নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
Be the one I've been waiting for my whole life....
তুমি ছিলে সেই অমরাবতীর পাখি
যাহার লাগিয়া একটি জীবন নদী
তোমার অধরে তীব্র আলোর ক্ষুধা
নীরব দহনে দুঃখী বনস্পতি
ঘাসের শরীরে শিশিরের বেদনারা
চাঁদের আলোয় মৃত ওষ্ঠেরা কাঁদে
যে-ফুল ফুটিল শুধুই তোমার লাগি
ক্ষয় হলো সে-ই নিষ্ঠুর সম্পাতে
২ সেপ্টেম্বর ২০১২
একটা ঘ্রাণ
হঠাৎ হঠাৎ একটা অরিহ গন্ধ ভেসে আসে বাতাসের স্বননে; প্রথম তারুণ্যে আফরোজার কেশফুলে এমন পেলব একটা ঘ্রাণ ছিল; কলমিলতা আর ধুধুল্লার শরীরেও ছিল এমন অদ্ভুত কিছু ঘ্রাণ; এখনো কোনো কোনো নিঝুম দুপুরে বড্ড আচানক নাকের পর্দা ভেদ করে একগুচ্ছ সৌভিকঘ্রাণ মগজে ঢুকে পড়ে; অন্ধের মতো ঘ্রাণের উৎস খুঁজতে খুঁজতে কেবলই দিশেহারা হই;
সে-রাতে ভৈরবের রেল-স্টেশনে নামতেই বহুকাল আগে হারিয়ে যাওয়া একজন মানুষ একটা অচেনা নাম্বার থেকে ফোন করলো; ‘ভালো আছিস, সোনাপাখি?’ বলতেই কেঁদে উঠলো অহনা, ‘তোর ঘ্রাণ এখনো ভুলতে পারি না সোনা; ঘরের চারপাশ, বারান্দায় এখনো তোর ঘ্রাণ। আমাকে জ্বালায়, পোড়ায় তোর ঘ্রাণ। আর পারি না, আমাকে একটু বাঁচতে দে না, পাখি!’
১২ অক্টোবর ২০১২
তোমার জন্য
সব কবিতারই কিছু মানে হবে
এ ভেবে কখনো কবিতা লিখি নি
সব ইশারায় সাড়া দেবে তুমি
এমন করেও কখনো ভাবি নি
যখন যেভাবে শব্দরা আসে
ক্রোধ ও কান্না, প্রেম ও দ্রোহে
ওভাবেই ওরা ঠাঁই করে নেয়
আপন গুণ ও গন্ধ-আবহে
যা কিছু লিখেছি প্রেমের জন্য
হয়তো সবই তা নিরেট বর্জ্য
অশ্রু ফেলো না, যেদিন বুঝবে
তোমার জন্য এসব অর্ঘ্য।
১৬ অক্টোবর ২০১২
ঋণ
তুমি চলে গেছো, সেই বেদনার অমৃত-খনি থেকে
উঠে আসে চির-ফল্গুধারার কবিতারা একে একে
তুমি চলে গেছো, চলে-যাওয়া পথে সোনা ফোটে প্রতিদিনই
আমার সকল কবিতারা তাই তোমার কাছেই ঋণী।
১৭ অক্টোবর ২০১২
হারিয়ে গেলে আপন নামের মাঝে
কোথায় তুমি হারিয়ে গেলে
আপন নামের মাঝে
তোমার কথা আজও ভাবি
আমার সকল কাজে
এই যদি হয় আর এসো না
ছায়ার মতো রোজ
সাঁঝের তারা আমার হয়ে
করবে তোমার খোঁজ
থাক তবে আর আমার জন্য
দুঃখ করো না কেউ
আমার কথার জবাব দিবে
পদ্মানদীর ঢেউ
২ নভেম্বর ২০১২
তোমার প্রেমিকের নাম বলো, প্রমীলা
যার সাথে প্রতিদিন গোপনে দেখা করো, অবলীলায় যে তোমার হাত ধরে
মনুষ্যভিড়ে; অথবা চিলের মতো ছো মেরে কেড়ে নেয় তোমার হৃৎপিণ্ড,
যার ধ্যানে একদিনও চোখ খুলে দেখলে না
তোমার পাদপদ্মে আত্মাহুতি দিয়ে গেলো ঘোরের সন্ন্যাসী
আমাকে তার নাম বলো, প্রমীলা, সেই মহান পুরুষের বিরাট ছায়ায়
একবার নিজেকে দেখি।
৭ নভেম্বর ২০১২
আমার কোনো দুঃখ নাই
আমার কোনো দুঃখ নাই। দুঃখের সাথে সখ্য আছে, সে হয় আমার আপন ভাই।
১৫ নভেম্বর ২০১২
প্রথম কবিতাটাঃ
নীচের গানটা থেকে প্রথম কবিতার শিরোনাম নেয়া হয়েছে। পুরো গানে শিরোনামের কথাটি খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেই, কিন্তু এ কথাটি আমার মনে একটা গভীর দাগ কাটে। কথাটির ভাব অনুভব করা যাচ্ছে, কিন্তু এর বঙ্গানুবাদ কী হতে পারে, তা এখনও ভাবছি, এবং এখনও মনের মতো কোনো বঙ্গানুবাদ দাঁড় করাতে পারি নি।
আর এ কবিতাটা লেখা হয়েছিল এই গানটা শোনার পর থেকেই। খুব সম্ভবত মেহেরুন আপু তাঁর কোনো পোস্টে এ গানটি যোগ করেছিলেন, আর গানটি শোনার পর কমেন্টের ঘরে এটি লিখে ফেলি। কবিতায় গানের কোনো ছায়া খুঁজতে যাওয়া বৃথা, কারণ, এ কবিতাটি উদ্ধৃত গানের বঙ্গানুবাদ নয়, গান শোনার পর উদ্ভূত অনুভূতি থেকে এর জন্ম। আর এটি আমার অসম্পর্কের ঋণ কবিতার বইয়ে উৎসর্গ পৃষ্ঠায় লেখা রয়েছে।
মূল ভিডিও
চোখ আরেকটু ভালো হলেই ফিরবো
১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি ফরিদ ভাই। চোখটা খুব ভালো যাচ্ছে না, তাই চোখের বিশ্রাম নিচ্ছি। দোয়া করবেন এবং ভালো থাকবেন।
২| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৬
তারেক মাহমুদ এমডি বলেছেন: কবিতাগুলো একধরনের সরল নিজস্বতা আছে। পঙ্কতিগুলো নিরীহ হলেও ভালো লেগছে।
১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ তারেক মাহমুদ এমডি। শুভেচ্ছা।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: মনোমুগ্ধকর ! অসাধারণ লাগলো কবিতার কোলাজ । ++
আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় পদাতিক চৌধুরি ভাই। ভালো থাকবেন।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঘাসের শরীরে শিশিরের বেদনারা
চাঁদের আলোয় মৃত ওষ্ঠেরা কাঁদে
যে-ফুল ফুটিল শুধুই তোমার লাগি
ক্ষয় হলো সে-ই নিষ্ঠুর সম্পাতে
........................................................................................
১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩১
আবু হাসান লাবলু বলেছেন: মুগ্ধতায় ভরপুর প্রশংসার ভাষা হারিয়ে গেছে।
১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুগ্ধতায় ভরপুর প্রশংসার ভাষা হারিয়ে গেছে। আমিও ভাষা হারিয়ে বললাম, কীভাবে আপনাকে ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৩
আরোগ্য বলেছেন: অনেকের ব্লগে শুনেছি আপনি অসুস্থ। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।
১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, আমি একটু অসুস্থ। আমার চোখে কিছু সমস্যা আছে। রিডিং গ্লাস চোখে পরলে চোখ ব্যথা করে ও মাথা ঘোরায়। ডাক্তারের কাছে আরো যেতে হবে। দোয়া করবেন।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৫
শুভবাদী রোদ বলেছেন: এক কথায় অসাধারণ!
২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শুভবাদী রোদ। শুভেচ্ছা নিন ৫ বছর আগের পোস্টে
৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৮
শুভবাদী রোদ বলেছেন: কিছু পাখি তোমায় ছুঁয়ে উড়ে যায়
বাকি সব শুন্যে হারায়!
২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার শিরোনাম অন্যরকম, অর্থটা আজ বলে দিই - সবাই কবিতা বুঝবে না, আবার কেউ বুঝলেও সব কবিতাই বুঝবে না। কিছু কবিতা থাকবে সরল, পড়ামাত্র তার অর্থ বোঝা যাবে। কিছু কবিতা কারো কারো মগজেই ঢুকবে না।
ধন্যবাদ আবারও।
৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১২
ল বলেছেন: মুগ্ধতা
২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিস্টার ল।
১০| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১৩
বাকপ্রবাস বলেছেন: আপনার সুস্থতা কামনা করি।
২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ছড়াকার।
১১| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর।
সব মিলিয়ে সুন্দর পোষ্ট।
বেশ কিছুদিন পর আপনাকে ব্লগে পেলাম।
কেমন আছেন? শুনেছিলাম আপনি অসুস্থ!
১২| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৩
ঋতো আহমেদ বলেছেন: সকাল সকাল সামুতে এসেই দারুণ সব কবিতা পড়লাম। মুগ্ধ করেছেন খলিল ভাই। সকলেই কবি নয়, কেউ কেউ কবি। যার পংক্তিগুলো পাঠ করলে আপনাতেই শ্রদ্ধা/ভালোবাসায় আনত/আপ্লুত হয়ে আসে হৃদয়। ++++
২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মন্তব্যে খুবই উদবুদ্ধ হলাম প্রিয় কবি। কিন্তু আপনি এখন ব্লগে নাই, এটাই হলো বড়ো দুঃখ। তবু শুভেচ্ছা রইল আপনার জন্য।
১৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: তোমার জন্য আর হারিয়ে গেলে আপন নামের মাঝে এ দুটো বেশী ভালো লেগেছে ভাইয়া তবে বাকী গুলো ও কিন্তু সুন্দর ।
আর কিছু পাখি খাঁচায় বন্দী হয়ে থাকবে . . . . .
গেট ওয়েল সুন অ্যান্ড কাম ব্যাক আরলি, ভাইয়া ।
২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ফুলঝুরি। আপনিও ব্লগে নেই। কিন্তু কেন?
১৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল হয়ে উঠুন।
সুন্দর কিছু উপহার দিলেন ব্লগে।
+++++++++++++++++++
২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাইদুল সরকার ভাই।
১৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১
রাকু হাসান বলেছেন:
ফিরে আসুন । শুভকামনা । কবিতা দুটি পড়লাম । ভালো লেগেছে । শেষে গানটি শুনি নাই । পেয়ে গেলাম । কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া । আপনার সুস্থতা কামনা করছি । চোখের সমস্যা যেহেতু প্রতি উত্তর নিজের মত সময় করে দিলেও সমস্যা নেই । +
২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ রাকু হাসান ভাই। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৬
সনেট কবি বলেছেন: কবিতায় মন ছুঁয়েগেল।