নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ঘূর্ণি

৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩

বনরুঁই গজঢঙে নিজ্‌ঝুম বন
পবনপ্রবাহে জলে বাঁধি মন
তারায় তারায় সিঁড়িঘর
মানচিত্র তোমার মুখ
সবুজ পাথারে বৃষ্টি, দিনরাত্রির সুখ
সারসডানায় অয়োময় দিন
পদচিহ্নহীন
অনন্তে খসে পড়ে দিগন্তের তারা
আজও তুমি শূন্যতায় অন্তর্প্রস্রবণধারা
দিনান্তের মেঘ বোঝে পাখিদের বোধ
চশমায় সময়ের চোখ, আয়নায় সূর্যহরিণ
জানালার পাড়ে তুমি, আকাশবারান্দায় ছায়া
তুমুল হাসনাহেনা, ঘ্রাণের শরীর,
মন এক অদ্ভুত কৃষ্ণকায়া
ঘুম ঘুম মিহিসুর স্রোতাঞ্জলি
ফিরে এসো প্রেমাশনি, পদ্মপ্রণয়ী
লুকোচুরি, কবিতায় মেঘরঙ মেয়ে

সবকিছু ছাই হয়,
মহাকাল বেঁচে থাকে, সোনার প্রতিমা।।

২০ আগস্ট ২০০৮


মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১

এম এ কাশেম বলেছেন: দারুণ কবি।

শুভ কামনা।

৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা দারুন। তবে বুঝি নাই।

৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬

সেতুর বন্ধন বলেছেন: কবিতা ভাল লাগল।

৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেতুর বন্ধন।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা,ভাল লাগা রইল। ভাল থাকবেন কবি।

৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩

শায়মা বলেছেন: একটু কঠিন কঠিন গজদন্ত মার্কা শব্দ আছে বটে তবে পুরা কবিতায় বুঝতে এত কঠিন না!!!!!!!!

এই কারনেই তুমি আমার প্রিয় ভাইয়া। কঠিন কথা বলে যাও সহজে! :)

৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। দারুণ কমেন্ট আপু। সবার জ্ঞাতার্থে ভাবার্থটা একটু সংক্ষেপে বলে দাও।

নতুন বইয়ের জন্য অভিনন্দন :)

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১

জাহিদ অনিক বলেছেন: মানচিত্র তোমার মুখ
চশমায় সময়ের চোখ



এদুটো কথা মস্তিষ্ক ছুঁয়ে গেল । আচ্ছা কোন দেশের মানচিত্র ভাইয়া ? ভূটান ? B-) ;)

৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো যে দুটো কথা আপনার মস্তিষ্কে ঢুকে গেছে।

মানচিত্রটা ভূটানের না, এটা বললাম, তবে একটু ভাবতে থাকুন কোন দেশের মানচিত্রের কথা বলছি :) কিন্তু, আমার জানতে ইচ্ছে হচ্ছে, ভূটানের মানচিত্রের কথা আপনার মনে এলো কী করে?


শুভেচ্ছা জানবেন কবি।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বিষাদগ্রস্থ মনকে কিছুটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা।
আর অবশেষে নিজেই বুঝতে পারা সত্যিটা।কেউ কেউ ফিরে আসেনা তবুও আশা আশায় থাকতে ভালোবাসে।
অসাধারণ কবিতা! শুভকামনা।

৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ শামীম ভাই। শুভেচ্ছা।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৩

মেঘ বালকের কথা বলেছেন: খুব, খুব ভালো লাগলো! সিম্পলি দারুন! আপনার জন্য শুভকামনা রইল।

৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মেঘ বালক। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা থাকলো।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩

নেক্সাস বলেছেন: বেশ সুন্দর

৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই। শুভেচ্ছা।

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১২

তারেক ফাহিম বলেছেন: কবিতাটা ধারুন লাগছে তবে পুরোপুরি বুঝতে পারছি না।

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেটুকু বুঝেছেন সেটুকুই আমার সার্থকতা; না-বুঝতে-পারা অংশের জন্য আমার নিজের প্রকাশক্ষমতাকে দায়ী করছি।

ধন্যবাদ তারেক ফাহিম ভাই। শুভেচ্ছা।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

গেম চেঞ্জার বলেছেন: প্রেয়সীর প্রতি ভালবাসার অকৃত্রিম কাব্য!!

(+)

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার ভাই। শুভেচ্ছা।

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: পবনপ্রবাহে জলে বাঁধি মন - চমৎকার এ চরণটি মনে গেথে র'লো।
সুন্দর কবিতা।

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ স্যার। শুভেচ্ছা।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:



প্রকৃতির বিশাল সুখ-বলয়ে এক সৌম্য অনুভুতি

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় চাঁদ্গাজী। শুভেচ্ছা।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় মুগ্ধতা, বেশ ভালো লাগলো...

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো। শুভেচ্ছা।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় মুগ্ধতা!

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা। শুভেচ্ছা।

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:০৪

সজল-আহমেদ বলেছেন: অনন্তে খসে পড়ে দিগন্তের তারা
আজও তুমি শূন্যতায় অন্তর্প্রস্রবণধারা
দিনান্তের মেঘ বোঝে পাখিদের বোধ
চশমায় সময়ের চোখ, আয়নায় সূর্যহরিণ
জানালার পাড়ে তুমি, আকাশবারান্দায় ছায়া
তুমুল হাসনাহেনা, ঘ্রাণের শরীর,
মন এক অদ্ভুত কৃষ্ণকায়া
ঘুম ঘুম মিহিসুর স্রোতাঞ্জলি
ফিরে এসো প্রেমাশনি, পদ্মপ্রণয়ী
লুকোচুরি, কবিতায় মেঘরঙ মেয়ে

লাইনগুলো আমায় বেশ মুগ্ধ করেছে।ভালোবাসা হে প্রিয় কবি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাইনগুলো আপনাকে মুগ্ধ করেছে জেনে খুব খুশী হলাম। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ সজল ভাই। শুভেচ্ছা।

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সবকিছু ছাই হয়,
মহাকাল বেঁচে থাকে, সোনার প্রতিমা।।


সুন্দর। পুরো কবিতাই!
প্রেমাশনি কি প্রেমাসন থেকে?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশ্‌না মানে প্রেমিক। এ শব্দের স্ত্রীলিঙ্গ করেছি 'আশ্‌নি' হিসাবে। ছন্দ ও মাধুর্যের জন্য 'আশ্‌নি' থেকে 'আশনি'। প্রেম + আশনি= প্রেমাশনি। আশ্‌নি অর্থ বান্ধবীও হতে পারে। 'আশ্‌নি'র সাথে প্রেম শব্দ যোগ করাতে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। প্রেমাশনি বলতে প্রেমিকাকেই বুঝিয়েছি। আশ্‌না বাংলায় আত্তীকৃত ফারসি শব্দ।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




বনরুঁই গজঢঙে নিজ্‌ঝুম বন
তারি ফাঁকে বায়ু বয় করে শন শন,
সারসডানায় অয়োময় দিন
পদচিহ্নহীন
পড়ে থাকে অতিশয় দীন।

একটা অন্যরকম কবিতায় , খানিকটা অন্য আমেজ মিলিয়ে দিলুম ।
সুন্দর কবিতা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার চেষ্টা খুব ভালো ছিল আহমেদ জী এস ভাই। হয়তো এ ক'টা লাইন একটা নতুন এবং ভিন্ন কবিতা হিসাবেই দাঁড়িয়ে গেছে। কারণ, নতুন যে দুটো লাইন আপনি পরিবর্তন করেছেন, তাতে আমার কবিতায় আমি যা ভেবেছি তার সাথে খাপ খাওয়ানো যাচ্ছে না। সে যাই হোক, অরিজিন্যাল কবিতা থেকে যে একটা নতুন কবিতার জন্ম হলো, তা তো বিরাট ব্যাপার :) আশা করি ভবিষ্যতেও এমনটা পাবো।

স্বদেশ হাসনাইন নামে এক তুখোড় কবি-ব্লগার ছিলেন; তিনি আমিসহ আরো কয়েকজনের কবিতা নিয়ে এভাবে খেলা করতেন। তা থেকে মাঝে মাঝে কিছু দুর্লভ ও সমৃদ্ধ লাইন বা 'থট' পেতাম। তাঁকে পাচ্ছি না আমরা অনেক দিন ধরে; বিনিময়ে আপনাকে পাচ্ছি :)

ধন্যবাদ প্রিয় ব্লগার। ভালো থাকুন।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩

ANIKAT KAMAL বলেছেন: সাধ্য নেইবুঝার কিনতুঅসাধারণ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ।

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১০

বিলিয়ার রহমান বলেছেন: সবকিছু ছাই হয়,
মহাকাল বেঁচে থাকে, সোনার প্রতিমা।।


সুন্দর লিখেছেন!:)


লাইক!:)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধ ন্য বা দ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.