|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
মূলত অপ্সরা তুমি- এ নামেই প্রথম তোমাকে চিনি
এরপর বাতাসের বর্ণের ভিতর মিশে যেতে থাকো অদ্ভুত বহুরূপিনী।
অপ্সরা থেকে কখন যে আকাশলীনা, কখন যে নীরা হয়ে যাও
কখন যে জলপরী, কখনো বরুণা, কখনোবা এক অচেনা
নামের আড়ালে নীরবে লুকাও;
কখন যে ইথারে মিলিয়ে যাও, মুছে ফেলে সমস্ত পদছাপ
কখন যে অদৃশ্য থেকে জেগে উঠে চুপচাপ
ছায়ার মতো উঁকি দিয়ে সহসাই আবার হারিয়ে যাও তোমার ভুবনে-
সে এক অলৌকিক খেলা, যা তুমি গোপনে সাজিয়েছ আপনার মনে।
কখনো-বা জোসনা-গলা রাত নামে তোমার বুক ও চোখ জুড়ে;
ঘুঘু ও শালিখের মুখরিত সঙ্গীত একলা দুপুরে
মূর্ছনা তোলে। আড্ডায় অসমাপ্ত গল্প রেখে দৌড়ে ছুটে আসি
তোমার মহলে- মুখ ফস্কে যদি বলে ফেলো – ‘এখনো ভালোবাসি।'
তুমি নেই; তবু মনে হয় নিশ্চিত আছো আমার চারপাশ ঘিরে
আমাকে ছুঁয়ে যাও, অলক্ষে পথ দেখাও আলোয় এবং তিমিরে। 
আমার হবে না সেই সুখ। তবু আমি যেচে যাব সেই সত্তাকে-
নামের পেছনে লুকানো তোমার ‘পরম’ তোমাকে।
১২ ডিসেম্বর ২০১৬
 ৫১ টি
    	৫১ টি    	 +১৬/-০
    	+১৬/-০  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:২০
১৪ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।
২|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:২৯
১৪ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার হবে না সেই সুখ। তবু আমি যেচে যাব সেই সত্তাকে-
নামের পেছনে লুকানো তোমার ‘পরম’ তোমাকে। 
বাহ! দারুন প্রতিজ্ঞা
নিশ্চয়ই সে পরম-এ আহবানে আত্মায় মিশে যাবে। 
+++++
  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:২২
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় বিদ্রোহী। ভালো থাকবেন।
৩|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:৩৪
১৪ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:৩৪
অদৃশ্য বলেছেন: 
আ...চ্ছা... এই ব্যাপার তাহলে!!!... আমার কবিতাটা আপনি এভাবেই লিখে ফেললেন!!!... কি আর করা, যে আগে লিখতে বা বলতে পারে সেইতো প্রথম... হাহ হাহ হাহ...
এক কথায় " দারুন ''... দুই কথায় '' মনোমুগ্ধকর ''... তিন কথায় '' ... " ...
খলিল ভাইয়ের জন্য
শুভকামনা...
  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:২৮
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এহহে রে! কী খারাপ কাজটাই না করে ফেলেছি। আসলে এটা একটা ক্রাইম হয়ে গেছে। এবারের মতো কি মাফ করে দেয়া যায় না? যদি নাই যায়, তবে ঘুষ হিসাবে কবিতাটিই নিয়ে যান 
আপনার জন্যও অনেক শুভ কামনা থাকলো।
৪|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:৫০
১৪ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:৫০
কানিজ ফাতেমা বলেছেন: অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম ।
শুভ কামনা নিরন্তর ।
  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:২৯
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। আপনার উপস্থিতি খুব ভালো লাগছে। শুভেচ্ছা।
৫|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:১৮
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:১৮
ধ্রুবক আলো বলেছেন: তুমি নেই; তবু মনে হয় নিশ্চিত আছো আমার চারপাশ ঘিরে
আমাকে ছুঁয়ে যাও, অলক্ষে পথ দেখাও আলোয় এবং তিমিরে। 
+++
খুব অসাধারন লাগলো.... 
শুভ কামনা জানবেন
  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৩২
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ধ্রুবক আলো। শুভেচ্ছা।
৬|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৪২
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৪২
সাহসী সন্তান বলেছেন: কবিতার মর্ম উদঘাটন করা বোধহয় সকলের কম্মো নয়..... 
এনি ওয়ে, কবিতা ভাল হইছে! শুভ কামনা জানবেন!
  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৪১
১৪ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আপনার সাথে একমত প্রিয় সাহসী সন্তান- কবিতার মর্ম উদঘাটন সকলের কম্ম নয়  তবে  কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি লাগছে।
  তবে  কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি লাগছে।
শুভ কামনা আপনার জন্যও।
৭|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৪৯
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৪৯
খায়রুল আহসান বলেছেন: একজন প্রতিভাবান সহব্লগারের প্রতি ভালবাসা থেকে এবং তার নানামুখী কর্মযজ্ঞে অভিভূত হয়ে লেখা এ কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতার শেষ দুটো চরণ আবেগে অত্যুজ্জ্বল!
+ + দিয়ে গেলাম, 'প্রিয়'তেও নিয়ে রাখলাম। 
  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৬
১৪ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন। অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা।
৮|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৫৪
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৫৪
মোটরসাইকেল ভ্যালী বলেছেন: চমতকার লিখেছেন...
আমার ব্লগবাড়ীতে নেমনতন্ন রইলো Click This Link
  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:০৫
১৪ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভ্যালি। জি, আপনার ব্লগে অবশ্যই যাব। শুভেচ্ছা।
৯|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:০৭
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:০৭
কাবিল বলেছেন: চমৎকার 
অনেক অনেক ভাল লাগা রইল।
  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:১০
১৪ ই ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কাবিল ভাই। শুভেচ্ছা।
১০|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:৪০
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:৪০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার!!! বারবার পড়তে ইচ্ছে করে এমন একটি কবিতা। ভাললাগা রইল। 
ভাল থাকুন সবসময়, শুভকামনা নিরন্তর।
  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১০:১১
১৪ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১০:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনিও ভালো থাকুন। শুভ কামনা।
১১|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:২৪
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:২৪
জেন রসি বলেছেন: কবিতায় একটা ইতিহাস, একটা গল্পের কথা বলা আছে। পড়তে ভালোই লাগছিল! 
  ১৫ ই ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৩৪
১৫ ই ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।
১২|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:৩৬
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ কবিতা । ভাল লেগেছে প্রতিটি স্তবকে কাব্যকর্ম নিখুত বুননে এক রুচিশিল চেতনার অঙ্কন।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৩৯
১৫ ই ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মন্তব্যে খুবই উতসাহিত হলাম। বিনীত ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
১৩|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:৪০
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:৪০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
একজন সহব্লগারে প্রতি দারুণ উৎসর্গ। সহব্লগার হিসেবে এরকম একটি কবিতা পেলে আর কিছু লাগেনা।  
 
অনেক দিন পর আপনাকে পেলাম।
 কেমন আছেন? শরীর কেমন আছে?
  ২৯ শে ডিসেম্বর, ২০১৬  রাত ১১:০৭
২৯ শে ডিসেম্বর, ২০১৬  রাত ১১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সত্যিই অনেক দিন পর আমাদের দেখা। শরীর আল্লাহর রহমতে ভালো। আপনি কেমন আছেন?
১৪|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৩:৪৪
১৪ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩৭
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা।
১৫|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:২৪
১৪ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:২৪
অপ্সরা বলেছেন: ভাইয়া!!!!!!!
আই অলওয়েজ লাভ ইউ !!!!!!!!!!!!!!!!!!! 
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩৩
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মি টু ডিয়ার আপু। অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য।
১৬|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:৪০
১৪ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:৪০
অপ্সরা বলেছেন: @অদৃশ্য ভাইয়া!~!!!
তোমার কবিতার অপেক্ষায় থাকলাম!!!!!!! 
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩৪
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরাও অদৃশ্য ভাইয়ার কবিতার অপেক্ষায় থাকলাম।
১৭|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:২৭
১৪ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:২৭
গোফরান চ.বি বলেছেন: তুমি নেই; তবু মনে হয় নিশ্চিত আছো আমার চারপাশ ঘিরে
আমাকে ছুঁয়ে যাও, অলক্ষে পথ দেখাও আলোয় এবং তিমিরে।
আমার হবে না সেই সুখ। তবু আমি যেচে যাব সেই সত্তাকে-
নামের পেছনে লুকানো তোমার ‘পরম’ তোমাকে। 
ভালো লাগলো।
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩২
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।
১৮|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১০:০৩
১৪ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১০:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধতা।
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩০
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজপুত্র। অনেক অনেক শুভ কামনা।
১৯|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১১:১৭
১৪ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১১:১৭
এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্য অপ্সরা ধন্য তোমারি জন্য যে  
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২৯
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। আমিও কি ধন্য নই, এমন একটা কবিতা লিখতে পেরে? শুভেচ্ছা।
২০|  ১৫ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১২:২২
১৫ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১২:২২
স্নিগ্ধ শোভন বলেছেন: ওয়াও !!
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২৬
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২১|  ১৫ ই ডিসেম্বর, ২০১৬  রাত ২:১২
১৫ ই ডিসেম্বর, ২০১৬  রাত ২:১২
কানিজ রিনা বলেছেন: এক সমুদ্র চোখে অদ্ভুত ভাললাগা কবিতা। 
ঝাপ্সা চোখের অনেক অনেক ভাললাগা
রেখে গেলাম।
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২৫
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টে উদ্বেলিত হয়েছি আপু। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
২২|  ১৫ ই ডিসেম্বর, ২০১৬  রাত ২:১৬
১৫ ই ডিসেম্বর, ২০১৬  রাত ২:১৬
রাবেয়া রাহীম বলেছেন: তুমি নেই অথচ আছো আমীর চারপাশ ঘিরে------ অসামান্য বোধ আর ভাবের কবিতা । অপসরা আপু সত্যি অনেক লাকি। 
অনেক অনেক শুভ কামনা রইলো
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২৪
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু। হ্যাঁ, অপ্সরা আপু সত্যিই খুব লাকি। ভালো থাকুন।
২৩|  ১৫ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:৫৫
১৫ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:৫৫
বিজন রয় বলেছেন: মূলতঃ এটি একটি ভাল লাগার কবিতা।
আলো ও অন্ধকারের সীমানায়।
শুভকামনা।
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২২
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।
২৪|  ২৬ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:২১
২৬ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:২১
মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল কবিতা ।
  ২৯ শে ডিসেম্বর, ২০১৬  রাত ১০:৪০
২৯ শে ডিসেম্বর, ২০১৬  রাত ১০:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই। শুভেচ্ছা।
২৫|  ২১ শে জুলাই, ২০১৭  রাত ৯:১০
২১ শে জুলাই, ২০১৭  রাত ৯:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ।
এই সব কি সোনাভাই   
 
  ২৩ শে জুলাই, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৯
২৩ শে জুলাই, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
কোন সবের কথা বললেন ভাই?
২৬|  ১৪ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২২
১৪ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২২
আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:০৯
১৪ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: এভাবেই প্রেম বেঁচে থাকে আষ্টেপৃষ্টে । অনুভবে খেলা করে অদৃশ্য তুমি কঠোরভাবে দৃশ্যমানকে চাপিয়ে ! এ যেন এক বেঁচে থাকা !
কবিতা ভাল লেগেছে ।