে গেল...
প্রেমিকারা কবিতার মতো। চলে গেলে ফিরে না তারা।
... দারুন।
+++++++++++++++