নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমাকে উদ্দীপ্ত করে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯

বৃক্ষরা মরে যায়, মাটিতে মজে যায়
বিশাল ফসিল
আজকের গান, আজকের কবিতা
হারিয়ে যাবে নিশ্চিত একদিন
যতটুকু ভালোবাসো আজকের দুপুরে
কিংবা বেসেছ গতকাল রাতে
এর কোনো সাক্ষী রেখেছ কি, অথবা চিহ্ন?
হয়তো ভুলে যাবে সবই আগামী প্রভাতে।

তুমি তো জানো না,
জানে এক তোমার হৃদয়
আমিও তেমনি কিছুই জানি না
আমাদের কে রাখে বেঁধে অদৃশ্য সুতোয়

আমি শুধু দূর থেকে
তোমাকে দেখি
বাতাসে উড়ে আসে চুলের সুবাস
রোদ হয়ে ভেসে থাকে হাসির ফোয়ারা
ওড়নায় ডুবে যায় হলুদ আকাশ

আমাকে উদ্দীপ্ত করে
তোমার হাসিমুখ
আমাকে জাগিয়ে তোলে
সমুদ্রের ঢেউ
আমাকে উদ্দীপ্ত করে
তোমার কবিতা, ছোটো ছোটো পঙ্‌ক্তিকথা
আমাকে উদ্দীপ্ত করে তোমার প্রেষণা
রঙিন মলাটে টুকরো টুকরো প্রেম

আমার জীবনে আচানক তুমি
সুর-ছন্দের মনোজ্ঞ বাগান
আবার ইচ্ছে করে
হাতে নিই কবিতার খাতা
আবার ইচ্ছে করে গান হোক;
রাতভর গান।

আমার সাধ নেই আর কিছুতে
আর কিছুই জীবন বাঁচাতে পারে না
জীবন বাঁচাতে সুর চাই, এবং কবিতা
তোমার হাসিমুখ, গুচ্ছ গুচ্ছ তোমার প্রেরণা।

৪ ডিসেম্বর ২০১৬



উৎসর্গ : যে আমাকে উদ্দীপ্ত করে

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

কানিজ ফাতেমা বলেছেন: এক কথায় সাবলীল কবিতা । যদিওবা আমি ব্লগে প্রায় নতুন তবু এতটুকু বলতে চাই । দ্বিতীয় স্তবক থেকে শেষতক যদি একটু কমা, সেমিকোলন ইত্যাদি ব্যবহৃত হত তবে বুঝিবা পড়তে আরেকটু কাব্যময় লাগতো ।
আশা করি অপরাধ নেবেন না ।
অনেক অনেক শুভ কামনা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক প্রেরণাদীপ্ত কমেন্ট। ভালো লাগলো আপু। ধন্যবাদ ও শুভেচ্ছা।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

ধ্রুবক আলো বলেছেন: আমাদের কে রাখে বেঁধে অদৃশ্য সুতোয়
+++
অসাধারন সুন্দর একটা কবিতা.,,, খুব ভালো লাগলো পড়ে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো আপু/ভাইয়া। শুভেচ্ছা।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত সুন্দর এক প্রেমের কবিতা। এ ধরণের কবিতা প্রেমশুন্য মরুসম হৃদয়েও 'আচানক' (আপনার শব্দ) প্রেমের বান ডেকে এনে তাকে মরুদ্যানে পরিণত করে দেয়। খুব ভাল লেগেছে আপনার এ কবিতাখানি, খুব সহজেই একাত্ম হতে পেরেছি। উৎসর্গটুকুও ভাল লেগেছে। + +
জীবন বাঁচাতে সুর চাই, এবং কবিতা
তোমার হাসিমুখ, গুচ্ছ গুচ্ছ তোমার প্রেরণা
- অতি চমৎকার!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিশদ মন্তব্য ভালো লাগলো স্যার।

সম্ভব হলে ফেইসবুকে আমাকে এ্যাড করে নিবেন। ধন্যবাদ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১০

এম এ কাশেম বলেছেন: দারুণ লিখেছেন কবি
সুন্দর , সাবলীল ও গতিময়;

শুভেচ্ছা জানবেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কাশেম ভাই। শুভেচ্ছা।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১২

কথাকথিকেথিকথন বলেছেন: প্রথম স্তবকটা গভীর অর্থবহ একটা স্বাধীন কবিতা হতে পারে । আর দ্বিতীয় স্তবক থেকে শেষ পর্যন্ত আরেকটা কবিতা ।

সুন্দর কবিতা, ভাল লেগেছে । মানুষ প্রেম পূজারী । প্রেম জাগানোর জন্য খোঁজে নিজের ভালোলাগাগুলো অন্যের মধ্যে যেমন কবিতায় তুমি নামক কারো মধ্যে হয়েছে খোঁজা । কবিতায় বলা হয়েছে, তোমাতেই বাঁচবে জীবন! অনুভবের শেষ প্রান্তের শেষ আকুতি ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই কমেন্টের উত্তর লিখেছিলাম। বাগে খেয়ে ফেলেছে :(


আপনার বিশ্লেষণ খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২২

সুমন কর বলেছেন: জীবন বাঁচাতে সুর চাই, এবং কবিতা
তোমার হাসিমুখ, গুচ্ছ গুচ্ছ তোমার প্রেরণা।
-- খুব ভালো লেগেছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই। ভালো থাকবেন।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬

আনিসা নাসরীন বলেছেন: ভালো হয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আনিসা নাসরীন। শুভেচ্ছা।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

অনেক দিন পর অাপনাকে পেলাম।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভাল আছি ভাই। আপনি কেমন আছেন?

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

অনন্য!
প্রেরণাই বটে! হৃদয়ের গভীরতম
-কামনা কখনো স্ফুট কখনো অস্ফুট:)

++++++++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় বিদ্রোহী। শুভেচ্ছা।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪

ইমরান আল হাদী বলেছেন: অসাধারন কবিতায় আমিও উদ্দীপ্ত।
শুভকামনা রইল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ইমরান আল হাদী ভাই। উদ্দীপ্ত হলাম কমেন্টে। শুভেচ্ছা।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮

জুন বলেছেন: কবিতার রূপ রস গন্ধ নিয়ে কিছু বলতে চাইনা ছাই ভাই। আপনার লেখা বরাবরের মতই অসাধারন।
কেমন আছেন দেশী ভাই ? কবিতা পোষ্ট দেখলেই আপনার কথা ভাবি ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় আপু, আমি ভালো আছি। আপনি কেমন? একবার ফেইসবুকে আপনাকে অনেক খুঁজেছিলাম, পাই নি।

যাই হোক, ভালো থাকবেন।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৮

আনু মোল্লাহ বলেছেন: বেশ সুন্দর আর সাবলীল রোমান্টিক কবিতা। কবির জন্য শুভেচ্ছা রইল :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আনু মোল্লাহ ভাই। শুভেচ্ছা আপনার জন্যও।

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

মারুফ তারেক বলেছেন: খুব ভালো লাগল লেগছে,
একটি অনবদ্য ভালোবাসার কবিতা।।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মারুফ ভাই। শুভেচ্ছা।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধতা শব্দগুলোর ফাঁকফোকর দিয়ে গলিয়ে মনের বারান্দায় কবিতা নামের মেয়েটির পষ্ট ছায়া আঁকে।।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় রাজপুত্র। মন্তব্যে ভীষণ ভালো লাগা। শুভেচ্ছা।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১১

এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার কবিতা নিয়ে কোন কথা হবে না।
নিয়মিত হতে দেখে ভাল লাগছে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দোয়া করবেন, যেন নিয়মিত হতে পারি। অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,



সেই হাসিমুখ যখন মরে যায়, মাটিতে মজে যায় তখন তা থেকে উঠে আসে বিশাল ফসিল, গুচ্ছ গুচ্ছ প্রেরণা । বৃক্ষেরা ফসিল হলে যেমন যোজন বছর পরে সৃষ্টি হয় কয়লা আর আরো পরে কঠিন চাপে উঠে আসে হীরকদ্যুতি , তেমনি সেই হাসিমুখের ফসিল থেকে জন্ম নেয় হাযার বছরের সাধনার আরাধ্য মুখখানি । সে মুখের হাসিতে উদ্দীপ্ত কারো সকাল হিরন্ময় হয়ে উঠলে পরে তবেই না জন্ম হয় এমন কবিতার !

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মন্তব্যে অনেক মুগ্ধতা, প্রিয় আহমেদ জী এস ভাই। এমন মন্তব্য দিনভর পড়তে ইচ্ছে করে।

ধন্যবাদ জানবেন। শুভেচ্ছা।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সোনাভাই, ভাল আছেন ? সুন্দর ও ভাললাগার মত কবিতা

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভালো আছি ভাই। আপনি কেমন আছেন?

ঠিক কত বছর আগে মেঘনা পাড়ের ছেলের সাথে শেষ দেখা হয়েছিল, ভুলে গেছি। আশা করি এখন থেকে আমরা নিয়মিতই দেখা সাক্ষাৎ করবো।

ভালো থাকবেন।

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:



সুখপাঠ্য, ঝর্ণার মতো চপল

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় চাঁদ্গাজী। শুভেচ্ছা।

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪২

এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন পড়ে ভালো লাগল......
আপনার অন্য লেখা খুলোও পড়ার ইচ্ছে রইল.......

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আশিক ভাই। এটা আমার জন্য খুব আনন্দের যে আমার অন্য লেখাগুলোও পড়ার ইচ্ছে আপনার আছে। স্বাগত জানাচ্ছি।

ভালো থাকবেন।

২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

অদৃশ্য বলেছেন:




ঠিক এমন একটি কিছু চা-ই চাই... যার আছে সে সৌভাগ্যবান আর যার নেই সে খুঁজুক... চমৎকার লিখা খলিল ভাই...

শুভকামনা...

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক সুন্দর একটা কথা বলেছেন। ঠিক আপনার কথাটিই কবিতায় প্রকাশ করতে চেয়েছিলাম। কিন্তু মনের ভিতর অতৃপ্তি থেকেই যায়- যা বলতে চাই তা লেখায় ঠিকভাবে আসে না বলে।

অনেকদিন পর আমাদের দেখা হলো। ভালো লাগছে।

বিনীত ধন্যবাদ প্রিয় অদৃশ্য ভাই। ভালো থাকবেন।

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:২৩

সায়েদা সোহেলী বলেছেন: অনেক দিন বাদে আপনার লেখা পড়লাম,,, ভালো লেগেছে।।

কেমন আছেন সোনাবীজ ভাই?

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন বাদে আপনার দেখা পেলাম আপু। খুব ভালো লাগছে। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। দোয়া করবেন আমার জন্য।

লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় আপু। ভালো থাকুন।

২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

শাব্দিক হিমু বলেছেন: জীবন বাঁচাতে সুর চাই, এবং কবিতা


বেঁচে থাকুন আপনি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ শাব্দিক হিমু। শুভেচ্ছা।

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা অনেক ভাল লাগল

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.