নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কুড়িয়ে পাওয়া ছড়া

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯


আমার ছিল একটি রাধা
নাম ছিল তার নদী
কাজ ছিল তার নিরবধি
সারেগামা সাধা

তার ছিল না প্রেমের মোহ
ছিল ভাতের খিদে
তার ছিল খুব সাদাসিধে
ফুলের সমারোহ



মাথায় আমার টাক পড়েছে
তাই ভুলে যাই পড়া
হাতের লেখা খারাপ বলে
তিন বেলা খাই বড়া

গেলাস গেলাস পানি খেয়েও
বুকের ভেতর খরা
ঘুমের ভেতর হাঁটতে থাকি
দোস্তগীরের ঘোড়া

নাচতে আমি ভুলেই গেছি
বাঁকা আমার উঠোন
পুরুষ আমি- লজ্জাটা তাই
মহামূল্য ভূষণ

চাঁদের আলোয় ঝলসে গেছে
সারা দেহের চামড়া
এই ভোগান্তি সারবে কি ভাই
আমি তুমি আমরা?

১৬ নভেম্বর ২০১৭


ঋণঃ

ব্লগার বিলিয়ার রহমান ও আমি তুমি আমরা





আরো ছড়া যদি খেতে চান
তবে এখনই নীচের লিংকে গিয়ে ধুমছে ক্লিকান
অতঃপর ডাউনলোড করুন
তারপর ঘুমিয়ে পড়ুন

ই-বুক আজগুবি ছড়া, ২৬ মার্চ ২০১৮

উপরের লিংকটা যদি ওপেন না হয়, তাহলে নীচের লিংক থেকে 'আজগুবি ছড়া' ও অন্যান্য যে-কোনো আজগুবি বই ডাউনলোড করলে আমার কোনো আপত্তি থাকবে না :(

আজগুবি ছড়া


সেই সাথে ঘুরে আসতে পারেন সুকুমার শায়মাকে উৎসর্গ করা নীচের পোস্টটিও :)

ছড়ার পাহাড়


ফুটনোটঃ

মাঝে মাঝে পুরোনো ব্লগ পড়ি আর পুরোনো দিনের গানের মতো সেগুলো উপভোগ করি, বিশেষ করে কমেন্টগুলো। আগে কমেন্টের ঘরে অনেক ছড়া বা কবিতার জন্ম হতো। এরকম আরো ব্লগার আছেন, যেমন বর্তমানের বিদ্রোহী ভৃগু, প্রমুখ। ছড়ার দ্বৈরথও অনেক হয়েছে। সুকুমার শায়মা :) সবাক, রাগ ইমন, সুরঞ্জনা মায়া, প্রমুখ অনেকেই সেই ছড়া খেলায় অংশগ্রহণ করতেন। এভাবে লেখা হয়ে যাওয়া কবিতা বা ছড়াগুলোর কপি সংরক্ষণ করলেও অনেক সময় অনেক লেখাই কেবল পোস্টেই থেকে যেত। পুরোনো পোস্ট পড়তে যেয়ে আজ আমার নিজের একটা ছড়ার পোস্টে এ ছড়া দুটি পেয়ে যাই। প্রথম ছড়াটি ব্লগার বিলিয়ার রহমানের একটা ছড়ার উত্তরে লেখা। ২য় ছড়াটি জিনিয়াস ব্লগার আমি তুমি আমরা'র একটা প্রশ্নের উত্তরে লেখা, এবং এটা আমারই অন্য একটা ছড়া দুরারোগ্য সংকট-এর ৩য় ভার্সন মাত্র।



উৎসর্গঃ যাঁকে অনেক খোঁচাই


মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০

স্রাঞ্জি সে বলেছেন:

যাঁকে অনেক খোঁচাই। ইহা কোন গুণীজন ব্লগার হইবেক।


ছড়ার পাহাড় বললে ভুল হবে, হয়ত। উহা যেন ছড়ার হিমালয়।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাঁকে অনেক খোঁচাই। ইহা কোন গুণীজন ব্লগার হইবেক। হেহেহেহেহেহেহেহে। নিজ বিবেচনায় বুঝে নেবেন। সেই সাথে নীচের ভিডিওটাও পারলে দেখে নেবেন :)



আমরা ভাবি একটা, হয় আরেকটা :(


ছড়ার পাহাড় বললে ভুল হবে, হয়ত। উহা যেন ছড়ার হিমালয়। মুসা ইব্রাহীমের কাতারে নাম লেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।

২| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: পড়ে ভীষণ লাগলো ভালো কুড়িয়ে পাওয়া ছড়া
মন্তব্য এর ঘরে ছড়ার জন্ম, এতো আসলেই মনকাড়া !:#P
সিনিয়র সেই ব্লগারদের আজ জানাই আমার সালাম
তাদের গুণের বদৌলতেই আজ ছড়ার পাহার পে্লাম B-)

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি এসেই ছেড়ে দিলেন
মস্ত কথার ফুলঝুড়ি!!!
আপনার সাথে অন্যজনের
মাঝে মাঝেই ভুল করি :(

৩| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছড়া খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো নিচের কথাগুলোও।

এখনকার ব্লগারদের সময় খুব কম, তাই ছড়া লিখার সময় ধৈর্য কোনটাই হয় না ভাই।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নানা কারণে আমাদের সবারই ব্যস্ততা অনেক বেশি। একটা অস্থিরতা সারাক্ষণ কাজ করে। ফলে কোনোকিছুতেই আমরা শতভাগ মনোনিবেশ করতে পারি না, সেটা ব্লগিং, ফেইসবুকিং হোক, বা কর্মক্ষেত্রই হোক।

অনেক ধন্যবাদ নাঈম ভাই ছড়া পাঠ ও মন্তব্যের জন্য।

৪| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

স্বপ্ন কুহক বলেছেন: সবগুলো ছড়া পড়তে সুস্বাদু লাগলো

আপনি এখন ভালো আছেন ?

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলো ছড়া পড়তে সুস্বাদু লাগলো । অনেক অনেক ধন্যবাদ।


আপনি এখন ভালো আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাই।

আপনি কি কুহক'? কুহক মাহমুদ? এই নিকে কেন?

কুহক' বা অন্য যেই নিকের হোন না কেন, ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আশা করি সাথেই থাকবেন।

শুভেচ্ছা।

৫| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! খুব সুন্দর । আপনি চমৎকার লেখেন। আপপার ছড়া পাহাড় ঘুরে এলাম।


অনেক অনেক শুভেচ্ছা আপনাকে ।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্ট ও আগ্রহে খুব অনুপ্রাণিত হচ্ছি। অনেক অনেক ধন্যবাদ পদাতিক চৌধুরি।

ভালো থাকবেন।

৬| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: ভাল লিখেছেন সোনাবীজ ভাইয়ু।।।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ভাইডে।

৭| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: আপনার ইবুক তো ওপেন হচ্ছে না!

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সমস্যাটা ধরতে পারছি না :(

৮| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

নীলপরি বলেছেন: সুন্দর লাগলো । টীকার কথাও ভালো লাগলো ।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লাগলো জেনে ভালো লাগলো। ধন্যবাদ নীলপরি।

৯| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২১

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




দুরারোগ্য সংকটই বটে । এ ভোগান্তির শেষ নেই । তবে মাথার চুল পড়ে যাবে , দাঁত ক্ষয়ে যাবে , চামড়া ঝুলে যাবে কিন্তু এই সব স্মৃতিময় ছড়া অনন্ত যৌবনা , রাধা হয়ে নিত্য নেচে যাবে গোপনে গোপনে ................

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তবে মাথার চুল পড়ে যাবে , দাঁত ক্ষয়ে যাবে , চামড়া ঝুলে যাবে কিন্তু এই সব স্মৃতিময় ছড়া অনন্ত যৌবনা , রাধা হয়ে নিত্য নেচে যাবে গোপনে গোপনে ...... খাসা বলেছেন। মনে হলো আধুনিক রুমী ব্লগে নেমে এসেছেন :)

অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই।

১০| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯

বাকপ্রবাস বলেছেন: খরা আর ঘোড়ার অন্ত্যমিলটা দূর্বল ছিল, বাকিটা সুন্দর

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরে তাইতো, খরার সাথে ঘোড়া কোথা থেকে আসলো, খেয়াল করি নাইতো !!!

১১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১০

জাহিদ অনিক বলেছেন:
বাহ! ২ নাম্বারটা ভালো লাগ্লো বেশ!
যারে খোচান-
তার ছবি দেখেছি ;)

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, তাকে নিয়ে নিয়া একটা সিনেমা বানানোর কথা ভাবছি।

১২| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর করে একটার পর একটা শব্দ বসিয়ে লিখেছেন।
ভালো লাগলো। আহ আমি যদি এমন করে মিল দিয়ে দিয়ে লিখতে পারতাম !!!

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব সুন্দর করে একটার পর একটা শব্দ বসিয়ে লিখেছেন। চমৎকার একটা কথা বলেছেন। আগে এটা মনে হয় নি যে একটার পর একটা শব্দ বসিয়ে লিখছি। দেখি, একবার একটার নীচে আরেকটা শব্দ বসিয়ে লেখার চেষ্টা করবো, নীচেরটার মতো।

রাজীব
নুর
ভাই
তোমার
জুড়ি
নাই
তুমি
খুব
ভালো
অন্ধ-
কারে
আলো।

আপনি তো সবই পারেন, মিল দিয়ে ছড়া লেখতে পারেন না, এটা কি সুরভী ভাবী বিশ্বাস করেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.