|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
 
 
সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে
আমার হৃদয় রেখে যেতে চাই
তাঁদের স্মৃতির চরণে
মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসি মুখে যারা দিয়ে গেলো প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে
ভাইয়ের বুকের রক্তে আজিকে 
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কণ্ঠে তাদের নব বারতা 
শহীদ ভাইয়ের স্মরণে
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে
বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় দিল রক্ত ঢালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি
শহীদ ভাইয়ের স্মরণে
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে
সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে
গীতিকারঃ ফজলে খোদা
সুরকার ও শিল্পীঃ আব্দুল জব্বার
এই অবিস্মরণীয় গানের শিল্পী আব্দুল জব্বার আর নেই। তিনি আজ সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হাই ব্লাডপ্রেশার ও হৃদরোগে ভুগছিলেন। 
আব্দুল জব্বার নামটি শোনামাত্রই যে গানটি সবার আগে কানের কাছে ভেসে ওঠে, সেটি হলো - সালাম সালাম হাজার সালাম। এ ছাড়া, তুমি কি দেখেছ কভু, তারা ভরা রাতে, ওরে নীল দরিয়া, তুমি আছো সবই আছে, পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, ইত্যাদি অসংখ্য জনপ্রিয় গান তিনি গেয়েছেন।
গত বছর জুলাই/আগস্ট মাসে তাঁর সাথে আমার দুইবার সাক্ষাৎ হওয়ার সৌভাগ্য হয়। তাঁকে আমাদের কলেজে আমন্ত্রণ করেছিলাম ছাত্রছাত্রীদের গান শেখানোর জন্য। ঐ দুইদিন তাঁর সাথে গান নিয়ে আমার বেশ অন্তরঙ্গ আলাপচারিতা হয়। তাঁর মুখোমুখি বসে এভাবে আলাপ করতে পারায় নিজেকে খুব ভাগ্যবান মনে করছিলাম, এবং আমার খুব গর্ব বোধ হচ্ছিল। সামনে কয়েকজন ছাত্রছাত্রী ছিল, এই মহান শিল্পীকে আমাদের আজকের ছেলেমেয়েরা চিনতে পারে নি বলে আমি খুব লজ্জিত ও বিব্রত হয়েছিলাম। পরে শিল্পীর মহান কীর্তির সাথে ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দিই।
আব্দুল জব্বার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁকে দেখতে যাওয়ার একটা পরিকল্পনা করছিলাম আমি, এবং ভাবছিলাম আমি আরেকটূ সুস্থ হলেই তাঁকে দেখতে যাব। আমার ইচ্ছেটা অপূর্ণই থেকে গেলো।
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও রইল সমবেদনা।
এবার তাঁর গাওয়া কিছু বিখ্যাত গানের লিংক নীচে জুড়ে দেয়া হলো।
সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে
গীতিকারঃ ফজলে খোদা, সুরকার ও শিল্পীঃ আব্দুল জব্বার
তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়
তুমি অাছো সবই অাছে তুমি নাই কিছু নাই
ওরে নীল দরিয়া 
তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায়
শুধু গান গেয়ে পরিচয়
হে পৃথিবী আমার প্রশ্ন শোনো
মুখ দেখে ভুল করো না, মুখটা তো নয় মনের আয়না
রাগ করবার আরো কত যে 
অামি তো বন্ধু মাতাল নই
শত্রু  তুমি বন্ধু তুমি তুমি আমার সাধনা
ওরে পান্না যৌবন তোর টলোমলো 
মাগো তোর চরণতলে বেহেশ্তি আমার - আব্দুল জব্বার ও খুরশিদ আলম
এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি
বিদায় দাও গো বন্ধু তোমরা এবার দাও বিদায়
মায়ের ছেলে মায়ের কোলে ফিরা যেতে চায়
তোমাকে বিদায় দেয়া গেলো না, হে মহান
আমাদের মন ও মননে তুমি চির-অম্লান
***
নীচের গানটির শিল্পী কে, কেউ কি প্লিজ বলবেন? ছবির নাম 'দিন যায় কথা থাকে'। অসাধারণ গায়কী।
মায়ের মতো আপন কেহ নাইরে
***
পাঠকদের জন্য উইকিপিডিয়া থেকে তাঁর জীবনী নীচে তুলে ধরা হলো
আব্দুল জব্বার (৭ নভেম্বর ১৯৩৮ - ৩০ আগস্ট ২০১৭) একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয়সহ অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে পরিচিতি লাভ করেন।
তাঁর গাওয়া তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয় গান তিনটি ২০০৬ সালে মার্চ মাস জুড়ে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নিয়েছে। এছাড়া তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত দুটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পুরস্কারে (১৯৯৬) ভূষিত হন।
আব্দুল জব্বার ১৯৩৮ সালের ৭ নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান বাংলাদেশ) কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে তিনি মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
জব্বার ১৯৫৮ সাল থেকে তৎকালীন পাকিস্তান বেতারে গান গাওয়া শুরু করেন। তিনি ১৯৬২ সালে প্রথম চলচ্চিত্রের জন্য গান করেন। ১৯৬৪ সাল থেকে তিনি বিটিভির নিয়মিত গায়ক হিসেবে পরিচিতি পান। ১৯৬৪ সালে জহির রায়হান পরিচালিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম রঙ্গিন চলচ্চিত্র সংগমের গানে কণ্ঠ দেন। ১৯৬৮ সালে এতটুকু আশা ছবিতে সত্য সাহার সুরে তার গাওয়া 'তুমি কি দেখেছ কভু' গানটি জনপ্রিয়তা অর্জন করে। ১৯৬৮ সালে পীচ ঢালা পথ ছবিতে রবীন ঘোষের সুরে 'পীচ ঢালা এই পথটারে ভালবেসেছি' এবং ঢেউয়ের পর ঢেউ ছবিতে রাজা হোসেন খানের সুরে 'সুচরিতা যেওনাকো আর কিছুক্ষণ থাকো' গানে কণ্ঠ দেন।
১৯৭৮ সালে সারেং বৌ চলচ্চিত্রে আলম খানের সুরে 'ও..রে নীল দরিয়া' গানটি দর্শকপ্রিয়তা পায়। তার প্রথম মৌলিক গানের অ্যালবাম কোথায় আমার নীল দরিয়া ২০১৭ সালে মুক্তি পায়। অ্যালবামটির গীতিকার আমিরুল ইসলাম। সুরকার গোলাম সারোয়ার।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণা যুগাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয়সহ অংসখ্য গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর গানে অনুপ্রাণিত হয়ে অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া যুুদ্ধের সময়কালে তিনি প্রখ্যাত ভারতীয় কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত তৈরিতে কাজ করেন। তৎকালীন সময়ে কলকাতাতে অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধাদের ক্যাম্প ঘুরে হারমোনি বাজিয়ে গণসঙ্গীত পরিবেশন করেছেন যা মুক্তিযুদ্ধাদের প্রেরণা যুগিয়েছে। তিনি স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে সেসময় বিভিন্ন সময় গণসঙ্গীত গেয়ে প্রাপ্ত ১২ লাখ রুপি দান করেছিলেন।
আব্দুল জব্বারের প্রথম স্ত্রী গীতিকার শাহীন জব্বার যার গানে কণ্ঠ দিয়েছিলেন আব্দুল জব্বার, সুবীর নন্দী, ফাতেমা তুজ জোহরার মতো জনপ্রিয় বাংলাদেশি সঙ্গীতশিল্পীরা। তাঁদের সন্তান মিথুন জব্বারও একজন সঙ্গীতশিল্পী। জব্বারের দ্বিতীয় স্ত্রী রোকেয়া জব্বার মিতা যিনি ২৬ ডিসেম্বর, ২০১৩ আত্মহত্যার চেষ্টা করেন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর, ২০১৩ সালে মৃত্যুবরণ করেন।
প্লেব্যাক
    সংগম (১৯৬৪)
    নবাব সিরাজউদ্দৌলা (১৯৬৭)
    উলঝন (১৯৬৭)
    পীচ ঢালা পথ (১৯৬৮)
    এতটুকু আশা (১৯৬৮)
    ঢেউয়ের পর ঢেউ (১৯৬৮)
    ভানুমতি (১৯৬৯)
    ক খ গ ঘ ঙ (১৯৭০)
    দ্বীপ নেভে নাই (১৯৭০)
    বিনিময় (১৯৭০)
    জীবন থেকে নেয়া (১৯৭০)
    নাচের পুতুল (১৯৭১)
    মানুষের মন (১৯৭২)
    স্বপ্ন দিয়ে ঘেরা (১৯৭৩)
    ঝড়ের পাখি (১৯৭৩)
    আলোর মিছিল (১৯৭৪)
    সূর্যগ্রহণ (১৯৭৬)
    তুফান (১৯৭৮)
    অঙ্গার (১৯৭৮)
    সারেং বৌ (১৯৭৮)
    সখী তুমি কার (১৯৮০)
    কলমিলতা (১৯৮১)
পুরস্কার ও সম্মাননা
    বঙ্গবন্ধু স্বর্ণপদক (১৯৭৩)
    একুশে পদক (১৯৮০)
    স্বাধীনতা পুরস্কার (১৯৯৬)
    বাচসাস পুরস্কার (২০০৩)
    সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস - আজীবন সম্মাননা (২০১১)
    জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার
মহান শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন। আমিন।
 ৩৮ টি
    	৩৮ টি    	 +৭/-০
    	+৭/-০  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:০৩
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন। আমিন।
২|  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৪:৪৬
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৪:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।
আমিন।
  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:০৩
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিন।
৩|  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৪:৫৪
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৪:৫৪
চাঁদগাজী বলেছেন: 
জাতীর স্বাধীনতা যুদ্ধের মতো কঠিন সময়ের শিল্পী আবদুল জাব্বারের অবদানের প্রতি সন্মান রলো। তিনি স্বাধীনতা-প্রিয় মানুষদের জন্য অনুপ্রেরণা হয়ে ছিলেন।
  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:০৫
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই। তিনি একজন কণ্ঠযোদ্ধা। মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয়।
৪|  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:০০
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন
  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:০৬
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন। আমিন।
৫|  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:০৫
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:০৫
অর্ক বলেছেন: দুঃখজনক! তার কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল আমার। অত্যন্ত সৎ, স্পষ্টবাদী একজন মানুষ; পাশাপাশি বেশ রসিকও বটে। আমি তাঁর আত্মার পারলৌকিক শান্তি কামনা করি। পোস্টে সাধুবাদ।
  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:০৬
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ধন্যবাদ। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন। আমিন।
৬|  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:১১
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:১১
এম আর তালুকদার বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৫
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন। আমিন।
৭|  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:১১
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:১১
চোরাবালি- বলেছেন: তার চিকিৎসার জন্য অনেক আর্থিক আবেদন করেছিলেন কিন্তু তেমন কেওই এগিয়ে আসেনি। এখন অবশ্য তারা ফুল হাতে ফটোসেশনের জন্য এগিয়ে আসবে।
  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৬
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহমত।
৮|  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৪
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ছোট বেলায় বোধ হয় ওনার গানই বেশি শুনেছি । সালাম সালাম হাজার সালাম ....তাকে দেখলে মনে গত বাংলাদেশের স্বাধিনতা দেখছি ।
  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৬
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহমত।
৯|  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:৩০
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:৩০
সেলিম আনোয়ার বলেছেন: মনে হত হবে ।  বড় হয়ে ভাল লাগা শুরু হলো ওরে নীল দরিয়া .......ছাত্র জীবনে বা এখনো  পিকনিকে , ভ্রমনে গলা ফাটিয়ে গান ধরি/ধরতাম ধরতাম ওরে নীল দরিয়া  আর দুঃখে তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় ....
এমন একজন শিল্পী যার প্রায় প্রতিটি গানই মাস্টার পিস .....
  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:৫৩
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনটা রেখে কোনটার কথা বলি? একেকটা আড্ডায়, একেকটা অনুষ্ঠানে একেকটা গান জীবন্ত হয়ে উঠতো। প্রেমাপন্নদের জন্য 'তুমি আছো সবই আছে' কিংবা 'তারা ভরা রাতে' ছিল আদর্শ গান। তাঁর আরেকটা গান আছে 'সখী তুমি কার' ছবিতে, মাঝখানের কয়েকটা লাইন এরকম- একদিন সে, চুপিসারে, হারিয়ে গেলো তেপান্তরে, রাজকুমারীর ঘুম ভাঙাবার, পায় নি সময় আর, সে যে রাজার কুমার। এ গানের প্রথম কলি ভুলে গেছি বলে সার্চ করে পাচ্ছি না। আপনি শুনে থাকলে বা জানা থাকলে বলেন।
১০|  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:৩৮
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:৩৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাজার সালাম আব্দুল জব্বার। আল্লাহ তাঁর আত্মার শান্তি দিন। আমিন।
  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:৫৪
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিন।
১১|  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:৪৬
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:৪৬
জাহিদ অনিক বলেছেন: আমরা একজন সত্যিকারের গুণী শিল্পীকে হারালাম
  ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:৫৪
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন। আমিন।
১২|  ৩০ শে আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:১৮
৩০ শে আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:১৮
কথাকথিকেথিকথন বলেছেন: 
মহান শিল্পীর প্রতি অজস্র সালাম । বিদেহী আত্মার শান্তি কামনা ।
  ৩০ শে আগস্ট, ২০১৭  রাত ১০:০৬
৩০ শে আগস্ট, ২০১৭  রাত ১০:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন। আমিন।
১৩|  ৩০ শে আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৬
৩০ শে আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৬
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট। 
মহান শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
  ৩০ শে আগস্ট, ২০১৭  রাত ১০:০৭
৩০ শে আগস্ট, ২০১৭  রাত ১০:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন। আমিন।
১৪|  ৩০ শে আগস্ট, ২০১৭  রাত ৮:০৪
৩০ শে আগস্ট, ২০১৭  রাত ৮:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মহান শিল্পীর আত্না যেন ওপারে আল্লাহ ভাল রাখেন, যে কি না আমাদের স্বাধীণতার সময়কার অবীস্মরণী একজন ব্যাক্তি তার অবদান শুধু স্বীকার করে শোধ করার নয়।
  ৩০ শে আগস্ট, ২০১৭  রাত ১০:০৯
৩০ শে আগস্ট, ২০১৭  রাত ১০:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন। আমিন।
১৫|  ৩০ শে আগস্ট, ২০১৭  রাত ৮:২৩
৩০ শে আগস্ট, ২০১৭  রাত ৮:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: শিল্পের জন্যই শিল্পী শুধু 
এছাড়া নেইকো তার অন্য জীবন-
গানটার কথাই বাবার মনে হচ্ছিল! উনার অসুস্থতা, চিকিৎসা প্রস্থান! 
হায় জীবন।
ইন্নলিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন
আল্লাহ উনার আত্মার শান্তি ও মুক্তি দান করুন।
  ৩০ শে আগস্ট, ২০১৭  রাত ১০:১০
৩০ শে আগস্ট, ২০১৭  রাত ১০:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।
আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন। আমিন।
১৬|  ৩০ শে আগস্ট, ২০১৭  রাত ১১:৪৮
৩০ শে আগস্ট, ২০১৭  রাত ১১:৪৮
অন্তরন্তর বলেছেন: বাংলাদেশ অজি দের ক্রিকেটে আজ হারানোতে মনটা খুব ভাল ছিল। কিন্তু একটু পরেই মন বিষণ্ণ হয়ে গেল জাব্বার ভাইয়ের মৃত্যু খবরে। উনার সাথে এত স্মৃতি আমার আছে তাই বেশি কষ্ট পাচ্ছি। সেই ছোটবেলায় উনার সাথে ২১শে ফেব্রুয়ারীতে শহীদ মিনারে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, সালাম সালাম হাজার সালাম, গাইতে গাইতে যাওয়া( উনার গলায় গামছার সাথে হারমনিয়াম বাঁধা)। খলিল ভাই আজকে বাংলাদেশের গানের এক মহারথীকে আমরা হারালাম। আল্লাহ্ পাক উঁনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
  ৩১ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:০৮
৩১ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সত্যিই, আমরা এক গানের মহারথীকে হারালাম। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।
১৭|  ৩১ শে আগস্ট, ২০১৭  রাত ২:০৪
৩১ শে আগস্ট, ২০১৭  রাত ২:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাংলার মানুষের হৃদয় জয় করা অমর এই শিল্পীর যেদিন অসুস্থতার সংবাদ জেনেছিলাম, সেদিনই মনে বড় কষ্ট লেগেছিল। কষ্টটা বেড়ে গিয়েছিল যখন জেনেছি বাংলার বন্ধু বাংলার সঙ্গীত আকাশের উজ্জল তারাটি অর্থাভাব, চিকিৎসা খরচে সহযোগিতার আশা প্রকাশ। মনে মনে অপরাধী ভেবেছি নিজের জাতিকে, নিজেকে। আমরা কতটা অকৃতজ্ঞ!! বেশ কিছুদিন আর কোন খোঁজখবর জানা হয়নি। সকালে যখন নেট অন করতেই তাঁর মৃত্যু সংবাদ চোখে পড়ে তখন কেমন শূন্যতা আর স্তব্ধতা আমাকে ঘিরে ফেললো। মনের ভিতর থেকে বেরিয়ে এসছিল দীর্ঘশ্বাস। মনে হচ্ছিল আমার আঙ্গুল আর মোবাইল স্ক্রিন ছোঁতে চাইছে না। আমরা একজন খাঁটি দেশপ্রেমিক হারালাম, বাংলার আকাশ থেকে ঝরে পড়লো আরেকটি উজ্জল নক্ষত্র। আল্লাহ্ তাঁর জন্য বেহেস্ত নসিব করুক।  
হৃদয় মাঝে শ্রদ্ধাসনে থাকবেন তিনি, তাঁর সৃষ্টিতে থাকবেন চির অম্লান।
পোষ্টের জন্য কৃতজ্ঞতা জানিয়ে গেলাম।
শুভকামনা আপনার জন্য।
মায়ের মতো আপন কেউ নাই' গানটির কণ্ঠ শিল্পী কে চিনতে পারিনি।
  ৩১ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:১২
৩১ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'মায়ের মতো আপনা কেহ নাইরে' গানটি সুবীর নন্দীর গাওয়া। 'দিন যায় কথা থাকে' ছবির গান এটি, যেখানে একমাত্র পুরুষণ্ঠ হলেন সুবীর নন্দী। ধীর লয়ে গাওয়া এ গানটি আমার অনেক পছন্দের, এবং কষ্টে ফারুকের হাত চাপড়ানো বুকের মধ্যে প্রচণ্ড বেদনার সৃষ্টি করে।
বাংলার আকাশ থেক ঝরে পড়লো আরেকটা নক্ষত্র। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।
১৮|  ৩১ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:১৫
৩১ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:১৫
ডঃ এম এ আলী বলেছেন: মহান এই শিল্পীর কৃতি ও জীবনালেখ্য তুলে ধরার জন্য রইল অভিনন্দন । 
এই গুনী শিল্পীর প্রতি রইল শ্রদ্ধা ও ভালবাসা । দোয়া করি আল্লাহ যেন
উনাকে জান্নাতবাসী করেন , আমীন ।
  ৩১ শে আগস্ট, ২০১৭  রাত ৮:১৪
৩১ শে আগস্ট, ২০১৭  রাত ৮:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।
১৯|  ৩১ শে আগস্ট, ২০১৭  রাত ৮:১১
৩১ শে আগস্ট, ২০১৭  রাত ৮:১১
সামু পাগলা০০৭ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। 
দোয়া করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। 
গুনী এই শিল্পীর স্মরনে যে অসাধারণ পোস্ট দিয়েছেন তাতে আন্তরিক কৃতজ্ঞতা। 
ভালো থাকুন।
  ৩১ শে আগস্ট, ২০১৭  রাত ৮:১৭
৩১ শে আগস্ট, ২০১৭  রাত ৮:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সামু পাগলা। দোয়া করি আল্লাহ এই মহান কণ্ঠযোদ্ধাকে জান্নাতবাসী করুন। আমিন।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৪:৪৪
৩০ শে আগস্ট, ২০১৭  বিকাল ৪:৪৪
ওমেরা বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন ।