নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কাল
বাজার থেকে নছর মামা
আনলো কিনে একটা জামা
লাল
আজ
প্যাকেট খুলে সেই জামাটার
খুললো মামা ভাঁজ
সেই জামাটা গায়ে দিয়ে
আয়নাতে সে দাঁড়ায়
তারপরে সে ধপাস করে
মাটির উপর সটান পড়ে
রাগের চোটে কিড়মিড়িয়ে
দাঁত খিঁচিয়ে মুখ খিঁচিয়ে
সবটুকু জ্ঞান হারায়
কী হয়েছে কী হয়েছে
পাড়ায় পাড়ায় শোর উঠেছে
সবাই এসে পরখ করে
কেউ পা টিপে, নাড়ি ধরে
কেউ বা বুকে মলম মাখে
কেউ কপালে পট্টি রাখে
এমন সময় হঠাৎ মামা
ঝামটা দিয়ে দাঁড়ায়
একটানে সে শরীর থেকে
লাল জামাটা ছাড়ায়
আমি তখন সামনে ছিলাম
জামাটাকে তুলে নিলাম
একটুখানি নেড়েচেড়ে
নিজেই বড্ড বিষম খাই
নছর মামার নতুন জামার
একটিও যে বোতাম নাই
বললো মামা চোখ পাকিয়ে,
ভেজাল আছে আরো
বুকের দিকে বন্ধ থাকে,
পিঠের দিকে খোলা
তাও আবার এত্তখানি ঢোলা!
এমন জামা কেউ দেখেছ,
বলতে কি কেউ পারো?
এতক্ষণে বুঝি সে কী
কাজটা করেছিল
নছর মামা জামাটাকে
উলটো পরেছিল
তোমরা কে কে বুঝলে বলো
উলটো পরার রহস্য কী?
দেখাও দেখি নিজেই পরে
সত্যি বলো, পেরেছ কি?
২৬ আগস্ট ২০১৬
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ওটা ঠিক আছে। তবে নছর মামা তো আর অপারেশন থিয়েটারের রোগী না
ধন্যবাদ সুমন ভাই ছড়াটা পড়ার জন্য।
২| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন: এতো যেন এক রম্য গল্প! মজার।
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাই তো! ধন্যবাদ পড়ার জন্য। শুভেচ্ছা।
৩| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪
জাহিদ অনিক বলেছেন: মেয়েদের জামা নয়তো নছর মামার গায়ে !
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐ ধরনের ইঙ্গিত দেয়া হয় নাই
৪| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৯
Al Rajbari বলেছেন: ভালাই লাগলো-!!
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।
৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩০
সনেট কবি বলেছেন: মামা কি তবে লালপানি খেয়েছিল?
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। ভালো জায়গায় হাত দিয়েছেন ফরিদ ভাই
৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৮
এম আর তালুকদার বলেছেন: কবিতার সারমমটা সুন্দর। ভাল লাগলো।
২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৭| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উল্টা পরলে পিঠে খোল
সেটা আমরা জানি,
তাই বলে তার বোতাম নাই
কেমনে সেটা মানি ?
বোতাম ছাড়া জামা আছে
অপারেশন ঘরে,
আরও একটি আছে বটে
যখন মানুষ মরে।
নজর মামা কোন জামাটা
পড়ছে তা আমরা জানতে চাই,
যুক্তি দিয়ে বলবে তাহা
ছাড়া ছাড়ি নাই।
২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নূরু ভাই, আপনাকে আমার ব্লগে স্বাগতম। আপনাকে পেয়ে আমি খুবই খুশি। আপনার বায়োগ্রাফিক্যাল পোস্টগুলো এই ব্লগের জন্য একটা সম্পদ এবং আপনি সবসময় সময়োপযোগী পোস্ট পাবলিশ করে থাকেন, যা খুব প্রশংসার দাবি রাখে। এটা অব্যাহত রাখবেন আশা করি।
এসেই দারুণ একতা ছড়া উপহার দিলেন আমার ছড়ার প্রত্যুত্তরে। মাঝখানের স্তবকটা খুব সিরিয়াস হয়ে গেছে। ছন্দের বিচারে প্রথম দু স্তবক তো অতুলনীয়। নীচের স্তবকটা আমি লিখলে একটু কাটছাঁট করতাম এভাবেঃ
নছর মামা কোন জামাটা
পরছে, সেটা জানতে চাই
যুক্তি দিয়ে বলতে হবে
নইলে ছাড়া-ছাড়ি নাই
ভালো থাকবেন সব সময়। কোনো কারণে রেগে থাকলে ক্ষমা করবেন।
৮| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৯
জাহিদ অনিক বলেছেন: নছর মামার জামার রহস্যভেদ করতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হোক।
রহস্যের উত্তরটা ভাইয়া !!
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে কিছু বলা সম্ভব নয়। প্রফেশনাল ব্যারিয়ার
৯| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১২
জাহিদ অনিক বলেছেন: ভেরি ক্লাসিফাইড ইনফরমেশন। আলফা ১ টিম রিপোর্টিং !
২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭
সুমন কর বলেছেন: অপরেশন করার পর রোগীকে যে জামা পরিয়ে দেয়, সেটার কিন্তু পিছনে প্রায় খোলা থাকে !! আপনার কবিতা পড়ে, এটা মনে পড়ল।
কবিতা মজার হয়েছে।