|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তারপর তোমাকে বেশ কিছুদিন দেখি নি
যতবার ডাক পাঠিয়েছো মুহুর্মুহু মেসেজে, যতবার
খুঁটিয়ে খুঁটিয়ে খুলে ফেলেছো সবগুলো জানালা, যতবার
বলেছো দেশে ফিরলেই ওড়নায় একগুচ্ছ সুগন্ধি মাখাবে একুশে চত্বরে, যতবার
বলেছো কবিতা লেখো তুমি, তোমারও আসছে নতুন কবিতার বই, ততবার
নিগূঢ় প্রেম বুনেছো তুষারের বিজন শৈত্যতায়, দেখেছি
কী দুর্নিবার জ্বলছিল তোমার অজর ইচ্ছেরা
ওগো সরলা মেয়ে, তোমার সাদাকালো ছবিখানি পুরোনো দিনের গানের মতোই
নির্ভেজাল, আর সুন্দর সান্নিধ্যময়
তাকে দেখি, শুভ্র হাসির ভেতর ফুল ফোটে, কবিতার কূজন শুনি
ওগো সাদাকালো মেয়ে, কথা ছিল কবিতা দেবে, সর্বাঙ্গীন প্রচ্ছদে সুনিপুণ ছানার মতো 
প্রেমচিহ্ন এঁকে দিয়ে তুলে দেবে কবিতার বই, দেশে ফিরলেই
শীঘ্রই আসছি দেশে। আমার হাতে কোনো কবিতা নেই। প্রেমের জন্য
কোনো কোনো দিন কবিতা লিখেছি, প্রেম পাওয়া হয়ে গেলে
কী কাজ ছাইভস্ম কবিতায়, যখন পুরোটা পৃথিবী তুমুল কবিতাময়
তোমাকে কালও দেখি নি, পরশু, কিংবা তারও আগে
আসছি দেশে। শীঘ্র বেরিয়ে পড়ো গোপন সুড়ঙ্গ থেকে। এবার প্রেম হবে।
৪ ফেব্রুয়ারি ২০১১
উৎসর্গঃ কবিতার মেয়ে
 ৩৮ টি
    	৩৮ টি    	 +৯/-০
    	+৯/-০  ১৪ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
১৪ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গভীর মনোযোগে পড়ার জন্য অনেক ধন্যবাদ নাঈম ভাই। শুভেচ্ছা।
২|  ১৪ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:১২
১৪ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমার সাদাকালো ছবিখানি পুরনো দিনের গানের মতোই নির্ভেজাল - - - 
বাহ!
অনেক ভাল লাগল ভায়া  
 
+++++
  ১৪ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:৩০
১৪ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী। শুভেচ্ছা রইল।
৩|  ১৪ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:২২
১৪ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:২২
সনেট কবি বলেছেন: সুখপাঠ্য কবিতা।
  ১৪ ই মে, ২০১৮  রাত ৯:০৪
১৪ ই মে, ২০১৮  রাত ৯:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সনেট কবি ফরিদ ভাই।
৪|  ১৪ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:৪২
১৪ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:৪২
মনিরা সুলতানা বলেছেন: কি চমৎকার প্রকাশ !!! 
মুগ্ধতা!
  ১৪ ই মে, ২০১৮  রাত ৯:০৪
১৪ ই মে, ২০১৮  রাত ৯:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা।
৫|  ১৪ ই মে, ২০১৮  রাত ৮:৫৪
১৪ ই মে, ২০১৮  রাত ৮:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হোক তবে প্রেমই হোক। 
 সুন্দর কাব্যে ভাল লাগা।
  ১৪ ই মে, ২০১৮  রাত ৯:০৫
১৪ ই মে, ২০১৮  রাত ৯:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি, তবে প্রেমই হোক। ছ্যাঁকাট্যাকা আর ভালো লাগে নাহ 
৬|  ১৪ ই মে, ২০১৮  রাত ৯:০৫
১৪ ই মে, ২০১৮  রাত ৯:০৫
কাওসার চৌধুরী বলেছেন: বাহ! চমৎকার কবিতা।
  ১৪ ই মে, ২০১৮  রাত ৯:৪৮
১৪ ই মে, ২০১৮  রাত ৯:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাওসার চৌধুরি।
৭|  ১৪ ই মে, ২০১৮  রাত ৯:১২
১৪ ই মে, ২০১৮  রাত ৯:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ১৪ ই মে, ২০১৮  রাত ৯:৪৯
১৪ ই মে, ২০১৮  রাত ৯:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ+
৮|  ১৪ ই মে, ২০১৮  রাত ১০:০৩
১৪ ই মে, ২০১৮  রাত ১০:০৩
অর্থনীতিবিদ বলেছেন: সাদা কালো ছবির কথা বলে সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন।
  ১৪ ই মে, ২০১৮  রাত ১০:২৭
১৪ ই মে, ২০১৮  রাত ১০:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাদাকালোছবিগুলো রবে নীরবে আমাদের মন ও মননে।
৯|  ১৪ ই মে, ২০১৮  রাত ১০:১২
১৪ ই মে, ২০১৮  রাত ১০:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
  ১৪ ই মে, ২০১৮  রাত ১০:২৮
১৪ ই মে, ২০১৮  রাত ১০:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।
১০|  ১৫ ই মে, ২০১৮  রাত ২:৩৭
১৫ ই মে, ২০১৮  রাত ২:৩৭
শিখা রহমান বলেছেন: ভালো লেগেছে, বিশেষ করে শেষের লাইনটা। 
কবিতা খোঁজা ছেলেকে নিয়ে অনেক আগে একটা কবিতা লিখেছিলাম। মনে পড়ে গেলো। 
শুভকামনা। ভালো থাকবেন কবি। আর প্রেম হোক, কবিতা লেখা হোক।
  ১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৪১
১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা খোঁজা ছেলেকে নিয়ে অনেক আগে একটা কবিতা লিখেছিলাম। মনে পড়ে গেলো।  মনে পড়ে গেলো ভালো কথা, কিন্তু ওটা শেয়ার করলেন না বলে মনটা বেদনায় ভরে গেলো  আশা করি অতি সত্বর পোস্ট করিয়া বাধিত করিবেন।
 আশা করি অতি সত্বর পোস্ট করিয়া বাধিত করিবেন।
অনেক অনেক ধন্যবাদ।
১১|  ১৫ ই মে, ২০১৮  সকাল ৯:১০
১৫ ই মে, ২০১৮  সকাল ৯:১০
সোহানী বলেছেন: যেভাবে ডাকাডাকি করছেন তাতে গর্ত থেকে বের না হয়ে উপায় কি  
  ১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৪৩
১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃহাঃহাঃ কমেন্ট পড়ে একচোট না হাসিয়া উপায় ছিল না। কিন্তু তিনি বের হইতেছেন না কেন, গভীর রহস্যের বিষয়।
১২|  ১৫ ই মে, ২০১৮  সকাল ১০:৩২
১৫ ই মে, ২০১৮  সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: মনের আবেগ সুন্দর করে লিখেছেন।
  ১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৪৪
১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মনের আবেগ বুঝতে পারার জন্য।
১৩|  ১৫ ই মে, ২০১৮  দুপুর ১২:৪৮
১৫ ই মে, ২০১৮  দুপুর ১২:৪৮
জুন বলেছেন: এইবার তাকে আসতেই হবে দেশী ভাই । 
এমন করে ডাকলে না এসে পারে    
  
সুন্দর কবিতাটি ভালোলাগলো
  ১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৪৯
১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ দেশী আপু। এত ডাকাডাকির পর কি কেউ ঘুমাইয়া থাকতে পারে? তাকে আসতেই হবে 
কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু।
১৪|  ১৫ ই মে, ২০১৮  বিকাল ৩:১৬
১৫ ই মে, ২০১৮  বিকাল ৩:১৬
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া।
  ১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৫০
১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা আপনার ভালো লাগায় আমার আনন্দ হলো। ধন্যবাদ।
১৫|  ১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৪৬
১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৪৬
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর ++
  ১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৫১
১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ+++
১৬|  ১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৫২
১৫ ই মে, ২০১৮  বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ মনের আবেগ বুঝতে পারার জন্য। 
ভালো থাকুন।
  ১৫ ই মে, ২০১৮  বিকাল ৫:০৮
১৫ ই মে, ২০১৮  বিকাল ৫:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনিও ভালো থাকুন রাজীব নুর ভাই।
১৭|  ১৬ ই মে, ২০১৮  সকাল ১১:৪৬
১৬ ই মে, ২০১৮  সকাল ১১:৪৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার প্রকাশ।
  ২০ শে মে, ২০১৮  দুপুর ১২:২৯
২০ শে মে, ২০১৮  দুপুর ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অনন্য দায়িত্বশীল।
১৮|  ১৬ ই মে, ২০১৮  দুপুর ২:৪৪
১৬ ই মে, ২০১৮  দুপুর ২:৪৪
জাহিদ অনিক বলেছেন: 
বেশ সুন্দর কবিতা ভাইয়া
  ২০ শে মে, ২০১৮  দুপুর ১২:২৯
২০ শে মে, ২০১৮  দুপুর ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক।
১৯|  ১৮ ই মে, ২০১৮  রাত ৮:৪৯
১৮ ই মে, ২০১৮  রাত ৮:৪৯
নীহার দত্ত বলেছেন: কবিতায় ভালোলাগা
  ২০ শে মে, ২০১৮  দুপুর ১২:২৯
২০ শে মে, ২০১৮  দুপুর ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নীহার দত্ত।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৮
১৪ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ, আমি খুব গভীর মনোযোগে পড়ে ফেললাম। ভালো লাগলো কাব্যরস,
প্রেমেই সকল মুক্তি