নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
-বাবু, কী হলো, কল ধরো না কেন?
-কল ধরে আর কী লাভ সোনা
কল ধরে কেউ হয় কি ধনী?
বকর বকর সারাটা দিন
আর কতকাল লাগবে ভালো?
আর কতকাল শুনতে হবে
রাত দুপুরে তোমার ঝাড়ি-
'গাধার মতো কত্ত ঘুমাও
কল ধরতেও হয় যে দেরি'!
কোথায় যেন ফোঁচকা বেচে
বারগার কোন টেক আউটে
তোমার সাথে হাঁটতে গিয়ে
পায়ের তলায় ফুসকা পড়ে
-কী হয়েছে, কও না সোনা
শরীর তোমার ঠিক আছে তো?
কোন সতীনে তোমার মাথায়
বেল ফাটিয়ে খাচ্ছে কাঁঠাল?
- কে আমারে কী বলেছে
তা জেনে আর লাভ কী তোমার?
ম্যাসেঞ্জারে চ্যাট করে কি
কেউ কোনোদিন প্রেম পেয়েছে?
খিদের চোটে খাচ্ছি পানি
আজকে বাসায় ভাত জোটে নি
ভাত খেয়েই কী লাভ বলো,
একদিন তো মরেই যাব।
২৯ মার্চ ২০১৮
সারাংশ
ভাত খেয়ে আর কী হবে
কাওরান বাজার থেকে কচি লাউ কিনে কী হবে?
শোল মাছের ঝোলে কী স্বাদ, তা জেনে কী হবে?
দালানকোঠা, টাকাকড়ি, গাড়ি, বাড়ি দিয়ে
কী হবে আমার?
চন্দন পালঙ্কে বসে ব্লগিং করে
কেউ কোনোদিন ধনী হয়েছে?
কবিতার মতো একটা মেয়ের পেছনে ঘুরতে ঘুরতে
জীবনটা তেজপাতা কইরা শেষমেষ কী পাব?
এসবে কিছুই হবে না কাভা খাঁ,
একদিন তো মরেই যাব।
***
'আজগুবি ছড়া'য় এটা নাই
'আজগুবি ছড়া' ডাউনলোড করতে চাইলে প্লিজ এখানে ক্লিক করুন।
উৎসর্গঃ
সেই বুদ্ধিমান ফটোশপিস্ট, যিনি নীচের স্ক্রিনশটটা তৈরি করে ফেইসবুকে ভাইরাল হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল।
২| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: ও হ্যা একটা কথা বলতে ভুলে গেছি,মজা লেগেই বা কি হবে,একদিন তো মরেই যাব
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও হ্যাঁ, আপনার সেকেন্ড কমেন্টের রিপ্লাই দিয়েই কী হবে?
৩| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৮
শায়মা বলেছেন: হা হা হা
মরেই যাবো নাকি!
এ কথাটা কদিন ভেবে
মাথায় পড়ছে টাকি! ( ফিমেল ভার্শন অব টাক )
একুশ গেলো, ফাগুন গেলো
গেলো স্বাধীনতা
আর কিছু না পাই বা না পাই
শাড়ি চুড়ির হিসেব খাতা!
বেড়েই চলে মাস কাবারে
হিসেব বিহীন প্রাণ
হঠাৎ ডক্টরীয়া সূরে
মন যে আনচান!
মরবো নাকি বাঁচবো ভেবে
গালে দিয়ে হাত,
এত্ত শাড়ি গয়নাগাটি
ভাবছি দিনরাত!
আসছে বোশেখ নাচা গানা
শতেক রকম প্ল্যান
সাজুগুজু শাড়ি চুড়ি
দিল হলো খান খান।
মরি কিনা বাঁচির দোলায়
প্রান করে আই ঢাই
কি আর হবে এসবে আর
মরেই যদি যাই .....
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সত্যিই তুমি মরে যাবা?
মরার আগে কী কী খাবা?
৪| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়ে মন্তব্য করে আর কী হবে? ভাল লাগল বলেই বা কী লাভ? আমার ভাল লাগায় তো কারও কিছু আসবে যাবে না। আর আসলে বা গেলেই কী? কেউ প্রেমে পড়লেই কি? কেউ আমার জন্য অপেক্ষা করলেই কী? একদিন তো মরেই যাব!
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টকে সুন্দর বলেই আর কী হবে?
৫| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মরে যখন যেতেই হবে
কি লাভ বলো হুদাই লিখে,
সুগন্ধি আর গোলাপ লোভান
ছড়াবে কি দিকে দিকে?
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর, নূরু ভাই।
৬| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০০
কামরুননাহার কলি বলেছেন: আরে ভাই আপনাদের ছেলেদের মাথায় কি কোনো গন্ডগোল আছে নাকি।
কথা কথা মেয়েদেয়ের দোষটা তুলে ধরবেনই প্রতিটি ছেলে মানুষদের দেখি কথা পিছনে মেয়ে থাকবেই। আপনাদের সমস্যাটা কোথায় জানতে পারি ভাইয়েরা আমার।
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সমস্যাটা বলেই আর কী হবে? আপনি তো জানেনই।
৭| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: মরেই যখন যাবো
কমেন্ট করেই যাই
চুল মাথায় থাক না থাক
আছে কেবল বড়াই ।
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ+
৮| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০
আকতার আর হোসাইন বলেছেন: একদিন তো মরেই যাবো... বিষয়টা নিয়ে যারা মজা করতেছে তাদের জন্য কিছু লিখিয়েন ভাই..
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও মজা লওনেওয়ালা দলের একজনরে ভাই। এইটা বলেই কী লাভ?
৯| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৮
শামচুল হক বলেছেন: মজাই লাগল।
৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শামচুল হক।
১০| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সোনা ভাই ধন্যবাদ + এটা আবার কেমন প্রত্তুত্তর ? কমেন্টে কোন ভালোলাগা দেখতে পাচ্ছি না ।
৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহহো, ভুল হয়ে গেছে প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। আমি আপনার 'সুন্দর+' কমেন্ট দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়ে পড়েছিলাম যে!
মরেই যখন যাবো
কমেন্ট করেই যাই
চুল মাথায় থাক না থাক
আছে কেবল বড়াই।
খাসা লিখিয়াছেন। আমার মনের কথা।
ধন্যবাদ+
১১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: মজার লাগলো । দারুন লিখেছেন
৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নূর-ই-হাফসা।
১২| ৩০ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৫১
কালীদাস বলেছেন: কলটা ধর না, এই কলটা ধর না....
অসম্ভব খ্যাঁত এবং মেজাজ খারাপ করে দেওয়া একটা রিংটোন। এটার কম্পোজারটা কে জানলে হয়ত একটা কুৎসিত গালিই দিতাম, মার দেয়ার চান্সও কম না
৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। সাবধানে মাইর দিয়েন ভাই। তবে, এইরকম যে একটা রিংটোন আছে তা ঝানতাম না। আমি আবার বিশেষ বিশেষ মানুষের জন্য বিশেষ রিংটোন ব্যবহার করি কিনা
ধন্যবাদ মহান কালীদাস।
১৩| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৪
নূর-ই-হাফসা বলেছেন: কালীদাস এটা কোথায় পেলেন । আমি বাচ্চা কালে একটা রিংটোন শুনেছিলাম ,এমন ছিল (এইযে শুনছো ফোনটা ধরোই না ধরোই না ) মেয়ের গলা টা আমার মামীর মতো ছিল । তাই ভালো লাগতো নাকি গলা ছিল ।
৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওটার লিংক পাব আশা করি
১৪| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৭
নূর-ই-হাফসা বলেছেন: সেই কবে কার মোবাইল এ শুনেছি , লিঙ্ক পাওয়া সম্ভব না ।
০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহহা! বিরাট এক লস হয়ে গেল থাক, আর দুঃখ করে কী লাভ। একদিন না একদিন পাবই
১৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯
মনিরুল ইসলাম বাবু বলেছেন: +++
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ+++
১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর । রম্য ছড়াটা যেন জীবনেরই একটি রূপ । ++
শুভেচ্ছা নিরন্তর।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ চৌধুরি ভাই। পোস্টের নীচের অংশে দেখুন দুটি ইমেজ আছে। এই এপ্রিলে প্রথম ইমেজটা নিয়ে ফেইসবুক গরম হয়। তা থেকে এই অমিত্রাক্ষর ছড়া এবং এখান থেকেই 'মরার আগে কী কী খাব' জন্ম লয়
১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা,
ভারী সুন্দর । আপনি ঠিক বুঝতে পেরেছেন যে আমি পোস্টের নিচের অংশটা পড়িনি। হা হা হা। কাল আমিও মাশুম বার্গার খাবো।
( স্যার আমার সর্বশেষ পোস্টটি আপনাকে উৎসর্গ করেছি। নৈবেদ্য গ্রহণের আমন্ত্রণ থাকলো ।)
শুভেচ্ছা নিয়েন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ৪ সেপ্টেম্বরের কমেন্টের উত্তর এখন দিচ্ছি। হাহাহাহাহা।
ধন্যবাদ চৌধুরি ভাই। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: মজার লাগল।