নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কখনো কখনো কিছু কিছু শব্দ মগজ কামড়ায়
বাঁশপাতার মতো ঘূর্ণি খেতে খেতে নেমে এসে
পঙ্ক্তিতে বসে পড়ে যে-যার মতো। নিমিষে গড়ে ওঠে কবিতা, অথবা
কবিতার মতো একটা কলেবর
পড়তে দারুণ লাগে, অথচ এর কোনো অর্থ হয় না
অর্থহীনতার ভেতর তখন অর্থ খুঁড়তে থাকি
কখনো কিছুটা মেলে, কখনো অর্থহীনতাই প্রোজ্জ্বল হয়ে ফুটে ওঠে
এসব গোলমেলে শব্দেরা বড্ড যন্ত্রণা করে
গলার ভেতর লটকে থাকে হিংস্র কাঁটার মতো
ফেলতে পারি না, গিলতে পারি না, বড্ড যন্ত্রণা করে
এভাবে কিছু কিছু কবিতা জন্ম থেকেই অর্থহীনতায়
ভরপুর থাকে। সুরম্য সরণিতে এগুলো অপাংক্তেয়, অথচ নিয়ত
কুরে কুরে খায় হৃৎপিণ্ড
আসমান থেকে নেমে আসা সব কবিতার অর্থ হয়ত
থাকবে না। মাঝে মাঝে অর্থহীনতাও কবিতার এক অনন্য মাধুর্য
হয়ে উঠবে, হয়ত-বা। তাই সব কবিতার অর্থ খুঁজতে যেয়ো না
কিছু কিছু কবিতার অর্থ
দুর্বোধ্য প্রেমিকার মতো দুর্জ্ঞেয় থেকে যাক
কিছু কিছু কবিতা
অভেদ্য দুর্গের মতো অজ্ঞেয় থেকে যাক
কিছু কিছু অর্থ অনুক্তই থেকে যাক
সব কবিতা যেমন কবিতা হয় না, তেমনি সব কবিতার অর্থ হয় না
অর্থহীন হয়েও যে-কবিতাটি কবিতা হয়ে উঠলো
প্রকৃত কবিতা সেটিই
২৪ আগস্ট ২০১৭
২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বহুমাত্রিকতার অর্থ আমি যা বুঝি তা হলো, আপনি পাঠ করে যা বুঝলেন আমি হয়ত বুঝলাম অন্য কিছু। আবার আমার কাছেই মনে হলো, কবিতার অর্থটা এটাও হতে পারে বা অন্যকিছুও হতে পারে। হয়ত বর্তমান বা অতীতের কোনো পরিস্থিতির সাথে মিলেও যেতে পারে, লেখার সময় কবি হয়ত তা কল্পনাও করেন নি। অর্থাৎ যেদিকে অর্থের মোড় ঘোরাতে চাই, ঐদিকেই তা মিলে যায়। তবে, যেকোনো কবিতার একটা গূঢ়ার্থ থাকা চাইই চাই- এটা হলো কবিতার কাছে আমার আকৈশোর চাওয়ার বিষয়
ধন্যবাদ ভ্রমেরর ডানা।
২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬
ইমরান আল হাদী বলেছেন: কবিতা অর্থ খোজার মত বিষয় নয় কিবতা হৃদয়ের ভাষা,
যা দ্যোতনা দৃষ্টি করে নাড়া দিয়ে যায় হাহাকার ওঠে হৃদয়ে।
বুকের ভেতর ভূমিধ্বস হয় সেই তো কবিতা।
২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সম্পূর্ণ দ্বিমত পোষণ। এসব কথা বলে এক শ্রেণির কবি কবিতাকে জটিল করতে করতে রসকষহীন পাথর বানিয়ে ফেলেছেন। তারা নিজেরাই বোঝেন না কী লিখছেন, কবিতা নাকি ডাস্টবিন। তাদের একটা সূত্র আছে বুদ্ধদেব বসুর- কবিতা বুঝবার বিষয় না। এর সস্থে খুব বেশি কবিরা একমত না। অনেকে এই অবোধ্যতায় খুব ক্ষিপ্ত, যেখানে কবিই জানেন না কী লিখেছেন, পাঠক তো কোন ছার
কবিতা অবশ্যই বুঝবার বস্তু। কবিতা পাঠ করে কিছুই যদি বুঝতে না পারেন নিজের মাথা এবং কবির মাথার চুল ছিড়তে ইচ্ছে করবে।
এ নিয়ে ব্লগে অনেক পোস্ট রয়েছে আমার।
ধন্যবাদ আপনাকে।
৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯
নুর ইসলাম রফিক বলেছেন: এসব গোলমেলে শব্দেরা বড্ড যন্ত্রণা করে
গলার ভেতর লটকে থাকে হিংস্র কাঁটার মতো
ফেলতে পারি না, গিলতে পারি না, বড্ড যন্ত্রণা করে
ধারুন বলেছেন কবি, কবিতায়।
২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
৪| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০০
জাহিদ অনিক বলেছেন: কবিতার স্বরূপ বিশ্লেষণ করেছেন বলে মনে হচ্ছে। কিন্তু আপনার কবিতার রূপের মধ্যে আপনার নিজ রূপটা দেখতে পাচ্ছি না
ঠিক জমলো না ভাইয়া।
আপনার কাছে শব্দ ও কথার খেলার আরও দারুণ দারুণ সব খেলা আশা করি । প্রত্যাশা অনেক বেশি তাই।
২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার প্রতি আপনার আস্থা, প্রত্যাশা ও আন্তরিকতায় আমি মুগ্ধ। সব গাছে ফুল হয় না, সব ফুলে গন্ধ নেই। সব ফল সমান স্বাদেরও হয় না। সব কবিতা যেমন কবিতা হয় না, তেমনি সব কবিতার মান একই মাত্রার আশা করতে পারি না।
আজীবন আমার শেষ লেখাটাই প্রিয় লেখা হয়ে থাকে। আজ একটা ছড়াও লিখেছি। ছড়ার আগ পর্যন্ত এটাই আমার সবচেয়ে ভালো লাগা পোস্ট ছিল। কিছুদিন বাদে হয়ত এটার কদর আমার কাছেই কমে যাবে, কিন্তু এটা লিখে আমি অনেক কবিতার চেয়ে অনেক বেশি তৃপ্তি পেয়েছি। সাধারণত যা বলতে চাই তা ঠিকমতো প্রকাশ করতে পারি না, কিন্তু এটাতে অনেকখানিই পেরেছি।
ধন্যবাদ কবি।
৫| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১০
শায়মা বলেছেন: তোমার সব শব্দেরাই তো কবিতা ভাইয়া!!!!!!!
২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ বুবু। আমি বরাবরই অনুপ্রাণিত।
৬| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৮
কথাকথিকেথিকথন বলেছেন:
অর্থহীন শব্দেরা যখন হৃদয়ে ঝংকার তোলে তখন তা আর অর্থহীন থাকে না । কবিতার সৌন্দর্য্য তো হৃদয়ে !
কবিতা ভাল লেগেছে ।
২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর বলেছেন। অনেক ধন্যবাদ।
৭| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৯
সামু পাগলা০০৭ বলেছেন: কবিতা নিয়ে দর্শনভিত্তিক কবিতাটি অনন্য লাগল। ধন্যবাদ।
শুভেচ্ছা।
২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সামু পাগলা।
৮| ২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৪৭
উদাস মাঝি বলেছেন: আপনার কবিতা বোঝা আমার সাধ্যের বাহিরে
ভাল লাগসে (কিছু একটা বলতেই হয় তাই)
২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু একটা বলার জন্য ধন্যবাদ উদাস মাঝি।
৯| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৭
কয়েস সামী বলেছেন: অরেক দিন পর আপনার কবিতা পড়লাম। বরাবরের মতোই ভাল লাগল ভীষণ।
২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেকদিন পর পেলাম প্রিয় কয়েস ভাই। আপনাকে এখন মাঝে মাঝে ব্লগে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। আশা করি নিয়মিত হবেন। আমি চেষ্টা করছি।
কবিতা পাঠে অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল।
১০| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা সম্পর্কে দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরলাম। এভাবেই ভাবা উচিৎ মনে করি।
২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই।
১১| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০
বিজন রয় বলেছেন: সব কবিতা যেমন কবিতা হয় না, তেমনি সব কবিতার অর্থ হয় না................. তবে তাই হোক।
সমগ্র কবিতায় কবিতার একটি কাঠামো দেখতে পেলাম।
সুন্দর।
২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তবে তাই হোক কবি। ধন্যবাদ।
১২| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩
বিজন রয় বলেছেন:
অটঃ ...........ওখানে.......আমার নাম খলিল মাহ্মুদ।..................এ-কথাটি আপনার জন্যও প্রযোজ্য।............. একটু ছোট করে দিলে আমার মনে হয় ভাল হতো।
শুভকামনা রইল।
২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটু ছোটো করে দিলাম, আপনার কথায়
১৩| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিছু কিছু কবিতার অর্থ
দুর্বোধ্য প্রেমিকার মতো দুর্জ্ঞেয় থেকে যাক
কিছু কিছু কবিতা
অভেদ্য দুর্গের মতো অজ্ঞেয় থেকে যাক
কিছু কিছু অর্থ অনুক্তই থেকে যাক
সেই ভাল
জেনে গেলে স্রষ্টাও পানসে হয়ে যায়
আটপৌড়ে গিন্নির সাধারনতায়
বারোয়ারী বাঈয়ের ষোলকলায় মন মাতে
পর্দায়, অজানায়, আবিস্কারে সূখ মৌতাতে
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
জেনে গেলে স্রষ্টাও পানসে হয়ে যায়
আটপৌড়ে গিন্নির সাধারনতায়
বারোয়ারী বাঈয়ের ষোলকলায় মন মাতে
পর্দায়, অজানায়, আবিস্কারে সূখ মৌতাতে
বাহ, চমৎকার। মুগ্ধতা। ধন্যবাদ প্রিয় বিদ্রোহী।
১৪| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫
জেন রসি বলেছেন: অর্থহীন কবিতা নিয়ে খুব স্পষ্ট এবং অর্থবোধক কবিতা।
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জেন রসি। শুভেচ্ছা।
১৫| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১
উম্মে সায়মা বলেছেন: অর্থহীন হয়েও যে-কবিতাটি কবিতা হয়ে উঠলো
প্রকৃত কবিতা সেটিই
হয়তো তাই। আপনার মগজ-কামড়ানো শব্দের কথা পড়ে নিজের একটা লেখার কথা মনে হল।
"Poetry is knocking on my head
from last night
To come out
I feel severe headache
Memories are the heaviest things on earth
They want to be alive
Through the ink of my pen
On my notebook
In forms of poems
I cannot bear them in my head anymore
I shall let them free
Let them be scattered everywhere
Let them fly in the air
Pieces of thought gathered
Heavy storm blows in mind
Let my notebook be full of ink
Of poetry of memories.."
22.07.2017
২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ কী! আমারটা তো মনে হচ্ছে আপনারটার বঙ্গানুবাদ! মনে হয় আপনি আমার মগজে ঢুকে পড়েছিলেন সুন্দর লিখেছেন।
১৬| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৮
উম্মে সায়মা বলেছেন: আপনি আমার মগজে ঢুকে পড়েছিলেন
হাহাহা। প্রায় সব কবিদের মগজ হয়তো অনেকটা এক ধাঁচে গড়া তাই আপনার আর আমার কথা মিলে গেল।
ধন্যবাদ ভাই।
২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৭| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কিছু কিছু কবিতার অর্থ
দুর্বোধ্য প্রেমিকার মতো দুর্জ্ঞেয় থেকে যাক
২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাই হোক, প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
অর্থহীন হয়েও যে-কবিতাটি কবিতা হয়ে উঠলো
প্রকৃত কবিতা সেটিই -- আসলেই কি তাই! শুনেছি কিছু নাকি বহুমাত্রিক... অবশ্য আপনার কবিতাটি বেশ হয়েছে... সাবলীল...