নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

এষণা : ছাপার ভুলে বকের মৃত্যু

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

একবার বিভিন্ন পত্রিকায় এরকম একটা
খবর বেরোলো - পুলিশের গুলিতে
যুবকের মৃত্যু। চোখ সরু করে সেফাতুল্লাহ
এসব হেডিং দেখেন; তাঁর ঠোঁটে ঝুলতে থাকে
তাঁর স্বভাবজাত হাসি। তিনি একটার পর একটা
পত্রিকা পালটাতে থাকেন।

কেন?

তিনি খোঁজেন, কোনো পত্রিকায় ছাপার ভুল হয়েছে কিনা।

১৫ সেপ্টেম্বর ২০১৮

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০

অভীক অর্ণব বলেছেন: এই বোয়াস টা আপনার লেখায় স্থান পেয়েছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সে এখন আর নিজের মধ্যে নাই, একটা প্রতীক হয়ে উঠেছে। চারপাশে তাকালে তার মতো লোক অহরহই দেখি। ধন্যবাদ।

'বোয়াস' শব্দটা কী, বুঝি নাই।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

বিশিষ্ট বলদ বলেছেন: পাছার ভুলতো হতেই পারে।

স্যরি, আমিও ভানান বুল করলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: X(

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০

অভীক অর্ণব বলেছেন: এই শব্দটার কোন মিনিং নাই। আজ থেকে ১২ বছর আগে আমাদের এক বন্ধুকে এই নামে ডাকতাম । সেও সেফুর মত দেখতে ছিল। পার্থক্য শুধু তার অনেক লম্বা চুল ছিল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভেবেছিলাম 'বোয়াল' :)

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

স্রাঞ্জি সে বলেছেন:

এসব নর্দমা নিয়ে ভাবেন কেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কত কিসিমের মানুষ নিয়েই তো আমরা ভাবি, এদের নিয়েও ভাবা উচিত :)

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

সনেট কবি বলেছেন: অবশেষে বকের মৃত্যুর মধ্য দিয়ে বিষয়টা লঘু হলো। তারা যুবকের মৃত্যু সইতে পারেনাই বলে কইতে পারেনাই। ছাপা যন্ত্র তাদেরকে হেল্প করেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। আপনার এষণা সার্থক হইল বলিয়া গণ্য হইল

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সোনাবীজ; অথবা
ধুলোবালিছাই
লিখে চলেছেন তিনি
যা খুশি তাই।
তার লেখা বেশি বেশি
পড়তে যে চাই
বারবার আমি তাই
ব্লগ ঘুরে যাই।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সোনাবীজ; অথবা
ধুলোবালিছাই
লিখে চলেছেন তিনি
যা খুশি তাই।
তার লেখা বেশি বেশি
পড়তে যে চাই
বারবার আমি তাই
ব্লগ ঘুরে যাই।

চমৎকার লিখেছেন তো! আমি সত্যিই মুগ্ধ।

ব্লগার মোঃ আল মামুন শাহ্
আমি অবশ্যই লিখবো ইনশাল্লাহ

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭

জাহিদ অনিক বলেছেন: ভালো লাগলো পড়তে। প্রথমে বুঝতে অসুবিধে হচ্ছিলো। ভেবেছিলাম,কই কোন ছাপার ভুল তো দেখি না। পরে তাৎপর্য বুঝলাম।কিন্তু সেফাতুল্লাহ নামটি কেমন যেন এর গভীরতা কিছুটা কমিয়ে দিচ্ছে মনে হলো।

শুভেচ্ছান্তে ভাইয়া

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
প্রথমে বুঝতে অসুবিধে হচ্ছিলো। ভেবেছিলাম, কই কোন ছাপার ভুল তো দেখি না। হাহাহাহাহ।


কিন্তু সেফাতুল্লাহ নামটি কেমন যেন এর গভীরতা কিছুটা কমিয়ে দিচ্ছে মনে হলো।
সেফাতুল্লাহ একটা ক্যারেক্টার, নিজ পিকিউলিয়রিটির জন্য বি/কুখ্যাত, তাকে আমরা চিনি। তিনি কী কী করতে পারেন এটা মোটামুটি অনুমান করা যায়। কিন্তু একজন গুরুগম্ভীর লোক কখনো পত্রিকায় কি ছাপার ভুল খুঁজতে থাকবেন, নিউজ না পড়ে? স্যাটায়ার হিসাবেই লিখেছি।

ধন্যবাদ জাহিদ অনিক এষণামূলক দৃষ্টিভঙ্গির জন্য :)

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:


যু-বকের মৃত্যু; ইংরেজী ও বাংলা যুক্ত শব্দ সমস্যার সৃষ্টি করেছে; সঠিক হবে: চিড়িয়াখানার-বকের মৃত্যু

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইংরেজি শব্দ একটাই, হেডিং। পুলিশ এখন বাংলা শব্দ। পোলিস তো আর লিখি নাই :)

ইজি গোয়িঙের জন্য হেডিং লিখেছি।

যাই হোক, চিড়িয়াখানার-বকের মৃত্যু নিয়াও লেখার আইডিয়া এখন মাথায় আসলো। আইডিয়া দেয়ার জন্য ধন্যবাদ চাঁদগাজী ভাই :)

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণভাবে কিছু চরিত্র তুলে ধরেছেন
ভালো লাগলো ভাই

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন নাঈম ভাই। আপনাকে ধন্যবাদ।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২

বলেছেন: চরম দৈন্য

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিস্টার ল।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সেফাত কাকু বলেছে।। মদ খাও। কি মদ খাবা?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উনি বলেছেন, দিনরাইত মদ খাবা
আরো অনেক কিছুই কহিয়াছেন
ওসব এখন থাক
ঘুমাতে যাব

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেফাত সাহেবের মাথায় বাদামের রোগ আছে। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আর কোনো রোগ নাই?

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: আহারে---

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুঃখ করে আর কী লাভ?

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

ডার্ক ম্যান বলেছেন: বদ্দা , অনে ভালা আছন তো ???

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, ভালোই আছি। আপনার কী খবর?

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: এখানে প্রস্রাব করিবেন না করিলে দন্ড ৫০ টাকা

এই লেখা বিভিন্ন দেয়ালে দেখেছি টাকার অংক ৫০ থাকে বা ১০০ তবে - প্রসাব / প্রসব/ পস্রাব আরো কতোভাবে ভুল বানানে লিখা থাকে তার ইয়ত্তা নেই, তবে দুঃখজনক সেই দেয়ালে ভয়ংকর ভাবে অত্রকাজে বন্যা দেখেছি !!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রসাব বা পস্রাব তো ঠিকই ছিল, কিন্তু প্রসব করার বিড়ম্বনা নিয়া জাতি কিছু ভাবছে বলে মনে হয় না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.