|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
সবার জন্য ভালোবাসা। সবার জন্য শুভকামনা- একদিন সকালে ঘুম থেকে জেগে দেখবেন, আলোর হাসিতে ঝলমল করছে বাতাসের কণা, গাছের পাতারা আনন্দে দুলছে রোদের আড়ালে, চারিদিকে তাকিয়ে দু’চোখ উজাড় হয়ে যাচ্ছে আপনার! আহা, এত আনন্দ! এত আনন্দ কোথায় ছিল এতকাল!
পত্রিকার পাতায়, টেলিভিশনের পর্দায়, সোশ্যাল মিডিয়ায় সুখ আর সমৃদ্ধির খবরে আপনার হৃদয় উদ্বেলিত হয়; এক অসাধারণ অনুভূতি আপনার সর্বাঙ্গে বাঙ্ময় হয়ে ওঠে।
আজ কোথাও আত্মঘাতী জঙলিদের হামলার সংবাদ নেই। সড়ক দুর্ঘটনায় অগুনতি মানুষের মৃত্যু হয় নি আজ। স্ত্রী ও শাশুড়ির যোগসাজসে ছাত্রী বালিকাকে দফায় দফায় তুফানীয় গণধর্ষণ, অতঃপর মা-সহ মুণ্ডুমুণ্ডন, কিংবা ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ শেষে গলা টিপে হত্যা ও ল্যাট্রিনে লাশ গুম- এসব নৃশংসতা আর বর্বর নৈরাজ্যের কোথাও কোনো পোর্টাল নেই।
আপনি অবাক! এ কোন অবাক বিশ্বের অবাক ভূ-ভাগে আপনি! স্বপ্নও এতটা হয় নি কখনো, অথবা কল্পনা। আপনার হৃদয় উদ্বেলিত; আপনার সর্বাঙ্গে অনুভূতিরা বাঙ্ময়।
সবার জন্য ভালোবাসা। সবার জন্য শুভকামনা- অন্তত একদিন এ সোনার বাংলায় এমন স্বপ্নের এমন একটা দিন আপনার আমার আমাদের সবার হয়ে উঠুক।
৩১ জুলাই ২০১৭
 ৩৬ টি
    	৩৬ টি    	 +৬/-০
    	+৬/-০  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৩
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা একটা কবিতা। ৩১ জুলাই (আমার জন্মদিন) ২০১৭-এ লেখা। কবিতার নাকি অনেক অর্থ হয়, একেক পাঠকের কাছে একেক রকম। এর ভেতরে কিছু আছে কিনা তা কেবল পাঠকই বলতে পারবেন।
আপনার জন্যও শুভকামনা থাকলো চাঁদগাজী ভাই।
২|  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০০
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: সবার জন্য ভালোবাসা! সবার জন্য শুভকামনা।
প্রবঞ্চকের জন্য নয় ।
  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৫
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রবঞ্চকের জন্যও শুভকামনা থাকলো, যাতে সে নিজের ভুল বুঝতে পেরে পরার্থে আত্মত্যাগ করতে পারে।
ভালো থাকবেন প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
৩|  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০১
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০১
নীলপরি বলেছেন: সদর্থক পোষ্ট ।
  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৮
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'সদর্থক'- একটা ভালো শব্দ ব্যবহার করেছেন। আপনার ক্রিয়েটিভিটি ভালো লাগছে (সর্বশেষ আপনার কবিতাটি পড়ে আসার পর বলছি)।
ধন্যবাদ নীলপরি।
৪|  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২১
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২১
বাকপ্রবাস বলেছেন: এত সুখ সইব কেমন করে!!!!!!!
  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:২১
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাইতো! এ চিন্তা তো কখনো মাথায় আসে নি!
৫|  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৪
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৪
জাহিদ অনিক বলেছেন: 
সবার জীবনে শান্তি আসুক- অন্তত একবার হলেও আসুক।
  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:২০
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবার জীবনে শান্তি আসুক- অন্তত একবার হলেও আসুক।
৬|  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৬
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই দুর্ভাগা দেশে যেদিন  আত্মঘাতী জঙলিদের হামলার সংবাদ থাকবেনা। সড়ক দুর্ঘটনায় অগুনতি মানুষের মৃত্যু হবেনা। স্ত্রী ও শাশুড়ির যোগসাজসে ছাত্রী বালিকাকে দফায় দফায় তুফানীয় গণধর্ষণ, অতঃপর মা-সহ মুণ্ডুমুণ্ডন, কিংবা ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ শেষে গলা টিপে হত্যা ও ল্যাট্রিনে লাশ গুম- এসব নৃশংসতা আর বর্বর নৈরাজ্যের কোথাও কোনো পোর্টাল না থাকে। মানে আপনি যদি এসব দেখতে না পান, তবে বুঝে নিবেন, আপনি মারা গেছেন।   
 
তবুও আশায় রইলাম, একদিন সুদিন আসবে।
  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১৮
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই দুর্ভাগা দেশে যেদিন আত্মঘাতী জঙলিদের হামলার সংবাদ থাকবেনা। সড়ক দুর্ঘটনায় অগুনতি মানুষের মৃত্যু হবেনা। স্ত্রী ও শাশুড়ির যোগসাজসে ছাত্রী বালিকাকে দফায় দফায় তুফানীয় গণধর্ষণ, অতঃপর মা-সহ মুণ্ডুমুণ্ডন, কিংবা ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ শেষে গলা টিপে হত্যা ও ল্যাট্রিনে লাশ গুম- এসব নৃশংসতা আর বর্বর নৈরাজ্যের কোথাও কোনো পোর্টাল না থাকে। মানে আপনি যদি এসব দেখতে পান, তবে বুঝে নিবেন, আপনি মারা গেছেন।  
  
  
  
  
  
  
  
  
 
আপনার হিউমারের কোনো তুলনা নাই। কদমবুচি নিন 
শেষ লাইনে 'না' লিখে ফেলায় অর্থ উলটে গিয়েছিল, ওটা বাদ দিয়ে কোট করলাম 
আশা করতে তো আর টাকা লাগে না, যেমন স্বপ্ন দেখতে না চাইলেই আপনি ঠিকই ঘুমের মধ্যে বাসের নীচে চাপা পড়া থেকে কোনোরকমে বেঁচে উঠবেন, হেলমেট পরা দুর্বৃত্তদের দা-এর কুপ থেকে বাঁচার জন্য দৌড়ে ছুটতে থাকবেন।
বিনে পয়সায় কিছু স্বপ্ন বোনা যাক।
৭|  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:২০
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:২০
বিজন রয় বলেছেন: প্রথম প্লাসটি আমার!
এই লেখাটিতে অনেক আশা খবর পেলাম।
যদি সত্যি এমন হয়!!
আপনি কেমন আছেন?
  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:৪৮
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম প্লাসটি আমার! হাহাহাহা। খুবই ইন্টেলিজেন্ট রিমার্ক! একমাত্র প্লাসের মধ্যে সর্বশেষ প্লাসটিও আপনার 
হ্যাঁ, অনেক আশার কথাই এখানে শোনা যাচ্ছে, যদি তা সত্যে পরিণত হতো!
আমি ভাই ভালো আছি আল্লাহর রহমতে। আপনার সময় এখন কেমন কাটছে?
৮|  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:৪৮
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: বেশতো!!  হোক না কলরব, সবার জন্য ভালোবাসা । সবার জন্য শুভকামনা । 
পোষ্টে আপনার জন্য রইল  ভালোবাসা ও শুভকামনা  ।
  ০৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:০৩
০৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তবে হোক কলরব। 
'ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো ক্যান 
অসম্ভবে কখন কবে মেঘের সাথে মিল হলো ক্যান 
হোক অযথা এসব কথা'
আপনার জন্যও রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।
৯|  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:৫২
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:৫২
বিজন রয় বলেছেন: মাঝে জ্বর হলো। তাই শরীরটা খুব ভাল নয়।
আর পেশাগত ব্যস্ততা খুব বেশি।
ব্লগে তেমস সময় দিতে পারি না।
তাই আপনাদের সান্নিধ্য ও লেখা থেকে বঞ্চিত হই।
শুভকামনা রইল।
  ০৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:০৬
০৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশা করি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন অতি শীঘ্রই। পেশাগত ব্যস্ততা খুব বেশি থাকার একটা খুব পজিটিভ দিক আছে। বহির্জগতের কোনোকিছু আপনার অনুভূতিকে নাড়া দিয়ে খামোখা কষ্টের মধ্যে ফেলে দেবে না।
ভালো থাকুন সবসময়।
১০|  ০৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৫২
০৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: পড়লাম।
  ০৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:০৭
০৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।
১১|  ০৬ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৩৩
০৬ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৩৩
সোহানী বলেছেন: কারন অামরা রঙ্গীন চশমা পরে দেখি তারপর খবরে তা প্রচার করি তাই কিছুই চোখে পড়ে না!!!!!!! আর সে চশমাতে আকাঁ থাকে বালি কিংবা হাওয়াইন দ্বীপের কোন দৃশ্য!!!!!!!!!!!
  ০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১২:১৬
০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১২:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহ সোহানী বু, এত কঠিন কমেন্ট করে ফেললেন!!!
১২|  ০৬ ই আগস্ট, ২০১৮  রাত ৯:০৫
০৬ ই আগস্ট, ২০১৮  রাত ৯:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ সত্যিই যদি এমনটা হত। 
হবে হয়ত কোন একদিন।
  ০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১২:১৪
০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১২:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হবে হয়ত কোন একদিন - এমন আশায়ই বুক বেঁধে থাকা।
ধন্যবাদ মাহবুবুল আজাদ ভাই।
১৩|  ০৭ ই আগস্ট, ২০১৮  রাত ৩:৫৪
০৭ ই আগস্ট, ২০১৮  রাত ৩:৫৪
কাওসার চৌধুরী বলেছেন: 
আশাবাদী হতে মন চায়; এমন একটি দেশতো আমরা সবাই চাই। +++
  ০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১২:০৮
০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১২:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি
সকল দেশের সেরা সেই দেশটির জন্য আদিগন্ত তাকিয়ে আছি।
১৪|  ০৭ ই আগস্ট, ২০১৮  ভোর ৪:০৭
০৭ ই আগস্ট, ২০১৮  ভোর ৪:০৭
চাঙ্কু বলেছেন: সবার জন্য ভালোবাসা তবে কিছু খাটাশের জন্য ছাড়া
  ০৭ ই আগস্ট, ২০১৮  রাত ৮:২৬
০৭ ই আগস্ট, ২০১৮  রাত ৮:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চলুন, খাটাশদের জন্য বরং আরো বেশি ভালোবাসা ছড়িয়ে দিই, যাতে ওরা সত্যিকারের মানুষ হয়ে ওঠে।
অনেকদিন পর মিঃ চাঙ্কুকে দেখছি 
১৫|  ০৭ ই আগস্ট, ২০১৮  রাত ৯:১৯
০৭ ই আগস্ট, ২০১৮  রাত ৯:১৯
জোহা প্রকাশন বলেছেন: এত ভালোবাসা কোথায় পান
  ০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১২:০৫
০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালোবাসা মানুষের জন্য। মানুষের ভেতর থেকেই ভালোবাসার উন্মেষ ঘটে।
১৬|  ০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১২:০২
০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১২:০২
চাঙ্কু বলেছেন: তাও ঠিক কইছেন। বালুবাসা দিয়ে নাকি অনেক কিছুই জয় করা যায়। 
হ্যাঁ, মেলাদিন পরে ব্লগে আসলাম। আপনি এখনও নিয়মিত আছেন দেখে ভাল্লগাছে 
  ০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১২:০৩
০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১২:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আমি কিছুটা অনিয়মিতভাবে নিয়মিত আছি। ভালো থাকবেন।
১৭|  ০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১০:৩৮
০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১০:৩৮
উদাসী স্বপ্ন বলেছেন: শান্তির মা পড়ত গেইয়্যে
  ০৯ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:১৭
০৯ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শান্তির মা পড়ে গেছে? কী যে লিখলেন, মাথায় ঢুকলো না 
১৮|  ১২ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:২১
১২ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:২১
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই  , 
বড় কঠিন স্বপ্নাশা !
তবুও কবিতার কথায় বলি - 
"যেখানে দেখিবে ছাই 
উড়াইয়া দেখ তাই 
পেলেও পাইতে পারো
অমূল্য স্বপন ............."
  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ১০:১৪
১২ ই আগস্ট, ২০১৮  রাত ১০:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্বপ্নাশা করতে তো টাকা লাগবে না। বিনা খরচে যেহেতু কিছু আশা করা যায়, তাহলে সবচেয়ে বড়োটাই আশা করতে দোষ কী?
ভালো থাকুন আহমেদ জী এস ভাই।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৫২
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৫২
চাঁদগাজী বলেছেন:
কোন বার্তা দিতে চেয়েছেন?