|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
বৈশাখ উপলক্ষে বাণী না দিলে কেমন হয়? কিন্তু আমি তো বাণীকর নই, বলতে পারেন কবিতাকর। একটা কবিতাই লিখে ফেললাম। সবাই মিলে সপরিবারে অবিস্মরণীয় কবিতাটি উপভোগ করুন, এবং ফেইসবুক, ব্লগ, ওয়াটসাপ, ভাইবার, ইমোতে শেয়ার করে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ প্রাপ্ত হোন। 
এসো হে বৈশাখ
এসো হে বৈশাখ, এসো এসো
ফকির বাবার ঝাড়ফুঁক দিয়ে
রোগীদের রোগ দাও সারিয়ে
সারা বছরের গুনাহ দূর হয়ে যাক 
যাক যাক
এসো এসো...
যাক দূর হয়ে কষ্টের স্মৃতি
যাক ছ্যাঁকা খাওয়া প্রেম প্রীতি
যাক মুছে চোখের পানি সুদূরে মিলাক
যাক যাক
এসো এসো...
মুছে যাক দুঃখ ঘুচে যাক খরা
বৃষ্টির পানিতে পবিত্র হোক ধরা
সুরের আবেশ রাশি
ঢেলে দাও বাসায় আসি
বাজাও বাজাও, হগলে মিলে আনন্দের ঢাক
ঝগড়াঝাটি মারামারি পরচর্চা যাক, দূরে যাক 
যাক যাক
এসো এসো...
**
উল্লেখ্য, আমার মূল ভাব ডাকাতি করে এ কবিতাটির অনুরূপ একটি কবিতা লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সে অনেক অনেক কাল আগের কথা। আমার এ উচ্চমার্গীয় কবিতাটি পড়ে নিশ্চয়ই আপনারা প্রকৃত ঘটনাটা আঁচ করিতে পারিবেন।
**
আমার মূলভাব নিয়ে লেখা রবীন্দ্রনাথের কবিতার অবস্থা দেখুনঃ
এসো হে বৈশাখ, এসো এসো
তাপস নিঃশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক
এসো এসো...
যাক পুরাতন স্মৃতি
যাক ভুলে যাওয়া গীতি
যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক
যাক যাক
এসো এসো...
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নি স্নানে শুচি হোক ধরা
রসের আবেশ রাশি
শুষ্ক করি দাও আসি
আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুঁজঝটি জাল যাক, দূরে যাক যাক যাক
এসো এসো...
এইখানেই কি শেষ? গানও বান্ধিয়াছিলেন বটে।
শুভ নববর্ষ ১৪২৬ (অগ্রিম)
 ২৪ টি
    	২৪ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৪ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:০০
১৪ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা চাঁদগাজী ভাই।
২|  ১৪ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৯
১৪ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৯
কাওসার চৌধুরী বলেছেন: 
পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।
................শুভ নববর্ষ।
.......ব্লগে স্বাগতম।
  ১৪ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:০১
১৪ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন। নববর্ষের শুভেচ্ছা।
৩|  ১৪ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:০১
১৪ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:০১
এস এম মামুন অর রশীদ বলেছেন: রবীন্দ্রনাথের এই ব্যাপারটি ছিল; বর্তমান কালের অনেক শিল্পীর মূল ভাব তিনি আগেই ডাকাতি করে ফেলেছেন। কী আর করা! আপনাকে আপাতত শুভেচ্ছা।
  ১৪ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
১৪ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই যে দেখছেন? আপনি ঠিকই প্রকৃত ঘটনাটা আঁচ করতে পারিয়াছেন। এটা রবিকাকাকে নিয়ে একটা আন্তর্জাতীয় সমস্যা বটেক।
শুভেচ্ছা আপনাকেও।
৪|  ১৪ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৫
১৪ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!  ভাল লাগলো  আমার মতে আপনার তুলনামূলক সাহিত্য চর্চা। গানটিও ভাল লাগলো। 
নববর্ষের শুভেচ্ছা রইল।
  ১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:৪৮
১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বলতে পারেন তুলনামূলক সাহিত্যচর্চা। তবে খেয়াল করে দেখুন, রবীন্দ্রনাথের কবিতাটাকে আমার নিজের ভাষায় লিখেছি মাত্র।
তাপস নিঃশ্বাস বায়ে (তাপস অর্থ মুনিঋষি)- ফকির বাবার ঝাড়ফুঁক দিয়ে 
এভাবে বাকিটা মিলিয়ে দেখুন। তবে, পুরোটা নিজের ভাষায় না 
ধন্যবাদ গূঢ় রহস্য ধরতে পারার জন্য।
এরকম এটাও দেখতে পারেন - কেউ যদি কিছু ভাবে
নববর্ষের শুভেচ্ছা।
৫|  ১৪ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:২২
১৪ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:২২
সোহাগ তানভীর সাকিব বলেছেন: নববর্ষের নবরূপেরর মত রাঙিনো হোক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামির দিনগুলো।
নববর্ষের শুভেচ্ছা।
  ১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৪:১৫
১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৪:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা রইল।
৬|  ১৪ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:৫১
১৪ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: 
'ব' তে বাংলা
'ব' তে বর্ষ
'ব' তে বৈশাখ
নতুন বাংলা বছর ১৪২৫ আমাদের সব গ্লানি, সব জরা দূর করুক। প্রাণে প্রাণে ছড়িয়ে দিক নতুন আনন্দ বার্তা, নতুন স্বপ্ন জেগে উঠুক প্রতিটি হৃদয়ে।
  ১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:৪১
১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীবন নুর ভাই।
৭|  ১৭ ই এপ্রিল, ২০১৮  রাত ৩:০০
১৭ ই এপ্রিল, ২০১৮  রাত ৩:০০
সোহানী বলেছেন: রবিবাবু দেখলে নির্ঘাৎ হার্টফেল করতো............   
 
বাসি নববর্ষের শুভেচ্ছা।
  ১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:৪০
১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রবিকাকা অবশ্যই এসব দেখছেন এবং আমার প্রতিভায় মুগ্ধ হয়ে কান্নাকাটি করছেন। ঘুরে আসুন জনাব রবীন্দ্রনাথ ঠাকুরের ব্লগ
আপনাকেও নববর্ষের তরতাজা শুভেচ্ছা।
৮|  ১৭ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:২৩
১৭ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: নববর্ষের শুভেচ্ছা ।
  ১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:৩৪
১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নববর্ষের শুভেচ্ছা+
৯|  ১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৪:০৩
১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৪:০৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ১লা বৈশাখের কবিতা খারাপ হয়নি।
  ১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৪:১৬
১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৪:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অনন্য দায়িত্বশীল।
১০|  ১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৪:৩৯
১৭ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৪:৩৯
মনিরা সুলতানা বলেছেন: পহেলা বৈশাখের শুভেচ্ছা ভাইয়া !!!
  ১৭ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:২৬
১৭ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও পহেলা বৈশাখের শুভেচ্ছা আপু।
১১|  ১৭ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৩
১৭ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৩
আখেনাটেন বলেছেন: রবিবাবুর আপনার এই কালজয়ী কবিতার মুলভাব মেরে দেওয়ার জন্য তেব্র প্রটিবাড জানাচ্ছি। এই জাতি বিধ্বংসী কর্মকাণ্ড থেকে রবিবাবু বিরত থাকবেক আশা করি।  
  ১৭ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:১৬
১৭ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রবি সাহেবরে নিয়া কী করা যায় বলুন দেখি! এমন কোনো কবি নাই যার মূলভাব মাইরা দিয়া আগেভাগেই কবিতা লেইখা ফালান নাই। তেব্র নেন্দা।
১২|  ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ২:৩৯
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ২:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: দেরিতে হলেও নববর্ষের শুভেচ্ছা ভাইয়া।
  ১৮ ই এপ্রিল, ২০১৮  রাত ১১:৩৮
১৮ ই এপ্রিল, ২০১৮  রাত ১১:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৮
১৪ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা।