নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বীক্ষণ; অনির্বাণ বোধ

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

একটা নিহত দিনের সবটুকু মায়া মাটির আধারে গেঁথে রেখে
ক্ষয়িষ্ণু স্মৃতির বুকে লুটিয়ে পড়ে দিশেহারা চোখ
ক্ষুব্ধবাক পিঁপড়ের রাশি চঞ্চলতা ভুলে গিয়ে খুবলে খায়
দুর্বৃত্ত ঘাস। একজোড়া সংসপ্তক কাক আচানক ডানা ভেঙে
মাটিতে ঝরে পড়ে; অদূরে খা-খা অন্ধকার

অনির্বাণ বোধের ভেতর জ্বলছে জীবন
চলো, জীবনকে খুঁড়ে দেখি-

তুমি এক বিশুদ্ধ বাগান; সারে সারে চারাগাছ; ডালে ডালে কিশলয়,
আমৃত্যু অফুরন্ত ঘ্রাণ।

এ জীবন তুচ্ছ, অর্থহীন নয়
ঘা খেয়ে মুষড়ে যাবার নয়
জীবনকে খুঁড়ে দেখি, চলো-
গভীরে অমোঘ রত্ন, এ জীবন হেলায় হারাবার নয়
খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে এ জীবন নয়
গহিন দহনে বিজয় চমকায়

চলো, জীবনকে খুঁড়ে দেখি-

হেসে ওঠে সুবর্ণ বিকেল পিঠে রেখে দুপুরের সুখ
উড়ে যায় দূরের আকাশ, পালকে একগুচ্ছ হলুদাভ মেঘ
বাতাস বিদীর্ণ করে জরাজীর্ণ ধুলোর শরীর। একঝাঁক মৌমাছি
ঘুম ভুলে উল্লাসে ফেটে পড়ে। ঝিমখাওয়া সময়কে খাবলে খেতে খেতে
সতেজ ঘাসের মতো লকলকে চোখে থরে থরে জেগে ওঠে বিশুদ্ধ জিগীষা

চলো, খুঁড়ে দেখি- জীবন এখানেই; এখানেই সব রং, রূপ ও নির্যাস-
এ জীবন তোমারই।

১৩ মার্চ ২০১৪

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

নাগরিক কবি বলেছেন: জীবনকে দেখতে চাও, আরো - আরো গভীর হতে। কতটা ক্ষত হতে পারে এই জীবন।

+

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি।

২| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

ওমেরা বলেছেন: আমার দাঁতে ব্যাথা করছে কেন !!!

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দাঁতের সাথে তিনটা অঙ্গের সম্পর্ক রয়েছেঃ ১। কিডনি ২। লিভার ৩। হৃৎপিণ্ড

ডেন্টিস্ট যদি দাঁতের ব্যথার সমাধান না দিতে পারেন, উপরোক্ত ৩জন বিশেষজ্ঞের কাছে যাবেন। তাঁরা সবাই যখন ফেল মারবেন, তখন আবার এ কবিতায় আসবেন, দেখবেন, ব্যথা নেই :)

আশা করি এতক্ষণে ব্যথা সেরে গেছে :)

ধন্যবাদ আপনাকে।

৩| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

জাহিদ অনিক বলেছেন: অনির্বাণ বোধের ভেতর জ্বলছে জীবন
চলো, জীবনকে খুঁড়ে দেখি-
- এটাই বোধ হয় বেঁচে থাকার অমোঘ দাওয়াই।

কবিতায় মুগ্ধতা ভাইয়া

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চৌম্বক অংশও এটাই। ধন্যবাদ প্রিয় কবি জাহিদ অনিক। শুভ কামনা।

৪| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৪

ডার্ক ম্যান বলেছেন: জীবনকে খুড়ে দেখতে গিয়ে দেখি সবই শূণ্য ;
তবে আপনার গবিতা পরিপূর্ণ ।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :( :( :(

গবিতা :) :) :)

৫| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসারণ লিখনী যার সবটুকু কবির ক্ষ্যাতাব। ভাল থাকবেন সবসময় সেই কামনাই।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ। ভালো থাকবেন আপনিও।

৬| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




আপনার ইদানীংকার কবিতায় , বাতাসে ভেসে যাবে এমন জরাজীর্ণ ধুলোর শরীরের আভাষ থেকে যাচ্ছে ।
আসলে এ জীবন তুচ্ছ নয় মোটেই । জীবন পারানীর ঘাটে যেতে যেতে কখনও কখনও হেসে উঠতে পারে এক সুবর্ণ বিকেল ।

জীবন হেসে উঠুক ঘুম ভোলা মৌমাছিদের মতো । ভালো থাকুন নিরন্তর ।
শুভেচ্ছান্তে ।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বরাবরের মতোই বিশ্লেষণী মন্তব্য। উৎসাহিত করছেন নিয়মিত, সেজন্য কৃতজ্ঞতা প্রিয় আহমেদ জী এস ভাই।

আপনিও ভালো থাকুন। শুভেচ্ছা।

৭| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জীবনের অস্তিত্ব জীবনের মাঝেই খুঁজতে হবে। চমৎকার কাব্য।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গিয়াস উদ্দিন ভাই। শুভেচ্ছা।

৮| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার লেখনি । ভাল লেগেছে বেশ ।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৯| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: এ জীবন তুচ্ছ, অর্থহীন নয়
ঘা খেয়ে মুষড়ে যাবার নয়
জীবনকে খুঁড়ে দেখি, চলো-
গভীরে অমোঘ রত্ন, এ জীবন হেলায় হারাবার নয়
খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে এ জীবন নয়
গহিন দহনে বিজয় চমকায় ।

সুন্দর ।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.