নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

যারা মানুষ নয়, এবং অমানুষ যারা

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪২




বর্মি না ওরা, নয় আরাকানি
এমনকি ওরা মানুষও না
ওরা রোহিঙ্গা, সু চি কহে, ওরা
করে ইসলামি জঙ্গিপনা

ওরা বাঙালি সন্ত্রাসী, ওরা
জ্বালিয়ে দিচ্ছে দেশটাকে
সু চি কহে, মারো, গুলি করে মারো
পাখির মতো ঝাঁকে ঝাঁকে

নাফের পানিতে মড়ার কবর
আবালবৃদ্ধ নারী শিশুর
বুদ্ধের বাণী কহে না কথা
মূক হয়ে থাকে বাণী যীশুর

অপাপ শিশুর কী দোষ ছিল
মুসলিম সে! মানুষ নয়?
সু চি, দেখ তোর পায়ের তলায়
মানবতা আজ লুণ্ঠিত হয়

শান্তির মেয়ে নোবেলে শান্তি
দেশের শান্তি আরো বেশি চাই
রোহিঙ্গা নিধনে অধিক পুণ্য
এতেই পরম বুদ্ধকে পাই

বুদ্ধের বাণী কচলায় মুখে
বন্দুক হাতে ব্রাশ ফায়ার
রক্তের বানে ভাসে রোহিঙ্গা
ভাসে অং সু’র মায়ানমার।

ওরা মুসলিম, ওরা জঙ্গি
বলে আমাদের সোনার ছেলেরা
স্বধর্মে দেখে না ভালো কোনো কিছু
অন্য ধর্ম মহান ও সেরা

মুখে নিয়ে যত গালভরা বুলি
আমাদের অমানুষগুলো
ভিন ধর্মের পূজা করে আর
ইসলামে ছোঁড়ে ছাই-ধুলো

ভিন ধর্মে তারা মানবতা দেখে
স্বধর্মে দেখে বর্বরতা
অমানুষগুলো জানলো না, এই
ইসলামই মহামানবতা

অমানুষগুলো চিল্লায় শুধু
মুখে ‘মানবতা’র ফেনা তুলে
নাফ নদে গেলো ‘মানবতা’ ভেসে
দেখেছে কি তারা চোখ খুলে?

বিশ্ববিবেক ঘুমিয়ে পড়েছে
শান্তিতে রেখে অং সু’কে
আরাকানে পোড়ে রোহিঙ্গারা
মানবতা মরে ধুঁকে ধুঁকে

২৯ আগস্ট ২০১৭


মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: সুচিকে আন্তর্জাতিক আদালতে নিয়ে ফাঁসি দেওয়া উচিত।
মহান আল্লাহ এর বিচার করবে।

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশে কিছু একটা হলে আমাদের তথাকথিত মানবতাবাদী মুসলিম নামধারী ভাইয়েদের দরদ উথলে ওঠে। আমাদের মতো এতো দরদিয়াও আর কোথাও পাবেন না। মায়ানমারের পত্রিকাগুলো রোহিঙ্গাদের পক্ষে একটা কথাও বলবে না; অন্য কোনো সংগঠনও নেই তাদের পক্ষে কথা বলার জন্য। বরঞ্চ, সবাই মিলে রোহিঙ্গা নিধনে উন্মাদ হয়ে উঠেছে। অন্যান্য দেশেও দেখবেন, কোনো মুসলিমের উপর হামলা হলে অমুসলিমরা নীরব সম্মতি দিয়ে যাচ্ছে, এবং মুসলিমদের পক্ষে কথা বলার জন্য চোখে পড়ার মতো কোনো অমুসলিমদের পাওয়া যায় না। আমাদের দেশের ইসলাম নামধারী অমানুষগুলোর নোশন আগে ঠিক করা উচিত। কারণ, এদের কারণেই বিশ্ব মিডিয়ায় বাংলাদেশে ইসলামী জঙ্গিত্বের বানোয়াট কাহিনি প্রপাগেট হয়। তখন জাতিসংঘসহ 'মানবদরদি' দেশগুলোর দরদ উথলে ওঠে।

ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

২| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫১

ব্লগ সার্চম্যান বলেছেন: আন্তরজাতিক প্রেক্ষাপতে অন্যান্য ধর্মিও কুলাঙ্গারগুলোর চোখে আমরা মুসলিমরা সারা জীবনই সন্ত্রাসী ছিলাম আজও আছি ।

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একমত। তবে এ ধারণা পালটানোর দায়িত্ব আমাদেরই। ধন্যবাদ।

৩| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৩

বিজন রয় বলেছেন: আপানর এধরনের কবিতা আগে পড়ি নাই।

এরকম অনেক বিষয় আছে সেসব বিষয় নিয়ে লিখবেন আশাকরি।

+++++

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হয়ত আপনার চোখ এড়িয়ে গেছে। ২০০৮ সাল থেকে ব্লগে আছে, সমসাময়িক প্রায় সব বিষয়েই লেখা আছে।

তবে, অনেক সময় ইচ্ছে থাকলেও মাথা থেকে কিছু বের হয় না, সেটা বড় সমস্যা।

ধন্যবাদ কবি।

৪| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৮

বিজন রয় বলেছেন: হা হা হা হা ...........

ব্লগে আমি তো বেশি দিন আসিনি। ব্লগে আমার বয়স মাত্র ২ বছর ৭ মাস!
তাই পুরানো ব্লগারদের পুরানো লেখা পড়ার সৌভাগ্য হয়নি।
সে সময়টা বের করা অনেক কঠিনও।

যাই হোক, আপনি ভাল লেখেন তাই আপনার পিছু নিয়েছি.............. হা হা হা .......

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো সেই কবে থেকেই আপনার পিছু নিয়েছি :) আপনিও খুব ভালো লেখেন। ভালো লেখকদের আমি চোখ বন্ধ করে অনুসরণ করি।

ভালো থাকবেন কবি।

৫| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু করার নাই চুপ করে শুধু দেখে যান আর নিরবে বসে কাদেন,কেননা কবি নিরব । ;)
কবিতা ভালো লেগেছে । :)

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ঠিকই বলেছেন, বিশ্ববিবেক এখন ঘুমাচ্ছেন। বাংলাদেশে কিছু হলে তারা জেগে উঠবেন।

৬| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা, উম্মুক্ত ক্ষোভ।

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ আশীর্বাদ সরূপ।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর ভাই।

৭| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৮

সুমন কর বলেছেন: এক কথায় চমৎকার এবং সহমত।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৮| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৩

সোহানী বলেছেন: এ প্রথম মনে হয় আপনার রাজনৈতিক কবিতা পড়লাম।

সুচি হলো আম্রিকার কেনা গোলাম, তার কথা বলার সাহস কোন কালেই ছিল না। মানবতা আইন শুধু ৩য় বিশ্বের জন্য। মানবতা আইন গলায় ফাঁস নেয় ইরান/ইরাক/লিবিয়া/আফগান আক্রমনের সময়।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রাজনৈতিক কবিতা? রাজনৈতিক হিসাবে ভাবি নি। তবে এটা যদি রাজনৈতিক কবিতা হয়ে থাকে, তাহলে এটাই আমার প্রথম রাজনৈতিক কবিতা না। ইনফ্যাক্ট, আমার হাতেখড়িই হয়েছে রাজনৈতিক কবিতা দিয়ে। ব্লগেও আছে।

আপনার কথার সাথে পুরোপুরি একমত। অভাগাদের জন্য মানবতা নেই, মানবতার বাণী নিভৃতে কাঁদে।

ধন্যবাদ আপু পাঠ ও মন্তব্যের জন্য।

৯| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৬

জেন রসি বলেছেন: একটা কৃত্তিম রাজনৈতিক সংকট তৈরি করে মানুষ হত্যা করা হচ্ছে। এখানে ধর্ম একটা উইপন মাত্র। আর কিছুনা। মানুষ মরছে কার্বন পৃথিবীতে কয়েকজন মানুষ সব মানুষের ভাগ্য নিয়ে একে অপরের সাথে জুয়া খেলছে। এ খেলা বন্ধ না করতে পারলে অসহায়ের আর্তনাদও বন্ধ হবেনা।

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একমত।

সর্বশেষ জাতি সংঘ বাংলাদেশকে রোহিঙ্গাদের জন্য গেইট খুলে দিতে বলেছে। অথচ অং সান সু চিকে বলতে পারলো না হত্যাযজ্ঞ বন্ধ করে রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করতে। এগুলো হলো শঠতা।

ধন্যবাদ মূল্যবান কমেন্টের জন্য।

১০| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১০

শাহরিয়ার কবীর বলেছেন: বিপন্ন মানবতা এ কেমন বর্বরতা ! X((

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই নৃশংস বর্বরতা দেখার কেউ নাই।

১১| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: মায়ানমারে বিপন্ন মানবতা । :(


ভেসে আসে রোহিঙ্গা শিশুর লাশ
নাফ নদীতে ; ভেসে যায় মানবতা
এখনো বঙ্গোপসাগরে সামু্দ্রিক প্রাণির
খাদ্যে পরিনত হয় মানুষ!
নিষ্পাপ শিশুদের রক্ত —প্রাণ
এখন ভিক্ষুদের প্রধান পানীয়!
শিশুরা যেখানে জিঘাংসা লালসার
সেখানে কি এখনো আবাস সভ্যতার ?
এতো শ্বাপদসংকুল বন!
হিংস্র হায়েনার অট্টহাসিতে ঘেরা মৃত্যূ উপত্যকা
এখানে কেঁপে ওঠে তথাকথিত মানবতা।
গৌতম বুদ্ধের পূনর্জন্ম হয়েছে রক্তপিপাসু ড্রাকুলার অবয়বে।
জীবহত্যা শিশুহত্যা এখন মহাপাপ নয় পূণ্যি।
অং সাং সুকী তুমি বিভীষিকা পৃথিবীর
অভিশাপ মানবসভ্যতার
তোমাদের ধিক্কার শতবার
ঘৃণার চেয়ে ঘৃণিত যদি কিছু থাকে
তাতে তোমাদের শতভাগ অধিকার
তোমরা বর্ণে বর্ণে অতীব নিন্দার।
ভেসে আসে রোহিঙ্গা শিশুর লাশ
নাফ নদীতে ; ভেসে যায় মানবতা
এখনো বঙ্গোপসাগরে সামু্দ্রিক প্রাণির
খাদ্যে পরিনত হয় মানুষ!
নিষ্পাপ শিশুদের রক্ত —প্রাণ
এখন ভিক্ষুদের প্রধান পানীয়!
শিশুরা যেখানে জিঘাংসা লালসার
সেখানে কি এখনো আবাস সভ্যতার ?
এতো শ্বাপদসংকুল বন!
হিংস্র হায়েনার অট্টহাসিতে ঘেরা মৃত্যূ উপত্যকা
এখানে কেঁপে ওঠে তথাকথিত মানবতা।
গৌতম বুদ্ধের পূনর্জন্ম হয়েছে রক্তপিপাসু ড্রাকুলার অবয়বে।
জীবহত্যা শিশুহত্যা এখন মহাপাপ নয় পূণ্যি।
অং সাং সুকী তুমি বিভীষিকা পৃথিবীর
অভিশাপ মানবসভ্যতার
তোমাদের ধিক্কার শতবার
ঘৃণার চেয়ে ঘৃণিত যদি কিছু থাকে
তাতে তোমাদের শতভাগ অধিকার
তোমরা বর্ণে বর্ণে অতীব নিন্দার।

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ প্রতিবাদী কবিতা। অনেক ভালো লিখেছেন প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

ধন্যবাদ।

১২| ৩০ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৫৭

জাহিদ অনিক বলেছেন: হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা'র


শান্তির মেয়ে নোবেলে শান্তি
দেশের শান্তি আরো বেশি চাই
রোহিঙ্গা নিধনে অধিক পুণ্য
এতেই পরম বুদ্ধকে পাই
- এটুকু খাসা লিখেছেন।

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

বৌদ্ধ এ শিশু? নাকি মুসলিম?
জিজ্ঞাসে কোনজন?
সু চি, দেখ চেয়ে, মানবতা তোর
হচ্ছে ভূ-লুণ্ঠন।

১৩| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন:
হায়রে মানবতা!!!

হায়রে বিশ্ববিবেক!!!

৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুসলিমদের জন্য বিশ্বের বিবেক কাজ করে না :( তবে বিপক্ষে খুব সক্রিয় থাকে :)

১৪| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৬

জাহিদ অনিক বলেছেন: বার্মা যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকী
গর্জিয়া উঠিল ভুং চুং সুচি, জয়ী বলিবো না এ দেহে রহিতে প্রাণ ।

৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভুং চুং সু চি - খাসা! ওটা একটা ডাইনি। সুন্দর লিখেছেন।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিপন্ন মানবতা !
সহায় হও প্রভু।

৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানবতা আজ বিপন্ন। সহায় হও প্রভু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.