নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমি যতবার পুরোনো দিনের সিনেমা দেখতে বসি- হার্টথ্রব ওয়াসিম, নায়করাজ রাজ্জাক- অমর সিরাজউদ্দৌলা আনোয়ার হোসেন, এমনকি তারুণ্যে যে এটিএম শামসুজ্জামানকে খুন করতে ইচ্ছে হতো- আর আমার স্বপ্নের অলিভিয়া, কবরী, ববিতারা- ততবারই আমার চোখ ভিজে ওঠে। হায় বয়স- বয়স সবাইকে গিলে খাচ্ছে ক্রমশ, ধীরে ধীরে- নিবিড় অলক্ষে।
যে মানুষগুলো চোখের সামনে প্রিয় হয়ে উঠলো, খ্যাতির শিখরে উঠে অবশেষে মহামানব- তাঁরা বৃদ্ধ হলেন, কেউ কেউ ইতোমধ্যে ঘুমিয়ে গেলেন মাটির শরণে।
আমার মনে পড়ে বুলবুল আহমেদের কথা।
আনোয়ার হোসেনের কথা।
জয়শ্রী কবীরের কথা।
হুমায়ূন আহমেদের কথা আমার মনে পড়ে।
আজম খানের কথা মনে পড়ে।
আমার চোখ ভিজে ওঠে। হায়, সময়ের গর্ভে মানুষ হারিয়ে যায়।
এই যে দেখছেন মধ্যগগনে তীব্র জাজ্বল্যমান শাকিব খানকে, যৌবনবতী মৌসুমী অথবা শাবনূর- ওরাও একদিন নায়করাজ রাজ্জাকের মতো থুত্থুরে হবেন, আনোয়ার হোসেনের মতো মৃত্যুপূর্বে বাকরুদ্ধ হয়ে যাবেন হয়ত-বা- অবশেষে অকস্মাৎ একদিন অসীম শূন্যের পথে মেলে দেবেন ডানা। যৌবনে ঝড়-তোলা রুনা লায়লারা যেভাবে বয়সের আধারে ধীরে ধীরে ডুবে যাচ্ছেন, আমার প্রিয়তমা সিঁথি সাহা’র কণ্ঠেও একদিন এই মাদকতা থাকবে না- যখন তিনি হারিয়ে ফেলবেন সুরের জৌলুস আর যৌবনের উন্মত্ততা।
সময় নিষ্ঠুর হন্তারক, এক বয়সখেকো রাক্ষস। এই রুপালি যৌবন আর সুরের ঝঙ্কার সবই সে গিলে খায়, কিছুই অবশিষ্ট না রেখে।
১১ অক্টোবর ২০১৩
নায়করাজ রাজ্জাকের জীবনের গল্প - একটি ভিডিও ক্লিপ
বিঃ দ্রঃ আজ বিকেল পাঁচটায় বাংলাদেশের কিংবদন্তিতুল্য জনপ্রিয়তম নায়ক, নায়করাজ রাজ্জাক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন।
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিন।
২| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৮
সোহানী বলেছেন: এটাই নিয়তি..... চলেতো যাবোই ক'দিন আগে বা পরে........... খারাপ লাগলো খবরটা শুনে। এক প্রজন্মের সেরা ছিল.....
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একমত।
৩| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২০
উদাস মাঝি বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন
একদিন আমরাও চলে যাব ।
হারিয়ে যাব কালের স্রোতে
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক।
৪| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
উনার অবদানের প্রতি সন্মান রলো।
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শ্রদ্ধাঞ্জলি।
৫| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯
সামু পাগলা০০৭ বলেছেন: সময় নিষ্ঠুর হন্তারক, এক বয়সখেকো রাক্ষস। এই রুপালি যৌবন আর সুরের ঝঙ্কার সবই সে গিলে খায়, কিছুই অবশিষ্ট না রেখে।
এটাই জীবনের সবচেয়ে কঠিন সত্যি! বেশি কঠিন ও বিষের মতো তেতো বলে আমরা গিলতে পারিনা। ভুলে থাকি।
অনেক বড় কিছু হারালাম আমরা। চলচিত্র জগৎ এ ওনার অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে।
ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন! ওনার আত্মার শান্তি কামনা করছি!
ভালো থাকুন!
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিন।
৬| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন:
কেউ বেঁচে ছিলো না, কেউ বেঁচে থাকবে না । মৃত্যুর বাজারে সবার দাম সমান।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন । আত্মার শান্তি কামনা করছি ।
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিন।
৭| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩
ক্লে ডল বলেছেন: খুব সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ওনাকে বলতে শুনলাম "ছেলে থেকে বুড়ো সবাই বলে আমি আপনার ফ্যান। আমার সবচেয়ে বড় পুরস্কার এদেশের মানুষের ভালবাসা" তারপর চোখ মুছলেন!
তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিন।
৮| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতে লালন গুরু গেয়ে গেছেন
সময় গেলে সাধন হবে না।
দিন থাকিতে তিনের সাধন কেন করলে না।।
জানো না মন খালে বিলে
থাকে না মীন জল শুকালে।
কি হবে আর বাঁধাল দিলে, মোহনা শুকনা।।
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে।
গাছ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না।।
অমাবস্যায় পূর্নিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়।
লালন বলে তাহার সময় দণ্ড রয় না।।
সময় গেলে সাধন হবে না
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গানটা শেয়ার করার জন্য।
৯| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: তীব্র জাজ্বল্যমান শাকিব খানকে, যৌবনবতী মৌসুমী অথবা শাবনূর- ওরাও একদিন নায়করাজ রাজ্জাকের মতো থুত্থুরে হবেন তুলনা ঠিক হলো না । নায়ক রাজ একটা্ই ।
তার তুল্য একটিও নেই।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তুলনাটা আপনি ধরতে পারেন নি প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। উপমিত শব্দটা হলো 'থুত্থুরে'। সবাই একদিন থুত্থুরে হবেন, সেই কথাটা বলা হয়েছে, সবাই নায়করাজ হবেন সেটা বলা হয় নি। ধন্যবাদ।
১০| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: মানুষ যে কেন মারা যায়?
২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানুষ মরণশীল। এজন্য মারা যায়।
১১| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৪
সুমন কর বলেছেন: উনার বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করছি।
২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিন।
১২| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১০
শূণ্য পুরাণ বলেছেন: অামাদের সিনেমার রাজ রাজ্জাক।
২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।
১৩| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২০
বারিধারা বলেছেন: শাবনুর শাকিব খান আর মৌসুমি তো এখনই বুড়ো হয়ে গেছে। পুরুষ হবার কারণে শাকিব টিকে গেছে, মেয়ে হবার কারনে বাকিরা বাতিলের খাতায় চলে গেছে। ইন্ডিয়াতেও অক্ষয়, হ্রিত্বিক, আমির, সালমান আর শাহরুখেরা এখন ২০/২২ বছরের নায়িকায়ের সাথে অভিনয় করে। রাণী, প্রীতি, ঐশ্বরিয়া - এদের আর বেইল নেই।
২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একমত।
১৪| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২২
মোস্তফা সোহেল বলেছেন: দিন দিন আমরা সবাই মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি।
২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক।
১৫| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: খাটি কথা । ১৩ নং কমেন্ট যৌক্তিক । বলিউডের হিরোইনরা হিেরোদের তুলনায় শর্ট লঙ্গার । প্রাকৃতিক কারণেই ।
তারপর সময় বয়স খেকু রাক্ষস এর থেকে কারপরিত্রান জ্বীন পরি দেও দানা।
প্রযাত ফরীদিকে স্মরণ করিয়ে দেবার জন্য ধন্যবাদ ।
২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
১৬| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৩
জোহা ৭১ বলেছেন: সাধারন মানুষের ক্ষেত্রেও কথা গুলো প্রযোজ্য । প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খোঁজখবর রাখে না।
লাস্ট ছবিটা কার? চিনতে পারলাম না।
২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন।
লাস্ট ছবিটা? তিনি একজন সুকণ্ঠী গায়িকা। সুশ্রী। তাঁর নাম সিঁথি সাহা।
১৭| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩০
পান্হপাদপ বলেছেন: সুন্দর লেখা ।
২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পান্হপাদপ। কিন্তু আপনার নামটা লিখলেন কীভাবে? আমি পারলাম না কপিপেস্ট করেছি।
১৮| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সিনেমার নায়ক-নায়িকাদের চলমান জীবন আমাদের জীবন সম্পর্কে অসাধারণ চেতনার সৃষ্টি করে। তাদের ছবিগুলো যে কীভাবে আস্তে আস্তে আামাদের সামনে বদলে যেতে থাকে, দেখে অবাক হই। দেখুন, নায়িকাকে চিপচিপে এবং সপ্রতিভ দেখেই আমরা অভ্যস্ত। এবং অবশ্যই অবিবাহিত। তারা বিবাহিতা কিংবা সন্তানের মা হবেন, সেটি ঠিক প্রত্যাশিত নয়। অথচ এসব পরিবর্তনগুলো আমরা চোখের সামনেই দেখছি। দেখছি কীভাবে 'কবিতার নায়িকার' মতো মৌসুমী ক্রমান্বয়ে মধ্যবয়স্কা হয়ে যাচ্ছেন (নিজেরাও হচ্ছি, কিন্তু সেটির তো কোন চলমান চিত্র নেই.... তুলনা করার মাধ্যম নেই!)। জীবন যবনিকার এই আকষ্মিকতা যতই সত্য হোক, সেটি মেনে নেওয়া কঠিন। বিশেষত নায়কনায়িকাদের বার্ধক্য/জীবনাবসান আমি সহ্যই করতে পারি না।
এই উপলব্ধিটি প্রথমে এসেছিলো ভিলেন রাজিবের মৃত্যুর সময়। বলা যায় তার মৃত্যুটি অকালেই হয়েছিল। হয়তো ক্যান্সার বা এজাতিয় কোন দূরারোগ্য ব্যাধি। মৃত্যুর কিছুদিন আগের ছবি আর মৃত্যুর পূর্বের ছবি দেখে আমি রীতিমত শক খেয়েছি। হাহাকার করো ওঠলো আমার ভেতরটুকু। মানুষের জীবন কত ঠুনকো। কী প্রাণবন্ত ছিল তার অভিনয় আর কতই না সপ্রতিভ ছিলেন তিনি। তার বজ্রহুঙ্কারে সিনেমার দর্শক পর্যন্ত ভয়ে কাপতো।
এত কথা আপনিই বলালেন, সোনাবীজ ভাই। আপনার প্রতিটি লেখা এভাবে চিন্তাকে আঘাত করে - সবসময় সেটি লেখায় প্রকাশ করার মন পাই না।
ভালো থাকবেন
২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অত্যন্ত সমৃদ্ধ একটা কমেন্ট। আমিও টিভিতে রাজীবের রোগাক্রান্ত চেহারা দেখে চমকে উঠেছিলাম। কিছুতেই মিলাতে পারছিলাম না। এরকম আরেকজনের চেহারা দেখে চমকেছিলাম- ঢাকার মেয়র হানিফ যখন চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন- তার আগের এবং শেষের ছবির মধ্যে আদৌ কোনো মিল পাচ্ছিলাম না আমি, যা আমাকে অনেক পীড়া দিয়েছিল।
ধন্যবাদ প্রিয় মাঈনউদ্দিন ভাই একটা চমৎকার কমেন্টের জন্য।
১৯| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৮
অালপিন বলেছেন: উনারা মারা গিয়েও মারা যান নি। মানুষের হৃদয়ে থাকবেন চিরকাল।
২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।
২০| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৩
মোঃ কামরুল ইসলাম ৯৬৬ বলেছেন: উনার বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করছি।উনার বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করছি।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১২
শ্রোডিঙ্গার বলেছেন: উনার বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করছি।