নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
প্রতিরাতে বারোটা বাজলেই তোমাকে দেখি
শিফন শাড়িতে ঝরে পড়ে সুনিপুণ হাসি
তখন ভাবি ছাইছুতো এ ব্লগ লেখালেখি
এর চেয়ে ঢের ভালো প্রেম-ভালোবাসাবাসি
তোমার ছায়ামুখ একটু আধটু যা দেখি-
অঙ্গে অঙ্গে সুধা, সুরে তুমি গানের বায়স!
এসব রম্যকথায় হাসি পেলে আমি গেছি
গোপন ঘুমগুলো কেড়ে খাবে রাত্রিরাক্ষস।
তুমি ভাবো এসব লিখেছি তোমার উদ্দেশে
আড়ালে আবডালে কেঁদেকুটে চোখে করো ঘা
মিছেমিছি নিজেকে কষ্ট দাও ক্রূর আক্রোশে
আদতে এ হলো একটি সনেটের খসড়া।
সনেট অন্য কিছু না, মামুলি কবিতা মাত্র
এ লিখে নষ্ট হলো একটি মূল্যবান রাত্র।
২২ মার্চ ২০১২
এবার খানিকটা বিশ্লেষণ করা যাক এ সনেটটির
এটা কি আদতে সনেট? যে-কোনো একটা কবিতাকে উদ্দেশ্য করে যেমন জিজ্ঞাসা করা যায়, এটা কবিতা হয়েছে কিনা, তেমনি যে কোনো সনেটের ব্যাপারেই এ প্রশ্নটি করা যায় - ‘এটা কি আদতে সনেট হয়েছে?’ সনেট বিশ্লেষণের জন্য আমার মতে এর ভাববিন্যাসটিই মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু সনেটের সৃষ্টিকাল হতে এ যাবত যত সনেট পয়দা হয়েছে, সবার আগেই বিশ্লেষণ করা হয়েছে এর বাহ্যিক রূপকল্পটি, এবং ভাবপ্রবাহের বিন্যাস আলোচিত হয়েছে অনেক কম। এতে ধরে নেয়া যায়, রূপকল্পটিই একটি সনেটের প্রধানতম বৈশিষ্ট্য।
নীচে দেয়া লিংকের ১ম পোস্টে আপনারা দেখবেন, রূপকল্প নির্মাণে কত বিচিত্র নিয়ম অনুসরণ করা হয়েছে। সর্বশেষ এ-ও দেখা যাচ্ছে- প্রতি পঙ্ক্তিতে স্বর/মাত্রা/অক্ষরসংখ্যা সমান রেখে অমিত্রাক্ষর ছন্দে সনেট লেখা হচ্ছে। আমরা অতি সত্ত্বর এ অমিত্রাক্ষর ধারার সনেট খুব দেখতে পাবো বলে আমার মনে হচ্ছে।
এ পোস্টের লেখাটাকে আমি দাবি করছি এটা একটা সনেট, যাতে প্রচলিত সনেট থেকে কিছু ব্যত্যয় ঘটানো হয়েছে; তবে এ ব্যত্যয় ঘটানোর কাজ প্রসিদ্ধ কবিরা আগেও করেছেন; যেমন, এর প্রতি পঙ্ক্তিতে ১৪টির পরিবর্তে ১৬টি করে অক্ষর রয়েছে। রূপকল্প : কখকখ গঘগঘ ঙচঙচ ছছ। ‘দেখি’র সাথে ‘গেছি’র ‘ই’ ধ্বনি, এবং ‘করো ঘা’র সাথে ‘খসড়া’র ‘আ’ ধ্বনি যোগে অনুপ্রাস সৃষ্টি করা হয়েছে। ১৪ লাইনের জায়গায় ১৬ লাইন এবং ১৪ অক্ষরের পরিবর্তে ১২, ১৬, ১৮, এমনকি ২৬ বা তারও বেশি সংখ্যক মাত্রায় সনেট রচিত হতে দেখা গেছে। নীচের লিংকগুলোতে তার উদাহরণ পাওয়া যেতে পারে, অন্যথায় কবি আব্দুল কাদিরের 'ছন্দ সমীক্ষণ' বইয়ের সনেট সংক্রান্ত অধ্যায় দেখতে পারেন। আমার লিংকের পোস্ট দুটো মূলত কবি আব্দুল কাদিরের বই থেকেই তুলে দেয়া।
সনেট সংক্রান্ত আমার দুটো পোস্ট
সনেটের অন্ত্যমিল ও পঙ্ক্তি-বৈচিত্র্য : প্রথম পর্ব
সনেটের অন্ত্যমিল ও পঙ্ক্তি-বৈচিত্র্য : দ্বিতীয় পর্ব
ছন্দ সম্পর্কে জানতে চাইলে পড়তে পারেন নীচের লেখাটি
বাংলা কবিতার ছন্দ - প্রাথমিক ধারণা
এবার একটা উপকারী পোস্টের লিংক
একুশে বইমেলা-২০১৮ সমাগত। যাঁরা বই প্রকাশ করতে চান, প্রস্তুতি গ্রহণের জন্য এখনই উপযুক্ত সময়। নবীন লেখকলেখিকাদের জন্য এটি একটি অবশ্যপাঠ্য প্রবন্ধ। রেডি রেফারেন্স হিসাবে প্রিন্ট করে রাখলে বেশি উপকার পাবেন বলে মনে করি।
নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন
বিঃ দ্রঃ ছবিটা কেন দিলাম এ প্রশ্ন তো! তাও আবার শিফন শাড়ির জায়গায় সুয়েটার/জিন্স! নিশচয়ই একটা কারণ আছে। কারণটা কিছুদিন পরে বলা যাবে নে
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো তথ্য জানা হলো। ধন্যবাদ চাঁদগাজী ভাই।
২| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিরাতে বারোটা বাজলেই তোমাকে দেখি
শিফন শাড়িতে ঝরে পড়ে সুনিপুণ হাসি
তখন ভাবি ছাইছুতো এ ব্লগ লেখালেখি
এর চেয়ে ঢের ভালো প্রেম-ভালোবাসাবাসি
সেই ভাল কবি সেই ভাল হা হা হা
দারুন সনেট এবং সনেট প্রুফে মুগ্ধতা। আপনার এক রাত্রি নষ্ট হলেও অনেক সনেট প্রেমির নবজন্মের পথ দেখালেন
++++
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। সেই ভালো সেই ভালো। আমার লেখা একমাত্র সনেট এইখানা, যদি সনেট হয়ে থাকে
ধন্যবাদ বিদ্রোহী ভৃগু মজার কমেন্টের জন্য।
৩| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩১
অালপিন বলেছেন: ভালো। তবে সনেট লিখে রাত্রি নষ্ট করার চাইতে অন্য কাজে মনোযোগ দিলে সংসারে শান্তির পায়রা পতপত করে উড়ার কথা। মানুষ কেন যে সনেট লিখে রাত্রি নষ্ট করে?
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও বুঝি না, কেন যে সনেট লিখে একটা মূল্যবান রাত নষ্ট করে ফেললাম!
৪| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩২
অর্ক বলেছেন: আপনার সনেটটি খব ভালো লাগলো!
শ্রদ্ধেয় কবি আপনার কাছে একটু জানতে চাই, মানে আপনার যদি পর্যাপ্ত অবসর থাকে, তবে অন্ত্যমিলহীন সনেটের ব্যাপরে যদি অল্পকথায় কিছু বলতেন। আরেক সিনিয়র সহ ব্লগার ফরিদ উদ্দিন চৌধুরীর অন্ত্যমিলহীন সনেট দেখে, এটা আমাকে খুব আগ্রহী করে তোলে। এধরণের সনেট লেখা আমার মতো নবিনের জন্য তুলনামূলক বেশ সহজ। বেশ কিছু লিখেও ফেলি নিজের মতো। কয়েকটি পোস্ট করেছি। আরেক কবিতা বিষয়ক একটি সাইটে এরকম সনেট দেখে সিনিয়র একজন কবি জিজ্ঞেস করেছিলেন, অন্ত্যমিলহীন সনেট নাকি সে আগে কখনও দেখেনি। আমি তাঁকে বলেছি যে, হয় এরকম। কিন্তু মনে হয়নি, তিনি উত্তরে সন্তুষ্ট হয়েছেন। এর দুয়েকটি উদাহরণ মন্তব্যে দিলে, তাকে তা উদাহরণ স্বরূপ জানাতে পারতাম।
আমার শেষ প্রকাশিত সনেট,
একটি কুকুর ছানা চাপা দিয়ে চলে
গেল বাসটা। একটি বার কেউ ফিরে
তাকালো না; নির্বিকার পথচারী, মোড়ে
দাঁড়ানো ন্যাড়া মাথার ট্রাফিক পুলিশ
ভ্রুক্ষেপহীন, দেদার বাঁশি ফুকিয়েই
চলেছে বিরতিহীন! কর্মব্যস্ত পথে
একটি কুকুর ছানা চাপা দিয়ে চলে
গেল অতিকায় এক যাত্রীবাহী বাস।
এভাবেই পরে রবে পশুটির লাশ
সারাদিন। কাল ভোরে পৌরসভা থেকে
পরিচ্ছন্নতা কর্মীরা এসে ময়লার ট্রাকে
করে নিয়ে যাবে। আহা কুকুরটা শুধু
খেলছিল, ড্রাইভার চাইলে এড়ানো
যেত দুর্ঘটনা, কিন্তু কেউ দেখলো না!
(একটি কুকুরের অপমৃত্যু)
আন্তরিক ধন্যবাদ।
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফরিদ ভাইয়ের সাথে এ ব্যাপারে আমার অনেক মত বিনিময় হয়েছে। এ পোস্টে আমি উল্লেখ করেছি যে, সনেটের গূঢ় রহস্য এর অন্তর্নিহিত ভাববিন্যাসে। এখানে তিনটি স্তর থাকে- ভাবের অবতারণা, ভাবের বিন্যাস এবং উপসংহার। আধুনিক কবিতায় অন্ত্যমিলকে ঝাঁটিয়ে তাড়িয়ে দেয়া হচ্ছে। সনেটেও আমরা অন্ত্যমিল বাদ দিয়ে সাধারণ ছন্দে কিংবা অমিত্রাক্ষর ছন্দে লিখতে পারি। সেদিক বিবেচনা করলে আপুনার কবিতাটা অমিত্রাক্ষর ছন্দের সনেট হয়েছে আমার মতে।
এ তত্ত্বে কেউ খুশি বা সন্তুষ্ট হলো কিনা তা আপাতত বিবেচনায় না এনে লিখে যাওয়াই শ্রেয়। আপনার সনেট যদি কবিতা হিসাবে উৎরে যায়, তাহলে একদিন এ পথে অনেকেই ঝুঁকবেন বলে মনে করি।
শুভ কামনা থাকলো।
৫| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৩
অর্ক বলেছেন: আপনার সনেটটি খুব ভালো লাগলো!
শ্রদ্ধেয় কবি আপনার কাছে একটু জানতে চাই, মানে আপনার যদি পর্যাপ্ত অবসর থাকে, তবে অন্ত্যমিলহীন সনেটের ব্যাপারে যদি অল্পকথায় কিছু বলতেন। আরেক সিনিয়র সহ ব্লগার ফরিদ উদ্দিন চৌধুরীর অন্ত্যমিলহীন সনেট দেখে, এটা আমাকে খুব আগ্রহী করে তোলে। এধরণের সনেট লেখা আমার মতো নবিনের জন্য তুলনামূলক বেশ সহজ। বেশ কিছু লিখেও ফেলি নিজের মতো। কয়েকটি পোস্ট করেছি। আরেক কবিতা বিষয়ক একটি সাইটে এরকম সনেট দেখে সিনিয়র একজন কবি জিজ্ঞেস করেছিলেন, অন্ত্যমিলহীন সনেট নাকি সে আগে কখনও দেখেনি। আমি তাঁকে বলেছি যে, হয় এরকম। কিন্তু মনে হয়নি, তিনি উত্তরে সন্তুষ্ট হয়েছেন। এর দুয়েকটি উদাহরণ মন্তব্যে দিলে, তাকে তা উদাহরণ স্বরূপ জানাতে পারতাম।
আমার শেষ প্রকাশিত সনেট,
একটি কুকুর ছানা চাপা দিয়ে চলে
গেল বাসটা। একটি বার কেউ ফিরে
তাকালো না; নির্বিকার পথচারী, মোড়ে
দাঁড়ানো ন্যাড়া মাথার ট্রাফিক পুলিশ
ভ্রুক্ষেপহীন, দেদার বাঁশি ফুকিয়েই
চলেছে বিরতিহীন! কর্মব্যস্ত পথে
একটি কুকুর ছানা চাপা দিয়ে চলে
গেল অতিকায় এক যাত্রীবাহী বাস।
এভাবেই পরে রবে পশুটির লাশ
সারাদিন। কাল ভোরে পৌরসভা থেকে
পরিচ্ছন্নতা কর্মীরা এসে ময়লার ট্রাকে
করে নিয়ে যাবে। আহা কুকুরটা শুধু
খেলছিল, ড্রাইভার চাইলে এড়ানো
যেত দুর্ঘটনা, কিন্তু কেউ দেখলো না!
(একটি কুকুরের অপমৃত্যু)
আন্তরিক ধন্যবাদ।
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রিপিটেড!
৬| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫২
অর্ক বলেছেন: কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ। দারুণ উৎসাহিত হলাম। আপনার মঙ্গল হোক।
২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।
৭| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৬
অর্ক বলেছেন: জি জি, ৪ নাম্বারে কিছু বানান ভুল ছিল। ওখানে উত্তর দিয়েছেন তাই ওটা রেখে দয়া করে ৫ ও এই মন্তব্যটি মুছে দিন।
৮| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৬
এস এম মামুন অর রশীদ বলেছেন: যাচাই-বাছাই না করে খালি কলসির অপোগণ্ড তথ্যে তাৎক্ষণিক সায় দেয়া কিন্তু আপনার পরিশ্রমী, সাহিত্যপ্রেমিক সত্ত্বার প্রতি আত্ম-অবিচার। মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদীতে হাত পাকান বরং মেঘনাদবধ কাব্য প্রকাশিত হবারও কয়েক বছর পরে। সূূূদন বানানে ভুল একটু হলেও প্রাথমিক লোহিত সঙ্কেত।
আপনার সনেট প্রয়াস প্রসারিত হোক।
২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার আন্তরিক পরামর্শের জন্য ধন্যবাদ।
৯| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন:
সনেট কবিতার সাথে সুন্দর বিশ্লেষণ ।
বেশ ভাল লাগলো ।
২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ।
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
লেখাটি প্রিয়তে গেল..... ধন্যবাদ সোনাবীজ ভাই। উপকৃত হ'লাম!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা। শুভেচ্ছা।
১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
উম্মে সায়মা বলেছেন: সনেটের খসড়াতেই সনেট। বাহ! ভালো লাগল পোস্ট। ধন্যবাদ ভাই।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্ট ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো। ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
মধুসুদন দত্ত সনেট লিখে মানসিক প্রস্তুতি নিয়েছিেলন মেঘনাদ বধ কাব্য লেখার জন্য