|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
১
মুঠি খোলো, অন্ধকারে একঝাঁক নরম অক্ষর;
পালকেরা ঝরে পড়ে।
লিখো নি; যাকে তুমি আজন্ম চেয়েছো, নীরবে
ভুলে গেছো তার নাম ও গন্ধ; সবকিছু
২৮ মে ২০১৩
২
পাঁজর ফুঁড়ে তীব্র বেরিয়ে পড়ে জ্বলন্ত আগুন, টগবগে বাঘ। তোমার বুক খুঁড়ে হন্যে হয়ে খুঁজি, গহিন অরণ্যে গেঁথেছো কার নাম!
৫ জুলাই ২০১৩
৩
এ শহর ছেড়ে যে চলে যাবে, তার পায়ে নেই কোনো বেড়ি;
তবু সে একদিন তার কবির জন্য কেঁদেছিল, অভিমানে 
তারপর পাহাড়ের রহস্য থেকে ছিঁড়ে এনে 
বহুদিন লুকিয়ে রেখেছিল অজর একটি ফুল
গভীর কুয়ো খুঁড়ে আমিও তার জন্য একটি অক্ষয় শব্দ কুড়িয়ে পেলাম 
হাত পাততেই খাঁ-খাঁ করে যে-শব্দটি জ্বলে উঠলো, তার নাম ‘শূন্যতা’
৯ জুলাই ২০১৩
৪
সে এক ক্ষণজন্মা পাখি, প্রতিটা গোপন সাঁঝে অরূপ পাথারে নেমে এসে
অলৌকিক সুর তোলে গানে। তারপর রাত্রি শেষে
ফিরে যায়, পেছনে রেখে যায় একগুচ্ছ পদছাপ, ও কয়েকটা পালক
মাটিতে করুণ দাগ কেটে একধ্যানে চেয়ে থাকে বিবাগী বালক
১১ জুলাই ২০১৩
৫
সময় আমাকে গিলে খায়, আমি আকাশ গিলবো বলে পানিতে ডুব দিই। একঝাঁক চিত্রা হরিণ আর চিতল মাছ যখন জোনাকি হয়ে আলোয় ভরে তোলে পানির হৃদয়, আমি তখন প্রাণ ভরে শ্বাস নিই, আর মস্ত একটা আকাশ বুকের ভিতর পুষে নিয়ে পাহাড়ে ঘুমিয়ে পড়ি।
৪ অক্টোবর ২০১৩
৬
তোমার যে গান আমাকে পুড়িয়ে ছাই করে, নির্বীজ ধূলির ভেতর জাগিয়ে তোলে উদ্ভিন্ন প্রাণ, আমাকে সেই অপার্থিব বর দাও। ‘গানের ভিতর দিয়ে যখন দেখি’ তোমায়, অজস্র রোমকূপ ভেদ করে লাখ লাখ গুল্মলতারা ডগা তুলে দোহারের সুরে সুরে দুলে ওঠে। কখনো-বা হারিয়ে যেতে ভালো লাগে। হারিয়ে যেতে যেতে পথগুলো দীর্ঘতর হয়, অবশেষে অচেনা - সেই অচেনা পথের প্রান্তে তন্ত্রীছেঁড়া সুরগুলো সুচের মতো ফালি ফালি করে ছিঁড়ে ফেলে হৃৎপিণ্ড। তখনই মনে হয়, যদি কাউকে ভালোবেসে হারিয়ে থাকি অমূল্য প্রেমের অর্ঘ্য, সে তুমি।
৪ অক্টোবর ২০১৩
৭
পৃথিবীর প্রতিটা মানুষই কবি হয়ে জন্মায়- প্রতিটা মানুষের ভেতরে বাস করে সমুদ্র। যখন উথলে ওঠে আবেগ, তখন ঝড় ও জলোচ্ছ্বাসে ডুবে যায় মরমিয়া হিয়া। আমরা তখন সত্যিকার কবির হৃদয়কে উন্মোচিত হতে দেখি।
৮ অক্টোবর ২০১৩
৮
আজকের পবিত্র প্রত্যুষে ঘুম ভাঙতেই কী এক আনন্দ বয়ে যাচ্ছে সমগ্র মন ও শরীরে। আজন্ম লালিত ক্ষোভ ও অভিমান, দ্বেষ ও ক্লেদ কোথায় মিলিয়ে গেছে- ঘাসের ডগায় সূর্যোদয়ের নরম তাপে সকালের শিশিরেরা যেভাবে মিশে যায় হাওয়ার হৃদয়ে। এমন নির্ভেজাল ও সজীব মন অনন্য প্রাপ্তির মতো বার বার জীবনে আসবে না।
হে মন, তুমি বিশুদ্ধ চারাগাছ, উদার অনন্তে মেলে দাও পাখা পুণ্যস্নাত সত্যের মতো।
৩ নভেম্বর ২০১৩
**অসম্পর্কের ঋণ, একুশে বইমেলা ২০১৫ ডাউনলোড লিংক
 ২৯ টি
    	২৯ টি    	 +৭/-০
    	+৭/-০  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৪৫
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
পরনে লাল লুঙ্গি
গড়নে ভাঙ্গাচুরা, ডেইঙ্গা
বর্ণে কুচকুচে কালো
কর্ণে কালা না হলেও, নয় ততটা ভালো
ধরনে যা ভাবছেন তারও বেশি বোকা
স্মরণে যদ্দূর যায়, পুরোটাই গলদে ঠাসা
এদিকে খবর মন্দ না
সেরে উঠেছে সাহেবের মচকানো চরণ
কিন্তু হায়, অভিশাপ দিয়েছে চন্দনা
চোখের কর্ণিয়ায় ঘটেছে রক্তক্ষরণ
এসবের অর্থ খুঁজে লাভ নেই
যদিও মাঝে মাঝে 'আমি কী হনু রে' ভাব নেই
আদতে হয়েছে কী, কিছুদিন ধরে বামচোখ লাল,
ডাক্তারের কাছে গিয়েছিলাম গতকাল
'চোখে রক্তক্ষরণ' ডাক্তার বললেন
'কিন্তু ভয় নেই'- শেষমেষ এটাও জানালেন।
তাই আপাতত অফলাইন আছি
এবং নিজেরে নিয়েছি অবসরের একান্ত কাছাকাছি 
২|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৪৭
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৪৭
অচেনা হৃদি বলেছেন: দিনলিপি ভালো লেগেছে। 
আশা করি সুস্থ আছেন। 
ভালো থাকুন সবসময়।
  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:১০
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অচেনা হৃদি। হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি।
৩|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৫৯
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৫৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক! ব্লগের হিরো সুস্থ আছে তাতেই আমরা খুশি। 
ছাই ভাই, ব্লগে মাইনাস বাটনের ব্যবস্থা করা যায় না?
  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:১৮
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
যাক! ব্লগের হিরো সুস্থ আছে তাতেই আমরা খুশি।    আমি তো জানতাম আমি চিত্রপরিচালক। হিরো হলেন নিম্নের ব্যক্তি
 আমি তো জানতাম আমি চিত্রপরিচালক। হিরো হলেন নিম্নের ব্যক্তি 
 
৪|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৪
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৪
জায়েদ হোসাইন লাকী বলেছেন: আপনি এখন কেমন আছেন? শুনলাম, আপনি অসুস্থ?
  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:১৮
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আল্লাহর রহমতে ভালো আছি ভাই। দোয়া করবেন। ধন্যবাদ।
৫|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:৫৬
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:৫৬
শিখা রহমান বলেছেন: চমৎকার গুচ্ছকবিতা!! ১, ২, ৭ সবচেয়ে ভালো লেগেছে। 
শুভকামনা নিরন্তর। ভালো থাকবেন কবি।
  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪০
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঋডিং গ্লাস ছাড়াই লিখছি  
   
৩টা সিকোয়েল ভালো লাগায় আনন্দিত। 
ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
৬|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:১২
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:১২
সিগন্যাস বলেছেন: শিখা চৌধুরীর মন্তব্যে দেখলাম আপনি অসুস্থ
  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪১
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গুরুতর কিছু না। দোয়া করবেন।
৭|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:২২
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:২২
রাকু হাসান বলেছেন: ৩ নাম্বারটা আবৃত্তির মত করে পড়লাম দারুণ লাগলো । আপনার অসুস্ততার খবর শুনে খাপার লাগছিলো । এখন দেখে ভালো লাগছে ।
  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪২
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চোখকে বিশ্রাম দেয়ার জন্যই একটু দূরে আছি  শক্তি সঞ্চয় করছি আর কী
 শক্তি সঞ্চয় করছি আর কী  দোয়া করবেন, যেন শীঘ্রই পুরো উদ্যমে ব্লগে ঝাঁপিয়ে পড়তে পারি
 দোয়া করবেন, যেন শীঘ্রই পুরো উদ্যমে ব্লগে ঝাঁপিয়ে পড়তে পারি 
৮|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৩
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৩
জুন বলেছেন: ওহ ছাই ভাই আমিও তো অসুস্থ কিন্ত আপনার মত এমন অসামান্য কবিতাতো লিখতে পারলামনা   ৷
৷  
বিশেষ কোনটা নয় আমার দেশী ভাই এর সব লেখাই ভালোলাগে।  
+
  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৫০
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বলেন কী আপু, আপনিও অসুস্থ!!!! আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
আমি আসলে অসুস্থ কিনা বুঝতে পারছি না। রিডিং গ্লাস চোখে দিলেই মাথা ঘোরায়, বমি বমি ভাব হয়। পাওয়ার ঠিক আছে। চোখ লাল। ডাক্তার দেখে বললেন, চোখে ব্লিডিং। ভিশন ঠিক আছে। ব্যথা নেই। দুদিন সামান্য জ্বালাপোড়া ভাব ছিল। ২/৩ সপ্তাহ লাগবে সম্পূর্ণ সারতে। তাই চোখের বিশ্রাম দিচ্ছি।
কবিতাগুলো আগের লেখা, যেটি অলরেডি বই আকারে পাবলিশ করা হয়েছে।
ছাইভস্ম যা-কিছু লিখি, আপনার উচ্ছ্বাস আমাকে আহ্লাদিত করে, তেমনি করে অনুপ্রাণিত।
অনেক অনেক ধন্যবাদ দেশি আপু।
আরেক পাগল পাওয়া গেছে  কথার ফুলঝুরি
 কথার ফুলঝুরি  
৯|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৪৩
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: আমার অসুখ বিসুখ খুব কম হয় আল্লাহর রহমতে। 
পরিশ্রমও খুব করতে পারি। 
সব গুলোই সুন্দর। বিশেষ করে ৭ নম্বরটা। 
ভালো থাকুন। সুস্থ থাকুন।
  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৫৪
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
আমার অসুখ বিসুখ খুব কম হয় আল্লাহর রহমতে।
পরিশ্রমও খুব করতে পারি। আলহামদুলিল্লাহ। কেউ যদি সুস্থ থাকে, আল্লাহর কাছে তার চাইবার আর তেমন কিছু থাকে না। বিগত দিনগুলোতে আমি খুব কঠিন অসুখের ভেতর দিয়ে এসেছি। সুস্থতা মানুষের কত বড়ো সম্পদ, এবং তা কতখানি আরাধ্য, অসুস্থ না হলে তা বুঝতে পারে না। 
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন।
কবিতাগুলো সুন্দর জেনে খুব ভালো লাগলো।
আপনিও ভালো থাকুন রাজীব ভাই। কর্মজীবনে পরিশ্রমী মানুষেরা আমার খুব পছন্দের এবং শ্রদ্ধার পাত্র।
১০|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৫৪
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়, 
প্রত্যেকটার ট্রেন্ডটা আলাদা। কাজেই ফ্লেবারটাও আলাদা লাগলো। ++++ 
আপনি যেহেতু আমার ছোটোভাই রাজিব নূরকে নিয়ে একটা প্লানে আছেন, যে কারনে ভায়ের সুরে বলবো,টুকরো টুকটো সাদা আল্পনা ।  ♥♥♥♥ 
বেশকয়েকদিন পেলামনা আপনাকে, আবার উপরে কমেন্টে দেখলাম অবসর নিয়ে ভাবছেন। শরীর কেমন আছে চিন্তায় আছি।  
বিনম্র শ্রদ্ধা রইল।
  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৫৯
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গভীর মনোযোগের পাঠক আপনি। যে-কোনো লেখা থেকে আপনি নির্যাস টেনে আনেন খুব সহজেই। এটা খুব ভালো লাগে।
টুকরো টুকরো সাদা আলপনা- তুলনার সাথে দ্বিমত করার কোনো অবকাশ দেখি না।
উপরে দেশি আপুকে অবস্থাটা বলেছি। এ কারণেই দেখা হচ্ছে না।
দোয়া করবেন চৌধুরি ভাই। ভালো থাকুন সবসময়।
১১|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:২৯
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:২৯
করুণাধারা বলেছেন: দোয়া করি শিগগিরই সুস্থ হয়ে উঠুন।
 কবিতাগুলো অসাধারণ লাগলো, কখনো বিষন্নতার সুর আর কখনো আশার আলো জাগানিয়া.....
  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:০১
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
আপনার কাছে কবিতাগুলো অসাধারণ লাগছে জেনে ভালো লাগলো।
আপনি হলেন সেই পাঠক, যিনি পুরোনো পোস্ট খুঁজে বের করে পড়েন। সবকিছুর জন্য কৃতজ্ঞতা।
১২|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২৭
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২৭
চাঁদগাজী বলেছেন: 
বুঝা যাচ্ছে, আপনি ভালোর দিকে, সেটা সুসংবাদ।
ব্লগার জুনও মোটামুটি অসুস্হ, উনার সুস্হতা কামনা করছি
১৩|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৪
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৪
বাকপ্রবাস বলেছেন: আপনাকে মিস করছিলাম, পরে জানলাম চোখের সমস্যায় আছেন, ব্লগে পেয়ে ভাল লাগল। সুস্থতা কাম্য
১৪|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:০৩
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:০৩
সুমন কর বলেছেন: ছোট কিন্তু গভীর। +। 
কেমন আছেন?
১৫|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৫২
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: আমি এবার চেক করতে এসেছিলাম যে লাইক বাটনটা তখন দিয়েছিলাম কিনা। আমার নাম না দেখে ভুল স্বীকার করলাম। তবে এবার আর ভুল করিনি। পাঁচ নম্বরে আমি আছি। 
দ্রুত আরোগ্যলাভ করুন - দোয়া করি।
১৬|  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫১
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার শরীর এখনও ঠিক হয়নি??? 
আপনার জন্য দোয়া করছি  দেহ মনে দ্রুত সুস্থ হয়ে উঠুন।
১৭|  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ২:১৭
০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ২:১৭
ঋতো আহমেদ বলেছেন: কবিতাগুলো অসম্ভব ভালো লেগেছে। খলিল ভাই, দুটো প্রশ্ন আছে আপনার কাছে-
কীভাবে প্রথম বুঝতে পারেন আপনি কবি হয়ে উঠেছেন? আর, 'কবি হওয়া' ব্যপারটা আসলে কী?
১৮|  ১৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৪
১৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৪
এ.এস বাশার বলেছেন: ভালো লেগেছে....
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৪২
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৪২
স্রাঞ্জি সে বলেছেন:
khoলিল ভাই কেমন আছেন.....