|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
দুঃখিনী মেয়েটার কথা
মেয়েটা দুঃখিনী খুব
তীব্র ডিপ্রেশনে রোজ রোজ কাঁদে
আর ভালোবাসা সাধে
একদা তুফানের কালে ডেকে নিয়ে শয্যায় 
রাতভর অপূর্ব সঙ্গম দিল সুনিপুণ দক্ষতায়
সেই ছিল শুরু
এখন আর সে কাঁদে না, ভালোবাসাও সাধে না
অন্ধকারে দাঁড়িয়ে থাকে আশ্চর্য এক হাসনাহেনা
৯ এপ্রিল ২০০৯
এক সুপরিচিতার কথা
আগুন ও বরফে দেখা যেতো তাকে
পৃথিবীর নিয়মে প্রকট অনীহা, কদাচিৎ আমাদের ডাকে
সদাশয় সমাবেশে বসতেন তিনি
তাই তাঁর কাছে আমরা খুব সামান্যই ঋণী
তাঁর ছিল বিরল বৈভব; সমুদয় করেছেন অপাত্রে দান
আজ তিনি ভিখারিনী, সকাতরে সেই ধন খুঁজিয়া বেড়ান।
১৪ এপ্রিল ২০০৯
**
ই-বুক 'সোনাবীজ; অথবা ধুলোবালিছাই' এখানে ক্লিক করে ডাউনলোড করা যাবে
 ১২ টি
    	১২ টি    	 +২/-০
    	+২/-০  ১২ ই মে, ২০১৮  দুপুর ১:১৮
১২ ই মে, ২০১৮  দুপুর ১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কবি হাফেজ আহমেদ। শুভেচ্ছা।
২|  ১২ ই মে, ২০১৮  দুপুর ১:১৬
১২ ই মে, ২০১৮  দুপুর ১:১৬
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার সনেট। খুব ভাল লেগেছে পড়ে।
  ১২ ই মে, ২০১৮  দুপুর ১:১৯
১২ ই মে, ২০১৮  দুপুর ১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাওসার চৌধুরী।
এ দুটোকে বড়োজোর কবিতা বলা যেতে পারে, তবে সনেট শ্রেণির না। শুভেচ্ছা।
৩|  ১২ ই মে, ২০১৮  দুপুর ১:২১
১২ ই মে, ২০১৮  দুপুর ১:২১
কথার ফুলঝুরি! বলেছেন: কয়েকবার পড়লাম লাইন গুলো এবং প্রতিটা লাইন এর অর্থ বোঝার চেষ্টা করলাম। অল্প পরিসরে খুব গভীর কিছু কথা !
  ১২ ই মে, ২০১৮  দুপুর ১:৩০
১২ ই মে, ২০১৮  দুপুর ১:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার কাছে কবিতা এমন এক জিনিস, যা যতবার পড়া যায়, ততবারই নতুন অর্থ উন্মোচন করে। কোনো অর্থ না ধরা গেলেও সেই অর্থহীনতার ভেতরও একটা মাধুর্যময়তা থাকতে পারে, যদিও কবিতার অর্থহীনতা আমার কাছে একটা বাজে বিষয়, যা খুব অপছন্দ করি।
প্রথম পাঠে মনের মধ্যে যেটি ধরা পড়ে, সেটিই হলো কবিতার মূলভাব। কিছু ধরা না গেলে আর চেষ্টা করি না আমি।
অনেক ধন্যবাদ কথার ফুলঝুরি।
৪|  ১২ ই মে, ২০১৮  দুপুর ২:১৫
১২ ই মে, ২০১৮  দুপুর ২:১৫
অর্ক বলেছেন: বেশ লিখেছেন। শুভেচ্ছা।
  ১৩ ই মে, ২০১৮  রাত ১০:০০
১৩ ই মে, ২০১৮  রাত ১০:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।
৫|  ১২ ই মে, ২০১৮  বিকাল ৪:১৮
১২ ই মে, ২০১৮  বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: আহা আহা ----
  ১৩ ই মে, ২০১৮  রাত ১০:০০
১৩ ই মে, ২০১৮  রাত ১০:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
৬|  ৩০ শে মে, ২০১৮  রাত ১০:১৫
৩০ শে মে, ২০১৮  রাত ১০:১৫
সোহানী বলেছেন: হুম কিছু বুঝলাম..............
  ৩১ শে মে, ২০১৮  সকাল ১১:০৪
৩১ শে মে, ২০১৮  সকাল ১১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপারটা বুঝতে পারার জন্য ধন্যবাদ 
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৮  দুপুর ১:০৬
১২ ই মে, ২০১৮  দুপুর ১:০৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: অল্পতে অধিক!
ভালো লাগলো। শুভকামনা সতত!