|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
হেডনোট 
এ পোস্টটি ভিন্ন একটি ট্যাবে ওপেন করে ৫ মিনিটের মতো অপেক্ষা করুন; এ সময়ে সবগুলো গান লোড হয়ে গেলে পোস্ট দেখতে কোনোরূপ বিড়ম্বনা পোহাতে হবে না।
কোনো কোনো গান একাধিক শিল্পীর কণ্ঠে শুনতে/দেখতে পাবেন; বিভিন্ন শিল্পীর কণ্ঠবৈচিত্র ও স্বাদের ভিন্নতার জন্যই এটা করা হয়েছে। কোনো কোনো গানের সাথে বিভিন্ন ছায়াছবি থেকে ফুটেজ যুক্ত করা হয়েছে। 
১
আমার প্রাণের মানুষ আছে প্রাণে
শিল্পীঃ সাগর সেন
ছায়াছবি 'রাজকুমারী' থেকে ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে
২
আমার মন মানে না 
শিল্পীঃ সাগর সেন
'বিপাশা' ছায়াছবির ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে
৩
আমার মন মানে না 
শিল্পীঃ সুমন চট্টোপাধ্যায়
'বিপাশা' ছায়াছবির ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে
৪
সুন্দর বটে তব অঙ্গদখানি
শিল্পীঃ চিন্ময় চট্টোপাধ্যায়
'বিপাশা' ছায়াছবির ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে
৫
এরা সুখের লাগি চাহে প্রেম
শিল্পীঃ সাগর সেন
'বিপাশা' ছায়াছবির ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে
৬
ডাকবো না ডাকবো না অমন করে বাইরে থেকে
শিল্পীঃ অদিতি মহসিন
৭
ডাকবো না ডাকবো না অমন করে বাইরে থেকে
শিল্পীঃ সাগর সেন
'বিপাশা' ছায়াছবির ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে
৮
তুমি কি কেবলি ছবি শুধু পটে লিখা
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
'বিপাশা' ছায়াছবির ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে
৯
তুমি সন্ধ্যার মেঘমালা
শিল্পীঃ চিন্ময় চট্টোপাধ্যায়
'বিপাশা' ছায়াছবির ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে
১০
এই কথাটি মনে রেখো
শিল্পীঃ রেজওয়ানা চৌধুরী বন্যা
১১
আমার ভাঙা পথের রাঙা ধুলায় 
শিল্পীঃ রেজওয়ানা চৌধুরী বন্যা
১২
আমি কান পেতে রই
শিল্পীঃ অদিতি মহসিন
১৩
আমার মল্লিকা বনে
শিল্পীঃ উৎপলা সেন
ছায়াছবিঃ বিচারক
১৪
বড়ো আশা করে এসেছি গো
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায় ও অরুন্ধতী হোম চৌধুরী
ছায়াছবিঃ রাজবধূ
১৫
শাওন গগনে ঘোর ঘনঘটা
শিল্পীঃ রেজওয়ানা চৌধুরী বন্যা
১৬
শাওন গগনে ঘোর ঘনঘটা
শিল্পীঃ লতা মুঙ্গেসকর
১৭
গহন কুসুম কুঞ্জমাঝে
একটি নৃত্য পরিবেশনা
১৮
সখি ভাবনা কাহারে বলে
শিল্পীঃ লতা মুঙ্গেসকর
১৯
সখী ভাবনা কাহারে বলে
শিল্পীঃ জয়তী চক্রবর্তী
ছায়াছবিঃ একটি তারার খোঁজে
২০
আমি চিনি গো চিনি তোমারে
শিল্পীঃ কিশোর কুমার
ছায়াছবিঃ চারুলতা
২১
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো
শিল্পীঃ রূপঙ্কর বাগচী
ভিডিও - এ যে স্টুডিয়ো প্রডাকশন
২২
তুই ফেলে এসেছিস কারে
শিল্পীঃ ইন্দ্রানী সেন
২৩
জাগরণে যায় বিভাবরী
শিল্পীঃ সোমলতা আচার্য্য চৌধুরী
ছায়াছবিঃ রঞ্জনা আমি আর আসবো না
২৪
মায়াবন বিহারিণী গহন সঞ্চারিণী
শিল্পীঃ সোমলতা আচার্য্য চৌধুরী
ছায়াছবিঃ বেডরুম
২৫
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
শিল্পীঃ সোমলতা আচার্য্য চৌধুরী
২৬
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
শিল্পীঃ শাহনাজ বাজপেয়ী নন  
২৭
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
বাংলা ফ্যান
২৮
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
শিল্পীঃ রেজওয়ানা চৌধুরী বন্যা
২৯
আমি জেনেশুনে বিষ করেছি পান 
সন্ধ্যা মুখোপাধ্যায়
ছায়াছবিঃ নবরাগ (১৯৭১)
৩০
তুমি রবে নীরবে 
শিল্পীঃ লতা মুঙ্গেসকার ও হেমন্ত মুখোপাধ্যায়
ছায়াছবিঃ কুহেলী (১৯৭১)
অভিনয়ঃ সন্ধ্যা রায় ও বিশ্বজিৎ
৩১
সে কোন বনের হরিণ ছিল আমার মনে
শিল্পীঃ রেজওয়ানা চৌধুরী
৩২
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
শিল্পীঃ রেজওয়ানা চৌধুরী বন্যা
৩৩
এসো শ্যামল সুন্দর
শিল্পীঃ রেজওয়ানা চৌধুরী বন্যা
৩৪
ভুবনেশ্বর হে
শিল্পীঃ রেজওয়ানা চৌধুরী বন্যা
৩৫
তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই
শিল্পীঃ চিন্ময় চট্টোপাধ্যায়
'বিপাশা' ছায়াছবির ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে
**
এবার এটা একটা কুইজ - নীচের গানের শিল্পী কে?
হিন্টসঃ তিনি একজন জনপ্রিয় ব্লগার। উপরে তাঁর অন্য গান কোনটি? 
ঐ যে ঝড়ের মেঘের
***
আরো দেখতে পারেনঃ  তুমি না হয় রহিতে কাছে - সন্ধ্যা মুখোপাধ্যায় ও লতা মুঙ্গেসকারের হিরন্ময় গানগুলো
উৎসর্গঃ যারা গানকে এবং পৃথিবীকে ভালোবাসেন
 ১৪ টি
    	১৪ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৯
১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরা আগের দিনে গাসশি করতাম। আশ্বিনের শেষ রাতে এই গাসশির আয়োজন করা হতো। মেয়েদের আয়োজন ছিল সবচাইতে বেশি। ছেলেদের শখের বিষয় ছিল রাতভর পটকা ফোটানো। মেয়েরা কাঁচা তেঁতুল, কাঁচা হলুদ, আরো হাবিজাবি অনেক কিছু দুয়ারের এককোণে ছোটো একটা ঘরের মতো করে সেখানে জাগ দিয়ে রাখতো। সকালে ওসব মুখে মেখে গোসল করতে হতো। এতে কালোরা ধলা এবং অলরেডি ধলারা লালচে ধলা হয়ে উঠতো নাকি  আমরা বড়ো হতে হতে সেই সংস্কৃতি/অপসংস্কৃতি উধাও
 আমরা বড়ো হতে হতে সেই সংস্কৃতি/অপসংস্কৃতি উধাও  আমাদের মায়েরা বলতো, আশ্বিনে রাইন্ধা কার্তিকে খাইতে হয়
  আমাদের মায়েরা বলতো, আশ্বিনে রাইন্ধা কার্তিকে খাইতে হয়  সেই সময়টা কেন যেন প্রতি বছরই মেঘলা থাকতো। আজ ক'দিন হলো তিতলিদের জন্য আবহাওয়া খারাপ। কিন্তু মনের ভেতর সেই গাসশি জেগে উঠেছে গত কয়েকদিন ধরে, একেবারে অকারণে।
 সেই সময়টা কেন যেন প্রতি বছরই মেঘলা থাকতো। আজ ক'দিন হলো তিতলিদের জন্য আবহাওয়া খারাপ। কিন্তু মনের ভেতর সেই গাসশি জেগে উঠেছে গত কয়েকদিন ধরে, একেবারে অকারণে।
এই মেঘলা দিনে একলা একলা গান শোনার মজাটাই আলাদা। এখানে আমার পছন্দের গানগুলোই দিয়েছি। ইন ফ্যাক্ট, এগুলো সবারই পছন্দের গান।
গানগুলো ভালো লাগছে জেনে ভালো লাগলো।
ভালো থাকুন।
২|  ১৩ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৩
১৩ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৩
নীলপরি বলেছেন: আপনি কেমন আছেন স্যর ? 
পোষ্ট ভালো হয়েছে । গান পরে শুনবো ।  
 
প্রশ্নের গানটা না শুনেই বললাম শায়মাদি । 
শুভকামনা
  ১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:২১
১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্ট ভালো হয়েছে জেনে আনন্দিত। আমি একটু চোখ নিয়ে সমস্যায় আছি। আশা করছি খুব শীঘ্রই পুরোপুরি সেড়ে যাবে। দোয়া করবেন।
কমেন্টের জন্য অনেক ধন্যবাদ নীলপরি আপু।
৩|  ১৩ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪৮
১৩ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন: 
আপনার স্বাস্হ্য কেমন?
  ১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৩
১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাম চোখটা লাল। ডাক্তার বলেছিলেন 'রক্তক্ষরণ'। এখন লাল নেই, কিন্তু বেশিক্ষণ চোখে রিডিং গ্লাস রাখতে পারি না, চোখ ব্যথা করে, মাথায় চক্বর আসে, বমি ভাব হয়। আরেকবার ডাক্তারের কাছে যাওয়ার প্ল্যান করছি।
দোয়া করবেন চাঁদগাজী ভাই।
৪|  ১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৪
১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৪
রাকু হাসান বলেছেন: 
 প্রাণের   রবীন্দ্রনাথ   । দারুণ গান । দুটি গান নতুন পেলাম(আমার ক্ষেত্রে
 । দারুণ গান । দুটি গান নতুন পেলাম(আমার ক্ষেত্রে    । কত জানি না
  । কত জানি না   
 
আপনার ব্যাপারে ২,৩ নং কমেন্ট ও প্রতি উত্তরে জানলাম । তাই আমি আর নতুন করে জিজ্ঞেস করলাম না । 
দোয়া রাখছি । আপনার সুস্থতা কামনা করছি । ভালো থাকুন সব সময় আমাদের নিয়ে ।
৫|  ১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৭
১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: আমি প্রশ্ন করার আগে দেখলাম পরি আপু জানতে চেয়েছেন, আপনি কেমন আছেন? উত্তর ইতিমধ্যে পেয়েগেছি। তাড়াতাড়ি আরও সুস্থ হন কামনা করি। চোখে এখনও ব্যথা হচ্ছে যখন তাহলে বেশিক্ষণ বরং ব্লগিং না করার পরামর্শ দেবো। আমরা আংশিক নয়, আপনাকে সম্পূর্ণ হিসাবে পেতে চাই।
৬|  ১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
মাহবুবুল আজাদ বলেছেন: একখান কাজ করেছেন বটে। 
দুর্দান্ত।
৭|  ১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩১
১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
চমৎকার সব শ্রুতিমধুর গানের সমাহার।
রবীন্দ্র প্রেমীদের মনের খোরাক।
সাধুবাদ জানাই ভ্রাতা
৮|  ১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৯
১৩ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৯
বাকপ্রবাস বলেছেন: আহা গানের সমাহার, বৃষ্টির পড়ছে আর সাথে গানগুলো নিয়ে যাবে অন্য ভূবনে
৯|  ১৩ ই অক্টোবর, ২০১৮  রাত ৮:৩২
১৩ ই অক্টোবর, ২০১৮  রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে।
আমি আপনার সুস্থতার জন্য প্রার্থনা করেছি। 
গান গুলো খুব শ্রুতি মধুর।
১০|  ১৪ ই অক্টোবর, ২০১৮  রাত ১১:৩০
১৪ ই অক্টোবর, ২০১৮  রাত ১১:৩০
মনিরা সুলতানা বলেছেন: পছন্দের সব গান।
শুভ কামনা আপনার জন্য।
১১|  ১৭ ই অক্টোবর, ২০১৮  রাত ২:২৭
১৭ ই অক্টোবর, ২০১৮  রাত ২:২৭
জসীম অসীম বলেছেন: আহা, কতোদিন পর একটি প্রাণবন্ত পোস্ট পেলাম। অশেষ ধন্যবাদ। প্রাণ ভরে গেলো।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৩
১৩ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৩
কথার ফুলঝুরি! বলেছেন: এমনিতেই বৃষ্টি মুখর দিন মনটা কেমন কেমন সকাল থেকে তার উপর এখন যদি এইসব প্রিয় গানগুলো শুনি আমি শেষ
  এমনিতেই বৃষ্টি মুখর দিন মনটা কেমন কেমন সকাল থেকে তার উপর এখন যদি এইসব প্রিয় গানগুলো শুনি আমি শেষ   তবে দু একদিন ধরে একদম মোক্ষম আবহাওয়া এসব গান শোনার জন্য ।
 তবে দু একদিন ধরে একদম মোক্ষম আবহাওয়া এসব গান শোনার জন্য । 
দিলেন তো ১২ টা বাজিয়ে ভাইয়া
আমার যেগুলো ভালো লাগে অনেক বেশী
আমি কান পেতে রই
বড় আশা করে এসেছি গো
সখী ভাবনা কাহারে বলে
আমি চিনি গো চিনি তোমারে
ভালো বেসে সখী নিভৃত যতনে
তুই ফেলে এসেছিস কারে
মায়াবন বিহারিণী
ভেঙ্গে মোর ঘরের চাবি
তুমি রবে নীরবে
গানের সিলেকশন চমৎকার