|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
পদের বচন
তোমার আমার সবার আছে পদের বাহাদুরি
পদের উপর চাপ বেড়ে যায় বাড়লে পেটের ভুঁড়ি
অসাবধানে পথ চলে কেউ পদে হোঁচট খেলে
ব্যথায় কাতর হয় কি কভু অন্য বাড়ির ছেলে?
আমার পদে জোর কমেছে, চলার শক্তি নাই
গাধার পদে বল বেড়েছে, লাফাচ্ছে সে তাই
আমরা যদিও পদের মালিক, কিন্তু জেনো ভাই
ন্যাংড়া-খুঁড়োর ভাঙা পদের এককড়ি দাম নাই
একটা খুশির খবর আছে, জানতে পেলাম সবে
আমার নাকি পদের ওজন একটু ভারী হবে।
পদের কাব্য পড়ে বুঝি হচ্ছে পদের লোভ
পদ হারিয়ে কালুর ব্যাটা ঝাড়ছে মনের ক্ষোভ
২২ মার্চ ২০১০ রাত ১২:১৫
আজগুবি ইচ্ছে
আমার এখন ইচ্ছে করে নদীর ধারে বসতে
তোমার দেয়া কঠিনতম অঙ্কগুলো কষতে।
আমার আরও ইচ্ছে করে নদীর ঢেউয়ে নাবতে
কাঁথার তলে পিদিম জ্বেলে তোমার কথা ভাবতে।
এমন কত ইচ্ছে আমার নদীর জলে ভাসছে
তাতে তোমার কত্তটুকু যাচ্ছে, কিবা আসছে! 
১৭ মার্চ ২০১০ রাত ৮:০০
বউ হইতে সাবধান
বউশাসিত পুরুষসমাজ বউয়ের ভয়ে ত্রস্ত
বউয়ের ঠেলা সামাল দিতে সাহস লাগে মস্ত
আমার বড়ো বুকের পাটা, সাহস দেখাই কম কি!
বউয়ের হাতের মুগুর খেয়ে বন্ধ না হয় দমটি
তোমরা এমন পণ করো না লড়তে বউয়ের সঙ্গে
এমন মধুর শিক্ষা পাবে, বুঝবে অঙ্গে অঙ্গে   
  
৫ মার্চ ২০১০
আজগুবি ছড়া-২
তোমার কেন ইচ্ছে করে পাখির মতো হাঁটতে?
পাটার উপর পানি ঢেলে সারাটা দিন বাঁটতে?
তোমার কেন পাখির মতো শাড়ি পরার সাধ হয়?
পাখির মতো কাটলে সাঁতার কেন অপবাদ হয়?
তোমার যখন পাখির মতো ব্লগিং করার ইচ্ছে
আমার তখন একটি চড়ুই শূন্যে উড়াল দিচ্ছে।
২৫ এপ্রিল ২০১২
**
ই-বুক 'আজগুবি ছড়া'
ই-বুক আজগুবি ছড়ার ডাউনলোড লিংক
 ২০ টি
    	২০ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৭ ই মে, ২০১৮  দুপুর ১:৫৫
০৭ ই মে, ২০১৮  দুপুর ১:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বিষাদ সময়। ছন্দ সম্পর্কে আপনার ভালো জ্ঞান আছে অনুমান করছি। তাহলে আরেকবার জ্ঞানটকু ঝালাই করে দেখতে পারেন- বাংলা কবিতার ছন্দ – প্রাথমিক ধারণা
২|  ০৭ ই মে, ২০১৮  দুপুর ২:০০
০৭ ই মে, ২০১৮  দুপুর ২:০০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!  খুব খুব ভালো লাগলো। চারটিই সমান।  লিখেছেন আজগুবি কিন্তু এতো অমিয়বচন বৈকি।  
অনেক শুভ কামনা রইল।
  ০৭ ই মে, ২০১৮  দুপুর ২:০৪
০৭ ই মে, ২০১৮  দুপুর ২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক চৌধুরি।
হ্যাঁ, নামটা 'আজগুবি', কারণ, এ নামে একটা বই হবে। বইয়ের অধিকাংশ ছড়া আজগুবি ধরনের যে 
আবারো ধন্যবাদ।
৩|  ০৭ ই মে, ২০১৮  দুপুর ২:০১
০৭ ই মে, ২০১৮  দুপুর ২:০১
সফেদ বিহঙ্গ বলেছেন: ভাল লাগল আপনার ছড়াগুলো পড়ে।
  ০৭ ই মে, ২০১৮  দুপুর ২:০৫
০৭ ই মে, ২০১৮  দুপুর ২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সফেদ বিহঙ্গ।
৪|  ০৭ ই মে, ২০১৮  দুপুর ২:১২
০৭ ই মে, ২০১৮  দুপুর ২:১২
শামচুল হক বলেছেন: চমৎকার ছড়া, খুব ভালো লাগল।
  ০৭ ই মে, ২০১৮  দুপুর ২:১৪
০৭ ই মে, ২০১৮  দুপুর ২:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সামচুল হক।
৫|  ০৭ ই মে, ২০১৮  দুপুর ২:২২
০৭ ই মে, ২০১৮  দুপুর ২:২২
মনিরা সুলতানা বলেছেন: দারুন ভাইয়া !!! 
পদের বচন আর বউ হইতে সাবধান বেশি ভালো লাগেছে।
  ০৭ ই মে, ২০১৮  দুপুর ২:৩১
০৭ ই মে, ২০১৮  দুপুর ২:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
একটু হেসে শেষ করছি   
   
   
  
৬|  ০৭ ই মে, ২০১৮  বিকাল ৩:৫৪
০৭ ই মে, ২০১৮  বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: আসলেই আজগুবি।
  ০৮ ই মে, ২০১৮  দুপুর ১:০৪
০৮ ই মে, ২০১৮  দুপুর ১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
৭|  ০৭ ই মে, ২০১৮  রাত ৯:১২
০৭ ই মে, ২০১৮  রাত ৯:১২
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার কিছু ব্যতিক্রমী ছড়া পড়লাম। আমার বেশ ভাল লেগেছে। শুভ কামনা আপনার জন্য।
  ০৮ ই মে, ২০১৮  দুপুর ১:০৪
০৮ ই মে, ২০১৮  দুপুর ১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাওসার চৌধুরী।
৮|  ০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:৪৪
০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ০৮ ই মে, ২০১৮  দুপুর ১:১৮
০৮ ই মে, ২০১৮  দুপুর ১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+
৯|  ০৮ ই মে, ২০১৮  রাত ১০:২০
০৮ ই মে, ২০১৮  রাত ১০:২০
সোহানী বলেছেন: হাহাহাহাহা....... আপনার এমন ছড়া/কবিতা আমি আগে পড়িনি।......................
  ০৯ ই মে, ২০১৮  রাত ১২:০৩
০৯ ই মে, ২০১৮  রাত ১২:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কন কি আপু? ব্লগে তো আমার ভূরি ভূরি ছড়ার পোস্ট আছে। হয়ত সেই সময়ে আমাদের মোলাকাত হতো না 
অনেক ধন্যবাদ অনবদ্য হাহাহহাহা'র জন্য 
১০|  ০৮ ই মে, ২০১৮  রাত ১০:২৬
০৮ ই মে, ২০১৮  রাত ১০:২৬
নূর-ই-হাফসা বলেছেন: আজগুবি ছড়া গুলো সবচেয়ে ভালো লাগলো । অনেক মজার আর ছন্দ মাখা ।
এক কথায় দারুন লাগলো ।
  ০৯ ই মে, ২০১৮  রাত ১২:০৫
০৯ ই মে, ২০১৮  রাত ১২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখছি বাটেন। তো, এতদিন ভালোই ছিলেন আশা করি। ছড়া পড়া ও কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৮  দুপুর ১:৪৬
০৭ ই মে, ২০১৮  দুপুর ১:৪৬
বিষাদ সময় বলেছেন: চমৎকার ছড়া। ছন্দ পতন নেই কোনখানে..................
ভাললাগা এবং শুভেচ্ছা।