নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
বাংলাদেশের সোশ্যাল মিডিয়া নির্ঝঞ্ঝাট ও বিবাদহীন রাখার জন্য মেক্সিকোর কাছে ব্রাজিলের ৪-৩ গোলে হারার বিকল্প নাই। আজ ফ্রান্সের কাছে আর্জেন্টিনার ৪-৩ গোলের হারে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের হৃদয়ে যে-রক্তক্ষরণ হচ্ছে, ব্রাজিল সাপোর্টারদের তীর্যক বুলিবর্ষণে তা আরো বহুগুণ বেড়ে যাবে; এর প্রায়শ্চিত্ত সম্ভব কেবল মেক্সিকোর কাছে ব্রাজিলের হারের মধ্য দিয়ে।
ব্রাজিল আর আর্জেন্টিনাকে সাপোর্ট করা নিয়ে বাংলাদেশীদের মধ্যে যে বাক-বিতণ্ডা, ট্রল, পালটা ট্রল, এমনকি ঝগড়া-বিবাদের মতো ঘটনা ঘটে, পৃথিবীর আর কোথাও এমনটা নেই। ২০১০ বিশ্বকাপ চলাকালীন সময়ে ব্রাজিল, আর্জেন্টিনাসহ আরো বেশ কিছু বিশ্বকাপ খেলুড়ে দেশের মানুষের সাথে আমার একত্রে থাকার সুযোগ ঘটেছিল। তাদের মধ্যে খেলার ফলাফল বিষয়ে নির্মল আনন্দ উপভোগ দেখে আমার বুক ভরে যেত এবং কারো দেশ জিতলে অন্য দেশ অভিনন্দন জানাতো, হারলে 'নেক্সট টাইম' বলে সান্ত্বনা দিত। আর আমাদের বাঙালি কমিউনিটিতে এই দুই দলের খেলা নিয়ে চুলচেরা বিশ্লেষণ, কে বড়ো, কে মহান, কে ইতর, ইত্যাদি বিতর্কে দেখতাম মুখ কালাকালি, পাল্টাপাল্টি যুক্তিতে রাত কাবার
নিজের প্রিয় দল হেরে গেলে খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু এ নিয়ে কোন্দলে জড়িয়ে পড়া ঠিক না। আর্জেন্টিনা বা ব্রাজিল আমাদের এমন কোনো বন্ধুপ্রতিম দেশ না, যারা নানাভাবে আমাদের দেশকে সাপোর্ট দিয়ে আসছে। এবং যাদের জেতানোর জন্য আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। তাদের সাপোর্ট করার জন্য বাড়াবাড়িতে জড়িয়ে পড়া একেবারেই আহাম্মকি কাজ বলে আমি মনে করি। খেলা দেখতে বসে আমরা খেলা উপভোগ না করে ভিতরে ভিতরে জেদের বশে ফুলতে থাকি- আমার টিম জিতলে আজ ওর একহাত নিয়া নিমু
আমি কোনো দলেরই ডাই-হার্ড সাপোর্টার না। ব্রাজিল, স্পেন, ইটালি, বেলজিয়াম, ইউএসএ, ক্যামেরুন, নাইজেরিয়া, সুইডেন, সুইজারল্যান্দ, ইত্যাদি কিছু দেশের খেলা আমার ভালো লাগে। আর্জেন্টিনা বা ফ্রান্সের খেলা আমাকে কোনোদিনই তেমন টানে নি, তবে, আজ ফ্রান্সের খেলা দেখে আমি মুগ্ধ হয়েছি। আর্জেন্টিনার দু-একটা খেলা অতীতে আমার ভালো লেগেছিল, যার একটি ছিল ২০১০-এ সাউথ আফ্রিকার সাথে, আরেকটা কোনো এক বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া, ১৯৯০ থেকে এ পর্যন্ত সব সময়ই আর্জেন্টিনাকে একটা সাদামাটা দল হিসাবে মনে হয়েছে। যারা আর্জেন্টিনার সাপোর্টার, তারা আমার মতে ক্লাব ফুটবলের স্টার দেখে আর্জেন্টিনাকে পছন্দ করে, অথবা ম্যারাডোনার নাম শুনে। কিন্তু আর্জেন্টিনার খেলা দেখে দল পছন্দ করতে গেলে আমার মনে হয় না আর্জেন্টিনা সেইরকম ভালো খেলা দেখিয়ে কখনো কোনো ইমেজ গড়তে পেরেছিল (১৯৯০ থেকে)। আমি মূলত দলের খেলা দেখেই দল পছন্দ করি। এজন্য আমি কোনো জেনুইন সাপোর্টার না। যাদের খেলা ভালো লাগে, তারাই আমার ফ্যাভারিট হয়ে যায়। আমি এভাবেই খেলা উপভোগ করতে ভালোবাসি।
ব্রাজিল-আর্জেন্টিনা বাদ পড়ে যাক। নতুন নতুন চ্যাম্পিয়ন দেখতে চাই। সেনসেশনাল ম্যাচে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দিনের সেরা দল পরের রাউন্ডে যাক, আমি সেটা চাই। ১৬-তে যারা উঠেছে, কেউ কারো চেয়ে কম না। এশিয়ান দেশ হিসাবে জাপান আমার পছন্দের শীর্ষে থাকবে।
আসুন, মনোমালিন্য ভুলে গিয়ে খেলা দেখার নির্মল আনন্দ উপভোগ করি।
০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এক কথায় খুব সুন্দর বলেছেন। বাড়াবাড়ি ভালো না।
২| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:০৬
মেটাফেজ বলেছেন: স্যালুট বস। আপনি শুধু বুচছেন আমার মনের কথা। দুইদলের ছাগল সমর্থক আর পত্রিকাগুলার খবর দেক্লে মেজাজ খারাপ হয়া যায়। অনেক ধৈণ্যা।
০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ব্রাদার। শুভেচ্ছা।
৩| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
পর্তুগাল! CR7!
০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পর্তুগাল শক্তিশালী দল। ইউরো চ্যাম্পিয়ন। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো দল।
৪| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার কাছে জার্মানি ছিল প্রথম পছন্দ। কিন্তু এবার কী যে হল! জার্মানির বিদায়ে কষ্ট পেয়েছি।
০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জার্মানি আমারও প্রিয় টিম।
৫| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১:৩১
Mohammad monjur ali বলেছেন: অনেক ভাল লেগেছে খুব সুন্দর লাগলো
০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬| ০১ লা জুলাই, ২০১৮ ভোর ৬:৪১
কেএসরথি বলেছেন: ভাইয়া ব্রাজিলতো অঘটন না ঘটলে, সেমি ফাইনাল পর্যন্ত ক্লিয়ার!
০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মেক্সিকো শক্তিশালী টিম। জার্মানিকে ১-০ গোলে হারিয়েছিল। ২য় রাউন্ডে ব্রাজিলকে হারালে সেটা অঘটন হবে না।
৭| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ৭:০০
কাওসার চৌধুরী বলেছেন: শুভ সকাল, ভাই।
আমিও চাই নতুন কোন দল চ্যাম্পিয়ন হোক। বেলজিয়ামের সম্ভাবনা আছে।
০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বেলজিয়ামের খেলাও খুব ভালো। গত বিশ্বকাপে তাদের খেলা খুব ইমপ্রেসিভ ছিল।
৮| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ৭:৪২
গোধুলী বেলা বলেছেন: ব্রাজিলের বর্তমান পারফরমেন্স থেকে এইটুকু বলা যায় তারা আরো কয়েকটা ম্যাচ পর্যন্ত খেলা উপহার দিবে।
০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একমত।
৯| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: শেষের লাইনটা সুন্দর লিখেছেন।
আর্জেন্টিনা ভালবাসার নাম। জয় পরাজয় খেলার অংশ। সুন্দর প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা দেখলো বিশ্ব।
০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালোবাসার জয় হোক।
১০| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১১
সিফটিপিন বলেছেন: বিশ্বকাপ নিয়ে যত গুলো লেখা তার মধ্যে এই লখাটা আমার ভালো লেগেছে।
যারা বেশি বাড়াবাড়ি করে তারা অন্ধ সাপোর্ট করে।
০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সিফটিপিন।
১১| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬
শাওন সাফা বলেছেন: বিড়ালে ছিক্কার দুধ খাইতে না পারলেই হারাম।।
০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
১২| ০২ রা জুলাই, ২০১৮ দুপুর ২:১১
সেলিম আনোয়ার বলেছেন: পচা পোস্ট ।
০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
১৩| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:০৯
আখেনাটেন বলেছেন: কিন্তু সোনাবীজ ভাই, আজকে মেক্সিকোর সাথে যে খেলা দেখলাম তাতে তো মনে হচ্ছে হেক্সা মিশন রাশিয়াতেই পুরুন হবে।
০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাইতো!! এই বিশ্বকাপ নেইমারের
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাড়াবাড়ি করা ভাল নয়। তবে প্রিয় দলের পরাজয়ে মন খারাপ হতেই পারে। বাংলাদেশে যেটা হয় সেটা অতিরিক্ত। এর অবসান দরকার...