|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কিছুই নেবে না সে। তার কোনো লোভ নেই।
তার কোনো আবেগ অথবা অনুভূতি নেই। 
নিঝুম অন্ধকারে গা ঘেঁষে দাঁড়ালে তার শরীরও অন্ধকারময় নিরুত্তাপ
সে খেলে না আমায় নিয়ে সুলভ অভ্যাসের মতো
আমার অঙ্গে অঙ্গে বিপুল মাৎসর্য্য দাহন
জ্বালিয়ে পুড়িয়ে ছাই করি তার জীবন ও সংসার
আমাকে সুখ দেয় অনিন্দ্য রহস্যের প্রেমাপন্ন পাপ
একটা ধারালো তরবারি চোখের সামনে খাপ থেকে খুলে
হাতে নেব তুলে
আর তার নির্জন শয্যায় একটা আগুন শরীর বিছিয়ে দেব
ভেবেছি কতদিন
ও একটা বড্ড সুপুরুষ, সারাবেলা প্রেম দেয়
ও একটা ছা-পোষা কাপুরুষ, নিপাতনে প্রণয় শেখে নি
ও এত ভালো কেন? ও এত পাষণ্ড কেন, জানি না।
আমরা যাই লং ড্রাইভে, রিকশায় সারা শহর
পার্কে, রেস্তরাঁয় ঘুরি; সিনেপ্লেক্সে মুভি দেখি
আলগোছে হাতের আঙুল নাড়ি মুঠো ভরে
তারপর বুকের উপর রোমশ বলিষ্ঠ হাত
‘তামাম পৃথিবী তোর’, ফিশফিশিয়ে বলি, ‘এই নে! 
তামাম পৃথিবী তোর!’
মোমের মতো গলতে গলতে হাত নেমে গেলে
অস্ফুট উচ্চারণে বলে, ‘থাক না এসব!’
যার সবই আছে, না চাইতেই সব সে পেয়ে যায়
সব পাওয়া যার নিয়তি, সে কিছুই নেয় না। 
কিছুই নেয় না সে। তার কোনো লোভ নেই।
তার কোনো আবেগ অথবা অনুভূতি নেই। ছিল না।
মাটি কিংবা পাথরের শরীর তার।
সে এক পাষাণ সুপুরুষ।
৭ ফেব্রুয়ারি ২০১০ সকাল ৭:৫৭
**
ই-বুক অয়োময় সুপুরুষ
 ১৮ টি
    	১৮ টি    	 +১/-০
    	+১/-০  ১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:০৭
১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কষ্ট ঝরে পড়ছে।
ধন্যবাদ সৈয়দ তাজুল। শুভেচ্ছা।
২|  ১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:০৫
১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আজকাল কম লিখেন মনে হয়। আরো লিখুন।
  ১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:০৯
১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আজকাল কম লিখি, পোস্ট করি বেশি (পুরোনো ভাণ্ডার থেকে), অন্যের ব্লগে যাই কালেভদ্রে। সমস্যা অনেক।
ধন্যবাদ সাজ্জাদ ভাই। অনেকদিন পর দেখলাম। শুভেচ্ছা।
৩|  ১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:০৬
১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:০৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসাধারণ হয়েছে!
  ১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:০৯
১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ অনন্য দায়িত্বশীল। শুভেচ্ছা।
৪|  ১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:২৮
১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:২৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যার সবই আছে, না চাইতেই সব সে পেয়ে যায়
সব পাওয়া যার নিয়তি, সে কিছুই নেয় না।
ঠিক বলেছেন। কবিতা ভাল লেগেছে।
  ১২ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:২৯
১২ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সম্রাট দ্য বেস্ট। মনে হয় কবিতার ক্রাক্স এখানটাতেই।
৫|  ১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:৪৬
১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:৪৬
ওমেরা বলেছেন: কেন নিবে না কেন ? যতই থাকুক তবু নিবে তবে নেয় না যখন সে অবশ্যই ভাল ।
কবিতা সুন্দর লেগেছে ধন্যবাদ ।
  ১২ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:৩৬
১২ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সে কেন নেবে না তা এক বিরাট প্রশ্ন বটে। ধন্যবাদ ওমেরা। শুভেচ্ছা।
৬|  ১০ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:৪৬
১০ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:৪৬
এফ.কে আশিক বলেছেন: ভালো লেগেছে...+++
  ১২ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:৩৮
১২ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এফ কে আশিক।
৭|  ১১ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:৪৫
১১ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া।
  ১২ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:৩৮
১২ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৮|  ১১ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৩৯
১১ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাষাণ হইলে সুপুরুষ দিয়াও কাম কি ?   
  
কবিতা ভাল লেগেছে।
  ১২ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:২৬
১২ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইয়ে মানে, মাঝে মাঝে তো পাষণ্ডরেও কেউ কেউ জীবন দিয়া ফেলে। তখন কী করন লাগবো?
৯|  ১২ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
১২ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
সোহানী বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাষাণ হইলে সুপুরুষ দিয়াও কাম কি ?   
 
হাহাহাহাহাহাহাহা.................. মন্তব্যে সুপার প্লাস।
  ১২ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:৩৯
১২ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার অট্টহাসিটা চমৎকার ছিল। হাসিতে সুপার লাইক 
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:০০
১০ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:০০
সৈয়দ তাজুল বলেছেন: ভাল লেখেছে।
ব্যথাহত কবিতা থেকে কষ্ট ঝড়ে পরছে।
প্লাস+++?