|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
(দেখুন তো, নীচের কবিতাটি পড়ে আপনার কোনো কিছু মনে পড়ে কিনা!)
সাধ হয় কিছু করি
রিকশা বা বাসে চড়ি
তখনই মন বলে, থামো
কেউ যদি কিছু ভাবে!
গোপনে গোপনে হাঁটি
সুনসান পরিপাটি
কীভাবে জনসমক্ষে যাবো?
কেউ যদি কিছু ভাবে!
কত কী যে ভাবি মনে
আলো দেবো জনে জনে
সব আশা মুকুলেই মরে
কেউ যদি কিছু ভাবে!
কখনো-বা বেদনায়
বুক যদি ভেঙে যায়
কাঁদতে পারি না প্রাণ খুলে
কেউ যদি কিছু ভাবে!
মানবিক কোনো কাজে
সবে জোটে একসাথে-
আমিও সে-দলে যেতে চাই;
কেউ যদি কিছু ভাবে!
হায়রে নিঠুর বিধি
আজব তোমার রীতি-
মরবার ভয়ে আড়ালে লুকাই,
কেউ যদি কিছু ভাবে!
১ নভেম্বর ২০১১ রাত ১২:১৯
 ৪৬ টি
    	৪৬ টি    	 +৫/-০
    	+৫/-০  ১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৫৭
১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আলোরিকা বলেছেন: শায়মা আপু অলওয়েজ ফার্স্ট !
২|  ১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৩৯
১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৩৯
আলোরিকা বলেছেন: করিতে পারি না কাজ
 সদা ভয় সদা লাজ 
সংশয়ে সংকল্প সদা টলে 
পাছে লোকে কিছু বলে ---------শায়মা আপু অলওয়েজ ফার্স্ট !
  ১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৫৮
১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু 
৩|  ১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৪৩
১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৪৩
ধ্রুবক আলো বলেছেন: পেছনের লোক অনেক কিছুই ভাবে!! ভীতুরা পেছনেই পরে রয়...!!
  ১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৫৮
১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথা ঠিক 
৪|  ১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৪৭
১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৪৭
প্রামানিক বলেছেন: ভোলো লাগল। ধন্যবাদ
  ১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৫৯
১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভাই।
৫|  ১১ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:০৬
১১ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই ভাবা ভাবিতেই কত স্বপ্নেরই না মৃত্যু হয়!!!
সেই উত্তম যে নিজের ভাবনা অকপটে প্রকাশ করে!!
লেখায় ভাললাগা 
+++
  ১৩ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৪৪
১৩ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো বলেছেন। শুভেচ্ছা প্রিয় বিদ্রোহী।
৬|  ১১ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:১০
১১ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:১০
কবীর বলেছেন: 
যে কোন কাজ তাতে নাহি লাজ .....
  ১৩ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৪৫
১৩ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক। শুভেচ্ছা।
৭|  ১১ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:১৩
১১ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:১৩
প্রামানিক বলেছেন: ভোলো লাগল। ধন্যবাদ টাইপ মিসটেকের কারণে দুঃখিত।
ভালো লাগল। ধন্যবাদ
  ১৩ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৪৭
১৩ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওটা 'ভালো লাগল'ই পড়েছি 
৮|  ১১ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৫২
১১ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৫২
অগ্নি সারথি বলেছেন: কেউ যদি কিছু ভাবে! - কেউ গোত্রীয় প্রানীর এই ভাবনাটাই হল শৃঙ্খল। সব শৃঙ্খল ভেঙ্গে মুক্তি মিলুক মানবতার। শুভকামনা।
  ১৩ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৪৮
১৩ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সব শৃঙ্খল ভেঙ্গে মুক্তি মিলুক মানবতার। শুভকামনা।
৯|  ১১ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩৭
১১ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩৭
সুমন কর বলেছেন: এ ভাবনার কারণেই কতো কিছু করা হয়নি !!!
ভালো লাগল।
  ১৩ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৫০
১৩ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহা 
১০|  ১১ ই জানুয়ারি, ২০১৭  রাত ৮:০৩
১১ ই জানুয়ারি, ২০১৭  রাত ৮:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্যারোডী বলবো না ছায়া অবলম্বনে বলবো বুঝতেছিনা! তবে কবিতা ভাল লেগেছে।
  ১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:০৭
১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আসলে প্যারোডি হিসাবে এটা লিখি নি। এ ধরনের আরো কিছু ছড়া-কবিতা লিখেছি। তার একটা পটভূমিকা আছে। ছাত্রজীবনে সাহিত্যের ক্লাসে প্রায়ই একটা প্রশ্ন থাকতো, যেমন, 'ছুটি' গল্পটি তোমার নিজের ভাষায় লিখ। আমরা নিজের ভাষায় রবীন্দ্রনাথের 'ছুটি' গল্প লিখতাম। এবার, কবিতার ক্লাসে যদি এমন একটা প্রশ্ন থাকে- 'পাছে লোকে কিছু বলে' কবিতাটি তোমার নিজের ভাষায় লিখ- তখন নিজের ভাষায় লিখিত কবিতার রূপটি কেমন হবে? 'কেউ যদি কিছু ভাবে' কবিতাটি হলো নিজের ভাষায় লিখিত তেমনই একটি কবিতা। কবিতার নামটিও এখানে নিজের মতো করে লিখা হয়েছে। সবার জন্য কবিতাটি এ কমেন্টের নীচে তুলে দেয়া হলো। এ কবিতার প্রতিটি স্তবকের ভাবানুবাদ করে প্রায় অভিন্ন অর্থে আমার কবিতাটি লিখবার চেষ্টা করেছি।
-----
পাছে লোকে কিছু বলে
............কামিনী রায়
করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে -
পাছে লোকে কিছু বলে।
আড়ালে আড়ালে থাকি
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে
পাছে লোকে কিছু বলে।
হৃদয়ে বুদবুদ মত
উঠে চিন্তা শুভ্র কত,
মিশে যায় হৃদয়ের তলে,
পাছে লোকে কিছু বলে।
কাঁদে প্রাণ যবে আঁখি
সযতনে শুকায়ে রাখি;-
নিরমল নয়নের জলে,
পাছে লোকে কিছু বলে।
একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা -
চলে যাই উপেক্ষার ছলে,
পাছে লোকে কিছু বলে।
মহৎ উদ্দেশ্য যবে,
এক সাথে মিলে সবে,
পারি না মিলিতে সেই দলে,
পাছে লোকে কিছু বলে।
বিধাতা দেছেন প্রাণ
থাকি সদা ম্রিয়মাণ;
শক্তি মরে ভীতির কবলে,
পাছে লোকে কিছু বলে।
১১|  ১১ ই জানুয়ারি, ২০১৭  রাত ৯:০৩
১১ ই জানুয়ারি, ২০১৭  রাত ৯:০৩
চিন্তক মাস্টারদা বলেছেন: অসম্ভব ভাল লাগলো,
যেন কোনো এক কবির কথাই ফুটে উঠলো,
আমি স্বাধীনতা চাই, 
যেখানে অন্যের কোন হস্তেক্ষেপ নাই,
আমি হাসতে চাই স্বাধীন ভাবে,
আমি কাঁদতে চাই স্বাধীন ভাবে!
  ১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:০৯
১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ চিন্তক মাস্টারদা। শুভেচ্ছা।
১২|  ১১ ই জানুয়ারি, ২০১৭  রাত ৯:৪২
১১ ই জানুয়ারি, ২০১৭  রাত ৯:৪২
ক্লে ডল বলেছেন: অসাধারণ লেগেছে! লোকের কথা ভাবতে ভাবতে অন্তরাত্মা বঞ্চিত। 
কিছুদিন আগে এই 'লোকে কি বলবে' নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। 
রাখিলেন সাঁই কূপজল করে, আন্ধেলা পুকুরে.....
  ১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:২১
১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার লেখাটি পড়ে এলাম। সুন্দর লিখেছেন।
শুভেচ্ছা।
১৩|  ১২ ই জানুয়ারি, ২০১৭  রাত ১২:১৬
১২ ই জানুয়ারি, ২০১৭  রাত ১২:১৬
আমি তুমি আমরা বলেছেন: লোক ভয়ের কারণে কত কিছু করতে গিয়েও আমরা পিছিয়ে আসি। হায়...
  ১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:২২
১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন। 
শুভেচ্ছা।
১৪|  ১২ ই জানুয়ারি, ২০১৭  সকাল ৮:১৪
১২ ই জানুয়ারি, ২০১৭  সকাল ৮:১৪
খায়রুল আহসান বলেছেন: কেউ যদি কিছু ভাবে! - এ বিষয়টা মাথায় রাখা ভাল, কিন্তু দিনশেষে সবকিছু বিবেচনা করে নিজের ভাবনাটাকেই প্রাধান্য দেয়া সমীচীন।
  ১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:২৫
১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো বলেছেন। শুভেচ্ছা।
১৫|  ১২ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:২১
১২ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:২১
দীপ্ত 71 বলেছেন: কেউ যদি কিছু ভাবে এটা ভাবতেই জীবন পার হয়ে যায়। কিছু করা আর হয়ে উঠে না
  ১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:৪৯
১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ।
১৬|  ১২ ই জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:০৩
১২ ই জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:০৩
জাহিদ অনিক বলেছেন: পুরানো প্রেমের কথা মনে পড়ে গেল । 
প্রেমটাই কেবল মনে পড়ে, প্রেমিকাকে না , 
পুরোটা যে মনে থাকে না ।
  ১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:৫১
১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কী নিষ্ঠুর আপনি! যে আপনাকে প্রেম দিল, তাকে মনে পড়ে না, শুধু তার প্রেমটাই মনে পড়ে!!! 
 
১৭|  ১২ ই জানুয়ারি, ২০১৭  রাত ৮:৩৬
১২ ই জানুয়ারি, ২০১৭  রাত ৮:৩৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক স্বপ্ন দেখি
হৃদয়ে ছবি অাঁকি
চুপ করে তবু থাকি
তাইতো এসব ফেকি
ভালোলাগা+
  ১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:৫১
১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।
১৮|  ১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:৫৫
১৩ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:৫৫
জাহিদ অনিক বলেছেন: বোনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান
  ১৮ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৩৬
১৮ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বনের পাখির ট্র্যাজেডি তো এখানেই 
১৯|  ১৪ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৩২
১৪ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন:  
  
সুন্দর!!!
  ১৮ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৩৬
১৮ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।
২০|  ১৪ ই জানুয়ারি, ২০১৭  রাত ১০:১৩
১৪ ই জানুয়ারি, ২০১৭  রাত ১০:১৩
জেন রসি বলেছেন: লোক নাকি সমাজের নিয়ম কানুনের ভয়। আসলে মানুষ মাত্রই প্রশংসার দাস হতে চায়।
  ১৮ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৩৭
১৮ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহমত।
২১|  ১৫ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৪৮
১৫ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৪৮
আনু মোল্লাহ বলেছেন: আপনার কবিতা পড়ে মনে পড়ে গেল ছেলেবেলায় পড়া কবিতা পাছে লোকে কিছু বলে।
  ১৮ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৩৯
১৮ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, এটা হুবহু 'পাছে লোকে কিছু বলে' কবিতারই অনুলিখন। ১০ নং কমেন্টের উত্তর দেখুন। ধন্যবাদ।
২২|  ১৬ ই জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৫৪
১৬ ই জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৫৪
খায়রুল আহসান বলেছেন: আপনার অন্য নিকে লেখা যে দুটি গান পুরোটা জীবন জুড়ে (১৮ জুন ২০০৯) পোস্টটা পড়লাম। খুব ভাল লেগেছে। + +
  ১৮ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৪০
১৮ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ।
২৩|  ১৮ ই জানুয়ারি, ২০১৭  রাত ৮:২৩
১৮ ই জানুয়ারি, ২০১৭  রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন: 
"পাছে লোকে কিছু বলে", নিয়মটার ভালো প্রয়োগও আছে; কিছু কিছু ভুল, অন্যায় কাজ করার আগে পাছে লোকের ভাবনাটা মনে এলে ভালোই হতো, তা'হলে রওশন এরশাদ আমাদের দেশের মতো দেশে বিরোধীদলের নেত্রী হতে চাইতেন না।
আর যারা অন্যের সমালোচনার ভয়ে নিজের অধিকারটুকুকে, বা আইডিয়াকে প্রতিস্ঠিত না করে, মুখচোরা হয়ে থাকে, তাদের বেলায় এটি ভয়ংকরভাবে নিজের কাছে নিজেই হার মানা
  ২৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:৩২
২৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি দেখি অনেক গঠনমূলক কথাও বলতে পারেন। ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:২৭
১১ ই জানুয়ারি, ২০১৭  সকাল ১১:২৭
শায়মা বলেছেন: পাছে লোকে কিছু বলে মনে পড়েছে ভাইয়া!!!!!!!!!