|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কিছু কিছু প্রেমকে খুব গভীর হতে দিতে নেই
দূর থেকে তোমাকে দেখবো
একটি রক্তজবাফুল শূন্যে
ভাসতে ভাসতে একদিগন্ত থেকে অন্য দিগন্তে
উড়ে যাচ্ছে। আহা, কত সুখ! কত সুখ! 
বাস্তবিকই তুমি খুব সুন্দর
কিছু কিছু প্রেম কিছুদিন পর একঘেঁয়ে হয়ে যেতে পারে
তোমাকে আর সুন্দর মনে হবে না
আমার জন্য তোমার কোনো অপেক্ষার
প্রহর থাকবে না।
বাস্তবিকই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি।
আমি জানি তুমিও আমাকে।
আমি তোমাকে স্বল্পকালের জন্য গভীর ভালোবাসতে চাই না
অল্প অল্প হলেও আজীবন
ভালোবাসতে চাই।
হঠাৎ হঠাৎ তুমি হারিয়ে যাও, তোমাকে কীভাবে খুঁজি
তা তুমি জানো কি? এমন করো না, আমিও
হারিয়ে যেতে ভালোবাসি কোনো পদচিহ্ন না রেখেই।
২ জানুয়ারি ২০১৭
 ৩০ টি
    	৩০ টি    	 +৭/-০
    	+৭/-০  ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  রাত ১১:০৩
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  রাত ১১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাকতালীয় ব্যাপার ঘটে গেছে। আমি এই মাত্র আপনার পোস্টে কমেন্ট করে এলুম।
ধন্যবাদ এবং শুভেচ্ছা।
২|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  রাত ১১:০৮
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  রাত ১১:০৮
জাহিদ অনিক বলেছেন: আহা প্রেম ! হায় প্রেম , হায় সোনালী প্রেম ! 
ভালোবাসা ও মুগ্ধতা  
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  রাত ১১:১১
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  রাত ১১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জাহিদ অনিক ভাই। শুভেচ্ছা।
৩|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  রাত ১১:১৩
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  রাত ১১:১৩
জাহিদ অনিক বলেছেন: কাকতালীয় ব্যাপার মনে হয় এখানেও ঘটে গেল । আপনি আমারটাতেও মাত্র কমেন্ট করে এলেন
  ০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৩৭
০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। বটে। একের পর এক কাকতালীয় ঘটনা ঘটে গেলো দেখি! বিরাট মজার ব্যাপারই বটে 
৪|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  রাত ১১:৫৫
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  রাত ১১:৫৫
প্রিন্স হেক্টর বলেছেন: ভালো লাগলো 
  ০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৩৮
০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিন্স হেক্টর। শুভেচ্ছা।
৫|  ০৫ ই জানুয়ারি, ২০১৭  রাত ১২:১৮
০৫ ই জানুয়ারি, ২০১৭  রাত ১২:১৮
খায়রুল আহসান বলেছেন: কবিতার সূচনাতেই একটা বলিষ্ঠ বক্তব্য- চমৎকার!
হঠাৎ হঠাৎ তুমি হারিয়ে যাও, তোমাকে কীভাবে খুঁজি
তা তুমি জানো কি? এমন করো না, আমিও
হারিয়ে যেতে ভালোবাসি কোনো পদচিহ্ন না রেখেই - এসব লুকোচুরিই তো প্রেমের আকর্ষণকে দুর্নিবার করে তোলে। 
  ০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৪০
০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার একটা কমেন্ট। খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
৬|  ০৫ ই জানুয়ারি, ২০১৭  রাত ১২:৫৩
০৫ ই জানুয়ারি, ২০১৭  রাত ১২:৫৩
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া! 
  ০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৫৬
০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বুবু।
৭|  ০৫ ই জানুয়ারি, ২০১৭  রাত ১:৩১
০৫ ই জানুয়ারি, ২০১৭  রাত ১:৩১
কবীর বলেছেন: 
ভালো লাগা রইল।
  ০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৫৮
০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।
৮|  ০৫ ই জানুয়ারি, ২০১৭  রাত ২:৩৯
০৫ ই জানুয়ারি, ২০১৭  রাত ২:৩৯
তারুবীর বলেছেন: ভাই, আপনার ভক্ত বনে গেলাম।
অনূভুতির গাঢ়তা স্পষ্ট হয়ে ধরা পড়ে লেখাতে।
  ০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৫৯
০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মন্তব্যে খুবই অনুপ্রাণিত হলাম। অনেক অনেক ধন্যবাদ তারুবীর।
৯|  ০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ৭:৫৩
০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ৭:৫৩
বিজন রয় বলেছেন: এই জন্য ভালবাসার মাঝে দুরত্ব রাখা ভাল।
কি সুন্দর সহজ-সরলে একটি ভালবাসাময় কবিতা।
অবারিত!!
শুভকামনা।
  ০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:০০
০৫ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি। শুভেচ্ছা।
১০|  ০৫ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:০৮
০৫ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:০৮
কাবিল বলেছেন: ভাল লাগলো। 
ভাল থাকুন সব সময়।
  ০৮ ই জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৯
০৮ ই জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই। শুভেচ্ছা।
১১|  ০৫ ই জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:০৮
০৫ ই জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:০৮
মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতা লেখায় ভাইয়া !!
  ০৮ ই জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৯
০৮ ই জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকুন।
১২|  ০৬ ই জানুয়ারি, ২০১৭  রাত ১২:০২
০৬ ই জানুয়ারি, ২০১৭  রাত ১২:০২
সাইফুল ইসলাম মাহিন বলেছেন: "অল্প অল্প হলেও আজীবন
ভালোবাসতে চাই। "
সত্যি , নইলে আমরা বড় সহজে অভ্যস্ত হয়ে পড়ি ।
  ০৮ ই জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:৪০
০৮ ই জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহমত। ধন্যবাদ।
১৩|  ১৯ শে জানুয়ারি, ২০১৭  রাত ১১:৪০
১৯ শে জানুয়ারি, ২০১৭  রাত ১১:৪০
রাইসুল নয়ন বলেছেন: আমি তোমাকে স্বল্পকালের জন্য গভীর ভালোবাসতে চাই না
অল্প অল্প হলেও আজীবন
ভালোবাসতে চাই।
  ০৯ ই জুলাই, ২০১৭  রাত ১০:৩০
০৯ ই জুলাই, ২০১৭  রাত ১০:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাইসুল নয়ন ভাই। শুভেচ্ছা।
১৪|  ২৫ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৫:৩৭
২৫ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৫:৩৭
আলী প্রাণ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।
  ০৯ ই জুলাই, ২০১৭  রাত ১০:৩০
০৯ ই জুলাই, ২০১৭  রাত ১০:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আলী প্রাণ ভাই। শুভেচ্ছা।
১৫|  ২৫ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৬:১৫
২৫ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৬:১৫
একজন সত্যিকার হিমু বলেছেন: পদচিহ্নবিহীন হারিয়ে যাওয়াই উত্তম ।কেউ আর খুঁজে পাবেনা ।
ভাল লাগলো কবিতাটা ।
  ০৯ ই জুলাই, ২০১৭  রাত ১০:৩১
০৯ ই জুলাই, ২০১৭  রাত ১০:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সত্যিকার হিমু। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭  রাত ১০:৫৮
০৪ ঠা জানুয়ারি, ২০১৭  রাত ১০:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: দূরে দূরে থেকে ভালোবাসাবাসির প্রভাব মধুর, এমন ভালোবাসা চির যৌবনা। এমন করে ভালোবাসা কঠিন তবে অসাধ্য নয় ।
কবিতা ভাল লেগেছে ।